এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃনমূলের জয়ের পেছনে বিজেপি ঃ- তত্বর সারবত্তা

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২২ মে ২০১৬ | ৩৭২৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 108.127.180.11 | ২৩ মে ২০১৬ ০১:০১716460
  • যাগ্গে।

    বিজেপি নিয়ে লোকে এতো চিন্তিত কেন? লোকে চাইলে বিজেপি আসবে। সবই তো ভোট। ইতিহাস বই নতুন করে লেখার একটা নতুন ইন্ডাস্ট্রি হবে। তাতে কি এমন হয়েছে? ৩৪ বছর লোকে বামেদের ভোট দিয়েছে, কেন্দ্রে বিজেপি এনেছে, পবে বিজেপির ভোট বাড়িয়েছে, এবারে বামেদের হাঁটু মুড়ে দিয়েছে বেশ করেছে।

    কে যেন বলেছিলেন না রোজ কয়টা করে কি মারতে? তা তেমনি না রোজ কয়টা করে মুসলমান মারা হবে। মুসলমান বলে কি তাদের মড়তে নেই নাকি।
  • sm | 53.251.91.144 | ২৩ মে ২০১৬ ০১:০৫716479
  • ওরে পাগোল, চিন্তা কি তর একার? মুসলমানরা কি এসব বোঝেনা? তারা ঢেলে তিনোদের ভোট দিচ্ছে কেন?ওরা কি পিটির ল্যাখা পড়েনি;বিজেপি হচ্ছে গিয়ে তিনোদের লক্ষী পেঁচা! মালপো দিয়ে, তিনোরা বিজেপি নিয়ে এলো; এইসব অতি আধুনিক চিত্তা কর্ষক থিওরি।
  • T | 24.100.142.19 | ২৩ মে ২০১৬ ০১:০৬716480
  • হ্যাঁ, সে তো বটেই। লোকে চাইলে বিজেপি আসবে। গণতন্ত্র আফটার অল। বিজেপি এলে শুধু ইতিহাস বই নতুন করে লেখা হবে না, হয়তো বঙ্গে নিও-রোজাভা বিপ্লবের ঠ্যাঙও ভেঙে যাবে।
  • sm | 53.251.91.144 | ২৩ মে ২০১৬ ০১:১৬716481
  • আসবেই তো;সংবিধান এই প্রশ্রয় দিয়ে রেখেছে। মার্কস,নেরুদা,হারুদা, ভুলোদা কেউ আটকাতে পারবেক নাই।দি, এন্ড।
  • dc | 37.60.207.117 | ২৩ মে ২০১৬ ০১:২০716482
  • নোটা এতো বড়ো পাজি জানতাম না তো! সুশি, বিজেপি, আরো কার কার সাথে জোট করে দুধের বাছা সিপিএমকে হারিয়ে দিল? নোটা নির্ঘাত সিআইয়ের এজেন্ট।
  • sm | 53.251.91.144 | ২৩ মে ২০১৬ ০১:২৪716483
  • এই, এতক্ষণে ডিসি, ঠিক কথাটি পাড়লেন।কবে থেকে ভাবছি সিআই এ এলোনা; কেন এলোনা?
  • T | 24.100.142.19 | ২৩ মে ২০১৬ ০১:২৭716484
  • এসেম, বাছা, পুচ্ছ তুলে নাচছো নাচো, কেউ বারণ করছে না। কিন্তু কি লিখেছি সেটা পড়ে, বুঝে, তারপর মতামত দিতে এসো বাল।
  • T | 24.100.142.19 | ২৩ মে ২০১৬ ০১:৩৪716485
  • আর পিটিদা মাইরি এই নোটার জন্য সিট জেতা হ'ল না, এইগুলো কিস্যু দাঁড়ায় না। যে নোটায় ভোট দিচ্ছে সে কি আগে ক্যালকুলেট করে রেকেছে! কী মুশকিল। এইসব বেকার কথাবার্তা টানলে আরো ঝামেলা বাড়ে। লোকে ভোট দেয় নি, মেনে নিন। কোনো ষড়যন্ত্র নেই।
  • sm | 53.251.91.144 | ২৩ মে ২০১৬ ০১:৩৫716486
  • খিক, খিক ;-)))
  • sm | 53.251.91.144 | ২৩ মে ২০১৬ ০১:৩৬716488
  • এই তো, বাবাই মেনে নিয়েছে। আপনে, এত বড় হয়ে মানতে পাচ্ছেন না!
  • T | 24.100.142.19 | ২৩ মে ২০১৬ ০১:৪০716489
  • তা দাদু দেখবেন, নাপানোর চোটে খুলে না পড়ে যায়। এইরম
  • sm | 53.251.91.144 | ২৩ মে ২০১৬ ০১:৪২716490
  • গুড ওয়ান।
  • dc | 37.60.207.117 | ২৩ মে ২০১৬ ০২:১২716491
  • না না, ১৭৮৬ টা নোটা সুশির সাথে মিলে সূর্য্যকান্তকে হারিয়ে দিল, এ অতি পরিতাপের বিষয়। নোটার কালো হাত ...
  • bhagidaar | 34.49.119.28 | ২৩ মে ২০১৬ ০২:২৫716492
  • রোজাভা কি?
  • Abhyu | 138.192.7.51 | ২৩ মে ২০১৬ ০৩:৪৭716493
  • রোজাভা হল আগের প্রজন্মের কম্পিউটার ল্যাঙ্গোয়েজ, যেটা সিপিয়েম আটকে দিয়েছিল। এখন নতুন ভার্শন বেরিয়েছে, যাকে আমরা জাভা বলি।
  • Atoz | 161.141.85.8 | ২৩ মে ২০১৬ ০৩:৫৭716494
  • আমি ভেবেছিলাম রোজ রোজ জাভা ব্যবহার করলে তাকেই বলে রোজাভা। ঃ-)
  • ঈশান | ২৩ মে ২০১৬ ০৬:৪৩716495
  • যে কেন্দ্রগুলি তে ব্যবধানের চেয়ে নোটায় ভোট বেশিঃ



    যে কেন্দ্রগুলিতে ব্যবধান ৫০০০ ভোটের কমঃ



    প্রথমটার সূত্র এলেবেলে বাবুর লিং। দ্বিতীয়টা ইলেকশন কমিশনের সাইট।

    ন্যান এবার হিসাব করে তক্কো করুন। বিতরণও করতে পারেন। আমার কুনো কপিরাইট নাই। এলেবেলেবাবুর থাকতে পারে।
  • dc | 37.60.207.117 | ২৩ মে ২০১৬ ০৭:৩০716496
  • এইত্তো স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে কেন্দ্রের পর কেন্দ্রে বাম বিক্ষুব্ধরা নোটায় ভোট দিয়ে সিপিয়েমকে হারিয়ে দিয়েছে। অতএব সিপিয়েম নোটার বিরুদ্ধে দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তুলবে।
  • Arpan | 24.195.237.161 | ২৩ মে ২০১৬ ০৮:১৮716497
  • সাধের আবাপ কিন্তু লিখেছিল যে বেশ কিছু সংখ্যক কং সমর্থকেরা তাঁদের কেন্দ্রে বামফ্রন্টকে এবং বাম শরিকের সমর্থকেরা কংগ্রেসকে কিছুতেই ভোট দিয়ে উঠতে পারেননি। অতএব তাঁদের ভোটটা নোটাতেই গেছে। কে জানে, বাম বিক্ষুব্ধ বলতে এদেরও বোঝায় কিনা।
  • Debabrata Chakrabarty | ২৩ মে ২০১৬ ০৮:২৫716499
  • বামপন্থী গন বিজেপি ঠেকাতে ব্যর্থ বলাতে ' পঞ্চায়েত ' নিয়ে ইঞ্চি ইঞ্চি হিসাব করা ভোটের হিসাব এবং জয়ের হিসাব ধুর বাল হয়ে গেলো । সব সিপিএম একরকম হুক্কা হুয়া বিনা গীত নাই । নর্থ বেঙ্গল সেই বাপের জন্ম থেকে একটা অংশ কংগ্রেস আর চা বাগান অঞ্চল বামপন্থীদের দখলে - সেখানে একটা সিট জিতল বিজেপি বামেরা ১৯% পেয়ে তৃতীয় ,কালচিনিতে ৬% ভোট পেয়ে দূরবীন দিয়ে দেখার জায়গায় । আর মালদা থেকে আলিপুরদুয়ার ২০-২৮% বিজেপির ফেভারে পোলিং হচ্ছে ।

    এইবার শুনুন মশাই - কাকদ্বীপ এবং দক্ষিণ চব্বিশ পরগনার গল্প , রুপা গাঙ্গুলি অকারণে দৌড়াচ্ছেনা - পশ্চিম বঙ্গে ২৩% নমশূদ্র ভোট আছে এঁদের মধ্যে একদল বাংলাদেশ থেকে খেদা খাওয়ার স্মৃতিতে তীব্র মুসলমান বিরোধী , তার সাথে মরচিঝাঁপির স্মৃতি তারা বিস্মৃত হয়নি - নমশূদ্র সম্প্রদায় যে আজকের দিনে ভয়ঙ্কর বাম বিরোধী সেই বিষয়ে অবগত নিশ্চয়ই -সুতরাং তৃনমূল বিরোধী নমশূদ্র ভোট বিজেপিতেই জমা হবে । সীমান্ত অঞ্চলে /বনগাঁ /বসিরহাটে বিজেপির ফুলে ফেঁপে ওঠার এইটাই কারন নমশূদ্র ভোট - যা ঠেকানোর বড়মা ফরমা ধরে মমতাই ঠেকাচ্ছে ।

    উত্তরে বামেদের চা বাগান শ্রমিকদের পাস থেকে সরে যাওয়া যদি বামেদের ধ্বসের কারন হয় তাহলে সুন্দরবনে বামেদের ভোট হারানোর কারন নমশূদ্র সমাজের সাথে মরিচঝাপির বিশ্বাসঘাতকতা। জনতা ছাগল নয় তারা এতটাই ক্ষিপ্ত যে দেবশ্রী রায় জিতে যায় কিন্তু কান্তি গাঙ্গুলি নয় ।

    চতুর বামেরা বিজেপির জুজু দেখিয়ে রাজ্য এবং কেন্দ্র পর্যায়ে জোট বজায় রাখার এক প্রয়াস চালাচ্ছে বটে কিন্তু সত্যই যদি পশ্চিমবঙ্গে বিজেপি ঠেকাতে হয় -তাহলে সেই খেলায় বামেদের নেওয়া অর্থহীন । কেরলে এনারা সুবিধাভোগী এখানে এনারা শ্রমিক এবংনমশূদ্র সমাজের চোখে কৃমি কিট ।
  • PT | 213.110.242.22 | ২৩ মে ২০১৬ ০৮:৪৩716500
  • হয়েছে? বলেছিলাম না সিদ্ধান্ত আগেই নেওয়া আছে?

    T/dc
    অবশ্যই নোটাবাদীরা অন্য দলের সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করেনা। আরেকবার বলিঃ নোটার সংখ্যার কারণে যদি ঘুষখোর বিধায়্ক জিতে আসে সেটা নোটার তাত্বিক পরাজয়।
    কোন নোটাবাদী ব্যক্তিকে তো প্রশ্নটা তো করাই যায় যে তিনি এক্জন কুম্ভীলক শিক্ষামন্ত্রীর জিতে ফেরত আসার পক্ষে না বিপক্ষে?
  • Debabrata Chakrabarty | ২৩ মে ২০১৬ ০৮:৫৫716501
  • " আর চা বাগানের শ্রমিকরা বামপন্থীদের অবিশ্বাস করে দূরে ঠেলেছে অথচ নিও-রোজাভা পন্থী অর্থাৎ তৃণমূলকে কাছে টানেনি এইটা নিদের মতো রপিষ্কার নয়? ক্যানো পারেনি তৃণমূল? রাজ্যের অ্যাত অনাচার অত্যাচার সব মোকাবিলা করে ফেলল এদিকে চা বাগানে দুম করে বিজেপি মেরে বেরিয়ে যেতে পারে তার আঁচ পায় নি আগে থেকে? নাকি ঐ নিও-কমিউনিষ্ট নেত্রীর কথাই ঠিক যে বিজেপি ভোট লুঠ করেছে? অজুহাতটা একটু শুনি।" যদিও উত্তর একেবারে পোস্টের প্রথমে দেওয়া আছে তাও শুনুন অজুহাত নয় যুক্তি
    1। চাবাগানে বিশ্বাসঘাতক সিপিএম এবং RSPকে একটাও ভোট নয় দরকারে শয়তান কে দেব এই হচ্ছে মানসিকতা 2। এই মাদারিহাট কেন্দ্রে একটা ডানকানের বন্ধ চা বাগান আছে সেই চা বাগানে ক্ষিপ্ত শ্রমিক সিটু নেতার প্রাসদপম বাড়ি বাসিন্দা সমেত জ্বালিয়ে দিয়েছিল এই কিছু দিন আগে , নেতা বেঁচে যায় ১৩ জন আগুনে পুড়ে মারা যায় ( সংখ্যা এদিক ওদিক হতে পারে লিংক হাতের সামনে নেই ) এবং এই ঘটনার পেছনে কোন মাওবাদী হাত ছিলোনা - আদিবাসী শ্রমিকদের মধ্যে এই পর্যায়ের আক্রোশের জন্মদাতা সিপিএম ।৩ উত্তরবঙ্গের চা বাগান এলাকায় মাল বাজার থেকে আলিপুরদুয়ার বিপুল পরিমাণ নেপালি জনসম্প্রদায়ের বাস , এই নেপালি জনসম্প্রদায় বিমল গুরুং প্রভাবে তাদের ভোটের গুরুত্বপূর্ণ অংশ বিজেপির খাতায় জমা করেছে । 4। RSP /জোট এই এলাকায় নিজেদের অবস্থান জানা স্বত্বেও প্রার্থী দাঁড় করিয়ে ভোট কেটেছে মাত্র যা বিজেপির পক্ষে গেছে । নাগরা কাটা তে নোটার ভোট সম্ভবত রাজ্য সবথেকে বেশী ৬১৯৬ এবং সেখানে তৃনমূল জিতেছে মাত্র ৩২২৮ ভোটে । আর বামপন্থী ইউনিয়ন এবং তাদের শূন্য সামাজিক কাজকর্ম'র ভ্যাকুয়াম পূর্ণ করতে আর এস এস বিগত এক দশক ধরে বিভিন্ন সামাজিক কাজকর্ম ( স্কুল ইত্যাদি ) করে জমি তৈরি করছে ।
  • T | 165.69.173.41 | ২৩ মে ২০১৬ ০৯:০১716503
  • হ্যাঁ, সিপিয়েম কৃমি কীট। হয়েছে এবার? যান এবার পেয়ারের তৃণমূলকে নিয়ে বিজেপি হঠাতে যান। লেফটকে খারাপও হতে হবে, বিজেপিকে ঠেকাতেও হবে, তৃণমূলের কাছে হারতেও হবে অ্যাতো দায় মশাই নেই। লোকে ভোট দেওয়ার হলে দেবে নয়তো দেবে না। পাবলিক বিজেপিকে ভোট দিলে সেটা সিপিয়েমের দোষ, আর সহজ সরল গোলগাল মরি মরি পাবলিকের দোষ নয়। এরা কি পাখি নাকি, যেন আহা কী সুন্দর উড়েই চলেছে, সিপিয়েমের দায় একমাত্র আকাশ থেকে পড়া রোধ করা। মাইরি।

    তিনদশক আগের মরিচঝাঁপির জন্য এখন তারা বিজেপিকে ভোট দিচ্ছে, যুক্তির একেবারে হদ্দমুদ্দ। কে বারণ করেছে তৃণমূলকে সে ভোট নিজেদের পকেটে নিতে। আর হুগলি, হাওড়া, কলকাতা। সেসবের কি ব্যাখ্যা।

    তো, ঠিক আছে। নেই তো সিপিয়েম এবার। কে খেলতে নিতে বলেছে, নিজেদের খেলার জন্য আদিগন্ত বিস্তৃত পশ্চিমবঙ্গ তো পুরোটাই সবুজ। যান মুলো নিয়ে গেরুয়া উচ্ছেদ করতে যান গে।
  • Debabrata Chakrabarty | ২৩ মে ২০১৬ ০৯:০১716502
  • " হয়েছে? বলেছিলাম না সিদ্ধান্ত আগেই নেওয়া আছে?" উত্তরবঙ্গের চা বাগান এলাকার বিগত তিনটে বিধানসভা নির্বাচন এবং উত্তর চব্বিশ পরগনা /দক্ষিণ চব্বিশ পরগনার নমশূদ্র প্রধান এলাকার ভোটের বিশ্লেষণ করলে এই সিধান্তের বাইরে যাওয়া যাচ্ছেনা । তাও যদি বিশেষ কষ্ট হয় তাহলে উত্তরবঙ্গে /দক্ষিণ বঙ্গে একবার ভ্রমণ অবকাশে স্থানীয় লোক জনের সাথে কথা বললে বিষয় পরিষ্কার হতে পারে ।
  • T | 165.69.173.41 | ২৩ মে ২০১৬ ০৯:০৪716504
  • "চাবাগানে বিশ্বাসঘাতক সিপিএম এবং RSPকে একটাও ভোট নয় দরকারে শয়তান কে দেব এই হচ্ছে মানসিকতা"

    হ্যাঁ, এইবারে হয়েছে। কে বেশী ক্ষতিকর? বিশ্বাসঘাতক না শয়তান? এদিকে ভগবান (তৃণমূল) এবং অবতার অসহায় মুখে তাকিয়ে আছেন। এইসব নিয়ে যাত্রাপালা নামান গিয়ে। যত্তসব।
  • PT | 213.110.242.22 | ২৩ মে ২০১৬ ০৯:১০716505
  • সত্যি আর এস এসের হঠাৎ মনে পড়্ল যে তারা উত্তরবঙ্গে মানুষের জন্য সামাজিক কাজ করবে। ওদিকে দশকের পর দশক ধরে ক্রিশ্চানরা সামাজিক কাজ করে গোটা নর্থ-ইস্ট-এ দখল করে ফেলল। তো এদ্দিন কি এত বছরের পুরনো একটা সংগঠন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল? নাকি তিনোদের ক্ষমতারোহনের পরে তারা উদ্দীপ্ত বোধ করছে?
  • sm | 53.251.91.253 | ২৩ মে ২০১৬ ০৯:১১716506
  • আচ্ছা সব ই তো হলো;কিন্তু কিছু কমরেড যে বলছে বি যে পি জয়েন করলাম বা করব; তার কি হবে? তাদের কি করে আটকানো যাবে?
    ফ্রন্ট ও তো ভেঙ্গে যেতে পারে শুনছি।তখন কি হবে?
    আবার ত্রিপুরায় শুনলাম দিদি কোমর বেঁধে নামছে।
  • T | 165.69.173.41 | ২৩ মে ২০১৬ ০৯:১৬716507
  • যেসব ঢপেদের কাছে শুনেছেন তাদেরকে জিজ্ঞেস করুন। আটকানোরই বা কি আছে? বিজেপি কি নিষিদ্ধ নাকি? ফ্রন্ট ভেঙে গেলে যাবে। তো? যেসব নিওকমিউনিস্ট ইত্যাদি এখন থাউজেন্ড ইয়ার রাইখের স্বপ্ন দেখছে তাদের যেন মনে থাকে যে দরকারে বিজেপিও কিন্তু সাবঅল্টার্নিজম মারাতে পারে।
  • sm | 53.251.91.253 | ২৩ মে ২০১৬ ০৯:২১716508
  • সেই জন্যই তো বলছি, বঙ্গে এখন ফুলের রাজত্ব হোক। জোড়া ফুল আর পদ্মফুল।
    এখন আর ওই লোহার হাতুড়ি/কাস্তে এসবের দরকার নেই । দেখলেই মনে হয় কেমন মারতে আসছে।
  • Debabrata Chakrabarty | ২৩ মে ২০১৬ ০৯:২৪716510
  • " হ্যাঁ, সিপিয়েম কৃমি কীট। হয়েছে এবার? " হ্যা খানিকটা হয়েছে তবে । বিজেপি ঠেকানোর দায় মানে মৌখিক দায় সিপিএম নিয়েছে কিনা অথচ বাস্তব উল্টো নিজেদের অকর্মণ্যতা বিজেপির বার বাড়ন্তর কারন । ঐ উত্তর বঙ্গের বিগত তিন তে বিধানসভা নির্বাচনের ফলাফল থাকলো । মরিচঝাঁপি তিন দশক কেন ৫ দশক হলেও তার ক্ষত থাকবে , আর নমশূদ্র সমাজের সিপিএম বিরোধিতার কারন শুধু মরিচঝাপি নয় তার সাথে আরও কিছু । আপনি বোধ হয় পড়েননি " পশ্চিম বঙ্গে ২৩% নমশূদ্র ভোট আছে এঁদের মধ্যে একদল বাংলাদেশ থেকে খেদা খাওয়ার স্মৃতিতে তীব্র মুসলমান বিরোধী " এই মুসলমান বিরোধী এবং তৃনমূল বিরোধী ভোট বিজেপির খাতায় যাচ্ছে - বনগাঁ থেকে হাসনাবাদ এবং সুন্দরবনের ভোট বিশ্লেষণ করলে না দেখা যাওয়ার কারন নেই । " কে বারণ করেছে তৃণমূলকে সে ভোট নিজেদের পকেটে নিতে। " বারন তো করেনি তৃনমূল তো নিয়েছে সেই ভোট তার ফলেই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় একছত্র । তার সাথে বড়মা /মঞ্জুল ঠাকুর ইত্যদি সুড়সুড়িতে নমশূদ্র ভোট নিজেদের পকেটে রাখার চেষ্টা ।
    হাওড়া /কোলকাতা বিজেপি ভোট কোন অঞ্চলে কত তার হিসাব করলে দেখা যাবে সেখানে কালোয়ার /গুজরাতি /মারোয়াড়ী ভোটের সংখ্যা কত । এনারা বিজেপির স্বাভাবিক মিত্র ।

    সিপিএম কে খেলতে নিতে কে বলেছে ? সিপিএম নিজে , প্রাসঙ্গিকতা যাতে এত্তুস হলেও বজায় থাকে ।

    তৃনমূল যদি পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৩০০০ মরিচঝাপি উদ্বাস্তুদের মধ্যে হাজার দুয়েককেও পুনর্বাসন দেয় ঐ বড়মার সুড়সুড়ি না দিয়ে তাহলে নমশূদ্র ভোট যা বিজেপিতে চলে গেছে বা যাচ্ছে তার অধিকাংশ ফেরত আসবে । নতুবা বিজেপির ভোট বাড়বে - তবে সিপিএম অদূর ভবিষ্যতে এই সম্প্রদায়ের ভোট ফেরত পাবেনা , বিশ্বাসঘাতকতা মানুষ সহজে ভোলেনা । যেমন চা বাগানের আদিবাসী সম্প্রদায় ৫০ ভোট শেয়ার কে ৬% নামিয়ে দিয়েছে ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন