এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃনমূলের জয়ের পেছনে বিজেপি ঃ- তত্বর সারবত্তা

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২২ মে ২০১৬ | ৩৭৮৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 233.176.44.52 | ২৩ মে ২০১৬ ০৯:২৭716511
  • আর এস এস তো নর্থ ইস্টেও প্রত্যন্ত অঞ্চলগুলোয় সংগঠনের কাজ শুরু করে দিয়েছে। পুরো নর্থ ইস্টেই বোধহয় ঘাসফুল ফুটে গেছে।

    সত্যি। মাঝে মাঝে প্রশ্ন জাগে, সর্বত্র ছাগল দর্শনকারী সর্বভূতে আত্মদর্শন করেন কি ?
  • Debabrata Chakrabarty | ২৩ মে ২০১৬ ০৯:৩৪716512
  • উত্তরবঙ্গে এবং ঝাড়গ্রাম অঞ্চলে আদিবাসী সমাজের মাঝে সামাজিক কর্মকাণ্ড আর এস এস বিগত এক দশক ধরে করছে আজকে নয় । এই প্রসঙ্গে কল্লোল দা কর্ণাটকের আদিবাসীদের মধ্যে আর এস এস কার্যকলাপ বিষয়ে লিখেছেন - এইটা তাদের লং টার্ম স্ট্রাটেজি । আপনারা এইবার ঝাড়গ্রামে বিজেপি'র প্রাপ্ত ভোট দেখে নিন -ঝাড়খণ্ড মুক্তি মোর্চা 'র ভোট ঐ অঞ্চলে কোথায় নামছে এবং বিজেপি কতটা বাড়ছে নিজেরাই দেখে নিলে ধারনা হবে ।
  • pi | 233.176.44.52 | ২৩ মে ২০১৬ ০৯:৩৭716513
  • পবতেও অনেক জায়গায় শুরু হয়েছে। উত্তরবঙ্গ বাদেও। বেশ ভালভাবে। অনেকে লিখছেন।
  • T | 165.69.173.41 | ২৩ মে ২০১৬ ০৯:৪৩716514
  • সত্যি মাইরি, দাবীটা ঠিক কি কে জানে। "সিপিএম কে খেলতে নিতে কে বলেছে ? সিপিএম নিজে , প্রাসঙ্গিকতা যাতে এত্তুস হলেও বজায় থাকে।" সিপিয়েম আবদার করেচে বুঝি তৃণমূলের কাছে যে বিজেপি বিরোধ খেলায় ওদেরকে মুলোপার্টির সঙ্গে নিতে হবে!
    'নিজেদের অকর্মণ্যতা বিজেপির বাড়বাড়ন্তের কারণ' ধুর কাটিয়ে দিন। বেফালতু তর্ক।
  • T | 165.69.173.41 | ২৩ মে ২০১৬ ০৯:৪৭716515
  • আরেসেসের আইডিয়োলজি যারা সাবস্ক্রাইব করছে তাদের কোনো ভুমিকা নেই, দোষ নাকি সিপিয়েমের। তো, ঠিক আছে, 'কৃমি কীট' (পেয়ারের কবির সুমনের কাছ থেকে ধার করা টার্মিনোলজি বোধহয়) যারা তাদের কাছ থেকে এক্সপেক্টেশনই বা ক্যানো। ভগবানের অবতার তো রয়েছে, তাঁকে গিয়ে বলুন না। পাখি মারা যাচ্ছে বলে এয়ারপোর্ট বন্ধ করে দিতেও বলতে পারেন, লাথ মেরে ভাগিয়ে দেবে অবশ্য।
  • sm | 53.251.91.253 | ২৩ মে ২০১৬ ০৯:৫০716516
  • দিন তো কাটিয়ে। খামকা বেফালতু তক্ক করে। এমনিতেই টিমে এগারো জন প্লেয়ার নেই; এখন বলছে ম্যাচ খেলতে।ফাইভ এ সাইড হলেও নয় কথা ছিল।
  • T | 165.69.173.41 | ২৩ মে ২০১৬ ০৯:৫৩716517
  • আর নয় নয় করে এরাজ্যে তৃণমূলের জন্মলগ্ন থেকে আঠারো বছর তো হতে চলল। আদিবাসী সমাজ অমুক তমুকে সংগঠন বাড়ানোর জন্য যথেষ্ট সময়। একটা খসড়া পাঠান নতুন সরকারের কাছে, কি করিয়া বিজেপি সাফ করিতে হইবে। কিছু না হলে দরকার পড়লে যে মুলোপার্টি যথেষ্ট প্যাঁদাতে পারে তা নিশ্চয়ই এ কদিনে জানা যাচ্ছে। রূপা গাঙ্গুলি যেমন জেনেছেন।
  • T | 165.69.173.41 | ২৩ মে ২০১৬ ০৯:৫৬716518
  • আলবাত, টিমে তো এগারো জনই নেই। তাও ওদিক থেকে চেঁচায় ক্যানো বোঝা দায়। একটু দেখুন তো এসেম, নিজেদের লোকজনই তো। একটু বোঝান না যে দল অল্রেডী সাবডিভিশন জিতেছে, এই তো সময় সুপার ডিভিশনে খেলার।
  • dc | 195.94.188.153 | ২৩ মে ২০১৬ ১০:০৬716519
  • PT, আপনাকে আগে একবার বলেছিলাম আপনি বড্ডো অযুক্তি নিয়ে তর্ক করেন ঃ)

    দেখুন, নোটাটা আদৌ কোন তর্ক করার মতো ইস্যুই না। আপনি যদি হঠাত নোটা নিয়ে এখানে বা অন্য টইতে না লিখতেন তো এটা নিয়ে আলোচনাই হতো না। নোটা একটা সর্বভারতীয় ফিচার, এর সাথে বামপন্থীদের জেতা বা হারার কোন রিলেশানই নেই। নোটা হল, আমার যদি কোন ক্যান্ডিডেটকেই পছন্দ না হয় তো আমি নোটায় ভোট দেব। মানে এর পেছনে এছাড়া আর কি বিরাট তত্ত্ব আছে তাও বুঝছি না। আগে অনেকে ভোট নষ্ট করতো, তারা এখন নোটায় দিচ্ছে। এবার এই নোটার ঘাড়ে দোষ চাপানোর কি মানে সেটা বুঝছিনা, কারন নোটাতে ডান বাম যে কেউ ভোট দিতে পারে। শুধু বিক্ষুব্ধ বাম কেন, বিক্ষুব্ধ তিনো, বিক্ষুব্ধ বিজেপি, বিক্ষুব্ধ বিক্ষুব্ধ যে কেউ নোটায় ভোট দিয়েছে। সেটাকে বামপন্থী দের পরাজয়ের কারন হিসেবে কেন খাড়া করছেন? বামপন্থীদের পরাজয়ের অনেক কারন আছে, কিন্তু নোটাটা আদৌ ফ্যাক্টর না।
  • PT | 213.110.242.22 | ২৩ মে ২০১৬ ১০:১৭716521
  • দেবব্রতবাবু, আপনি অনেক কঠিন কঠিন অঙ্ক কষে নিবন্ধ লেখেন। আমি আপনাকে একটা জলের মত সহজ অঙ্ক বোঝাই।
    নাগপুর চায় বামপন্থাকে শেষ করতে তাত্বিক ভাবে। আর তিনোরা চায় বামপন্থীদের শেষ করতে নিজেদের বেঁচে থাকার তাগিদে। অর্থাৎ বিজেপির হয়ে নোংরা কাজটা পব-র মাটিতে তিনোরাই করবে-সরাসরি কোন জোট না হলেও। এ এক আশ্চর্য সমাপতন রাজনৈতিক অবস্থানের যারা আপাতঃভাবে পরস্পরের প্রতিদ্বন্দ্বী।

    এটা ভাববেন না যে এসব কথা ভোটের রেসাল্ট আউটের পরে লিখলাম। এই কথাটা বহুদিন ধরেই বলে আসছি।
    তিনোরা বিজেপিকে ততটাই বাড়তে দেবে যতটা হলে ভোটটা ত্রিমুখী থাকে। আর বিজেপি মোট্টে চাইবে না যে তিনোরা ক্ষমতা থেকে যাক যদিনা তারা নিজেরা ক্ষমতায় আসতে পারে। অদূর ভবিষ্যতে পব-র মানুষেরা আরো বেশী বেশী করে জাত-পাত-ধর্ম-সম্প্রদায়ের লাইনে ভাঙতে থাকবে।
    এই প্রেক্ষিতে আরেসেসের ঐ সব সামাজিক কাজের গপ্প নিছক আমড়াগাছী মাত্র।
  • PT | 213.110.242.22 | ২৩ মে ২০১৬ ১০:২৩716522
  • "নোটা একটা সর্বভারতীয় ফিচার,........"
    একটা সংখ্যা FB-তে ভেসে বেড়াচ্ছে। সত্যতা জানিনা। ৫ রাজ্যের নির্বাচনে মোট ১৬,৬৯,২৬৮ টি নোটার মধ্যে পব-র সংখ্যা ৮,২৯,৯০৩।
    আরো কিছু নির্বাচন গেলে নোটার তাত্বিকতা নিয়ে তক্ক করা যাবে।
  • dc | 132.174.90.126 | ২৩ মে ২০১৬ ১০:২৯716523
  • ফিগারটা সত্যি হলে তার মানে পবতে এখন যেসব ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে তাদের গ্রহনযোগ্যতা কম। অনেক মানুষ এদের নিয়ে অসন্তুষ্ট।
  • ছাগল | 190.179.142.19 | ২৩ মে ২০১৬ ১০:৩৬716524
  • "মুলোপার্টি যথেষ্ট প্যাঁদাতে পারে তা নিশ্চয়ই এ কদিনে জানা যাচ্ছে" - আগে চৌতিরিশ বছরের "প্রতিটা রক্তবিন্দুর হিসেব" ( সত্ব : সেলিম ) টা নেওয়া হোক,বিচার হোক গণআদালতে।
  • Ekak | 53.224.129.52 | ২৩ মে ২০১৬ ১০:৪১716525
  • পিটি দার যুক্তি:

    খোকন : মারছো ক্যানো ? :( :(( এইত , অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলের প্রশ্নটা লিখে এলেই পরীক্ষায় পাশ করে যেতুম :( চাদ্দিকে কী কান্ড হয়ে গ্যাছে তুমি তো জানো না !!

    বাপ : লিখে আসিস নি ক্যানো ?

    খোকন : আমি কী করবো ? :(( সেভেনের সেকশন ডি-র কেলাস টিচার প্রসুনবাবু দেরী করে সিলেবাস শেষ করায় রিভাইস দেওয়াতে পারেন নি । তাই সেকশন সি -র বদন বাবুর সঙ্গে মিলে ঠিক করেছিলেন পরীক্ষায় প্রতিফলন আসবে না । এদিকে বদন বাবুর ছেলে সেকশন বি র ফিসিকাল সায়েন্স টিচার অসীম্বাবুর ভাইঝির সঙ্গে প্রেম করেছে সেই খবর পেয়ে অসীম্বাবু খেপে গেলেন আর এসিস্ট্যান্ট হেড টিচার নৃসিংহঅবতার বাবুকে ধরে শেষ মুহুর্তে কোশ্চেন পেপারে প্রতিফলনের কোশ্চেন ঢুকিয়ে দিলেন !! এরকম হবে আমি কী করে জানবো !

    বাপ : ওরে হতভাগা তোকে তোর পড়া টা ঠিক করে করতে কোন বাবু বারণ করেছিলো ??

    খোকন নিরুত্তর । অতঃপর ধুম -ধাম -ধাপুস -ধুপুস -চটাস -চটাস হাত ও বেতের সদ্ব্যবহার , সিশুনির্জাতন নিবারণী সমিতি তে পড়শী দের ফোন করণ ইত্যাদি ।
  • লক্ষ্মীপ্যাঁচা | 74.233.173.177 | ২৩ মে ২০১৬ ১০:৫৪716526
  • পিটিবাবু, আপনার যুক্তি অনু্যায়ী তাহলে ২০০৬ বা তার আগের ভোটগুলোতে বামেদের লক্ষ্মীপ্যাঁচা নিশ্চয় কং বা তিনোরা ছিল। আর এটাও জলের মত পরিষ্কার যে তিনোদের বাড়তে দেওয়া হয়েছিল যাতে লড়াইটা ত্রিমুখী থাকে। কিন্তু এতটা বেড়ে যাবে সেটা বোধহয় ভাবা যায়নি।
    সেই যে ২০১১ তে বুজিরা কী সব মন্ত্র পড়ে বেশ কিছু জনগণ কে বামজমানায় এ তাবৎ শেখা সব ভুলিয়ে দিয়ে ছাগল বানাল, তারা এখন সেই দশাতেই আছে। কবে কেউ এসে সোনার কাঠি রুপোর কাঠি ছুঁইয়ে আবার মানুষ করে!
  • S | 108.127.180.11 | ২৩ মে ২০১৬ ১০:৫৮716527
  • "আপনার যুক্তি অনু্যায়ী তাহলে ২০০৬ বা তার আগের ভোটগুলোতে বামেদের লক্ষ্মীপ্যাঁচা নিশ্চয় কং বা তিনোরা ছিল।"

    ইকিরে। ছিলো তো। কঙ্গ ছিলো তো। সব্বই জানে। তারও আগে ছিলো তিনো। মাথায় কি আর এমনি এমনি লাঠি ফেলা হয়েছিলো?
  • PT | 213.110.242.5 | ২৩ মে ২০১৬ ১১:১৯716528
  • "বামেদের লক্ষ্মীপ্যাঁচা নিশ্চয় কং বা তিনোরা ছিল"
    এঃ এইসব না জেনে তক্কে নেমে পড়লেন? কোন উচ্চ্স্তরের বাম নেতা "তিনোকে বাঁচিয়ে রেখো, ওরা আমাদের লক্ষীপ্যাঁচা" জাতীয় উক্তি করেছিলেন (লিং নেই)।

    সমস্যা অন্যত্রঃ তিনোর পব-তে ক্ষমতা দখল আর বিজেপির উত্থানের মধ্যে একটা রাজ্নৈতিক ফারাক আছে। সেই জন্যেই এত কথা।
  • Debabrata Chakrabarty | ২৩ মে ২০১৬ ১২:৩৭716529
  • পিটি বাবু বলছেন " দেবব্রতবাবু, আপনি অনেক কঠিন কঠিন অঙ্ক কষে নিবন্ধ লেখেন।" এমন কিছু কঠিন অঙ্ক নয় - উত্তরবঙ্গে একেবারে বামদের ঘাঁটিগুলিতে বামদের ৫০% ভোট শেয়ার ৬% এ নেমে আসার পেছনে বাস্তবিক কারন আছে , তর্কের খাতিরে অগ্রাহ্য করলে আলাদা কথা - যা রক্ত ক্ষরণ হচ্ছে প্রায় সমস্ত RSP সিট ,RSP কে প্রাথমিক ভাবে দুর্বল করেছে সিটু , চা বাগানে নিজেদের শেয়ার বাড়াতে তার পরে নিজেদের কর্মকাণ্ড , চা বাগান শ্রমিকদের সাথে বিশ্বাসঘাতকতা একদিকে নিজেদের ভোট ব্যাংক হারিয়েছে অন্যদিকে সেই শূন্যতা একদিকে তৃনমূল অন্যদিকে বিজেপি দখল করেছে ।

    পিটি বলছেন " নাগপুর চায় বামপন্থাকে শেষ করতে তাত্বিক ভাবে। আর তিনোরা চায় বামপন্থীদের শেষ করতে নিজেদের বেঁচে থাকার তাগিদে। অর্থাৎ বিজেপির হয়ে নোংরা কাজটা পব-র মাটিতে তিনোরাই করবে-সরাসরি কোন জোট না হলেও। এ এক আশ্চর্য সমাপতন রাজনৈতিক অবস্থানের যারা আপাতঃভাবে পরস্পরের প্রতিদ্বন্দ্বী। " আমি অনেকাংশে একমত যদি তৃনমূল আশু বিপদ না দেখে আর চাবাগান / নমশূদ্র সমস্যা'র গভীরে না ঢুকে কসমেটিক চেঞ্জ করতে চায় তাহলে আগামী নির্বাচনে বিজেপি ৪০-৫০ সিট পেয়ে যেতে পারে । এবারে কংগ্রেসের ভোট শেয়ার থেকে বিজেপি মাত্র 2,5% ভোট শেয়ারে কম । এই ভোট কেন্দ্র বিশেষে কন্সলিডেট হয়ে গেলে বিজেপি দ্বিতীয় বৃহত্তম দল হয়ে যেতে পারে ।

    পিটি বাবুর তত্ব - একদম কেরলে খাপে খাপ , এইবার কেরলে বিজেপি এবং সহযোগী দলের ভোট প্রায় ১৪% LDF এর জেতার পথ সুগম করেছে , আগামীতে দুর্বল কংগ্রেস এবং বিজেপির উত্থানে মুসলিম লীগের ভোট LDFএ সংহত হতে পারে ফলত বিজেপি যেখানে ১টা সিট পেয়েছে দ্বিতীয় বৃহত্তম দল হয়ে যেতে পারে ।

    পশ্চিমবঙ্গে বিজেপি কে যদি রুখতে হয় তাহলে সিপিএম বাদ দিয়ে ছোট বামপন্থী দল , কংগ্রেস ,তৃনমূলের সাথে মিলে আগামীতে নির্বাচনে লড়া উচিৎ । সাথে চাবাগান গুলীতে আদিবাসী শ্রমিকদের ভরসা ফিরিয়ে আনতে সিরিয়াস কিছু করার জন্য বর্তমান সরকার কে চাপ দেওয়া হোক এবং দক্ষিণে মরিচঝাঁপি উদ্বাস্তুদের পুনর্বাসন । মাত্র হাজার তিনেক মরিচঝাঁপি উদ্বাস্তু পশ্চিমবঙ্গে বাস করে পুনর্বাসন এমন কোন বৃহৎ সমস্যা নয় কিন্তু এই সামান্য উদ্যোগ নমশূদ্র সমাজের মধ্যে তৃনমূলের প্রতি যে গুডউইল সৃষ্টি করতে পারে তার ডিভিডেন্ট অনেক । এখন তৃনমূল অথবা অন্য রাজনৈতিক দলের কানে সচারচর ' লাথ ' খাওয়ার পূর্বে জল ঢোকেনা আর যখন ঢোকে ততক্ষণে গলা জলে ।
  • PT | 213.110.242.8 | ২৩ মে ২০১৬ ১৩:০৪716530
  • চিন্তা করবেন না। কেরলে বিজেপির বেশী বাড়-বাড়ন্ত হলে UDF-LDF একসাথে লড়বে। কেরল লবি বাংলা লবির কং-বাম জোটের বিরোধীতা না করে সে অপশনটা খুলে রেখেছে।

    তবে জোট বাঁধার ব্যাপারে তিনোদের বিশ্বাসযোগ্যতা নাদিরে ঠেকেছে। ২০১১-তে ২৭ টা দলের জোট ছিল-এখন কটা সঙ্গে আছে?
  • CPM | 30.139.67.50 | ২৩ মে ২০১৬ ১৩:০৯716532
  • ভাবছি এবার তিন দের সাথে জোট করে সরকার করব।
  • যতদিন এগুলো চলবে | 53.224.129.52 | ২৩ মে ২০১৬ ১৩:২২716533




  • ততদিন এগুলোও চলবে :) | 53.224.129.52 | ২৩ মে ২০১৬ ১৩:২৩716534
  • একক | 53.224.129.52 | ২৩ মে ২০১৬ ১৩:২৪716535
  • সব শুওরের নাতি ধর্ম তাস খেলে ভোট করে , এখন সেটাতেও ফেল মেরে এসছে যুক্তি সাজাতে ।
  • Ekak | 53.224.129.52 | ২৩ মে ২০১৬ ১৩:২৭716536
  • এরা এত ধর্মনিরপেক্ষ যে গরুর মাংস খাওয়ার পিকনিক করেছিল । সেখানে শুওরের মাংস নেই । কেন নেই তার উত্তর নেই ।
  • PT | 213.110.242.8 | ২৩ মে ২০১৬ ১৩:৩৫716537
  • এই বাক্য দিয়ে কি ওপরের ছবিগুলোর জাস্টিফিকেশন দেওয়া হল?
  • sm | 53.251.91.253 | ২৩ মে ২০১৬ ১৩:৩৮716538
  • সমানে বি যে পি জুজু দেখিয়ে কি হবে?কমরেডরা আস্তে আস্তে বিজেপির দিকে ধুঁকছে যে। একটা ভালো বিকল্প দিন না পিটি ভাই। শরিক দল গুলোর ও তো কোমর ভেঙ্গে রেখেছে।একুন যাই কন থে?
  • sm | 53.251.91.253 | ২৩ মে ২০১৬ ১৩:৪০716539
  • একক তো ভালো লিখল! শুওরের মাংস তো ছিল না? অবিশ্যি শুওর নোংরা জিনিস খাইয়া থাকে; তাই হয় তো।
  • Ekak | 53.224.129.52 | ২৩ মে ২০১৬ ১৩:৫১716540
  • ওপরে সিপুএম নেতারা যে ছবিতে তাকিয়া মাথায় দিয়ে ইফতার করে বেড়াচ্ছিলেন সেটাও কি জাস্টিফাই দিতে ?
  • সে | 198.155.168.109 | ২৩ মে ২০১৬ ১৩:৫৬716541
  • শুওরের মাংসে চর্বি বেশি। গরগরে ঝাল করে রাঁধতে হয়। খেলে গ্যাস হতে পারে।
  • PT | 213.110.242.21 | ২৩ মে ২০১৬ ১৪:৪৯716543
  • অতীব ঠান্ডার ডিসেম্বরে মাস্টার্ড সস দিয়ে ইউলসিন্কা (julskianka) অতি চমৎকার লা-জবাব খাদ্য। এইসব চেখে জীবন উপভোগ না করে কেন যে মানুষ খাদ্যব্স্তু নিয়ে অখাদ্য আচরণ করে কে জানে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন