এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃনমূলের জয়ের পেছনে বিজেপি ঃ- তত্বর সারবত্তা

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২২ মে ২০১৬ | ৩৭৭৪২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | 11.39.56.233 | ২৩ মে ২০১৬ ১৪:৫৯716544
  • দেবব্রতবাবু, এই টই খোলা হয়েছে বোধ হয় এটা ধরে নিয়ে যে সিপিয়েম চাঁদ বা মঙ্গল গ্রহের থেকে নেমে আসা একটা পার্টি । এদের ধান্দাবাজিকে সার্থক করতে এরা ৭৭ এ জনসঙ্ঘের গলা জড়িয়ে ধরতে কুণ্ঠিত হয়নি । তারপর জ্যোতিবাবু ও বাজপেয়ীর হাত ধরাধরি, বুদ্ধ-আদবানীর প্রেমপিরিতি সবই হয়েছে একই নিয়ম মেনে । এবারে পবতে ছকটা ছিল – বাম-কং এর মিলিত ভোট + বিজেপিতে ছিটকে চলে যাওয়া ৭-৮ % ভোট নিজেদের বাক্সে ফিরে আসার তুমুল দূরাশা + বাম বিরোধী ভোট কাটাকাটির অঙ্ক যাতে তিনোরা বাম বিরোধী পুরো ভোট একা না পায় । সে হিসেবে বিজেপি সিপিয়েমেরও লক্ষীপ্যাঁচা ছিল । ভোট মেটার পর হোয়্যাটসাপে যখন জোটের মন্ত্রীসভা তৈরি হয়ে গেছিল তখন খেঁচো কমরেডরা বিজেপির দু-চারটে এম এল এ কে বিভিন্ন কমিটিতে স্থান দেওয়ার কথাও বলেছিল বুক ফুলিয়ে । আপনি তাদেরকে রাজার পার্ট দিতে চাইছেন ?

    জরুরি অবস্থার কং এখন গণতান্ত্রিক আর কেরালায় মুসলিম লিগের সাথে হাত মেলানো সিপিয়েম এখন ধর্মনিরপেক্ষ ! বিকাশ-সুবোধ ধর্মতলায় প্রকাশ্যে গোমাংস খেয়েছিলেন কিন্তু খিদিরপুর বা মেটেবুরুজে দাঁড়িয়ে সেলিম-ফিরহাদের পর্ক স্যান্ডউইচ খাওয়ার দম হয়েছে কি ?

    ‘এবারে কংগ্রেসের ভোট শেয়ার থেকে বিজেপি মাত্র 2,5% ভোট শেয়ারে কম’ ।
    এই ভুলটা গুরুতে অনেকেই করছেন । কং এবার পেয়েছে ৬৭ লাখ ভোট । তার অনেকটাই কিন্তু বামেদের + কং এবার প্রায় ৩০ টা সিটে বেশি লড়েছে তাই ভোটও বেড়েছে । আসলে ঠিকঠাক হিসেব করলে বিজেপির ভোট শেয়ার এ রাজ্যে তিন নম্বরে ।

    ‘পশ্চিমবঙ্গে বিজেপি কে যদি রুখতে হয় তাহলে সিপিএম বাদ দিয়ে ছোট বামপন্থী দল , কংগ্রেস ,তৃনমূলের সাথে মিলে আগামীতে নির্বাচনে লড়া উচিৎ’ ।
    সিপিএম বাদ দিয়ে ছোট বামপন্থী দলদের ইয়েতে দম নেই বিজেপিকে রোখার । পরগাছারা যদি গাছই না পায় তো আর বাঁচবে কী করে?
    তিনো বিজেপিকে ঠেকানোর দায় নেবে কেন ? ওরাতো তিনোর লক্ষীপ্যাঁচা । যেমন কং-তিনোর মধ্যে লড়াই বাঁধিয়ে সিপিয়েম জিতেছে এতদিন তিনোও তাই করবে । তথাগত রায় তো আর এমনি এমনি মমতাকে ‘সিপিয়েমের মেধাবী ছাত্রী’ বলেননি ।
    বাকী রইল কং । তাদেরই বা কী ঠ্যাকা ? ঠিক কোন দিক দিয়ে দুটো দল দুটো মেরুর ? মুকেশ আম্বানির সাথে দুটো দলের পিরিতের মাত্রায় কিছু তারতম্য চোখে পড়ে আপনার ? আপনাদের ?

    ফলে এ রাজ্যে বিজেপি বাড়বে এবং হুড়মুড় করে । আসানসোল উত্তর, কুলটি, বসিরহাট দক্ষিণ, জোড়াসাঁকো, নয়াগ্রাম এবং কালচিনিতে ওরা দ্বিতীয় স্থানে । ৬৬ টা সিটে ২০-৩০ হাজার ভোট, ১৬ টায় ৩০-৪০ হাজার আর ৬টায় প্রায় ৫০ হাজার ভোট পেয়ে ওরা ছেড়ে দেবে ভাবছেন ?
    তাই ওরে আমাদের সোনার বাংলায় বিজেপি এসে গেল রে বলে হাহাকার করে কিস্যু লাভ নেই ।
  • সে | 198.155.168.109 | ২৩ মে ২০১৬ ১৫:০৪716545
  • আচ্ছা ঠিকাছে সমবেত গ্যাস পাদাপাদি নিয়ে বললে যদি আপত্তি থাকে, তা সত্ত্বেও এটা তো মানবেন যে শুয়োরের মাংস মুসমানদের জন্য হারাম এবং ম্যাক্সিমাম হিন্দু জানেইনা যে হিন্দু ধর্মের রেসপেক্টে এটা জায়েজ কি জায়েজ নয়। মধ্যবিত্ত বাঙালী তো মাংস বলতে একটাই জিনিস বোঝে, চিকেন। এমনকি দিশি মুর্গীর মাংসও অ্যাফোর্ড করা কষ্টকর, পাঁটার মাংস ক্বচিৎ কদাচিৎ, স্বাদই ভুলে গেছে এত দাম। শুয়োর তো ভাবনা চিন্তার বাইরে। পুজোফুজোয়ও লাগে না। তবে খুব গরীব ডোমেরা নিজেরাই শুয়োর পালে এবং মেরে খায়। সেসব নোংরা শুয়োর। এছাড়াও বাকি থাকে পয়সাওলা দাঞ্চিবাবুরা ও এলিটক্লাস। সেখানে শুয়োর ইজ ডেলিক্যাসি। হ্যাম স্যান্ডুইচ, পর্ক স্যালাদ, বেকন তো বটেই, পর্ক রেঁধে খাবার চলও শুরু হয়েছে। কিন্তু এঁয়ারা বড্ডই উচ্চশ্রেণীর প্রাণী, জ্ঞানগর্ভ কথাবার্তা গভীর নলেজ থাকলেও এইসব বাঙালীরা অনেকেই প্রবাসী বা সংখ্যায় এতই লঘু যে এঁদের খুশি করতে গিয়ে শুয়োরের ফিস্টি চালু করলে সংখ্যাগুরুর ভোট মায়া হয়ে যাবে।
  • সে | 198.155.168.109 | ২৩ মে ২০১৬ ১৫:০৫716546
  • মুসলমানদের জন্য হারাম - আগের পোস্টে
  • মাংস | 190.179.40.19 | ২৩ মে ২০১৬ ১৫:২৪716547
  • পিকনিক-এ গরু ভালো কিন্তু শুয়োর কেন নেই বললেই কোনো কোনো সেকুলার বামপন্থী গুলি করে দিতে চায়
  • সে | 198.155.168.109 | ২৩ মে ২০১৬ ১৫:২৭716548
  • হিন্দুদের গোরু খাওয়ানোর চেয়ে মুসলমানদের শুয়োর খাওয়ানো অনেক বেশি কঠিন এই সত্যটুকু বলতে সেকুলারদের পোঁদ ফেটে হাতে চলে আসবে।
  • Ekak | 53.224.129.52 | ২৩ মে ২০১৬ ১৫:৩৮716549
  • মুসলিম দের কেও জোর করে শুওর খাওয়াতে বলেনি । কিন্তু যেখানে ধর্মনিরপেক্ষতা কে কেন্দ্র করে পিকনিক এর প্রস্তাব সেখানে গরুর পাশাপাশি শুওর , উট , রামপাখী , গুগলি সবই রাখতে হবে তো । যার যেটা ইচ্ছে খাক পাশাপশি বসে । পাশে বসে দুজন গরু আর শুওর খেতে না পারলে কিসের বাল ধর্মনিরপেক্ষ পিকনিক । ওরকম পোঁদ ফেটে যাওয়াই মঙ্গল ।
  • Ekak | 53.224.129.52 | ২৩ মে ২০১৬ ১৫:৪৪716550
  • একচুয়ালি এদের এই গরু পিকনিক করে ধর্মনিরপেক্ষ হবার ফান্ডা টা ধাক্কা খেয়েছিল । শুধু পার্টি থেকে একটা পিকনিক আয়োজন করেছিল তাই না ইধার উধার ছোট ছোট ওয়ানাবী বুদ্ধিজীবি গোষ্টি রাও করেছিল । পার্টির পিকনিক টা শেষ অবধি হয়নি জদ্দুউর শুনেছি , সিওর না । আর এই ওয়ানাবি দের চাঁদা দিতে গিয়ে লোকজন মুখের ওপরে জিগায় শুওর নেই ক্যানো , কোনো উত্তর নেই ।

    এইসব খবর যখন পাহ্চিলুম তখনি মনে হচ্ছিল বোকা চালাক বামদের দিন খারাপ হয়ে আসছে । আগে লোকজন মনে যাই ভাবুক মুখের ওপর এরকম দুম করে বলে দিতনা ।
  • সে | 198.155.168.109 | ২৩ মে ২০১৬ ১৫:৪৫716551
  • মঙ্গল অমঙ্গল জানিনা। অত সহিষ্ঞুতা মানুষের মধ্যে নেই। যেটুকু টলারেন্স আছে সেটা গোরু খাওয়া অবধি। সেটাকেই এনক্যাশ করে ব্যালট পেপারে ভোট বাড়ে কমে।
    নিরামিশ যারা খায়, তাদের যেমন জোর করে আমিষ ভোজের পার্টিতে মাছমাংসের প্লেট ধরিয়ে দেয়া যায় না, বা বাধ্য করা যায় না আমিষ খাবারের টেবিলে বসতে, এটাও কিছুটা সেরকম। সবার সমান চলারেন্স নেই। সেরকম আশা করাও ভুল।
  • সে | 198.155.168.109 | ২৩ মে ২০১৬ ১৫:৫৪716552
  • ঐ ইফতার এর ফোটোয় লোকগুলোকে আমি চিনি না। হিন্দু কমিউনিস্ট থাকতে পারে ধরে নিচ্ছি। তাদের কি গোরুর মাংস খেতে বাধ্য করা হচ্ছিলো?
    পরের ছবিতে মমতা ব্যানার্জিকে দেখা যাচ্ছে প্রার্থনা করতে। এটা খারাপ কীসের? উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, নেত্রী। উনি যে এটা করলেন সেটা তো আরেকটা ধর্মকে সম্মান জানিয়ে করলেন। গোরু খেলেন কি খেলেন না সেটার থেকেও এই জেস্চার অনেক বেশি অ্যাপিলিং। সবধর্মের মানুষের প্রতি উনি শ্রদ্ধাশীল অ্যাজ অ্যা নেত্রী। জ্যোতিবাবু কি বুদ্ধবাবু পারতেন এমন হাঁটু গেড়ে বসতে? সেই মানসিকতা ওঁদের ছিলো?
  • Ekak | 53.224.129.52 | ২৩ মে ২০১৬ ১৫:৫৪716239
  • তাহলে সকলেই যখন নিজের মত করে ধর্মীয় অনুভূতি কে এনক্যাশ করছে তখন বামদের এই হলিয়ার দ্যান দাউ ক্যানো ! চৌত্রিশ বছর ধরে ইফতার পার্টির ধুম তো কম দেখলুম না । কংগ্রেস এই রোগ টা শুরু করেছিল । বাম সেটা জিইয়ে রাখলো।
  • সে | 198.155.168.109 | ২৩ মে ২০১৬ ১৬:০০716240
  • বাম আবার কে?
    সিপিয়েম নাকি? ওরে বাবারে, হোঃ হোঃ হোঃ। তাহলে মমতা সিপিয়েমের চেয়ে বাম।
  • Ekak | 53.224.129.52 | ২৩ মে ২০১৬ ১৬:১৩716241
  • মমতা তো নিজেকে বাম বলে ঘোষণা করেনি কখনো । যারা ঘোষণা করেছে তাদের ধরবো । তারা আদৌ বাম কিনা , বাম কাহাকে বলে এসব এনালিসিস করা আন প্রদাক্তিভ ।
  • সে | 198.155.168.109 | ২৩ মে ২০১৬ ১৬:১৪716242
  • যেমন ঝান্ডু বাম।
  • উল্টোপুরান | 190.179.40.19 | ২৩ মে ২০১৬ ১৭:০৯716243
  • বর্তমান পত্রিকা -
    দমদম ও রাজারহাট-গোপালপুর
    বিজেপি ভোটের বড় অংশ জোটের পক্ষে যাওয়ায় মার্জিন কমেছে তৃণমূলের

    এবারের বিধানসভা ভোটে বিজেপি ভোটের একটি বড় অংশ দমদম ও রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস-সিপিএম জোটের পক্ষে গিয়েছে। পাশাপাশি বামেদের ভোট ব্যাংকেও আগের তুলনায় ধস নেমেছে। কেন্দ্রওয়াড়ি ফলাফল বিশ্লেষণে এই তথ্যই সামনে উঠে এসেছে। একই সঙ্গে প্রবল মমতা-বিরোধী প্রচার এবং বিজেপির ভোট সিপিএমের পক্ষে যাওয়া সত্ত্বেও দুই কেন্দ্রেই তৃণমূলের ভোট লোকসভার তুলনায় বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু, তৃণমূল-বিরোধী ভোটের একটি বড় অংশই সিপিএমের পক্ষে যাওয়ায় জয়ের মার্জিন বেশ কিছুটা কমেছে। রাজনৈতিক মহল মনে করছে, এই দুই কেন্দ্রেই বিজেপির ভোট ব্যাংকে বড় ধরনের ধস না নামলে তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান অনেকখানিই বৃদ্ধি পেত। সরকারি সূত্রের খবর, শুধুমাত্র রাজারহাট-গোপালপুর কেন্দ্রেই তৃণমূলের ভোট বৃদ্ধি হয়েছে ৪ শতাংশ ও দমদম কেন্দ্রে ভোট বৃদ্ধি হয়েছে ৩ শতাংশ।
    বিজেপির ভোট যে সিপিএমের পক্ষে গিয়েছে তা স্বীকার করে সিপিএমের রাজারহাট-গোপালপুর জোনাল কমিটির সম্পাদক শুভজিৎ দাশগুপ্ত বলেছেন, আমরা বিজেপির ভোট যেমন কিছুটা পেয়েছি তেমনই তৃণমূলের ভোটও কিছুটা পেয়েছি। তাই লোকসভা ভোটের তুলনায় আমাদের ভোট বৃদ্ধি হয়েছে ১০ শতাংশ। আমরা এরপরও ফলাফল নিয়ে বিশ্লেষণ করছি। তৃণমূলের জেলা পর্যবেক্ষক নির্মল ঘোষ বলেছেন, আমরা সমস্ত ফলাফলই বিশ্লেষণ করছি। ফলাফল ভালো করে না দেখা পর্যন্ত বিশেষ কিছু বলা সম্ভব নয়। বিজেপির জেলা নেতা অমিয় সরকার বলেছেন, লোকসভা ভোটের তুলনায় আমাদের ভোট কমেছে। কিন্তু, কেন কমেছে তা আমরা বিশ্লেষণ করে দেখছি।
    ২০১৪ সালের লোকসভা ভোটে প্রবল নরেন্দ্র মোদি হাওয়ায় দমদম ও রাজারহাট-গোপালপুর কেন্দ্রেই বিজেপি ভালো ফল করেছিল। এই কেন্দ্রে সিপিএমকে পিছনে ফেলে বিজেপি দ্বিতীয় স্থানে চলে এসেছিল। ২০১৪ সালের লোকসভা ভোটে দমদম কেন্দ্রে বিজেপি প্রার্থী তপন শিকদার ৩৮৭৪২টি ভোট পেয়েছিলেন। এবার ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী উমা সিং পেয়েছেন মাত্র ১৪৫৫০টি ভোট। অর্থাৎ গত লোকসভার তুলনায় এই কেন্দ্রে বিজেপির ভোট কমেছে ২৪১৯২টি। এবার সিপিএম এবং কংগ্রেসের জোট হয়েছিল। ২০১৪ সালের ফলাফল অনুযায়ী সিপিএম এবং কংগ্রেসের মিলিত ভোট ৫৩২৪৯। কিন্তু, এবার সিপিএম-কংগ্রেস জোট প্রার্থীর ভোট বেড়ে হয়েছে ৭২২৬৩। অর্থাৎ বিজেপির ভোটের একটি বড় অংশ এবার সিপিএমের বাক্সে গিয়েছে। আবার গতবার তৃণমূল প্রার্থী সৌগত রায় এই কেন্দ্রে পেয়েছিলেন ৭০৬৩৬টি। এবার এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু পেয়েছেন ৮১৫৭৯টি ভোট। অর্থাৎ তৃণমূলের ভোটও ২০১৪ সালের তুলনায় প্রায় ১১ হাজার বৃদ্ধি পেয়েছে। সরকারি সূত্রের খবর, এবার এই কেন্দ্রে লোকসভার তুলনায় তৃণমূলের ভোট বৃদ্ধি হয়েছে ৩ শতাংশ। রাজনৈতিক মহল মনে করছে, এবার বিজেপির ভোটের একটি বড় অংশ সিপিএমের দিকে না গেলে জয়ের মার্জিন আরও বাড়াতে পারতেন ব্রাত্য বসু।
    একইভাবে রাজারহাট-গোপালপুর কেন্দ্রেও বিজেপির ভোট ব্যাংকে বড় ধরনের ধস নেমেছে। আর এই কেন্দ্রের বিজেপির ভোটেরও একটি বড় অংশ এবার সিপিএম-কংগ্রেস জোট প্রার্থীর সমর্থনে গিয়েছে। ফলে এই কেন্দ্রে লোকসভার তুলনায় তৃণমূল ৪ শতাংশ ভোট বৃদ্ধি করলেও মার্জিন অনেক কমেছে। ২০১৪ সালের লোকসভা ভোটে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী তপন শিকদার পেয়েছিলেন ৪৪৭০৬টি ভোট। সেখানে এবার এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ মিত্র পেয়েছেন মাত্র ১৯৬৮৩টি ভোট। অর্থাৎ গতবারের তুলনায় বিজেপির ভোট কমেছে ২৫০২৩টি। গতবার এই কেন্দ্রের সিপিএম প্রার্থী অসীম দাশগুপ্ত পেয়েছিলেন ৪২৫৬৬টি ভোট। সেখানে এবার সিপিএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্য পেয়েছেন ৬৫৯১৯টি ভোট। লোকসভায় কংগ্রেসের পাওয়া ৪৮০৫টি ভোট এবার নেপালদেববাবুর বাক্সেই গিয়েছে বলে ধরে নেওয়া যায়। অর্থাৎ এবার বিজেপির ভোটের প্রায় ২০ হাজারের কাছাকাছি ভোট এবার সিপিএমের পক্ষে যাওয়ায় তাদের ভোটও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি জয়ের ব্যবধানও অনেকখানি কমে গিয়েছে। বিজেপির সাহায্যে এই কেন্দ্রে সিপিএমের ভোট বৃদ্ধি হয়েছে প্রায় ১০ শতাংশ। যা অন্যান্য কোনও কেন্দ্রেই হয়নি বলে দলীয় সূত্রের খবর। পাশাপাশি ২০১৪ সালে এই কেন্দ্রে বিজেপি দ্বিতীয় স্থানে থাকলেও এবার তাদের তৃতীয় স্থানে নেমে যেতে হয়েছে।
    রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এবারও বিজেপির ভোট ভাগাভাগি অক্ষুন্ন থাকলে শাসকদলের জয়ের মার্জিন কোনওভাবেই কমত না। কেননা, বিরোধী ভোটের অধিকাংশই জোট প্রার্থীর সমর্থনে গিয়েছে। আবার এটাও ঠিক, বিজেপির ভোট বাক্সে আরও কিছুটা ভাঙন ধরানো গেলে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থীর জয়ও কঠিন হয়ে যেত। যদিও তৃণমূল নেতৃত্ব এই আশঙ্কার কথা উড়িয়ে দিয়ে বলেছে, সমস্ত বিরোধী একজোট হয়েও আমাদের প্রার্থীদের হারাতে পারেনি। এটাই প্রমাণ করছে, বিরোধীরা অনেক চেষ্টা করলেও তা ব্যর্থ করে দিয়েছে মানুষই।
  • Debabrata Chakrabarty | ২৩ মে ২০১৬ ১৭:৪০716244
  • এলেবেলে বাবু - না সিপিএম মহান বামপন্থী সেকুলার সংখ্যালঘু শ্রমিক দরদী দল এইরকমটি আমি মোটেই ভাবিনা , বরং তাদের কার্যকলাপের ধারাবাহিকতা প্রমাণ করে তেনারা যেন আমরা কত বেশী নিয়ো লিবারাল তা প্রমাণ করতে ব্যস্ত ছিলেন বুদ্ধ বাবু চেয়ারে আসীন হওয়ার পর । লেঠেল বাহিনী দিয়ে জমি দখল বলুন , চা বাগান বেচে দেওয়া বলুন ,মালিক পিএফ মেরে পালাচ্ছে দেখেও ব্যবস্থা না নেওয়া বলুন , বৃহৎ শিল্পপতিদের স্বার্থে দরাজ হস্তে শহুরে এবং দো ফসলা জমি অধিগ্রহণ বলুন । দলিত নির্যাতন কারি সংগঠিত দল বলুন অথবা সুবিধাবাদের চরম বলুন । কিন্তু ঐ বাম ভেকধারী , এদিক ওদিক মার্ক্সবাদি গন্ধ ছড়িয়ে রাখা , দু চার জন নিবেদিত নেতা এবং এখনো কিছু বিশুদ্ধ কর্মী । অথচ শিল্প নীতি , রাজনৈতিক বিরোধীদের দমন নীতি , ধরে ধরে সিডিশন কেস ,বিদেশ নীতি , অর্থনীতি তো প্রায় বিজেপির সমতুল্য । বরং জমি অধিগ্রহণ /রিটেল এ এফ ডি আই /সেজ এইসবের ক্ষেত্রে আর এস এস এবং তাদের কৃষক /শ্রমিক সংগঠন বেশী বামপন্থী । বর্তমান পশ্চিমবঙ্গ সিপিএমের আদর্শ সহযোগী হওয়া উচিৎ বিজেপি , এতে দু ধরনের লাভ 1। হারানো হার্মাদ /হনুমান ফিরে পাওয়া যাবে তার ওপর সেন্ট্রাল এর ব্যাকআপ তৃনমূল বেশী টাইট দিতে পারবেনা 2। উত্তরবঙ্গের / দক্ষিণ বঙ্গের হারানো জমি ফেরত পাওয়া যাবে আর বিজেপির হাত ধরে ক্ষমতায় - দেখুন তত্ব এবং উদাহরণ রেডিই আছে প্রথমত স্তালিন / হিটলার চুক্তি দ্বিতীয়ত চিনের কমিউনিস্ট পার্টি /কুয়োমিন্টাং চুক্তি । বৃহৎ শত্রুর মোকাবিলায় চুক্তি করিলে দোষ নাই । লিংক এলো বলে !
  • cm | 127.247.100.6 | ২৩ মে ২০১৬ ২০:৩০716245
  • ফ্রীজে শুয়োরের মাংস রাখার জন্য ইদানীং খুন হচ্ছে নাকি? হলে খবর দিয়েন শুয়োর ফেস্টিভাল ও হয়ে যাবে।
  • avi | 113.24.86.115 | ২৩ মে ২০১৬ ২০:৫১716246
  • নিশ্চয় এটা মাথায় রেখেই সবাই আলোচনা করে, তাও পত্রপত্রিকায় চোখে পড়ে না বলে জানতে চাই। এই যে সংখ্যা ধরে ধরে আগেরবার এরা এত পেয়েছিল, এবার এত শতাংশ বেড়েছে বা কমেছে বলা হয়, এর ভোটের এতভাগ ওর কাছে গেছে ভাবা হয়, এর মধ্যে নতুন ভোটারদের হিসেব আসে? ২০১৪ থেকে ২০১৬এর মধ্যে কত নতুন ভোটার যোগ হয়েছে, তারা মূলের কত শতাংশ এসবও নিশ্চয় হিসেবে আসে? তাদের ট্রেন্ড বোঝার উপায় আছে?
  • sm | 53.251.91.21 | ২৩ মে ২০১৬ ২০:৫৬716247
  • কি অসাধারণ যুক্তি বিন্যাস! গরু আর শুওরের চর্বি লাগানো থাকত বলে অতবড় সিপাহী বিদ্রোহ ঘটে গেল।
  • Ekak | 53.224.129.52 | ২৩ মে ২০১৬ ২১:৪৯716248
  • পুরোটাই গুজব । মিউটিনির একচুয়াল কারণগুলো জটিল । তাতে যেমন সেপাই দের প্রমোশন সংক্রান্ত অসন্তোষ ছিল তেমনি ইংরেজরা সমাজ সংস্কার করলে সমস্যা হবে এসব রিগ্রেসিভ গল্প ও ছিল । এসব চেপে গিয়ে স্রেফ গরু-শুওরের গপ্প তাকে প্রাধান্য দিয়ে লেখা থাকে ইস্কুলের ইতিহাস বই তে ।
  • avi | 113.24.86.115 | ২৩ মে ২০১৬ ২২:১৪716251
  • হ্যাঁ, বরং সিপাহী বিদ্রোহে সেপাইরা জিতলে কী রকম ঘটতে পারত, তার একটা আভাস এখনকার সময় থেকে পাওয়া যেতে পারে। মূলত মারাঠা (পুণা নাগপুর) আর অযোধ্যার নেতৃত্ব, সাথে হালকা করে ইন্দোর ঝাঁসি, নামকাওয়াস্তে দিল্লীর যোগ, মিলিটারি সেন্টিমেন্ট, ধর্মীয় সুড়সুড়ি, নিজের সংজ্ঞায় জাতীয়তাবাদের ধুয়ো, ভারতের অন্যান্য অংশের হেটেরোজেনিটি অস্বীকার করা বা না জানা, বিজেপির সাথে সিপাহী বিদ্রোহী দলের কিন্তু অনেক মিল। :-)
    আর হ্যাঁ, দুটোরই সূত্রপাত বাংলায়।
  • সে | 198.155.168.109 | ২৩ মে ২০১৬ ২২:১৪716250
  • গোরু-শুওর নিয়ে ইনটলারেন্স, আমিষ-নিরামিষ নিয়ে ইনটলারেন্স এসব থাকবেই।
    কিন্তু ফাইনাল রেজাল্ট একটাই - তৃণমূল জিতেছে। এটা নিয়ে দুঃখে রাগে বিরক্তিতে ঘৃণায় হতাশায় যতই যা কিছু করুন্না কেন, তৃ ণ মূ ল জিতেছে। সিপিয়েম জেতেনি। রাজনীতিতে হারজিৎ আছে। নেক্সটবার চেষ্টা করুন জিততে। হতাশ হলে চলবে না। চেষ্টা করে যান জনগনের ভরসা জিততে। পরের ইলেকশানে জনগন যাকে ভরসা করবে তাকেই বিজয়ী করবে। তা না করে ও কেন বেশি নম্বর পেল, ও কেন পাশ করল, ওকে পরীক্ষক ইচ্ছে করে বেশি নম্বর দিয়েছে, ওর কোশ্চেন কমন পড়েছিল, ও টুকে পাশ করেছে, এইরকম করে হাত কামড়ে কোনো লাভ নেই। হেরোদের যুক্তি এইরকমই থাকে।
  • sm | 53.251.91.21 | ২৩ মে ২০১৬ ২২:১৫716252
  • আরে ওসব সবাই জানে। ওটাও একটা কারণ ছিল।
  • Ekak | 53.224.129.52 | ২৩ মে ২০১৬ ২২:২৭716253
  • সূত্রপাত বাংলায় এবং পৃথিবীর ইতিহাসে এরকম মাথামোটা সেনা বিদ্রোহ হয়েছে কিনা সন্দেহ আছে । ঘাটের মরা বাহাদুর শাহ জাফর কে সিংহাসনে বসানো । নিজেদের একটা সেনাপতি অবধি নেই । একটা বড় মুখ করে বলার মত মিলিটারী কুদেতা অবধি করে উঠতে পারেনি । জাস্ট ইম্ম্যাচীয়র সেনা বিদ্রোহ বলা যায় বড়জোর ।
  • পাখি | 219.242.141.60 | ২৩ মে ২০১৬ ২২:৫১716254
  • "বরং জমি অধিগ্রহণ /রিটেল এ এফ ডি আই /সেজ এইসবের ক্ষেত্রে আর এস এস এবং তাদের কৃষক /শ্রমিক সংগঠন বেশী বামপন্থী ।"

    আরেসেস কি পাখিপন্থী?
  • PT | 213.110.242.4 | ২৩ মে ২০১৬ ২২:৫৯716255
  • চারপাশে এত য্দুনাথ সরকার, বাপরে!!
  • Ekak | 53.224.129.52 | ২৩ মে ২০১৬ ২৩:০৭716256
  • যদুনাথ বাবুর আউরান্গ্জেব পরেছি । মিউটিনি নিয়ে বিশদে ওনার লেখা আছে ? নাকি ঝপ করে নেম ড্রপ করলেন ?? বই সাজেস্ট করুন তো যদুনাথ বাবুর ।
  • এলেবেলে | 11.39.56.72 | ২৩ মে ২০১৬ ২৩:১২716257
  • টইটার অপমৃত্যু ঘটছে । কেউ কেউ স্বাভাবিক মৃত্যুও বলতে পারে । ময়না তদন্ত হবে কি ?
  • সে | 198.155.168.109 | ২৩ মে ২০১৬ ২৩:১৪716258
  • আমি বই পত্তর খুব কম পড়েছি। ওপরের পোস্টটা না হলে বুঝতেই পারতাম না যদুনাথ সরকার কে। আমাদের মতো অসিক্ষিতো তিনোমূল সাপোর্টারদের কথা ভেবে একটু হিন্ট দিয়ে দেবেন প্লীজ।
  • avi | 113.24.86.115 | ২৩ মে ২০১৬ ২৩:৪০716259
  • যদুনাথ সরকার সিপাহী বিদ্রোহকে খুব বিশাল কিছু একটা হিসেবে দেখেন নি শুনেছি। রেফারেন্স নেই অবিশ্যি। ওনার এই নিয়ে বই ছিল কি? কে জানে বাবা, থাকতেই পারে। রমেশচন্দ্র এ নিয়ে লিখেছিলেন বিটিডাব্লু। :-)
  • dd | 116.51.30.189 | ২৪ মে ২০১৬ ০০:০৪716261
  • ও হো। আমার মতন একটি মুর্তিমান পি পাকা থাকতে আপনেরা কেনো বৃথা সময় নষ্ট করছেন।

    শুনুন, অন্য পরে কা কথা, মার্ক্স এঙ্গেলেস ও তেমনটা সুখী ছিলে না ঐ সিপাহী বিদ্রোহ নিয়ে।

    সে কি? আপনেরা আমার "আলোচনা" পড়েন্নি? সিপাহী যুদ্ধ নিয়ে?

    আরে, শিগগিরি পড়ে নিন। ঝট করে।

    http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=9&pid=content/alochana/1192132140778.htm
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন