এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃনমূলের জয়ের পেছনে বিজেপি ঃ- তত্বর সারবত্তা

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২২ মে ২০১৬ | ৩৭৮৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 198.155.168.109 | ২৪ মে ২০১৬ ০০:০৯716262
  • সিপাহী বিদ্রোহের সঙ্গে তৃণমূলের সম্পর্কটা কেউ আমাকে বুঝিয়ে দিক।
  • PT | 213.110.242.20 | ২৪ মে ২০১৬ ০৭:৫৯716263
  • Studies in Mughal India by Jadunath Sarkar (1919)

    কিন্তু টুকরো-টুকরো যা পাওয়া যাচ্ছে তাতে মনে হয় যদুনাথ সরকার এটাকে খুব একটা বিদ্রোহ জাতীয় কিছু বলে ভাবতেন নাঃ

    ‘The Sepoy Mutiny was not a fight for freedom,’ says Sir Jadunath Sarkar. ‘It was not a rising of the people for political self-determination, but a conspiracy of mercenary soldiers (only of the North Indian army) to prevent the cunning destruction of their religion by defiling their bodies with pig’s lard and cow’s fat which were used in lubricating the paper parcels of catridges...
    ‘A number of dispossessed dynasts, both Hindu and Muslim, exploited the well-founded caste-suspicions of the sepoys and made these simple folk their cat’s-paw in a gamble for recovering their thrones. The last scions of the Delhi Mughals or the Oudh Nawabs and the Peshwa, can by no ingenuity be called fighters for Indian freedom’ [Hindusthan Standard, Puja Annual, 1956, p. 22].
    http://www.canadiansikhcentre.com/wp-content/uploads/2013/04/The-Indian-Mutiny-of-1857-and-the-Sikhs-Ganda-Singh.pdf

    According to the British historians and Rudranshu Mukherjee Mongal Pandey’s action was unconnected to the subsequent revolt that took place in Meerut much later in 1857. The famous Indian historian Jadunath Sarkar also supported this British view.
    http://www.ivarta.com/columns/OL_070223.htm
  • jodunath | 132.177.116.49 | ২৪ মে ২০১৬ ০৮:১৫716264
  • Trinamul সিপাহী বিদ্রোহের somoy sontrash koreche.

    Sesh mesh ইহাই protipadya hoibe.
  • কল্লোল | 111.63.72.17 | ২৪ মে ২০১৬ ০৮:১৯716265
  • সিপাহী বিদ্রোহকে জোর করে "প্রথম স্বধীনতা যুদ্ধ" আখ্যা দেন কিছু জাতীয়তাবাদী ঐতিহাসিক, যাদের উদ্দেশ্য ছিলো ব্রিটিশবিরোধী জাতীয়তাবাদী আন্দোলনকে নৈতিকতা জোগানো। এরাই রানা প্রতাপ ও শিবাজীকে স্বাধীনতাকামী হিন্দু রাষ্ট্রের নেতা বলে দাবী করেন।
    এদের অন্যতম রমেশচন্দ্র দত্ত। ওনার রাজপুত জীবন সন্ধ্যা আর মহারাষ্ট্র জীবন প্রভাত পড়লেই সেটা পরিস্কার হয়। তবে, মানতেই হবে লেখা দুটিই খুব সুস্বাদু। ছোটবেলায় পড়ে বেশ চেগে যেতাম।
    যেমন সুপ্রকাশবাবুর ভারতের কৃষক বিদ্রোহ। পড়লেই মনে হতো - ইস এরা নেহাৎ মার্কস পড়েনি, নইলে এরাই তো আদি মার্কসবাদী। অথচ প্রত্যকটা কৃষক বিদ্রোহে ধর্মের যে বিশাল ভূমিকা তা কৌশলে চেপে গেছেন।
  • PT | 213.110.242.20 | ২৪ মে ২০১৬ ০৮:৪২716266
  • RR
    আমার, আপনার ও ওমপ্রকাশের দলে আরো একজন আছেনঃ
    "বিজেপি ১০ শতাংশ ভোট পাওয়ায় বহু আসনে ত্রিমুখী লড়াই অনিবার্য হয় এবং এবং সেটা অন্তত একশোটি আসনে টিএমসির জয়ে সহায়ক হয়। বস্তুত, আমার নিজেরই ধারণা ছিল যে, টিএমসি ১২০টির বেশি আসন পাবে না, কিন্তু প্রধানত এই ত্রিমুখী লড়াইয়ের কারণেই সেই হিসেব মেলেনি।"

    কিন্তু চাল, সাইকেল, কন্যাশ্রীর হিসেবটাও ঠিক মিলছে নাঃ
    "আসনের বিচারে তৃণমূল ২১১, বিরোধীরা ৭৭, কিন্তু ভোটসংখ্যার বিচারে তৃণমূল পেয়েছে ২ কোটি ৪৫ লক্ষ ভোট আর জোট পেয়েছে ২ কোটি ১৫ লক্ষ ভোট। ফারাক মাত্র ৩০ লাখের।"
    তাহলে কি বিপুল সংখ্যক মানুষ চাল-সাইকেলে-কন্যাশ্রীর সুযোগ পায়নি?

    http://www.anandabazar.com/editorial/alliance-was-not-right-it-is-the-truth-1.393866#
  • dd | 116.51.29.4 | ২৪ মে ২০১৬ ০৮:৫৬716267
  • @কল্লোল। কে প্রথম সিপাহী বিদ্রোহকে "ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ" বলেছিলো জানি না। কিন্তু রাশা থেকে যে মার্ক্স এঙ্গেল্সের সম সাময়িক রিপোর্টেজের সংকলন বার করা হয় ১৯৫৯ 'এ তার নাম করনই ছিলো "The first war of independence"। খুবই মিসলিডিং নাম করন, কেনোনা মার্ক্স এঙ্গেল্স কেউই এই সিপাহী বিদ্রিহকে স্বাধীনতা যুদ্ধ বলেন নি। এক বারও না।

    কিন্তু রাজনীতির টইগুলোর এ কি রকম অবস্থা? কোনোটাতে দই ভাত কোনোটাতে যদু বাবু ও সিপাই বিদ্রোহ - এইসব ঢুকে পড়েছে। আপনেরা সবাই একটু সতর্ক হন।
  • PT | 213.110.242.20 | ২৪ মে ২০১৬ ০৯:১০716268
  • "আমাকে ভোট দাও আমি তোমাদের চাল-সাইকেল দেব"-এর রাজনীতিহীনতার প্রভাব এখন বাঙালীর রক্তে ঢুকে পড়েছে!!
    এটা প্রশাসনকে রাজনীতি-মুক্ত করার প্রথম পদক্ষেপ। আমরা এখন রাজনীতি ব্যাপারটাই তুলে দেওয়ার পথে।
  • sm | 53.251.90.93 | ২৪ মে ২০১৬ ০৯:১৫716269
  • এই লোকটাকে কে বোঝাবে তিনোমুল মাত্র ৩০ লক্ষ ভোট বেশি পেয়েছে, একথা একদিকে ঠিক ই। কিন্তু অন্যদিকে তিন মূলের বিপক্ষে ছিল দুটি বৃহত বিরোধী পার্টির জোট,যাবতীয় মিডিয়ার অপপ্রচার ও কুত্সা ,নারদার হাতে গরম ভিডিও;উড়ালপুল ভেঙ্গে পড়ার ঘটনা,বনিক মহলের সরাসরি শিল্পনীতির প্রতি অসন্তোষ, ডি এ, না বাড়ানো হেতু তথাকথিত কো অর্দিনেশনের গুড বুকে না থাকা, কেন্দ্রীয় বাহিনীর নজর কড়া সক্রিয়তা । এত করেও একক পার্টি হিসাবে ৪৭ পার্সেন্ট ভোট তৃণ মূল পেয়েছে।মুখে যতই সেকুলার বলুক; কংগ্রেস-সিপিএম এর থেকে সংখ্যালঘুরা মুখ ফিরিয়ে নিয়েছে।উত্তর বঙ্গে জোটের দুর্গে বড় সড় ফাটল ধরেছে।
    আর কি চাই? পরবর্তী নির্বাচনে এর মধ্যে অধিকাংশ ফ্যাক্টর ই থাকবেনা । তখন জোটের ভবিষ্যত কি? বামেদের সংগঠন কোন পর্যায়ে থাকবে?
    আজকে চাল, সাইকেল যদি সাফল্য আনে; কালকে ল্যাপটপ আসবে,ফ্রি ইলেকট্রিসিটি আসবে ।অসুবিধে কোথায়?
    ওমপ্রকাশ এর মতন অসামান্য রাজনীতি বোধ সম্পন্ন নেতার কথায় তো ছাগল জনতা ভোট দেয় না।
    যে তেড়ে ফুঁড়ে বুদ্ধবাবু কে দেখা গেল ভোটের আগে; তিনি কি এখন মায়্কভস্কি অনুবাদে রত আছেন? আক্রান্ত দের পাশে কোথায় তিনি?আবার লোকসভার আগে কি তাঁকে দেখা যাবে?
    অম্বিকেশরা কোথায়? তারাই বা কি রোল প্লে করছে বা করবে?
    পরিশেষে একটা কথা; যতো আজে বাজে প্রলাপ বকে, মমতার এই বিরাট মার্জিনে জয় কে হেয় করার চেষ্টা চলবে; ততো ছাগল জনগণ তাদের আওকাত বুঝিয়ে দিতে থাকবে।
  • ন্যাড়া | 109.72.224.255 | ২৪ মে ২০১৬ ০৯:১৮716270
  • "আমাকে ভোট দাও, আমি কিউবায় চাল পাঠাব"
    "আমাকে ভোট দাও, আমি বিপ্লবের ভাঁওতা দেব"
    "আমাকে ভোট দাও, আমি সব কারখানা লাটে তুলে তিরিশ বছর পরে শিল্প-শিল্প খেলব"
    "আমাকে ভোট দাও, আমি ন্যাকা সাজব"
  • dc | 132.164.223.241 | ২৪ মে ২০১৬ ০৯:২৬716272
  • এটা ঠিক যে আবাপ এই ইলেকশানে নিজেদের সর্বস্ব দিয়ে তিনোদের বিরোধিতা করেছিল, সে টাকা খেয়েই হোক বা যে কারনেই হোক। ইন ফ্যাক্ট প্রধান বিরোধী পার্টির নাম হওয়া উচিত ছিল আবাপ। তারপরেও তিনোদের এরকম মার্জিনে ভিক্টরি।

    এতে অবশ্য আবাপর গ্যাস বেলুনটাও ফুটো হলো, সেটা একটা ভালো দিক।
  • sm | 53.251.90.93 | ২৪ মে ২০১৬ ০৯:৩২716273
  • ন্যাড়া র লাস্ট লাইন টার তো কুনো তুলনা নেই!
  • PT | 213.110.242.20 | ২৪ মে ২০১৬ ০৯:৩৪716274
  • "সে টাকা খেয়েই হোক....."
    কে টাকা খাইয়েছিল? এত নিশ্চিতভাবে এই সব "অর্থবহ" কথা লেখেন কি করে?
    ২০০৯ বা ২০১১-তেও কি আবাপ টাকা খেয়েছিল?
  • dc | 132.164.223.241 | ২৪ মে ২০১৬ ০৯:৩৭716275
  • আরে টাকা খাওয়াটা একটা স্পেকুলেশান। হাওয়ায় ভাসিয়ে দিলাম, যদি এই নিয়ে একটু জলঘোলা হয় ঃ) এবার কোন কোন সালে খেয়েছিল, কতো খেয়েছিল, সে নিয়ে খানিক কথা হোক।
  • lcm | 83.162.22.190 | ২৪ মে ২০১৬ ০৯:৫৮716276
  • চার্লি চ্যাপলিন সিনেমায় জুতো খেয়েছিল, সেদ্ধ করে, নুন-গোলমরিচ ছড়িয়ে
  • ranjan roy | 192.69.1.202 | ২৪ মে ২০১৬ ১৪:৪৬716277
  • উঃ! লসাগু,
    আর পারলাম না। পেটে ফিক ব্যথা উঠল।ঃ))
  • এলেবেলে | 11.39.39.192 | ২৪ মে ২০১৬ ১৫:৫৯716278
  • বাংলায় বিজেপির উত্থান প্রসঙ্গে কিছু নিজস্ব মনে হওয়া এই টইতে কাল লিখেছিলাম । একজন ‘অসিখখিত’ লোকের মতামত কারোর চোখে পড়েনি । বদলে শুয়োরের মাংস রান্নার পদ্ধতি এবং যদুনাথ সরকার সম্বন্ধীয় প্রাজ্ঞজনের লেখা চালাচালিতে যথেষ্ট সমৃদ্ধ হলাম ।

    তো আজ কাকাবাবুর বচন শুনলাম, থুড়ি পড়লাম । তিনোর সাথে হাত মেলানোয় যাঁরা যারপরনাই ক্ষুব্ধ হয়েছিলেন এখন তাঁকেই লাগছে আত্মপক্ষ সমর্থনের জন্য । কী বিচিত্র এই দেশ !

    তাঁর বক্তব্য –
    ১. “ বিজেপি ১০ শতাংশ ভোট পাওয়ায় বহু আসনে ত্রিমুখী লড়াই অনিবার্য হয় এবং সেটা অন্তত একশোটি আসনে টিএমসির জয়ে সহায়ক হয়।বস্তুত,আমার নিজেরই ধারণা ছিল যে, টিএমসি ১২০টির বেশি আসন পাবে না, কিন্তু প্রধানত এই ত্রিমুখী লড়াইয়ের কারণেই সেই হিসেব মেলেনি "।‘ত্রিমুখী লড়াই অনিবার্য’ই ছিল তা বিজেপি ১০ শতাংশ ভোট পাক বা না পাক । আসল ধারণাটি ছিল বিজেপির ৭-৮% ভোট জোটের বাক্সে পড়বে + জোট বিরোধী ভোট বিজেপি-তিনোতে কাটাকুটি হবে । বাস্তবে তা হয়নি তবে ‘অন্তত একশোটি আসনে’ টিএমসির পরাজয়ে তা সহায়ক হলে এ লেখাটির অস্তিত্ব খুঁজে পাওয়া যেতনা । যদিও কেন ‘টিএমসি ১২০টির বেশি আসন পাবে না’ তা তিনি খোলসা করেননি ।

    ২. “আসনের বিচারে তৃণমূল ২১১, বিরোধীরা ৭৭, কিন্তু ভোটসংখ্যার বিচারে তৃণমূল পেয়েছে ২ কোটি ৪৫ লক্ষ ভোট আর জোট পেয়েছে ২ কোটি ১৫ লক্ষ ভোট। ফারাক মাত্র ৩০ লাখের”।শিক্ষিত লোকেরা এটা কোট করার আগে একবার ঝালিয়ে নিলেন না ? বামেদের ভোট ১ কোটি ৪২ লাখ আর কং ৬৭ লাখ । বাকি ৬ লাখ হাপিস ? অনেক জায়গায় ‘বন্ধুত্বপুর্ণ’ লড়াই করার ভোটটাও না হয় জোটকেই দিলাম । হিসেবে বরাবরের কাঁচা আমি, ভুল হলে বলবেন দয়া করে ।
    অন্যদের বক্তব্য –

    ১. “তাহলে কি বিপুল সংখ্যক মানুষ চাল-সাইকেল-কন্যাশ্রীর সুযোগ পায়নি”?
    বোঝালে না বোঝে কী করিব তারে ! ‘চাল-সাইকেলে-কন্যাশ্রীর সুযোগ’ রাজ্যের সমস্ত শ্রেণির মানুষ মানে সংখ্যালঘু, এস সি-এস টি, ওবিসি সবাই পেয়েছে কোনও আমরা-ওরা ছাড়াই । সাইকেল-কন্যাশ্রীর বিষয়টা খুব কাছ থেকে জানি, চালের ব্যাপারটা অন্যরা বলুন না হয় । যে ভিক্ষে রাজনীতি নিয়ে গুরুর পাতায় এত চর্চা হচ্ছে সে ব্যাপারে এক্সিট পোলের দিন তারানন্দে শমীক লাহিড়ী কতকটা এমন বলেছিলেন – ‘দেখুন, আপনি ১০ টা লোকের মধ্যে হয়তো ৪ টে লোককে দিলেন তার মানে ৬ জন আপনার বিরোধী হয়ে গেল । এমনও হতে পারে যে ওই ৬ জনের ৪ জন হয়তো আপনারই ভোটার’ । আসলে চাল-সাইকেল-কন্যাশ্রীর সুযোগ পাওয়া সমস্ত মানুষের কাছেই জোট তাদের পক্ষে ভোট দেওয়ার আবেদন করেছিল কিন্তু ফল বেরোবার পর থেকে সব জোটের ভোটার ‘বাম’ ( কং জোটে ছিলনা ? ) আর বাকিরা ‘ছাগল’!!! ভোট চলাকালীন তাঁদের সব্বাইকে হেভভি ফর্সা লাগছিল তারপর আবিষ্কার ‘তুমি তো তেমন গৌরী নও’ । চোর-ডাকাতে খেলা হবে আর সব দানে চোর জিতবে এমন wishful thinking এর মুখে ফুল-চন্নন পড়ুক !

    ২. ‘কংগ্রেস-সিপিএম এর থেকে সংখ্যালঘুরা মুখ ফিরিয়ে নিয়েছে’।
    কং থেকে সংখ্যালঘুরা মুখ ফিরিয়ে নিয়েছে ? না বোধ হয় । ১১তে কং পেয়েছিল ১৬ টা এবার ১৮ টা । বামেরা অযথা গোয়ার্তুমি না করলে আরও গোটা চারেক বাড়ত বলে অধীরের মত । আসলে বামেরা ১৮ থেকে ৮ এ নেমেছে আর তিনো ৩০ থেকে ৩৮ । পাঁচ বছর সময় পেয়েও কিছুই করবনা শুধু ত্বহা সিদ্দিকির দোর ধরে পড়ে থাকব ভোটের আগে তাহলে যা হয় তাই হয়েছে ।

    শঙ্খ ঘোষ কবেই লিখেছিলেন ‘কঠোর বিকল্পের পরিশ্রম নেই’ ( এই রে শঙ্খ ঘোষকে দু’বার কোট করলাম ! তা হোক, নন্দীগ্রামের সময় বি কেলাসি করেছিলেন ঠিকই তবে এবার তো নির্বাচন কমিশনে গেছিলেন তাই কাটাকুটি ! ) । এবার জনগণ অন্য অনেক কিছু মেনে নিলেও জোটের কঠোর বিকল্পটা মেনে নিতে পারেননি । সিম্পল ।

    শুনেছি বিখ্যাত লোকজন মারা যাওয়ার ঢের আগে থেকেই কাগজের অফিসগুলোতে অবিচ্যুয়ারি রেডি করা থাকে । শুধু সেই ব্যক্তি মারা গেলে পরদিন টুক করে ছেপে দেয় । গত রোববার আবাপতে চন্দ্রিল সের’ম একটা অবিচ্যুয়ারি নামিয়ে দিয়েছে । আজ দু’টো । এই সময়ে বোলানদিও নামিয়েছেন একটা । ঘোমটা ক্রমে খুলিতেছে ...
  • PT | 213.110.242.23 | ২৪ মে ২০১৬ ১৯:১৫716279
  • রাজনীতিতে অবিচ্যুয়ারি অনেক সময়েই খুব একটা কাজে আসেনা।

    আমর মত অনেকেই যে সময়টায় রাজনীতি বুঝতে শুরু করেছি তখন ভাবিনি কখনো যে বামেরা ক্ষমতায় আসবে আর তিন দশক ধরে থাকবে। তাহলে চন্দ্রবাবু বা মমতা কারোরই ফেরার কথা নয়। অন্যদিকে ৭০-এর নকশালবধের পরে আবার মাত্র কয়েকবছর আগে কীষণজীর নিধন সারতে হত না। আর দুটো মাত্র সীট থেকে ১৪৪ হয়ে আজকের বিজেপির স্ফীতি ৯০-এর দশকে কেউ ভেবেও উঠতে পারেনি।

    আসলে সেই "জীবন এত ছোট ক্যানে"-র প্রেক্ষিতে অনেকে খুব ছোট টাইম স্কেলে রাজনীতির উত্থান-পতন দেখে উদ্দীপ্ত/বিভ্রান্ত হয়। সেটা যার যার নিজস্ব ভ্রান্তিবিলাস।
  • সে | 198.155.168.109 | ২৪ মে ২০১৬ ১৯:১৬716280
  • ;-))))
  • dc | 132.164.223.241 | ২৪ মে ২০১৬ ২০:২৭716281
  • নাঃ আমার মনে হয় সিপিয়েম আর কখনো পবতে রেলিভ্যান্ট হয়ে উঠতে পারবেন। বাট উই শ্যাল সি অ্যাবাউট দ্যাট ঃ-)
  • cm | 127.247.201.65 | ২৪ মে ২০১৬ ২১:০৬716283
  • কদিন ধরেই তাতে অনেকেই ভয়ানক চিন্তিত দেখছি। অবশ্যই মার্কামারা সাপোটারেরা বাদে।
  • dc | 195.94.188.153 | ২৪ মে ২০১৬ ২১:৪০716284
  • আমি তো সাপোর্টারও না, চিন্তিতও না। একটা অব্সার্ভেশান লিখলাম, চিন্তা ফিন্তার সিনই নেই।
  • cm | 127.247.201.65 | ২৪ মে ২০১৬ ২১:৪৯716285
  • চিন্তা না করেই অবসার্ভ করে ফেলছেন!
  • dc | 132.164.223.241 | ২৪ মে ২০১৬ ২২:০৭716286
  • এবার বোধায় বাংলা ভাষায় শব্দার্থ নিয়ে তর্ক শুরু হবে।
  • S | 108.127.180.11 | ২৪ মে ২০১৬ ২২:২০716287
  • এখানে সব্বার লেখা পড়ে মনে হয় এদের সঙ্গে চিপিএমের সম্পক্ক অনেকটা পুরোনো প্রেমিকার মতন। বড্ড অভিমান। হারলে একটা দুঃখ খুশি মিশিয়ে রিয়াকশান। ভাবছে হেরে যদি ফিরে আসে।
  • SS | 160.148.14.3 | ২৪ মে ২০১৬ ২২:৩০716288
  • চিন্তা করে তারপর অবসার্ভ করতে হবে? নিউটন গ্র্যাভিটি সংক্রান্ত প্রচুর চিন্তা ভাবনা করে তারপর আপেল গাছের তলায় গিয়ে বসবেন!
  • Ranjan Roy | ২৪ মে ২০১৬ ২২:৩৬716289
  • মাধ্যাকর্ষণ আর সিপিএম এক হল?

    সিপিএম এর ব্যাপারে কথা বলতে হলে সবচেয়ে আগে পার্টিতে লেভি দিতে হবে। তবে সে নিয়ে কথা বলার অধিকার অর্জিত হবে। তারপর সে চিন্তা/অবসার্ভেশন যাই করুন গে'।
  • sm | 53.251.91.177 | ২৪ মে ২০১৬ ২২:৪১716290
  • অনেকে কমোডে বসার আগে পোচ্চুর চিন্তা ভাবনা করে।তাপ্পর আসে অব্সার্ভেশন।
  • cm | 127.247.100.53 | ২৪ মে ২০১৬ ২২:৪২716291
  • চিন্তা না করেই অবসার্ভ, এরা কি হাগার কথা বলছে?
  • সে | 198.155.168.109 | ২৪ মে ২০১৬ ২৩:১৫716292
  • অ্যাত্তো অ্যাত্তো সিপিয়েম সাপোর্টার এখানে। আহারে। অথচ এরাই যদি সকলে গুছিয়ে ভোটগুলো দিতে পারত তবে আজ সিপিয়েমকে এরকমভাবে পরাজিত হতে হত না।
  • এলেবেলে | 11.39.38.199 | ২৫ মে ২০১৬ ২০:৫৭716294
  • অ । সাত প্যারা পেরিয়ে এসে শেষে অবিচ্যুয়ারির তীরে তরী ঠেকল ? ওটা লিট্যারালি বলিনি, রেটোরিক্যালি বলেছিলাম । ভেবেছিলাম গুরুর সমঝদার লোঁগো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায় । ছোটবেলায় স্রষ্টার চেয়ে সৃষ্টি মহান টাইপের ভাব্সম্প্রসারণ পড়েছিলাম তো । খামোখা তার জন্য চন্দ্রবাবু, মমতা, কীষণজীর নিধন, আজকের বিজেপির স্ফীতি ইত্যাদির রেফারেন্সের দরকার ছিলনা । যাগগে যেটা বলতে চেয়েছিলাম – আসলে কাগজের অফিসগুলোতে দুটোই রেডি রাখা ছিল । জোট জিতলে অন্যগুলো বেরুত , হারার পর এগুলো বেরুচ্ছে । চন্দ্রিলের লেখার আমিও গুণগ্রাহী পাঠক, তবে কিনা ভোট চলাকালীন লেখাটা বেরোলে খিক খিক হাসতাম এখন খ্যাক খ্যাক এই যা । অবিচ্যুয়ারি পড়ে কেউ হাসে ? এলেবেলে অতটা পাষণ্ড নয় ! তবে শুধু কাল নয় , আজও বেরিয়েছে এবং কী আশ্চর্য ঘোমটা ক্রমে খসিতেছেও -
    ১. http://www.anandabazar.com/supplementary/sahisomachar/people-did-not-accept-surjya-kanta-mishra-as-an-alternative-of-mamata-banerjee-1.394553#

    ২. http://www.epaper.eisamay.com/Details.aspx?id=23360&boxid=1428395

    না, ‘খুব ছোট টাইম স্কেলে রাজনীতির উত্থান-পতন দেখে’ উদ্দীপ্তও হইনি, বিভ্রান্তও । আমার কাছে সিপিয়েম-তিনো-কং-বজপ ( সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি টাইপ করতে পারি কিন্তু ) সব শালা গুয়ের এপিঠ-ওপিঠ যারা নিজের নিজের ধান্দায় গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, দুর্নীতি, জাতীয়তাবাদ, ফ্রিবি ইত্যাদি প্রভৃতি নিয়ে লোফালুফি খেলে এবং ফাইন্যালি যে ক্যাচটা ধরতে পারে তাকে বিজয়ী মানতে বাধ্য হয় । ‘বীভৎস মজা’ তখনই লাগে যখন তাদের খেলা দেখতে দাঁড়িয়ে যাওয়া দর্শক তাঁর প্রিয় দলের পরাজয় না মানতে পেরে তোরা ব্যাটা ওঁচা গু আর আমরা আগমার্কা গসাগু ( লসাগুও বলা যেত কিন্তু lcm গুরুর পাতায় লেখেন এবং তাঁকে ছোট করার বিন্দুমাত্র অভিপ্রায় নেই ) বলে হাহুতাশ করে বা বেমক্কা চিল্লায় । এটা একঘেয়ে, অশালীন বা মোটা দাগের লাগলে ‘আমরা ভালো লক্ষ্মী সবাই তোমরা ভারি বিশ্রী / তোমরা খাবে নিমের পাঁচন, আমরা খাব মিশ্রী’ টাও বিকল্পে চলতে পারে ।

    সিপিয়েম পবতে আর প্রাসঙ্গিক থাকবে কিনা, বজপ প্রধান বিরোধী হবে কিনা, কং এর লোকেরা তিনোর উন্নয়নে দলে দলে শামিল হবে কিনা বা বামফ্রন্ট ভেঙে টুকরো টুকরো হবে কিনা সেসব প্রেডিক্ট করার মত হরিদাস পাল আমি নই। অত রাজনৈতিক প্রজ্ঞা বা দূরদর্শিতাও নেই, কোনও ideological hangover ও নেই । আমি শুধু আমার মতামত জানিয়েছি with some figures.সেটা ভুল হতেই পারে, কেউ ধরিয়ে দিলে এঁড়ে তক্ক করবুনি গ্যারান্টি ! আমার তো বজপ ঠিক কোন্‌ ‘একশোটি আসনে টিএমসির জয়ে সহায়ক’ হয়েছে জানার খুব ইচ্ছা । দিন না ভাই কেঊ একটু চার্ট ফার্ট করে ।

    এই টই এবং নির্বাচন সংক্রান্ত অন্য টইগুলো পড়তে পড়তে আজ হঠাৎ বিষ্ণু দে-র পঙ্ক্তি মনে পড়ল – ‘বিলিতি ঘোড়াটি চলে গেছে, রেখে গেছে অসংখ্য সওয়ার...’ । কেন পড়ল কে জানে । কেন বিষ্ণু দে, কোন্‌ কবিতা, কত নম্বর পঙ্ক্তি এসব জিগালে লিং দিতে পারবুনি আগেই বলে রাখলাম । যাই, দেবব্রতবাবুর এট্টুস খোঁজ নি। টইটা খুলে রেখে উনি কি নকশালবাড়িতে পড়ে থাকা গুলির খোল কুড়োতে গেলেন নাতিপুতিকে দেখাবেন বলে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন