এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃনমূলের জয়ের পেছনে বিজেপি ঃ- তত্বর সারবত্তা

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২২ মে ২০১৬ | ৩৭২৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 120.227.224.244 | ২৬ মে ২০১৬ ২২:৪৫716362
  • "যেটা বেসিক্যালি নন-ইস্যু।"

    হতে পারে নন-ইস্যু, তবে দেখুন কথায় আর কাজে (বা আইডিওলজি আর বিহেভিয়ারে) এতোটা ফারাক এলে লোকে তো একটু মজা করবেই, তাই না? ধরুন আজ যদি সামনা-য় ফ্রন্ট পেজে গুলাম আলির কনসার্টের বিজ্ঞাপন বেরোত তাহলে কি লোকে মুখ টিপে একটু হাসত না? বা পাঞ্চজন্যর ফ্রন্ট পেজ জুড়ে প্রকাশ কারাতের ছবিসহ অ্যাড বেরোত, তাহলে কি লোকে আয়রনিটা টের পেতনা?
  • dc | 120.227.224.244 | ২৬ মে ২০১৬ ২২:৪৬716363
  • গণশক্তির ফ্রন্ট পেজ জুড়ে মোদির ছবি - বিশুদ্ধ আয়রনি ঃ)
  • পাগলা জগাই | 117.167.108.171 | ২৬ মে ২০১৬ ২৩:০২716364
  • @রঞ্জনদা - যে লিঙ্কটা দিলাম সেখানে তারিখটা একটু দেখবেন তো - সেটা আপনার কথিত ঘটনাগুলোর আগে না পরে!

    আবারো বলি - আপনার সমালোচনাগুলো আমি অন্ততঃ খুব সিরিয়াসলি নিই। আনলাইক আদার্স, সেগুলো রাস্তা চেনায়।
  • dc | 116.208.250.188 | ২৬ মে ২০১৬ ২৩:০৬716365
  • সেগমেন্টেশান - আ গুড স্ট্র্যাটেজি :p
  • পাগলা জগাই | 117.167.108.171 | ২৬ মে ২০১৬ ২৩:০৮716366
  • অনিল বিশ্বাস সম্পাদক হলে হয়তো ছাপতেন না। আমিও ছাপতাম না। কিন্তু একটা পত্রিকা প্রতি মাসে হিউজ লসে চলে। সেখানে কাগজটা চালানো বেশি বাধ্যবাধকতা।
  • পাগলা জগাই | 117.167.108.171 | ২৬ মে ২০১৬ ২৩:১১716367
  • আমাকে ওসব বলে লাভ নেই ডিসি। আমি পিটি নই। সত্যিই এখানে খুব অল্প সংখ্যক লোকের সমালোচনাকে আমি পাত্তা দিই।
  • lcm | 83.162.22.190 | ২৬ মে ২০১৬ ২৩:২৬716368
  • রঞ্জনদা তো দেখি খুবই হার্ডকোর কম্যুনিস্ট।

    সোভিয়েত ব্লক-এর পতনের পর যে কজন কম্যুনিস্ট লিডার/রাষ্ট্রপ্রধান উঠে এসেছেন তাদের মধ্যে অন্যতম ভেনেজুয়েলার হুগো শ্যাভেজ। তো, শ্যাভেজের সঙ্গে তাঁর রাজনৈতিক গুরু ফিদেল কাস্ত্রো-র ক্রিশ্চিয়ানিটি (ইন জেনারেল) ধম্মো নিয়ে আলোচনা হত, শ্যাভেজের ভাষ্যে -
    "... I talk to Castro a lot about Christ each time we see each other, and he told me recently, ‘Chávez, I’m Christian in the social sense.'...
    এই সোশ্যাল সেন্স - এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ। শ্যাভেজ বা কাস্ত্রো কিন্তু স্তালিন বা মাও -এর মতন রিলিজিয়ন পার্জ ক্যাম্পেইন চালায় নি। রাউল কাস্ত্রো তো দিব্য পোপ ফ্রান্সিস-এর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

    এই যে একটা ছকে ফেলে দেওয়া - কম্যিনুস্ট মানেই ধর্ম ব্যাপারটা দুচক্ষে দেখতে পারে না - এই ব্যাপারটা বদলাচ্ছে। এই লেবেলিং কাজের জিনিস নয়, ফ্লেক্সিবিলিটি ভালো, বদল খারাপ না।

    ঠিক সেরকম বদলাচ্ছে কম্যুনিজ্‌ম্‌ আর ক্যাপিটালিজ্‌ম্‌ -এর কোএক্সিট্যান্স । পরিস্থিতি অনুযায়ী - টেক দ্য বেস্ট্‌ অফ্‌ বোথ --- এটা হচ্ছে, দুনিয়া জুড়েই হচ্ছে, এটা ভালো।
  • PT | 213.110.242.22 | ২৬ মে ২০১৬ ২৩:৩১716369
  • dc-আপনি যে আমাকে যথেষ্ট খোড়াক যোগাচ্ছেন না সেটাই বা কি করে জানলেন?
    অন্যদিকে PT যে অন্যদের সমালোচনাকে খুব একটা পাত্তা দেয় সে খবর পাগলা জগাইকে কে দিল?

    এ তো সকলেই দেখছি হোলিয়ার দ্যান দাউ কেস!!
  • :/ | 132.177.16.80 | ২৬ মে ২০১৬ ২৩:৩২716372
  • ক্লান্তি লাগে।
  • dc | 116.206.44.173 | ২৬ মে ২০১৬ ২৩:৩২716370
  • জগাই - ইটস ওকে ঃ) আমি এমনিতেও টাইমপাস করতে আসি।

    এইত্তো lcm বিরাট শিশুর রোল প্লে করতে এসে গেছেন :d
  • dc | 116.206.44.173 | ২৬ মে ২০১৬ ২৩:৩৩716373
  • PT ইফ য়ু সে সো :d
  • ঈশান | ২৬ মে ২০১৬ ২৩:৩৮716374
  • আমার আবার অন্য সমস্যা। যেগুলো সিপিয়েমের নিন্দে নয়, পিটির কল্যাণে সেটাও নিন্দে হয়ে দাঁড়ায়। আর যেগুলো নিন্দে, সেগুলো ভয়েচ্চোটে ভোটের আগে করতে পারিনা। করলেই ভোটের প্রচার করছি শুনতে হবে। তাপ্পর একগাদা তর্কবিতর্ক। ওরে বাবা। তৃণমূলকে নিয়ে এই সমস্যা নাই। বিজেপি কে নিয়ে তো নেই ই।

    কিন্তু এর জন্য কি সিপিএম দায়ী? না। এ কি তৃণমূলের কৃতিত্ব? না। তাহলে দোষ কার? নেশন ওয়ান্টস টু নো।
  • dc | 116.206.44.173 | ২৬ মে ২০১৬ ২৩:৪৫716375
  • আহেম!

    ইয়েস, দ্য ট্রোলস ওয়ান্ট টু নো :p
  • sm | 53.251.91.253 | ২৬ মে ২০১৬ ২৩:৪৭716376
  • কালকে একটা চমত্কার টার্ম শুনলাম, সিধুর কমেন্ট্রি তে। গম্ভীর আউট হবার পর সিধু স্পষ্ট বলল; গম্ভীর "গুড়- গোবর" করকে চলা গয়া? রঞ্জন বাবু, এমনি কোনো শব্দ আছে হিন্দিতে?
    গুড় জল শুনা, গুড় বাতাসা ভি মালু হ্যায়;লিকন গুড় গোবর!
    সিপিএম কি সব গুড় গোবর করে দিলো?
  • Ranjan Roy | ২৭ মে ২০১৬ ০০:২০716377
  • এস এম,
    ইয়েস। এটা স্ল্যাং উপমা। একটি অশ্লীল চুটকির অন্তে এই লাইন বলা হয়েছিল।
    কোন গ্রাম্য বাপ তার হবু জামাইএর থেকে পণ নিয়েছিল গুড়ের নাগরি। মানে গুড় ভরা হাঁড়ি। তো ছ্যাঁচড় জামাই বাবাজী গোবরভরা হাঁড়ির মুখে খানিকটা গুড় দিয়ে ঢেকে দিয়ে শ্বশুরকে দিয়ে বিয়েটা সেরে ফেললেন।অষ্টমঙ্গলার রাতে যখন মেয়েজামাই দোর দিয়ে শুয়েছে তখন শ্বশুর গুড় চাখতে গিয়ে অপকম্মটি টের পেলেন। দৌড়ে গিয়ে মেয়ের ঘরের দরজায় ধাক্কা দিতে দিতে বললেন-- ওরে বেটি! হতচ্ছাড়া জামাই ব্যাটাকে আর এগোতে দিস নে। ওটা ঠগ! তুই ঘর থেকে বেরিয়ে আয়। হায়! সব গুড় গোবর ভয়ো!
    তাই গুড়-গোবরের ইঙ্গিত হচ্ছে সমস্ত পজিটিভ ফ্যাক্টর নেগেটিভ হয়ে যাওয়া।
    একে একে সব আশা ঝরে ঝরে পড়ে যায়!
  • Ranjan Roy | ২৭ মে ২০১৬ ০০:৩০716378
  • এলসিএম,
    অনেকখানি একমত। বিশেষকরে মার্কসের ইতিহাসে ধর্মের ভূমিকা নিয়ে ঐতিহাসিক প্যারাটি মনে করলে। যেখানে শুরুতে উনি বলছেন ধর্ম হল নিপীড়িতের আর্তনাদ, ন্যায়হীন দুনিয়ায় ন্যায়ের আশা, আত্মাহীন সমাজে আত্মার ক্রন্দন।--- সবাই খালি শেষের লাইনটুকু 'ধর্ম হচ্ছে জনগণের আফিং' নিয়ে লাফায়। কত সামাজিক আন্দোলন ধর্মীয় আন্দোলনের রূপ নিয়ে ইতিহাসে ঘটে গেছে! বঙ্গে চৈতন্য মহাপ্রভূ!
    তেমনি আমার জীবৎকালে ওয়েলফেয়ার স্টেট দেখতে পেলেই আমি খুশি, এর বেশি স্বপ্ন আর বেঁচে নেই।

    অজ্জিত,
    "অনিল বিশ্বাস সম্পাদক হলে হয়তো ছাপতেন না। আমিও ছাপতাম না। কিন্তু একটা পত্রিকা প্রতি মাসে হিউজ লসে চলে। সেখানে কাগজটা চালানো বেশি বাধ্যবাধকতা।"
    -- এর পর আমার আর বলার কিছু নেই, উইথড্র করলাম। কিন্তু ওটা দেখে আমার মোজা জ্বলে গেছল। যার দল প্রতিদিন কোন না কোন অছিলায় কমিউনিস্টদের দেশদ্রোহী বলে যাচ্ছে তাদের সর্দারের ছবি--!!
  • ঈশান | ২৭ মে ২০১৬ ০৫:২৯716379
  • আর সিরিয়াসলি।এই বিজ্ঞাপন প্রসঙ্গে মনে পড়ল। রাজ্য সরকারকে খসড়া দেবার সময় শুনেছি গুরু মমতাপন্থী হয়ে গেল। ওটা দল নয় রাজ্য সরকার, সেটা বহু লোককে বোঝানো যায়নি। এখনও নানা জায়গায় চাপা ক্রোধ টের পাই। এবং সেখানে বস্তুত অর্থনৈতিক ঐহিক পারত্রিক কোনো স্বার্থের কোনো গপ্পো ছিলনা।

    এইসব যে মহল থেকে শোনা, এখন রীতিমতো পয়সার বিনিময়ে মোদির মুখওয়ালা বিজ্ঞাপন গণশক্তিতে ছাপার সময় তাঁরা নিজেরাই বলছেন, এটা কিন্তু বাপু বিজেপির বিজ্ঞাপন না, কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপন। সেটা একেবারেই ভুল কিছু বলছেন না। কিন্তু কল্পনা করুন, যদি পরশুদিন সকালে গুরু খুলে মমতার হাসিমুখসহ পশ্চিমবঙ্গ সরকারের একটা বিজ্ঞাপন দেখলেন। কী হবে ভাবতে পারেন? গুরু বিক্রি হয়ে গেল থেকে শুরু করে, যা খুশি হতে পারে।

    এই সিলেক্টিভ বোঝাবুঝিতে আমার সমস্যা হয়। নইলে গণশক্তি মোদির ছবি ছাপল, না ম্যাডোনার, সে নিয়ে আমার কী।
  • Atoz | 161.141.85.8 | ২৭ মে ২০১৬ ০৫:৩৯716380
  • ঐ এক চোখ খোলা এক চোখ বন্ধ প্যাঁচাটার জায়্গায়? ;-)
  • কল্লোল | 111.63.208.224 | ২৭ মে ২০১৬ ০৭:৩৪716381
  • একদম ঠিক জায়গায় ধরেছে ঈশান।
    বিজেপি সরকারের বিজ্ঞাপন ছাপলে কাগজ বিজেপি হয়ে যায় না। কিন্তু তৃণমূল সরকারকে প্রত্যাশা খ্সড়া আকারে জানালে তারা তৃণমূল হয়ে যায়।
  • Ranjan Roy | ২৭ মে ২০১৬ ০৮:০০716383
  • ওরে বাবা! সে সব দিনের কিছু মনে আছে।
    শিবু লিখেছিলেন-- গুরু মমতা সরকারের অ্যাস্‌ লিকিং করেছে!
    এইখানেই সেই 'হোলিয়ার দ্যান দাউ' অ্যাটিচুডের প্রশ্ন।
    কিন্তু এতদিন ধরে যেভাবে বাজারী কাগজ, কর্পোরেটের ইয়ে বলে দশক দশক ধরে প্রচার চালানো হয়েছে সেখানে কিছু প্র্যাকটিক্যাল কারণে মোদির ছবি বড় করে ছাপা হলেও এবং তার সঠিক তথা লিগ্যাল ব্যাখ্যা দিলেও সমর্থকদের মধ্যে কোন বার্তা যাবে? আমার সন্দেহ আছে।
    আবার বঙ্গে বিজেপির উঠতিরা ম্যাঙ্গো পাবলিকের মধ্যে বলার সুযোগ পাবে এই দ্যাকো, শেষে কমিরাও মোদীজির কাছে মাথা নুইয়েছে! এটাই ভয়ের।
  • পাগলা জগাই | 117.167.108.184 | ২৭ মে ২০১৬ ০৮:০৮716384
  • ইয়ে, ইশান আর কল্লোলদার পোস্টগুলো জেনারেলাইজড না স্পেসিফিক? প্রথমটা হলে আমার কুনো বক্তব্য নাই, খসড়া টসরা নিয়ে। তবে খসড়া/ডেপুটেশন/চেঞ্জ ডট অর্গ - এগুলোর কোনোটাতেই কাজের কাজ কিছু হয় বলে বিশ্বাস নাই।

    এবার বিজ্ঞাপন - গুরুতে যে কোনো অ্যাড এলেই একটু খারাপ লাগবে, সে অন্য কারণে। তবে সরকারি অ্যাড আর আজকের কাগজে JIS/RICE এর অ্যাডের মত অ্যাড আবার আলাদা।
  • Ranjan Roy | ২৭ মে ২০১৬ ০৮:২০716385
  • অজ্জিত,
    অবশ্যই কুনো কাজের কাজ হয় নাই। কিন্তু প্রশ্ন তো উঠেছিল নীতিগত কারণে, অ্যাডমিনের ইনটেন্শন নিয়ে। অর্থাৎ, গুরু টাকার জন্যে/অস্তিত্বের জন্যে তিনোদের কাছে নিজেদের আইডেনটিটি বিকিয়ে দিয়েচে কি না? শিবুর উক্ত পোস্ট দ্রষ্টব্য।
    কাজেই যদি খসড়ার চোটে কোন কাজের কাজ হত, তাহলেই কি গুরুর কর্মটি যে নৈতিক ভাবে জাস্টিফায়েড হয়ে যেত? অর্থাৎ যে অবস্থান থেকে সমালোচনা করা হয়েছিল--সেখান থেকে?
  • কল্লোল | 111.63.208.224 | ২৭ মে ২০১৬ ০৮:২৩716386
  • যার যার নিজের বিশ্বাস, কিসে কাজ হয় কিসে হয় না। কিন্তু প্রশ্ন তা নয়। কেউ কেউ বিশ্বাস করতেই পারে ওসবে কাজ হয়। তাতে তৃণমূল সরকারকে খসড়া/ডেপুটেশন/চেঞ্জ ডট অর্গ-এ অ্যাড্রেস করলে নিশ্চই কেউ তৃণমূল হয়ে যায় না, যেমন মোদী সরকারের বিজ্ঞাপন ছাপিয়ে গণশক্তি বিজেপি হয়ে যয় নি।
    এটুকুই।
  • dc | 132.174.69.193 | ২৭ মে ২০১৬ ০৮:২৯716387
  • প্রশ্নগুলো কঠিন, কিন্তু উত্তরগুলো জানা।
  • পাগলা জগাই | 117.167.108.182 | ২৭ মে ২০১৬ ০৮:৩১716389
  • দেখুন - পার্সোনাল ভিউ হল গুরুর কারো কাছেই খসড়া দেওয়ার দরকার নেই - সে যে সরকারই হোক। নিতান্তই ব্যক্তিগত মত, কিছু কারণে, এই নিয়ে তর্কও হয় না।
  • potke | 190.215.42.74 | ২৭ মে ২০১৬ ০৮:৩১716388
  • রায়্মশায় দেখলাম শিবু দাকে স্মরণ করেছেন। তিনি এখন এখানে লেখেন না, কাজেই নেম কলিং না করলেই হত।
  • Ranjan Roy | ২৭ মে ২০১৬ ০৮:৩৫716390
  • পোটকে,
    সরি! উদ্দেশ্য অবশ্যই নেমকলিং নয়। আর এখানে অনেকে লেখালেখি ছেড়ে নীপা হয়ে যান, আবার ফিরে আসেন হটাৎ। শিবু যে এখানে স্থায়ীভাবে আসেন না খেয়াল করি নি। তাই সরি!
  • pi | 24.139.209.3 | ২৭ মে ২০১৬ ০৮:৩৬716392
  • এই এত এত নানা নামে পোস্ট থেকে বোঝা সম্ভব কি, কে লেখেন আর কে লেখেন না ?
  • পাগলা জগাই | 117.167.108.182 | ২৭ মে ২০১৬ ০৮:৩৬716391
  • এই ব্যক্তিগত মত ছাড়া খসড়া দেওয়া নিয়ে তখনো কোনো স্পেসিফিক বক্তব্য ছিলো না (মোস্ট লাইকলি), এখনো নেই।

    সেই জন্যেই জানতে চাইলাম - জেনেরিক না স্পেসিফিক।
  • pi | 24.139.209.3 | ২৭ মে ২০১৬ ০৮:৩৮716394
  • আর তাছাড়া, নীপা মোডেও তো প্রচুর লোকজন থাকেন। কেউ কোন বক্তব্য এখানে পেশ করে থাকলে, তাই নিয়ে কেন কথা বলা যাবেনা সেটা বোঝা গেলনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন