এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল সিজন ২০১৬-২০১৭

    umesh
    অন্যান্য | ২০ জুলাই ২০১৬ | ৩০৬৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • + | 168.125.117.109 | ০৩ মে ২০১৮ ১৫:০৪717509
  • উপরে তুললামঃ)
  • }8>D | 127.194.229.65 | ০৩ মে ২০১৮ ১৫:৫৭717511
  • আগের পোস্টিং-এ টাইম্‌স্‌-এর লিঙ্কে ২৬ নং পৃষ্ঠায় গিয়ে ডানদিকে মার্সেলো-র 'হ্যাণ্ড অফ গড'-এর স্বীকারোক্তি দেখতে পাওয়া যাবে।
  • SKM | 83.155.102.75 | ০৩ মে ২০১৮ ১৯:৪৪717512
  • Amar prediction. World cup 4 teams for semi-final
    1. Brazil, 2.France,3 Germany, 4 Belgium
  • b | 135.20.82.164 | ০৪ মে ২০১৮ ১৩:৫৪717514
  • লেখাটা অসমাপ্ত লাগলো তো।

    "ষাট হাজার দর্শক, যাদের অধিকাংশই মোহনবাগান সমর্থক, ক্রমাগত বন্দেমাতরম স্লোগান দিয়েছিলো সেই ম্যাচের নব্বই মিনিট"

    ইয়ে, তখন কি ৬০/৭০ মিনিটে খেলা হত না? কলকাতা ময়দানে এই সেদিন অবধি, ৭০ মিনিটে খেলা হত।
    মহামেডানকে বাদ দিলেন? মহামেডানের পর পর ৫ বার লিগ চ্যাম্পিয়ন হওয়া, ডুরান্ড জেতা (ও তৎকালীন সুশী ক্লাবগুলির মতন খালি পায়ে না খেলা) একটা বড় ইভেন্ট, মুসলমান আইডেন্টিটিতে। গোলাম মোস্তাফা-র কবিতা ছিলো (পুরোটা ভুলে গেছি, আরম্ভ এরকম)ঃ

    সতেরো জন সোয়ার নিয়ে বীর কেশরী বক্তিয়ার
    করল ফতে বাঙলা! তাতে এলো গেলো কিই বা আর।

    এর তুলনায় এগারো জন মুসলমানের কলকাতা লীগ বিজয় অনেক বেশী গুরুত্বপূর্ণ, এরকম একটা ভাব ছিলো কবিতাটায়।
  • b | 135.20.82.164 | ০৪ মে ২০১৮ ১৩:৫৬717515
  • ও হো, প্রথম পর্ব । সরি।
  • + | 168.125.117.109 | ০৪ মে ২০১৮ ১৪:২৮717516
  • রেফারী নিয়ে কথা বলতে গিয়ে এককালে প্রচুর ঝামেলা করেছি। লোকজন আমাকেই ঝাড়ত রেফারীও মানুষ বলে, এতদিনে আমার ভালো লাগছেঃ) তবে এবার ম্যান্সিটি ম্যাচ ছাড়া (তাও ২ন্ড লেগ) আর কোথাও হয়েছে বলে মনে পড়েনা।

    লিন্ক পড়িনি। সেমিফাইনালে যদি বলেন তাহলে লিভারপুল ২টো পেনাল্টী পায়নি (নাইনোলানের হ্যান্ডবল, মানেকে পিছন থেকে ধাক্কা), ক্লাভানেরটা কোনোভাবেই পেনাল্টী নয়, বরং যেটা ছিল (ট্রেন্টের) দেয়নি।

    একটা টিম যাদের বেঞ্চে দানিলো-বার্নার্ড সিল্ভা-আগুয়েরো বসে থাকে, তারা রেফারী নিয়ে কাঁদলে কিছু বলার নেই। প্রিমিয়ার লীগে অনেক ম্যাচে কিন্তু ম্যান্সিটি রেফারীর সুবিধা পেয়েছে, তাতে তাদের সেরা টিম না বলার কিছু নেই।

    ম্যাচের শেষে ক্লপের কন্ফারেন্স শুনে নিলে ভালো হত। মার্সেলো কেনো বলবে যে হাতে লাগেনি, লেগেছে সবাই জানে। কিন্তু লিয়নদস্কি বা মুলার গোলগুলো দিলে আর রেফারী রেফারী করতে হতনা।
  • + | 168.125.117.109 | ০৪ মে ২০১৮ ১৪:৩২717517
  • ম্যান্সিটি হেরেছিল পেপের ভুলে। প্রথম লেগে ডিফেন্সিভ খেলতে গিয়ে।
  • Tim | 108.228.61.183 | ০৪ মে ২০১৮ ২২:০৯717519
  • বি,

    পড়ার জন্য থ্যাংক্যু। হ্যাঁ পরের পর্বে আছে উল্লেখ। এমনিতেও ভারতীয় প্রেক্ষাপট বারবার ফিরে আসবে। যেমন যেমন পারি চেষ্টা করছি তথ্য তুলে দেওয়ার। ঃ-)
  • }8>X | 69.97.156.188 | ০৫ মে ২০১৮ ১২:০৪717520
  • ১)"রেফারী নিয়ে কথা বলতে গিয়ে এককালে প্রচুর ঝামেলা করেছি। লোকজন আমাকেই ঝাড়ত রেফারীও মানুষ বলে, এতদিনে আমার ভালো লাগছেঃ) তবে এবার ম্যান্সিটি ম্যাচ ছাড়া (তাও ২ন্ড লেগ) আর কোথাও হয়েছে বলে মনে পড়েনা।"
    ----------------------------------------------------
    http://www.anandabazar.com/sport/damir-skomina-admitted-his-mistake-in-cl-semifinal-1.777811?ref=hm-sec-new-stry-sport
    -----------------------------------------------------
    কোন মন্তব্য নয়, কোন প্রশ্ন নয়, কোন স্মাইলিও নয়।
    ---------------------------------------------------
    ------------------------------------------------
    ২)"ম্যাচের শেষে ক্লপের কন্ফারেন্স শুনে নিলে ভালো হত। মার্সেলো কেনো বলবে যে হাতে লাগেনি, লেগেছে সবাই জানে। কিন্তু লিয়নদস্কি বা মুলার গোলগুলো দিলে আর রেফারী রেফারী করতে হতনা।"
    -------------------------------------------------------
    এতগুলো অনুচ্ছেদের বিন্যাসে সাজানো এ হেন বক্তব্যে বোঝা গেল না যে ক্লপ রিয়াল না বেয়ার্ণের, কার কোচ ছিলেন?? এবং সেদিন সুব্রত ভট্টাচার্য্যের মত অনেকেই মাঠে রোনাল্ডোকে খুঁজছিলেন।
    --------------------------------------------------
    --------------------------------------------------
    ৩) http://www.epaper.eisamay.com/Details.aspx?id=39962&boxid=17556806

    কদিন আগেও ক্রন্দনরোল উঠতো 'উয়েফালোনা', 'উয়েফালোনা' করে; এবার কি পৃথিবী চেঁচাবে 'উয়েফালিভার' বা 'উয়েফাপুল' বলে?
  • B | 69.97.156.188 | ০৫ মে ২০১৮ ১২:২৫717521
  • "ষাট হাজার দর্শক, যাদের অধিকাংশই মোহনবাগান সমর্থক, ক্রমাগত বন্দেমাতরম স্লোগান দিয়েছিলো সেই ম্যাচের নব্বই মিনিট"
    নব্বই মিনিটের কথা b আগেই বলেছেন; এ ছাড়া আরেকটা কথাও উল্লেখ করলাম - ১৯১১ সালে ভারতীয় খেলোয়াড় সমৃদ্ধ (বা-ঘ নির্বিশেষে) দল ছিল মোহনবাগানই। সেদিন প্রায় সমস্ত ভারতীয়ই বা বাঙালীই মোহনবাগানের সমর্থনে গলা ফাটিয়েছিল।

    তার ন' বছর পর, ১৯২০ সালে, বাঙলার আরেক ভাগ পূর্ব্ববঙ্গের মানুষজন নিজেদের অস্তিত্ব জোরালো করতে গোড়াপত্তন করেছিলেন ইস্টবেঙ্গলের। যদিও তখন ঢাকা উয়াড়ীর আদলে কলকাতায়ও একটি উয়াড়ী ক্লাব ছিল, যার থেকে কিছু মানুষজন বেরিয়ে তৈরী করেন ইস্টবেঙ্গলের। (প্রসঙ্গতঃ, ১৯৬৩ সাল অবধি মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাব দুটিরই মাঠ ছিল আজকের ইস্টবেঙ্গল মাঠটিই। ১৯৬৩ সালে ক্যালকাটা ক্লাবের মাঠ বলে পরিচিত মাঠটিতে মোহন্বাগান চলে যায়।)
  • aranya | 83.160.123.238 | ০৬ মে ২০১৮ ১০:৪০717523
  • টিম, ফুটবলায়ন পড়লাম, দিব্য হচ্ছে। পরের পর্বের লিঙ্ক দিও মনে করে
  • }8>D | 127.194.29.158 | ০৭ মে ২০১৮ ০০:২০717524
  • সলমনের শেষ সিনেমার নামটা কি ছিল ?
  • }8>D | 127.194.29.158 | ০৭ মে ২০১৮ ০০:২১717525
  • এ হে, অ্যাল্‌, মিস্‌টেক, মিস্‌টেক......
  • + | 92.6.236.10 | ০৭ মে ২০১৮ ০১:২৮717526
  • }8

    ঈ আদ্দ্রেস্স ঃ ৬৯।৯৭।১৫৬।১৮৮ (*)

    জানি তো। আমি তো বলেই দিলাম যে অমি 'রেফারী বাজে, উএফা বাজে' চেঁচাতাম, এখোনো চেঁচাবো। কিন্তু এই গ্রুপে আমি রেফারী নিয়ে কিছু বললেই সবাই বলে উঠতো রেফারীও মানুষ। আর আজ হঠাৎ অন্য কেউ রেফারী নিয়ে কিছু বললে আমারি হাসি পায়। ওটা আমার এরিয়া জানতাম। আর এখানে বাকিরা সেটাকে বলখিল্যপনা ভাবে সেটাও জানতাম। তা অন্যকেউ সেটা করলে....

    ক্লপের কথাটা লিভারপুল প্রসঙ্গে ছিল, ম্যাচের শেষে ওকেও রেফারী নিয়ে প্রশ্ন করেছিল। আর মার্সেলো প্রসঙ্গটা ছিল মার্সেলোর প্রেস কন্ফারেন্স নিয়ে। হাতে লেগেছে সোবাই জানে। অনু্ছেদ বিন্যাসে ভুল হওয়ায় দুঃক্ষিত।

    'উএফাপুল' বা 'উএফালিভার' বলতে গেলে তো ক্লাভানের পেনাল্টি বা মানে-নঙ্গোলানের হ্যান্ডবল গুলো মিলবেনা। সেগুলো ও দিতে হবে।

    রোনাল্ডোকে সেমিতে খুঁজে পাওয়া যায়নি এটা সবাই জানে, তিনি আজ প্রথম হাফে দেখা দিয়েছিলেন।

    লিংক প্রসঙ্গে, আনন্দবাজারের লিংকটা কি পড়েছিলেন? অফসাইডটায় করিয়াস ফাউল করেছিল (পরিস্কার রেড, অফসাইড না হলে)।।। এরা কারা রিপোর্ট লেখে? যদিও অন্য পেনাল্টীগুলো দেখতে পাননি, নাকি আনন্দবাজারের নিজস্ব সংবাদদাতার কাছে রেফারী বলেননি জানিনা।

    আর এইসময়ের রিপোর্টটা। এটা অনেক পেপারেই দেখেছি। চ্যাঃলিঃ সেমিফাইনালের ড্র-এর আগেই রোমার ওয়েবসাইটে সেকন্ড লেগের টিকিট বিক্রি শুরু হয়ে গেছিল। ফলে সেই ঘুরে উএফা কোরাপ্ট বলে আমার কান্নাটাই ঠিক প্রমাণিত হচ্ছে ঘুরেফিরে। খালি এবারে বার্সা ওঠেনি বলে লোকের চোখে পড়ছে।
  • + | 92.6.236.10 | ০৭ মে ২০১৮ ০১:৩১717527
  • Name: b

    IP Address : 135.20.82.164 (*) Date:05 May 2018 -- 12:46 PM

    ৭টা হল
  • Tim | 108.228.61.183 | ০৭ মে ২০১৮ ০২:৩৮717528
  • বি ও ক্যাপিটাল বি,
    হ্যা ৭০ মিনিটটা বাজে ভুল হয়েছে। আসলে খেয়াল করিনি গোল্ডব্লাটের বই থেকে ইনফো নেওয়ার সময়, ওখানে ঐটাই আছে।
  • T | 165.69.191.251 | ০৮ মে ২০১৮ ০৯:২৩717531
  • দানছত্র করে কি ক্লাব চালানো যায়। গোটা সিস্টেমটাই অপেশাদারিত্বে চলে। আমার মনে হয় এই ক্লাবগুলোর আয়ু বেশীদিন আর নয়।
  • b | 135.20.82.164 | ০৮ মে ২০১৮ ১০:২৫717532
  • এদের ফাটা রেকর্ড। কিছু বললেই ১৯১১ আর জাতীয় ক্লাব। ইবে-ও তাই। দেশবিভাগ আর পঞ্চপান্ডব আর ১৯৭৫। এই জন্যেই বাঙ্গালোরের টিম দশজনে খেলেও হেসে খেলে হারিয়ে যায়।

    তবে কলকাতা ময়দানে পুরো পেমেন্ট না করার ঐতিহ্য বহুদিন ধরেই। ২ লাখ টাকার সাইন করলেন। হাতে পেলেন দেড় লাখ। বাকি পয়সা চাইতে গেলে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখার হুমকি জোটে। সেরকম স্টার ফুটবলার না হলে অবস্থা আরো খারাপ। এটা কিন্তু আমি আশির দশকের শেষে শুনেছি, একেবারে ইনসাইডার ইনফো। এখন যে অবস্থাটা বিশাল পরিবর্তন হয়েছে, ভাবার কোনো কারণ নেই। সম্ভবতঃ তখন প্লেয়াররা খুব একটা পাত্তা দিতো না, কারণ সবাই কোনো না কোনো জায়গায় চাকরি করতো। পেশাদার খেলোয়াড় বাড়লে এ দিয়ে আর চলে না।
  • + | 168.125.117.109 | ০৮ মে ২০১৮ ১৫:০৪717533
  • ধুর বিরক্তিকর! এই কারণেই শেষ কবে মোবার খেলা দেখেছি মনে পড়েনা।

    এক নাটক প্রতিবার চলে। আর কিছু চ্যালাও থাকে, 'টুটুবোস পয়সা দিয়েছে, ও ভগবান' টাইপ। একবারও ভাবেনা যে সেইদিনের ব্যাঙ্গালুরু বা মিনার্ভা বা আইজল বা নেরোকা যদি প্লেয়ার খুঁজতে পারে, স্পনসর পায়, প্রফেশনালি কাজ করতে পারে, মোবা পারেনা কেন? স্পনসর নেই এদিকে নাকি ১২ কোটির টিম। সবই গল্প।

    শেষ ৩ বছরের কথা জানিনা। তার আগে রেগুলার খেলা দেখতে যেতাম যখন জানতাম। নামগুলো বলা চাপ, কিন্তু ভারতীয় কিছু প্লেয়ার যাদের গোয়া বা পাঞ্জাব থেকে আনত, তারা মোটামুটি ৬০% পেমেন্ট পেত, কিন্তু সেটা সেই ফুটবলাররাও জানত সই-এর সময় থেকেই। কোনো প্লেয়ার যে হয়ত ডেম্পোতে ১০ লাখ পেত, তাকে মোবা পরেরবার ২৫এ সাইন করালো, তার মানেই যে কনট্যাক্ট করছে সে ৬-৭ পাবে, বাকিটা সেই প্লেয়ার। এদিকে মোবা-ইবে সবাই সমান। সেইদিক থেকে টুটুবোস কত ঝেড়ে আজ ১ কোটি দিচ্ছে সেটাও একটা বড় প্রশ্ন।

    এবারের কেসটা আবার ঘাঁটা। পুরো তৃণমুলের ভোট হবে বলে কার লবি স্ট্রং দেখানোর খেলা চলছে। খেলছে সেকন্ড ডিভিশন লীগ, তাও আবার বড় বড় কথা!
  • imran | 103.148.27.1 | ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:২১742245
  • সারা বিশ্বের সকল সংবাদপত্র দেখুন ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন