এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল সিজন ২০১৬-২০১৭

    umesh
    অন্যান্য | ২০ জুলাই ২০১৬ | ৩১১৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 83.197.98.233 | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০৫:৫৪717142
  • গান্ধীর আইডিয়াটা ভাল লাগল, এভাবে ভাবিনি আগে। সত্যিই তো, ১০০-র একটু ওপরে র‌্যাংক যাদের, তাদের সাথে ভারতের পার্থক্য তেমন কিছু হওয়ার কথা নয়। এই সময়ে দেখলাম স্টিফন-ও অনেক ফ্রেন্ডলি খেলার কথা বলেছেন -গুড স্ট্র্যাটেজি
  • উমেশ | 96.3.233.20 | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১১:০৬717143
  • এই বালের নাটক গুলো পাড়ার ছোটো ছোটো ছেলেদের ম্যাচেও হয় না।

    এরকম ছেলেমানুষী আর হাস্যকর দাবী আমি কোনোদিন দেখেছি বলে মনে পড়ে না।
    তার থেকে সরাসরি বললেই পারে, আমাদের জিততে দিলেই তবে আমরা ডার্বি খেলবো।
    বালগুলো নিজেদের গদি বাঁচাতে গিয়ে যতো নিচে নামতে পারে, নামছে, অবাক হচ্ছি সাপোর্টাররাও সাথ দিচ্ছে দেখে।
  • cb | 208.147.160.75 | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১৬:০৬717144
  • খারাপ লাগল দীপেন ছেলেটির জন্য :( বালবিচি তো আমরা কতই বলে থাকি

    সমাজের দুর্বল অংশ এতটাই ভালনারেবল

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=25869&boxid=14518171
  • umesh | 72.254.195.217 | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১৯:০৫717145
  • আমার বাল-বিচি বলার সবথেকে বড়ো কারণ এই বালের মোবা কর্তা দের FB কান্ড দেখে।
    নার্সারি'র ছেলেদের মতো করতে শুরু করেছে।
    না খেলবি, খেলিস না, এরকম নাটুকেপণা আর অন্য দের হেনস্থা করা কেন?

    আইএফএ হয়েছে তেমন, ডার্বি ম্যাচ না হলে টাকা পয়সার টানাটানি হতে পারে, তাই দরকারে এখন টুটু'র " " চোসা শুরু করেছে।
    একটুও সাহস নেই মুখ খোলার।
  • + | 95.255.233.154 | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২০:২৫717146
  • খবর জনিন। খেলা হবেনা?? লীগটা তুলে দিক
  • umesh | 72.254.195.217 | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩৪717147
  • মোবারা কি কোনো তুকতাক করেছিলো, যে ৮ এর আগে ডার্বি খেললে জিততে পারবে না?
    আমার তো এটাই একমাত্র সম্ভাব্য কারন মনে হচ্ছে ৭ এ ম্যাচ না খেলার জন্যে।
    বাকি যে কারন গুলো দেখাচ্ছিলো, সেগুলো নার্সারির বাচ্ছাদের মতো।

    ডার্বি হেরে গেলে (আমার মনে মোবা বেশ ভালো টিম, ওদের জেতার চান্স ছিলো) নিজেদের গালাগালি খেতে হতে পারে, যাস্ট এই ভয়ে ডার্বি খেললো না।
  • aranya | 154.160.226.92 | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২০:৪৬717148
  • কল্যাণী স্টেডিয়ামের গ্যালারি বেহাল কেন - এ নিয়ে নীলিমেশ-দাকে চেপে ধরা উচিত:-)

    জোকস অ্যাসাইড, 'জুলেরিমের নেপথ্যে'-র লেখক নীলিমেশ-দার নাম দেখলাম অনেকদিন পর, ভাল লাগল।

    লীগের খেলাগুলো কলকাতার বাইরে বিভিন্ন শহরে করাটা ভাল উদ্যোগ, কিন্তু সেক্ষেত্রে অন্তত একটা দল সেই শহরের হওয়া দরকার। দলগুলো সব কলকাতার, মফস্বলের, অন্য শহরের কোন দলই নেই, অথচ খেলা হবে কলকাতার বাইরে - এর কোন মানে দেখি না
  • umesh | 72.254.195.217 | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫৫717149
  • ভাবছি ওয়েঙ্গার-সাহেব কে প্রস্তাব করবো, কিছু দিন মোবা কর্তাদের কাছে কিছু ক্লাস নেওয়ার জন্যে।

    ম্যাচ না জেতার সম্ভাবনা সামান্যতম থাকলেও ম্যাচ ছেড়ে পালিয়ে আসার। অজুহাত গুলো মোবা কর্তারা শিখিয়ে দেবে।
    যেমন মরিনহো'র সাথে ম্যাচ হলে ওয়েঙ্গার হেরে যায়, এবার থেকে আর মরিনহো'র সাথে ম্যাচ খেলবে না, কি যুক্তিতে, সে সব মোবা কর্তাদের কাছে শিখে নেবে।
  • sch | 132.160.114.140 | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১৩717150
  • এই দীপেন ছেলেটিকে যে ভাবে হেনস্থা করল - সেটা ফলো করলে তো চাড্ডীদের communal tension ছড়ানোর অভিযোগে দলে দলে জেলে ভরতে হয়। এই সোস্যাল মিডিয়ার পোস্টের ভিত্তিতে জেলে পোড়ার ব্যাপারটা খুব ই কনফিউসিং।
  • umesh | 72.254.195.217 | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৫:২৪717152
  • দীপেন ছেলেটার সাথে মোবা কর্তারা যা করলো, সেটার ক্ষমাও অযোগ্য।

    নিজেদের ধান্ধাবাজী বজায় রাখার জন্যে নিজেদের যতো নিচে নামানো যায় নামালো।
  • + | 95.255.234.94 | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৪:২৯717153
  • একে কনফারেন্স চলছে, তায় বাড়ির ওয়াইফাই খারাপ। নেট আসছেনা। বড় ম্যাচের খুব ডিটেল্স জানিনা। শুধু মনে হচ্ছে যে এই বা*** লীগ তুলে দিক, মোবার কর্তাদের তো হাটানো যাবেনা, ভোটে জিতেছে, মালগুলিকে ক্যালানো হোক

    ধুর, ভাল্লাগছেনা
    ইবে সাপোর্টাররা যা বলবে মনে নেব আজ
  • + | 95.255.234.94 | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৪:৩৯717154
  • এক্টা ডিঃ দিয়ে রখি, রুল নিয়ে কিছু বলতে এলে আমিও ঘুরে পোস্ট কোরে যাব কারণ রুল অনুযায়ী মোবা সেফ।

    বাঙ্গালী হিসেবে, খেলায় দিক থেকে আমার কিছু বলার নেই। খেলা উচিত ছিলো
  • aranya | 154.160.226.91 | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৫:৪৩717155
  • এটা একটা ক্রাইম হল - বিশাল লজ্জার ব্যাপার - এই একটা ম্যাচের দিকে সবাই তাকিয়ে থাকে - প্লেয়ার, সমর্থক..
    দু-কান কাটা কর্তারা বুঝবেন না
  • aranya | 83.197.98.233 | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২০717156
  • নীলিমেশ-দা দের জন্যেও খারাপ লাগে, কত আশা নিয়ে সব ব্যবস্থা করা - টাকা খরচ, পরিশ্রম..
  • b | 135.20.82.164 | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫৫717157
  • সব কাগজে দেখছি নিরপেক্ষতা রক্ষার খাতিরে ইবেকেও কথা শোনাচ্চে। কেন ইবে একদিন পরে খেলল না ইত্যাদি? কেন আই এফ এ-র এতো ইগো ইত্যাদি। কেন আই এফ এ রাজি হল না?

    আসলে কথা সেটা নয়। আমাদের দেশে সবটাই অপেশাদার। তাই ম্যাচ ভেন্যু বারবার বদল হয়, ডেট চেঞ্জ করতে হয়। অমুকে গোল বাতিল হলে বলে খেলবো না। তমুকে বলে মাঠের উত্তরদিকে শনিমন্দির, খেলবো না।

    এসব যত তাড়াতাড়ি কাটানো যায়, ততই ভালো। ফিক্শ্চার দেওয়া আছে, পেশাদার ক্লাব, তোমাদের এই ন্যাকামো সাজে না। এই কথাটা সব ক্লাবগুলোকেই শোনাবার দিন এসেছে। গেম ইজ বিগার দ্যান দ্য টিম।
  • + | 168.125.51.122 | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৩৮717158
  • এইখানেই সমস্যা। ফিক্সচার মানেনা আইএফে। কখনো মোবার কথায় কখনো ইবের। মোবা কর্তারা নিজেদের হনু ভাবে। ফলে আগ বাড়িয়ে ঝামেলা করে। ইবে কর্তারা বুদ্ধি রাখে, ঠিকঠাক প্রসেসে করে। এই ম্যাচটা ৩-৪ কোনো একদিন হওয়ার কথা ছিল, ফিফা ফ্রেন্ডলীর জন্য ইবে পিছতে বলে প্রথম, পিছিয়ে যায়। তারপর মোবা নাটক।

    চালাতে না পারলে লীগ তুলে দিক। আর কোলকাতা লীগ নাম দিলে লীগ কোলকাতাতেই হোক এটা আমার মত। এই জর্জ-এরিয়ানের মত টিমগুলো বারাসাতে গিয়ে কি খেলবে? ৪০মিনিট লোকাল ট্রেনে, সবাই বসতেও পারবেনা। এভাবে কোলকাতা লীগ হয়? লীগ তুলে দেওয়াই ভালো। নাহলে যারা আই লীগ খেলছে তাদের লোকাল লীগ খেলতে হবেনা বা অনুর্দ্ধ ১৯ টিম খেলাও।
  • b | 24.139.196.6 | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৪717159
  • কিন্তু ফিফা ফ্রেন্ডলি হবে সেটা আই এফ এর কর্তারা জানতো না? আনইমাজিনেবল। সাধে কি ক্রিকেট দেখি?
  • + | 168.125.51.122 | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৩717160
  • b দা,

    ফিফা ফ্র্নেডলীর জন্য কোলকাতা লীগের কোনো খেলাই থেমে থাকেনি। তাহলে বড় ম্যাচ কেন থামবে? আর বড় ম্যাচ হচ্ছে কল্যাণীতে, ৮০০০ লোক গ্যালারীতে থাকবে, সেক্ষেত্রে কি'করে বুধবার দুপুরে খেলা দেয়?

    এই আইএফে কে চাপ্কানো দরকার। টুটু-নীতু-টুটুর ব্যাটার সাথে
  • cb | 208.147.160.75 | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২০:২৯717161
  • পোকিতো আবাল একেই বলে বাঁ*
  • উমেশ | 96.3.233.20 | ১০ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৩৮717164
  • এই গোলকিপার নিয়ে সিটি'র কপালে দুঃখ আছে।

    জো হার্ট নিশ্চয় আজ ইতালীতে বসে হাসছে।
  • umesh | 72.254.195.217 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৫৪717165
  • শনিবার একটা "না হতেই পারতো পেনাল্টি" দিয়ে আমাদের বাচিয়ে দিলো।

    আর একটা "হতেও পারতো পেনাল্টি" না দিয়ে আমায় খুশ করে দিলো। ব্রেভো একসাথে রেড কার্ড আর পেনাল্টি থেকে বেচে গেলো।
  • Alcyoneus | 131.241.218.132 | ১৪ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪২717166
  • সকালে ঘুম থেকে উঠেই প্রথম খবর দেখলুম কিউপিআর ০, নিউক্যাসল ৬। মুড ভালো। সে যতই অপাংক্তেয় লীগ হোক না কেন:-p

    এই স্কোয়াড আর এই ম্যানেজার - আশংকা থাকা উচিত নয়, কিন্তু ঘরপোড়া গরু তো...অ্যাশলির ক্লাবে কখন কী হয় কিচ্ছু বলা যায় না।
  • Robu | 11.39.37.247 | ১৪ সেপ্টেম্বর ২০১৬ ১০:০২717167
  • জো হার্ট আর হাসছে না ঃ-)
  • umesh | 72.254.195.217 | ১৪ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩৭717168
  • জো হার্ট হাসার সময় পেলো না তো।
    সেদিন সন্ধেবেলাতেই ভুলভাল একটা গোল খেয়েছে।
  • রোবু | 213.132.214.83 | ১৪ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৪৫717169
  • খাতায় কলমে বলতে তুমি যদি ইউরো বা কোপার প্লেয়ার পারফরম্যান্স দেখো, তাহলে দেখবে আমাদের যেসব প্লেয়াররা রয়েছে, তাতে আমাদের ইউরোপে টপ টেন আরামসে হওয়া উচিত।
    চেক, কোস, মুস্তাফি, জাকা, রামসে, ওজিল, সানচেজ - এরা সব কোপা বা ইউরো চুটিয়ে খেললো। বেলেরিন মনরিয়েল যথেষ্ট ভালো। ক্যাওরলা এখনো দিব্যি। তাহলে পারছি না কেন? কারণ আমাদের স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং ল্যাক করছে। ইন্ডিভিডুয়াল ব্রিলিয়ানসে উৎরে যাচ্ছি।
    উৎরে যাচ্ছি, কারণ খেলা শুরুর আগে পিএসজি এওয়ে আমি আরামসে মেনে নিতাম। খেলা দেখে নয়। 5-1 এ হারতে পারতাম।
  • কুমড়ো | 198.155.168.109 | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০০:২৪717170
  • এই তো
  • উমেশ | 96.3.233.20 | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০১:০৯717171
  • এবারে অনেকেই লিভারপুল কে টপ ফোর এর হিসাবে রাখিনি। কিন্তু আমার তো মনে হয় লিভারপুল এবারে চ্যাম্পিয়ান হয়ে গেলে অবাক হবো না।

    'মানে' আসার পর টিমটা বেশ ভালো খেলছে, তার উপর এবার ইউরোপে খেলার ঝামেলা থেকেও মুক্ত। একটা ভালো গোলকিপার পেলে, প্রথম তিনে শেষ করতে পারে।
  • Robu | 11.39.37.189 | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০১:১৬717172
  • থ্যান্ক্স কুমড়োদি ঃ-)
    কাল ৮০ মিনিট অব্ধি ম্যাকাবি তেল আভিভ ৩-০ জিতছিল, হোম ম্যাচে। জেনিথ লাস্ট দশ মিনিটে স্কোর ওভারটার্ন করে, ৩-৪ এ জেতে।
  • Robu | 11.39.37.189 | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০১:১৭717173
  • মানে, মাতিপ।
  • Robu | 11.39.37.189 | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০১:২২717175
  • সবকটা কঠিন ম্যাচও খেলা হয়ে গেল লিভারপুলের। গতবারের ১-২-৩, চেলসি। দুই ম্যান্চেস্টার বাকি শুধু।
    এই রবিনহুড মার্কা কাজকম্মো না করলে খুব ভালো চান্স।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন