এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বাস্থ্য / বিজ্ঞান সংক্রান্ত মিসলীডিঙ খবরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

    একক
    অন্যান্য | ১৩ জুলাই ২০১৬ | ২৩০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 53.224.129.48 | ১৩ জুলাই ২০১৬ ০২:৫৭717635
  • এরকম খবর তো প্রতিদিন চারপাশে মুঠোমুঠো । যাঁরা সাবজেক্ট এর লোক তাঁরা নিজেদের মধ্যে হাসাহাসি -বিস্ময়্প্রকাশ করেন । ব্যাস , দায়ীত্ব শেষ । যারা সাধারন খবর পাঠক তারা বিজ্ঞান ও টেকনোলজির নামে সাপ-ব্যাং গিলতে বাধ্য হয় । এগুলো নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া যায় না ।

    এইযে এই খবর টা : ডিফেনসিন মলিকিউল এনএডিওয়ান থেকে ক্যান্সার প্রতিরোধ হতে পারে এই নিয়ে গবেষকরা আশান্বিত । খুব ভালো কথা কিন্তু তার মানে কি তামাক পুড়িয়ে ফুঁকতে হবে এমন কোথাও বিজ্ঞানী রা বলেছেন ? জি নিউস এটা খবীয়র করেছিল "ক্যান্সার রুখতে খান সিগারেট" শিরোনামে ।

    অনেক পুরনো উদাহরণ কিন্তু হাতে উঠে এলো একটা ঘটনার সুত্র ধরে । আমার এক বাল্যবন্ধু সিগারেট ছেড়ে দেওয়ার চেষ্টায় গত তিন মাস স্মোক করেনি । তিনমাস বাদে ফেসবুকে আপডেট দিয়ে আরও তিনমাসের টার্গেট নিয়েছিল । ছেলেমানুষী কিছু না , এগুলো এডিকশন ছাড়াতেই পরামর্শ দেওয়া হয় যে পাবলিকলি বন্ধুদের কাছে বলে টার্গেট নিন ও সেটা এচিভ করুন ।
    http://zeenews.india.com/bengali/health/tobacco-plant-may-prevent-cancer_21586.html

    সে হঠাত এই পুরনো লিন্কটা পড়ে ঘাবড়ে গ্যাছে । তাকে যা বোঝাবার আমি বুঝিয়েছি আরও কিছু লিংক ইত্যাদি দিয়ে , কিন্তু এই যে বিজ্ঞানের নামে চমক চমক হেডলাইন আর খবর করা , এগুলো কতটা ক্ষতিকর সাধারণ পাঠকদের কাছে ভেবে দেখেছেন ? আমরা জেনে বুঝেও চুপ করে থাকবো ?

    পাই আগে অনেকবার অনেক প্যাকেজ ফুড -অসুধ নিয়েও এরকম অভিযোগ তুলে ধরেছে যদ্দুর মনে পড়ছে । সব ক্ষেত্রেই আমরা নিজেদের মধ্যে আলোচনা করি , জানি , বুঝি এবং চুপচাপ । কিছু করা দরকার । মামলা করা সম্ভব হলে মামলা করা । আর নইলে যেটা আমার সবচে ফীসিবল কাজ মনে হয় তা হলো একটা উইং খুলে ক্রমাগত এরকম যত ভুলভাল মিসলীডিং খবর প্রকাশিত হয় তাদের কাউন্টার করা । তাহলে অন্তত কিছু লোকের চোখে পরবে ।
  • একক | 53.224.129.48 | ১৩ জুলাই ২০১৬ ০২:৫৯717646
  • আরেকটা নোংরামি খেয়াল করবেন যে বাংলা ভার্সনেই এই মিসলিড করার প্রবণতা বেশি । অধিকাংশ ক্ষেত্রে দেখি একই খবরের ইংলিশ ভার্সনে ঠিকঠাক রিপ্রেসেন্তেষণ রেখে বাংলা টাতে কিছু সেনসেশন পুশ করা হয় ।
  • pi | 24.139.209.3 | ১৩ জুলাই ২০১৬ ০৭:২০717657
  • আরে এটার টই ছিল তো। তুইই খুলেছিলি যদ্দুর মনে পড়ে। নিগ্ঘাত কোন খুচুং ভুজুং টাইপ নাম দিয়ে, তাই খুঁজে পাচ্ছি না। তোর কি মনে আছে ?
  • একক | 53.224.129.48 | ১৩ জুলাই ২০১৬ ০৭:২৪717668
  • আমিও তো খুঁজে পেলুম না :(
  • একক | 53.224.129.48 | ১৩ জুলাই ২০১৬ ০৭:২৭717679
  • কে খুলেছিল মনে নেই তবে আগেও কথা হয়েছিল । কিন্তু কিছুই এগোয় নি । মামলা -ঝামলা ফীসিবল না , সেকেন্ড অপশন টা করা যায় কিনা ভাবা যাক । একটা বাস্টিং সেকশন যেখানে এরকম সব মিসলিডিং নিউস কে টার্গেট করা হবে । বিচ্ছিন্ন "আলোচনা" নয়।কলাম হিসেবেই লিখে ।
  • pi | 24.139.209.3 | ১৩ জুলাই ২০১৬ ০৭:৩১717690
  • আরে এরকম একটা বাস্টিং সেকশন করার কথা তো কতদিন থেকে বলছি। গ্রুপেও। সবাই করব করব বলে, কেউ আর দায়িত্ব নেয়না।
    এটা একটা ব্লগ হিসেবে এলে ভাল হত। ভিজিবিলিটি বাড়তো।
    এইরকম লেখা গ্রুপে বেশ কিছু ইতিমধ্যেই আছে।

    ইদানীং এই বাংলা কাগজের ই ভার্শনগুলোতে লাইফ স্টাইল নামক সেকশনের প্রতিটি 'খবর' নিয়েই বোধ্হয় নামানো যায়। নামানো উচিত।
  • একক | 53.224.129.48 | ১৩ জুলাই ২০১৬ ০৭:৩২717701
  • অঃ হালকা হালকা মনে পড়ছে । আমি যেটা খুলেছিলুম সেটা ঠিক এই সাবজেক্ট না , একটা ছোট সাব সেট যেখানে কোনোকিছু ফাইনাল প্রুফ/এক্রিদেষণ ছাড়াই বিচ্ছিন্ন "স্টাডি " র বেসিসে সেনসেশনাল খবর করা হয় । প্রুফ বাই এসোসিয়েশন এর ল্যাটিন টার্ম দিয়ে নাম ছিল মনে হয় , কিন্তু সে বাংলায় লিখেছিলুম না ইংরিজি মনে নেই ।
  • Ekak | 53.224.129.48 | ১৩ জুলাই ২০১৬ ০৭:৩৬717712
  • কিছু এরকম "খবর " এ ফোকাস করে তার এগেনস্ট এ লেখা নিয়ে সেকশন শুরু করে দিলেই তো হয় । সেটাই রেগুলার হলে বাস্টিং সেকশন হিসেবে দাঁড়িয়ে যাবে ।

    উই রিয়ালি নীড় ইট । সরকারি -বেসরকারি , বিশেষত স্থানীয় বাংলা ভার্সন কাগজে স্বাস্থ্য / বিজ্ঞানের নামে ভূতের নৃত্য হচ্চ্যে । স্টার্ট করলেই সাবজেক্ট এর অভাব হবেনা ।
  • b | 113.24.86.21 | ১৩ জুলাই ২০১৬ ০৭:৪০717721
  • উৎস মানুষের "প্রয়োজনীয় অপ্রয়োজনীয়" এরকম একটা বই ছিলো। মিথ বাস্টিং এর।
    আমার মনে হয় সবচেয়ে সুবিধাজনক হল ওদের ফেসবুক পেজ এ গিয়ে ক্রমান্বয়ে এগুলোর কাউন্টার করা। সম্ভব হলে জী মিডিয়ার সবাইকে, মালিক থেকে অফিস বয় অবধি ই মেল পাঠানো।
  • Rit | 213.110.242.20 | ১৩ জুলাই ২০১৬ ০৭:৪১717636
  • আইন আদালত কেমন হয় জানি না। তবে রিসেন্টলি আবাপ যা শুরু করেছে সেটা ভয়াবহ। আবাপ র লেখাগুলো এই টই তে তুলে তুলে হালকা বাস্টিং শুরু করা যেতে পারে আপাতত।
  • pi | 24.139.209.3 | ১৩ জুলাই ২০১৬ ০৭:৫১717637
  • শুরু হোক।

    তারপর ব্লগে তুলে দেওয়া যাবে। নাকি ?

    গ্রুপে এরকম বেশ কিছু বাস্টিং হয়েছে। সেগুলোও দিয়ে দেব।

    তবে, কিছু জিনিস তথ্য দিয়ে বাস্টিং করা যায়, কিছু জিনিস পাতি খিল্লি করার মত।

    উৎস মানুষের পুরানো কিছু লেখা আমার কাছে আছে। কিন্তু পিডিএফ। টাইপাতে হবে তো।
  • avi | 113.220.208.147 | ১৩ জুলাই ২০১৬ ০৮:০৫717638
  • #হোকশুরু। ডাক্তারির খবর দিয়ে তো পুরো একটা প্যারালাল এমবিবিএস পাঠক্রমই বানিয়ে দেওয়া যায়।
  • pi | 24.139.209.3 | ১৩ জুলাই ২০১৬ ০৮:৪৩717639
  • গ্রুপ থেকে ডঃ গৌতম মিস্ত্রির একটা লেখা।

    কোলেস্টেরল আর মাখনে পিরীত?
    ভোটের তাপ-উত্তাপ থিতিয়ে এসেছে, নতুন মশলাদার খবরের বড়ই আকালের সময় চলছে। ঠিক জামাইষষ্ঠীর প্রাক্বালে বাজিমাত করে দিলো একটি বিশেষ খবর। যুগান্তকারী বৈজ্ঞানিক গবেষণার সুফল আমেরিকার গবেষণাগার থেকে এক্কেবারে সরাসরি বাঙ্গালীর খাবারের থালায়। বেস্পতিবারের বারবেলায় কাঁচা লংকা দিয়ে ছোলাভাজা আর শুকনো মুড়ি চিবুচ্ছি এমন সময় হঠাৎ নজর পড়লো মুড়ির ঠোঙ্গার কাগজের লেখাটায়। দুদিন আগের বাংলা ট্যাবলয়েড, 'এবেলার' কাগজ মুড়ির ঠোঙ্গা হয়ে অ্যাপিল জানাচ্ছে, কৃচ্ছসাধনের দিন শেষ। রসনার আশ মিটিয়ে কব্জি ডুবিয়ে খাওয়া যাবে পোলাও আর মাংসের ঝোল। কোলেস্টেরলের ভুত নাকি তাড়ানো গেছে ডিমের কুসুম, মাখন আর খাসি পাঁঠার মাংস থেকে। এই সব মিষ্টি মিষ্টি কথা বড় ভালো লাগে।
    তা এমন যুগান্তকারী গবেষণার ততোধিক উপাদেয় খাবারের খবর বৈজ্ঞানিক পত্রিকায় প্রকাশিত না করে গবেষকরা ঘোড়া ডিঙ্গিয়ে এক্কেবারে সরাসরি এলেবেলে এবেলায় কেন ছেপে দিলেন সেটা মালুম করতে পারলাম না। ফলে মুড়ি চিবানো বন্ধ করে মুড়ির ঠোঙ্গাটা পেরে ফেলে পড়তে থাকলাম। খবরের লাইনের ফাঁকের লাইন, শব্দের ফাঁকের শব্দ আর অক্ষরের ফাঁকের অক্ষর খুঁটে খুঁটে খুঁটিয়ে দেখি এই খবরটা সাধারণ চিকেন কবিরাজি বা মোচার চপ নয়। এ হোল পান্তাভাত ভাজা। মানে কমপক্ষে তিন চার দশক আগের খবরের পচা-পান্তা কড়া মশলা দিয়ে ভেজে বাঙ্গালীর পাতে দিয়েছে।
    খবরটা একদমই নতুন নয়। রক্তের কোলেস্টেরলের নব্বুই শতাংশ আমাদের লিভার তৈরি করে আমাদের খাওয়া শ্বেতসার বা কার্বোহাইড্রেট থেকে। খাবারের সাথে রেডিমেড কোলেস্টেরল হিসাবে আমরা ডিম বা মাংস থেকে যে কোলেস্টেরল খেয়ে থাকি সেটা বড়জোর দশ থেকে পনেরো শতাংশ। আসল কথাটা হয় প্রতিবেদক ধরতে পারেননি, অথবা এড়িয়ে গেছেন। কোলেস্টেরলের মুখ্য অংশ আসে ঐ মশলাদার খাবার থেকেই। সেটা ডিমের কুসুম নয়, মাংসও নয়। দুটো ভিলেন - শর্করা বা কার্বোহাইড্রেট সমৃদ্ধ ভারতীয়দের খাবার, আর সম্পৃক্ত তেল। মশলাখবর পড়ে আর সাথের ছবি দেখে পাঠক পাঠিকা যদি এমনধারা না ভাবেন তবে সেটাই আশ্চর্যের।
    উচ্চরক্তচাপ, হৃদরোগ, ব্রেন স্ট্রোক ও কিডনি ফেলিওরের মতো মারণ রোগের জানা কারণ গুলোর মধ্যে রক্তে অস্বাভাবিক মাত্রার কোলেস্টেরল বা একটি বিশেষ ধরনের ফ্যাট ভিলেন হিসাবে কুখ্যাত। কোলেস্টেরল কী ও কেমন করে এটাকে নিয়ন্ত্রণে রাখা যায় সেটা অন্য আলোচনা। হালে, কোলেস্টেরলকে বশ মানানোর জন্য অপবিজ্ঞানের মারকাটারি বশীকরণ মন্ত্রের ঢক্কানিনাদ আর মিডিয়ায় গুজবের চটকে জ্ঞান বিজ্ঞানের স্বর চাপা পড়ে যাবার উপক্রম। এইতো কিছুদিন আগেও খোদ কোলেস্টেরলকে ভিলেন বলেই মানতে চাইতো না স্বার্থান্বেষী মহল। এখন এরা সেটা করে না। বরং কোলেস্টেরল নিয়ন্ত্রণের বাজারে অনেকটা এগিয়ে থাকা ‘স্ট্যাটিন’ বাড়বাড়ন্তকে ঈর্ষার চোখে দেখে স্ট্যাটিন - এর বিরোধীপক্ষ মাঝে মধ্যে বাজার গরম করার চেষ্টা করে।
    প্রতিপক্ষ যদি বিশাল শক্তিধর হয় তবে আপনার রুচি অনুযায়ী হয় বশ্যতা স্বীকার করতে পারেন অথবা এলোপাথাড়ি চোরাগোপ্তা গেরিলা হানা দিতে পারেন মাঝে মধ্যে।

    http://ebela.in/technology/food-is-not-responsible-to-increase-cholesterol-dgtl-1.405091
  • avi | 113.220.208.147 | ১৩ জুলাই ২০১৬ ০৮:৫৩717640
  • রিসেন্ট ম্যালেরিয়ার "অপচিকিৎসা" নিয়ে আবাপ একটা দারুণ লেখা বের করেছিল, অবৈজ্ঞানিক আর্টেমিসিন নিয়ে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ম্যালেরিয়া। মোবাইলে খুঁজে পাচ্ছি না। ওটাও পেলে দিন একটু।
  • pi | 24.139.209.3 | ১৩ জুলাই ২০১৬ ০৮:৫৫717641
  • ওটা নিয়ে আমি লিখেছিলাম তো।

    চিঠিও পাঠিয়েছি ওদের। দেখি বের করে কিনা।
  • avi | 113.220.208.147 | ১৩ জুলাই ২০১৬ ০৯:১৪717642
  • এখানেও তুলে দিতে পারেন, এক জায়গায় থাকবে।
    ইউরোলজির ডা: অভিজিৎ তরফদার আগের দশকে এই কম তথ্য পরিবেশনের বিপদ নিয়ে কয়েকটা ভালো লেখা লিখেছিলেন। পেলে তুলবো। ততক্ষণে একটা গল্প পড়ে নিন, এখানে খবর তৈরি হয় নি ব্যক্তিগত অসাধুতার জন্য। :)
    http://www.sachalayatan.com/odin/53265
    মূল বিষয় থেকে একটু আলাদা, তবে থিমের সাথে চলে যায়।
  • d | 144.159.168.72 | ১৩ জুলাই ২০১৬ ০৯:৪৫717643
  • এই ওডিন একখানা মানুষ বটে!
    দারুণ লোক।
  • dc | 120.227.245.162 | ১৩ জুলাই ২০১৬ ০৯:৫০717644
  • এটা আবাপর মিথ বাস্টিং না, কয়েকমাস আগে ToI তে পড়েছিলাম। পড়ে খুব আফশোষ হয়েছিল বলে লিখে রাখছি।

    খবরটায় বেশ কয়েকটা বেবিফুড আর সাপ্লিমেন্টারির খাদ্যগুণ নিয়ে আলোচনা হয়েছিল আর একটা লিস্ট করা হয়েছিল। কম্প্ল্যান, হরলিক্স, সেরেল্যাক, পেডিয়াশিওর, আরো কয়েকটা নিয়ে। লিস্টের ক্রাইটেরিয়ন ছিল কোন ব্র্যান্ডটা কতো খাদ্যগুনরহিত। মানে যেটা সবথেকে অকাজের সেটা সবথেকে ওপরে। লিস্টে প্রথম নাম ছিল পেডিয়াশিওর, তারপর বোধায় কমপ্ল্যান ছিল। আফশোষ হয়েছিল এই কারনে যে আমার মেয়েকে আবার প্রথম থেকেই পেডিয়াশিওর খাওয়ানো হয়েছিল। আমি আগে এই ব্র্যান্ডটার নাম জানতাম না, আমার স্ত্রীকে কেউ প্রথমদিকে বলেছিল যে পিডিয়াশিওর নাকি সবথেকে ভালো, তারপর থেকে খাওয়ানো হয়। রিপোর্টটা পড়ে দুজন মিলে অনেক আফশোষ করেছিলাম।
  • pi | 24.139.209.3 | ১৩ জুলাই ২০১৬ ১০:২৩717645
  • শুধু মিডিয়া না , অ্যাডসমূহের এই 'বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে' নিয়েও আসুক।

    বিটিডব্লু, এটা ঠিক কী ধরণের গবেষণা ? মানে কীভাবে করা হচ্ছে ? ফেসবুক কি তথ্য দিচ্ছে নাকি ?

    http://zeenews.india.com/bengali/lifestyle/facebook-breaks-relationship_144289.html
  • dc | 120.227.245.162 | ১৩ জুলাই ২০১৬ ১০:২৬717647
  • অ্যাডে 'বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে' তো ছোটবেলার থেকে দেখে আসছি, বিশেষ করে হরলিক্স আর কমপ্ল্যানের অ্যাডে আর টুথপেস্টের অ্যাডে। মাঝে মাঝে খবর বেরোয় যে অ্যাড কাউন্সিল এদেরকে সতর্ক করেছে, তারপর কয়েক মাস পরেই আবার শুরু হয়ে যায়।
  • avi | 113.24.86.216 | ১৪ জুলাই ২০১৬ ২২:৪০717649
  • এই যে, এখানে শুধু যে বেরিয়েছিল পেটের ক্ষতিকর ব্যাক্টেরিয়া আলসারেটিভ কোলাইটিস তাই নয়, এমনভাবে লেখা হয়েছে, মনে হচ্ছে বালিগঞ্জ সায়েন্স কলেজের গবেষকরাই নাকি সেকথা বলেছেন।
    http://www.anandabazar.com/state/sweets-to-prevent-ulcer-1.417929#
  • SS | 160.148.14.3 | ১৪ জুলাই ২০১৬ ২৩:০৭717650
  • বাপরে, কত যে ভুল এই রিপোর্টে। আনন্দবাজার আর পড়ি না এখন, কিন্তু এই রকম ভুল রিপোর্ট বের হয়! আলসারেটিভ কোলাইটিসকে ব্যাক্টেরিয়া ঘটিত রোগ বানিয়ে দিয়েছে, আবার প্রোবায়োটিক খেলে ঠিক হয়ে যাবে!
    তবে নিউজপেপার, ম্যাগজিন এইসবের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া যাবে কি? বেশি কিছু বললে হয়ত একটা ডিসক্লেমার দিয়ে দেবে। তবে কোনো কমর্শিয়ালে ভুল কিছু দাবী থাকলে সেই কোম্পানির বিরুদ্ধে লিগাল স্টেপ নেওয়া যায় বলে মনে হয়। ভারতে FDA এর মত ড্রাগ এনফোর্সেমেন্ট/রেগুলটরি এজেন্সি কে ? তাদের জানানো যেতে পারে।
  • avi | 113.24.86.216 | ১৪ জুলাই ২০১৬ ২৩:৪০717651
  • উঁহু, আলসারেটিভ কোলাইটিস-কে ব্যাকটেরিয়া ঘটিত রোগ বলে নি, ওটাকেই ব্যাকটেরিয়া বানিয়ে দিয়েছে। ঃ))))
  • SS | 160.148.14.3 | ১৪ জুলাই ২০১৬ ২৩:৫৩717652
  • ওহ, আবার পড়লাম। ঠিক, আলসারেটিভ কোলাইটিস হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া। তার উপর ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ আর সিন্ড্রোমকে মিলিয়ে দিয়েছে।
  • d | 144.159.168.72 | ১৯ জুলাই ২০১৬ ১৪:৫৪717654
  • এইটা অবশ্য খবর নয়,ম বিজ্ঞাপন। কিন্তু এইগুলো কতটা ঠিক? এই রিউম্যাটয়েড আর্থারাইটিস সারিয়ে দেওয়া ইত্যাদি?

  • SS | 160.148.14.3 | ১৯ জুলাই ২০১৬ ১৮:১৫717655
  • এগুলো তো টিপিকাল ঝাড়্ফুঁক, তুকতাকের বিজ্ঞাপন। লোকাল ট্রেনে বা বাজারে এরকম অনেক দেখেছি। এখান বিজ্ঞাপনের চেহারাছবি একটু ভাল হয়েছে এই যা। রিউম্যাটয়েড আর্থরাইটিস পুরোপুরি সারানোর মত ওষুধ এখনো নেই। একবার শুরু হলে সারাজীবনের সাথী। ওষুধপত্র ব্যাবহার করে ব্যথা বা ইন্ফ্ল্যামেশান কন্ট্রোল করা হয় এই যা। অন্যান্য আর্থরাইটিসও একবার শুরু হলে পুরোপুরি সারে না, কন্ট্রোলে রাখতে হয় দৈনন্দিন কাজকর্ম চালানোর জন্যে।
    এই ধরণের বিজ্ঞাপন বন্ধ করা রেগুলেটরি এজেন্সির কাজ। কিন্তু ভারতে সেটা কতটা এফেক্টিভ জানি না।
  • সে | 198.155.168.109 | ২১ জুলাই ২০১৬ ০৫:০৪717658
  • ওপরের ঐ আয়ুর্বেদিক বিজ্ঞাপনে কিন্তু সারিয়ে দেবে এমন কোন দাবী করেনি। লিখেছে, স্নায়ু ও পেশীর ব্যথা সারিয়ে তুলুন। ব্যথা তো উপসর্গ। মূল সমস্যা সারাবে এরকম দাবী করছে না। আবার লিখছে, চিকিৎসা করিয়ে যন্ত্রণামুক্ত জীবনলাভ করুন। মানে চিকিৎসা করাতে বলছে, এবং যন্ত্রণা কমাবে বলছে, তাই বলে ফ্রোজেন সোলডার, বন্ধ্যাত্ব, ইত্যাদি সারিয়ে দেবে সেটা পষ্ট করে বলা নেই। অন্যদিকে পাইলস ফিসচুলা ফিসারের চিকিৎসায় তীব্র দহন ও জ্বলনের নিরাময় হতে পারে সেটা লিখছে। পুরো রোগ সারিয়ে দেবে কোত্থাও পরিষ্কার করে লেখেনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন