এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অটোমেশন এবং আপনার শিশুর ভবিষ্যত

    bip
    অন্যান্য | ১০ সেপ্টেম্বর ২০১৬ | ৯৯৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | 24.100.134.80 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০৮:২২718072
  • কিরম আবার। লেজ মারফত। মানে ল্যাঞ্জা। টাফ থিং টু হাইড। লেজ গুঁজবেন। পাখি হবেন। তারপর ফুরুৎ।
  • dc | 132.164.227.140 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০৮:২৪718073
  • টেরোডাকটিল?
  • T | 24.100.134.80 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০৮:২৫718074
  • আরে না না...এ ল্যাঞ্জা রহস্য প্রাচীনরা জানেন।
  • dc | 132.164.227.140 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০৮:২৯718075
  • আচ্ছা।
  • avi | 113.217.234.111 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ১০:০৪718076
  • ল্যাঞ্জাইজ আ টাফ থিং টু হাইড এ তো সচলের কথামালা। কিন্তু একে ল্যাঞ্জা, তায় পাখি - ক্ষি চাপ।
  • Robu | 11.39.36.235 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ১০:১৭718077
  • নুনি এসে যখন সবার জ্যাম করবে তখন দেকবো।
  • dc | 132.164.227.140 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ১০:২৪718078
  • ওরে বাবা নুনি!
  • dc | 132.164.227.140 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ১০:৩১718079
  • নাঃ আজ দিনটা খুব খারাপ যাবে। হঠাত আপনা থেকে পাশের ট্যাবে একটা লিংক খুলে গেল। কিন্তু লিংকটা অনেকদিন আপডেট হয়নি দেখছি ঃ(

    http://mirror.uncyc.org/wiki/User:Utsavguhathakurta/NUNI
  • bip | 183.67.3.44 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ১০:৪০718080
  • (১) ইতিহাস ভূগোল বিজ্ঞান-এগুলো যেটুক সাধারন জ্ঞানের জন্য জানা দরকার-তা আজকাল ইউটিউব ভিডিও দেখেই অনেক ভাল শেখা যায়। আমি আমার ছেলের সাথে বসে এইসব ভিডিও দেখি। এগুলোর জন্য স্কুলের শেখা বরাদ্দ ধ্বংস করার কোন দরকার নেই। তা খরচ হোক এদের কোডিং ইঞ্জিনিয়ারিং মার্কেটীং বিজনেস ইত্যাদি প্রাক্টিক্যাল লাইফ স্কিলে। ইনফ্যাক্ট আমি পলিটিক্যাল থিওরী স্কুলে পড়ানোর পক্ষে। দর্শন শাস্ত্রও স্কুলে পড়ানো উচিত-কারন দর্শনের মাধ্যমে চিন্তাকে স্ট্রাকচারড করা সম্ভব। যা দরকার।

    (২) অবশ্য যারা ইতিহাস ভূগোলে স্পেশালাইজ করবে, তারা জন্য ঐচ্ছিক ক্লাস থাকুক। কিন্ত এগুলো এখন স্কুলে রাখার মানেই হয় না। মাধ্যমিক পর্যন্ত যা শেখানো হয় ইতিহাস ভূগোলে একটা বছর ১২-১৪ এর কিশোর জাস্ট কয়েকটা ইউটিউভ ভিডিও থেকে ভাল শিখবে।
  • সিকি | ১১ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪২718082
  • পাগলা খাবি কী, ঝাঁঝেই তো মরে যাবি।

    তার ওপরে আবার ডিসি আর রোবু কী সব অসৈরণ কাণ্ড শুরু করেছে। নাঃ, উইকেন্ডটা কাটলে হয়।
  • dc | 132.164.227.140 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫৬718083
  • নাঃ আমি আপাতত কাটি। বেঁচে থাকলে কাল আবার পোস্ট করবো :d
  • PM | 116.78.40.131 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৭718084
  • বিপের লেখার তথ্য পার্ট টা কিন্তু ভুল নয়। অন্যানালিসিস অংশ নিয়ে মন্তব্য করছি না। মানে এখনকার বহু চাকরী ভবিষ্যতে না থাকার প্ল্যাটফর্ম তৈরী হচ্ছে দ্রুত গতিতে---

    নিচের খবরটা কি সকলে দেখেছেন ? ---

    ICICI Bank’s 200 robots process a million transactions a day

    Robots have entered bank branches in India as ICICI Bank has deployed ‘software robotics’ with 200 robots processing a million transactions every day.

    India’s largest private bank on Thursday announced the deployment of ‘software robotics’ in over 200 business processes across various functions of the bank.

    “At ICICI Bank, software robots have reduced the response time to customers by up to 60% and increased accuracy to 100% thereby sharply improving the bank’s productivity and efficiency. It has also enabled the bank’s employees to focus more on value-added and customer-related functions. The software robots now perform over 10 lakh (a million) banking transactions every working day,” the bank said.

    “We plan to more than double the software robots to over 500 by end of this fiscal,” she said.

    তবে এই পুরোটাই হলো ব্যান্কের কর্মচারীদের সুবিধার জন্য আর " work life balance " বজায় রাখার জন্য---

    Chanda Kochhar, MD & CEO, ICICI Bank, said, “It will also enable our employees to focus on more value-added services while having better work-life balance. I believe the implementation of software robotics will herald a transformational change in the Indian banking industry.”

    পরের প্রজন্মের কথা ভেবে আমারো কিন্তু শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে যাচ্ছে।
  • Bratin | 11.39.56.128 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৫718085
  • সত্যি "শেষের সেদিন ভয়ঙ্কর"

    ঃ((
  • PT | 213.110.242.8 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৭718086
  • শীত এলে আর বসন্ত কতদূর?
  • Alcyoneus | 127.248.137.240 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২৬718087
  • হোয়াইট পেপার আর নিউজ মিডিয়াভিত্তিক আলোচনা করলে বদহজম হবে দাদা। ওসবে ফিকশনের পার্সেন্টেজ বড়ই বেশি। এই টপিকে সিরিয়াস আলোচনা সম্ভব, কিন্তু সে হোয়াইট পেপার পড়ে হবে না।

    সেই ১৯৯৭ সালে ডীপ ব্লুয়ের পর একবার এআই সব খেয়ে নিলো রব উঠেছিলো, তার আগেও উঠেছিলো (আলভিন যখন রাস্তায় চলে), আবার এই ২০১১ তে ওয়াটসনের পর। হোয়াইট পেপার ছাড়িয়ে এগোলে প্র্যাক্টিক্যাল সমস্যাগুলো দেখা যায়।

    এগুলো সব অসম্ভব র্মন বলছি না, তবে একটু রিচ সস মাখানো, এই আরকি।
  • sm | 53.251.91.253 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪২718088
  • চাকরির দরকার কি?এই যেমন বিলেতে অর্ধেক এর ওপর লোক চাকরি করে না;দিব্বু চলছে। ঠিক অফিস যাবার মতন 9ta 10 টার সময় ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ছে;সারাদিন ইতি উতি ঘুরছে;শপিং করছে ,কফি বিয়ার প্যাদাচ্ছে,ফুটবল দেখছে,বেটিং করছে,রাতে পার্টি তে যাচ্ছে -কাজের কি অন্ত আছে রে বাপ্পা!
  • Ekak | 53.224.129.56 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫১718089
  • স্যস মাখানোর কারণ আছে , কেও পার্সোনালি নেবেননা , এই রোবট -এআই ভীতি আর স্যস একই মানসিকতার দুই পিঠ , আর এটাকে প্রমোট করেছে বামপন্থী রাজনীতি ।

    ইটা আমি বামপন্থাকে গাল দেওয়ার জন্যে বলছিইনা , ওটা ওদের স্ট্রাকচারাল লিমিটেশন , যেহেতু বাই নেচার এক্সপ্লোরেটিভ নয় , ডিস্ট্রিবিউশনে বিশ্বাসী , তাই প্রথম থেকেই একটা দার্শনিক সমস্যা ছিল যে ফিজিক্যাল লেবার স্পেস আর ভার্চুয়াল লেবার স্পেস এর রেশিও অপটিমামে চলে গেলে প্রলয় নেবে আসবে , কাজেই ওটা আটকানো জরুরি । এখান থেকেই মানসিকতা গুলো এসেছে যার একপিঠ হতাশা আরেকপিঠ অতিরিক্ত উচ্চাশা । কিন্তু অরিজিন একই । খেয়াল করে দেখবেনা , বিক্ষুব্ধ বা প্রাক্তন বামপন্থীরা বেশি বেশি করে অটোমেশন এর ভয় দেখায় :) ওদের

    এই ফিজিক্যাল লেবার স্পেস আর ভার্চুয়াল লেবার স্পেসের রেশিওটাকে নিয়ে ক্যাপিটালিজম যেভাবে খেলে বা খেলছে সেটা অলটুগেদার ডিফারেন্ট বলগেম । সেখানে না আছে অকারণ ভয় না আছে অতিরিক্ত উচ্চাশা । এইযে সমুদ্রের মধ্যে ফ্লোটিং সিটি তৈরী হচ্ছে ফিউচারের কথা ভেবে তাহলে তো বলতে হয় ক্যাপিটালিস্ট রা একদিকে বলছে গ্লোবাল ওয়ার্মিং ঢপ আরেকদিকে এসব বানাচ্ছে কেন ? কারণটা খুব সহজ । উই আর ইউটিলিটারিয়ান্স । যদি ভগবানের দরকার থাকে ভগবান বানিয়ে নেবো , যদি গ্লোবাল ওয়ার্মিং এর ভয়কে এনক্যাশ করা যায় করবো , যদি এলিয়েন পৃথিবী আক্রমণ করবে এই ভয় দিয়ে সারা পৃথিবীব্যাপী বিশাল ব্যবসা করা যায় করবো । এর সঙ্গে ভগবান বা গ্লোবাল ওয়ার্মিং বা এলিয়েন "সত্যি " কিনা এর সম্পর্ক নেই । কারণ যত বেশি এরকম নতুন নতুন ফিজিক্যাল লেবার স্পেস কংকর করা যাবে তত বেশি তার কয়েকগুন ভার্চুয়াল লেবার স্পেস জেনারেট করে টোটাল ইম্প্যাক্ট বাড়বে । মানুষের পেশা বাড়বে । রোজগারের রাস্তা বাড়বে । এটা করতে গিয়ে ক্যাপিটালিস্ট রা কিছু রংচঙে বিজ্ঞাপন করে বটে কিন্তু সেই ঝোলানো মুলো তারাই সন্ত্রস্ত বা স্বপ্নালু হয় যারা ওই বামপন্থী থট প্রসেস থেকে এসেছে । এদের কাছে এগুলো ব্ল্যাক বা হোয়াইট ম্যাজিকের মতো । সিম্পল ইউটিলিটারিয়ান রিয়ালিটি টা ধরতে পারে না ।

    একটু নয় , যথেষ্ট সস মাখানো জিনিস চলছে চাদ্দিকে :) মানুষের মাথা এবং শরীর যে পরিমান ইলেক্ট্রিসিটি খরচ করে যা কাজ করে সেটার সঙ্গে পাল্লা দেওয়া এই আজকের দিনেও টাফ । যন্ত্রকে আরও অনেক অনেক উন্নত হতে হবে ।
  • Alcyoneus | 127.248.137.240 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২৫718090
  • এটা ভালো তত্ত্ব, পছন্দ হল। বামপন্থী/ডানপন্থী হিসেবটা জরে দেখিনি, তবে উচ্চাশা আর অজানা আশঙ্কা - এই দুটো ক্যাটেগরির লোকই দেখেছি। মজাটা হল এই লাইনে সবচেয়ে অ্যাক্টিভ রিসার্চার যাঁরা - হিন্টন, লীকান, অ্যান্ড্রু এঙ্গ - এঁরা মিডল গ্রাউন্ডেই থাকেন। আর যত্ত সিইও মার্কা লোকজন তিড়িং নাপায়।
  • Abhyu | 126.203.223.230 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩৭718091
  • বলুন দেখি ল্যাজা দিয়ে মুড়ো কাটার কথা কোথায় আছে?
  • PM | 116.78.40.131 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৪২718093
  • আমি যেটা বল্লাম , সেটা তো স্পেকুলেসন নয়, রিয়েলিটি--- ICICI ব্যান্ক এটা ইউস করছে। এর জন্য যে জব লস হবে তাও সুদুর ভবিষ্যতে নয়--নিকট ভবিষ্যতেই হবে ।

    আমার দোকানের "ভিসন টোয়েন্টি-টোয়েন্টি ফাইভ"এর একটা ইম্পর্ট্যান্ট পার্ট হলো "রোবোটিক্স আর আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স " এর ব্যবহার। আইটি রোডম্যাপও সেভাবেই বানানো হচ্ছে। সুতরাং লেবার ইন্টেন্সিভ কোর ম্যানুফ্যাকচারিংএর বহু জব গ্র্যাজুয়ালি জাস্ট হাওয়া হয়ে যাবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর এই নেই হয়ে যাওয়া জবের বেশিটাই সেমিস্কিল্ড লো-স্কিল্ল্ড শ্রমীক বা সাদা কলারের অফিস ওয়ারকার। আমার দুর্ভাগ্য আমি প্রসেসটাতে সক্রিয় ভাবে পার্টিসিপেট করছি রোজ।

    বরং নিচের টেকনোলজি টাকে বলতে পারেন ভবিষ্যতের থ্রেট, যার ইম্প্যাক্ট এখোনো জানা নেই ---

    Google’s DeepMind Achieves Speech-Generation Breakthrough
    http://www.bloomberg.com/news/articles/2016-09-09/google-s-ai-brainiacs-achieve-speech-generation-breakthrough

    Google’s DeepMind AI fakes some of the most realistic human voices yet

    http://www.theverge.com/2016/9/9/12860866/google-deepmind-wavenet-ai-text-to-speech-synthesis
  • Ekak | 53.224.129.56 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৪৩718094
  • অন্যদের মাতায় । নিজেরা মাথা ঠান্ডা রাখে :) সেটা না হলে , রকেট বার্স্ট করার পর এলোন মাস্ক ভেঙে পড়তো । পড়েনি , কারণ ও জানে এরকম অনেক ব্যর্থতা পেরিয়েই সাফল্য আসবে । সেভাবেই এগোচ্ছে । যারাই রিয়ালিটিতে কাজ করছে , তারা জানে সামনে কত বিশাল হার্ডল রয়েছে । এখন কিছু অটোমেশন খুব দ্রুত ঘটবে যেমন টেস্টিং -টেলর এসব অটোমেটেড হওয়া । এগুলো এস্ট্যাব্লিশড টেকনোলজি , অনেক আগেই হওয়ার কথা ছিল । ইনভেস্টমেন্ট একইমুলেশনের জন্যে টাইম খাচ্ছিলো । কিন্তু সেটার সঙ্গে কাজের জগৎও প্রচুর খুলে যাচ্ছে এবং যাবে । নতুন নতুন স্কিল শিখতে হবে এটা ঘটনা । সেটপিস মুভমেন্ট এর দিন নেই । সে বলতে গেলে তো শিল্পবিপ্লবের পর থেকেই নেই । আমাদের আগের প্রজন্মও এই নিয়ে কেঁদে গ্যাছে :):)
  • Ekak | 53.224.129.56 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৪৭718095
  • হ্যাঁ , সেমিস্কীল্ড বা সেমী-হাই এর ডিভিশনে না গিয়ে বলা ভালো নন কমপ্লেক্স কগনিটিভ মুভমেন্ট ......এই জবগুলো খুব দ্রুত হাওয়া হয়ে যাবে । কারণ ভেবে দেখুন , এগুলো হওয়া করে দেওয়ার মতো টেকনোলজি অন্তত দশ বচ্ছর আগে তৈরী হয়ে গেছে । এখন ইনভেস্টমেন্ট একুমুলেশন হয়েছে । সো ইমপ্লিমেন্ট হচ্ছে এবং হবে । এর মধ্যে ফ্লোরের মেশিন অপারেটর থেকে মিড্ লেভেল ম্যানেজমেন্ট সবাই আছে ।
  • Alcyoneus | 127.248.137.240 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৫১718096
  • @পিএম - প্লিজ, এমই/সিইওদের বক্তব্য, নিউজ মিডিয়া আর হোয়াইট পেপার নিয়ে সায়েন্টিফিক আলোচনা না করাই ভালো। লেভেল ওয়ান টিকিট রেজোলিউশনের অটোমেশন আর এই হোয়াইট পেপারগুলোর দাবীদাওয়ার মধ্যে জমিন আসমান তফাত।

    বরং এই ব্যাপারে এককের সঙ্গে আমার এক্সপিরিয়েন্স মিলে যাচ্ছে বলে ভয় পাচ্ছি:-p
  • Ekak | 53.224.129.56 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৫২718097
  • এবার এগুলো হাওয়া হলে একইসঙ্গে ভালো-খারাপ দিক আছে । স্পিচ রিকগনিশন -এনএলপি যদি সাকসেসফুল হয় তাহলে বিপিও ভোগে যাবে কিন্তু আপনি ইচ্ছে করলে বাড়ি বসে কনসালটেন্সি চালাতে পারবেন অনেক লো কস্ট এ । এটাও ভাবুন ! পার্সোনাল লেভেলে রিস্ক বাড়বে । টিপিকাল "জব সিকিউরিটি " বলে কিছু থাকবেনা । পুরোটাই এন্টারপ্রেনিওরাল এচিভমেন্ট এর ওপর নির্ভরশীল হবে ।
  • PM | 116.78.40.131 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৫৩718098
  • একক, চিন্তার কথা এটাই। ম্যানুফ্যাকচারিং এ রোবিটিক্স/এআই এর জন্য যাদের চাকরী যাবে তারা লো স্কিল্ড ---- কিন্তু অটোমেসনের জন্য যে চাকরী টা নতুন তইরী হবে সেটা হাই স্কিল ++++ আর সেটাও লিমিতেদ সংখ্যায় । বামপন্থাকে তাকে তুলে রাখলেও--- আমাদের মতো এক্সেস লেবার এর দেশে এই পরিবর্তনের ইম্প্যাক্ট কি হবে ?--- এই কমন সেন্সের প্রশ্ন টা থেকেই যায়।

    কিন্তু , এটাও জানি যে এই পরিবর্তন হবেই--কেউ আটকাতে পারবে না টন টন বামপন্থা দিয়েও ঃ) আমি কন্টিন্জেন্সি প্ল্যানের কথা বলছি।
  • T | 24.100.134.80 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৫৪718099
  • হ্যাঁ গা, একক এই ভবিষ্যতে কি আমার কিচু জায়গা হবে, নাকি দেহ রাখব?
  • Alcyoneus | 127.248.137.240 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৫৭718100
  • ম্যানুফ্যাকচারিংএ রোবোট বহু আগে থেকেই ব্যবহার হচ্ছে। কিন্তু যে ব্যাপারগুলো নিয়ে লোকে জুজু দেখছে, সেগুলোর স্টেট অফ দি আর্ট নিয়ে কজনের ধারণা আছে?
  • Ekak | 53.224.129.56 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ১৫:০২718101
  • পিএম

    এইখানে একটা ব্যাপার আছে । "চাকরির সুযোগ " তৈরী হবে যাদের তারা সবাই স্কিল্ড লেবার এটা আমি মানছি । কিন্তু দেখুন "হাই " এর ডেফিনিশন যুগে যুগে বদলায় । যে বাচ্চারা 6 বছর বয়স থেকে স্মার্টফোনের এপ্স ঘেঁটে বড়ো হচ্ছে তাদের "হাই " এর লেভেল কিন্তু আমাদের জেনারেশনের হাই এর লেভেল-এর সঙ্গে সমান না । তাদের কাছে সফ্টওয়ার অপারেশন হলো বেসিক । এরপর যেটা হবে , রোবট কাস্টমাইজেশন -রোবোটিক পার্সোনালিটি প্রোফাইল ডিজাইনিং এগুলোও বেসিক হয়ে যাবে । পাবলিক ডোমেইনে শেয়ার করে পয়সা রোজগার করা যাবে ।

    আপনি একটা জিনিস ঠিকই বলছেন যে টিপিকাল "চাকরি " র জায়গাটা সীমিত হবে । সেটা ঘটনা । কিন্তু এন্টারপ্রেনিওরাল স্কোপ বাড়বে । অর্থাৎ কম ইনভেস্টমেন্ট করে লোকজন নিজের একটা ছোট সার্ভিস জেনারেট করার কথা ভাবতে পারবে । তাকে আর ভাবতে হবেনা যে ফ্লোর ভাড়া করবো কীকরে বা কল সেন্টার বসাবার পয়সা না থাকলে তো সার্ভিস দেওয়া শুরুই করতে পারবো না !

    অর্থাৎ সব মিলিয়ে কাজের জায়গা কমছে না । ধরণ টা বদলাচ্ছে ।
  • Ekak | 53.224.129.56 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ১৫:০৩718102
  • টি

    তোমারি তো জায়গা ভবিষ্যতে ! য়ার্কি দিচ্ছো দিয়ে নাও :):)
  • Alcyoneus | 127.248.137.240 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ১৫:০৪718105
  • ঐসব ভিশন টোয়েন্টি থার্টি আলবাল যারা বানায় তাদের ক্যাপাও তো গত বেশ কয়েক বছরে দেখলুম। ওভারহাইপড বাজে ভাট যত। কোনো ধারণাই নেই ওসব মেক বিলিভ আর রিয়েলিটির মধ্যে তফাত কতটা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন