এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অটোমেশন এবং আপনার শিশুর ভবিষ্যত

    bip
    অন্যান্য | ১০ সেপ্টেম্বর ২০১৬ | ৯৯০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • potke | 126.202.6.253 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩১718138
  • টি যে কেন ...........

    লোকে এখন ভিশন ২০/৩০/৪০ এইসব বকে করে খাবে, খেতে দে না।

    প্রেডিকটিভ অ্যাল্গো এইসব বাল ছাল বলবে আর র‌্যান্ডমাইজড কুইকসর্ট রান করাতে বল পেয়ার ওয়াইস ডিসটিন্ক্ট আইটেমগুলোর ওপর আর বল আপার বাউন্ড বার করতে এক্সপেকটেড নাম্বার অফ কমপ্যারিসনের টু সর্ট দ্য লিস্ট--বাতেলা বেরিয়ে যাবে। তাও তো ম্যাচিং লোয়ার বাউন্ড বলি নি।
  • bip | 183.67.3.44 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২২:১১718139
  • আই বি এম রিসার্চ ল্যাবকে বাল ছাল কি আর সাধে বলি। ফ্রাস্ট্রেশন থেকেই বলি। উনারা হাই ফাই কাজ করে যাচ্ছেন-সবই ঠিক-কিন্ত যখন ওইসব কাজ প্রোডাক্টাইজের ভাবনায় আসছে-তখন অবস্থাটা কি?

    আই বি এম ল্যাবে প্রচুর হাই ক্যালিবারের লোক আছে। আমার অনেক বন্ধু আছে। জানি তারা বিশাল বুদ্ধিমান লোক। কিন্ত মুশকিল হচ্ছে গোটা ব্যপারাটাই ওদের অনেকটা পি আর ওরিয়েন্টেড।

    আর কন্ট্রোল এবং আলগোর সেম্যান্টিক নিয়ে লেবু না কচালানোই ভাল। মূল ব্যপারে ফোকাস করা যায়। সেটা হচ্ছে -মেশিন লার্নিং + কন্ত্রোল এলগও---> এটার সাফল্য ইন্ড্রাস্টিতে আমি খুব কম দেখেছি। প্রচুর রিসার্চ পেপার, দারুন কাজ দেখি পেপারে। কিন্ত ইণ্ডাস্ট্রিতে ব্যবহারিক ভাবে এর সফল উদাহরন কম।

    সেলফ ড্রাইভিং কার সম্ভবত প্রথম ভাল এবং বড় উদাহরন হবে। আমি নিঃসন্দেহে প্লেনেও প্রচুর এই ধরনের কণ্ট্রল আছে। তবে এসবে চাকরি যায় বলে জানা নেই। সেলফ ড্রাইভিং কারে কিন্ত যাবে।

    ফোকাসটা এখানে রাখা যাক যে মেশিন লার্নিং এলগও কতটা চাকরি খেতে পারে। এর রিয়ালিস্টিক এসেসমেন্ট কেউ দেবে?
  • aka | 34.96.86.249 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৮718140
  • আমার বর্তমান কোম্পানিকে আইবিএম ওয়াটসন হেলথ কিনে নিয়েছে। টেকনিকালি এখন আমি আইবিএম। ওয়াট্সন হেলথ তো ভালো কাজ করছে।
  • Ekak | 53.224.129.43 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৩718141
  • টি

    হ্যা , টই খুলে লিখো কিন্তু । এটা গাধার গাঁড়ে গ্যাছে । অকারণ ব্রাভাডো না দেখিয়েও আলোচনা করা যায় এটা লোকের মাথায় ঢোকেনা । যাগ্গে ।
  • | 183.24.110.20 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫০718142
  • আমার শিশুর ভবিষ্যত নিয়ে আশংকিত। হেজিপেজি সাবজেক্টগুলো ইউটিউবে বসেই শিখে নিতে পারা যায় জেনে আরো চিন্তায় আছি।
    আজকের ১০-১৩ বছরের শিশুদের কেরিয়ার প্ল্যানের জন্যে বিপবাবু কি কোনও মেডইজি লিখেছেন? যদি লিখে থাকেন, এখানে লিং টা দেবেন প্লিজ।

    খুব চিন্তায় আছি।
  • avi | 113.217.234.111 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৬718143
  • যাঁরা এনে ফেলেছেন কিস্যু করার নেই, বাকিদের এই বাজারে আর নতুন করে সন্তান না আনাটাই প্রকৃত পন্থা। স্বামী সত্যানন্দ বা শ্রী শ্রী বালক ব্রহ্মচারী না হলে সন্তান এনে আর হবেটাই বা কী! একটা এস্পার উস্পার হয়ে যাক, তারপর নাহয় সন্তান টন্তান আনার কথা ভাবা যাবে।
  • সিকি | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১০718144
  • এইজন্যেই সেই টইতে কে যেন বলেছিলেন, ঘরে ঘরে বিবেকানন্দ জন্ম নিক। ;)
  • potke | 132.178.206.173 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১২718145
  • আরো চিন্তার কথা যারা এই ইতিহাস ভূগোল তুলে দেবার কথা ভাবছেন তারা বিভিন্ন কারিকুলাম কমিটি তে ঢুকছেন।

    একটা নিউস বোধ হয় সবার চোখ এড়িয়ে গেছে, পঃ বঃ এর থিসিস টোকা শিক্ষামন্ত্রী সম্প্রতি বলেছেন যে ইউনি কারিকুলাম কেমন হবে সেটা কনসাল্টিং কোং রা ঠিক করবে এবং JU ইত্যাদিদের অ্যাডভাইস করবে।

    যাগ্গে, যা চলছে চলুক।
  • Robu | 11.39.37.139 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:২০718146
  • এড়ায়নি।
  • bip | 183.67.3.44 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:২৫717874
  • এ 'কন্ট্রোল' মানে ফিডব্যাক কন্ট্রোল, আর অ্যালগো মানে অ্যালগো, ক্ষীঈঈ আশ্চর্য!
    >>
    ফিডব্যাক কন্ট্রোল তাহলে এলগও না?
    এই জন্যেই বলি সেম্যান্টিকে না ঘাঁটতে।

    জোকস এপার্ট- রিয়াল টাইম ইমেজ প্রোসেসিং করে-মানে ওই প্রেডিক্টিভ এলগও বা মেশিন লার্নিং যাই বলুন- নানান রকমের ফিডব্যাক্ট কন্ত্রোলের চেষ্টা হয়েছে। একটা বাজে উদাহরন দিই। যা অনেকেই জানে না। ক্যাটল ফার্ম। হিউস্টনের এক ফার্ম মালিক, ওর ভেড়া গরু কখনো সখনো যদি বেড়া খুলে বেড়িয়ে যায়-ও একটা প্রোজেট করতে চাইল যে এই সব ফার্মে আর লোক পাওয়া যাচ্ছে না। প্রচুর ক্যামেরা বসাও। সংখ্যা মাপ। আর যখন সব ভেড়ার পাল ঢুকে যাবে ভেতরে তখন অটোম্মেটিক দরজা বন্ধ কর।

    আরে উদাহরন আরেকটা ভ্যারিয়ান্টের-এই স্টার্টাপটার মালিক ছিল এক আই আই টিয়ান-১০ বছর আগে কোম্পানীটা খুলেছিল-সফ ল হয় নি। সেই রিয়াল টাইম ইমেজ প্রোসেইং কাজে লাগিয়ে "থ্রেট" এসেসমেন্ট এবং সেই অনুযায়ী কন্ত্রোল-রিয়াল টাইমে।

    এখন এগুলো ছোট স্কেলে সবাই সাফল্য পেয়েছে। আই আই টিতে আমার সেই সিনিয়ার ব্যক্তিটি ইনটেল ভেঞ্চার থেকে ১০ মিলিয়ান পেয়েছিল বোধ হয়

    কিন্ত কোন ক্ষেত্রেই সাফল্য কিন্ত এখনো সেই মাপে আসে নি। অথচ এইগুলি টেকনোলজী আমাদের জানা। কিন্ত যখনই ইউনিভার্সাল এপ্লিকেবিলিটির প্রশ্ন উঠছে-তখন আর ল্যাব বা পি ও সি থেকে প্রোডাক্টে এগোচ্ছে না।
  • বিপ | 183.67.3.44 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:২৬717875
  • আমি বাপু ইউটিউব লেকচার থেকেই সব থেকে ভাল শিখি। সরি। স্কুলের অর্ধশিক্ষিত মাস্টারমশাইদের থেকে ভাল ইউনিভার্সিটির অধ্যাপকদের ইউ টিউব বা অনেক ডকু ইউটিউব শতগুনে শেখার জন্য ভাল।
  • Bratin | 11.39.57.131 | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩১717876
  • আমি এই ব্যাপার খুব একটা ওয়াকিবহাল নয়।

    তবে বিপ্লব আর টি র আলোচনা থেকে খানিক টা বুঝতে
    পাচ্ছি।

    আলোচনা চলুক।ভালো লাগছে।
  • সিকি | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০০:০০717877
  • গত বছর সুপ্রিম কোর্টের সেই উকিলও আমায় বলেছিলেন ইউটিউব দেখে জানতে, গোমাংস কেন হিন্দুদের খেতে নেই, খেলে কেন পাকিস্তান যেতে হয়।

    ইউটিউব দেখে সত্যি অনেক কিছু শেখা যায়।
  • potke | 126.202.6.253 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৫717878
  • একটি ইউনির কম্প সায়েন্স কারিকুলাম থেকে সম্প্রতি " গ্রাফ থিওরি অ্যান্ড কমবিনেটরিক্স" সাবজেক্টটি তুলে দেয়া হয়েছে। ক্ল্যারিফিকেশন চাওয়ায় জানানো হয়েছে ওটি ইন্ডাস্ট্রির কোন কাজে লাগে না!

    এরিয়াল ফায়ারিং চলুক।
  • bip | 183.67.3.44 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০০:২৯717879
  • কম্বিনেটরিক্স শুধু কম্পু কেন বিজ্ঞান প্রযুক্তির সব সাবজেক্টেই কাজে লাগে। ওটা আমেরিকাতে এখন জিটিতে ক্লাস ফাইভ থেকেই শেখাচ্ছে খুব ছোট ছোট কনসেপ্ট গুলো। সুতরাং যারা ইউনির সাবজেক্ট থেকে ওটা তুলেছে তারা অবুঝ।

    "চিন্তা করতে শেখায়" এমন সব কিছুই শেখাতে হবে। সেই জন্যে আমি দর্শন শাস্ত্রও চাইবো স্কুলে শেখানো হোক। কিন্ত ইতিহাস ভূগোল নেহাত ইনফর্মেটিভ সাবজেক্ট।
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩৪717880
  • দেশের আইনকানুন শেখানোর দরকার আছে নাকি নেই? বিপ কী বলেন?
  • bip | 183.67.3.44 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩৬717881
  • সিকি
    ইউটিউব এক মহাসমুদ্র। তাতে সব কিছুই আছে। দ্বায়িত্ব নিয়ে শেখাটাই ছাত্রর কর্ত্তব্য।

    আমার ছেলে জিজ্ঞেস করল ঈশ্বর আছে কি নেই?

    আমি বল্লাম গুগল করে কি জানতে পারছিস?

    ও বললো গুগলে সব যুক্তিই আছে- কেউ বলে আছে কেউ বলে নেই। অনেক সাইট।

    আমি বল্লাম, তাহলে সবার যুক্তিগুলো পড়ে দেখ কোনটা কনভিন্সিং হচ্ছে।

    ছেলে ঘন্টাখানেক বাদে এসে বললো সে সাইটগুলোতে বলছে ঈশ্বর আছে সেগুলো নেহাতই বাজে লেখা। তারা অনেক কিছুই না জেনে লিখেছে।

    ঠিক তেমনই স্যোশাল মিডিয়াতে ১০ টা ভিডিও খুঁজলে ভাল ভিডিওটা বিশেষত শিক্ষার জন্য আসবেই। স্টান্ডফোর্ড এবং এম আই টির ভিডিও, পিবিএস এর ভিডিও, ন্যাশানাল জিওগ্রাফিক-ডেফিনিটলি অসাধারন। এর সাথে এখন আছে টেড এডুকেশন। ক্রাশ কোর্স ইন হিস্ট্রি। এগুলো দারুন চ্যানেল। আমি আর আমার ছেলে বসে বসে দেখি সময় পেলেই।
  • bip | 183.67.3.44 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪০717883
  • দেশের আইন কানুন শেখার অবশ্যই দরকার আছে। সবার আগে সংবিধান শেখার দরকার। আমেরিকাতে ক্লাস ৪-৬ এর মধ্যে এটা শেখানো শুরু হয়। বিশেষত একদম ছোট বেলা থেকেই কালেক্টিভিস্ট বনাম ইন্ডিভিডুয়াল এপ্রোচ অফ পলিটিক্স শেখা উচিত। এখন আমার ছেলেদের শেখাচ্ছে। ওদের দিদিমনিকে জিজ্ঞেস করলাম কি করে শেখাচ্ছ এত জটিল সব জিনিসপত্র। ও বললো ইনস্ট্রাকশন হচ্ছে একদম খেলা ধূলোর মাধ্যমে বোঝাতে হবে। এগুলো অবশ্যই দরকার । আমার ছেলের ম্যাডাম হেসে বলছে এসব শেখানোর পরে ছেলে কিন্ত বাড়িতে প্রশ্ন করবে ট্রাম্প ইন্ডিভিডুয়ালিস্ট না কালেক্টিভিস্ট। তৈরী থাকবেন।
  • Rit | 213.110.242.23 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪০717882
  • পোটকে দা,
    অফলাইনে অনেক গল্প আছে, এখানে কিছুই বলব না।
  • Rit | 213.110.242.23 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪৪717885
  • ইউটিউবে টাইমপাস নিশ্চয়ই হয়, নেটফ্লিক্স এও হয়। পাতি পাবলিক কে বোঝানোর জিনিস শুনে মনে হয় বুঝলাম। কিন্তু সেটা থেকে কেও নিজেকে ঐ ডোমেনে এক্সপার্ট ভাবতে শুরু করলেই মুস্কিল। ভিডিও লেকচার যতই ভালো হোক, ওটা ক্লাসরুম না।

    পড়াশুনা শিখতে গেলে বই নিয়ে খাতা নিয়ে কলম নিয়ে শেখাই একমাত্র পথ। আর সময় দিতে হয়। দুদিনে নতুন নতুন ডোমেনের এক্সপার্ট হওয়া যায় না।
  • bip | 183.67.3.44 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪৭717886
  • রীতেন এখানে স্কুল লেভেলের এক্সপার্টাইজের প্রশ্ন উঠছে। আমি মাধ্যমিকে ভূগোলে যা শিখেছিলাম একটা ন্যাশানাল জিওগ্রাফিকের ভিডিও দেখে কিন্ত অনেক ভাল শিখি।
  • Rit | 213.110.242.23 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫১717887
  • রীতেন টা আবার কে?

    স্কুল লেভেলে এম আই টি, স্ট্যানফোর্ডের ভিডিও লেকচার। ওওও!!
    আমারই ভুল। সরি সরি।

    ন্যাট জিও দেখে ৪৫ বছরের লোক স্কুলের ভুগোল নিশ্চয়ই বুঝবে। একটা স্মৃতির রোমন্থন হবে। ভালো লাগবে। স্কুলের মুখস্থ করা অনেক টার্ম আবার মনে পড়বে। তবে সেই অভিজ্ঞতা দিয়ে শিক্ষার তুলনামূলক আলোচনা না করাই ভালো।
  • Rit | 213.110.242.23 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫৩717888
  • আর আমি যদ্দুর জানি এডুকেশন বা ফিলজফি এগুলো ও কন্ট্রোল থিওরী বা মেশিন লার্ণিং বা ম্যানেজমেন্টের মতই এক্সপার্ট ডোমেন। মানে আমি বিটেক এমবিএ হলেই এডুকেশনে এক্সপার্ট হই না।
  • potke | 126.202.6.253 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫৬717889
  • একটা স্ট্রং লবি তৈরী হচ্ছে যারা ক্লাসরুম শিক্ষা টাকেই তুলে দিতে চাইছে। অলরেডি বিটস ট্র্যাডিশনাল এনরোলমেন্ট থেকে যা রেভিনিউ তোলে তার দশ গুন তুলছে ডিস্ট্যান্ট এনরোলমেন্ট থেকে।

    রিত, বুঝলা?
  • Rit | 213.110.242.23 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:০০717890
  • পোটকে দা,
    আমি জানি। আমিও সিস্টেমে আছি গো। ভয় লাগে।

    আমি ৩ টে বোর্ডে পড়াতে ভালোবাসি। এই সেমে যে রুমে ক্লাস দিয়েছে তাতে ১ টা বোর্ড আর দুটো প্রজেকশন স্ক্রীন। সে বোর্ডেও চক মুছতে চায় না। হাত ব্যথা হয়ে যায়। কমপ্লেন করলে বলে পাওয়ার পয়েন্ট পড়ালেই হয়।

    এই তো অবস্থা।

    অথচ এম আই টি কিন্তু ৮-১০ টা ব্ল্যাক বোর্ড দেয় ক্লাসিক্যাল সাবজেক্ট গুলো তে।
  • potke | 126.202.6.253 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:০৪717892
  • ভার্টিকালি স্লাইডিং ব্ল্যাকবোর্ড চেয়ে চেয়ে হেজে গেলাম
  • Rit | 213.110.242.23 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:০৪717891
  • "স্কুলের অর্ধশিক্ষিত মাস্টারমশাইদের থেকে ভাল ইউনিভার্সিটির অধ্যাপকদের ইউ টিউব বা অনেক ডকু ইউটিউব শতগুনে শেখার জন্য ভাল।"

    আই আই টি র অর্ধশিক্ষিত প্রফেসররা কিন্তু বীরেন মুখার্জীর উত্তরাধিকারীকে ৪ বছর পড়িয়ে কৃতার্থ। ধন্য করেছেন প্রভু !!
  • bip | 183.67.3.44 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:০৭717893
  • অলরেডি বিটস ট্র্যাডিশনাল এনরোলমেন্ট থেকে যা রেভিনিউ তোলে তার দশ গুন তুলছে ডিস্ট্যান্ট এনরোলমেন্ট থেকে।
    >>
    অসুবিধা কোথায়? আই আই টি যদি ক্লাস রুম এর বদলে ডিস্টান্স এডুকেশন হয় ১০,০০০ ছাত্রর জায়গায় ১০,০০,০০০ ছাত্র ভাল এডুকেশন পাবে। আই আই টিয়ান নামে যে একটা এলিটিসিজম তৈরী হয়েছে তা ধ্বংস হবে। অনেক বেশী ছাত্র ভাল এডুকেশন যদি পায় ডিস্টান্স এডুকেশনে ক্ষতি কি? শিক্ষার উদ্দেশ্য কি এলিট ক্লাস তৈরী-? না জন সাধারনকে শিক্ষিত করা?

    এই গুরুতে এসে শালা টের পাই কেন মাউ সে তুল সাংস্কৃতিক বিপ্লব চেয়েছিলেন। বুর্জোয়াদের রন্ধ্রে রন্ধ্রে ঘামে ঘামে এলিট হিসাবে টিকে থাকার বাসনা।
  • bip | 183.67.3.44 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:১০717894
  • বাস্তবকে স্বীকার করাই ভাল। আই আই টিতে ১০-২০% খুবই ভাল শিক্ষক। নমস্য।

    কিন্ত বাকী ৮০%? আই আই টি নরেন্দ্রপুর সর্বত্রই দেখছি।

    স্পেডকে স্পেডই বলা হৌক না।
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:১২717896
  • আচ্ছা, তাহলে পেন্সিল/কলম ইত্যাদি দিয়ে বাচ্চাদের লিখতে শেখানোর পেছনে সময় নষ্ট করবার কোনো দরকার আছে কি? গোড়া থেকেই কীবোর্ড টিপে টাইপ করতে শেখালেই তো অনেক সময় বাঁচে। হাতের লেখা জিনিসটার পেছনে সময় নষ্ট হয় না। কলম ধরবারই প্রয়োজন পড়ে না। শুরু থেকেই এরকম হোক। হাতের লেখা ব্যাপারটাই উঠে যাক। সেই টাইম স্লটে টুক করে কীবোর্ড টেপা শেখা তো হয়ে যাবেই, এবং যে সময়টুকু বাঁচবে তাতে ডীপ লার্নিং ইত্যাদি ইন থিং ব্যাপারগুলো শেখানো যাবে। এমনকি টাইপ করতে শিখবারও দরকার নেই ভয়েস ডেটা থেকে সরাসরি টাইপ তো হয়ই। সেরকমই হবে। পড়বার কষ্টটুকুও করতে হবে না, টেকস্ট থেকে সাউন্ডে তো ট্রান্সলেট করা যায়ই। এসব শিখিয়ে লাভ কী বাচ্চাদের? তবে কানটা ভাল থাকতে হবে। উচ্চারণ ঠিক হতে হবে। ব্যস, ফুরিয়ে গেল। লেখা/পড়ার চাপ নেবার দরকারই নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন