এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অটোমেশন এবং আপনার শিশুর ভবিষ্যত

    bip
    অন্যান্য | ১০ সেপ্টেম্বর ২০১৬ | ৯৯১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rit | 213.110.242.23 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:১৩717897
  • কে বলছে!

    কিন্তু ভালো এডুকেশন কি করে পাবে? আই আই টির অর্ধশিক্ষিত টিচার রাই তো পড়াবে। তার চেয়ে এ আই দিয়ে পড়ালে হয় না? মানে বই থেকে রিয়েল টাইম ভয়েস জেনারেশন।

    আর মাও এর প্রোগ্রাম খুব ভালো ছিল যাই বলুন। পল পটের আরো ভালো ছিল। সব হোমোজেনিয়াস। সবাই মেশিন লার্ণিং শিখুক। এক ধাঁচে। না শিখলেই গুলি। এলিটিজমের হদ্দমুদ্দ।
  • Rit | 213.110.242.23 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:১৪717898
  • এতো এলিট জায়গায় পড়ে নিজের উপর ধিক্কার দেন না আপনি?
  • কুমড়ো | 198.155.168.109 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:১৫717899
  • "বই থেকে রিয়েল টাইম ভয়েস জেনারেশন।"
    আরিব্বাস! এটাই আগের পোস্টে বলতে চেয়েছি রীত। ক্কী টাইমিং মাইরি!
  • Rit | 213.110.242.23 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:১৬717900
  • কুমড়োপটাশ,
    হ্যা হ্যা। সেই দিকেই হয়ত যেতে চাইছি আমরা।
    এলিটিজম তুলে দেওয়ার সহজ উপায় হল সব পড়াশুনাই তুলে দেওয়া হোক।
    জানার কোনও শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই।
  • কুমড়ো | 198.155.168.109 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:১৮717901
  • :-)))
  • potke | 126.202.6.253 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:২১717903
  • ভালো মডেল তো বটেই, শিক্ষক দের সঙ্গে আদান প্রদান নেই, অফিস আওয়ার্স নেই, কোন ডাউট থাকলে বা সহমত না হলে অফিস আওয়ার্সে তর্ক করা নেই।
  • bip | 183.67.3.44 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:২১717902
  • এখানে আই আই টি আই আই টি কেন করা হচ্ছে বুঝছি না।

    কথা হচ্ছে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল নিয়ে।

    আর হ্যা না চাইলেও আস্তে আস্তে শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের চেয়ে অনলাইন ম্যাটেরিয়ালের ভূমিকা বাড়বে। গুগল ইউটিউবই উইকিই হবে আসল শিক্ষক।

    এগুলো অস্বীকার করার জায়গা আছে কি?

    শিক্ষিত অর্ধ শিক্ষিত সব পেশাতেই আছে। ডাক্টার ইঞ্জিনিয়ার শিক্ষক। এই নিয়ে এত শোরগোলের কি আছে। শিক্ষক বলেই এত গা জ্বলছে না কি?
  • Rit | 213.110.242.23 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:২২717904
  • বিপ পাল এতো ভিডিও না দেখে যদি আই আই টি বা অন্য কোনও কলেজ এর কোনও লাইব্রেরী তে একবার যেতেন, তাহলে দেখতেন একটা টপিক এর উপর হাজার হাজার লোক হাজার হাজার বই লিখেছে।

    ধরা যাক ফাংশানাল অ্যানালিসিস। আই আই টি র লাইব্রেরী তে কিন্তু ৫০০ র উপর বই আছে।

    কেন আছে? একই তো জিনিস? রিডান্ড্যান্ট। ফালতু একই জিনিস এতো লোক লেখে কেন বার বার? দুশ বছর ধরে?

    প্রতি লেখক এর ইন্টারপ্রিটেশন আলাদা হয়। আর জ্ঞান ঐ সব গুলোর মিলিত রূপ। তেমনি সব টিচার এর ইন্টারপ্রিটেশন আলাদা। সেটাও দরকার। নইলে পরিবর্তিত জ্ঞানের সাথে পাল্লা দেওয়া যাবে না।

    বিপ পাল আসলে এলিটিজম ধংস করে এক নায়কত্ব আনতে চায়। এক দ্য গ্রেট প্রফেসর ক্লাস নেবেন আর ১ কোটি লোক শুনবে। আর ধন্য হয়ে বলবে হাইল প্রফেসর হিটলার।

    এরকম ক্লাস নেওয়া কিন্তু দেশে শুরু হয়েই গেছে।

    বিপ পাল এর সুসময় আসছে।
  • বিপ | 183.67.3.44 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:২৩717905
  • আমি যা বুঝলাম শিক্ষকরা চাকরি হারাবার ভয়ে চিন্তিত। তাই তারা সাদা কালো লেখাও দেখতে পাচ্ছে না। সরি।

    কিংত তেমন হবে না। শিক্ষকদের স্কুলে দরকার আছে অন্য কারনে।

    কিন্ত এখানে আলোচনা হচ্ছে শিক্ষকদের নিয়ে না-কি শেখা হবে তাই নিয়ে।
  • potke | 126.202.6.253 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:২৫717907
  • গা তো জ্বলবেই মশাই, এ আই আমার চাকরী টা খেয়ে নিলে গা জ্বলবে না?
  • Rit | 213.110.242.23 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:২৬717909
  • বিপ পাল,
    খারাপ ভালো খুব রিলেটিভ। আপনার মাথার উপর দিয়ে যে জিনিস চলে গেছলো, সেটা আপনার জন্য খুব খারাপ। আপনার চেয়ে বেশী আই কিউ ওয়ালা কারোর জন্য সেই একই টপিক খুবই ভালো।

    আপনার জন্য উইকি ইউটিউব থাক জ্ঞানের ভান্ডার হয়ে। যাদের পড়ার তারা পড়বে ঠিকই।
  • bip | 183.67.3.44 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:২৬717908
  • এই আই শিক্ষকের চাকরি কখনোই খেতে পারবে না। কিন্ত অন লাইন রিসোর্সের জন্য শিক্ষকের চাহিদা কিছু কমবে।

    অটোমেশনের যুগে শিক্ষকদের চাকরিই সব থেকে সেফ।
  • bip | 183.67.3.44 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:২৮717910
  • একাডেমিক এলিটিসিজম ব্যপারটা নয়া ব্রাহ্মন্যবাদ। ইহা ধ্বংসের প্রয়োজন। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে।

    আই আই টিয়ান, আই এস আই এর প্রাত্তনীরা নয়া ব্রাহ্মন সমাজে। এই এলিটিসিজম ধ্বংস হোক। ইহা নয়া বর্ণবাদ।
  • bip | 183.67.3.44 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:২৯717911
  • পড়তে কি কেউ মানা করেছে? পড়ুক না।
  • Ekak | 53.224.129.43 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩০717912
  • ইউটিউব একটা কর্পোরেশনের গুদাম । ওখাইন প্রচুর কাজের জিনিস আর প্রচুর জঞ্জাল একসঙ্গে পরে আছে । ভোটিং দেখে ঠিক ভুল বোঝা সম্ভব না সাবজেক্ট নলেজ না থাকলে । তবে রিমোট লার্নিং থ্রু ভিআর একটা বড় জায়গা নেবে বা নিচ্ছে যেটার ভবিষ্যৎ আছে । কিন্তু ইউটিউব না । ইন্টারেকটিভ মোড , রাইটিং এগুলো জরুরি । কানে শুনছে -হাতে লিখে নোটস নিচ্ছে ( সে টাইপ করে হলেও ) এই একতগুলোর সঙ্গে আমাদের মেমোরির সংযোগ আছে । প্রসেসটা রিমোট হলেও এক্সপিরিয়েন্স রিয়েল টাইম হতে হবে । টিভি দেখার মতো দেখে নিলুম আর মগজে সাঁ করে নলেজ চলে এলো অমন হলে ও কিছুক্ষন বাদে সাঁ করে বেরিয়েও যাবে ।
  • Rit | 213.110.242.23 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩১717913
  • ধংস করে ফেলুন। নিজের ডিগ্রী গুলো আগুনে পুড়িয়ে শুরু করুন। আপনার আর কি ভয়?

    ডিগ্রী তো পৈতে।
  • Rit | 213.110.242.23 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩৩717914
  • একক,
    সহমত কিছুটা। পুরো নতুন মডেল আসবে। তার জন্য এডুকেশনের লোকজনকে ইনভলভ হতে হবে। এটাও গবেষণার জিনিস।
  • BIP | 183.67.3.44 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩৪717916
  • এককের সাথে একমত-ইন্টারেক্টিভ অন লাইন শিক্ষা দরকার। ইউ টিউবে স্টানফোর্ড ভিডিও গুলো খুব ইন্টারেক্টিভ হয়। ব্রিলিয়ান্ট স্টূডেন্ট, ব্রিলিয়ান্ট কোসচেন, ব্রিলিয়ান্ট টিচার। দারুন লাগে।
  • Rit | 213.110.242.23 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩৪717915
  • আর কথায় কথায় নরেন্দ্রপুর-আই আই টি রেফারেন্স দেবেন না। লোকে আপনাকে এলিট ভাববে।
  • বিপ | 183.67.3.44 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩৬717918
  • ইয়ে রীতেন,
    আমি যবে থেকে ব্যবসায় নেমেছি, ডিগ্রির কোন ভ্যালু ত নাই রে ভাই।

    তবে গুরুতে এসে কিন্ত আমি মাও এর সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন খুব ভাল ভাবে অনুভব করেছি।
  • Ekak | 53.224.129.43 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩৭717919
  • অন্যের ইন্টারেকশন দেখাকে ইন্টারেকটিভ বললে তো পানু দেখাও সেক্স !!!

    আমি বললুম ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে টিকাঃহ্র স্টুডেন্ট ইন্টারেকশন যেখানে স্টুডেন্ট নোটস নেবে , প্রব্লেম সল্ভ করবে ,প্রশ্ন করবে উত্তর পাবে । এইরকম । গালে হাত দিয়ে বসে মোসলন্দপুরের স্টুডেন্ট এমআইটির প্রোবাবিলিটি ক্লাস দেখবে এরকম না ।
  • bip | 183.67.3.44 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪০717921
  • একক
    ওটা হাইপোথিসিস হল। স্টানফোর্ডের ক্লাস্রুম ভিডিও গুলোতে ২০-৪০% টাইম ডিসকাসন চলছে। ওখান থেকে অনেক শেখার থাকে।

    আর না ভি আর ছাড়াও শুধু ওয়েবেক্সেও করা যায়। যে কেউ প্রশ্ন লিখে দিতে পারে জিজ্ঞেস করতে পারে -ওয়েবেক্স এ হোয়াইট বোর্ডিং ও করা যায়। আজকাল আই টি ট্রেনিং ত এই ভাবেই হচ্ছে। ভারতের কত শিক্ষক আমেরিকার ছাত্র দের অনলাইনে অঙ্ক শেখাচ্ছে।
  • Rit | 213.110.242.23 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪০717920
  • রীতেন টা কে? ঃ(

    গুরু কে ছেড়ে দিন দাদা। কোনও লাভ নেই। না কোনও বাজার আছে? না কোনও পেডিগ্রী। গুরুতে আপনার এই মহান বানী ভস্মে ঘি ঢালা। আপনার উন্নততর চিন্তা ভাবনা কেও অনুধাবন করতেই অক্ষম।

    আম্রিগার উন্নতি করুন। এম আই টি-স্ট্যানফোর্ডের এলিটিজম ধংস করুন। আমরা আপনার পাশে থাকবো কমরেড।
  • Rit | 213.110.242.23 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪১717922
  • একক,
    হ্যা হ্যা হ্যা হ্যা।
  • Rit | 213.110.242.23 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:৫৫717923
  • বিপ পাল স্যর,
    আপনাকে আক্রমণ করে আমি দুঃখিত।

    তবে "আমি যবে থেকে ব্যবসায় নেমেছি, ডিগ্রির কোন ভ্যালু ত নাই রে ভাই।" এর একটা রিপ্লাই তো দিতেই হয়।

    আপনার লিংকড ইন প্রোফাইলে ঐ এলিট স্কুল-কলেজ গুলোর নাম জ্বলজ্বল করছে কেন? ওগুলো কি ব্যবসা তে কোনও সুবিধে দেয়? মানে নেটওয়ার্কিং, অ্যালুমনি বেস বা অন্য কিছুতে?

    ওগুলো সরিয়ে দিলেই পারেন। এটা দিয়েই আপনি ক্যাথারসিস টা শুরু করুন।

    আর দুঃখটা বুঝলাম। ১০ বছর এখানে থাকা সত্ত্যি কষ্টের।
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০২:২৬717924
  • রীতেন নামটা আমার খুব পছন্দ হয়েছে। এই পুরো টইয়ে এই নামটাই বিপের বেস্ট অবদান। বাকীগুলোও ভাল, কিন্তু রীতেনের ওপর কোনো কথা হবে না।
  • Atoz | 161.141.85.8 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৫৫717925
  • রীতেন আমারও দারুণ লাগলো। প্রচ্ছন্ন এক কবি রয়েছে বিপের ভিতর।
    যেমন কিনা "ইঁদুর-ধরা কল রয়েছে জগৎ মাঝারে", সেইরকম। ঃ-)
  • T | 24.100.134.80 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৭:২৪717926
  • ওফ, বিপ ভাঙবে তবু মচকাবে না। এ ব্যাপারটা এইরম হ'ল, আপনি প্রচুর বাঙালী মিষ্টির নিন্দে করলেন। তারপর সন্দেশের ছবি দেখিয়ে বললেন রসগোল্লা। :)

    শোনো, অ্যালগোরিদম দুধরণের। আইদার ডিটারমিনিসটিক, অথবা স্টোকাস্টিক বা র‍্যান্ডমাইজদ। ডিটারমিনিস্টিক অ্যালগোর চলনে কোন কয়েন টসিং করে ডিসিশন নেওয়ার গল্প থাকে না। স্পেসিফিক সেট অব রুলস। কিন্তু স্টোকাস্টিক বা র‍্যান্ডমাইজড এ থাকে। সেখানে অ্যালগোর চলনের মধ্যেই কয়েন ফ্লিপ করে ডিসিশন নেওয়ার গল্প থাকে। এইবার 'প্রেডিক্টিভ অ্যালগোরিদম' বলে কিছু হয় না। যা হবে তা ওই দুটো ক্লাসের মধ্যেই পড়বে।

    'মডেল প্রেডীক্টিভ কন্ট্রোল' এর ভেতর কোথাও এরকম স্টোকাস্টিক কয়েন ফ্লিপিং চলন নেই। পুরোটাই ডিটারমিনিস্টিক রুল। ডিটারমিনিস্টিক রুল ইজ ডিটারমিনিস্টিক রুল। টার্মস গুলো জানা জরুরী। ইন্ডাস্ট্রীতে এত হাজার রকমের গুলতাপ্পি চলে যে, যে কেউ যাকে খুশি টুপি পড়াতে পারে। তখন ধরবে কি করে? সেজন্যই প্রপার ব্যাপারটা জানা দরকার। এমপিসি কি জিনিস। এটা বেসিক্যালি প্রসেসের কারেন্ট স্টেট নাও, রেফারেন্স ট্র্যাজেক্টরি নাও, পাস্ট কন্ট্রোল ইনপুট নাও, তারপর নির্দিষ্ট স্টেট ইকোয়েশন অনুযায়ী নেক্সট স্টেট কি হতে চলেছে সেটা ক্যালকুলেট কর। রেফারেন্স ট্র্যাজেক্টরি থেকে এই স্টেট ট্র্যাজেক্টরি কতটা ডিভিয়েশন হতে যাচ্ছে তার ভিত্তিতে কন্ট্রোল ক্যালকুলেট করো। এই নির্দিষ্ট স্টেট ইকোয়েশনটা জরুরী। যার ভিত্তিতে পরের স্টেটটা ক্যালকুলেট করা যায়। স্বাভাবিক, যেমন একটা লাইনের ইকোয়েশন পেলে যেমন লোকে ক্যালকুলেট করে সেরকম। এতে বাহাদুরী কিছু নেই। এটা পুরোপুরি একটা সেট অব ডিটারমিনিস্টিক রুল। এখানে কয়েন ফ্লিপ করে কেউ ডিসিশন নিচ্ছে না, :) 'প্রেডিক্টিভ' শুনে লাফালে হবে না, এম্পিসিকে অনেকে ডায়নামিক লিনিয়ার প্রোগ্রামিংও বলে। কেউ বলে রিসিডিং হরাইজন কন্ট্রোল। এইবার! দ্যাকো, প্রেডিক্টিভ কথাটাই নেই। নেক্সট টাইম মিটিঙ্গে, এক বিশেষ ধরণের অ্যালগো তার প্রেডিক্টিভ নেচারের জন্য সব কাজ করে দিচ্ছে, এইসব কেউ বললে তখন তাকে চেপে ধরো, ক্যামন। ব্যবসারই সুবিধে।

    তো, এই ডিটারমিনিস্টিক রুল বা অ্যালগো চলন দিয়ে অনেক এস্টিমেশন টেকনিক হয়। যেমন সবচেয়ে সহজ লিস্ট স্কোয়ার এস্টিমেশন। দ্যাকো, এখানেও সেই এস্টিমেশনের গল্প আসে, কিন্তু অ্যালগোর চলন পুরোটাই ডিটারমিনিস্টিক। এইরম লাখে লাখে আছে।

    তো, কোথায় র‍্যান্ডমাইজড চলন আসে? যেখানে প্রচুর ডিসিশন ব্র্যাঞ্চের মধ্যে একটাকে ধরতে হয়। এই সব প্রবলেমের মূল সমস্যা হচ্ছে তাদের কমপ্লেক্সিটি। ইনপুটের সাইজ বাড়ার সাথে সাথে যেখানে ডিটারমিনিস্টিক অ্যালগো ইউজ করলে রানটাইম হু হু করে বাড়ে। এইসব ক্ষেত্রে একটা কয়েন ফ্লিপিং এর মধ্যে দিয়ে ডিসিশন নেওয়া হয় যে কোন ব্রাঞ্চটাকে ইভ্যালুয়েট করা হবে। এটুকুই, খুব সিম্পল জিনিস। না বোঝার কিস্যু নেই।

    এইসব ক্যানো বললাম, তার কারণ হ্যাজ। এইগুলো ভালো করে জানতে হবে, নইলে ইন্ডাস্ট্রীর কোথায় সমস্যা, থিয়োরীতেই বা কোথায় সমস্যা সেইসব ভাসা ভাসা ধারণা নিয়ে সার্মন দেওয়া চলবে না।

    তো মূল কথা। মেশিন লার্নিং থিয়োরী, এক কামধেনু যাকে সাধ্যসাধনা করলেও দুধ দিচ্ছে না, ইত্যাদি হাউ মাউ, এই তো? তো শোনো, বিবিধ ওয়ান ও ওয়ান কারণ হ্যাজ। লার্নিং থিয়োরী ইত্যাদি দিয়ে যে সমস্ত প্রবলেমকে অ্যাটাক করা হচ্ছে সেগুলো মূলতঃ এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটির। উদাহরণ ধরো, ট্র্যাভেলিং সেলসম্যান প্রবলেম। তোমার ক্যুরিয়ার এজেন্সি আছে। তুমি পোস্টম্যান গুলোকে ছেঁটে অটোমেশন আনতে চাইছ। আরো গ্রীডি হয়ে একটা মিনিমাম টাইমে একটা রোবট গিয়ে ডেলিভারী করে দেবে সেই তক্কে তক্কে আছ। একটা ছেলেকে ডেকে বললে, কম মাইনে দিচ্ছি, কোডটা লিখে দে তো। সেও ঢ্যামনামো করে একটা ডিটারমিনিস্টিক অ্যালগো লিখে দিল, যা কিনা সবকটা পসিবল রুট বাজিয়ে দেখবে তারপর ডিসিশন নেবে। তারপর সে কেটে পড়ল। তো এইবার দেখলে যে, ডেলিভারী অ্যাড্রেসের সংখ্যা যদি একত্রিশ বা তার বেশী হয়ে যায়, তো ব্রহ্মান্ডের শুরুর সময় থেকে ক্যালকুলেট করলেও সব অপশন চেক করে দেখা যেত না। ঝামেলা। বুঝলে? না বোঝার কিসু নাই। হেউ।

    লোকে স্ট্যাটিসটিক্যাল লার্নিং থিয়োরী, র‍্যান্ডমাইজড অ্যালগো ইত্যাদি অমুক তসুক নামিয়ে এইসব এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটির প্রবলেমকে সলভ করার চেষ্টা করছে। বেশির ভাগ ক্ষেত্রেই ইমেজ প্রসেসিং ফলোড বাই ডিসিশন মেকিং সমস্যাগুলোতে এই জিনিস ঘটছে। এবং যেটা সমস্যার হ'ল সেটা হচ্ছে যে নো ফ্রি লাঞ্চ থিয়োরেম। কিছু পেতে গেলে কিছু ছাড়তে হবে। রিয়েলটাইমে এ ধরণের প্রবলেমের সলিউয়শন দেওয়াই যায় কিন্তু সমস্যা হচ্ছে অ্যাসোসিয়েটেড রিস্কও থাকবে। এটা ইন্ডাস্ট্রীকে বুঝতে হবে। এন্ড ইউজারকেও বুঝতে হবে। সেটা না বুঝে আমায় এমন সলিউশন দাও যা দিয়ে আমি ব্যবসা করে বড়োলোক হয়ে যাব, ওই বললে আরো বহু বহুদিন ওয়েট করতে হবে যদ্দিন না এনভিডিয়া একেবারে নোংরা লেভেলের জিপিউ বানিয়ে ফেলছে। ইন্ডাস্ট্রী খুব বেশি আবদার করলে একটা হিউরিস্টিক লিখে দেওয়া হবে যা দিয়ে লোকে খুব স্পেসিফিক ফিল্ডে অ্যাপ্লাই করতে পারবে, তার বাইরে নয়।

    তো এইগুলো ইন্ডাস্ট্রীকে বুঝতে হবে। স্পেসিফিক ফিল্ডে অ্যাপ্লাই হয়, জেনারেল কিছু নয়, অনেক দূর যেতে হবে, এইসব বলে গাল পাড়লে শোনো ভাই সমস্যাটাই এমন যে উল্টোদিকে চ্যালেঞ্জার হিসেবে স্বয়ং ভগবান বা ঐরম কিছু একটা বোলজম্যান ব্রেন দাঁড়িয়ে আচেন। এরপর তো আসবে কম্পিউট করার জন্য যে ইলেকট্রিক্যাল পাওয়ার দরকার তার গল্প। ঐ অজ্জিতদা জানে। তবে এর মধ্যেই অনেক চুক্কি দেওয়া গেছে। সেগুলো ইন্ডাস্ট্রী এখনো রিয়েলাইজ করেনি, ভবিষ্যতে করবে।

    তো এসবই ওয়ান ও ওয়ান নলেজ। এইটুকু না বুঝে চেস্ট থাম্পিং ও 'আইবিএম বালছাল' বললে লোকে চেপে ধরবে এরপর থেকে। আর আইবিএমের আমার প্রচুর বন্ধু আছে এই বলে বাহাদুরি নেওয়ার কিস্যু নেই, কেননা,

    আমাদের একক আছে। :)
  • sinfaut | 11.39.84.148 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৪০717927
  • চ্রম চ্রম চ্রম।
  • অভি | 113.217.234.111 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৫৪717929
  • "রিসিডিং হরাইজন কন্ট্রোল" কথাটাকে "রিসিডিং হরভজন কন্ট্রোল" পড়েছিলাম। :-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন