এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অটোমেশন এবং আপনার শিশুর ভবিষ্যত

    bip
    অন্যান্য | ১০ সেপ্টেম্বর ২০১৬ | ৯৯১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Robu | 11.39.39.160 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৮:১৩717930
  • বিপকে যদি মাও একবার পেতো রে দাদা!
  • Rit | 213.110.242.4 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৮:২৩717931
  • T,
    ভালো লাগলো। ঃ)
  • bip | 183.67.3.44 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪৮717932
  • @T
    আবার কিছু কিছু জায়গায় গন্ডোগলে গলে গেল আপনার সেম্যান্টিক।

    দেখুন আমি একবারো বলিনি এম সি পি কন্ট্রোল এলগও ডেটারমিনিস্টিক না। আমি ওই লিংক টা দিলাম। দেখুন ওখানে লেখা আছে এবং যেটা আমি মোটা মাথায় বুঝি অবজেক্টিভ ফাংশন বা ধরুন আরো গোদা কথায়, ওই ডেটারমিনিস্টিক রুলটার কন্ত্রোল প্যারামিটার কি হবে, সেটা ঠিক করতেই প্রেডিক্টিভ আলগও চালানো হয়।

    মুশকিল হচ্ছে লার্নিং এর সব থেকে বড় সমস্যা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই তা ঠিক ভাবে সম্ভব না-আইদার লজিস্টিক ইস্যু আছে-বা ধরুন পুরো ডিস্ট্রিবিউশন নেওয়া সম্ভব না। এখন এসব দূর করতে লোকে রেইনফোর্সড লার্নিং করে যাতে তারা অধিত ইঞ্জিনিয়ারিং বিদ্যার সাহায্য নেওয়া যায়। কিন্ত সেখানেও দুটোকে মার্জ করানো প্রাক্টিক্যালি অনেক সমস্যা। ডোমেইন এক্সপার্টাইজ অনেক ডিপ লেভেলে লাগে।

    নিউনাল নেটোয়ার্ক ই বলুন বা ডিসিশন ট্রিই বলুন বা র‍্যান্ডম ফরেস্ট যাই বলুন না কেন, মূল সমস্যা একটাই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে-একটা, দুটো ঠিক আছে। ১০০০ টা সিস্টেমে চালাতে যান, রেপ্লিকেট করতে যান, হবে না। সেলফ লার্নিং এও হয় না। এই যায়গাটাই ডিপ লার্নিং বলতে তারা সেলফ লার্নিং করবে। কিন্ত সেটা এখনো ওভার স্টেটমেন্ট। ফলে আল্টিমেটলি সেই সিম্পল রুল বেস
    মান্ধাতার আমলের রুল দিয়েই চলে অধিকাংশ কাজ। যদিও ডিসিশন ট্রি দিয়ে অনেক ক্ষেত্রে সেই রুলগুলোকে অপ্টিমাইজ করা যায় অফ লাইন। কিন্ত অন লাইন প্রেডিক্টিভ আলগও চালানো -যেখানে সিস্টেম ডাইভারসিটি খুব বেশী-ঝক্কি আছে। ফলস পজিটিভ আলার্ম দিলেই ক্লায়েন্ট বলবে যা বাপু-এটা খুলে নিয়ে যা। ঘুমে ডিসটার্ব করিস না। ফলে ফলস পজিটিভ অ্যালার্ম যাতে না হয়, সেটা এনসিওর করে তবে বাকী আলগও নামাতে হয়-সেখানেই অপ্টিমাইজড আলগোর ৯০% গাঁড় মারা যায়।

    ইন্ড্রাস্টিতে আমরা যা ফেস করি, আর আই ট্রিপলির যা পাবলিকেশন দেখি, তার মধ্যে আকাশ পাতাল তফাত।
  • Alcyoneus | 131.241.218.132 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫৯717933
  • ভারতের কর্পোরেট রিসার্চ কেন আপাদমস্তক **** সেটা ভালোই বুঝতে পারছি।
  • সিকি | 165.136.80.174 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১০:০১717934
  • আমিও বলি, চ্রম চ্রম চ্রম।
  • Alcyoneus | 131.241.218.132 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১০:০৮717935
  • সস্তায় বাজিমাত করবো, শঠে শাঠ্যং করবো, চাট্টি বড় বড় আওয়াজ করবো যার ৮০% ফাঁকা - এই তো চলছে। হেজে গেছি মাইরি। একটা ভালো কনফারেন্সে যাওয়ার পর মাসখানেক লাগে ডিপ্রেসন কাটাতে।
  • potke | 132.172.195.179 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১০:২২717936
  • র‌্যান্ডম ফরেস্ট রেপ্লিকেট করা যায় না!

    গ্র্যাডিয়েন্ট বুস্টেড ট্রি সম্পর্কে কি বক্তব্য? মশাই, স্পার্কের লাইব্রেরী টা একবার দেখে নিলে হয় না?

    আর অ্যাকাডেমিক্সের লোকেরা চামচে করে তুলে দেবে, তাই না? যা টুইকিং লাগবে, নিজে করে নিন।
  • T | 24.100.134.80 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১০:২৮717937
  • কাটিয়ে দাও পোটকেদা। :)
  • potke | 132.172.195.179 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১০:২৯717938
  • হ্যাঃ, সেই ভালো। পদ্য লিখি।
  • bip | 183.67.3.44 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১০:৩৩717940
  • POTKE
    Spark lib is not that rich. We use R library and connect that to Spark by wrapper.

    Making an algo applicable universally is not just a matter of tweaking. There are fundamental issues as I mentioned-and it is mostly to do with practicality and limitation of learning in general. These can't be removed by adaptive or any kind of algo-as limitation is quite fundamental and if anything, it can be helped by what is popularly known as reinforcement learning ( https://en.wikipedia.org/wiki/Reinforcement_learning ).

    Come to Industry and or visit us for a day, we will show you what kind of practical limitation we face first hand. I have data coming from several factories from USA and India-and we monitor our algos all the time. You will see first hand limitation of different types of learning scheme as it is one of our major interest.
  • Alcyoneus | 131.241.218.132 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১০:৩৪717941
  • আরোই ডিপ্রেসনে ফেলে দিলো এরাঃ-(
  • bip | 183.67.3.44 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১০:৩৮717942
  • আমি যা বুঝলাম এখানে অনেকেই কন্ট্রোল থিওরী বা লার্নিং নিয়ে অনেক কিছুই জানে। কিন্ত ইন্ড্রাস্ট্রি দেখে নি। টিপিক্যাল ইস্যু। নো অফেন্স। একাডেমিক্সের কাজ আইডিয়া দেওয়া। আমাদের কাজ দেখা সেটা চলে কি না। এটা ধরে নেওয়াই যায় ম্যাক্সিমাম চলবে না। যদি ১০ টাতে একটা চলে তাও সই।
  • Alcyoneus | 131.241.218.132 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১০:৪০717943
  • ভাই আমি দুটোই দেখেছি এবং দেখছি। এবং দেখেই ইন্ডাস্ট্রি (অন্ততঃ ভারতে - সে নাম যাই হোক - টাটা-বাটা-মাইক্রোসফট-আইআরএল) সম্পর্কে আগের মন্তব্যটা করা। আফটার অল ম্যানেজমেন্টে কারা দেখতে হবে তো!
  • T | 24.100.134.80 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১০:৪৮717944
  • হ্যা, ঠিক আছে বিপ। ইন্ডাস্ট্রী তুমি একাই দেকেচ। ও, কোই বাত নহী জি, কোই বাত নহী।
  • bip | 183.67.3.44 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫৪717945
  • টি
    মাপ করবেন। কোন সন্দেহ নাই, আপনার পোষ্ট পড়ে বুঝলাম আপনি পন্ডিত মানুষ। কিন্ত এটাও বুঝলাম ইন্ডাস্ট্রিতে আমরা কি সমস্যা ফেস করি তাই নিয়ে আপনার ধারনা কম। তবে চিন্তা নেই। লার্নিং এর অনেক অধ্যাপকই আমাদের সাথে কনসাল্টিং প্রোজেক্ট করে। তারা শুরুতে অনেক থিওরী মারাই। ডেটা দিলে মডেল ও নামিয়ে দেয় দুদিনে। তারপরে যখন সেই মডেল প্ল্যাটফর্মে চালিয়ে একসাথে ২০০-৩০০ লাইভ সেন্সর ডেটাতে চালিয়ে দেওয়া হয়, তখন ঘোল খেতে খেতে মাস দুই বাঝে বোঝে, তত্ত্ব এবং ইন্ড্রাস্টির ফারাক।
  • PM | 116.78.46.25 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫৫717947
  • অরিজিত, এই হতাশা টা অর্থহীন মনে হয়। আসলে আপনারা যারা কোর রিসার্চে কাজ করেন , আর আমাদের মতো যারা তার কিছুটা নিয়ে ফলিত কাজে ব্যবহার করার চেষ্টা করি তাদের পারস্পেকটিভ একদম আলাদা।

    আপনারা যেমন ইন্ডাস্ট্রির লোকেদের জ্ঞান গম্যি নিয়ে খিল্লি Kঅরেন ( অনেকক্ষেত্রেই সঠিক কারনে) , তেমন ইন্ডাস্ট্রিতেও একবার "সায়েন্টিস্ট" এর তকমা নামের সাথে লেগে গেলে তার চাকরী রাখা মুসকিল ঃ) ।

    আপনারা ২০ বছরের স্প্যনে চিন্তা করেন, সেখানে আমাদের জগত পাল্টায় প্রতি কোয়ার্টারে।

    আমাদের অজ্ঞতা আর আর আউট্কামের মিউচুয়াল এক্স্ক্লুসিভিটির উদাহরন দি একটা, তাহলে ক্লিয়ার হবে--

    কদিন আগে একটা ভেন্ডারকে দিয়ে একটা টুল বানানো হয় ক্লাউডে-- নির্ডিষ্ট বিসনেস সেগমেন্ট আর ব্র্যান্ডের ওপোর সোস্যাল মিডিয়া কনসুমার সেন্টিমেন্ট অ্যানালিটিক্স । ওর ডেটার ওপোর বেস করে তারপর ৩ টে নতুন রিটেল সপের লোকেসন ঠিক করে বিসনেস, ট্রায়াল হিসেবে। ঘটনা চক্রে ঐ তিনটে নতুন রিটেল শপের মাসিক আয় আমাদের গড়ের থেকে ৫০-৬০% বেশী হচ্ছে। এখন সবাই টেকনোলজি আর IT কে ধন্যবাদ দিচ্ছে-- কেউ ভাবছে না যে IT ডিপার্টমেন্টে , ম্যানজারসহ বিগ ডেটা/হাডুপ ইত্যাদিতে নিরক্ষর, বড় জোর দুদিনের ওয়ার্কশপ করে এসেছে ঃ) । ম্যানেজারের , দুটো কোয়ার্টারের কেআরএ ডান ঃ) , সে সপরিবারে ভ্রমনের প্ল্যান করছে।

    পরের কোয়ার্টারে আবার অন্য যুদ্ধ। IOT নাকি MES ? ম্যান্জার কনফিউস্ড ঃ)

    এই ভাবেই চলে ইন্ডাস্ট্রি, পছন্দ হোক বা না হোক ঃ)
  • Rit | 213.110.242.24 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫৫717946
  • সেই, কোই বাত নেহি।
    ধরে নেওয়াই ভালো যে কন্ট্রোল থিওরী ইন্ডাস্ট্রি তে চলে না। ঃ))

    অজ্জিত দা,
    ঃ))
  • bip | 183.67.3.44 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫৯717948
  • তবে আমি অনুরোধ জানিয়ে রাখি। লার্নিং এর ফিল্ডে আমার অনেক ওপেন প্রবলেম আছে। কেউ যদি সমাধান করতে এগিয়ে আসে-আমি কনসাল্টিং প্রোজেক্ট হিসাবে দিতে উৎসাহি। আমরা মার্কেট রেটেই পে করে থাকি। সমাধান করলেই পয়সা দেব এমন ও না। অধিকাংশ ক্ষেত্রেই আওয়ারলি এরেঞ্জমেন্ট। ডেটা আমাদের ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে ইমিডিয়েটলি পাবেন।

    আমি যা বুঝেছি এই ফিল্ডে কে কত জানি এসব নিয়ে গর্ব করা বৃথা। এ ভাই বিশাল কঠিন এবং বড় একটা এরিয়া। এখানে আমি ক্ষুদ্র মানুষ, খেটে খাওয়ার চেষ্টা করছি। আমার ইমেল [email protected]
  • Alcyoneus | 131.241.218.132 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১১:০৬717949
  • পিএম - না আমি কোর রিসার্চে কাজ করি না, ইচ্ছে থাকলেও সুযোগ নেই - কারণ আমি একটি হাঁসজারু গোছের জিনিসে কাজ করি, যেখানে...যাগ্গে।
  • Rit | 213.110.242.24 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১১:০৯717951
  • ইন্ডাস্ট্রি কোনও মনোলিথ না। অনেক রকম ইন্ডাস্ট্রি হয়।
    আই টি নতুন জিনিস। প্রতি কোয়ার্টারে হয়ত সব বদলে দেয়। (ডিঃ আমি অবশ্য জানি না আই টির ডায়নামিক্স)
    কিন্তু কোর কোম্পানী ঠিক এক কোয়ার্টারের হিসেবে হয় না।

    কন্ট্রোল নিয়ে যারা কাজ করে, মানে সে বোয়িং-এয়ারবাস ই হোক, আর নাসাই হোক, বা কার ইন্ডাস্ট্রি, বা ধরুন যারা রেডার বানায়, বা ম্যানুফ্যাকচারিং অটোমেশন, তাদের কিন্তু ১০-২০ বছরই ভাবতে হয়। আর দুম দাম বদল ও হয় না। পি আই ডি এখনও চলে। কালমান ফিল্টার অ্যাকাডেমিয়া থেকে এসেছিল, আর তার ইফেক্ট কেমন হয়েছিল সবাই জানে।

    এখানে কোর ইন্ডাস্ট্রির কেও থাকলে বলতে পারবেন অন্য পার্স্পেকটিভ টা। টাটা মোটরসের কেও আছেন নাকি?

    মুস্কিল টা অন্য জায়গায়। এখনও নন-লিনিয়ার কন্ট্রোল সেভাবে ডেভেলপ করেনি। ক্যালকুলাসের অভাব আছে। অপ্টিমাল কন্ট্রোলে এখনও ঐ ভ্যারিয়েশনাল মেথ্ড দিয়ে করা হয়। ডায়নামিক প্রোগ্রামিং। লিয়াপুনভ-ক্রাসভস্কি ফাংশানাল এর ম্যাক্সিমাম-মিনিমাম বের করা যায়, কিন্তু ফাংশনাল এর ক্যালকুলাস এখনও তৈরী হয় নি। সুতরাং ঐ সব সফ্ট কম্পিউটিং টেকনিক গুলো এখনও সলিড ফাউন্ডেশনারের উপর নেই। তাই অনেক কমপ্লেক্স ডায়নামিক্স কন্ট্রোল করা খুবই চ্যালেঞ্জিং।

    মুস্কিল হল, এই শৌখিন ইন্ডাস্ট্রি ওয়ালা রা , যারা ম্যানুফ্যাকচারিং বা রিয়েল ইঞ্জিনিয়ারিং দেখেই নি, শুধু কথা বলে হ্যান করেঙ্গা করে, তাদের ঐ রকম কোলাবোরেটার জুটেও যায়। অ্যাকাডেমিয়া থেকেই। দিয়ে টুইক মোডে সফটওয়্যার লেখে। তারপর সেটা কাজ করে না। দিয়ে বলা হয়, থিওরী একদম ফালতু।

    নয়েজ নিয়ে কোনও ধারনা আছে? ১৯৬০-৭০ এর সাকসেস সব গাউশিয়ান অ্যাসাম্পশনের উপর বেস করে। আজকাল আলফা স্টেবল নিয়ে কাজ শুরু হয়েছে। কিন্তু এখনও অনেক সময় লাগবে।
  • T | 24.100.134.80 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১১:১১717952
  • নাহ, পন্ডিত ফন্ডিত কিছু নই। নিতান্ত শ্রমজীবী মানুষ।
  • Rit | 213.110.242.24 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১১:১২717953
  • এবার বোঝা গেল। বিপ বাবু আসলে কোলাবোরেটর খুঁজছেন, যাঁরা ওনার না কাজ করা কোড টা চালিয়ে দেবেন।

    অজ্জিত দা, T, পোটকে দা,
    দেখো সুযোগ টা নেবে কিনা?
  • Alcyoneus | 131.241.218.132 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১১:১৫717954
  • ধুস্‌, আমি ওই লাইন তো ছেড়ে নিজের লাইনে ফিরে এলুম। সেই জন্যে বিশেষ মুখ খুলছি না, কারণ ফ্র্যাঙ্কলি স্পিকিং খুব একটা বিশ্বাস করতে পারিনি - হয়তো অনেক কিছু জানি না বলেই।
  • Rit | 213.110.242.24 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১১:২০717955
  • বুঝলুম। ভালো করেছো। এই ডীপ লার্ণিং ডীপ লার্ণিং চিৎকার টা একটু থিতোক। তারপর কাজ হবে।
  • Robu | 11.39.39.160 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১১:২১717957
  • কেউ যদি করতে চান আমায় বলুন। আমি ১০% কমিশন নেবো।
    ছুটি ফুটি নিতে হলে অ্যাপ্রুভাল দেবো। বিপের যা দরকার আমায় মেল করবে, ফরোয়ার্ড করে দেবো।
  • T | 24.100.134.80 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১১:২১717956
  • রিত :)
  • Rit | 213.110.242.24 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১১:২৬717958
  • রোবু অর্ডার সাপ্লাই এর ব্যবসা শুরু করছে। বাঙালীর উন্নতি এবার হবে।
  • T | 24.100.134.80 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১১:৩২717959
  • রোবু তুই সিপিএম হয়ে ব্যবসা করবি বলছিস। হ্যাঁরে ধম্মে সইবে?
  • Robu | 11.39.56.196 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১১:৩৮717960
  • বিপদা বলেছেন তো যে অল্প বয়সে সবাই বামপন্থী থাকে। বয়েস হলে ভুল বোঝে।
    করেও দেখিয়েছেন।
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪১717963
  • বিপ আপনি কী ধরণের ডেটা নিয়ে কাজ করেন জানতে চাই। সিরিয়াসলি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন