এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অটোমেশন এবং আপনার শিশুর ভবিষ্যত

    bip
    অন্যান্য | ১০ সেপ্টেম্বর ২০১৬ | ৯৯৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪১717963
  • বিপ আপনি কী ধরণের ডেটা নিয়ে কাজ করেন জানতে চাই। সিরিয়াসলি।
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪৩717964
  • @বিপ
    আওয়ারলি রেট কত জানতে চাই এই কাজের জন্য।
  • পোলাপান | 209.116.175.19 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৪717965
  • আপনারা বিপ পাল কে ছেড়ে দিন ,একই রকম কথা আরো কয়েকজনের কাছেও শুনেছি । যেমন টিঙ্কু আচার্য
    https://www.researchgate.net/profile/Tinku_Acharya
    ভদ্রলোক একাডেমিয়া তে ছিল, ইন্টেল এও ছিল,IEEE ফেলো , এখন নিজেই ভিডিওনেটিক্স নামের একটি ভিডিও সার্ভিলেন্স প্রোডাক্ট কোম্পানি চালান কলকাতায় । আলাপ হয়েছিল । সটান বললেন একাডেমিক কনফারেন্স গুলো mutual appreciation এর জায়গা - পেপার রিভিউয়ার রা পরস্পর কে দেখে যাতে নিজেদের পেপার গুলো গলে,কারণ ওই পাবলিশ অর পেরিশ ; একাডেমিয়ার algo ইন্ডাস্ট্রিতে ফিল্ডে তে চলেনা শুধু ল্যাব এনভায়রনমেন্ট এর জন্যে পারফেক্ট আর তাই দিয়েই দারুন রেজাল্ট দেখিয়ে পাবলিশ হয় । বিশেষ করে ইন্ডিয়ান ইনস্টিটিউট গুলো নিয়ে খুব হতাশ মনে হয়েছিল, উনি ISI ,KGP র সিনিয়র প্রফেসর দের সাথে আলোচনায় এনিয়ে খেদ প্রকাশ করলেন ।
  • Alcyoneus | 131.241.218.132 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫২717966
  • টিঙ্কু আচার্য্যের কথা শুনেছি, কখনো দেখিনি ভদ্রলোককে। তবে যা শুনেছি, সামনে যেতে ভয়ই করবেঃ-) তার বেসিসে মনে হয় এই ভদ্রলোক একজন আউটলায়ার। ভারতে কর্পো থেকে যে ধরণের কোলাবরেশন করতে চায় (রাদার যতটুকু করতে দেওয়া হয়), তাতে কিছু আইআইটি/আইএসআই প্রফ যে দায়ে পড়ে করেন না এমনও বলা যায় না।

    কনফারেন্স প্রসঙ্গে - মনে হয় না টিঙ্কু আচার্য্য VLDB/KDD লেভেলের কনফারেন্সের কথা বলেছেন।
  • potke | 132.178.241.80 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১৬:১৯717967
  • রিত, আমি ভাই "প্রাইভেট কলেজের মাল", আমাকে দিয়ে হবে না ঃ)
  • potke | 132.178.241.80 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১৬:২৫717968
  • VDLB, KDD, Compute, Comsnet,ICDCN এগুলো ঐ লিস্টির বাইরে থাকবে।
  • bip | 183.67.3.44 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১৬:৪০717969
  • Tinkuda is hugely respected person in image processing. Yes we agree on difference between Industry and Academics.
  • Alcyoneus | 131.241.218.132 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১৬:৪৮717970
  • ICDCN-কে এখন আর ওই লিস্টে ধরি না। যাঁরা শুরু করেছিলেন, কেউ প্রায় সেরকম অ্যাক্টিভ নন আর। এবারে তো প্রচন্ড ডিসর্গানাইজড লাগছে।
  • cm | 127.247.100.72 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৩৬717971
  • অ্যাকাডেমিক্সের লোকেরা সব সেয়ানা তাদের দুপয়সা ধরিয়ে ম্যানেজারেরা করে খাবে সেটি হবেনা।
  • Robu | 11.39.36.59 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৩৭717973
  • হবে না? ঃ-(
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৪১717974
  • বিপ আমাকে ঐ কাজের আওয়ারলি রেট বললেন না। উনি পন্ডিত লোক, বুঝেই গেছেন আমি মূর্খস্য মূর্খ, এসব বিগডাটা ডীপলার্নিংএর কীই বা বুঝব। হুঁ। সব নোট করে রাখলাম।
  • potke | 132.172.193.246 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ২০:২৯717975
  • সি এম, ঃ)
  • bip | 183.67.3.44 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩৪717976
  • পটকে,
    আমি ইমেল দিয়েছি ত । আপনি লিখুন-তখন ডিসকাস করা যাবে। আপনি আপনার মার্কেট রেটেই পাবেন। তাতে কোন অসুবিধা নেই। আমরা লার্নিং এ প্রচুর ইনভেস্ট করছি।
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫২717977
  • বিপিনবাবু,
    আপনাকে আর বিপ নামে সম্বোধন করব না। এই নামটাই বেড়ে হয়েছে। আপনি রিত কে রীতেন নামে ডাকেন খুব মিষ্টি লাগে। আমি রেট জানতে চাইলাম, আপনি পটকে বলে ডাকলেন আমায়। ভেরি কিউট। এবার থেকে আর বিপ নয়, আপনার বিপিনবাবু নাম বহাল হলো।
    ডিঃ - এর সঙ্গে বিপিনবাবু ব্র্যাণ্ডের কারণসুধার কোনো লিং নাই।
  • bip | 183.67.3.44 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫৫717978
  • একাডেমিক্স এবং ইন্ডাস্ট্রি কম্পিট করছে বা একাডেমিক্সে বালের কাজ হয়, ইন্ডাস্ট্রিতে কিস্যু হয় না-এই ধরনের ইল্যুইশন কিন্ত আমার নেই।

    আমি একাডেমিক্স এবং ইন্ডাস্ট্রিকে একে ওপরের পরিপূরক হিসাবে দেখি। একাডেমিক্সের কাজ আইডিয়া তৈরী করা-ইন্ডাস্ট্রির কাজ সেটাতে ভ্যালু থাকলে কাজে লাগানো। তবে হ্যা ইঞ্জিনিয়ারিং এ একাডেমিক্সের ৯৫% কাজ ফালতু। ৫% কাজের। ইন্ডাস্ট্রির কাজকে ফালতু বলা যাবে না-কারন ফালতু হলে কেউ টাকা ঢালবে না।

    এখানে যা বুঝলাম, সবাই লার্নিং নিয়ে পড়াশোনা করেছেন, দু একটা পেপার ও লিখে থাকবেন-কিন্ত প্রাক্টিক্যাল এক্সপেরিয়েন্স বেশ কম আছে। আমি যে ডিফিকাল্টি গুলো বল্লাম-সেগুলো কেউ বুঝলোই না। কারন ওগুলোর ওপর কেউ পেপার লেখে নি। উলটে সবাই ভুল বুঝলো যে আমি বলছি" এলগও" কাজ করে না। আমি মোটেও বলছি না এলগও কাজ করে না। আমি বলছিলাম লার্নিং এর প্রাক্টিক্যাল ডিফিকাল্টির দিকগুলো নিয়ে।

    যেমন আমাকে একজন গ্রাডিয়েন্ট বুস্টিং করে দেখতে বল্লেন। এসব আমরা করি। কিন্ত যিনি বল্লেন তিনি জানেন না গ্রাডিয়েন্ট বুস্টিং এ প্রাক্টিকাল সমস্যাগুলো কি। গ্রাডিয়েন্ট বুস্টিং করতে গেলে সব সময় ফিডব্যাক সিস্টেম তৈরী করতে হয়। প্রেডিকশনে ভুল হলে, মানুষে বা অটোমেটিক্যালি ঠিক করার ব্যবস্থা রাখতে হয়। এবার আমাদের ক্ষেত্রে ম্যানুয়াল ফিডব্যাক ছাড়া উপায় নেই। আমি দেখছি যে যাদের জন্য এসব বানানো তারা ফিডব্যাক কখনো দেয় কখনো দেয় না-কখনো ভুল দেয়। এগুলো ত এলগোর দোষ না। সমস্যাটা প্রাক্টিক্যাল।

    মোদ্দা কথা এটা বিশাল এরিয়া-মহাসাগর। এখনো সমুদ্রের তঁটে নুড়ি কুড়াচ্ছি আমরা সবাই।

    এখানে আমি জেনে গাছে বসে আছি, ইন্ড্রাস্টি জানে না কি করে ইউজ করতে হয়-এইসব বালছালের কথা যারা লিখেছে, তারাও বাল জানে। আসল সত্য হচ্ছে আমরা সবাই টুকরো টুকরো করে এই বিশাল সমুদ্র মন্ধনে নেমেছি। সেখানে ইন্ডাস্ট্রি প্রাক্টিকাল ইস্যু, এলগও নভেল্টি, রোবাস্টনেস-সব কিছুই ইস্যু। কোনটা বেশী গুরুত্বপূর্ন কোনটা কম এমন না।

    আর একাডেমিক্সের প্রতি কোন বালছালের মনোভাব আমার নেই। শ্রদ্ধা আছে। আমি তিনজন প্রফেসারের সাথে কোলাবরেট করি। তাদের আইডিয়া তাদের জ্ঞান থেকে প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছি। তারাও আমাদের প্রাক্টিক্যাল সমস্যা এবং প্রাক্টিকাল ডেটা থেকে সমৃদ্ধ হচ্ছে। যথেষ্ট মিউচুয়াল রেস্পেক্ট নিয়েই আমরা কাজ করি।

    কারন ব্যার্থতা আমাদের বিনয়ী করে। যারা ব্যার্থ হোন নি এই লাইনে, তারাই একমাত্র জেনে গাছে বসে আছি বলে দাবী করে।
  • বিপ | 183.67.3.44 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০১:০২717979
  • ওহো কুমরো
    ওটা তোমাকে উদ্দেশ্য করেই লেখা।
    আমাদের ডেটা সব সেন্সর ডেটা। এরমধ্যে ভাইব্রেশন, ম্যাগনেটোমিটার, জাইরোস্কোপিক ডেটা ভেক্টর।
    সাউন্ড স্পেক্ট্রাম ছাড়া টেম্পারেচার প্রেসার, কারেন্ট ভোল্টেজ ফেজ এইসব আছে। আমাদের মুখ্য উদ্দেশ্য মেশিন এবং ফ্যাক্টরির ইলেক্ট্রিকাল লাইনের ফল্ট ডায়াগনোসিস।

    সব ডেটা থেকেই ফিচার এক্সট্রাকশন করে দেওয়া হয়। ভাইব্রেশন থেকেই শুধু ৭০-৯০ টা ফিচার আমরা এক্সট্রাক্ট করি। সাউন্ড স্পেক্ট্রাম থেকে প্রায় ৩০ টার মতন ফিচার। ফিচারগুলোকে স্ট্রাকচার ডেটা হিসাবে ট্রিট করা হয়।
  • Abhyu | 126.202.103.214 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০১:০৫717980
  • এবার একটা নতুন টই খুললে হয় না? তাতে জমির দাম থেকে ঘন্টা প্রতি বিলিং রেট, উদ্দেশ্য বিধেয় - সব থাকবে?
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০১:২৫717981
  • ঠিকাছে। মেইল লিখব পরে। জানা রইল। এ লাইনে পরে আরো আলোচনা হবে ইমেলে।
  • Rit | 213.110.242.4 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০৮:২২717982
  • বিপিন বাবু না বিনয় বাবু?
    ঃ)
  • Rit | 213.110.242.4 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০৮:২৫717985
  • ফল্ট অ্যানালিসিস অবশ্য ভালো কাজ।
  • অভি | 113.220.208.200 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০৮:২৬717986
  • রীতেন নামটা কিন্তু দারুণ মিষ্টি হয়েছে। এটাই ব্যবহার করা যায়।
  • Robu | 11.39.37.173 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩০717987
  • বেশি জেনে গেলে মানুষ গাছে ওঠে? মানে বুদ্ধ বা নিউটন ওর পরেই গাভ্হ্হে উঠে গেছিলেন?
  • অভি | 113.220.208.200 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩৬717988
  • না, গাছে উঠলে জ্ঞান বাড়ে। জ্ঞানবৃক্ষ বলে। ওই ভদ্রলোক যাঁর নাম নেওয়া মানা, ওনার একটা গল্পে ছিল। এক বয়স্ক লোক আত্মহত্যা করতে যাচ্ছিলেন। তারপর যেই গাছে উঠলেন, ঝাঁকে ঝাঁকে জ্ঞান মাথার মধ্যে ঢুকতে লাগলো। তারপর তাঁর সে কি কনফি!
  • dd | 59.207.59.146 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫৯717989
  • জ্ঞানবাপীও তো বলে। তাই না?

    বোধ হয় বাপী নামের লোকেরা খুব জ্ঞানী হয়। বা ফালতু কথা কয় , মানে জ্ঞান দ্যায়। লিং নেই। গুগুলেও খুঁজে পেলাম না। তাই ঠিক খপরটা দিতে পরলেম না।
  • sinfaut | 11.39.86.153 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৪717990
  • অ্যাকাডেমিকদের কড়কানিতে ইন্ডাস্ট্রি একটু মিইয়ে গেছে।
  • নিউটন | 213.110.242.4 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৮717991
  • শুধু মিইয়ে যাওয়া না। শ্রদ্ধা এসেছে, বিনয় এসেছে। মহাসাগরের তীরে নুড়ি কুড়োনো এসেছে। ঃ)
  • অভি | 113.220.208.200 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩১717992
  • হ্যাঁ। বাপীদের সামনে পড়লে ডাউন দ্য উইকেট দুপা এগিয়ে আসতে হয়। তখন বাপী বাড়ি যায়। এটার ইউটিউবে লিঙ্ক আছে, কিন্তু মোবাইল থেকে অত সামলানো যায় না।
  • bip | 183.67.3.44 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫৭717993
  • বাঙালী দেখছি বাঙালীই থাকবে। ওরে ভাই এই জ্ঞান মহাসমুদ্রের বাউন্ডারী নাই-তাই এখানে বাপী বাড়ি যা বলে চার ছ মারা যায় না- খুচরোর বেশি কিছু ওঠে না। যারা ভাবছে চার ছয় মেরেছে তারা অন্ধ। তাই ভাবছে বাউন্ডারী আছে। নেই।

    আজকাল ত লার্নিং এর ব্যবসা বেশ ভালোই। অতই যদি লোকের জ্ঞান থাকে নেমে যাক না মাঠে। তখন বুঝবো গাঁড়ে দম আছে।

    আর যদি একাডেমিক্সে থাকে দু চারটে নতুন আইডিয়া দিক। তাহলেও বুজবো। কিন্ত এই লার্নিং সাবজেক্টটা পুস্তকস্থ বিদ্যার না।
  • Rit | 213.110.242.24 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১০:০৩717994
  • না না। বাঙালীরা জ্ঞানসমুদ্র দেখতেই পায় না। ওটা প্রথম নিউটন দেখেছিলেন। মানে নুড়ি কুড়োনো ইত্যাদি। তারপর দেখলেন বিপিন বিহারী পাল।
  • Rit | 213.110.242.24 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১০:১৬717996
  • বিপ পাল গুরুর উপর প্রচুর ভরসা করে। মানে বাঙালীর উপর। যেহেতু গুরুতে অবাঙালী কেও আসে না। আইডিয়া যদি কারোর থাকেও সে গুরু তে লিখবে কেন? মানে বিপ পাল কত পয়সা দেবে সেজন্যে কেও আইডিয়া কেন বিলোবে?
    আর রইল বাকি কোলাবোরেশনের। বিপ স্যরের কোলাবোরেটর টা খুব সুবিধের নয় বলেই মনে হয়। নইলে পেডিগ্রী বিহীন গুরুর বাঙালীকুলের কাছে এসে এমন করুন প্রার্থনা চলে? যাই হোক কটা লিংক দিয়ে যাই। মাথায় ঢুকলে দু একটা কোড চললেও চলতে পারে। আশা নেই অবশ্য।

    মেশিন লার্ণিংঃ

    ১। http://www.jmlr.org/papers/
    ২। http://ieeexplore.ieee.org/xpl/RecentIssue.jsp?punumber=34
    ৩। https://papers.nips.cc/
    http://ieeexplore.ieee.org/xpl/RecentIssue.jsp?punumber=72

    কন্ট্রোল থিওরীঃ
    ১। http://ieeexplore.ieee.org/xpl/RecentIssue.jsp?punumber=9
    ২। https://www.siam.org/journals/sicon.php

    এই গুলোতে অনেক কাজের জিনিস আছে। তবে পড়তে সময় লাগবে। একটু ইনভলভ্ড। না বুঝলে কাজ করে না বলাটা সহজ। কিন্তু কেন কাজ করছে না সেটা বোঝাটাই আসল চ্যালেঞ্জ। আর সেটা ইউটিউব, উইকি, বা গুরু থেকে হয় না। একটা ঠিকঠাক পেপার পড়তে ২ সপ্তাহ থেকে ১ মাস লাগবে। মানে রেফারেন্স সমেত। সেটুকু সময় না দিলে যা হয় সেটাকে উটের পাকস্থলী বলা হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন