এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্মের নামে কাপড় খুল্লে আপত্তি নাই , সংসদেও !

    একক
    অন্যান্য | ২৭ আগস্ট ২০১৬ | ৬০১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 53.224.129.47 | ২৮ আগস্ট ২০১৬ ১৩:৪৪719387
  • আইন তুলে দেওয়া সর্বদাই ওয়েলকাম । কিন্তু আইন থাকলে সকলের জন্যেই থাকতে হবে । ধর্মের আড়ালে কাওকে বেশি স্পেস দেওয়া যাবেনা । কেও যদি প্রকাশ্যে নাগা সাধু না দেখে থাকেন সে তাঁর সমস্যা । ও প্রচুর প্রকাশ্য ঘটনা আছে তাই নিয়ে আগেও প্রতিবাদ হয়েছে কিন্তু ধর্মের তলায় চাপা পরে গ্যাছে । ধর্মপালনের অধিকার থাকবে বেসিক সিভিল রাইট কে ডিঙিয়ে নয় । আইদার 294 তুলে নিক নইলে সাধুদের তার আওতায় আনুক ।
  • Dilip | 61.255.33.0 | ২৮ আগস্ট ২০১৬ ১৩:৪৭719388
  • Thanks Ekok.
  • ranjan roy | 192.69.167.171 | ২৮ আগস্ট ২০১৬ ১৩:৫৩719389
  • অভ্যুঃ
    "সাধু কেন সংসদে বক্তৃতা দেবে আমার বোধগম্য নয়। কোনো লোকই সংসদে ন্যাংটো হয়ে গেলে পুলিশ কেন গ্রেফতার করবে না সেটা আরোই বোধগম্য নয়। কিন্তু তার সঙ্গে কারো ধর্মপালনের অধিকার কেন কেড়ে নিতে হবে সেটাও মাথায় ঢুকছে না।"

    --১০০% সহমত।
    আমার যেমন নাস্তিক হওয়ার বা রাষ্ট্রকে সমালোচনা করার অধিকার আছে, তেমনি অন্যের আস্তিক হওয়ার অধিকার আছে। কারো যদি বুর্কা পরা ধর্মাচরণের অধিকারের মধ্যে পরে তো দিগম্বর জৈন বা অমনি কোন সেক্টের নগ্ন বা উর্দ্ধবাহু হয়ে সাধনা করার অধিকার আছে।
    প্রশ্ন রাষ্ট্রের দায়িত্ব এবং কোন সেক্টকে তোল্লাই দেওয়া নিয়ে।
    আর কোলকাতা বিশাল ভারতবর্ষের একপ্রান্তে একটা মহানগরী । এখানে জৈন খুব কম আর শ্বেতাম্বর বেশি।
    "ছাগল" জনগণ যদি প্রচন্ড সক্রিয় সুরক্ষায় থেকেও দিদি ছেড়ে দাদাকে ভোট দেয়, তো "পাগল" জনগণ নগ্ন সাধুর ঐশ্বরীয় ক্ষমতার প্রসাদের আশায় তাঁকে অনুসরণ করতেই পারে।
    প্রশ্ন-- কোথায়? পাব্লিক প্লেসে? সংসদে?
    কাল সুরকার-গায়ক বিশাল দদলানী তরুনসাগরের সমালোচনা করায় কেজরি দুঃখিত হয়ে আপ কর্মকর্তা বিশালকে টুইট করে প্রেসারাইজড করলেন ক্ষমা চাওয়ার জন্যে। কেন? তরুণাসাগর নাকি ওদের পারিবারিক গুরু ! ওঁর পিতৃদেব ও উনি ওর প্রবচন শুনতেন।
    বিশাল ক্ষমা চেয়েছেন।
    কিন্তু কেজরি কি গুরু তরুণসাগরের নারীবিরোধী বয়ানের সমর্থক?
  • dc | 120.227.246.92 | ২৮ আগস্ট ২০১৬ ১৩:৫৪719390
  • আমার মনে হয় রাষ্ট্র কতদূর নাক গলাবে, সেটা নিয়ে একটা ব্যালেন্সিং এর দরকার আছে। রাস্তা বন্ধ করে দুর্গাপুজো বা নমাজ, এগুলো অবশ্যই বন্ধ করা উচিত কারন এখানে ধর্ম রাষ্ট্রের কাজে নাক গলাতে চাইছে। আবার সাধুবাবা নিজের ফার্মে কাউকে ধর্ষন করলে অবশ্যই গ্রেপ্তার করা উচিত। কিন্তু সাধুবাবা নিজের ফার্মে ন্যাংটো হয়ে থাকতে চাইলেও কি রাষ্ট্র এসে গ্রেপ্তার করবে? এই লাস্টটা আমার মতে গ্রে এরিয়া, আর এরকম কিছু কিছু ব্যাপারে ছাড় দেওয়া যায়।
  • ranjan roy | 192.69.167.171 | ২৮ আগস্ট ২০১৬ ১৩:৫৬719391
  • কেসি,
    ঃ))।
    আমি খেয়াল করে দেখিচি পেন্ডুলাম শীতে কুঁকড়ে পেন্সিল হয়ে যায়।
  • Ekak | 53.224.129.47 | ২৮ আগস্ট ২০১৬ ১৩:৫৭719393
  • সাধুবাবার "নিজের ফার্ম " টা কী বস্তু ? পার্সোনাল মোনাস্ট্রির ভেতর ? সে থাকনা । সেটা নিয়ে কে বলেছে এখানে ? মেলা প্রাঙ্গন থেকে রাস্তাঘাট কোনোটাই সাধুর পার্সোনাল এরিয়া নয় । পাবলিক প্লেস । সেটা নিয়েই কথা হচ্ছে । এখানে কোনো গড়ে এরিয়া নেই । নিজের মোনাস্ট্রির ভেতর সাধু ন্যাংটো হয়ে নাচবে না আলখাল্লা পরে , নান অফ আওয়ার বিজনেস ।
  • ranjan roy | 192.69.167.171 | ২৮ আগস্ট ২০১৬ ১৩:৫৭719392
  • ডিসি,
    একদম!
  • পড়তে হয় | 92.163.79.61 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:০১719394
  • তৈলঙ্গস্বামীকে নগ্নতার জন্য শাস্তি দেবার চেষ্টা করেছিলেন তো ম্যাজিস্ট্রেটরা । ব্যর্থ হলে আর কি করবেন ? উচিত উচিত বলে লাফাতে অবশ্য খরচা নেই ।
  • sm | 53.251.91.253 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:০২719395
  • বিচে জাঙ্গিয়া বিকিনি পরে কেন ঘুরবে ? ওটা কি পার্সোনাল প্রপার্টি? দাও ব্যান করে?
    জারোয়ারা কেন অনাবৃত ঘুরবে? আই ল্যান্ড টা ওদের প্রপার্টি? ওটা ভারত সরকারের। আমি সব জানি। বললে হবে? খরচা আছে।
  • Ekak | 53.224.129.47 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:০৫719148
  • যাঁরা পাবলিক প্লেসে সাধুদের নগ্নতা শুনে আকাশ থেকে পড়ছেন তাঁদের জন্যে : পেন্ডুলাম দিয়ে গাড়ি টানার ছবি রইলো :



    দুধ টেনে নেওয়া , তলোয়ার ধরে রাখা এইসব ট্রিক দেখানো খুব কমন । লোকে হামলে পরে দ্যাখে । অথচ এই ভারতবস্রহেই আপনি স্ট্রিট ড্রামাতে নগ্নতা দেখতে পারবেন না । এটা দ্বিচারিতা নয় ?
  • হয়ে যাক | 92.163.79.61 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:০৯719149
  • শিবলিঙ্গ আর কালীপুজোটা মিস করে যাচ্ছেন ।
    সিনেমাহলও পাবলিক প্লেস । পহলাজবাবু ওদিকটা দেখছেন । আপনাদের খাপে ওঁকে নিতে ভুলবেন না ।
  • Abhyu | 160.129.103.232 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:১১719151
  • ত্রৈলঙ্গস্বামীর গল্পটা সম্ভবতঃ প্রথম আলোতেই আছে। যোগবিভূতিসম্পন্ন সন্ন্যাসীর সাথে লাগতে গেলে মুশকিল :)))))))))

    এখানে দেখুন http://www.deeptrancenow.com/exc_trailanga.htm

    Trailanga always remained completely nude. The harassed police of Banaras came to regard him as a baffling problem child. The natural swami, like the early Adam in the Garden of Eden, was unconscious of his nakedness. The police were quite conscious of it, however, and unceremoniously committed him to jail. General embarrassment ensued: the enormous body of Trailanga was soon seen, in its usual entirety, on the prison roof. His cell, still securely locked, offered no clue to his mode of escape.

    The discouraged officers of the law once more performed their duty. This time a guard was posted before the swami's cell. Might again retired before Right: the great master was soon observed in his nonchalant stroll over the roof.

    The Goddess of Justice wears a blindfold; in the case of Trailanga the outwitted police decided to follow her example.

    অবশ্য এ সবের সত্যি মিথ্যে যাচাই করা সম্ভব না। তবে https://www.ramdass.org/sri-trailanga-swami-the-walking-lord-shiva-of-varanasi/ বলছে According to the Robert Arnett writings, Telang Swami’s miracles are well documented and stored.
  • lcm | 83.162.22.190 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:১১719150
  • মনে হচ্চে, হরিয়ানার অ্যাসেম্বলিতে কোনো ড্রেস কোড নাই, যে যখন খুশি ন্যাংটো হয়ে ঢুকে পরতে পারে।
  • lcm | 83.162.22.190 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:১২719152
  • তবে কি, এত বড় দেশ, এত লোক - ওরকম দুএকটা ঘটনা ঘটে। ও নিয়ে মাথা ঘামাবেন না। ও কিসু না।
  • Blank | 24.96.72.240 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:১৩719153
  • গঙ্গার ঘাট, কুম্ভ মেলা প্রাঙ্গন, এলাহাবাদ, বেনারসের রাস্তা ঘাট সব ই পাবলিক প্লেস। আর সেখানে এরা ন্যাংটো হয়ে ঘোরে।
    আর হ্যা আই ল্যান্ডটা জারোয়াদের প্রপার্টি। কোলকাতা হাইকোর্টের জুরিসডিকশানের আন্ডারে শুধু।
  • lcm | 83.162.22.190 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:১৬719154
  • না না, ইন জেনারেল কম্‌প্লিট ন্যুডিটি দেখা যায় না, মন্দির-টন্দিরে বা তীর্থক্ষেত্রে দেখি নি কখনও। কিছু বিশেষ জায়গায় বিশেষ উপলক্ষে গেলে দেখা যায় - এই যেমন, কুম্ভমেলা, গঙ্গাসাগর মেলা ইত্যাদি।
  • lcm | 83.162.22.190 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:১৭719156
  • ও এমন কিছু বিগ ডিল না।

    কিন্তু, হরিয়ানার অ্যাসেম্বলি-তে একটা লোক ল্যাংটো হয়ে ঢুকে ৪৫ মিনিট বক্তব্য রাখল - এটা সত্যিই অবিশ্বাস্য।
  • sm | 53.251.91.253 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:১৭719155
  • রঞ্জন বাবু যথারীতি ঘেঁটে ঘ করাতে পারদর্শী।
    এখানে, আমি বা অভ্যু দুজনেই কনফার্ম করলাম,দেশে রাস্তা ঘাটে গন্ডায় গন্ডায় কেন একটি আধটি ও নাগা সাধু ঘুরে বেড়াতে দেখিনি।
    আপনি যথারীতি দ্বিমত। ছত্তিশগড় বা রায়পুরে এরকম বহুত দেখেছেন। মানলাম আপনার কথা সত্যি।
    মোটা মুটি ভাবে যা বর্ণনা দিলেন, তারা কোনো পুকুর বা নদী থেকে চান করে উপাসনা স্থলে যতায়াত করে। আপুনি ও আরো অনেকে তাদের গতায়াত পথে উঁকি মেরে দেখেছেন ও আমোদিত হয়েছেন। নতুবা কেউই আপনাকে মধ্য রাত্তিরে/ভোর বেলায় ঘুম ভাঙিয়ে ডেকে তোলে নাই।
    কিন্তু প্রশ্ন হলো, এরা কি সারাদিন রায়গড়ের রাস্তা ঘাট- আই মিন প্রধান প্রধান সড়ক পথ ধরে যাতায়াত করে?রেল, ট্রাম , বাসে ওঠা উঠি করে?
    যদি উত্তর না হয়, তাহলে পার্থক্য সহজেই অনুমেয়।
    আর ধর্মীয় গুরু হলেই অপরাধ করে পার পেয়ে যায় এমন টি তো নয়। স্বামী নিত্যনন্দই গ্রেপ্তার হয়েছে।
    ভারতের আইন ব্যবস্থার ফাঁক নিয়ে অনেক হস্তী, রাজনৈতিক নেতা ,ফিল্ম ষ্টার- খুন জখম/দু নম্বরী/ধর্ষণ করেও তো পার পেয়ে যায়।খুব একটা পার্থক্য নেই তো!
  • Ekak | 53.224.129.47 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:১৮719157
  • আরে যারা মেইনল্যান্ড আর এবোরিজিন প্রটেক্টেড এরিয়ার পার্থক্য বোঝেনা তাদের সঙ্গে আবার যুক্তি ! :) ঘটে সামান্য কিছু থাকলে বুঝতো যে সমস্যাটা নগ্নতার বিরুদ্ধে নয় ,প্রকাশ্যে নগ্নতার অধিকার ধর্মের নামে একটা গোষ্টিকে দেওয়ার বিরুদ্ধে । এটা যে সমস্ত ক্ষেত্রে হচ্ছে সর্বত্রই নিন্দনীয় ।
  • Porphyrion | 147.59.157.244 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:১৯719159
  • অ্যাপারেন্টলি কেজরী সপরিবারে ঐ বাবাটির ডিসকোর্স শ্রদ্ধাসহকারে শুনে থাকেন, তাই এই হইচইয়ে বাবাটির অপমান হচ্ছে বলে কেজরীর ধারণা। ইহাই কেজরীর দুটি টুইটের মূল বক্তব্য।
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:২০719160
  • শুনেছি নাগা সন্ন্যাসীরা হিমালয়ের গুহায় থাকে। সেখানেই তপস্যা টপস্যা করে। ফলমূল খায়। কুম্ভ মেলার টাইমে কেবল পাবলিক তাদের দেখতে পায়। দিগম্বর জৈন শ্রমনরাও আশ্রমের ভেতরে থাকে। বাইরে বেরোয় না। ধর্মের অনুশাসন খুবই পিতৃতান্ত্রিক, কারণ নাগা সন্ন্যাসিনী হয় না, পাগলি হয়। মহিলা শ্রমনদের কাপড় পরতে হয়। দিগম্বর সেক্টে মহিলা শ্রমন প্রায় নেই বা একেবারেই কম। মেয়েদের ক্ষেত্রে নিয়ম কড়া। এর কারণ হিসেবে বলা হয়, মেয়েরা কিছুটা অপবিত্র। মেন্স্ট্রুয়েশন ইত্যাদির কারণে তাদের অ্যাক্সেস রেস্ট্রিকটেড। নগ্ন সন্ন্যাসিনী থাকলে তাকে দেখে পুরুষদের যৌন উত্তেজনা বেশি হবে ভক্তির বদলে। ধর্ম জিনিসটাই পুরুষদের পার্সপেক্টিভ থেকে তৈরী। যেকোনো ধর্ম। ক্রিশচিয়ানিটি হোক কি বুদ্ধিজম কি ইউডাইজম। কৌপীনধারী মুনিটুনিও থাকে হিমালয় বা তার ফুট হিল্সে। মেয়েদের ক্ষেত্রে নট অ্যালাওড। কিন্তু সংসদে সন্ন্যাসীদের আসবার দরকার কেন? তারা তো গৃহী নয়। তারা রাজনীতি নিয়ে কী করছে? রাজনীতি নিয়ে যদি পাকামি করতে চায়, তাহলে গৃহী লেকেদের জন্য দেশের যা আইন তার আওতায় আসুক। দিগম্বরও হবে আবার সংসদে লেকচার দেবে সেটার যৌক্তিকতা কী। মোরোভার ধর্মগুরুদের পোলিটিক্সে কী কাম? ফিউডাল যুগ নাকি?
  • Ekak | 53.224.129.47 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:২১719162
  • আবার এলসিএম এর "দেখা " :(

    লজ্জাগৌরী পুজোর সময় কামরূপ এর রুটে গেছেন কখনো ? বা উত্তরপ্রদেশের আখড়া থেকে আখড়ায় যখন নাগা রা শিফট করে তখন কী আপনার ধারণা গায়ে কম্বল জড়িয়ে করে ? কখনোই না । রাস্তাতেই ডেমো দেখিয়ে প্রণামী কুড়োয় । পেণ্ডুলামে তরোয়াল ব্যালান্স করে রাখার ডেমো । যৌন দিগম্বর সম্প্রদায় কলকাতায় দেখেন নি আর দুচারবার তীর্থ করতে গিয়ে দেখেন নি বলে সেই থেকে পুরো হিসেব করে নিলে হবে :)
  • sm | 53.251.91.253 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:২১719161
  • ব্ল্যাঙ্ক কি গুল দিচ্ছে? জারোয়া দের দলিল আছে? কোন অফিস এ রেজিস্ট্রি করেছিল?
  • Ekak | 53.224.129.47 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:২৫719164
  • *জৈন দিগম্বর
  • Ekak | 53.224.129.47 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:২৫719163
  • কোন নাগা সাধু হিমালয়ে থাকে ? :))

    এইতো এখানে এতো লোক রেগুলার ট্রেক করে । আমার অভিজ্ঞতা বাদ দিচ্ছি , তারাই বলুক আপার হিমালয়ের ঠান্ডায় কজন নাগা দেখেছে ? হরিদ্বার ছাড়িয়ে কেও ওঠেনা । খুব হাতেগোনা কয়েকজন সাধু হিমালয়ের বিভিন্ন অঞ্চলে থাকেন । বেশিরভাগ টাই সমতলের আখড়া গুলোতে ছড়িয়ে ।
  • sm | 53.251.91.253 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:২৬719166
  • ঘটে সামান্য কিছু থাকলে বুঝতো যে সমস্যাটা নগ্নতার বিরুদ্ধে নয় ,প্রকাশ্যে নগ্নতার অধিকার ধর্মের নামে একটা গোষ্টিকে দেওয়ার বিরুদ্ধে । এটা যে সমস্ত ক্ষেত্রে হচ্ছে সর্বত্রই নিন্দনীয় ।

    -- আবার ফালতু বক্তব্য।ওদের প্রটেক্টেড আইল্যান্ড এর মতো নির্বিঘ্নে ধর্ম পালন ও প্রটেক্টেড।একদম সংবিধান স্বীকৃত। কেউ ই প্রকাশ্যে নগ্নতার সাপোর্ট এ কথা বলে নি তো! নিজে নিজে বানিয়ে কথা বললে চলব্যা?
    আবহমান কাল ধরে কুম্ভ বা গঙ্গা সাগর মেলায় নাগা দের ধর্ম পালন এর অধিকার আছে। ওই রাইট টা ওদের জন্য প্রটেক্টেড।
  • lcm | 83.162.22.190 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:২৬719165
  • আরে ভাই, বল্লুম তো, "ইন জেনারেল" ভারতে রাস্তায় রাস্তায় কম্প্লিট ন্যুড লোকজন দেখা যায় না। যদিও, পশ্চিমের লোকজন অনেকে এমনই ভাবেন।
  • Blank | 24.96.72.240 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:২৭719167
  • জারোয়ারা স্পেশাল অ্যাক্ট দিয়ে প্রোটেক্টেড। কারন ওরা স্পেশাল। নাগা রা জারোয়া হলে নিস্চয় তাদের সেই অধিকার দেওয়া হত।
    আর নাগারা বন্দুক, রাইফেল ইত্যাদি নিয়েও ঘোরে। মাঘ মাসের শীতে বড় করে ধুনি জ্বালিয়ে ছাই মেখে বসে থাকলে আর তার সাথে গাঁজা য় টান দিলে , খুব বেশী হলে ডাস্ট অ্যালার্জী হতে পারে। তার চেয়ে বেশী কিস্যু হবে না। ওতে কোনো রকম ম্যাজিকাল কিস্যু নেই।
    নাগারা ভয়ানক একটা গ্রুপ। নিজেদের মধ্যে মারামারি, খুনোখুনি, ধর্ষন খুব কমন। ধর্মের নামে সব চলে।
  • Porphyrion | 147.59.157.244 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:২৮719170
  • এবং কুম্ভমেলার আগে এই হাজারে হাজারে নাগা সাধু হিমালয় থেকে নেমে এলাহাবাদ বা নাসিক বা হরিদ্বারের দিকে গেলে সেটা ইটসেল্ফ একটা "স্পেক্ট্যাকল" হত। সেরকমও কেউ দেখেছে বলে শুনিনি। এখন অধিকাংশ নাগাই জালি। সব আখড়া মিলিয়েও ঐ কুম্ভের সময়ের অতজনের দশ পার্সেন্ট হবে হয়তো।
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:২৮719168
  • তলোয়ার ব্যালেন্স করতে পারলে তার নাগা হবার অধিকার নেই। কারণ নাগা তখনই হতে পারে যখন পুরুষাঙ্গ একেবারে ছোট ও নির্জীব হয়ে যায়। এসব জিনিস সাপোর্ট করতে পারলাম না। ওপেন ন্যুডিটির সঙ্গে এই সার্কাস মেলাতে পারলাম না। এর চেয়ে রজনীশ হাজারগুণে বেটার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন