এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্মের নামে কাপড় খুল্লে আপত্তি নাই , সংসদেও !

    একক
    অন্যান্য | ২৭ আগস্ট ২০১৬ | ৫৯৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 53.224.129.47 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:২৯719172
  • জেনেরাল পাবলিক কে পাবলিক নুডিটির রাইট না দিলে ইন জেনেরাল দেখা যাবে কী করে :):):) দেশের কত শতাংশ লোক নাগা বা দিগম্বর জৈন ? তাতেই তো প্রশ্নটা উঠছে যে ধর্মের দোহাই দিয়ে কোনো সেক্ট একটা অধিকার কেন পাবে যে অধিকার বাকি লোকদের নেই । ইন জেনেরাল দেখা গেলে প্রশ্নই উঠতো না ।
  • ranjan roy | 192.69.167.171 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:২৯719171
  • অভ্যুর কথা যুক্তিসংগত। আগেও পোস্টিয়েছি।

    আপনি সোজাসাপটা বলুনঃ
    হরিয়ানা বিধানসভায় নগ্ন সাধুর বসে মেয়েদের পুরুষের কর্তৃত্ব মেনে নেওয়ার উপদেশ দেওয়ার ব্যাপারে আপনার কী স্ট্যান্ড?
    তাহলেই আর ঘেঁটে ঘ বা ঙ কিছুই হবে না।

    আর রায়পুর বা হিন্দি বলয়ে দিগম্বর জৈনদের নিয়ে আমার বক্তব্য আপনি মেনে নিলেন কি না সেটা কোন ইস্যু নয়। দিগম্বর জৈনরা কখনই বস্ত্র ধারণ করেন না, সেম টু নাগাসাধু। ওঁরা মাইনরিটি সেক্ট। কাজেই হরদম রাস্তাঘাটে দ্খেতে পাবেন সেটা বলাই প্রশ্নটাকে ঘেঁটে দেওয়া, আরও ঘেঁটে দেওয়া যে নিজের আখড়ায় নয়, সংসদে, পাবলিক প্লেসে ওঁদের নগ্নযাত্রার অধিকার নিয়ে।
    আর মাঝরাত্তিরে নয়, দেখেছিলাম সকাল নয়টায়, প্রচন্ড শীতে, আমার হেড অফিসের সামনে । তাতে আমার ক্রিশ্চান মহিলা সহকর্মীও দর্শক ছিলেন।
  • lcm | 83.162.22.190 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৩০719174
  • বিশ্বনাথ, তিরুপতি, মাদুরাই মীনাক্ষী, পুরী জগন্নাথ ---- কুথাও সম্পূর্ণ নগ্ন লোগ তেমন দেখি নি তো।
    কিন্তু এই গত মাসেও পুরী গেলাম (রথযাত্রার উইকের মধ্যে), প্রবল ভিড় --- ন্যাংটো কাউকে তো দেখলাম না।

    চোখে কি ন্যাবা হল! নাকি, দিনকাল কি পাল্টে গেল!
  • Blank | 24.96.72.240 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৩০719173
  • হিমালয়ের ওপর দিকে সাধু সন্ন্যাসি দেখেছি বটে। ওনেকেই ন্যাংটো। তবে চারপাশে কম্বল ইত্যাদি থাকে। ম্যাজিক বলে কিস্যু নাই।
    এছারা শঙ্খিনী খায় খায়।
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৩২719175
  • আমি নিজেও দেখিনি নাগা সাধু আমার জীবনে। হিমালয়ের গুহার ব্যাপারটা লোকমুখে শুনেছি। ঢপ হতে পারে। স্বয়ং শিবঠাকুরও একটা স্কার্ট পরত, বাঘছালের নাকি গাছের বাকলের, ক্যালেন্ডারের ছবিতে দেখেছি। ভেরি মাচ জাস্টিফায়েড, কারণ শিবের লিঙ্গ খুবই জাগ্রত, নাগা থাকলে সমস্যা হতে পারত।
  • Ekak | 53.224.129.47 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৩৩719176
  • দিনকাল কিছুই পাল্টায় নি । চোখ থেকে কুন্ডু স্পেশাল চশমা টা সরালেই বিপুল ভারত ও তার ভয়ঙ্কর সব "তীর্থস্থান " দেখতে পাবেন । সাতনামী সম্প্রদায়ের সবাই পাবলিক নুডিটিতে বিশ্বাসী নয় । কাজেই একদিক দেখে পুরোটা ম্যাপেল সমস্যা আছে । জৈন সেক্টের সঙ্গে চিতপাবন কে গুলিয়ে ফেলার মতো ।
  • Blank | 24.96.72.240 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৩৪719177
  • এলসিএম দা ভুল জায়গায় গেছে। এগুলোর মধ্যে একমাত্র বিশ্বনাথ ছারা বাকি কোথাও নাগারা যাবে না। আর বিশ্বনাথে তেমন বড় করে কোনো ফেস্টিভাল হয় না।
  • Ekak | 53.224.129.47 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৩৬719178
  • কুমড়ো
    না , হিমালয়ে চিরকালই কিছু সাধু থাকেন কিন্তু টোটাল সাধু সম্প্রদায়ের তুলনায় সেটা নগন্য । এছাড়া সাধু সমর্পযায়ে কিছু লাইফস্টাইল -কিছু তীর্থ মাস্ট । যেমন নর্মদা নদীর বেড ধরে পরিক্রমা ।আবার হিমালয়ের কয়েকটা রুট আছে হিসেবের মধ্যে । এনারা গিয়ে আবার ফিরে আসেন । হিমালয়ে "গুহার মধ্যে " থেকে যাওয়া সত্যি চাপের । অত চাপ কেও নেন না ।
  • lcm | 83.162.22.190 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৩৭719179
  • বোঝো! জেবনে কোনোদিন কুন্ডু স্পেশালে ভোমোন করি নি। একক যে কি জানে না সেটাই একটা ইয়ে ---
  • lcm | 83.162.22.190 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৩৮719181
  • আরে বাবা, নাগা সন্নেসী বিলুপ্তপ্রায় প্রাণী।
    অবশ্য একক আবার তাদেরকে সর্বত্র দেখতে পায়।
  • Ekak | 53.224.129.47 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৩৯719182
  • "কুন্ডু স্পেশাল" একটা ফিগার অফ স্পিচ :):) ওরা বেছে বেছে "ফ্যামিলি সেফ " জায়গায় নিয়ে যায় যেখানে বাঙালির কোনো কালচারাল শক লাগবেনা । তাই ওরকম ট্রাভেল প্যাটার্ন কে "কুন্ডু স্পেশাল " বলার রেওয়াজ :)
  • জয়গুরু | 56.165.230.5 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৪০719185
  • আহা । পাবলিক তো হিংসেয় জ্বলেপুড়ে মরছে । আইনটা তুলে দে মা, এই বিপ্লবীরা সপরিবারে ন্যাংটো হয়ে নিয়মিত অফিস যান । দেখে চক্ষু সার্থক করি ।
  • lcm | 83.162.22.190 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৪০719184
  • হে হে, "আনসেফ" জায়গায় গিয়ে দেখতে হবে।
    হা হা , মাইরি ...
  • lcm | 83.162.22.190 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৪০719183
  • বললুম তো, দু একটা ফেস্টিভ্যালে (কুম্ভ/গঙ্গা...) এখনও নগ্ন সন্নেসি দেখা যায় - ফটোগ্রাফাররা ভিড় করে।
  • Ekak | 53.224.129.47 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৪১719186
  • এটা একদম না জেনে বললেন । একটু খোঁজ খবর নিন । গত 15 বছরের হিসেব আছে উত্তরপ্রদেশ সরকারের কারণ তাদের কে পুলিশ থেকে মেলার ফায়ার সিকিউটিটি সব দিতে হয় । নাগা সাধু বাড়ছে শুধু তাই নয় , প্রচুর মহিলা নাগা সাধু আসছেন । তাঁদের কিন্তু পাবলিক নুডিটির অধিকার নেই । "বিলুপ্তপ্রায় প্রাণী " হলে এমন হতোনা ।
  • ranjan roy | 192.69.167.171 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৪৩719187
  • এল সিএম,
    আপনি মুদি দোকানে গিয়ে মদের বোতল দেখতে পাবেন --ভাবছেন।
    উপরোক্ত কোন তীর্থেই নাগাসন্ন্যাসীদের দেখা পাওয়ার কথা নয়। নির্দিষ্ট সীজন যেমন কুম্ভমেলা ছাড়া এদের পাবলিকলি দেখা পাওয়া যায় না। এরা শৈব। বিশ্বনাথ ছেড়ে অন্যগুলো তো শৈবতীর্থ নয়।
    তবে হিন্দিবলয়ে মাঝে মধ্যেই ছোট টাউনে বা শহরের উপকন্ঠে অমন নাগা সন্ন্যাসী মাঝে মধ্যে একা বা পাঁচজনের দল এসে ছড়িয়ে পড়ে। সম্পন্ন লোকজনের বাড়ি যায়। প্রথমেই ল্যাংগট সরিয়ে দেখায় যে পুরুষাঙ্গ কোমর থেকে একটি লোহা বা পেতলের শেকল দিয়ে বাঁধা আছে। ওদের সংযমের প্রতীক। তারপর এই ধরণের ভবিষ্যবাণী করেঃ
    "আপ আপকে এইসে দোস্ত সে সাবধান রহিয়ে জিসকা নাম কা আদ্যাক্ষর a বা c সে হ্যায়।"
    আমার ব্যবসায়ী বন্ধুটি ভয় পেয়ে গেল। কারণ ওর যে ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে নতুন ইউনিট খুলেছে তার নাম অরুণ অগ্রবাল-- a!
    আমি অনেক বললাম। এভাবে ফালতু লোকের কথায় পুরনো বন্ধুকে সন্দেহ কর না। ও মাথা নাড়ল, ফ্যাকাশে হাসল ও সাধুকে একশ টাকা প্রণামী দিল।
  • Ekak | 53.224.129.47 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৪৪719188
  • পরিসংখ্যান দেখুন খুঁজে পেতে বুঝতে পারবেন । "রিয়েল নাগা সাধু " রা বিলুপ্তপ্রায় বলে কিছু লেখালেখি হচ্ছিলো মাঝখানে ঐগুলো পড়েছেন মনে হচ্ছে । ওতে কিস্যু যায় আসে না । কে রিয়েল কে রীলে নয় জেনে কী করবো যেখানে ধর্মের আড়াল থাকলেই তারা একটা স্পেশাল অধিকার পাচ্ছে ? কাজেই যারা অধিকার ভোগ করছে সবাই রিয়েল ।
  • sm | 53.251.91.253 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৪৫719190
  • Name: sm

    IP Address : 53.251.91.253 (*) Date:28 Aug 2016 -- 12:45 PM

    কিন্তু এই যে এই মালগুলো এসে অ্যাসেম্বলি তে ডায়লগ দিচ্ছে "ধর্ম হলো স্বামী আর রাজনীতি হলো স্ত্রী"। স্ত্রী স্বামীর কথায় ওঠা বসা করবে, এই হলো এদের মোদ্দা কথা। এরপর তো সব বাবা রামদেব, কামদেব, হারামদেব সব এসে দেশের অর্থনীতি, রাজনীতি, ডিফেন্স, রেল বাজেট সব পলিসি ঠিক করবে, রামরাজ্যের চূড়ান্ত যাকে বলে।
    --
    সংসদে ল্যাংটো হয়ে বলা নিয়ে কেউ সাপোর্ট করেনি তো। সাধুরা পলিসি ঠিক করুক এমন কথাও কেউ বলে নি।
    কিন্তু নাগা দের ব্যান করা হউক; কারণ তারা নাগা আর অন্য কারোর নাগা হবার জো নেই তাই ন্যুডিস্ট কলোনি করার বা ঘুরে ফিরে বেড়াবার অনুমতি দেওয়া হউক।- এটার বিরোধিতা করা হয়েছে মাত্র।

    ----এই যে, রঞ্জন বাবু, আপনার প্রশ্নের উত্তর আমি আগেই দিয়ে রেখেছি। সুতরাং আপনি আমার আগের বক্তব্য হয়তো পড়েন নি? যদি পড়ে থাকেন, তাহলে আপনার পোস্টার এই লাইন টা-
    "কাজেই হরদম রাস্তাঘাটে দ্খেতে পাবেন সেটা বলাই প্রশ্নটাকে ঘেঁটে দেওয়া, আরও ঘেঁটে দেওয়া যে নিজের আখড়ায় নয়, সংসদে, পাবলিক প্লেসে ওঁদের নগ্নযাত্রার অধিকার নিয়ে।" এটা, সম্পূর্ণ ইগনোর করলাম।

    আমার মোদ্দা কথা হলো,যুগ যুগ ধরে চলে আসা কোনো রিচ্যুয়াল - যেমন কুম্ভ তে নাগা সাধুদের চান,ছত্তিশ গড়ে চান করে উপাসনা স্থলে যাওয়া; এইসব জিনিস দুম করে ব্যান করতে যাবে কেন সরকার?
    এনারা তো রাস্তা ঘটে,ট্রামে বাসে হামেশাই ঘোরা ফেরা করছেন না। করলে অন্য কথা।
    এবার আপনি বলুন স্পষ্ট করে; কুম্ভ তে চান বা উপাসনা স্থলে সবার সামনে এদের উপস্থিতি ব্যান করার পক্ষপাতী কিনা?
  • গুল | 87.247.181.163 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৪৫719189
  • অনধিকারের প্রশ্নই নেই । কোনো মহিলা নাগা সাধুকে নগ্নতার জন্য কেস দেওয়া হয়নি । উত্তরপ্রদেশ সরকারের কাছে খবর নিতে পারেন ।
  • dc | 120.227.246.92 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৪৬719193
  • আরে নানা নাগা সাধু আমিও দেখেছি, ওদের দেখা পাওয়া যায় না সেরকম না। আমি যা দুএকটা স্যাম্পেল দেখেছি, সেগুলোকে ছিটেল মনে হয়েছে, অবশ্য ছিটেল না হলে আর কেই বা ধার্মিক হয়।

    যাই হোক, এমনিতে পাবলিক নুডিটি আইন নিয়ে এককের সাথে দ্বিমত নেই - আইনটা যদি আছেই তো পাবলিক স্পেসে সবার জন্য সেটা ইমপ্লিমেন্ট হওয়া উচিত। তবে আমার মনে হয় কিছু ক্ষেত্রে ব্যালেন্সিং অ্যাক্ট করাও যেতে পারে। নাগারা যে কুম্ভ মেলাটেলায় ন্যাংটো হয়ে ঘোরাঘুরি করে সেটা ছাড় দেওয়া যেতে পারে, অতো রেস্ট্রিকটিভ হওয়াও উচিত না। এমনকি কুম্ভ মেলায় সাধারন লোকেও যদি ন্যাংটো হয়ে ঘোরাঘুরি করে তো করুক না! তবে মেলা ছেড়ে রাস্তায় চলে এলে পুলিশ এসে ধরে নিয়ে যাক। একক যে পেন্ডুলাম ছবিটা দিয়েছেন সেই লোকটাকেও ধরা উচিত।
  • lcm | 83.162.22.190 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৪৬719192
  • কি মুশকিল, বললাম তো, দু একটা মেলা ফেলা ছাড়া ন্যাংটো সাধু দেখা যায় না। তাও মেলায় এক লাখ লোক হলে, তার মধ্যে হয়ত ৫-১০ টা মেরেকেটে।

    যাদের দেখাই যায় না, তাদের নিয়ে আর এত...
  • Ekak | 53.224.129.47 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৪৭719195
  • মহিলা নাগা রা তো নগ্ন থাকেন না ! সেটাই তো লিখলুম ! এসব পাবিলকের মাথায় কী আছে :):)
  • Blank | 24.96.72.240 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৪৭719194
  • নাগাদের সংখ্যা মিলিয়নে। প্রতি বছর বিভিন্ন আখড়ায় আরো হাজার ২/৩ সাধু রিক্রুট হয়। নাগা দেখতে হলে যেতে হবে মুলত দ্বাদশ জ্যোতিলিঙ্গের রুটে বা হিমালয়ের পাদদেশে। এর বাইরে কুম্ভ, গঙ্গাসাগর আছেই।
    এলসিএম দার কোনো আইডিয়া নেই বোঝা যাচ্ছে। নইলে 'এখনো নগ্ন সন্ন্যাসি দেখা যায়' এই টার্ম টা ইউজ করতো না।
  • lcm | 83.162.22.190 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৪৮719196
  • রিয়েলি! কম্প্লিট ন্যুড নাগা সাধু - এক মিলিয়ন! দশ লক্ষ !!
  • চ্চুঃ চ্চুঃ | 87.247.181.163 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৪৯719198
  • " প্রচুর মহিলা নাগা সাধু আসছেন । তাঁদের কিন্তু পাবলিক নুডিটির অধিকার নেই ।"

    যারা চয়েস আর অধিকারের তফাৎ বোঝে না তাদের কি বলে ? :)
  • Ekak | 53.224.129.47 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৪৯719197
  • এলসিএম দা যথারীতি স্বভাবসুলভ :)
  • Blank | 24.96.72.240 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৫১719200
  • আবার এলসিএম দা না জেনে সম্পুর্ন ভুল তথ্যের ওপর কথা চালাচ্ছে। এক একটা মহা চানের দিনে কয়েক লাখ নাগা সন্যাসী চান করতে যায় কুম্ভ্বে। সংখ্যাটা বিশাল। আর সে বড় ভয়ানক জিনিস।
  • Porphyrion | 147.59.157.244 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৫১719199
  • ল্যাদোষদা আবার সেই হলধর মোডে চলে গেছে! ৫-১০ টা নাগা সাধু? ধুর, কোনো আইডিয়াই নেই!
  • Abhyu | 160.129.103.232 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৫৩719201
  • ধর্মের নামে স্পেশাল ট্রিটমেন্ট ব্যান করাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু শুধু নাগা সন্ন্যাসীদের পিছনে লাগা কেন? তিন তালাক গোছের জিনিস অ্যাড্রেস করা বেশি দরকারী নয়?

    আবারো বলছি, সন্ন্যাসীর কাজ ঈশ্বর উপাসনা করা, সংসদে বক্তৃতা করা নয় - তা সে স্বামী রঙ্গনাথানন্দই হোন কি কেজরীর উপাস্য বাবাই হোন।
  • lcm | 83.162.22.190 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৫৪719203
  • দশ লাখ ল্যাংটো সাধু ! কোথায় ভাই। কোন মেলায় !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন