এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্মের নামে কাপড় খুল্লে আপত্তি নাই , সংসদেও !

    একক
    অন্যান্য | ২৭ আগস্ট ২০১৬ | ৫৯৩৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 83.162.22.190 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৫৫719204
  • সাধু-সন্নেসি লাখে লাখে আছে, সবাই জানে।
    একদম উদম সাধুর কথা হচ্ছে।
  • Blank | 24.96.72.240 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৫৬719206
  • অভ্যু দা, প্রশ্ন টা নাগা সন্যাসী দের পিছনে লাগা নয়। প্রশ্ন টা হলো নাগারা কেন স্পেশাল প্রিভিলেজ পাবে। তাহলে সরকারি ভাবে সবার জন্য ন্যুডিটির অধিকার মেনে নেওয়া হোক।
    আর তিন তালাক গোছের জিনিস তুলে দেওয়ার জন্য বহুদিন ধরেই চলছে। বিজেপি নাকি কথা দিয়েছিল মুসলিম পার্সোনাল ল তুলে দেবে।
  • Abhyu | 160.129.103.232 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৫৬719205
  • আচ্ছা ভারতে কোনো ন্যুড বীচ আছে?
  • Abhyu | 160.129.103.232 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৫৭719210
  • বুনুর পোস্টে কোনো প্রবলেম নেই। একক নেহাত স্বাধীনতার আগের সাধুসন্ন্যাসী থেকে আরম্ভ করেছিল কিনা!
  • ranjan roy | 192.69.167.171 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৫৭719209
  • এস এম বলছেনঃ
    ১)"সংসদে ল্যাংটো হয়ে বলা নিয়ে কেউ সাপোর্ট করেনি তো। সাধুরা পলিসি ঠিক করুক এমন কথাও কেউ বলে নি।"

    -- জিগ্যেস করছি -- নিন্দে বা বিরোধিতা করছেন কি? অভ্যু করেছে। আপনি? শুধু সাধুদের ব্যান করার বিরোধিতা করবেন? ওদের সংসদে নগ্ন হয়ে নারীবিরোধী বক্তব্য রাখার বিরোধিতা করবেন না?
    অভ্যু কিন্তু দুটোই করেছে। আপনি? নইলে মৌনং সম্মতি লক্ষণং ধরে নেব।

    ২)"এবার আপনি বলুন স্পষ্ট করে; কুম্ভ তে চান বা উপাসনা স্থলে সবার সামনে এদের উপস্থিতি ব্যান করার পক্ষপাতী কিনা?"
    -- স্পষ্ট করেই বলছি আমি এদের উপাসনা স্থলে বা কুম্ভমেলায় এদের উপস্থিতির একেবারেই বিরোধী নই। ভকতরা যাবে? যাক। আমার মত আমোদগেঁড়েরা যাবে -যাক। যাদের আপত্তি করার তারা ওদিক মাড়াবে না।
    কিন্তু রাজপথে বা সংসদে নগ্ন সাধুদের উপস্থিতির বিরুদ্ধে। আপনি?

    খেয়াল করুন, একক স্পষ্ট করে দিয়েচে যে ওদের আখড়ায়/সাধনার স্থলে ওরা কি বেশে থাকবে সে নিয়ে কুন বক্তব্য নাই।
  • লিবারবাল | 47.130.227.133 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৫৭719208
  • তিন তালাক ? কেলো করেচে ! ওটা আমার সিলেবাসে নেই । সংখ্যালঘুর অধিকার বাওয়া ।
  • Blank | 24.96.72.240 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৫৭719207
  • কুম্ভ মেলায়।
  • | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৫৯719212
  • হ্যাঁ হ্যাঁ বিজেপী যে বলেছিল মুসলিম পার্সোনাল ল তুলে দেবে -- তার কদ্দুর? কেউ জানে? কোনও পিটিশান কি ফ্লোট হচ্ছে? একটু লিংকিটা দেবেন তো।
  • Ekak | 53.224.129.47 | ২৮ আগস্ট ২০১৬ ১৪:৫৯719211
  • অভ্যু কি কোথাও তিন তালাকের স্বপক্ষে বলতে আমাকে দেখেছে ? তিন তালাক হোক বা হিন্দু ম্যারেজ একটি 1954 তার বিরোধী । আমি সর্বদাই ধর্মের নাম স্পেশাল ট্রিটমেন্ট এর বিরোধিতা করি । কোন ধর্মের নামে করছি তার ওপর বেস করে বিপক্ষের মুখগুলো পাল্টে যায় শুধু । তিন তালাক থেকে তারস্বরে মাইক বাজিয়ে নামাজ -কীর্তন সবকিছুর ই বিরোধিতা আগেই বিভিন্ন টই তে করেছি । এখানে নগ্নতার কথা আনার কারন , পাবলিক নুডিটি ও তৎসংক্রান্ত আইন নিয়ে সরকার প্রচন্ড সেনসিটিভ অথচ ধর্মের আড়ালে যারা তাদের ক্ষেত্রে ছাড় দিয়ে রেখেছে ।
  • sm | 53.251.91.253 | ২৮ আগস্ট ২০১৬ ১৫:০০719214
  • আচ্ছা, বোঝা গেলো। নাগা সাধু দের সেফ জায়গায় দেখা যাবেনা; দেখতে গেলে আন সেফ জায়গায় যেতে হবে।অর্থাৎ হিমালয় বা নর্মদার পাশ ধরে পাহাড়ি অঞ্চলে যেতে হবে।অনেকটা বান্ধবগড়ে বাঘ দেখার মতন। অর্থাৎ আপনাকে ওদের আস্তানায় গিয়ে খুঁজে নিতে হবে।
    রঞ্জনবাবু ও মোটামুটি তাই ই বললেন। দুচারজন করে নাগা ছত্তিশগড়ে আসে আর কাপড় তুলে কি সব ম্যাজিক দেখায়।
    এর থেকে কি বোঝা গেলো ওরা নিশ্চয় লজ্জা নিবারণের বস্ত্র পরে লোকজনের বাড়িতে দেখা করতে এসেছিলো। নয়তো কাপড় তুলে ম্যাজিক দেখাবে কেমনে? সুতরাং রাস্তা ঘাটে ন্যুডিটি হাল হামেশা প্রদর্শনী চলছে এমন টি নয়।
    বহু গুরু পাঠক এর বাস্তব অভিজ্ঞতাও তাই বলছে।
    তো, এতো হৈচৈ এর কি আছে?
  • lcm | 83.162.22.190 | ২৮ আগস্ট ২০১৬ ১৫:০১719215
  • বারো বছর অন্তর এক মেলায় হাজির ওসব - স্পেশাল কেস।
    বলতে চাইছি, সারা দেশ জুড়ে, প্রিন্ট-ভিসুয়াল মিডিয়া জুড়ে, যেমন মন্দির, দেব-দেবী, পুজো-আচ্চার উপস্থিতি প্রকট -- মানে, ইউ ক্যান নট অ্যাভয়েড ইট --- নগ্ন সাধুদের উপস্থিতি কিন্তু তেমন নয়।
  • | ২৮ আগস্ট ২০১৬ ১৫:০২719217
  • আর ল্যাদোশের কোনও ধারণাই নেই কুম্ভয় কি পরিমাণ ল্যাংটা সন্ন্যসী আসে। পরের কুম্ভটা অ্যাটেন্ড করার চেষ্টা করতে পার। লাইফটাইম এক্ষপি হবে।
  • Dilip | 208.50.200.139 | ২৮ আগস্ট ২০১৬ ১৫:০২719216
  • Very encouraging. No special privilege should be entertained. Also protest against this - Article 370 of the Indian constitution is an article that grants special autonomous status to the state of Jammu and Kashmir.
  • Blank | 24.96.72.240 | ২৮ আগস্ট ২০১৬ ১৫:০৪719219
  • এস এমের পোস্ট পড়লে বোঝা যায় যে সমান অধিকার, গনতন্ত্র ইত্যাদি সবার জন্য নয়। অনেকেই শাসিত হতে পছন্দ করে।
  • ranjan roy | 192.69.167.171 | ২৮ আগস্ট ২০১৬ ১৫:০৪719218
  • নগ্নতার বন্দনা
    =============
    ন্যাংটো হব, ন্যাংটো করব, কাউকে ছাড়ব না,
    আরে, ন্যাংটো হতে লজ্জা পেলে ছেলেপুলে হবে না।
    যাদের ন্যাংটো হবার ভয়, তারা কোন কাজের নয়,
    পার্লামেন্টে ন্যাংটো হলেও মন্ত্রী কুর্শি ছাড়ে না
    ন্যাংটো হব, ন্যাংটো করব, কাউকে ছাড়ব না।।
  • lcm | 83.162.22.190 | ২৮ আগস্ট ২০১৬ ১৫:০৫719221
  • দ,
    আমি কিন্তু বারবার বলছি কুম্ভ/গঙ্গাসাগর --- এরকম কয়েকটা ওকেশনে দেখা যায়।
    আচ্ছা ঠিক আছে, এই সময় অনেক সংখ্যায় দেখা যায়, আমার কোনো ধারনাই নেই। ঠিক।

    কিন্তু, এই সব বাদ দিয়ে দেখা পাওয়া মুশকিল।
  • dc | 120.227.246.92 | ২৮ আগস্ট ২০১৬ ১৫:০৫719220
  • একটা ছিটেল পাব্লিক ন্যাংটো হয়ে বিধান সভায় আলতু ফাল্তু বকে যাবে, এর বিরুদ্ধে অবশ্যই হৈচৈ করা উচিত।
  • বৃথা চেষ্টা | 195.80.129.131 | ২৮ আগস্ট ২০১৬ ১৫:০৬719222
  • "খেয়াল করুন, একক স্পষ্ট করে দিয়েচে যে ওদের আখড়ায়/সাধনার স্থলে ওরা কি বেশে থাকবে সে নিয়ে কুন বক্তব্য নাই।"

    একক কিন্তু কুম্ভমেলাকে পাবলিক প্লেস মনে করে, সাধুদের আখড়া নয় । রঞ্জন বৃথাই অ্যাপোলজিস্ট হচ্ছেন, লাভ হবে না ।
  • lcm | 83.162.22.190 | ২৮ আগস্ট ২০১৬ ১৫:০৭719225
  • ছিটেল কেন। খুব নন-ছিটেল লোকও ল্যাংটো হয়ে বিধানসভায় ঢুকতে পারে না। পারা উচিত নয়।
  • Ekak | 53.224.129.47 | ২৮ আগস্ট ২০১৬ ১৫:০৭719223
  • স্বাধীনতার আগে থেকে শুরু করার কারণ একটাই । আমাদের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় একটা ধর্ম সংক্রান্ত দ্বিচারিতা আচেহ সেটা দেখানো । চিরকাল মেয়েদের পোশাকের সীমানা ঠিক করে দেওয়া হবে , ছেলেদের ড্রেস কোড হবে অথচ ধর্মীয় সাধু সন্যাসীদের ছাড় দেওয়া হবে । এই ব্যবস্থা তো স্বাধীনতার আগে বা পরে কিছুই পাল্টায় নি ! মানসিকতা একই রয়েছে । কাজেই আলাদা করে 1947 এর পরে বিভাজন করে কী করবো যেখানে জনমানস প্রকৃতপক্ষে এটাই দেখাচ্ছে যে সংসদে নাগা সাধু এলাউড এদিকে মহিলারা ওড়না না পড়লে তাকে কাজের যায়গায় অপমান করা যায় । এতো স্বাধীনতার আগের মানসিকতাই । এরকমই ছিল ভারত । এই আবহমান দ্বিচারিতাকেই ধাক্কা দেওয়া দরকার । বিশেষ কোনো রাজনীতির প্রতি বিরাগ নেই যে শুধু রাষ্ট্র কে খিস্তি মেরে কার্যসিধ্ধি হবে ।
  • Blank | 24.96.72.240 | ২৮ আগস্ট ২০১৬ ১৫:০৮719226
  • মহা কুম্ভ হয় ১২ বছর। আর কুম্ভ/অর্ধ কুম্ভ প্রতি বছরেই হয়। আমি যা বল্লাম তা মহা কুম্ভ নয়। এ ছারা গঙ্গাসাগর তো আছেই।
    তারপর নর্মদা তীরের স্নান যাত্র।
  • | ২৮ আগস্ট ২০১৬ ১৫:০৯719227
  • কুম্ভমেলা, সাগর এগুলো তো পাবলিক প্লেসই। কোনও বেড়াঘেরা ঝাঁপফেলা আখড়া তো নয়।
  • sm | 53.251.91.253 | ২৮ আগস্ট ২০১৬ ১৫:১০719229
  • "সংসদে ল্যাংটো হয়ে বলা নিয়ে কেউ সাপোর্ট করেনি তো। সাধুরা পলিসি ঠিক করুক এমন কথাও কেউ বলে নি।"

    -- জিগ্যেস করছি -- নিন্দে বা বিরোধিতা করছেন কি? অভ্যু করেছে। আপনি? শুধু সাধুদের ব্যান করার বিরোধিতা করবেন? ওদের সংসদে নগ্ন হয়ে নারীবিরোধী বক্তব্য রাখার বিরোধিতা করবেন না?

    --
    আপনাকে আর কি বলবো, রঞ্জনবাবু? এখানে পরিষ্কার করে লেখা হয়েছে,'"সংসদে ল্যাংটো হয়ে বলা নিয়ে কেউ সাপোর্ট করেনি তো। সাধুরা পলিসি ঠিক করুক এমন কথাও কেউ বলে নি।"
    এর মানে তো একটাই হয়, আমিও ওই মতে সাবক্রাইব করি। কারণ পোস্ট টা আমি ই লিখেছি।
    আপনি ভবিষ্যতে ডাইরেক্ট প্রশ্ন করবেন; সেটা তো বুঝতে পারিনি; তাই আমার পূর্বে লেখা পোস্ট উল্লেখ করে দিয়েছিলাম।
    এটা পড়ে থাকলে, নিশ্চয় যে কেউ বুইতে পারবে, আমার বক্তব্যের এসেন্স কি।
    এনিওয়েজ আমার বক্তব্য কি বোঝাতে পেরেছি ? না পেরে থাকলে আরো ডিটেল এ লিখতে পারি।
    হ্যা,নগ্ন হয়ে সংসদে ঢুকতে দেওয়া উচিত হয়নি এই নিয়েই আমার মূল বক্তব্য; আর সাধু সন্যাসী দের বক্তব্য নিয়ে রাজনৈতিক পলিসি ঠিক হোক সেটা তো আরো চাই না।
    সুতরাং ওই ব্যক্তি নারীবাদী না নারীবিরোধী বক্তব্য রাখলো; সেই নিয়ে আমার কুনো ইন্টারেস্ট নাই।
  • Blank | 24.96.72.240 | ২৮ আগস্ট ২০১৬ ১৫:১০719228
  • কি আস্চর্য, পুরী বা মীনাক্ষী মন্দিরে ওদের দেখা পাওয়া যায় না বলে ওরা রেয়ার !! এলসিএম দার লজিকে চল্লে সাদা চামড়ার লোক জগতে রেয়ার কারন আমি কোল্কাতা, বর্ধমান, নর্থ বেঙ্গলে সহেব দেখতে পাইনা। খুব কম মাঝে মাঝে এক দুজন সাহেব টুরিস্ট দেখা যায়।
  • lcm | 83.162.22.190 | ২৮ আগস্ট ২০১৬ ১৫:১৩719231
  • ব্ল্যাংকি,
    বুঝেছি। নির্দিষ্ট কিছু মেলাতে দেখা যায়। এবং, সংখ্যা বেশ ভালই।

    কিন্তু সেটা আগে থেকে জানা, মানে যারা যান তারা জানেন যে ওখানে পাবলিক ডিসপ্লে অফ ন্যুডিটি হতে পারে।

    বিধানসভা তো মেলা নয়।
  • Porphyrion | 147.59.157.244 | ২৮ আগস্ট ২০১৬ ১৫:১৩719230
  • সুযোগ পেয়ে একটি চাড্ডি মর্কট ঢুকে পড়েছে দেখছি। ও ফিলিপ্বাউ, ফেবু ছেড়ে এখানে কেন?
  • Abhyu | 160.129.103.232 | ২৮ আগস্ট ২০১৬ ১৫:১৬719232
  • নাগা অর নো নাগা, কুম্ভটা লাইফটাইম এক্ষপি হবেই। আমার সেই উপন্যাসটা পড়ার পর থেকেই একবার যাবার ইচ্ছে। ২০০৬-এর টইতে তুলে দেব ভাবছি।
  • Abhyu | 160.129.103.232 | ২৮ আগস্ট ২০১৬ ১৫:১৭719233
  • আমাদের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় ধর্মের নামে অনেক কিছু চলে আসছে সেটা নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না।

    আমি যতদূর জানি ত্রৈলঙ্গস্বামী নাগা সম্প্রদায়ের সন্ন্যাসী ছিলেন না। পরমহংস অবস্থায় উলঙ্গ থাকতেন। একটা ইউনিক কেস। লোকশ্রুতি যে তার জন্যে জেলে পোরার চেষ্টাও করেছিল বৃটিশ সরকার, সুবিধে হয় নি।
  • Abhyu | 160.129.103.232 | ২৮ আগস্ট ২০১৬ ১৫:১৮719236
  • বিধানসভাও মেলাই। যারে কয় হট্টমেলা :)
  • lcm | 83.162.22.190 | ২৮ আগস্ট ২০১৬ ১৫:১৮719234
  • ব্ল্যাংকি,
    সম্পূর্ণ নগ্ন সাধু কিন্তু ভারতবর্ষে অত সহজে ভিজিব্‌ল নয়। আমি দক্ষিণ-উত্তর ভারতে বেশ কিছুটা ঘুরেছি একসময় (৮০-র দশক), তার মধ্যে অনেক ছিল র‌্যান্ডম ঘোরা - দেখতে পাই নি। উত্তর-পুর্বে যাই নি তেমন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন