এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্মের নামে কাপড় খুল্লে আপত্তি নাই , সংসদেও !

    একক
    অন্যান্য | ২৭ আগস্ট ২০১৬ | ৫৯৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 198.70.6.63 | ২৮ আগস্ট ২০১৬ ২২:০৪719272
  • দমদি, আইন ভাঙছে বিধানসভার স্পিকার, যিনি এই ল্যাঙটা আইটেমটাকে আইনসভায় প্রবেশের অনুমতি দিচ্ছেন। যেটা একক পাশ কাটিয়ে যাচ্ছেন।
  • Abhyu | 160.129.103.232 | ২৮ আগস্ট ২০১৬ ২২:০৪719271
  • সে ঠিক আছে - ওনাকে জেলে পোরাই উচিত। সেই সঙ্গে যাঁরা এই যুগান্তকারী লেকচারটা অর্গ্যানাইজ করেছিলেন তাঁদেরও। আমি খুবই ধর্মের নামে বাঁদরামি বন্ধ করার সমর্থক। তার জন্যে ত্রৈলঙ্গস্বামী থেকে কুম্ভমেলার নাগাদের জেলে ভরার দরকার নেই।

    অবশ্য এটা ধর্মের রক্ষাকবচ না ভোটের রাজনীতি (সাধুকে জেলে পোরা ভারতে সহজ না) সে নিয়ে আমার সন্দেহ আছে।
  • | ২৮ আগস্ট ২০১৬ ২২:১২719273
  • বেশ তো একককে না ধরে আপনি সেই নিয়ে লিখুন। একক আরেকটু বড় প্রেক্ষিতে বলেছেন আর কি। কুম্ভতে সাধারণ মানুষও যাঁরা চয়েস করবেন হয় তাদেরও অধিকার দেওয়া হোক নয়ত কাউকে প্রকাশ্যে নয়।

    আপনি শুধু বিধানসভা ফোকাস করে লিখে ফেলুন।

    অভ্যু, ভোট যোগাড়ে ধর্মের চেয়ে ভাল টুল আর নেই। তাই তিন তালাকও বাতিল হয় না আর নাগাদের প্রকশ্যে ল্যাংটা হয়ে ঘোরার অধিকারও বাতিল হয় না।
  • sm | 53.251.89.209 | ২৮ আগস্ট ২০১৬ ২২:১৩719274
  • Ekok মোট্টেও তা বলেনি।এখানে আইন ভঙ্গ করলে ধর্মের নামেo তাকে সুরক্ষা দেওয়ার কথা কেউই বলে নি। বরঞ্চ 294 ধারাতেই ধর্মের নামে, সুরক্ষা কবজ দেওয়া আছে।
    এককের মতে কুম্ভ মেলা তেও;নাগাদের ব্যান করা উচিত বা আইন সংশোধন করে আম জনতা কেও অনুরূপ সুযোগ দেওয়া উচিত।
    তার অনুষঙ্গ হিসাবে বিভিন্ন ধর্মীয় নেতাদের ছবি পোস্ট করা হয়েছে।যেটা অন্তত আমার মতে অপ্রাসঙ্গিক।
  • ranjan roy | 192.69.167.171 | ২৮ আগস্ট ২০১৬ ২২:৪৩719275
  • এস এম উবাচঃ
    এলাহাবাদ স্টেশন থেকে নাগারা নিশ্চয় একটা নির্দিষ্ট পথ দিয়ে যাতায়াত করে।বহুযুগ ধরেই যাচ্ছে। কাজেই আমার মতে এটি মেলার ই এক্সটেনশন।চাইকি, পুরো প্রয়াগ জায়গাটাই তখন মেলা ছাড়া আর কিছুই নয়।

    -- আরে আমিও তাই বলছি। এভাবে দেখলে তো গোটা ভারতবর্ষটাই নাগাসাধুদের জন্যে মেলার এক্সটেনশন।, কেননা যুগ যুগ ধরে আসছে।
    ঘুরে ফিরে সার তাই দাঁড়ালো তো? ধর্মের নামে যুগ যুগ ধরে হয়ে আসছে, কাজেই চলতে দেওয়া হোক।
    সতীদাহ থেকে বিধবাদের চুল ছেঁটে আতপ চাল ও নির্জল উপবাস সবই ধর্মের নামে হয়ে আসছে।
    কেসি,
    যে সুপারি দিয়েছে নিশ্চয় তাকে ধরতে হবে, কিন্তু যে ভাড়াটে খুনি পয়সা নিয়ে সর্বত্র খুন করে বেড়াচ্ছে আগে তাকে ধরতে হবে না? কান ধরে টানলে মাথা ঠিকই আসবে।
  • সমর্থন | 56.182.106.190 | ২৮ আগস্ট ২০১৬ ২২:৪৮719276
  • এই 294এই তো পার্কে প্রেম করতে বসলে পুলিশ কেস দেয় । গুরুজনেরা এটার সর্বাত্মক প্রয়োগ চাইছেন দেখে বড় ভাল লাগল । সত্যি তো, হোক কলরবের নামে চুমোচুমি পছন্দ না হওয়ারই কথা । অনেক পাগল আর হ্যাঁ পাগলিও ন্যাংটো ঘুরে বেড়ায় । দৃশ্যদূষণের চূড়ান্ত । কেউ যেন পার না পায় ।
  • Abhyu | 160.129.103.232 | ২৮ আগস্ট ২০১৬ ২২:৫১719277
  • এখানে হোক কলরবের কি?
  • .২৯৪ | 55.112.69.73 | ২৮ আগস্ট ২০১৬ ২২:৫৪719278
  • ওই আর কি । হোক চুম্বন । ২৯৪ মতে বেয়াইনি ।
  • Ekak | 53.224.129.47 | ২৮ আগস্ট ২০১৬ ২৩:১৩719279
  • এর জন্যে হোক কলরব টানার দরকার পরেনা । সারা দেশে প্রকাশ্যে চুম্বনের জন্যে যত কাপল রেগুলার হেনস্থা হয় তাদের সংখ্যা কলোরোবিদের থেকে অনেক গুন্ বেশি । সেইজন্যেই বারংবার প্রশ্ন আসে যে দেশের সবাই তাদের অধিকার থেকে বঞ্চিত অথচ 294 তে ধর্মের আড়ালে থাকা লোকদের প্রশ্রয় দেওয়া হবে কেন । এই ধর্মতোষণকারী এমেন্ডমেন্ট এর বিলোপ চাওয়া হচ্ছে । এর জন্যে ধর্মীয় লোকদের কীর্তিকলাপ তুলে ধরে তারা যে পার পেয়ে যাচ্ছে সেটা দেখানোই দরকার । স্পীকার কে ধরতে গিয়ে কি করবো ? তিনি তো 294 দেখাবেন । আর গেস্ট লেকচারার কে সংসদে আনা বেআইনি নয় । প্রতিবাদ করলে হলে গোটা সিস্টেম এবং স্পেশাল এমেন্দমেন্ট এর ই প্রতিবাদ করতে হবে । কালা এমেন্ডমেন্ট তুলে নেওয়া হোক নইলে সবার ওপর বলবৎ হোক এটা বলা আটকানোর জন্যে আরও কত "অমুক কে তো তমুক বলোনি " টাইপ যুক্তি আসে লাইন দিয়ে তার অপেক্ষায় আছি ।

    মুসলিম পার্সোনাল ল্য নিয়েও আগেও বিরোধিতা করেছি । একাধিক তই তে । ইভেন পার্সোনাল ল্য ছেড়ে দিন মুসলিম ঘেটোতে কেন বাইরের লোক ঢুকতে দেওয়া হয়না সেই নিয়েও হস্তক্ষেপ চেয়েছি । তখন লেলীরা ঝাঁপিয়ে পরে সংখ্যা লঘুর স্বার্থ রক্ষা করছিলেন । আজ তাঁদেরই মধ্যে কেও নাম বদলে পুজোর বাড়ি ভুজোর লোভে ন্যাজ তুলে নাচছে যে মুসলিমদের কেন বলা হয়না । আরে আপনাদের হিন্দু পারসনাল ল্য তুলে দেওয়া নিয়ে আপনারা বলেন ? কটা হিন্দু যেচে স্পেশাল ম্যারেজ একটে বিয়ে করে ?

    যার যেটা নিয়ে বিরোধিতা করতে হয় করুন । সমর্থন করব । কিন্তু তাতে ধর্মের আড়ালে থেকে ধর্মীয় লোকদের স্পেশাল ট্রিটমেন্ট পাওআর অধিকার জন্মে যাবেনা । এটার বিরোধিতাও করে যাবো । ব্যাস । যার যেমন পেটে সয় বুঝে খাবেন ।
  • বাঘা | 119.163.234.4 | ২৮ আগস্ট ২০১৬ ২৩:১৮719281
  • বাব্বাঃ ! কি দাপট !
  • sm | 53.251.89.209 | ২৮ আগস্ট ২০১৬ ২৩:২৫719282
  • রঞ্জন বাবু আমার মনে হয় আপনি চৌকো হয়ে ঘুরছেন। আপনি আমার একটা প্রশ্নের ও উত্তর দেন নি।
    প্রথম কুম্ভ মেলা কে ছাড় কেন? যখন সেখানে কোটি লোকের সামনে নাঙ্গা হয়ে সাধুরা ঘুরছে।
    দ্বিতীয়,আপনি বাসে, ট্রেনে,রাজপথে কোটা নাঙ্গা সাধু দেখেছেন? আই মিন,ওই ছত্তিশ গড়ের উদাহরণ বাদ দিয়ে অন্যান্য সিটি তে? যদি না দেখে থাকেন, কেন নয়? এরা তো ভারতের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়।
    আপাতত এদুটোর উত্তর দিলেই চলবে।
  • sm | 53.251.89.209 | ২৮ আগস্ট ২০১৬ ২৩:২৮719283
  • স্পীকার কে ধরতে গিয়ে কি করবো ? তিনি তো 294 দেখাবেন
    ---
    স্পিকার কি ভাবে 294 দেখাবে? এসেম্বলি তো কোনো ধর্ম সভা নয়! এসব ছেঁদো ও বাজে যুক্তি।
    আর জনস্বার্থে কেস ও তো করা যেতে পারে।
  • kc | 198.70.21.191 | ২৮ আগস্ট ২০১৬ ২৩:৩৩719284
  • সরকার নিজে কোনও ধর্ম বা মতবাদকে তোল্লাই দিতে পারেনা। রামচন্দ্র গুহ পড়েন, ইন্ডিয়া আফটার গান্ধি।
  • Ekak | 53.224.129.47 | ২৮ আগস্ট ২০১৬ ২৩:৪১719286
  • হ্যা ইউকের মিনাল জৈন কে নিয়ে রিপোর্টিং পড়েছি । চাড্ডিরা শির ফুলিয়ে চ্যাচাচ্ছিলো সংস্কৃতির বিরোধী বলে ।

    294 এর স্পেশাল এমেন্ডমেন্ট তুলে নেওয়ার জন্যে অথবা পুরো আইনটা বাতিল করার জন্যে কোর্টে আবেদন করা যেতে পারে । যেখানে অলরেডি আইনে ছাড় দেওয়া আছে সেখানে কাওকে দোষী করে মামলা করা যায়না । প্রথম শুনানির দিনই বাতিল করে দেবে । আইন বদলানোর আবেদন আনা যেতে পারে । সেটা অধিকারের মধ্যে পরে ।
  • π | ২৮ আগস্ট ২০১৬ ২৩:৪৯719287
  • নন-চাড্ডিদের মধ্যে কিন্তু প্রতিবাদের থেকে বেশি এই মর্মে পাবলিসিটি পেয়েছিল, এটা খুব সাহসী, সুন্দর কাজ। নিজের শরীর নিয়ে মিনাকের কোন ইন্হিভিশন নেই, যেটা খুব প্রশংসনীয় ইঃ, এই লাইনে। এটা নিয়ে কী বলা যায় ?
  • Ekak | 53.224.129.47 | ২৮ আগস্ট ২০১৬ ২৩:৫৪719288
  • আলাদা করে কিছু বলার নেই । পাবলিক নুডিটি একটা রাইট । যেটা বায়াসড ওয়েতে দেওয়া চলবেনা । হ্যাঁ অবসসই নো স্কিন জোন ঘোষণা করা যাবে যেখানে কারো নুডিটি এলেও নয় কিন্তু যেখানে এলেও সেখানে যে কেও নুড হতে পারে । আমার নুডিজম নিয়ে কোনো আলাদা করে বিরোধিতা -ইনক্লিনেশন কিছুই নেই । কিন্তু বায়াস নিয়ে আছে ।

    তবে নুড ক্লাব -নুড জোন এসব জায়গায় বডি শেমিং হওয়ার হাই চান্স থাকে , থাকবে । অলরেডি জাপানের একটা রেস্তোরাঁ নিয়ম করেছে ওবিস লোকদের নুড রেস্টুরেন্টে এলেও করবেন । দ্যাটস আ নেক্সট লেভেল গেম । শুরু হলে পেরোতে হবে । আগে তো সবাই অধিকার পাক । তবে সেসব লেভেল আসবে । নইলে কোনোদিনই আসবে না ।
  • Ekak | 53.224.129.47 | ২৮ আগস্ট ২০১৬ ২৩:৫৫719289
  • *এলাও করবে না
  • ranjan roy | 192.69.167.171 | ২৯ আগস্ট ২০১৬ ০০:১৪719290
  • কী সব প্রশ্ন!
    এক, কুম্ভমেলা কোন কমন পাবলিক প্লেস নয়, অবশ্যই ধর্ম সমাগম। যাঁরা ধর্ম মানেন তাঁদের যদি খারাপ না লাগে তো আমি কে? হয় মজা দেখতে যাব বা যাব না। তাঁদের যেদিন খারাপ লাগবে সেদিন তাঁরা ব্যান করার দাবি তুলবেন।
    আমার চোখে কুম্ভমেলা আর উদাসী বাবার আখড়ায় কোন তফাৎ নেই। এককের চোখে আছে। তাই ও কুম্ভমেলাতেও ব্যান করার কথা বলছে। তো?
    দুই, ট্রেনে বাসে নাঙ্গা সাধু? খুব কম দেখেছি। কারণ ওরা দলবদ্ধ ভাবে বিশেষ উপলক্ষে বেরোন। অধিকাংশ সময় হেঁটে, উটে চড়ে ইত্যাদি। আদৌ বাস বা ট্রেনে টিকিট কেটে চড়ার ধার ধারেন না। আর যখন কুম্ভ হয় তখন আখড়া থেকে নেমে আসেন। দলে দলে মাস পনের কুড়ি দিন ধরে পায়ে হেঁটে আসেন। সেই সময়ে এলাহাবাদের পথে বহু নাগা সন্ন্যাসীদের হেঁটে যেতে দেখেছি।
    তিন, জৈন মুনিরা অত্যন্ত ধনী শিষ্যগোষ্টীর আচার্য। এঁদের ভকতরা এক শহর থেকে অন্য শহরে প্রাইভেট এসি গাড়িতে করে নিয়ে যান। সেখানে বাসস্থান ও প্রবচনের স্থান সর্বত্রই দিগম্বররা নগ্ন হয়ে চলাফেরা করেন। যেমন এই শ্রাবণ মাস হল ওঁদের বিশেষ পবিত্র মাস।
    এঁরা অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দুদের তুলনায়। জৈন সন্তরা সংখ্যায় আরও কম, আঙুলে গোনা যায়।
    প্রশ্নটা জৈনমুনিদের সংখ্যা নয়, ওঁদের যিনিই আসবেন, নগ্ন হয়ে আসবেন এবং স্ত্রী পুরুষ নির্বিশিষে ওঁদের সব আচরন বিধি ও সংসারধর্ম নিয়ে ভাট বকাকে --- আহা কী শুনিলাম --করবে। এবং তা নিয়ে মুখ খুলে মশকরাও করা যাবে না।
  • ranjan roy | 192.69.167.171 | ২৯ আগস্ট ২০১৬ ০০:১৯719292
  • এবার এই নগ্ন টইকে রেহাই দিলে হয়, কী বলেন? কারও কোন নতুন কিছু বলার নেই মনে হচ্ছে।
  • sm | 53.251.89.209 | ২৯ আগস্ট ২০১৬ ০০:৩২719293
  • RR ,তাহলে দেখাই যাচ্ছে পাবলিক প্লেস এ ন্যুডিটি বলতে মত পার্থক্য আছে।
    আপনার ধারণাই সঠিক, এমনটি নয়।
    কেউ বলতেই পারে আমার বাড়ির মধ্যে আমি নাঙ্গা থাকতে পারি। কিনতু যেই তিনি খোলা বারান্দায় দাঁড়ালেন; অমনি সব গুবলেট হয়ে গেলো। আরতো প্রাইভেট রইলো না- পাবলিক প্রদর্শন হয়ে গেলো। আর পুলিশ তাকে নিয়ে যেতে পারে, যত্ন আত্তি করবে বলে।
    আমি যেমন আমার জীবনে ট্রেনে/বাসে, রাজপথে নাঙ্গা সাধু দেখিনি। অনেকে একই কথা বললেন।তাদের কথাটাই বা ফেলি কি করে? তাই আমার কাছে নাগা সাধুরা এক্সট্রা প্রিভিলেজ পাচ্ছে বলে মনে হচ্ছে না।
    তারা হয়তো কোনো বিশেষ পথ দিয়ে কুম্ভ যাতায়াত করেন বা ওই পথ টুকু কোটি বস্ত্র পরিধান করে থাকেন বা রাতের বেলায় যাতায়াত করে থাকেন।এখন ও পর্যন্ত জনজীবন বিপর্যস্ত হয়েছে বলে কোনো খবর তো চোখে পড়ে নি।
    ধর্ম পালনের জন্য সরকার যদি মনে করে ঐটুকু ছাড় দেওয়া যেতে পারে তো দিতেই পারে।
    হ্যা, যদি সারা বছর ধরে রাস্তায় ল্যাংটো হয়ে ঘুরে বেড়ায় তো জেলে পুরতে নিশ্চয় বলবো। কুনো দ্বিমত নাই তো।
  • লাট্টু | 212.142.77.207 | ২৯ আগস্ট ২০১৬ ০৬:৪৮719294
  • ভোটের জন্য এই ঐ তাই করা যাচ্ছেনা মানে ঐ ইস্যুতে ভোট হলে যারা জিতবে সেটা অ্যান্টিসিপেট করে চলা। অর্থাৎ মানুষের মতকে সম্মান জানানো হচ্ছে।একদিকে গণতন্ত্রও চাই আবার মাতব্বরিও চাই!
  • Dilip | 103.115.95.216 | ২৯ আগস্ট ২০১৬ ০৯:১৮719296
  • Like the spirit. Fight against all special privileges. Bring in uniform civil code. Remove article 370. Demolish all quotas and special rights for tribes. Enough of all these bullshit.
  • Dilip | 103.115.95.216 | ২৯ আগস্ট ২০১৬ ০৯:২৭719297
  • Glorification of nanga fakir must be stopped too.
  • dc | 233.234.77.196 | ২৯ আগস্ট ২০১৬ ০৯:৩৩719298
  • চুইং গাম বেশী চিবোলে মুখে ব্যাথা হয়।
  • সিকি | 165.136.80.35 | ২৯ আগস্ট ২০১৬ ০৯:৫৭719299
  • বাবা দিলীপ - এই ৩৭০ নিয়ে চেঁচামিচি খুবই ভালো জিনিস, মানে, খুবই ভালো, তবে সেটা রেলেভ্যান্ট টইতে গিয়ে করলে হয় না? মানে কাশ্মীরের ওপর একাধিক টই ব্লগ বা বুলবুলভাজা আছে। রান্নার টইতে পাঁচফোড়নের পাশে এক খাবলা ৩৭০ দিলে কি রান্নায় টেস্ট বাড়ে বাবা?

    আর ইয়ে, বাংলায় লেখা কি খুবই কষ্টকর?
  • Dilip | 114.200.20.46 | ২৯ আগস্ট ২০১৬ ১১:০৪719300
  • Sorry, I'm trying to learn Bengali writing. I didn't understand this is a thread for cooking. Saw people fighting here against special privileges, thought of joining them.
  • dc | 132.164.228.84 | ২৯ আগস্ট ২০১৬ ১১:৩১719301
  • অ্যাট লিস্ট সেন্স অফ হিউমার আছে, গুড :d
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ২৯ আগস্ট ২০১৬ ১১:৩৬719303
  • আপনি চেষ্টা করলেই বাংলা হরফে লিখতে পারবেন। এখানে পাতার পর পাতা হিন্দিতে পর্যন্ত লেখা হয়। আপনার লেখা ইংরিজি বেশ বুঝতে পারছি। লিখুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন