এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বালি সম্পর্কে দু চার কথা যা আমি জানি না

    Abhyu
    অন্যান্য | ২৫ আগস্ট ২০১৬ | ৩৫১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Abhyu | 125.187.60.160 | ২৫ আগস্ট ২০১৬ ১৮:১৩719404
  • name: sm mail: country:

    IP Address : 53.251.91.253 (*) Date:25 Aug 2016 -- 05:28 PM

    আচ্ছা বালি হল্ট, থেকে বালি স্টেশন গাড়ি তে কি করে যাওয়া যাবে? আই মিন,একজন বয়স্ক ব্যক্তি কে পিক আপ করবো বালি স্টেশন থেকে।উনি সিঁড়ি ভাঙতে পারেন না।

    name: j mail: country:

    IP Address : 151.197.16.185 (*) Date:25 Aug 2016 -- 05:47 PM

    হল্টে না নেমে বালিখালে নামতে বলুন, ডাইরেক্ট রিক্সা পাওয়া যাবে বালি মেন স্টেশানে যাওয়ার ( জুটমিলের রাস্তার রুট বল্লেই রিক্সা নিয়ে যাবে)

    name: d mail: country:

    IP Address : 144.159.168.72 (*) Date:25 Aug 2016 -- 05:51 PM

    ডানকুনি লোকালে এলে বালিখালে নামবে কী করে? তাহলে বালিঘাটে নেমে টোটো, অটো কিছু ধরে বালি স্টেশানে আসতে হবে। বাসে এলে অবশ্যি বালিখালের বাসে এসে বালিখালে নামা যায়।

    name: ব mail: country:

    IP Address : 213.132.214.84 (*) Date:25 Aug 2016 -- 05:56 PM

    মোট তিনটে স্টেশন

    ১। বালী
    ২। বালী হল্ট
    ৩। বালী ঘাট

    ডানকুনি লোক্যাল আগে বালীঘাট এবং পরে বালি হল্টে যায়। এবং তারপরে রাজচন্দ্রপুর হয়ে ডানকুনি চলে যায়।

    কিন্তু বালী স্টেশন ও ই লাইন নে নয়। উহা হাওড়া লাইনে। হাওড়া,লিলুয়া,বেলুড়, বালী, উত্তর পাড়া এই রকম।

    কিলিয়ার? :)

    name: sm mail: country:

    IP Address : 53.251.91.253 (*) Date:25 Aug 2016 -- 06:02 PM

    আরে, লোকটা কে তো বালি স্টেশন থেকে তুলতে হবে? তবে কি বাই রোড বালি স্টেশন যাওয়া যায় না?
    আমার রুট- বেলঘরিয়া এক্সপ্রেস এ ধরে, বালি ব্রিজ পেরিয়ে ,গাড়িতে ; ধরেন গিয়ে বালি হল্টের দিকে যাইতেছি।
    কিন্তু মনে মনে ঘোর ইচ্ছে, বালি স্টেশন অবধি যাবো।
    আমি কি পারবো ?রকম সকম দেখে; মনে হচ্ছে বেশ টাফ!

    name: j mail: country:

    IP Address : 151.197.16.185 (*) Date:25 Aug 2016 -- 06:06 PM

    যাওয়া যাবে , বালি থেকে উত্তরপাড়া যাওয়ার যে পুলটা আছে জিটি রোডের ওপর - সেটা শুরু হওয়ার আগেই বাঁদিকে একটা রাস্তা খাল বরাবর চলে গেছে ( জুটমিল রোড) বালি মেন লাইন স্টেশনে

    name: umesh mail: country:

    IP Address : 72.254.195.217 (*) Date:25 Aug 2016 -- 06:06 PM

    বালি স্টেশনের আবার দুটো পার্ট, মেন লাইন বালি, কর্ড লাইন বালি।

    কোনটা চাই, স্পেসিফিক বলতে হবে।
  • | 213.132.214.84 | ২৫ আগস্ট ২০১৬ ১৮:১৫719415
  • বালীর পরের বা আগের স্টেশন সুগ্রীব নয়!! ঃ)
  • sm | 53.251.91.253 | ২৫ আগস্ট ২০১৬ ১৮:১৯719426
  • name: sm mail: country:

    IP Address : 53.251.91.253 (*) Date:25 Aug 2016 -- 06:16 PM

    ধন্যবাদ; j র পোস্টএ অনেকটা ক্লিয়ার হলো। মানে, পুরোনো জিটি রোড শুরু হবার কিছু পরেই, ওই পুলটা পাবো তো? আর উত্তর পাড়া পুল বললে লোকে চিনিয়ে দেবে, লিশ্চয়।
    কিন্তু উমেশ বর্ণিত মেন্ আর কর্ড বালি কি বস্তু? ওদুটো কি আলাদা? মানে দুটো ভিন্ন স্টেশন?
  • | 213.132.214.84 | ২৫ আগস্ট ২০১৬ ১৮:২৩719429
  • একই স্টেশন কিন্তু।মেন দিয়ে মেন র ট্রেন যায় যেমন তারকেশ্বর, বর্ধমান (মেন),শেওড়াফুলি।

    আর কর্ড দিয়ে কর্ডের ট্রেন যায় যেমন বর্ধমান(কর্ড),মেমারী,চন্দননগর, ব্যান্ডেল ইত্যাদি,

    এই ট্রেন গুলো শেওড়াফুলি থেকে বেঁকে যায়। শেওড়াফুলি একট বড় জংশন।
  • umesh | 72.254.195.217 | ২৫ আগস্ট ২০১৬ ১৮:২৪719430
  • মাকালী'র দিব্যি, ওটা সত্যি কথা।
    তবে একটা আর এক্জনের থেকে খুব দুরে নয়।
    মানে হল্ট বা ঘাটের মতো দুরে নয়
  • umesh | 72.254.195.217 | ২৫ আগস্ট ২০১৬ ১৮:২৫719431
  • ব্রতিন কি কাঠাল খেয়ে এলে?
    মেমারী আবার কবে থেকে কর্ডে?
  • sm | 53.251.91.253 | ২৫ আগস্ট ২০১৬ ১৮:২৭719432
  • ধ্যুত, বোতিন ভুল বলত্যাছে।কর্ডে কখুনো চন্দন নগর, ব্যান্ডেল পড়ে? ওরা সব মেন্ লাইন এর স্টেশন।
  • অভি | 233.191.61.82 | ২৫ আগস্ট ২০১৬ ১৮:৩১719433
  • আর তারকেশ্বর তো পুরো আলাদা লাইন। সিঙ্গুর হয়ে যায়। আমাদের একবার ওখানে দুসপ্তাহ যেতে হয়েছিল নিয়মিত। ওটা তো বর্ধমান লাইনেই না। চন্দননগরও তো কর্ডে নয়। ঘেঁটে গেলাম।
  • umesh | 72.254.195.217 | ২৫ আগস্ট ২০১৬ ১৮:৩৩719405
  • গুগল ম্যাপ দেখে, বালিঘাট রাউন্ড থেকে শ্রীচরন সরনি এক্দম বালি স্টেশনের সামনে শেষ হয়েছে।

    বালিঘাট রাউন্ড হলো জিটি রোডের উপর। উত্তরপাড়ার দিক থেকে যাস্ট বালি খাল পেরোলেই
  • b | 135.20.82.164 | ২৫ আগস্ট ২০১৬ ১৮:৩৩719434
  • টইয়ের নামটা ভুল হয়েচে। বালিঃ একটি নির্মোহ ব লিখলে ভালো হত।

    বালি খুব ইম্পর্ট্যান্ট জায়গা। আমাদের মত মফুস্বলে লোকজনদের কাছে। সল্টলেকের লোকজন কিভাবে জানবে সে কতা?
  • Ela | 174.143.240.34 | ২৫ আগস্ট ২০১৬ ১৮:৩৮719406
  • বালি স্টেশনে লেবু চা খেতে ভুলবেন না, এসেম। মেন না হল্ট মনে নেই কিন্তু চা-টা ব্যাপক।
  • umesh | 72.254.195.217 | ২৫ আগস্ট ২০১৬ ১৮:৪২719407
  • আমাদের স্কুল/কলেজ জীবনে বালি ছিল খুব খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেশন।
    হাওড়া যেতে গেলে আমাদের বালি তে নামতেই হতো।
    কেন?

    টিকিট কাটতে, আগের বাকি টুকু বিনা টিকিট, কিন্তু হাওড়া তে ঝামেলা করতো বলে এই টুকু কষ্ট করতাম।
  • umesh | 72.254.195.217 | ২৫ আগস্ট ২০১৬ ১৮:৪৪719408
  • আর এই জন্যেই মেমারীর ছেলে হয়েও বালি নিয়ে এতো জানি।
  • সিকি | 165.136.80.35 | ২৫ আগস্ট ২০১৬ ১৮:৪৬719409
  • কর্ড লাইনে ব্যান্ডেল চন্দননগর পড়ে আমিও বিষম খে' গেছিলাম। এখন সামলে নিলাম।
  • Arpan | 24.195.237.57 | ২৫ আগস্ট ২০১৬ ১৮:৫২719410
  • ব্যান্টারিংটা জুতের হল না।

    সল্লেকে, কমরেড, বালিই বালি। যেদিকে তাকাবেন বালির সাম্রাজ্য। বুইলেন কিনা?
  • সিকি | 165.136.80.35 | ২৫ আগস্ট ২০১৬ ১৮:৫৫719411
  • আর এই বাজারেও, একটু হুগলি জেলার হয়ে ব্যাট চালাবো না, তা কি হয়?

    বালি, হাওড়ায়। বালির পাহাড়, সল্লেক। আর বালির মোড়? হুগলিতে। স্টেশনে নেমে ব্যান্ডেল চার্চ যেতে রিক্সা ধরলে সে আপনাকে সিকির বাড়ির সামনে দিয়ে বালির মোড় হয়েই নিয়ে যাবে।
  • অভি | 233.191.52.251 | ২৫ আগস্ট ২০১৬ ১৯:০১719412
  • আর বালির নদী দেখতে চাইলে বাঁকুড়া চলে আসুন। ধু ধু নদী, মাঝে মাঝে নৌকোর মতো লরি চরে বেড়ায়। আর এদিক ওদিক কাশের ঝোপ। অবিশ্যি বর্ষার সাতদিন বাদ দিলে।
  • umesh | 72.254.195.217 | ২৫ আগস্ট ২০১৬ ১৯:১২719413
  • আমাদের ছেলেবেলার পপুলার কুইজের প্রশ্ন, পরপর তিনটে রেল স্টেশন তিন জেলাতে কোথায়?
    উত্তরঃ ডান্কুনি-হুগলি, বালি হল্ট-হাওড়া, দক্ষিনেশ্বর-২৪ পরগনা।

    তখন জানতাম না মাঝে দুটো স্টেশন আছে।
  • sm | 53.251.91.253 | ২৫ আগস্ট ২০১৬ ১৯:১২719414
  • বালি হলো গিয়ে হুগলির পান্ডুয়ায়।সে কি বালিরে দাদা !
    চারিদিকে বালির পাহাড়!
    সল্লেক তো সেদিন কার যোগী।
    এখন তো সল্লেক এর বালি, মাটি হয়ে গেছে।
    কিন্তু বালির মোড় কেন-ওটাতো সিকির মোড় হবার কথা ছিল।
  • Arpan | 24.195.237.57 | ২৫ আগস্ট ২০১৬ ১৯:১৭719416
  • আর বালির বাঁধ দেখতে গেলে নন্দনে আসুন। অভাবে সল্লেকের বনবিতান।

    পীরিতই পীরিত চারিদিকে। আর কে না জানে পীরিতই বালির আসল বাঁধ।
  • Bratin | 11.39.57.106 | ২৫ আগস্ট ২০১৬ ১৯:৩২719417
  • ইয়েস উত্তল ছড়িয়েছে। মানে আমি শুধু তারকেশ্বর যাই কিনা
    বাট জানা উচিত
  • b | 24.139.196.6 | ২৫ আগস্ট ২০১৬ ১৯:৪৭719418
  • ওগুলো নদী (সরস্বতী?)-র পুরোনো খাদ। তাই গুচ্ছের বালি খুঁড়ে তোলে।
    আর সেই খাদে যে পুকুরটা হয়, (বালি তুলবার পরে), সেখানে জা মাচ পাওয়া যায় কি বলব।
    (ব্যাকগ্রাউন্ডে গানঃ এ-এ-এ-এ পরবাসে রবে কে হা-অ-অ-য়)
  • কুমড়ো | 198.155.168.109 | ২৫ আগস্ট ২০১৬ ২০:০০719419
  • বালিখাল খালিবাল খালিবাল...
  • dc | 132.164.55.209 | ২৫ আগস্ট ২০১৬ ২০:০৫719420
  • উরেব্বাপ এই বালি স্টেশনের জায়গাটা তো দেখছি বার্মুডা ট্র্যাঙ্গেলকে তিন গোল দিয়ে দেবে!
  • π | ২৫ আগস্ট ২০১৬ ২০:২২719421
  • বালি বালিখাল বালিঘাট বালিহল্ট .... এখনও গোলাই। প্রথমদিনের মতই। তবে মনে রাখার চাপ নিয়ে দেখেছি লাভ নেই। কোন একটা বালিতে পৌঁছে বা পৌঁছাবার আগে নেক্স্ট গন্তব্য জানিয়ে কণ্ডাক্টর বা ফোনে শাশুড়ি কি মশামেসো ভরোসা।

    দিদি এই জায়গাগুলোর নতুন নতুন নন বালি কিছু নাম দিলে পারেন তো !! মহাপুরুষ আর কেউ বাকি আছেন ?
  • avi | 37.63.183.225 | ২৫ আগস্ট ২০১৬ ২০:২৫719422
  • মহাপুরুষদের অভাব কি। বালি, সুগ্রীব, অঙ্গদ আর সুষেণ নাম রাখলেই হয়। বানরসেনারাও খুশি হবে।
  • π | ২৫ আগস্ট ২০১৬ ২০:২৭719423
  • হ্যাঁ, এটা ভাল আইডিয়া। এই নিয়ে দিদিকে খসড়া দেওয়া যাক ;)
  • SS | 160.148.14.3 | ২৫ আগস্ট ২০১৬ ২০:৩৬719424
  • বালি স্টেশন নিয়ে যেটুকু জানতাম সব ভুলে গেলাম।
    sm,
    সবথেকে নির্ভরযোগ্য উপায় হচ্ছে পুরনো বালি ব্রিজ পেরিয়ে এপারে এসে জিটিরোডে উঠে কোনো দোকানদার, ফলওয়ালা বা রিক্সাওয়ালা কে বালি স্টেশন যাবার রাস্তা জিগ্যেস করুন।
  • π | ২৫ আগস্ট ২০১৬ ২০:৪৩719425
  • দেশে রাস্তার লোকজন দোকানদারদের মত জিপিএস থাকতে চলাফেরা কোন চিন্তার ব্যাপারই না। এই আমি যে আমি , সেই আমি এই জিপিএসের ভরসায় সব চষে চালিয়ে দিলাম !
  • কাজের কথা | 113.218.236.82 | ২৫ আগস্ট ২০১৬ ২১:০৮719427
  • name: রোবু mail: country:

    IP Address : 233.29.194.45 (*) Date:25 Aug 2016 -- 07:06 PM

    এসএম বাবু কি এখনও দেখছেন? আপনার বেস্ট বেট হচ্ছে, ভদ্রলোককে বালি ষ্টেশন থেকে বেরিয়ে হেঁটে একটু এগিয়ে কর্ডের প্ল্যাটফরমের পাশ দিয়ে দক্ষিণে গিয়ে হল্টের প্ল্যাটফরমে উঠে পড়তে বলা। সেখান থেকে বেড়া পেরিয়ে ওনাকে টোল রাস্তার ওপর উঠে আসতে বলবেন। আপনি সেখান থেকে পিক-আপ করবেন।
    জে যেটা বলেছেন, সেটা এখন মনে হয় সম্ভব হবে না, কারণ প্রাইভেট ভেহিকল এলাউ করছে না ঐ বালিঘাটের রাস্তায়।

    name: Arpan mail: country:

    IP Address : 24.195.237.57 (*) Date:25 Aug 2016 -- 07:09 PM

    ভদ্রলোক/মহিলাকে বেড়াও পেরোতে হবে? লাইক এডুইন মোজেস?

    name: রোবু mail: country:

    IP Address : 233.29.194.45 (*) Date:25 Aug 2016 -- 07:21 PM

    খেয়াল করিনি, বয়স্ক লোক। সম্ভব। আপনি বালি ব্রিজ ধরে এগিয়ে যান। বালি খাল পার হবার পর ওপর দিয়ে ডানকুনির লাইন যাচ্ছে এরকম একটা জায়গা ক্রস করবেন, সেটার ঠিক পরেই ডান দিকে একটা ছোটো গলি আছে। ওখান দিয়ে গিয়ে বালি ষ্টেশন পৌঁছতে পারবেন।
    ফেরাটা আরও ডিফিকাল্ট। ঐ ছোট রাস্তা ধরে ফিরে এসে ডান দিক নিয়ে আপনাকে ডানকুনির দিকে যেতে হবে। রাজচন্দ্রপুর পেরিয়ে ইউ টার্ন নিয়ে টোল রাস্তায় উঠে নিবেদিতা সেতু দিয়ে ফিরবেন।

    name: Bratin mail: country:

    IP Address : 11.39.57.106 (*) Date:25 Aug 2016 -- 07:40 PM

    ওরে বাবা আমি জীবনে গ্রামে থাকি নি । চার বছর বয়েস থেকে বেলুড় এ থাকি। তবে আগে ছুটো ছাটা অনেক থাকতো পুজোর সময় এক মাস গরমের ছুটি তে এক মাস সে সময় গ্রামের বাড়ি তে থাকতুম।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন