এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সেম সেক্স ম্যারেজ আইনসিদ্ধ হলে বহুবিবাহ কে রিকনসিডার করতে বাধা কোথায় ?

    Ekak
    অন্যান্য | ১৫ অক্টোবর ২০১৬ | ৯১৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 161.141.85.8 | ১৯ অক্টোবর ২০১৬ ০৫:৫২720740
  • এমনকি যেখানে গোষ্ঠীপতি ফর্মালি বিয়ে করে নিতো মেয়েগুলোকে, সেখানেও মেয়েদের ইচ্ছে অনিচ্ছের কোনো ব্যাপারই ছিলো না। বিয়ে করতে তারা বাধ্য হতো। মেয়েদের অন্য চয়েস বলতে পালিয়ে যাওয়া। সেক্ষেত্রেও পরিণতি জাস্ট পলাতক দাসেদের মতন হতো, ধরা পড়লে অকথ্য অত্যাচার করে সাইজ করতো নয়তো একেবারে মেরেই ফেলতো। খেল খতম।
  • Ekak | 53.224.129.44 | ১৯ অক্টোবর ২০১৬ ০৬:১০720741
  • আমি কী দাসপ্রথার ইতিহাসে গিয়ে পলিজিনি -পলিয়েন্দ্রি এপ্লাই করতে চাইছি নাকি ? কথা তো হচ্ছে এই সময়ে দাঁড়িয়ে একটা ইউনিটে মেয়ে বেশি থাকলে তাদের ওপর এবিউস হলে দল বাঁধতে পারবে কী পারবে না ।

    এখন একটাই রাস্তা বাকি পরে আছে তা হলো : " মেয়েদের তো এখনো দাস করেই রাখা হয় " :|

    বেশ তবে দাসে ফিরি :

    গোষ্ঠীপতি মেয়েদের ধরে দাস করে রাখতো । ভালো কথা । ছেলেদের রাখতো না ? নাঃ , যুদ্ধে ছেলেরা অনেকেই মরে যেত , মেয়েরা বেঁচে তাহ্ক্ত তাই টোটাল ওয়ার ক্যাচ এ মেয়েরা সংখ্যায় বেশি, ছেলে দাস কম । ফাইন তারমানে , আমি যদি গোষ্ঠীপতি হই অং গোষ্ঠীর , তাহলে বং -চং -ঘঙ এরকম গোষ্ঠীর সঙ্গে পরপর যুদ্ধ করে যাচ্ছি এবং জিতছি এবং তাদের মেয়েরা আমার হয়ে যাচ্ছে , অথচ আমার পুরুষগুলো যুদ্ধে পটপট মরে যাচ্ছে , সেই তুলনায় পুরুষ দাস পাচ্ছিনা , এবং মেয়েগুলো পুরুষ বাচ্চা বিইয়ে রাতারাতি নাম্বার ব্যালান্স করে দেবে সেটাও সম্ভব না কারণ জন্ম দেওয়া অবধি অপেক্ষা করতে হচ্ছে আল্ট্রাসনোগ্রাফী নেই বলে না জন্মালে বোঝা যাচ্ছে না ছেলে পয়দা হলো কিনা , অর্থাৎ প্রোডাকশন মেশিনের ব্যাচ লাইফ অনেক বেশি ,মাত্র তিনমাস ওয়েট করে আবার নতুন ব্যাচ স্টার্ট করা যাচ্ছেনা , অতএব আমার অং গোষ্ঠীর গ্রাম জোড়া প্রচুর মেয়ে এবং সামান্য কয়েকজন পুরুষ ।

    তারপরেও সেই মেয়েরা কোনোদিন দলবদ্ধ হয়ে কয়েকজন পুরুষকে আক্রমণ করলো না ।

    কেন ?
    ঠিক কতজন মেয়ে একত্র হলে শারীরিক শক্তিতে একজন পুরুষের সমান হয় কোনো হিসেবে পাওয়া যাবে ?

    কেন কমিউনিটি চাইল্ড কেয়ার উঠে গিয়ে প্রাইভেটাইসড চাইল্ড কেয়ার এলো ?

    কোনো মেয়ে , অন্য মেয়ের বাচ্চাকে জেলাস হয়ে মেরে দিতো বলে ?

    জাস্ট প্রশ্ন , দাবি দাওয়া কিছু না :)
  • Atoz | 161.141.85.8 | ১৯ অক্টোবর ২০১৬ ০৬:২১720742
  • পুরাকালের ঐ সিস্টেম অন্যরকম ছিল। ঐ মেয়েরা দল বেঁধে পুরুষ গোষ্ঠীপতিকে মেরে তো সমাধান নেই ঐ সিস্টেমে। ঠিক যেমন শিল্পপতি বা ম্যানেজার মেরে কোনো লাভ হয় শ্রমিকদের, তারা শোষিত হতেই থাকে। দরকার সিস্টেম বদল। যাকে বলে কিনা রেভোলুশন। ঃ-)

    কিন্তু পুরাকালের ওই সিস্টেম বদলাতে লাগল তো। কালে কালে। ক্রমে ক্রমেই পলিগ্যামি থেকে মনোগ্যামির দিকে চলে গেল অনেকক্ষেত্রেই। এইক ওদিক ছুটকো ছাটকা পলিগ্যামি রইল, কিন্তু ট্রেন্ড বদলে গেল। ডমিন্যান্ট প্র্যাক্টিস হিসেবে রইল না। কারণ নতুন সময়ে ওটা আর সেভাবে থাকা সম্ভব হল না।

    যেমন দাসপ্রথা বিলোপ করার পরে ঐ আগের সিস্টেম আর চলে নি, তখন মাইনে দিয়ে কর্মচারী রাখতে হত। আস্তে আস্তে আরো বিনিফিট টেনিফিট ইত্যাদিও দিতে হতে লাগলো।
  • Atoz | 161.141.85.8 | ১৯ অক্টোবর ২০১৬ ০৬:২২720743
  • লাভ হয় না শ্রমিকদের।
  • Atoz | 161.141.85.8 | ১৯ অক্টোবর ২০১৬ ০৬:২৫720744
  • কমুনিটি চাইল্ড কেয়ার উঠে গিয়ে কেন প্রাইভেটাইজ্ড হল সেটা তো সমবায় ধনসম্পত্তি উঠে গিয়ে ব্যক্তিগত সম্পত্তি কেন এল, এক্কেবারে সেই প্রশ্নের মতন। সিমিলার ব্যাপার।
    এই ব্যাপারে তো বড়ো বড়ো হনুরা আরো অনেক ভালো বলতে পারবেন। ঃ-)
  • Ekak | 53.224.129.44 | ১৯ অক্টোবর ২০১৬ ০৭:১৩720745
  • আবার সেই ফলাফল কে এক্সপ্লানেশন হিসেবে ব্যবহার করছেন :):):)

    দাসপ্রথা বা শ্রমিক ইতিহাসে এরকম ঘটনা অনেক যেখানে পুরুষ দাস বা শ্রমিকরা মালিককে ধরে ফার্নেসে ঢুকিয়ে দিয়েছে । অটো দীর্ঘমেয়াদি লাভ হবে বলে করেনি । রাগের প্রকাশ ।

    সেরকম কোনোদিন মেয়েরা করেছে বলে জানা যায় ??

    নাকি বলতে চান বিফোর ক্রাইস্ট এমন থেকেই মেয়েরা কী কী করে লাভ নেই ভেবে এখন এই আফটার ক্রাইস্ট যুগে গুরুচন্ডালি অবধি এসেও উল্টো ঘটি উল্টোই রয়ে গ্যালো !

    এটা একটু কল্পনার বিরিয়ানি হয়ে যাচ্ছেনা যে মেয়েরা ভেবেছে কোনোদিন কোথাও কাওকে উল্টাতে পারবেনা , মালিক মারলেও শ্রমিক শ্রমিক থেকে যায় এই দর্শন তারা বহু আগে থেকেই জানতো , তাই কোনোদিন কোনো মেয়ে কিছুই উল্টায় নি , দল বেঁধে গোষ্ঠীপতি কে ক্যালায় নি , সবই ভেবে ভেবে ? ভাবুক স্পিসিস তো !!! :)

    তাহলে এবার একটু কম ভাবুক , কাজে দেবে :):):)
  • Abhyu | 208.137.20.25 | ১৯ অক্টোবর ২০১৬ ০৭:২৩720746
  • অ্যাই অ্যাই ছেলে আর মেয়ের আলাদা স্পিসিস হলে বাচ্চা হবে কি করে?
  • dc | 120.227.226.175 | ১৯ অক্টোবর ২০১৬ ০৭:৩১720747
  • বাচ্চারা যে আলাদা স্পিসিস তাতে কি কোন সন্দেহ আছে?
  • Ekak | 53.224.129.44 | ১৯ অক্টোবর ২০১৬ ০৭:৪১720748
  • যারা রেগে গিয়ে দল বেঁধে ক্যালাবার ক্ষেত্রেও সেই প্রাগৈতিহাসিক কাল থেকে এতো ভেবে চলেছে যে ক্যালানো উচিত হবে কি হবে না , তারা আলাদা স্পিসিস বৈকি :(:(
  • Atoz | 161.141.85.8 | ১৯ অক্টোবর ২০১৬ ০৭:৪৩720575
  • না না তা ক্যানো। আমাজনেরা তো দল বেঁধে ধরে ধরে ক্যালাতো পুরুষদের ওদের টেরিটোরিতে ঢুকলেই।
    শুধু ব্যতিক্রম মেটিং ফেস্টিভ্যালের সময়টা। সেইসময় ফ্রী মিক্সিং।
    ফলাফল হিসেবে কন্যা হলে মায়ের কাছে বড় হতো, পুত্র হলে হয় মাটিচাপা নয় বাপের কাছে পাঠানো।
  • Ekak | 53.224.129.44 | ১৯ অক্টোবর ২০১৬ ০৭:৫৪720576
  • তো সেরকম মডেল সাক্সেসফুলি ছড়িয়ে পড়লো না ক্যানো ? সাসটেইনেবল এন্ড গ্রোইং হলে তো ছড়িয়ে পড়ার কথা । আর যে কটি হাতে গোনা মাতৃতন্ত্রের নিদর্শন পাওয়া গ্যাছে সেখানে দাসপ্রথা চলতো । পুরুষ দাস কেনা বেচা হতো । মডেলটা থেমে গ্যালো কেন ?

    ব্যক্তিগত সম্পত্তির উদ্ভবের হিসেবে ভীষণ গোলমেলে । প্রচুর ডিম্ -মুরগি কেস আছে । কোনো এক আইডিয়াল অতীতে কোনো ব্যক্তিগত সম্পত্তি ছিলোনা এটা প্রথমত ঢপ । একটা বাঁদর ও একটা পেয়ারা পেলে নিজে খায় , এক্সট্রা পেলে অন্য বাঁদরকে ভাগ দেয় । ভোগ্যবস্তু পোজেস করা বেসিক ইন্সটিঙ্কট । এগুলো আস্তে আস্তে আরও বেড়েছে / ইনস্টিটিউশনালাইস্ড হয়েছে সেটা আলাদা কথা । সো কল্ড সবাই রাজা কমিউন কোনো কালে ছিলোনা ।

    প্রাইভেট ফ্যামিলি ও চাইল্ড কেয়ার প্রাইভেটাইজেশনের মূলে ব্যক্তিগত সম্পত্তি নাকি উল্টোটা ?

    কোনোভাবে মানুষ বুঝতে পারছিলো যে কমিউনে বাচ্চা রাখা সেফ না । নিজের বাচ্চা মরে গেলে পাখিতেও কষ্ট পায় তাদের প্রপার্টি লিনিয়েজ না থাকা সত্বেও ।তাই প্রথমেই মেয়েদের ওপর প্রাইভেট চাইল্ড কেয়ারের দায়িত্ব চাপানো । তারপর যেমন হয় গরুর জন্যে গোয়াল -গোয়াল সামলাতে কুকুর -কুকুরের শেকল বাঁধতে খুঁটো এইভাবে বাড়তে থেকেছে । এরকম হতে পারেনা কেন ?
  • Atoz | 161.141.85.8 | ১৯ অক্টোবর ২০১৬ ০৮:০৬720577
  • বাপের প্যাঁচ আছে এখানে।
    ধরুন একটা গোষ্ঠীতে সব মিলেমিশে থাকে, সবাই সবার জন্য অ্যাভেইলেবল। এখন এই পরিস্থিতিতে নতুন নতুন যে বাচ্চা হয়, তাদের মাতৃপরিচয় নিয়ে কোনো কন্ফু নেই, সোজাসুজি মা সন্তানধারণ ও প্রসব করে। কিন্তু বাপ কে সেই নিয়ে প্রচুর কনফু। গোষ্ঠীর সব সমর্থ পুরুষই পোটেনশিয়াল বাপ।
    এই অবস্থাটা সম্ভবত পুরুষদের পক্ষে ক্রমেই অসুবিধাজনক হয়ে পড়ছিল। তাই আস্তে আস্তে সিস্টেম বদলাতে চেষ্টা করতে লাগে তারা।
  • Ekak | 53.224.129.44 | ১৯ অক্টোবর ২০১৬ ০৮:১৫720578
  • সমস্ত প্রাগৈতিহাসিক মানুষ গোষ্টিকে এরকম ওরজিমূলক ভেবে নেওয়ার কারন কী ? সিরিয়াল মনোগ্যামি কিন্তু প্রচুর পশুর মধ্যে দেখা যায় । আবার পলিগ্যামি ও দেখা যায় । তাদের অসুবিধে হয়না ।

    আর আপনি যেটা বলছেন ওরকম দিবারাত্র গণমিলন উৎসব হলে হেটেরোপ্যাটার্নাল সুপারফেকুন্ডেশন হওয়ার কথা । এটা মানুষের ওপর যত আর্কিওলজিকাল স্টাডি হয়েছে তাতে সেরকম সাপোর্টিভ প্রমান পাওয়া যায়নি । ছোট ছোট গোষ্ঠী তে পাওয়া গ্যাছে । কিন্তু ওভারঅল ট্রেইট নয় । একসঙ্গে থাকা মানে কখনোই যে যার সঙ্গে শুয়ে পড়া নয় ।

    আমি ম্যামাল থেকে উঠতে উঠতে আসছি । ম্যামালদের কিছু কমন ট্রেইট আছে । প্রপার্টি লিনিয়েজ না থাকলেও তারা বাচ্চাকে রক্ষা করার চেষ্টা করে । ওদিকে বাপ বাচ্চা নিয়ে মাথা ঘামাবে লং টার্মে তখনি যখন প্রপার্টি লিনিয়েজ ম্যাটার করবে । কাজেই প্রায়োরিটি টা উল্টো বলে মনে হচ্ছে না ।
  • cm | 127.247.96.21 | ১৯ অক্টোবর ২০১৬ ১৮:০৮720579
  • নাঃ আবার উদাহরণ দিতে হবে। দেখুন একদল লোক মিলে তাদেরকে একটা পরিবার বলে ঘোষণা করল। এটাই কন্ট্রাক্ট। এরকম না হলে সেজোকাকা বলে আর কেউ থাকবেনা। আর এক সেজোকাকা একাধিক পরিবারে ঘুরে ঘুরে সেজোকাকা হতে পারে। থিওরির স্ট্রেংথ বা উইকনেস হল তার স্পেশাল কেসে।
  • ছোটোলোত | 72.2.128.34 | ১৯ অক্টোবর ২০১৬ ১৮:৩০720580
  • একক করে দেখাক তবে আমরা মানব। নইলে গোল গোল ঘোরাই সার হচ্ছে।
  • cm | 127.247.96.21 | ১৯ অক্টোবর ২০১৬ ১৮:৫২720581
  • ওসব গ্যামির চক্করে ফাঁসলে কেস জটিল হয়ে যাবে। আমার উদাহরণে দেখুন কেন ওরকম কন্ট্রাক্ট দরকার তার হদিশ পর্য্যন্ত দিয়েছি।
  • sm | 53.251.91.253 | ২০ অক্টোবর ২০১৬ ১৮:৩৯720582
  • http://www.sangbadpratidin.in/man-divorces-wife-after-seeing-her-first-time-without-make-up/#.WAjCtTyKTDc

    সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের সময় স্ত্রী’র অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলেন স্বামী৷ বড় বড় টানা টানা চোখ৷ কত সুন্দর আঁখিপল্লব৷ সব মিলিয়ে যেন কোনও পরি৷ কিন্তু সে তো ছিল স্ত্রী’র সাজগোজ করা অবতার৷ আইলাইনার, আইশ্যাডো, লিপস্টিক, মাসকারার সমাহার দেখে মুগ্ধ না হয়ে স্বামী আর যাবেন কই? কিন্তু বিপদ ঘটল মেকআপ মুছে ফেলতেই৷ স্ত্রীকে বিনা সাজগোজে দেখেই একেবারে চমকে গেলেন স্বামী৷ স্ত্রীর রূপ দেখে মনে হল যেমন সুন্দর বিয়ের সময় স্ত্রীকে দেখেছিলেন, তেমন সুন্দর তিনি আর নেই৷ আর সেই কারণেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আর্জি জানালেন স্বামী৷

    ঘটনাটি ঘটেছে দুবাইয়ে৷ বিয়ের পর আরব আমিরশাহির এই দম্পতি একসঙ্গে বেড়াতে যাওয়ার পরই এই ঘটনাটি ঘটে৷ জানা গিয়েছে, স্বামী এবং স্ত্রী একসঙ্গে সুইমিং পুলে স্নান করতে নেমেছিলেন৷ মেকআপহীন স্ত্রী জল থেকে উঠে আসতেই স্বামী দেখেন তাঁকে আর সুন্দর দেখতে লাগছে না৷ আর তারপরই বিচ্ছেদের সিদ্ধান্ত৷ এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত স্ত্রী৷ আপাতত তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে৷

    ------
    যারা কোর্টের হস্তক্ষেপ/কাউন্সেলিং পছন্দ করেন না; তারা এই ঘটনা কে কিভাবে দেখছেন?
  • Ekak | 53.224.129.53 | ২০ অক্টোবর ২০১৬ ১৯:০৪720583
  • অন্যের কন্ট্রাক্ট । একজন কন্ট্রাকটির অপছন্দ । সম্পর্ক ভেঙে দিক । কোনোভাবেই দেখছিনা ।

    এটা এমন ও হতে পারতো যে বিয়ের পর দেখা গ্যালো ছেলেটি ছুটির দিনে সারা ঘরে হেঁটে হেঁটে পেছন চুলকায় আর যায় খাক না কেন অসম্ভব দুর্গন্ধযুক্ত পাদে !

    তো কী ? স্ত্রী কে বাধ্য করতুম যে আপনি ও এল এফ ইউনিট দিয়ে বোঝান আপনার স্বামীর পাদে ঠিক কতটা দুর্গন্ধ যে ছেড়ে দিতে চান !! সেটা বুঝি জাস্টিস হতো ?
  • sm | 53.251.91.253 | ২০ অক্টোবর ২০১৬ ২১:২৮720584
  • তাহলে কি খাড়াইলো? বিয়ের পর যেকোনো কারণ দেখিয়ে একপক্ষ বেরিয়ে আসতে পারে? যেমন ধরুন গায়ে গন্ধ, চান করে না, ভাট বকে - যা ইচ্ছে তাই!
    বাকি রইলো কনট্র্যাক্ট।
    আর এই কনট্র্যাক্টও কি নিজের ইচ্ছে মতো হতে পারে? অর্থাৎ বিয়ের আগে দুপক্ষ কন্ট্র্যাক্টে যা কিছু নথিবদ্ধ করে রাখবে-সে টুকু মেনে নিলেই ডিভোর্স দেওয়া যাবে ?
  • pi | 192.253.196.11 | ২০ অক্টোবর ২০১৬ ২১:৩১720586
  • এরকম কারণ দেখিতে যে বেরিয়ে আসতে চাই, মানে অন্যজনের সাথে থাকতে চায়না, আপনি কী বলেন, সে এসব বলার পরেও তার সাথে থাকা উচিত ? ঘাড় ধরে একসাথে থাকানো ?
    অন্যপক্ষ বেরোতে চাইলে জোর করে থাকতে চাওয়া প্রচণ্ড রকম অপমানজনক নয় ? আর সেই থাকাতে আদৌ কোন সুখ আছে ? বরং দুঃখ অনেক বেশি, মনে হয় না ?
  • sm | 233.223.157.48 | ২০ অক্টোবর ২০১৬ ২১:৪২720587
  • বিবাহ একটি বিরাট গুরুত্ব পূর্ণ জিনিস। এর গভীরতা অনেক। বিভিন্ন লোকের বিভিন্ন এজেন্ডা থাকে। খালি চয়েস এর ওপর ভিত্তি করে দাঁড়িয়ে নেই।
    কোনো ব্যক্তি রেস্পন্সিবিলিটি এড়াতে ; জাস্ট ফিল্মসি কারণ দেখিয়ে বেরিয়ে আস্তে পারে।
    সেটাকে কিভাবে দেখেন?
  • aranya | 154.160.226.92 | ২০ অক্টোবর ২০১৬ ২২:২৮720588
  • 'বিবাহ একটি বিরাট গুরুত্ব পূর্ণ জিনিস। এর গভীরতা অনেক' - সানি-র আদর্শ উদাহরণ। চয়েস ছাড়া আর কিছুই ম্যাটার করার কথা না
  • aranya | 154.160.226.92 | ২০ অক্টোবর ২০১৬ ২২:৩৭720589
  • যেমন ধরুন, সন্তান কষ্ট পাবে বলে ডিভোর্স না করা, সেটাও কিন্তু পার্সোনাল চয়েস।

    আম্রিগায় ক্রুয়েলটি গ্রাউন্ডে শুনেছি খুব সহজে এবং দ্রুত ডিভোর্স পাওয়া যায়। আমার এক বন্ধু ( অথবা বন্ধুর বউ, কে অভিযোগ করেছিল ভুলে গেছি), স্পাউস সকালে চা চাইলেও দেয় না - এই গ্রাউন্ডে ডিভোর্স চায় এবং পায়। দুজনে পারস্পরিক সম্মতিতেই বিচ্ছেদ চাইছিল, কিন্তু তাতে সময় লাগবে -সেপারেশন পিরিয়্ড ইঃ। ক্রুয়েলটি গ্রাউন্ড-টা খুব তাড়াতাড়ি ডিভোর্স পাওয়ার জন্য ব্যবহার হয়।

    অবশ্য সত্যিকারের নিষ্ঠুরতার ক্ষেত্রেও ব্যবহার হয় নিশ্চয়ই
  • ranjan roy | 132.162.197.131 | ২০ অক্টোবর ২০১৬ ২২:৫৩720590
  • sm,
    গুরুত্বপূর্ণ জিনিস বলেই জোর করে কারও ওপর চাপানো উচিত নয়।
    ধরুন, যদি বিয়ের পরে মেয়েটি দেখল যে ছেলেটি নপুংসক, বা মেয়েটির চোখে বিকৃতকাম, বা আপনার উদাহরণ অনুযায়ী 'গায়ে গন্ধ, চান করে না, ভাট বকে - যা ইচ্ছে তাই!" -- এগুলো একটাও মেয়েটির পক্ষে আপোষযোগ্য নয় তো ওকে এই দমবন্ধ সম্পর্কে আটকে থাকতে হবে?
    হতে পারে এগুলো আর একটি মেয়ের কাছে অত গুরুত্বপূর্ণ নয়। তাই ব্যক্তিগত চয়েসের প্রশ্ন।
    হতে পারে দুজনেই প্রথম স্টেজে খানিকটা অ্যাডজাস্টমেন্টের চেষ্টা করল, কিন্তু পোষাল না-তখন?
    অবশ্য বিয়েকে প্রজাপতির নির্বন্ধ মানলে কোন কথা নেই। তখন সতী নারীকে করওয়া চৌথ করে উপোস করে স্বামীর পা ধুয়ে জল খেয়ে উপোস ভাঙতে হবে, বা একস্ট্রিম কেসে সতী অনুসূয়ার মত কুষ্ঠরোগী স্বামীকে কোলে করে বেশ্যাবাড়ি পৌঁছিয়ে দিতে হবে।
  • sm | 233.223.157.48 | ২০ অক্টোবর ২০১৬ ২২:৫৮720591
  • ধরুন একজন ভদ্রলোক চা খাওয়া গ্রাউন্ডে স্ত্রী কে ডিভোর্স দিতে চাইলেন। তার দুটি সন্তান। স্ত্রী কি করবে?
    তারপর ধরুন, স্ত্রী বা স্বামী কেউই বিচ্ছেদ এর পর সন্তানদের দেখভাল করতে রাজি নয়। তখন কি করণীয়?
  • aranya | 154.160.226.92 | ২০ অক্টোবর ২০১৬ ২৩:০২720592
  • কেউ দেখভাল করতে রাজি না হলে বাচ্চারা ফস্টার হোমে যায়
  • sm | 233.223.157.48 | ২০ অক্টোবর ২০১৬ ২৩:০৩720593
  • রঞ্জন বাবু আমি কোনো এক্সট্রিম কেস এর কথা বলিনি।
    এখানে দুটি বিষয়ে ডিভোর্স দেওয়ায় আপত্তি আছে-
    এক একপক্ষ চাইলেই কেন গ্রাহ্য হবে।
    দুই,যেকোনো ফিল্মসি গ্রাউন্ড গ্রাহ্য হবে কিনা?
    আর আপনাকে আগেই জিগিয়ে ছিলাম;বিবাহপূর্ব কনট্র্যাক্ট কে ঠিক করবে?তার কোনো বিধিনিষেধ থাকা উচিত কিনা?
  • Ekak | 53.224.129.53 | ২০ অক্টোবর ২০১৬ ২৩:০৪720594
  • আরে , খোরপোষ তুলে দেওয়া হয়েছে নাকি ? সন্তান নিয়ে কী করবে ভাবতে হচ্ছে কেন । সেগুলো যেমন আছে থাকবে ।
  • হাড়িতুরাস্তেতাকা | 127.194.224.103 | ২০ অক্টোবর ২০১৬ ২৩:০৭720595
  • "ফ্লিমসি" (ফিল্মসি নয়)

    কিন্তু কোনটা ফ্লিমসি কোনটা নয় সেটা ঠিক করবে কে?
  • Ekak | 53.224.129.53 | ২০ অক্টোবর ২০১৬ ২৩:০৮720597
  • সন্তান না থাকলে খোরপোষের দাবি কতখানি জায়েজ সেটা নিয়ে ভাবার যথেষ্ট অবকাশ আছে । কিন্তু আলমনি একটা বিশাল টপিক , তার গুচ্ছের ইফস এন্ড বাটস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন