এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সেম সেক্স ম্যারেজ আইনসিদ্ধ হলে বহুবিবাহ কে রিকনসিডার করতে বাধা কোথায় ?

    Ekak
    অন্যান্য | ১৫ অক্টোবর ২০১৬ | ৯১৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 154.160.226.92 | ২০ অক্টোবর ২০১৬ ২৩:০৯720598
  • চা না দেওয়ার ক্ষেত্রে, জাজ নিজেও জানেন সেটা ক্রুয়েলটি নয়। ইচ্ছুক ব্যক্তি-রা যাতে সহজে এবং দ্রুত ডিভোর্স পেতে পারেন, তাই ক্রুয়েলটি গ্রাউন্ড-টা ইউজ করা হচ্ছে।

    আমার বন্ধুর সন্তান ছিল না, থাকলে সন্তানের মুখ চেয়ে হয়ত এখনও এক্স-বউ-এর সাথেই থাকত, সেটা হতেই পারে।

    বাচ্চার জন্য বাবা, মা অনেক স্বার্থত্যাগ-ই করে। আবার কেউ হয়্ত করে না, যার যা চয়েস - এর ভাল-মন্দ কিছু হয় না
  • pi | 192.253.196.11 | ২০ অক্টোবর ২০১৬ ২৩:০৯720599
  • সন্তানের কথা তো আনিনি। আর তার জন্য খোরপোষও তুলতে বলছিনা ( তবে কোন কারণে বাবা কাস্টডি চাইলে , সেটাও দেওয়া উচিত, বা পার্শিয়ালি কিছু)।

    এবার আমার প্রশ্নগুলো উত্তর দিন। আপনার অপমানজনক লাগবে কী না ?
  • sm | 233.223.157.48 | ২০ অক্টোবর ২০১৬ ২৩:১১720600
  • অরণ্য,তাহলে আপুনি ও একমত;ফস্টার হোম ই তাদের ভবিতব্য?
    বাচ্চা দুটি কি বড় হয়ে ক্রুয়েল্টি গ্রাউন্ড এ পিতা মাতা কে স্যু করতে পারে?
    আর রাষ্ট্র কি ওই বাচ্চা দের দেখভাল করতে অস্বীকার করতে পারে?কারণ রাষ্ট্র কে আলাদা খরচ করতে হবে।
    রাষ্ট্র কেন পকেট হালকা করবে?বরঞ্চ আইন এর জোরে দম্পতি কে কিছুটা বাধ্য করতে পারে;একসঙ্গে থাকার জন্যে। কোনটা আপনার যুক্তি যুক্ত মনে হয়?
  • rabaahuta | 84.90.225.117 | ২০ অক্টোবর ২০১৬ ২৩:১৫720601
  • খরচা বাঁচানোর জন্যে রাষ্ট্র বাধ্যতামূলক দাম্পত্যের নিদান দেবে এ আবার কি কথা, রাষ্ট্রের পকেট আছে কি করতে। বেশী পকেট ভারী হলে কামান কিনে পয়সা ওড়াবে, এর থেকে লোকের পেছনে খরচা করা ভালো।
  • pi | 192.253.196.11 | ২০ অক্টোবর ২০১৬ ২৩:১৫720602
  • সন্তান কোন ইস্যু না হলে ডিভোর্স চাইলেই দেওয়া উচিত , আটকে রাখা মোটে ভাল না, এতে একমত তো ?
  • sm | 233.223.157.48 | ২০ অক্টোবর ২০১৬ ২৩:২০720603
  • আরে খোরপোষ কে ঠিক করবে?কোর্ট তো?
    তা,কোর্টকে তাহলে বিচ মে আসতেই হচ্ছে!
    আর,পাই ;বিয়ে-ডিভোর্স ইত্যাদি এলে বাচ্চা আস্তে বাধ্য;তাই নয় কি?
    যদি বাচ্চা নাও থাকে,তাহলেও একপক্ষ চাইলেই যেকোনো তুচ্ছ কারণে ডিভোর্স দিতে হবে?
    এতে আল্টিমেটলি সরকার এর খরচ তো বাড়বে।সরকার কেন বরদাস্ত করবে?
    আর অরণ্য,ক্রুয়েল্টি বিচার তো কোর্ট করছে।
    তাহলে দেখা যাচ্ছে কোর্টের হস্তক্ষেপ অনিবার্য্য।
  • aranya | 154.160.226.92 | ২০ অক্টোবর ২০১৬ ২৩:২১720604
  • এসেম, আম্রিগায়, আমি যদ্দুর জানি, ফস্টার হোম ই তাদের ভবিতব্য :-(

    আমার মত যদি জানতে চান - আরও অনেক বিষয়ের মতই, আমি নিশ্চিত নই সার্বিক ভাবে কোনটা ভাল। তবে প্রাপ্তবয়স্ক মানুষের চেয়ে বাচ্চাদের কষ্ট-টা একটু বেশি অ্যাপিল করে, তাই তাদের জন্য মা, বাবা যদি নিজেদের সু্খ, আনন্দ স্যাক্রিফাইস করে অনিচ্ছাসত্বেও একসাথে থাকেন-সেটা হয়্ত বেটার লাগবে।

    তবে এটা একেবারেই বাবা-মার ব্যক্তিগত সিদ্ধান্ত
  • ranjan roy | 132.162.197.131 | ২০ অক্টোবর ২০১৬ ২৩:২৫720605
  • বিবাহপূর্ব বা পরবর্তী যে কোন কন্ট্র্যাক্ট দুপক্ষের সম্মতিতে সিদ্ধ হয়। নইলে একজন প্রপোজ করে অন্যজন এগ্রি না করলে সেটা অসিদ্ধ।
    কাজেই কনট্র্যাক্ট চালু করতে উভয়পক্ষের সহমতি প্রাথমিক শর্ত; কিন্তু ভাঙতে একপক্ষ অরাজি হলেই ব্যাপারটা ভোগে গেল।
    উদাহরণ, ব্যাংকের জয়েন্ট অ্যাকাউন্ট বা পাওয়ার অফ এটর্নি।
    যেই একপক্ষ আপত্তি জানাল যে আমি এই কন্ট্র্যাক্টে বাঁধা থাকতে চাই না-- সেটা নন-অপারেটিভ হয়ে গেল।
    একপক্ষ চাইলে যদি না দেওয়া হয় তো তাকে তেতো সম্পক্ক টেনে যেতে বাধ্য করা হয়--গ্রাউন্ড ফ্লিমসি কি না সেটা পার্স্পেক্টিভের প্রশ্ন। এখনও আমাদের দেশে ডিভোর্স এত সহজ হয় নি।
    চরিত্রের দোষ বা যৌন সম্পর্কের বিশ্বাসভঙ্গ( প্রমাণ সহ) আদালতে সহজে ডিভোর্স পাওয়ার একটা গ্রাউন্ড। তেমনি ক্রুয়েলটি/অস্বাভাবিক যৌন ব্যবহার/ দায়িত্বপালনে অপারগ/মারধোর/হিংসক ব্যবহার।
    কিন্তু সবই প্রমাণসাপেক্ষ।
    এইসব নিয়ে কোর্টে উকিলরা মিথ্যে মিথ্যে গল্প বানিয়ে মেয়েটিকে নোংরা নোংরা প্রশ্ন করে। নিজের চোখে দেখা। ডিভোর্সের পদ্ধতি সরল হলে এসব কমবে।
    আর দুপক্ষের সম্মতিতে ডিভোর্স হলে সবচেয়ে সহজে হয়ে যায়।
    এখনও আইন খানিকটা পুরুষের পক্ষে। বিয়ের পরে কোন মহিলা অধিকাংশ সময় বাপের বাড়িতে থাকলে স্বামী কোর্টে ম্যারেজ কনজ্যুমেট হচ্ছে না বলে কেস করে মেয়েটিকে স্বামীর কাছে আসতে বাধ্য করতে পারে। উল্টোটা সহজ নয়।
  • sm | 233.223.157.48 | ২০ অক্টোবর ২০১৬ ২৩:২৬720606
  • পাই, আগে আপনি ক্লিয়ার করুন,সন্তান থাকলে ক্রাইটেরিয়া
    আলাদা হবে;এতে আপনি একমত।
    দুই একপক্ষ চাইলেই দিতে হবে কিনা?এতে আপনার কি মত?
    তিন,দু পক্ষই না চাইলে ও সন্তানাদি না থাকলে অবিশ্যি অন্য কথা। সেটা নিয়ে নয় আরো লেখক যাবে।
  • aranya | 154.160.226.92 | ২০ অক্টোবর ২০১৬ ২৩:২৮720608
  • আম্রিগায় বিভিন্ন রাজ্যে ডিভোর্সের নিয়ম মনে হয় আলাদা। চা না দেওয়া = ক্রুয়েলটি, এটা এক যুগ আগে নিউ জার্সীর একটি কোর্টের ঘটনা

    বৌ গুরু করতে দিচ্ছে না বা টিভিতে খেলা দেখতে দিচ্ছে না - এগুলো ও ক্রুয়েলটি হিসাবে ডিভোর্সের জন্য ভ্যালিড কারণ হতে পারে :-)
  • sm | 233.223.157.48 | ২০ অক্টোবর ২০১৬ ২৩:২৯720609
  • অরণ্য আপনার আগের পোস্ট তা ভালো লাগলো।ধন্যবাদ।
  • aranya | 154.160.226.92 | ২০ অক্টোবর ২০১৬ ২৩:৩১720610
  • 'একপক্ষ চাইলেই দিতে হবে কিনা?' - আমার মত, হ্যাঁ, দিতে হবে। জোর করে অনিচ্ছাসত্বেও কাউকে কারও সাথে থাকতে বাধ্য করা ঠিক নয় - সন্তান থাক বা না থাক
  • sm | 233.223.157.48 | ২০ অক্টোবর ২০১৬ ২৩:৩৩720611
  • রঞ্জন বাবু , আমার প্রশ্ন বোঝেন ই নি।তাই অনেক শিবের গীত গাইলেন।
    অতি ক্ষুদ্র প্রশ্ন। বিবাহ পূর্বে যেকোনো রকমের কনট্র্যাক্ট করা যায় কিনা? কোনো বিধিনিষেধ থাকা উচিত বলে মনে করেন কি?
    ধরা যাক দু পক্ষের ই সম্মতি আছে।
  • sm | 233.223.157.48 | ২০ অক্টোবর ২০১৬ ২৩:৪০720613
  • অরণ্য,তাহলে এতো ক্রুয়েলটির কথা তুললেন কেন?
    দুটি সন্তানের জন্ম দেবার পর মা বললো আমি তোমার সঙ্গে থাকবো না কারণ আমার অন্য বয় ফ্রেন্ড আছে।তুমি আর তোমার সরকার এদের দেখভাল করোগে যাও।
    এই ক্রুয়েলটির বিচার কে করবে?
    আর দ্বিতীয় কেসে ছেলেটি বিয়ের তিনমাস পরে মেয়েটিকে বললো ; তোমার সঙ্গে থাকবোনা কারণ তুমি সবার সময় নাক ডাকো।আমি আর একটি বিয়ে করতে চললুম।
  • sm | 233.223.157.48 | ২০ অক্টোবর ২০১৬ ২৩:৪০720612
  • অরণ্য,তাহলে এতো ক্রুয়েলটির কথা তুললেন কেন?
    দুটি সন্তানের জন্ম দেবার পর মা বললো আমি তোমার সঙ্গে থাকবো না কারণ আমার অন্য বয় ফ্রেন্ড আছে।তুমি আর তোমার সরকার এদের দেখভাল করোগে যাও।
    এই ক্রুয়েলটির বিচার কে করবে?
    আর দ্বিতীয় কেসে ছেলেটি বিয়ের তিনমাস পরে মেয়েটিকে বললো ; তোমার সঙ্গে থাকবোনা কারণ তুমি সবার সময় নাক ডাকো।আমি আর একটি বিয়ে করতে চললুম।
  • Atoz | 161.141.85.8 | ২১ অক্টোবর ২০১৬ ০৪:৩৯720614
  • হুঁ হুঁ বাবা, বিয়ে করে ছানাপোনা পয়দা করে ফেলেছেন কি হয়ে গেল! যাবজ্জীবন সশ্রম কারাদন্ড। ডিভোর্সের কথা তুলেছেন কি তোলেন্নি, লোকাল থানায় খবর চলে যাবে। পুলিশ এসে ঠাস ঠাস করে কয়েকটা চড়চাপ্পড় দুটোকেই দিয়ে ধমকে বুঝিয়ে যাবে, "ভালোভাবে ভদ্র হয়ে একসঙ্গে থাকবি। মাঝে মাঝেই এসে চেক করে যাবো। যদি কোনো বেচালের খবর পাই, দুটোকেই থানায় তুলে নিয়ে গিয়ে কম্বল ধোলাই দেবো। মনে থাকে যেন! ডিভোর্স!!! সাহস কত! এখনও দেশে পুলিশ আছে, হুঁ। "
    ঃ-)
  • pi | 192.253.196.11 | ২১ অক্টোবর ২০১৬ ০৫:১৯720615
  • প্রশ্ন আমি করলাম। আমি কোন প্রশ্ন করব সেটাও ঠিক করে দেবেন আবার প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্নও করবেন ঃ(

    বাচ্চা থাকলে আলাদা, কারণ কাস্টডি, খোরপোষের ব্যাপার থাকে। আর অনেকেই নিজেদের খারাপ থাকা মেনে নিয়েও বাচ্চাদের জন্য একসাথে থেকে যান। এই নিয়ে তো কোন তর্ক হয়েছে এখানে বলে দেখিনি। আমি এনিয়ে কিছু বলিওনি।

    আপনি সন্তানের কোন ইস্যু না থাকলে কেসের উত্তর দিন এবার। একপক্ষ চাইলে দেওয়া যাবেনা, আপনার এই কথা নিয়েই তো আমার মত জানিয়ে প্রশ্ন করেছিলাম, আবার সেই প্রশ্ন আমাকে করার কী মানে ? আমার প্রশ্নের পোস্টটা আরেকবার পড়ে নিন প্লিজ।
  • pi | 192.253.196.11 | ২১ অক্টোবর ২০১৬ ০৫:২৩720616
  • খুঁজে না পেলে, আবার করে দিলাম।

    এরকম কারণ দেখিতে যে বেরিয়ে আসতে চায়, মানে অন্যজনের সাথে থাকতে চায়না, আপনি কী বলেন, সে এসব বলার পরেও তার সাথে থাকা উচিত ? ঘাড় ধরে একসাথে থাকানো ?
    অন্যপক্ষ বেরোতে চাইলে জোর করে থাকতে চাওয়া প্রচণ্ড রকম অপমানজনক নয় ? আর সেই থাকাতে আদৌ কোন সুখ আছে ? বরং দুঃখ অনেক বেশি, মনে হয় না ?
  • sm | 53.251.91.253 | ২১ অক্টোবর ২০১৬ ০৯:০১720617
  • পাই, বিবাহ হলো একটি কনজুগাল রিলেশনশিপ।এখানে দায়বদ্ধতা অনেক বেশি।
    আপনি লিখলেন- "আর সেই থাকাতে আদৌ কোন সুখ আছে ? বরং দুঃখ অনেক বেশি, মনে হয় না ?"
    আমার প্রশ্ন আপনি কি বিয়ে বলতে শুধু নিজের সুখ বা দুঃখের কথাই ভাবেন? তাহলে কনজুগাল শব্দবন্ধ টি কিন্তু অকেজো হয়ে যায়।আমরা কি নিজের ভুল সবসময় দেখতে পাই?
    উদাহরণ দেই।
    এক,একজন ভদ্রলোক অভিযোগ জানালেন স্ত্রী অফিস থেকে আসার পরই অন্য রকম হয়ে যায়।কথা বার্তা বিশেষ বলে না। মুখ ঘুরিয়ে নেয়। কোর্ট ম্যারেজ কাউন্সেলিং এর পরামর্শ দেয়। জানা যায়,স্ত্রী মাইগ্রেন এ ভোগে।দিনান্তে বেশি হয়।মুড্ অফ হয়ে যায়।
    কিন্তু মুখ ফুটে হাসব্যান্ড কে জানায় নি- কারণ ভেবেছিলেন উনি গুরুত্ব দেবেন না। চিকিৎস্যা করিয়ে সম্পূর্ণ রোগমুক্ত। নাও, হ্যাপি কাপল।
    দুই, স্ত্রী চান না, স্বামীর বাড়িতে থাকতে ।কারণ স্বামীর বৃদ্ধা মা ( প্রায় পঙ্গু) ওনাদের সঙ্গে থাকেন।উনি থেকে থেকে নিজের মনে চিৎকার করে ওঠেন।স্ত্রীর অসহ্য লাগে, ঘুমের ব্যাঘাত হয়।
    কোর্ট আদেশ দেয়,গ্রাউন্ড যথেষ্ট নয়। স্বামীকে একবছর টাইম দিতে হবে, নিজের বাসস্থান ও মায়ের সুব্যবস্থার বন্দোবস্ত করার।
    ভদ্র মহিলা তিন মাস পর মারা যান। স্ত্রী এখন খুব অনুতপ্ত । কোর্টের কাছে ঋনী- বিবাহ ভাঙার রায় দেয় নি বলে।

    আশা করি , দুটো উদাহরণ দিয়ে বোঝাতে পারলাম কিছু ক্ষেত্রে একসঙ্গে থাকতে বাধ্য করা অনুচিত নয়। এতে মান অপমানের প্রশ্ন আসছে কোথায়? আপনি কি নিশ্চিত- স্বার্থপরতা; আপনার উচিত অনুচিত বোধ কে ঢেকে দেয় না, সময় বিশেষে ?
  • ছোটোলোক | 198.155.168.109 | ২১ অক্টোবর ২০১৬ ১০:২৭720619
  • সন্তান=যাবজ্জীবন কারাদণ্ড -
    এইটে পড়ে অবধি ব্যেমকে গেছি!!!
  • sm | 53.251.91.253 | ২১ অক্টোবর ২০১৬ ১২:৩৫720620
  • আমি বিবাহ করবো;সন্তান উৎপাদন করবো আর যখন খুশি দায়িত্ব নিতে অস্বীকার করবো। সরকার কে দায়িত্ব নিতে বলবো।না নিলেই সশ্রম কারাদণ্ডের কথা তুলবো।
    এটা তো কেমন বিপের যুক্তির মতন শোনাচ্ছে।
  • sinfaut | 11.39.85.61 | ২১ অক্টোবর ২০১৬ ১২:৫১720621
  • যত বেশি সিংগল ইন্ডিভিজুয়াল তত ক্যাপিটালিস্টদের পোয়াবারো। ;-)
  • cm | 127.247.96.21 | ২১ অক্টোবর ২০১৬ ১৬:২১720622
  • তাদের বাঁশ দেওয়ার জন্যই সমবায়ের মতন পরিবার হবে।
  • sm | 53.251.91.253 | ২১ অক্টোবর ২০১৬ ১৬:৩২720623
  • কাদের বাঁশ দেওয়া হবে?জন্ম থেকেই দুষ্ট ,পাজি বাচ্চাদের?
  • ranjan roy | 132.162.197.131 | ২১ অক্টোবর ২০১৬ ১৬:৪২720624
  • এস এম,
    বিয়ের আগে বা পরে, দুজন মানুষ যে কোন সময় যেকোন বিষয়ে কন্ট্র্যাক্ট করতে পারে--সেগুলো আইনবিরোধী বা সংবিধানবিরোধী হলে কোর্টে গিয়ে মামলা করা যায় না, এই পর্য্যন্ত।
    উদাঃ এখন অবধি সমলিঙ্গ বিবাহ বেআইনী। তাই অনেক জোড়া আইনকে কলা দেখিয়ে নিজেদের মধ্যে কন্ট্র্যাক্টে দায়বদ্ধ জীবন যাপন করেন।
    বিয়েটা মুখ্যত; দুই ব্যক্তির ইমোশনাল ও ফিজিক্যাল চাহিদা পূরণের জন্যে একটি উপায়। তাই ইমোশনালি কে কতটা স্টেবল, কার কি বিষয়ে অ্যালার্জি, কে কোনটাকে ক্রুয়েল ভাবছেন-- এসবই ওঁদের ব্যক্তিগত ব্যাপার। তাই দুজনেই রাজি হলে চটপট ডিভোর্স দিয়ে দেওয়া ভাল। নইলে অনেক ক্ষেত্রেই প্র্যাকটিক্যালি ডিভোর্সির মত বাজি জীবন কাটাবে-একেবারে বিষকুম্ভং পয়োমুখম্‌ হয়ে। তার চেয়ে--!
    { এমন উদাহরণও কম নয়।)
    আর বাচ্চা আছে কি না আছে, থাকলে কী করা / কে কার দায়িত্ব নেবে, কারা মামাবাড়িতে বড় হবে সেটা বাপ-মাকেই ঠিক করতে দিন না।
    ভুল হবে? তা ভুল করবার স্বাধীনতা দিতেই হবে। সিনিমাঃ ক্র্যামার ভার্সেস ক্র্যামার!
    ভুল করে অনুশোচনায় ভুগবে; তা ভুগবে। বাচ্চাদের অভিশাপ কুড়োবে? তা হতেই পারে। নিজেদের ডিসিশনের দায় তো নিজেদেরই বইতে হবে।
    কাঠ খেলে আঙ্গরা হাগবে!

    আরে বাপ-মা তোআর বাচ্চা নয়; ওদের ভুল করবার স্বাধীনতা দেবেন না?

    ভুল করবার জন্যেও চাই বন্ধু,
    বুকের কলকে ভরা একটুকু আগুন।
    আমরা তো নই বাঁধা কোন তিথিডোরে,
    হোক না সেদিন শরৎ অথবা ফাগুন।

    সময়ের ভুলে আমরা এসেছি কাছে,
    মাশুল যে তার গুণে যাব আজীবন,
    আদম-ঈভের একটি কোমল ভুলে,
    পৃথিবীতে হল প্রাণের আমন্ত্রণ।

    তাই ভুলে যাব মেপে মেপে পথচলা,
    তাই গেয়ে যাব ভুল করবার গান।
    আমাদের ভুলে থমকে দাঁড়াবে কাল,
    আমাদের ভুলে চমকাবে ভগবান।।
  • sm | 53.251.91.253 | ২১ অক্টোবর ২০১৬ ১৭:২৪720625
  • বেশ ভালো রচনা। আপনার সঙ্গে কিছু বিষয়ে একমত।আমি কিছু অনুমান করে লিখছি।না মানলে জানাবেন।
    প্রাক বিবাহ কনট্র্যাক্ট যা খুশি হওয়াতে বিশ্বাসী নন। অর্থাৎ যা হবে; তা আইন মোতাবেক ও সংবিধানের পরিপন্থী হওয়া চলবে না।অর্থাৎ এখানে কোর্টের খপরদারি চলিবেক। কি তাইতো?
    দুজন না চাইলে ডিভোর্সের পক্ষ পাতি। কিন্তু একজন না চাইলে বা কতখানি শক্তিশালী গ্রাউন্ড হওয়া চাই; সে বিষয়ে কিছু বলেন নি। ধরে নেওয়া যায়, এক্ষেত্রে আপনি আমার সঙ্গে একমত।এক্ষেত্রেও কোর্টের হস্তক্ষেপ বাঞ্চনীয় বলে মনে করেন।

    এবার আসি কোথায় আপনার সঙ্গে ভিন্নমত।এমন কিছু ক্ষেত্র আছে; যেখানে হাসব্যান্ড-ওয়াইফ শিশু সুলভ আচরণ করেন। অর্থাৎ সেই মুহূর্তে বুঝতে পারেন না, কতখানি নেগোসিয়েশন বা কম্প্রোমাইজ চলতে পারে। সামান্য ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে ডিভোর্স চাইতে আসেন। কিন্তু অনেক ক্ষেত্রেই কাউন্সেলিং দ্বারা সে সব ঝামেলা মিটে যায়।বঙ্কিমের রচনা ধরা যাক , রামার বাপ্ এর সঙ্গে তার বৌ এর দিবারাত্র ঝগড়া হয়।রামার বাপ্ মনে করে তার স্ত্রী ঝুনো নারকোল হয়ে গেছে।জলে ঝাঁজ বেশি। তাই দেশান্তরী হয়। হয়তো ফিরেও আসে। কিন্তু তাই বলে ডিভোর্স!
    আর বাচ্চা কাচ্চা।একটু বাধ্য না করালে তো বাচ্চাদের সরকারের খোঁয়াড়েই লোকে ফেলে আসবে। বাচাদের ক্ষেত্রে রাষ্ট্র কে হস্তক্ষেপ করতে হয় বই কি! বিদেশে দেখুন কত বাচ্চা বাবা মা দ্বারা অবহেলিত হচ্ছে। যদি আইনই বাম্বু না থাকতো; তো কবেই একটা ছন্ন ছাড়া সমাজ তৈরী হতো।ছেলে মেয়ে মানেই বাবা মায়ের প্রপার্টি নয়।
  • cm | 127.247.96.21 | ২১ অক্টোবর ২০১৬ ১৭:৪২720626
  • না না ক্যাপিটালিস্টদের। আর বাচ্চাদের দেখভালের সুবিধার্থে এই মাল্টিপার্টি বিবাহের প্যাকেজে পাচ্ছেন সেজকাকা, রাঙামাসীদের।
  • sm | 53.251.91.253 | ২১ অক্টোবর ২০১৬ ১৭:৪৬720627
  • কিন্তু কাবুল-টাবুল কে সামলাবে?
  • ranjan roy | 132.162.197.131 | ২১ অক্টোবর ২০১৬ ১৮:১৪720628
  • না; আমরা একেবারেই ভিন্নগ্রহের মানুষ মনে হচ্ছে।
    ১) কন্ট্র্যাক্ট আইনি হতেই হবে এমন তো বলছি না। শুধু বলচি আইনবিরোধী সংবিধানবিরোধী কন্ট্র্যাক্ট কে ইম্প্লিমেন্ট করাতে আদালতের দরজা খটখটানো যায় না; এইটুকুই। সমলিঙ্গ বিবাহের উদাহরণ দিলাম যে! ভারতে বা কিছু দেশে বেআইনি। কিন্তু তা বলে সমলিঙ্গ বিবাহ বা একসঙ্গে জীবন কাটানোর কন্ট্র্যাক্ট হচ্ছে না তা তো নয়। সেই সিদ্ধান্তের সুফল-কুফল দুই পক্ষ বুঝে নেবে। ৩৭৭ উঠে গেলে ওরা আরও একটু সহজে সম্মানের সঙ্গে এবং রাষ্ট্রের চোখরাঙানির বদলে সুরক্ষায় বাঁচতে পারবে, ব্যস্‌।
    ২) কাউন্সেলিং অবশ্যই ভাল কথা। মানবিক সম্পর্ক কেউ সহজে ভাঙ্তে চায় না। কিন্তু যদি ফল না পাওয়া যায়? তখন?
    ৩) মনে হচ্ছে আপনি ধরে নিয়েছেন ডিভোর্স সহজ হলেই পটাপট ডিভোর্স হবে আর অসংখ্য সংসার ভেঙে যাবে? আমি ভাবছি অনেকগুলো বিষ গিলে কষ্ট করে টিকিয়ে রাখা দাম্পত্য সম্পর্ক ফোঁড়ার মত কেটে ফেলে বাঁচা যাবে।
    দেখুন, ১৯৬৮ সালে বাজারে যখন দশপয়সায় তিনটি করে নিরোধ পানের দোকানে সরকার বিজ্ঞাপন দিয়ে বিক্রি শুরু করল অনেকেই ভেবেছিলেন এর ফলে কৈশোর ও যৌবন বিষাক্ত হবে, সমাজ অনাচারে ভরে যাবে। সবাই প্রাক্‌বিবাহ অবাধ যৌনসম্পর্কে লিপ্ত হবে।
    ৫০ বছর পরে আজকের প্রজন্মকে দেখুন--আমাদের থেকে ভাল আছে; বরং অনেক মেয়ের জীবন নষ্ট হতে হতে বেঁচে গিয়েছে। অনেক বাধ্য হয়ে বিয়ে করে সারাজীবন নরকযন্ত্রণার থেকে রেহাই পেয়েছে। এবং মানব-মানবীর যৌনসম্পর্কের ধারণাই বদলে গিয়েছে।
  • kintu | 190.179.142.51 | ২১ অক্টোবর ২০১৬ ১৮:৪০720630
  • "আর বাচ্চা আছে কি না আছে, থাকলে কী করা / কে কার দায়িত্ব নেবে, কারা মামাবাড়িতে বড় হবে সেটা বাপ-মাকেই ঠিক করতে দিন না।" - কন্ট্রাক্ট যদি আইনি ই না হয় বাচ্চা টাকে বোঝা ভেবে ফেলে দিতে কতক্ষন ? "আরে বাপ-মা তোআর বাচ্চা নয়; ওদের ভুল করবার স্বাধীনতা দেবেন না?" - তখন তাদের ভুলের খেসারত কেন বাচ্চা গুলো দেবে , আর নাগরিকের "বেআইনি" ফুর্তির ফসল কে রাষ্ট্র কেন দায়িত্ব নেবে মানুষ করার ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন