এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অভিন্ন দেওয়ানি বিধি - কি ভাবছেন সবাই

    s
    অন্যান্য | ১৪ অক্টোবর ২০১৬ | ৪৫৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | 182.58.105.207 | ১৫ অক্টোবর ২০১৬ ০০:২৪720874
  • আরে ছোট সেটাই তো। মিতার টই পড়ে এটাই মনে পড়েছিল। যতই অবিশ্বাস্য হোক এই তো অবস্থা
  • Ekak | 53.224.129.48 | ১৫ অক্টোবর ২০১৬ ০০:২৭720875
  • হিন্দু-মুসলিম যেই হোক , পনেরো দিনের মধ্যে ডিভোর্সের মামলা মিটিয়ে ফেলার আইন হলে , মনে হয় কারো আপত্তি হবেনা । মামলা বলতে আইনি কাগজপত্র । নট নেসেসারিলি , অভিযোগ আনতে হবে । এ এক অদ্ভুত নিয়ম যা মানুষে মানুষে তিক্ততা সৃষ্টি করেছে আর কিছু ধান্দাবাজ উকিলের পসার বাড়িয়েছে । ডিভোর্সের জন্যে আবার অভিযোগ !! অদ্ভুত !
  • pi | 127.194.80.162 | ১৫ অক্টোবর ২০১৬ ০০:২৮720876
  • ডিভোর্সের আইনি ও সামাজিক দীর্ঘসূত্রিতা কাটানোর ব্যাপারেও সিরিয়াসলি কিছু ভাবা হোক।
  • ছোটোলোক | 198.155.168.109 | ১৫ অক্টোবর ২০১৬ ০০:৩২720877
  • তিন তালাক প্রসঙ্গে।
    এটা কেবল পুরুষের অধিকার। একজন মুসলমান মহিলাকে তালাক পাবার জন্য দীর্ঘ পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু ডিভোর্স সম্ভব। যদিও তা খুব কষ্টকর লম্বা প্রোসেস। মহিলাটির চরিত্রে দাগ দিয়ে দিতে পারলে আরো জটিলতা বানানো যায়। এখন মুসলিম ল এ অ্যাডাল্টারির কী শাস্তি? এটা ক্রিমিনাল ল। সিবিল ও ক্রিমিনাল লয়ের গঙ্গা যমুনা সঙ্গম এইখানেই, এই অ্যাডাল্টারিতেই। ডিভোর্স তো অনেক দূরের কথা, শারিয়া অনুসারে এর শাস্তিটা তো পাথর ছুঁড়ে হত্যা করা।
    হোয়াট অ্যাবাউট ধর্ষণ? সেটা অ্যাডাল্টারি নয়ত? জেল হবে কি ধর্ষিতার?
    ডাউরিও তাহলে থাকুক। সেটাও আইনত বৈধ করা যেতে পারে। আজকে সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে জানলাম। ১৮ বছর বয়সের পর ঐ টাকা মেয়ের বিয়ের খরচ বাবদ তুলে নেওয়া যেতে পারে। মানে পরোক্ষে ডাউরিকেই সায় দেওয়া হচ্ছে। ট্যাক্স ছাড় দেওয়া হচ্ছে ঐ আমানতের ওপর।
  • Ekak | 53.224.129.48 | ১৫ অক্টোবর ২০১৬ ০০:৩৭720878
  • তবে , বহুবিবাহ কে আমি সাপোর্ট করি । ইয়ার্কি না । এটা ঠিকঠাক জিনিস । বেফালতু একটা ওল্ড প্রোডাকশন সিস্টেম থেকে তৈরী হয় মোরাল ভ্যালুকে আজকের প্রোডাকশন সিস্টেমে বয়ে বেড়ানোর কোনো মানে হয়না । বহুবিবাহ আইনসিদ্ধ হোক । সমস্ত জেন্ডারেই । এবার যিনি বহুবিবাহ ইউনিটের চাইল্ড নোড তিনি যদি নিজেও বহুবিবাহ করতে চান তবে ইউনিট মানলে করবেন নইলে ডিভোর্স নিয়ে নিজের ইউনিট খুলে প্যারেন্ট নোড হবেন । সে তাদের চয়েস ।

    মোদ্দা কথা বহুবিবাহ থেকে ফালতু লিগাল - মরাল বাধা হটানো হোক ।
  • ছোটোলোক | 198.155.168.109 | ১৫ অক্টোবর ২০১৬ ০০:৪১720879
  • জিনিসটা অত সহজ সরল নয় হে। জীবনে অনেক কিছু দেখা বাকি আছে আমাদের প্রত্যেকেরই।
    আমরা মূলতঃ আমাদের নিজেদের অবস্থান থেকে জিনিসটা দেখি।
    যে মেয়েটার জীবনে বিয়েই একমাত্র আশ্রয় ও ভবিষ্যতের ব্যবস্থা, সে কিন্তু এতে লাভবান হবে না। সমস্ত অত্যাচার মুখ বুজে সইবে পাছে স্বামী ডিভোর্স দিয়ে দেয়, এই ভয়ে। তার কিন্তু যাবার কোনো জায়গা নেই।
    যতক্ষণ না মেয়েদের আলাদাভাবে বাঁচবার ব্যবস্থা তৈরী হচ্ছে সমাজে, ততক্ষণ এককথায় ডিভোর্স হিতে বিপরীত হয়ে উঠতে পারে। যে সমাজে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করা যায়, সে সমাজ একটা মেয়ে যদি প্রমাণিতভাবে ননভার্জিন হয়, তার বেঁচে থাকা খুব শক্ত। এর ব্যতিক্রম হতে পারে যদি তার আর্থিক স্বচ্ছলতা থাকে।
  • pi | 127.194.80.162 | ১৫ অক্টোবর ২০১৬ ০০:৪৫720880
  • প্রমাণিতভাবে নন্ভার্জিন হয়ে বেঁচে থাকা শক্ত হলে, কাজ করা উচিত, জাতে সেটা সহজ হয় বা অন্ততঃ শক্ত না হয়, সেই লক্ষ্যে। আইন করে এই রিগ্রেসিভনেসকেই আরো শক্তপোক্ত করার মানে দেখিনা। মানে, এরকম হতেই পারে। তাতে ঐ রিগ্রেসিভ চিন্তাভাবনা উপড়াতে আরো বেশি সময় নেবেন, কারণ আরো গভীরে তার শিকড় চাড়াবে।
  • Ekak | 53.224.129.48 | ১৫ অক্টোবর ২০১৬ ০০:৪৮720882
  • "এককথায় " কে বলেছে ? !!! উফফ

    ডিভোর্সের জন্যে একজনের দাবি যথেষ্ট । সে তারা সমাজের যেকোনো পরিস্থিতিতে থাকা যেই হোকনা কেন । তারা একটা সরকারি কাগজে কন্ট্রাক্ট করেছিল । রেজিস্টার সাক্ষী ছিল । তখন জানতে চেয়েছিলো "কেন " বিয়ে করছে ?? দুপক্ষের মতে বিয়ে হচ্ছে এটাই যথেষ্ট । সরকারের কোনো অধিকার ই নেই জানতে চাওয়ার কেন বিয়ে ভাঙছে । জাস্ট অনৈতিক একটা ব্যাপার । এই পুরো আইনি "অভিযোগের প্রয়োজন " টা সরিয়ে দিলেই ডিভিওরস একটা সহজ পদ্ধতি । যা খোরপোষ হয় সেটা মিটিয়ে দিলেই কাগজ ফাইনাল ।

    ইন্ডিয়ার মতো এতো ঝুলিয়ে ডিভোর্স কোথাও হয়না । উকিল পয়সা লুটে শেষ করে দেয় । এতে কার কোন উপকার হচ্ছে ।
  • ছোটোলোক | 198.155.168.109 | ১৫ অক্টোবর ২০১৬ ০০:৪৮720881
  • বহুবিবাহের সিস্টেমে একটা জিনিস খুব ঘটে - জেলাসি। যৌন ঈর্ষা। একই বাড়িতে সবাই থাকলে সেখানে শান্তি বলে কিছু থাকে না। আলাদা আলাদা বাড়িতে থাকলেও সমস্যা আছে। ভালোবাসার থেকেও বেশি দেখা যায়, কে কতটা আদায় করে নিতে পারল।
    যেটা কোনো সমাজেই সেভাবে পরীক্ষিত নয়, সেটা হচ্ছে নারীর একাধিক স্বামী। সেই স্বামীরও একাধিক স্ত্রী থাকতে পারে, না ও পারে। এখন এই নারীর সঙ্গে তার স্বামীরা কীভাবে সময় কাটাবে, সন্তানের জন্ম হলে বা না হলে কী কী সমস্যা হতে পারে, কোনোটাই পরীক্ষিত নয়।
  • ছোটোলোক | 198.155.168.109 | ১৫ অক্টোবর ২০১৬ ০০:৫১720884
  • প্রমাণিত ননভার্জিনকে আগে টাকা রোজগার করে নিজের পায়ে দাঁড়াতে হবে। নইলে সবাই ছিঁড়ে খুঁড়ে ফেলে দেবে। তার বাসস্থান দরকার, আয় দরকার। যে ডিভোর্সী মেয়ের মাথার ওপর ছাদ নেই, সে কোথায় যাবে?
  • Ekak | 53.224.129.48 | ১৫ অক্টোবর ২০১৬ ০০:৫৩720885
  • হ্যা , এই "যৌন ঈর্ষা " থেকেই সমাজের বেরোনো দরকার । যৌন অপরাধের শেকড় লুকিয়ে আছে যৌন ঈর্ষা -যৌন অধিকারবোধ ও যৌন হীনমন্যতার মধ্যে । এটা এখনো সমাজে বহুপরীক্ষিত নয় ঠিকই , তবে রিসেন্টলি কিছু লেখা পরছিলুম .....স্টাডি নয় , এরকম মাল্টিপার্টনার পরিবারে বেড়ে ওঠা বাচ্চাদের নিজের মুখে বলা গল্প ......ইট সীমস দে ফাইনালি আন্ডারস্টুড দেয়ার এপ্রোচ টুওয়ার্ডস সেক্স ইস ফার বেটার দ্যান আদার্স । কোনো বাধ্যবাধকতা তো নয় । আইনিভাবে মেনে নেওয়া মানে জাস্ট দরজা খোলা রাখা ।

    কেও বলছেনা যে জোর করে পাঁচটা বিয়ে করতে হবে :):)
  • Ekak | 53.224.129.48 | ১৫ অক্টোবর ২০১৬ ০০:৫৯720886
  • আমি বহুবিহাইতো পরিবার নিজেও দেখেছি । ভুটানে , আইনি কাগজে একটা ( ওখানে একমাসে ডিভোর্স হয় এবং খুব স্মুদ প্রসেস ) এবং তার বাইরে সামাজিকভাবে একাধিক স্ত্রী চলে । দিব্য সুন্দর জীবন । অন্তত একজন ছোটবৌ আর একজন বড়বৌ না হলে যৌনতা গুলি মারুন , মেন্টাল - ইমোশনাল নিডও ফুলফিল হয়না । সমস্ত প্রেসার একজনের ঘাড়ে আর তার প্রানান্ত ।
  • ছোটোলোক | 198.155.168.109 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:০০720887
  • একজনের দাবী জিনিসটা ভারতীয় প্রেক্ষাপটে খাটে না হে। যে মেয়ের রোজগার নেই, তার স্বামীর রোজগারও হয়ত বেশি নয়, কিন্তু স্বামী বলল ডিভোর্স দেবে, তখন অনেক কারণ থাকতে পারে। হয়ত, আবার সে ডাউরি নিয়ে বিয়ে করবে। বিয়েতো এক ধরণের ব্যবসাও কিছু লোকের কাছে। আগের যুগে ব্রাহ্মণেরা গাদাগাদা বিয়ে করত রোজগারের উপায় হিসেবে। এখন ডাউরি নিয়ে লোকে বিয়ে করে। বউ মরলে বা মেরে ফেলতে পারলে আবার বিয়ে করবে ডাউরি নিয়ে। এরকম লোকও তো আছে। নেই কি? ডিভোর্স একজনের কথায় হলে তো এই ব্যবসা রমরমিয়ে চলবে। বা মেয়েগুলো ডিভোর্সের ভয়ে আরো বেশি অত্যাচার সয়েই চলবে।
    রঞ্জনদার লেখায় যে পয়েন্টটা খুব চোখে লেগেছিল, সেটাই আরো জাস্টিফায়েড হবে। আইদার ডিভোর্স অর খুন। কোনটা বেশি পছন্দ সেটা মেয়েদের বেছে নিতে হবে। মিতা বলে যে মেয়েটা খুন হয়ে গেছে, সে হয়ত খুন হতো না। কিন্তু ডিভোর্স সহজ নয় বলে খুন হচ্ছে - এই লজিক ভয়ঙ্কর।
  • ছোটোলোক | 198.155.168.109 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:০২720889
  • ভুটানের বড়বৌ ছোটোবৌদের নিজ নিজ বড়বর ছোটোবর আছে তো? একক?
  • pi | 127.194.80.162 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:০২720888
  • উদাঃ দেবার সময় কিন্তু বড়বৌ ছোটবৌ চলে আসে , বড়বর, ছোটবর আসে না।:P
    ইচ্ছাকৃত বলছিনা, কিন্তু স্বাভাবিকভাবে এটাই বেরিয়ে আসে বোধহয়।
  • pi | 127.194.80.162 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:০৫720891
  • ডাউরি তো এমনিই বেআইনি। তার জন্য আলাদা ভাবে সামাজিক লড়াই এখনো দরকার। যত কথা রেপ আর মোলেস্টেশন নিয়ে হয়, এখন তার এক দশমাংশও ডাউরির জন্য অত্যাচার বা ডাউরিডেত্থ নিয়ে হয়না, যদিও এগুলোর সংখ্যা আরো অনেক বেশি।
    কিন্তু সেটা আটকানোর উপায় ডিভোর্স আটকে রাখা, এটা কখনোই মনে করিনা।
    স্বামী যাতে পরে আরো ডাউরি নিয়ে বিয়ে করতে না পারে, এজন্য স্বামীর সাথে না পোষালেও থেকে যাবো, এর থেকে অনেক বেটার ডাউরির জন্য অত্যাচার করে থাকলে ( মানসিকভাবেও) সেই গ্রাউণ্ডে তাকে জেলে পোরা।
  • Ekak | 53.224.129.48 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:০৫720890
  • তা স্বামী যদি আগের বৌকে সারাজীবনের খোরপোষ দিয়ে আরেকটা বিয়ে করে "ব্যবসা " চালাতে পারে , তবে চালাক না , দেখি কেমন লাভজনক সেই ব্যবসা :):))

    যে মেয়ে ডিভোর্স পেলো সে তো খোরপোষ ও পেলো । আবার কী চায় ? অর্থনৈতিক প্রয়োজন মিটলো , বাচ্চা থাকলে তার জন্যেও খোরপোষ পেলো , এবার কী কারণে ডিভোর্স দেওয়া চলবেনা ? কি ভুলভাল !
  • Ekak | 53.224.129.48 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:০৭720892
  • "ভুটানের বড়বৌ ছোটোবৌদের নিজ নিজ বড়বর ছোটোবর আছে তো? একক?"

    এর উত্তর আগের পোস্ট এ দিয়েছি ।

    আর ফ্যাকচুয়াল তথ্য চাইলে , আছে । ওদের সমাজ আলাদা । কেও অত মাথা ঘামায়না । মাঝে মাঝে মারপিট হয় , দুপক্ষই দুপক্ষকে বিষপাট ক্যালয় । আবার ভুলে যায় । শহুরে ভদ্রলোক নয় তো । দে সেটল থিংস ইন দেয়ার ওয়ে । এন্ড আই ফাইন্ড ইট কোয়াইট সিভিলাইস্ড ।
  • Ekak | 53.224.129.48 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:১১720893
  • "কিন্তু ডিভোর্স সহজ নয় বলে খুন হচ্ছে - এই লজিক ভয়ঙ্কর।"

    না , এটা কোনো ভয়ঙ্কর লজিক না । আইন তৈরীর সময় খেয়াল রাখতে হয় লোকে যেন আইন থেকে এস্কেপ করার জন্যে আরও ড্রাস্টিক মেজর না নেয় । নইলে সেটা বোকা বোকা আইন হয়ে যায় ।

    উদাহরণ চায়না -সিঙ্গাপুর এবং আরো কিছু জায়গার রোড একসিডেন্ট আইন । যদি কাওকে গাড়ি দুর্ঘটনায় মেরে ফ্যালেন তবে এককালীন ফাইন । যদি সেই ব্যক্তি আহত ও পঙ্গু হয় কিন্তু মারা না যায় , তাহলে বাকি জীবন তার সব খরচ টানতে হবে । এই আইনের আল্টিমেট ফল হয়েছে , লোকে গাড়ি ধাক্কা দিলে আবার ব্যাক জিয়ার করে রান ওভার করে নিশ্চিন্ত হওয়ার জন্যে যে মারা গ্যাছে । গল্প না , গার্ডিয়ানে খবর হয়েছিল উইথ সিসিটিভি ফুটেজ ।

    আইন তৈরী করা জটিল জিনিস ।
  • pi | 127.194.80.162 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:১৩720895
  • 'অন্তত একজন ছোটবৌ আর একজন বড়বৌ না হলে যৌনতা গুলি মারুন , মেন্টাল - ইমোশনাল নিডও ফুলফিল হয়না । সমস্ত প্রেসার একজনের ঘাড়ে আর তার প্রানান্ত ।
    '

    এই চলেনা বললে বা চলেনা বলে ধারণা চালু করলে কিন্তু আবার এই সিস্টেমটা অন্যদের ঘাড়ে চাপানোই হয়ে যায় মনে হয়। বহুবিবাহের সানি। নইলে বহুলোকেরই কিন্তু দিব্বি চলে যায়।
  • ছোটোলোক | 198.155.168.109 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:১৬720896
  • কজনকে অত্যাচারের জন্য জেলে পোরা হয়, খুন অবধি না গড়ালে।
    প্রচুর অত্যাচারের ঘটনা জানি। ভয়ঙ্কর সব। একটা বলছি, এটা নব্বইয়ের দশকের। শিক্ষিত পরিবার সব। যৌন অত্যাচার চালাত স্বামী। নিজের সিমেন কাপে ঢেলে জোর করে বৌকে খাওয়াত দিনের পর দিন। মারধোরও করত খেতে অস্বীকার করলে। মা মরা মেয়েটি দীর্ঘদিন নিজের বাবাকে বলতে পারেনি অত্যাচারের বিবরণ। শ্বশুর পুলিশের উঁচুপদের অফিসার। থানায় রিপোর্ট করতে পারছিল না। পরে, বিয়ের প্রায় আট দশমাস পরে মেয়েটির বাবা অনেক কাঠখড় পুড়িয়ে মেয়েকে পুলিশ প্রোটেকশান দিয়ে শ্বশুরবাড়ী থেকে বের করে আনে। মেয়েটা দীর্ঘকাল মানসিক চিকিৎসাধীন ছিল।
    ডিভোর্স পেয়েছিল। খোরপোষ পাওয়া অত সহজ নয়।
  • Ekak | 53.224.129.48 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:১৯720897
  • আরে ওটা আমার ধারণা । আমি মনে করি একটা মানুষ এবং আরেকটা মানুষ -এটা একটা এবিউসিভ সম্পর্ক ।কোনো মানুষের ক্ষমতা নেই আরেকজনের সমস্ত প্রেসার নেওয়ার । শেয়ার ইট ইন্টু পার্টস ।

    কিন্তু তারপর লিখেও দিয়েছি যে কেও কাওকে বহুবিবাহ করতে জোর দিচ্ছেনা । আইনসিদ্ধ করা মানে জাস্ট দরজা খোলা রাখা । কাজেই ওটা পার্ট অফ জাজমেন্ট না । যৌন ঈর্ষা ইত্যাদি প্রসঙ্গে ধারণা টা বলা ।

    যাদের চলে যায় চলুক না । অনেকের বিয়ে না করেও চলে যায় । নো প্রব্লেম । যারা চাইছে তাদের না আটকালেই হলো ।

    এই , বহুবিবাহ বললেই দেখেছি , ওই বৌরাও যদি বিয়ে করে .....এই লাইনে যুক্তিগাছা খাড়া করা হয় , তাই এই সংক্রান্ত প্রথম পোস্টেই ক্লিয়ার করে দিয়েছি নোড রিলেশন দিয়ে ।
  • pi | 127.194.80.162 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:২০720898
  • অন্য টইতে লিখেছিলাম, এখানেও লিখে দি।

    তিন তালাক নিয়ে আপত্তি দুটো কারণে, এক তো এটা খুব তাৎক্ষণিক ব্যাপার, রাগ বা আবেগের মাথায় আসতে পারে, যেটা পরে নিজেরই ভুল মনে হতে পারে আর দুই,
    মেয়েরা দিতে পারেনা।

    নইলে কেউ চাইলেই ডিভোর্সটা দেওয়া উচিত বা বেরিয়ে আসার সুযোগ। তিন তালাকের মত সহজ কোন ভাবে ( অবশ্যই এভাবে দুমদাম বলে নয়, পরে ঠাণ্ডা মাথায় কোন স্বীকৃত, কিন্তু সহজ, স্বল্পদৈর্ঘের প্রক্রিয়ার মাধ্যমে) । যে পক্ষই চাক না কেন। দুজনের একটা সম্পর্কে , একজন থাকতে চাইছেনা, এটা সেই সম্পর্ক ভাঙ্গার জন্য যথেষ্ট কারণ। কারণ সম্পর্কের ভিত্তিটাই আর নেই।
    এরপরেও থেকে যাওয়া, অন্যপক্ষের পক্ষে অপমানজনক। যদি না সম্পর্কের ভিত্তি আর্থিক হয়। কিন্তু সেক্ষেত্রে সম্পর্কের নাম অন্য দেওয়া উচিত।
  • ছোটোলোক | 198.155.168.109 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:২২720899
  • উঁহু। কিছুই ক্লিয়ার করনি। নোড রিলেশানটা কোথায় দেখেছো একটু বল, শুনি।
  • ছোটোলোক | 198.155.168.109 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:২৩720902
  • অপমানজনক তো বটেই। কিন্তু সেটাও রিলেটিভ।
    একজন রোজগার করে আনবে, সেটাও তো অপমানজনক মনে করি।
  • Ekak | 53.224.129.48 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:২৩720901
  • সে খোরপোষ আইন কঠিন হোক । দিতে না পারলে জেলে যাবে । সশ্রম কারাদণ্ডে থাকবে । সেই পয়সায় খোরপোষ হবে দরকার হলে । এতে যদি প্রচুর লোক বিয়ে করা বন্ধ করে দে তাহলে তো ভালোই ।

    আফটার অল বিয়ে একটা প্রিভিলেজড কন্ট্রাক্ট । রিস্ক না এডেড থাকলে প্রিভিলেজ কিসের ।
  • pi | 127.194.80.162 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:২৩720900
  • সব অপরাধের শাস্তি হয়না। অতএব অপরাধীদের নিজেদেরই শাস্তি দেওয়া উচিত। পিটিয়ে বা অন্য কোনরকম ভাবে।
    তাহলে এরকম কথাও বলা যেতে পারে।

    সবার শাস্তি হচ্ছেনা। ঠিক । কিন্তু সেই ভুলটাকে ঠিক করার জন্য আরেকটা ভুল করা কি ঠিক ?
  • ছোটোলোক | 198.155.168.109 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:২৫720903
  • অভিন্ন খোরপোষ আইন? নাকি বিভিন্ন খোরপোষ আইন?
    মুসলিম ল' এ কী হবে?
  • Ekak | 53.224.129.48 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:৩০720904
  • কথা তো হচ্ছে ইউনিফর্ম কোড নিয়ে । ইউনিফর্ম কোডে খোরপোষের অধিকার রাখার ব্যাপার থাকবে । অবশ্য কতটা টিঁকবে জানি না । এমনিতেও , যেক্ষেত্রে কোনো সন্তান নেই সেখানে খোরপোষ দেওয়ার এপারেন্টলি কোনো যুক্তি নেই । কমন ইনভেস্টমেন্ট কিছু থাকলে সেগুলো বেচে টাকা ভাগ করে দেওয়া বা সমপরিমাণ টাকা ব্যাংক ইন্টারেস্ট শুদ্ধও দিয়ে দেওয়া ঠিকঠাক ।

    মোট কথা ফাইনালি ভোটাভুটি করে যা খোরপোষ আইন ঠিক হবে সেটা খুব স্ট্রিকটি কম সময়ের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে । উকিলদের পয়সা খাওয়ার জন্যে ডুবোচ্চর ধরে মামলা চালানো যাবেনা । এইটুকুই বক্তব্য ।
  • ছোটোলোক | 198.155.168.109 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:৩১720906
  • "সশ্রম কারাদণ্ডে থাকবে । সেই পয়সায় খোরপোষ হবে দরকার হলে । এতে যদি প্রচুর ..."
    এটা প্রচণ্ড কিউট হয়েছে।
    এই লাইনটা থেকে বোঝা যায়, যে কারাদণ্ড ব্যাপারটা একক একদম জানে না। কিন্তু পোস্টটা অসম্ভব মিষ্টি হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন