এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অভিন্ন দেওয়ানি বিধি - কি ভাবছেন সবাই

    s
    অন্যান্য | ১৪ অক্টোবর ২০১৬ | ৪৫৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 53.224.129.48 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:৩২720907
  • সিভিল কোড ইমপ্লিমেন্টেশন উকিলদের হটানো জরুরি । শুয়ারগুলো মানুষের লাইফ হেল করে রেখেছে । বিশেষ করে ভারতবর্ষে যেখানে লবিবাজির চোটে বার কাউন্সিল বেসিক্যালি একটা প্যারালাল পাওয়ার , সরকারের ও ক্ষমতা নেই এদের কিছু করার ।
  • ছোটোলোক | 198.155.168.109 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:৩৩720908
  • গোলপোস্ট সরিও না। তুমিই তো বলেছো আলাদা আলাদা আইন থাকুক সেটা চাও।
  • Ekak | 53.224.129.48 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:৩৪720909
  • না জানিনা । আপনি জানান :)

    যেকোনো বড়ো মানিটারি কন্ট্রাক্ট ব্রেক করলে , ঘটি -বাটি বেঁচে ফাইন দিতে হয় । অনাদায়ে সশ্রম কারাদণ্ড । বিয়েটাও কন্ট্রাক্ট এবং সিভিল কোড চাইলে খোরপোষ কে সেই কন্ট্রাক্ট এর সঙ্গে জুড়ে দেওয়া যেতে পারে ।

    নিন , আপনি কি জানেন এবার জানান :)
  • ছোটোলোক | 198.155.168.109 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:৩৭720910
  • উকিলের পয়সা খাওনারোর জন্য নয়। প্রচুর লোক আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্টে যায়। মিউচুয়াল ডিভোর্সও করে। আসল সমস্যা এত বেশি পেন্ড্ং কেস এবং আইনের মারপ্যাঁচ। উকিলে চাইলেও দুমাসে পারবে না। সিনেমার উকিল ছাড়াও রিয়েল লাইফের উকিল দেখলে বোঝা যায়। পুরো সিস্টেমটাই জঘন্যরকমের বাজে। জজ সায়েবেরাও ধোয়া তুলসীপাতা নয়।
  • Ekak | 53.224.129.48 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:৩৮720911
  • আমি গোলপোস্ট সরাচ্ছি না । আপনি একবার এদিক দিয়ে আরেকবার ওদিক দিয়ে পাস বাড়াচ্ছেন :) ।

    আমি আগেই বলেছি :আলাদা আলাদা আইন থাকলে সেটা আইডিয়াল কিন্তু বসতে ইমপ্লিমেন্ট করা সম্ভব না । একদম প্রথম পোস্টে বলেছি । তারপর দেখুন বলেছি , সত্যিকারের ইউনিফর্ম সিভিল কোড আনতে গেলে সবাইকে নিয়ে সংখ্যাগরিষ্টের মত নিতে হবে । সেটা যেদিকে যাবে সেটাই মেনে নিতে হবে । ইউনিফর্ম যদি বলে তালাক তাই সংখ্যা গরিষ্ট তাহলে সেটাই উল্টোটা হলে সেটাই । কোনো স্পেশাল ইন্টারেস্ট গ্রূপের ইচ্ছেকে ইউনিফর্ম বলে চালানো চলবে না ।

    ভালো করে পড়ুন ।
  • Ekak | 53.224.129.48 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:৪২720912
  • উকিলরা প্রচুর বদমায়েশি করে বেশি টাকা বের করার জন্যে , কারণ ঠিক কী এমাউন্ট এ খোরপোষ হবে কী পরিস্থিতিতে এটা ক্লিয়ারলি বলা নেই । প্রচুর প্রিসিডেন্স -এই আইন -সেই আইন টেনে দিনের পর দিন বিচার চলে ।

    হ্যা , আরেকটা পার্ট হলো জজসাহেবের ন্যাকামি । তিনি হঠাৎ ম্যারেজ কাউন্সিলর হয়ে বোঝাবার চেষ্টা করেন কেন ডিভোর্স নেবেন , কার দোষ কার গুন্ এইসব । একাধিক বন্ধুর ডিভোর্স কেস দেখেছি । সে এক যন্ত্রনা । লাস্ট টাইম এক উকিল বন্ধুর নিজের ডিভোর্স কেস চার বচ্ছর চললো । প্রাক্তন বৌ ও উকিল ছিল । কাগজ হাতে পাওয়ার পর পার্টি হয়েছিল । যেন দুঃস্বপ্ন থেকে বেরোনো ।
  • ছোটোলোক | 198.155.168.109 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:৪৫720913
  • খোরপোষ অত সহজ নয় রে বাবা। বছরের পর বছর মামলা করে জিতবার পরে পাওয়া যেতে পারে। আরো অনেক ক্লজ আছে। যে মেয়ে খোরপোষ পাবে, তার। তাকে বেকার হতে হবে। বছরের পর বছর খোরপোষের কেস চালানোর খরচ সে জোগাড় করবে, বেকার থাকবে, সন্তান থাকলে সন্তানের খরচ চালাবে, এবং আর বিয়ে করবে না, এতগুলো কন্ডিশান একসঙ্গে ফুলফিল করা যায় না। খুব কম কেসেই জিনিসটা খোরপোষ অবধি গড়ায়।

    সশ্রম কারাদণ্ডে আওয়ালি/মান্থলি রেট অফ রেমুনারেশান জানা আছে কি? ( উঁহু, আমি বলব না)।

    এখন ঘুমোতে যাই।
  • Atoz | 161.141.85.8 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:৫০720914
  • উকিলে উকিলে ডিভোর্স । রীতিমতন ডাবল ট্রাবল যাকে বলে ।
  • Ekak | 53.224.129.48 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:৫২720915
  • খুবই কম রেট । পারফেক্ট রেট টা বলতে গুগল করতে হবে , করছি না আপাতত , কিন্তু মারাত্মক কম সেটা জানি কারণ অপরাধীদের নিয়ে এনজিও -র কাজ দেখেছি । তো খাটুক সারা জীবন !! অসুবিধে কী ?

    আমি , এসিড ছোঁড়ার কেসেও এটাই মনে করি । জেইল যথেষ্ট না । এসিড আক্রান্তের প্লাস্টিক সার্জারির টাকা দেওয়া হোক যে এসিড ছুঁড়েছে তার নামে সরকারি লং ইস্যু করে । এবার সেটা এককালীন পেয়ে গ্যালো । কেস ক্লোস্ড ।

    এবার সেই বিশাল এমাউন্ট টা যে এসিড ছোঁড়া বীরপুঙ্গব সে মাথার চুল সাদা হয়ে দাঁত পরে যাওয়া অবধি জেলের ঘানি টেনে মেটাক । ইটস নট ইম্পসিবল । তিরিশ -চল্লিশ বছর মিনিমাম জেইল খাটবে । খাটুক না ।

    বিয়ের ক্ষেত্রেও চাই এরকম কোনো আইন দিয়ে বেঁধে ফেলা হোক যেন বিয়ে ভাবলেই লোকে উল্টোদিকে দৌড়োয় । পিল পিল করে আরশোলার মতো বিয়ে হচ্ছে এ আবার কী !!
  • Atoz | 161.141.85.8 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:৫৫720917
  • ছানাপোনা পয়দা করার ক্ষেত্রেও কঠিন কঠিন আইন আনা হোক। যাতে লোকে একেবারে নাস্তানাবুদ হয়ে যায়। পালে পালে পিল পিল করে মানুষ, এ আবার কী?
  • ছোটোলোক | 198.155.168.109 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:৫৭720918
  • ওহ! ঘুমোতে যেতে পারলাম না।
    চাইনীজ ল ইমপোর্ট কর।
  • Atoz | 161.141.85.8 | ১৫ অক্টোবর ২০১৬ ০১:৫৮720919
  • চায়নাতে তো মনে হয় আলগা করেছে কিছুটা। এক থেকে দুই করেছে মনে হয়।
  • Ekak | 53.224.129.48 | ১৫ অক্টোবর ২০১৬ ০২:০০720920
  • ছানা হোক দশ -কুড়ি যত খুশি । সরকারি সমস্ত অনুদান দুটোর বেশি ক্ষেত্রে দেওয়া হবেনা , ব্যাস । সরকার কিছু বারণ করতে পারেনা । কিন্তু হাত সংকুচিত করতেই পারে । আমি তো কাওকে পার্টনার নিয়ে থাকতে বারণ করছিনা । কিন্তু বিয়ে একটা প্রিভিলেজড কন্ট্রাক্ট । তার একগুষ্টি আইন থাকবে যাতে প্রচুর লোক এর থেকে দূরে সরে থাকে । আউট অফ কন্ট্রাক্ট থাকা মানে বেআইনি না । জাস্ট কন্ট্রাক্ট এর সুযোগ সুবিধে না পাওয়া ।
  • Atoz | 161.141.85.8 | ১৫ অক্টোবর ২০১৬ ০২:০৭720921
  • এই যে ইয়েবাবু বামপন্থীদের মতন ইন্সেন্টিভ দিয়ে ছানাপোনা পাড়ানোর কথা কন, সে তো একেবারেই অকাপিতালিস্ত ব্যাপার।
    তারচেয়ে কমার্শিয়ালাইজ করে দিক। একদল পেশাদার জন্মদাতা জন্মদাত্রী গর্ভধারিণী দেখাশুনোকরনেওয়ালা/ওয়ালি থাকুন, তারাই ট্যাক্স পেয়ারের টাকায় অথবা কোম্পানির টাকায় মাইনে পেয়ে পেশাগতভাবে কাজ করুক। বাকীরা ওসবের মধ্যে যাবে না।
  • Ekak | 53.224.129.48 | ১৫ অক্টোবর ২০১৬ ০২:০৮720922
  • চায়নার মুশকিল হলো ওরা যে আইনগুলো নন-এগ্রেসিভ এতে ইমপ্লিমেন্ট করলে দারুন সেগুলোই এগ্রেসিভ ওয়েতে করে বাঁশ খায় । একটার বেশি সন্তান সাবসিডি বন্ধ করে দিলেই হয় । সেটা না করে নিয়ম করেছে সন্তান নেওয়া যাবেনা । এগুলো ছাগলাম ।

    সিম জিনিস করেছে , হাউস প্রকিউরমেন্ট এ । বিবাহিত কাপল একটার বেশি বাড়ি কিনতে পারবে না । এবার পালে পালে বিবাহিত লোক আইনত ডিভোর্স নিয়ে একসঙ্গে থাকছে আর বাড়ি কিনছে ::) এরচে যদি বলতো একটার বেশি বাড়ি কিনলে হোম লোনে ইন্টারেস্ট তিনগুন সে তুমি বিবাহিত -অবিবাহিত যায় হো , তাহলে কিছু রেভেনিউ বেশি পেতো। এরকম একটা করে আইন করে আর সেগুলো ফস্কা গেরো হয় ।
  • Ekak | 53.224.129.48 | ১৫ অক্টোবর ২০১৬ ০২:১১720923
  • যাগ্গে , এতো আলোচনাই সার । আল্টিমেটলি মোদী সরকার চাপ দিয়ে হিন্দু সিভিল কোড গুলোকে তার ফাঁকফোকর সুদঃদু সমস্ত দেশবাসীর ঘাড়ে চাপাবে । আর ডিভোর্স ল্য সহজ হওয়ার বদলে দিনদিন আরও বিকট জটিল হবে ।
  • ranjan roy | 192.69.127.20 | ১৫ অক্টোবর ২০১৬ ০২:১৬720924
  • আচ্ছা,
    এককের বহুগামিতায় আপত্তি নেই, আইনি বহুবিবাহে আছে! তাই কি? নাকি ঘুম চোখে ভুল পড়ছি!

    একটি ব্যতিক্রমী ঘটনাঃ
    মিমলু সেনের আত্মজীবনী দেখুন। নামটা সম্ভবতঃ 'বাউলস্ফিয়ার'।
    বাউল পবন দাসের সাধনসঙ্গিনী হবার আগে প্যারিসে এক বিবাহিত ফ্রেঞ্চ পুরুষের সঙ্গে দিব্যি ছিল। দুই সতীনের দুটি করে বাচ্চা। যে বউ যখন ঘরে থাকবে সে দুজনের দুজোড়া বাচ্চাকেই সামলাবে। মিলে মিশে দিব্যি, কিন্তু মিমলুর বাবা পার্কসার্কাস থেকে প্যারিসে মেয়ের সংসার দেখে ভিরমি খেলেন। ওদিকে প্রথম ফ্রেঞ্চ বউয়ের বাবা বেশ খুশি মনে মানিয়ে নিলেন!
  • ranjan roy | 192.69.127.20 | ১৫ অক্টোবর ২০১৬ ০২:১৭720925
  • এককের শেষ দুটো পোস্টের সঙ্গে অনেকখানি সহমত। কাটলাম।
  • Atoz | 161.141.85.8 | ১৫ অক্টোবর ২০১৬ ০২:১৮720926
  • শীর্ষেন্দুবাবু তাঁর এবারের উপন্যাসে তাঁর গুরুদেবের গোটা চার-পাঁচ উপপাদ্য প্রমাণ করেছেন। ঃ-)

    তার একটা হল ডিভোর্স চলবে না। তেমন তেমন ঝামেলা হলে কিছুদিন ছাড়াছাড়ি হয়ে থেকে ফের এসে ঝাঁপিয়ে পড়তে হবে, গুঁতোগুঁতি করে শ্বশুরবাড়িতে কায়েম হয়ে যেতে হবে। ডিভোর্স নিষিদ্ধ। একবার বিয়ে হয়েছে কী একেবারে জন্মের মতন আটকা। ( শ্বশুরবাড়ি এসে গুঁতিয়ে ঢুকে পড়া এসব সবই মহিলার ক্ষেত্রে দেখিয়েছেন )
    ঃ-)

    আর জাতে কাস্টে মিলিয়ে বিয়ে, বর্ণাশ্রম প্রথা মেনে চললেই যে মঙ্গল এইসব উপপাদ্য তো অবশ্যই প্রমাণ করেছেন।
    ঃ-)
  • Ekak | 53.224.129.48 | ১৫ অক্টোবর ২০১৬ ০২:১৯720928
  • "বহুগামিতা " মরালিটির এরিয়া । "বহুবিবাহ " লিগালিটির এরিয়া । বেসিক জিনিস গোলান ক্যানে ??

    মরাল এরিয়া নিয়ে কোনো বক্তব্যই নেই । যে যার নিজের বেড়াল সামলাক ।

    বহুবিবাহ নিয়ে কোনো আপত্তি নেই । প্রভিশন খোলা থাকে । যাদের পোষাবে করবে । পোষাবে না করবে না । আমার মনে হয় প্রভিশন খোলা থাকা দরকার ।
  • ছোটোলোক | 198.155.168.109 | ১৫ অক্টোবর ২০১৬ ০২:২৭720929
  • একক যদিও ইয়োরোপকে আলোচনার বাইরে রেখেছ, তবু মনে পড়ে গেল একটা কথা। এই অভিন্ন দেওয়ানী আইন প্রতিষ্ঠার করার পেছনে উদ্দেশ্য হয়ত সুদূরপ্রসারী।
    এই সপ্তাহে সুইটজারল্যান্ডের সঙ্গে ভারত সরকারের একটা চুক্তি হয়ে গেছে। সমস্ত ভারতীয় অ্যাসাইলাম সীকারকে ফেরৎ নিতে হবে, বদলে ভারতীয় ডিপ্লোম্যাটদের এদেশে আসবার জন্য আর ভিসার দরকার হবে না।
    এর পেছনে আছে সুইস সরকারের অসংখ্য অভিজ্ঞতা। প্রচুর লোক (ভারতীয় পাসপোর্টধারী) এখানে এসে অ্যাসাইলাম চায়। কারণ হিসেবে অত্যাচার ইত্যাদি দেখায়। অধিকাংশই বানানো গল্প। এরা দালালকে প্রচুর টাকা দিয়ে এদেশে আসে। যথারীতি অ্যাসাইলাম গ্রান্টেড হয় না, কিন্তু ফেরৎ পাঠানোর প্রসেস চলতে থাকে কম করে দুবছর, তাদের অত্যাচারের কাহিনির সত্যতা প্রমাণের জন্য। এই সময়টায়, তারা এখানে বিয়ে করে নেয় এবং তাদের লীগ্যাল স্টেটাস বদলে যায়। তার পরে এরা সেই বিয়েটাকে টেনে রাখে পাঁচ বছর, নাগরিকতা অ্যাপ্লাই করা অবধি। সাত বছরের মাথায় ডিভোর্স দেয়। দেশ থেকে পুরোনো বউ ও বাচ্চাদের নিয়ে আসে। এর আগে জানায় তার দেশে কোনো বিয়ে নেই। আনম্যারেড সার্টিফিকেট নিয়ে আসে। এদেশে স্থায়িত্ব পেয়ে গেলে পুরোনো বৌকে বিয়ে করে আবার। সন্তানদের বৌয়ের অন্য বিয়ের সন্তান বলে চালায়। মানে চালাতো। তারপর ডিএনে টেস্ট চালু হল। নতুন বৌয়ের পুরোনো বাচ্চাদের ডিএনের সংগে ডিএনে ম্যাচ করে যেতে লাগল। তখন এরা নতুন গল্প ফাঁদতে লাগল যে, এদেশে এসে বিয়ে করবার আগেই তাদের ইন্ডিয়াতে বিবাহ বহির্ভূত সন্তান ছিল, এখন সেই সন্তানদের পিতৃত্ব লেজিটিমাইজ করবার জন্য তাদের মা কে বিয়ে করছে। এরকম একটা দুটো কেস হলে ঠিক ছিলো, কিন্তু গাদা গাদা কেস। সব একই প্যাটার্ণ, একই গল্প। তাই এখন আর ইন্ডিয়ান রিফিউজি নেবেই না। এলেই সঙ্গে সঙ্গে ফেরৎ পাঠাবে।
    আমার কেন জানিনা মনে হচ্ছে এর সঙ্গে অভিন্ন দেওয়ানি আইনের কোনো একটা সম্পর্ক হয়ত আছে। নানানরকম ম্যারেজ অ্যাক্ট এবং নানানরকম ম্যারেজ সার্টিফিকেট হ্যান্ডল করা ভারতীয় আইন ব্যবস্থাতেও খুব শক্ত ব্যাপার। সেন্ট্রালাইজড রিপোজিটরিও নেই। একই লোক একাধিক বিয়ে করে থাকতে পারে। ব্যাপারটা কম্পিউটারাইজড নয়। এসমস্তও ঠেকানো দরকার।
  • Ekak | 53.224.129.48 | ১৫ অক্টোবর ২০১৬ ০২:২৯720930
  • ইংলিশ জার্গন হিসেবে ধরলে "এডাল্টারী " অবশ্য লিগালিটির এরিয়া । সেখানে তো ভারতীয় আইনে মেয়েদের সাত খুন মাফ , যদিও খুব রিগ্রেসিভ কারণ এ ।

    এখন ডিভোর্স নিতে যদি কোনো "কারণ " দেখতে না হয় তাহলে এই এডাল্টারী সংক্রান্ত এরিয়াটাও লিগালিটির বাইরে চলে যাবে । কারণ এটা বেসিকালি মরাল প্রশ্ন । যেখানে কোনো কন্ট্রাক্ট রিলেশন নেই তার আবার লিগ্যাল -ইল্লিগাল কি । যদি , "কারণ " দেখানোর প্রয়োজন থেকে যায় তাহলে এডাল্টারীও লিগালিটির পার্ট হয়ে থেকে যাবে ।
  • ছোটোলোক | 198.155.168.109 | ১৫ অক্টোবর ২০১৬ ০২:৩৫720931
  • এটা কী বললে? সাতখুন মাফ ভারতীয় আইনে? মানে বলতে চাচ্ছ হিন্দু আইনে?
    মুসলিম ল কী বলে? মুসলমানরা ভারত রাষ্ট্রের নাগরিক নয়? তাদের আইনে অ্যাডালটারিতে একজন মুসলমান রমনীর সাতখুন মাফ!
    অভিন্ন আইন তো এখনো প্রয়োগই হয় নি। তার আগেই এরকম জেনারালাইজড স্টেটমেন্ট দিচ্ছ?
  • Ekak | 53.224.129.48 | ১৫ অক্টোবর ২০১৬ ০২:৪২720932
  • না না আইন পরের কথা । ইন্ডিয়ান কনস্টিটিউশনেই আছে যে মহিলারা পুরুষের তুলনায় স্পেশালি প্রটেক্টেড । তাই ভারতে মুসলিম এডাল্টারী ল্য সাতখুন মাফ না হলেও শারিয়া মেনে পাথর ছোঁড়া হয়না কিন্তু এটা খেয়াল করুন । আর এডাল্টারী একট টা আলাদা করে "হিন্দু " একট না । হিন্দু ম্যারেজ একট / মুসলিম ম্যারেজ একট যে অর্থে আলাদা দুটো একট সেই অর্থে হিন্দু এডাল্টারী একট বলে কিছু আছে কি ?? জেনে বলুন ।

    যেটা আছে , তা হলো মুসলিম ল্য অনুযায়ী এডাল্টারী আর জেনেরাল এডাল্টারী সংক্রান্ত একট যেটা আপনি হিন্দু ম্যারেজ একট বা জেনেরাল ম্যারেজ একট জেএ আইনেই রেজিস্ট্রি করুন তার আওপাতায় পড়বেন । কাজেই কোনো জেনেরালাইসেশন করছিনা ।
  • ছোটোলোক | 198.155.168.109 | ১৫ অক্টোবর ২০১৬ ০২:৪৩720933
  • চায়নার সিঙ্গল চাইল্ড পলিসির চোটে (ইদানীং বদলেছে, এখন দুটো বাচ্চা পয়দা করা অ্যালাওড) পুত্রসন্তানের জন্ম দেবার হিড়িক পড়ে গেছল তিন দশকেরো বেশি সময় ধরে। ফলে এখন বড়ো হয়ে গেছে যে ছেলেগুলো, তারা বিবাহযোগ্য সব, অথচ বিয়ে করবার জন্য মেয়ে পাচ্ছে না। মেয়েরাও এখন পয়সাওয়ালা ছেলে ছাড়া বিয়ে করতে চাইছে না।
  • Ekak | 53.224.129.48 | ১৫ অক্টোবর ২০১৬ ০২:৪৫720934
  • আর এর পর একটা অক্সফোর্ড কমা হবে নইলে মানেটা ঘেঁটে যাচ্ছে ।
  • Ekak | 53.224.129.48 | ১৫ অক্টোবর ২০১৬ ০২:৪৯720935
  • এনিওয়ে এবার কাটলুম । সকালে কল আছে । কাজ শেষ করতে হবে ।
  • ছোটোলোক | 198.155.168.109 | ১৫ অক্টোবর ২০১৬ ০২:৫৩720936
  • হিন্ডু অ্যাডালটারি অ্যাক্ট আলাদা করে হবে কেন? অ্যাডালটারি তখনই হচ্ছে যখন ইনভল্ভড পার্টিদের মধ্যে মেয়েটি ম্যারেড। মেয়েটি তার স্বামীর প্রপার্টি। অন্য একজন পুরুষ সেই নারীর সঙ্গে যৌন সংসর্গ করলে, সে মেয়েটির স্বামীর প্রপার্টিতে অনধিকার প্রবেশ করল। ফলে সেই অনধিকারপ্রবেশকারীর শাস্তির দাবী করবে প্রপার্টির লিগ্যাল ওনার, অর্থাৎ মেয়েটির স্বামী। মেয়েটি হিন্দু হলে তার কোন শাস্তি হবে না। অনধিকারপ্রবেশকারী পুরুষটি যদি বিবাহিত হয়, তার স্ত্রীও কিন্তু এই মেয়েটির বিরুদ্ধে কোনো অনধিকারপ্রবেশের কেস করতে পারবে না, কারণ তার স্বামী তার প্রপার্টি নয়।
    এই ঘটনার পটভূমিকায় মুসলিম পার্টি থাকলে, পরপুরুষের সঙ্গে যৌন সংসর্গকারী নারীটিও শাস্তিযোগ্য।
    প্রথম কেসে বিয়েটা হিন্ডু ল মেনে হয়েছিল, সেকেন কেসে মুসলিম ল।
  • Atoz | 161.141.85.8 | ১৫ অক্টোবর ২০১৬ ০২:৫৪720937
  • বেশ কয়েকটি চৈনিক দম্পতি দেখেছিলাম, বিদেশে চলে এসেছেন নিরাপদে তিন চারটি সন্তান জন্ম দিতে পারবেন ও বড় করতে পারবেন বলে । একটি বাচ্চা(তখন বছর তিন-চার বয়স) নিয়ে এসেছিলেন, চার-পাঁচ বছরের মধ্যে আরো দু'-তিনটি সন্তান হল।
  • ছোটোলোক | 198.155.168.109 | ১৫ অক্টোবর ২০১৬ ০৩:০১720939
  • এখানে সিংগল চাইল্ড চাইনীজ কাপল আছে। তারা এখনো চীনের নাগরিক। বছরে একবার করে দেশে যায়। ছেলে কলেজে পড়ছে।
    আবার নতুন নতুন কাপল আসছে, দুটো তিনটে বাচ্চা হচ্ছে। তারা নাগরিকতা বদলাবে ঠিক করেই এসেছে। আবার এমন সব চাইনীজ বন্ধু আছে, যারা হোমোসেক্সুয়াল, কোনোদিনো ফিরবে না চায়নায়। এখানে দিব্যি আছে স্বাধীনভাবে। একটাও সন্তান চায়না এমন মেয়েও আছে। বছরে দুবছরে দেশে যায় বাপমার সঙ্গে দেখা করতে। টাকা পাঠায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন