এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অভিন্ন দেওয়ানি বিধি - কি ভাবছেন সবাই

    s
    অন্যান্য | ১৪ অক্টোবর ২০১৬ | ৪৫৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rajiv Gandhi | 174.100.41.2 | ৩১ অক্টোবর ২০১৬ ১০:১৮720808
  • আমি তো সমাজসেবা করেছিলুম বাপু। আর আমি হলুম স্বাধীন ভারতে সবকিছুর জনক। কম্পিউটার ইমেইল সফটওয়্যার হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি টেলিফোন মোবাইল কৃষিকাজ অকাজ ব্লা ব্লা ব্লা। আমাকে গল্ দিলে আড়ি।
  • Rajiv Gandhi | 174.100.41.2 | ৩১ অক্টোবর ২০১৬ ১০:২০720809
  • আমাকে গাল দিলে আড়ি।
  • s | 60.158.182.25 | ০৬ নভেম্বর ২০১৬ ০৭:০১720810
  • পশ্চাৎদেশ লেহন কত নির্লজ্জ হতে পারে।
  • PT | 213.110.242.7 | ০৬ নভেম্বর ২০১৬ ০৯:২২720811
  • পব-তে বিজেপির ভোট বাড়তে দেওয়ার নানা রকম পদ্ধতি চালু হয়েছে। ওপরের খবর তার আরেকটা প্রমাণ। নন্দীগ্রামে মুসলিমদের তাতিয়ে গোলমাল পাকানোর "পাউন্ড ওব ফ্লেশ" ফেরত নিচ্ছে সিদ্দিকুল্লারা!! আশা করি এইসব খবরের খবর রাখে কল্লোলদা।

    "এর পরেই সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দিতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন , ‘নন্দীগ্রাম আন্দোলনের সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্দিকুল্লা চৌধুরীর পাশে ছিলেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমর্থন এখনও রয়েছে ৷......

    .....তিন তালাকের পক্ষে সওয়াল করতে গিয়ে পার্থ বলেন , ‘আমার স্ত্রী আমার সঙ্গে থাকবে কি না , আমি ঠিক করব ৷.......

    .....সিদ্দিকুল্লার কথায় , ‘পারিবারিক সমস্যা হলে স্ত্রীকে বোঝাতে হবে৷ তাতে কাজ না হলে মৃদু শাসন করতে হবে৷ তাতেও না হলে বিছানা আলাদা করে দিতে হবে৷ তাতেও যদি না হয় তা হলে উভয়ের অভিভাবকরা বসে আলোচনা করে সমস্যার সমাধান করবে৷ তাতেও না হলে এক তালাক দেবে ৷ ......"

    এ কোন সকাল/রাতের চেয়েও অন্ধকার!!
  • pi | 233.176.24.80 | ০৬ নভেম্বর ২০১৬ ০৯:২৩720812
  • স্ত্রীকে মৃদু শাসন করতে বলছে দেখে গা পিত্তি জ্বলে গলে !

    কিন্তু দুটো কথা জানার ছিল।

    ১।মেয়েরা কি তালাক দিতে পারে ও দেয় ?

    ২। তিন তালাকের মত তাৎক্ষণিক কিছু না হয়ে যদি একট স্মুথ ও দ্রুত তালাকের প্রক্রিয়া হয়, যেটা স্বামী বা স্ত্রী যে কেউ দিতে পারে, আবারো বলছি, অবশ্যই রাগের মাথায় নেওয়া কোন তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়, তাহলে আপত্তি আছে ?

    আর যদি বলেন, এমনও হতে পারে, সময়ের সাথে অনেক কিছু ঠিক হয়ে যায়, দ্রুত বিচ্ছেদ হলে সে সুযোগ থাকবে না, তো সেক্ষেত্রে বলবো, পুনর্বিবাহ বা পুনরায় একসাথে থাকাতেই বা অসুবিধে কীসের ?

    আর এই প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো পাইনি।
    ৩। কেউ সত্যি অন্যজনের সাথে থাকতে না চাইলে, সে যে কারণেই হোক না কেন, বা একজন অন্যের উপর অত্যাার করলে ও থাকতে না চাইলে, অন্যজন কেন তাঁর সাথে থাকতে চান ? মানে তাঁর সাথে কেন বিচ্ছেদ চান না ? কীসের জন্য ? এটা কেউ একটু বোঝাক।
    সেক্ষেত্রে এখনকার স্বীকৃত দীর্ঘ ও জটিল আইনি বিচ্ছেদ পদ্ধতি নিয়ে কোন আপত্তি নেই , না থাকলে কেন ? কারুর বিচ্ছেদ দিতে না চাওয়া নিয়েই বা আপত্তি নেই, না থাকলে কেন ?
  • cm | 127.247.97.33 | ০৬ নভেম্বর ২০১৬ ০৯:৪৩720813
  • কল্লোলদা বোধহয় কেরালার কাগজ ঘাঁটছেন।
  • cm | 127.247.97.33 | ০৬ নভেম্বর ২০১৬ ০৯:৪৭720814
  • অভিন্ন দেওয়ানি বিধি আর এই তিন তালাক তুলে দেওয়া কি সমার্থক? মনে হয় না। সেক্ষেত্রে ধাপে ধাপে এগোলেই হয়। অবশ্য উদ্দেশ্য শোরগোল তৈরি এগুনো নয়।
  • বিপ | 183.67.5.178 | ০৬ নভেম্বর ২০১৬ ১০:০২720815
  • মারাত্মক রাজনৈতিক ভুল করল তৃনমূল তিন তালাক প্রথা প্রকাশ্যে সমর্থন করে। রাজ্য বিজেপি এই ভুলে লাফাচ্ছে-যদিও তাদের কোন নেতা নেই-সেটাই তৃনমূলের একমাত্র ভরসা। কিন্ত রাজনৈতিক ভুল ভুলই। সিপিএমের ফ্রি ফল দেখে তৃনমূলের এটা অন্তত বোঝা উচিত, ক্ষমতায় থাকার রাজনীতি বেশীদিন করলে, ক্ষীর খাওয়ার লোভীরাই চারিদিকে ভনভন করবে। আদর্শবাদি মানুষ বেশীদিন আশেপাশে থাকবে না। তারপরে একবার ক্ষমতাচ্যুত হলে, আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। তৃনমূল এমনিতেও মুসলমান ভোট পেত। তার জন্য ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে যাওয়ার দরকার হত না। গিয়ে শুধু শুধু বিজেপির হাতে রাজ্যের ক্ষমতা তুলে দেওয়া হল। আজ এটা হবে না। কারন বিজেপিতে নেতা নেই। কালকে যখন নেতা তৈরী হবে-সামাল দিতে পারবে না তৃনমূল। আসামের মতন পরিস্থিতি হবে হিন্দুভোট কনসলিডেট করলে। http://www.anandabazar.com/state/tmc-stands-with-the-triple-talaq-issue-1.508846
  • ট্রিডিঙ্গিপিডি | 37.63.189.74 | ০৬ নভেম্বর ২০১৬ ১০:০৬720816
  • না ভোটের হিসেবে কোনো ভুল নয়, খুব শ্রুড স্টেপ। একদিকের ভোট কনসোলিডেট করলো, অন্যদিকটা বিজেপির দিকে ঠেলে দিলো - এবং হিসেবটা যুগ্মভাবে করা।
  • pi | 233.176.24.80 | ০৬ নভেম্বর ২০১৬ ১০:১১720818
  • আমার প্রশ্নের উত্তর ?

    আরো দুটো পয়েন্ট জুড়ে দি। আমার প্রশ্নে সন্তান ফ্যাক্টরকে বাদ রেখেছি। ওটা এলে অনেক বেশি জটিলতা, আলাদা আলোচনা দরকার। সেই জটিলতা বাদ দিয়ে প্রশ্নের উত্তর চাই।

    আর কেউ ডিপেন্ডেণ্ট হলে খোরপোষও বাধ্যতামূলক করা হবে, এটা ধরে নিয়ে লিখছি। এবার প্রশ্নগুলোর উত্তর চাই।
    এরপরেও ডিভোর্স দিতে বা চাওয়া মানে অনিচ্ছুক ব্যক্তির সাথে জোর করে থাকতে চাওয়া বা জোর ক'রে ধরে রাখা নয় কি ? এটা কি যিনি ধরে রাখছেন, তাঁর জন্যেই অনেক বেশি অপমানজনক নয় ?
  • PT | 213.110.242.7 | ০৬ নভেম্বর ২০১৬ ১০:১৯720819
  • "একদিকের ভোট কনসোলিডেট করলো, অন্যদিকটা বিজেপির দিকে ঠেলে দিলো - এবং হিসেবটা যুগ্মভাবে করা।"
    এটাই বরাবর বলে যাচ্ছি। বিজেপির মিছিলকে লাঠিপেটা করেও কিভাবে বিজেপির ভোট বাড়ানো যায় এটা তার প্রকৃষ্ট উদাহরণ। তবে কল্লোলদারা এই খেলাটা বুঝতে চাইলে তবে না!!
  • ট্রিডিঙ্গিপিডি | 37.63.189.74 | ০৬ নভেম্বর ২০১৬ ১০:৩২720820
  • রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে তাই নিয়ে দ্য হিন্দুর একটা আর্টিকল ছিলো। সেই লেখকের একটা ইন্টার্ভিউয়ের লিংক দিয়েছিলাম, ভাটেই সম্ভবত - সেখানে দিনে তৃণমূল, রাতে হিন্দু সংহতি - এই কথাটা ছিলো। গত বিধানসভা ভোটের পর তপন ঘোষের স্টেটমেন্টও ছিলো কিভাবে দঃ ২৪ পরগণায় হিন্দু সংহতি তৃণমূলকে ভোট কেটে সাহায্য করেছে। এগুলো খালি চোখেই দেখা যায়।
  • sm | 53.251.91.253 | ০৬ নভেম্বর ২০১৬ ১০:৩৫720821
  • পিটি কি তখন থেকে কিছু বোঝাতে চাইছেন? প্রথমে বলুন অভিন্ন দেওয়ান বিধি নিয়ে সি পি এম এর কি স্ট্যান্ড?
    সিপিএম তথা বামেদের পব তে তিন থেকে চার নম্বরে নিয়ে যেতে মমতা নিশ্চয় স্ট্র্যাটিজি নেবে- এতে আশ্চর্য্যের কি আছে?
    সি পি এম তথা বাং দলেরা এই নিয়ে মিটিং মিছিল করুক না ?
  • ট্রিডিঙ্গিপিডি | 37.63.189.74 | ০৬ নভেম্বর ২০১৬ ১০:৩৯720822
  • আর এটাও বাস্তব যে বামদলগুলো শীতঘুম থেকে না বেরোলে এইটাই চলতে থাকবে। একমাত্র নৈহাটি আর সম্ভবত রেজিনগর (নামটা ভুলে যাচ্ছি) - এই দুটো জায়গায় সিপিএম কর্মীরা রাস্তায় নেমেছিলো।

    ওদিকে তন্ময় ভটচাজ্যি কালীপুজো উদ্বোধন করে এসে ফেবুতে সেল্ফি দিলেন, কিছু ইয়াং টার্ক সেসব ডিফেন্ড করতে লেনিনকে টানলো - তারা মনে হয় লেনিন পড়েও দেখেনি জীবনে।
  • cm | 127.247.97.33 | ০৬ নভেম্বর ২০১৬ ১০:৪৪720823
  • বামদল আর শীতঘুম থেকে বের হবেনা, রিপ্যাকেজিং চাই। ম্যাগি কি উঠে গেছে?
  • de | 192.57.64.192 | ০৬ নভেম্বর ২০১৬ ১৩:১১720824
  • তিন তালাক সমর্থন করলে ৫০% মুস্লিম ভোট লুজ করা উচিত - মুসলিম মেয়েদের ভোটকে ভোধহয় মূলোরা হিসেবের মধ্যেই আনেনি!
  • Ekak | 53.224.129.61 | ০৬ নভেম্বর ২০১৬ ১৪:০০720825
  • মুসলিম মেয়েরা সবাই নিজেদের মতে ভোট দেবে এমন ভেবে নেওয়ার কারণ কী ? এই সেদিন ও বিপ্লবী স্বামীরা রীতিমতো খোঁজ নিতেন বৌ এর ভোট লাল পার্টিতেই পড়লো কিনা ...আর মুমিনরা ছেড়ে দেবেন ? :)
  • pj | 37.58.56.159 | ০৬ নভেম্বর ২০১৬ ১৪:২৯720826
  • কিন্তু উত্তরে কেউ যদি ঢপ দেয়?
  • Ekak | 53.224.129.61 | ০৬ নভেম্বর ২০১৬ ১৪:৫৩720827
  • হে হে , অতটা যদি সম্ভব হতো তাহলে , পুরাণে বা ইতিহাসে কোথাও একটা নিদর্শন থাকতো যে হাড়েমশুদ্ধু রানী এক রাজাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে .....তা যখন নেই । এ মাথার ভেতর বসে যাওয়া বাধ্যতা ।
  • PM | 149.5.231.253 | ০৬ নভেম্বর ২০১৬ ১৫:১৬720829
  • এটা থাক--

    In The Reconstruction of Religious Thought in Islam, Allama Iqbal wrote, “In view of the intense conservatism of the Muslims of India, Indian judges cannot but stick to what are called standard works. The result is that while the people are moving, the law remains stationary.”-------------------------------------------------------------------------------------------------------------------

    Indian Muslims would do well to adopt the rules in Pakistan’s 1961 Muslim Family Laws Ordinance. It provides for an arbitration council to attempt reconciliation and a 90-day period for retraction. Talaq must be pronounced by a notice in writing and communicated to the council’s chairman. The wife can stipulate for the right to divorce in her nikahnama (talaq tafuriz). Additionally, she has the right to dissolve the marriage (khula).

    A liberal Sharia was distorted by the British. Indian Muslims ought to reform the law as the Sharia ordains.

    http://www.dawn.com/news/1294294/talaq-in-india
  • Arpan | 100.207.7.60 | ০৬ নভেম্বর ২০১৬ ১৮:২৯720830
  • দেদি চরম আশাবাদী। ঃ)

    "জমিয়তে উলেমার পাশে অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতায় এ দিন মুসলিম পার্সোনাল ল ’বোর্ডের পক্ষে দাঁড়িয়েছে জামাত ই ইসলামি হিন্দের মহিলা শাখাও৷"

    এই সময়ে যে প্রতিবেদন বেরিয়েছে তার শেষে এই একটা লাইনও লিখেছে।

    সরকারী মন্ত্রীদের মন্তব্য চরম ন্যক্কারজনক ও সুযোগসন্ধানী - এর বেশি আর কিছু আর বলার মানে হয় না।
  • s | 108.209.202.160 | ০৮ নভেম্বর ২০১৬ ০৭:৪৬720831
  • আমার যেমন বেনী।
  • pi | 233.231.14.30 | ০৮ নভেম্বর ২০১৬ ০৭:৪৯720832
  • এদিকে আমার একটা উত্তরও পেলুম না ! x-(
  • pi | 233.176.19.241 | ০৮ নভেম্বর ২০১৬ ১০:০২720834
  • তাছাড়াও আমার আরেকটা প্রশ্ন আছে।বিয়ে বা বিয়ের জন্য পাত্রপাত্রী বিজ্ঞাপনে জাত বাছাবাছি 'ব্যানের' দাবি উঠেছে ? অন্ততঃ আপত্তি টাপত্তি উঠেছে এই অভিন্ন দেওয়ানি বিধির মত ? অভিন্ন দেওয়ানি বিধিতে বিবাহ নিয়েও কোন অভিন্ন নিয়ম হোক ?
  • রোবু | 213.132.214.83 | ০৮ নভেম্বর ২০১৬ ১০:১৭720835
  • রেজিনগর নয়, হাজিনগর।
  • sm | 53.251.90.9 | ০৮ নভেম্বর ২০১৬ ১০:২৩720836
  • এই যে পেপার এ দেখলুম ভিন জাতে বিয়ে করলে 30 হাজার টাকা অনুদান মিলছে সরকারের কাছ থেকে?বেড়ে 50000 করার প্রস্তাব।
    In order to encourage inter-caste marriages, the state government has decided to increase the incentive for couples from Rs 30,000 to Rs 50,000, from April, said backward class welfare minister Upen Biswas. New campaigns on the issue will also be launched, he added.

    The state government in order to encourage inter-caste marriage will be increasing incentive for the couples from Rs 30,000 to Rs 50,000 from April.
    http://timesofindia.indiatimes.com/city/kolkata/Rs-50-000-incentive-for-inter-caste-marriages/articleshow/19119291.cms
  • ট্রিডিঙ্গিপিডি | 37.63.190.154 | ০৮ নভেম্বর ২০১৬ ১০:৩০720837
  • একটা সমাজ মানসিকভাবে কতটা অসুস্থ হলে এই ব্যাপারে ইন্সেন্টিভ দিতে হয়!
  • ট্রিডিঙ্গিপিডি | 125.112.74.130 | ০৮ নভেম্বর ২০১৬ ১০:৩২720838
  • এরপর শোনা যাবে সাদা/কালো গায়ের রঙে তফাত না করার জন্যে ইন্সেন্টিভ, বউ না পোড়ানোর জন্যে ইন্সেন্টিভ...
  • sm | 53.251.90.9 | ০৮ নভেম্বর ২০১৬ ১০:৩৩720840
  • যদ্দুর জানি এটা ভারত সরকার চালু করেছে ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন