এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিভি রামনের পরে-কোন বিজ্ঞানে কোন নোবেল নেই ভারতে

    bip
    অন্যান্য | ০৭ অক্টোবর ২০১৬ | ১৮৪৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • paps | 340112.218.673423.188 | ২৬ জুলাই ২০১৮ ১৬:০৫721102
  • পিটি, আপনার Date:26 Jul 2018 -- 08:14 AM এর বক্তব্যর সঙ্গে মোটামুটিভাবে সহমত যে IACS-এ ঘটক, চৌধুরী এবং চক্রবর্তী মাস্তানিরাজ চালিয়েছেন। তবে এদের সটুডেন্টদের গুণমানের সাথে অসীমা চ্যাটার্জীর সটুডেন্টদের গুণমানের বিস্তর ফারাক।

    প্রথমে ঘটককে নিয়ে বলি। ওনার সটুডেন্টদের মধ্য়ে সুব্রত ঘোষ বেশ ভালো রিসা্রচার, বি সি রানুও ভালো (অ্য়াটলিস্ট ইন্ডিয়ান স্টয়ানডার্ডে)। এছাড়া জয়ন্ত চৌধুরি (আই আই টি, খড়গপুর), অসিত চক্কোত্তি (NIPER) চলেবল। সুভাষ রায়ের কথা আগেই বলেছি।
    প্রফ চৌধুরীর ছাত্রদের বেশিরভাগই অবিশ্বাস্ব রকমের ভালো রিসা্রচার, বেশ কয়েকজন তো ভাটনগর অ্য়াওয়ার্ড পর্যন্ত পেয়েছেন। ওনার ছাত্রদের মধ্য়ে দেবাশিস মুখার্জি, দেবশঙ্কর রায়, কঙ্কন ভশ্চাজরা আন্তর্জাতিক খ্য়াতিসম্পন্ন, এছাড়াও শঙ্কর প্রসাদ ভশ্চাজ বেশ ওয়েলনোন। তাছাড়া প্রফ চৌধুরীর নাতি-স্টুডেন্ট (academic grandchildren) -দের মধ্য়ে সত্রাজিত অধিকারি, সৌরভ পাল নিজেদেরকে অ্য়াকাডেমিক ওয়ার্ল্ডে নিজেদেরকে এসট্য়াবলিশ করেছে। সৌরভ পাল তো ভাটনগর ও পেয়েছে।
    অনিমেষবাবুর ছাত্রদের মধ্য়ে বিশেষ উল্লেখযোগ্য হলেন অখিল চক্কোত্তি(IISC), গৌতম লাহিড়ি (IIT, Bombay), আর এন মুখারজি (formerly at IITK, now at IISER Kol), শ্রীব্রত গোস্বামী (IACS), সমরেশ ভশ্চাজ (JU)। অখিল চক্কোত্তি আর সমরেশ ভশ্চাজ ভাটনগর অ্য়াওয়ার্ডি। অনিমেষবাবুর প্রাক্তন ছাত্রদের মধ্য়ে বেশ কয়েকজন আমেরিকান ইউনির ফয়াকাল্টি মেম্বার যেমন পার্থ বসু, ভরত বড়ুয়া, প্রদীপ মাসচারক। প্রদীপ মাসচারক (UCSC) তো এতটাই ভালো যে উনি Alfred Sloan Fellow নির্বাচিত হয়েছিলেন। অনিমেষবাবুর অন্যান্য ছাত্রদের মধ্য়ে আছেন দেবকুমার বন্দ্য়ো (IIT Delhi), স্বপন চন্দর (visva Bharati), স্বরূপ চট্টো(Kalyani Uni), সুরজিৎ চট্টো(Kalyani Uni), দীপঙ্কর দত্ত (IACS), বারীন ঘোষ (Burdwan Uni), কৌশিক ঘোষ (IIT Roorkee), মণিভান্নান (IITG), সোমা মুখো (Kalyani Uni), সমুদ্রনীল পাল (Uni of Hyderabad), কৌশিকিশঙ্কর প্রামাণিক (JU), কাজল রজক (JU), শঙ্কর প্রসাদ রথ (IITK), দেবাশিস রায় ( IIT Karagpur), চিত্ত সিনহা (JU)। এছাড়া চক্কোত্তি গ্রুপের অ্য়ালামনিদের মধ্য়ে অনেকেই আমেরিকান ইউনির crystallographer জাতী্য় পোস্টে আছেন, অনেকেই আবার US-এর কর্পোরেট সেক্টরে আছেন।
    তো আমার বক্তব্য হল------অসীমা চ্যাটার্জী তাঁর ক্ষমতার অপপ্র্য়ো গ করে যে লোকগুলোকে চাকরি দিলেন তাঁরা তো দিনের শেষে incompetent বলেই প্রমান হয়ে গেলেন কারন তাঁরা independently কিছু করতে পারলেন না, আর ওনার গুরুকুলের ধারাটাও তো শুকিয়ে গেল। আমার জানা মতে অসীমা চ্যাটার্জীর বেশিরভাগ academic grandchildren স্কুলটিচার নয়ত কলেজের লেকচারার। ষেখানে মিহিরবাবু, অনিমেষবাবু বা প্রফ ঘটকের ছাত্রদের অনেকেই তো ভাল কাজ করেছে, ওনাদের academic grandchildren পর্যন্ত অনেকেই বেশ ভাল গবেষণা করছে। আমার এই পোস্ট মিহিরবাবু, অনিমেষবাবু বা প্রফ ঘটকের দাদাগিরিকে ডিফেণ্ড করার জন্য নয়, বরং আমি আগের পোস্টে (Date:26 Jul 2018 -- 02:04 AM) একই ডিপার্টমেণ্টে ঢালাওভাবে নিজের সট্ডেন্টদেরকে চাকরি দেওয়ার সমালোচনা করেছি এবং কেন এই ট্রাডিশন ইনসটিটুটের জন্য ক্ষতিকর তাও সংক্ষেপে বলার চেস্টা করেছি। এই পোস্ট-এর উদ্দেশ্য় উপরের তিনজনের সটুডেন্ট কোয়ালিটির সঙ্গে মিসেস চ্যাটার্জীর সটুডেন্ট গুণমানের পার্থক্যটা দেখানো।
    '
  • paps | 340112.218.673423.188 | ২৬ জুলাই ২০১৮ ১৬:১৩721103
  • ক্ষমতার অপব্যবহার করে
  • paps | 340112.218.673423.188 | ২৬ জুলাই ২০১৮ ১৬:৩২721104
  • কি লজ্জা, Date:26 Jul 2018 -- 02:04 AM এর পোস্টে ছড়িয়েছি।
    উষা নয়, ঊষা হবে।
    আর ক্লারক clerk বানানটা হবে।
    আমার দোষ নয়, সব দোষ ঘুমের।
  • paps | 340112.218.673423.188 | ২৬ জুলাই ২০১৮ ২১:২৭721105
  • আতোজকে ধন্যবাদ অলটার্নেটিভ আইডিয়া দেওয়ার জন্য ঃ-) দুইবেলা গ্রহরত্ন দিয়ে থাপড়ানর বুদ্ধিটাও বেশ, কিন্তু ইদানিঙ্গ পকেট গড়ের মাঠ। গ্রহরত্ন ধারে দেবে এমন কোনো জ্যোতিষই আছে নাকি? ঃ-)
  • Atoz | 125612.141.4589.119 | ২৬ জুলাই ২০১৮ ২২:২৬721106
  • কী সুন্দর দুটো নাম পেলাম! সমুদ্রনীল আর কৌশিকিশঙ্কর! খুব সুন্দর খুব সুন্দর। ধন্যবাদ paps, অনেক ধন্যবাদ।
  • paps | 340112.218.673423.188 | ২৭ জুলাই ২০১৮ ০০:৩৫721108
  • সুন্দর
  • paps | 340112.218.673423.188 | ২৭ জুলাই ২০১৮ ০০:৩৫721107
  • Atoz, সমুদ্রনীল নামটা সত্য়িই খুব সুন্দর, আর খুব আনকমনও। সমুদ্রনীলদা আমার ইউনির ডিপার্টমেন্টতুতো দাদা অর্থাৎ সিনিয়র। তবে ওনাকে দেখিনি কখনো কারণ আমি ইউনিতে ঢোকার বহু আগেই উনি বার্কলি থেকে পোসটডক কমপ্লিট করে এসে University of Hyderabad-এ ফ্য়াকাল্টি জয়েন করেছেন। ইউনিটে প্র্য়াকটিক্য়াল্ করার সময় ল্যাবের কোনো জায়গাতে আমরা ওনার পুরনো ল্যাব নোটবুক আবিষ্কার করি এবং লক্ষ করি নোটবুকটি সমুদ্রনীল নামের কোনো সিনিয়রের। বলা বাহুল্য আমি হিংসায় নীল হয়ে গেছিলাম এটা ভেবে যে নাম এত সুনদ্র হতে পারে।
  • কুমু | 2345.111.4534.226 | ২৭ জুলাই ২০১৮ ০০:৪৯721109
  • আমি অসীমাদির অতি নগণ্যা ছাত্রী।আমরা যতদিন ইউনিতে ছিলাম,ততদিন।ওনার হাতে আংটি বা দেয়ালে কালীর ছবি দেখিনি।
  • PT | 671212.193.563412.69 | ২৭ জুলাই ২০১৮ ০০:৫৪721112
  • paps
    আপনি যে নামের তালিকা দিয়েছেন তাঁদের অনেকেই আমার বিশেষ পরিচিত, বন্ধু, সতীর্থ ইত্যাদি হওয়ায় আর কিছু লিখতে দ্বিধাবোধ করছি। তবে এদের অনেকেরই খ্ড়-মাটির পা আমি দেখেছি - এর চাইতে আর বেশী কিছু বলতে চাই না। আপনি বিদেশে থাকেন ধরে নিয়ে লিখছি যে দেশে এলে যোগাযোগ করবেনঃ সামনা-সামনি গপ্প করা যাবে।

    তবে অসীমার (১৯১৭-২০০৬) পক্ষে দু-একটা কথা বলি। তাঁর সময়ের প্রেক্ষিতে তাঁর কর্ম-কান্ড স্মরণীয় হয়ে থাকবে। অরো থাকবে এই কারণে যে পুরুষদের দুর্ভেদ্য দূর্গ ভেঙ্গে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন ক.বি.-তে। আর ঘটকের (১৯৩১–২০০৫) সঙ্গে তুলননাটাও সঠিক হবে না কেননা ঘটক আরো অনেক পরে কাজ শুরু করেছেন। https://www.independent.co.uk/news/world/asia/asima-chatterjee-100-birthday-google-doodle-indian-chemist-science-phd-who-is-a7963381.html
    https://thewire.in/gender/asima-chatterjee-alkaloids-phytomedicine-antimalarial-bhatnagar-google

    অসীমার বেশ কিছু ছাত্রকে আমি চিনি-যাঁদের বয়্স ৭০ ছুঁয়েছে। নিঃসন্দেহে ব্রিলিয়ান্ট শব্দটি ব্যবহার করা যায় এঁদের সম্পর্কে। কিন্তু সমস্যা হচ্ছে যে এঁরা যখন স্বাধীনভাবে কাজ করতে এলেন, তখন natural product chemistry-র ধারাটাই নানাবিধ কারণে শুকিয়ে এসেছে-অন্ততঃ বাংলায় ও ভারতবর্ষে। এঁদের একজনের সঙ্গে আমি কিছুদিন কাজ করেছি-তাই এঁদের অনেকের কর্মদক্ষতা সম্পর্কে কিছুটা জানি।

    একটা টেকনিকাল ব্যাপার বলিঃ ১৯৮১/৮২-তে একটি কোম্পানিতে কাজ করতে গিয়ে প্রথম জানলাম যে rotary evaporator বলে একটি বস্তু আছে আর তাতে খুব কম তাপমাত্রায় জল তাড়ানো যায়!! ভারতে natural product chemist-রা water soluble natural product নিয়ে কাজই করতে পারেননি কেননা তাঁরা steam baath-এ সলভেন্ট তাড়াতেন!! আর freeze dryer বস্তুটি আদৌ সে সময়ে কলকাতার একাডেমিক জগতে ঢুকেছে কিনা সন্দেহ আছে। ৮৩-তে বিদেশে গিয়ে আসল rotary evaporator দেখি। সেসব বস্তু কলকাতায় তখন কটা ছিল বা আদৌ ছিল কিনা কে জানে!!

    অসীমার এক ছাত্রের নাম জানি যিনি দেশে-বিদেশে একদা বিখ্যাত ছিলেন। সত্যেশ পাকড়াশি। তিনি অধুনা IICB-র অধিকর্তাও ছিলেন (১৯৮৫-৯০)।
  • Atoz | 125612.141.5689.8 | ২৭ জুলাই ২০১৮ ০০:৫৪721110
  • paps, তবেই ভাবুন একবার। ওঁর নামকরণ যিনি করেছিলেন তিনি মনে মনে খুবই উঁচুদরের একজন কবি। সমুদ্রনীল! অপূর্ব!
  • Atoz | 125612.141.5689.8 | ২৭ জুলাই ২০১৮ ০১:০১721113
  • পজিট্রন আবিষ্কার বিষয়ে একজন বাঙালি বিজ্ঞানীর নাম শুনতাম। অ্যান্ডারসনের আগেই নাকি উনি নিজের ডিটেকটরে ট্র্যাক দেখেছিলেন পজিটিভ চার্জোয়ালা অতি হাল্কা(ইলেকট্রনের মতন ভরের) কণার। কিন্তু ওঁর গাইড বিজ্ঞানী নাকি ওঁকে নিরুৎসাহিত করেন, বলেন নির্ঘাৎ ভুল হচ্ছে কোথাও।
    অনেক খুঁজলাম নেটে কিছু আছে কিনা, কিন্তু কোথাও কিছু খুঁজে পেলাম না। কেউ কিছু বলতে পারেন?
  • কুমু | 2345.111.4534.226 | ২৭ জুলাই ২০১৮ ০১:০৪721114
  • অসীমাদির ছাত্রছাত্রী রা এত অপদার্থ তা জানা ছিল না,ঋদ্ধ হওয়া গেল।
    তবে টইএর বিষয়বস্তুর সঙ্গে অসীমাদির সম্পর্ক বুঝি নি।ওঁর দোষেই কি আর নোবেল পাওয়া গেল না?

    আর ওনাকে কখনই ভিন্দি্তিভে মনে হয় নি ,ব‍্যক্তিগত মত।
    অকুন্ঠ স্নেহ পেয়েছি,তাই এইটুকু না লিখে পারলাম না।
  • কুমু | 2345.111.4534.226 | ২৭ জুলাই ২০১৮ ০১:১০721115
  • পিটি ঠিক বলেছেন,রোটারী ইভাপোরেটর আমি দিল্লিতে দেখি ১৯৮৭ সালে।এই যন্ত্র টি খুব প্রয়োজনীয় ছিল।
  • কুমু | 2345.111.4534.226 | ২৭ জুলাই ২০১৮ ০১:১৯721116
  • আর একটি কথা,আমার সামান্য চাগরিতে অসীমাদির বিন্দুমাত্র হাত ছিল না।আমার পরিচিত কারো চাকরিতেই ছিল না।তবে আমার পরিচিতির পরিধি দিয়ে সমস্ত ছাত্র দের মাপার চেষ্টা ও করব না।
  • Atoz | 125612.141.5689.8 | ২৭ জুলাই ২০১৮ ০১:৩২721117
  • কেন যেন মনে হয় বিজ্ঞান শুধু পড়াশোনার ব্যাপারই নয়, এটা একটা সংস্কৃতিও বটে । সেই কালচার সমাজে চারিয়ে না গেলে, বিস্তৃত সায়েন্টিফিক কম্যুনিটি গড়ে না উঠলে সত্যিকারের স্বাধীনচিত্ত গবেষণা কি সম্ভব?
    জাতপাত টুপি দাড়ি গ্রহরত্ন আয়ুধপূজা নারকেল ফাটিয়ে রকেট তোলার শুভ সময় নির্ধারণ মন্দিরে পুজো পাঠিয়ে স্যাটেলাইট তোলার শুভেচ্ছা আনয়ন---এই ধরণের অজস্র জিনিস যদি উঁচু উঁচু গবেষণাকেন্দ্রেই চলে তাহলে তার সঙ্গে সায়েন্টিফিক কালচার চলা কি সম্ভব?
  • বালগান্ডু | 017812.213.90012.215 | ২৭ জুলাই ২০১৮ ০২:১৬721118
  • যদুপুর এ র বন্ধু র বলতো তুই ঠিক ঠাক পড়াশুনা করলে নোবেল পেতিস , এবার ভাবছি নোবেল টার জন্য অপ্প্লিই করি
  • Atoz | 125612.141.5689.8 | ২৭ জুলাই ২০১৮ ০২:২১721119
  • তার আগে আধখানা বেল পাঠান মন্দিরে, পুজোর জন্য। ঃ-)
  • PT | 671212.193.563412.69 | ২৭ জুলাই ২০১৮ ০৯:৪০721120
  • "সেই কালচার সমাজে চারিয়ে না গেলে......"
    চমৎকার বলেছেন। ভারতের বিজ্ঞান চর্চার সঙ্গে সমাজের বিজ্ঞান চেতনার প্রায় কোনই যোগাযোগ নেই। এমনকি এই যে হাজারে হাজারে ইঞ্জিনিয়ার/ ডাক্তার তৈরি হচ্ছে তার সঙ্গে রাস্তা-ঘাট, শহর পরিকল্পনা, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদির কোনই যোগাযোগ নেই। খর্গপুর, কানপুর ইত্যাদি আইআইটির বাইরে পা রাখলেই সেটা টের পাওয়া যায়। কিংবা ধরুন-পুত্রসন্তান হওয়া না হওয়ায় মায়ের যে কিছুই করার নেই-এই অতি সামান্য একটি জীববিদ্যার বিষয় ভারতীয় সমাজকে এই ২০১৮ সালেও বুঝিয়ে ওঠা গেলনা!!! কাজেই সেরেফ বিজ্ঞান অচেতনতার জন্যেই পুত্র সন্তান না হওয়ার কারণেই বৌ পেটানো বন্ধ করা যাচ্ছেনা।

    অবস্থাটা ইদানিং আরো খারাপের দিকে যাচ্ছে। দিল্লীর মন্ত্রিদের মুখনিঃসৃত গণেশের প্লাস্টিক সার্জারি আর ঘরের শিক্ষামন্ত্রীর দশ আঙুলে গোটা কুড়ি আংটি দেশকে ঠেলে পিছনের দিকে নিয়ে যাচ্ছে। এই পরিবেশে উচ্চ্চমানের গবেষণার কথা ভাবাই বাতুলতা। দেশের মধ্যে লবি করে ভাটনগর ইত্যাদি পাওয়া এক ব্যাপার আর নোবেল পাওয়ার মত paradigm shift হওয়ার মত গবেষণা করা সম্পূর্ণ অন্য ব্যাপার। তার জন্যে একজন অসীমা চ্যাটার্জী বা একজন ঘটককে দায়ী করার কোন কারণ নেই।
  • lcm | 900900.0.0189.158 | ২৭ জুলাই ২০১৮ ১২:২৭721121
  • এক্দম ঠিক কথা। প্রসঙ্গত, আজ এটা দেখলাম - -

    সত্য ও অসত্য
    --------আচার্য প্রফুল্লচন্দ্র রায়

    প্রায় অর্ধ-শতাব্দী ধরিয়া আমি অধ্যাপনার কাজ করিয়া আসিতেছি এবং সেই উপলক্ষে কত হাজার হাজার ছাত্রকে বুঝাইয়া দিয়াছি যে, সূর্য -এবং চন্দ্র গ্রহণ রাহুনামক কোনো রাক্ষসের ক্ষুধা নিবারণের চেষ্টায় সংঘটিত হয় না, এবং শেষে মর্ত্যবাসীদের কাঁসর, ঘন্টা, ঝাঁঝর এবং খোল - করতালের সহযোগে পূজা- অর্চনায় রাক্ষসাধিপতি রাহু তৃপ্ত এবং তুষ্ট হইয়া চন্দ্র - সূর্যকে ছাড়িয়া দেওয়ার ফলেই তাহার মুক্তি সংঘটিত হয় না। এই যে জনশ্রুতি - ইহা নিছক মিথ্যা এবং কল্পনাপ্রসূত।

    পৃথিবী, চন্দ্র, এবং সূর্য আপন কক্ষপথে নিয়ত ঘুরিতেছে। এইরূপ ভ্রাম্যমাণ অবস্হায় পৃথিবীর ছায়া চন্দ্রের উপর অথবা চন্দ্রের ছায়া পৃথিবীর উপর পড়িলেই চন্দ্র অথবা সূর্যের অংশবিশেষ ছায়ায় ঢাকা পড়ে এবং তাহাই গ্রহণরূপে পৃথিবীতে দেখা যায়। ইহাই চন্দ্র এবং সূর্য-গ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা। ইহার মধ্যে রাহুর আক্রমণ এবং তাহার মুখগহ্বর হইতে চন্দ্রসূর্যের নিষ্কৃতি ও মুক্তির যে মিথ্যা এবং কাল্পনিক কাহিনী রচিত হইয়াছে তাহা ঝুটা।

    প্রায় অর্ধ-শতাব্দী ধরিয়া ছাত্রদিগকে এই বৈজ্ঞানিক সত্যের ব্যাখ্যা করিয়া বুঝাইয়া আসিলাম। তাহারাও বেশ বুঝিল এবং মানিয়া লইল, কিন্তু গ্রহণের দিন যেই ঘরে ঘরে শঙ্খঘন্টা বাজিয়া উঠে এবং খোল-করতালের সহযোগে দলে দলে কীর্তনীয়রা রাস্তায় মিছিল বাহির করে, অমনি সেই সকল সত্যের পূজারীরাও সকল শিক্ষাদীক্ষায় জলাঞ্জলি দিয়া দলে দলে ভিড়িতে আরম্ভ করে এবং ঘরে ঘরে অশৌচান্তের মতো হাঁড়িকুড়ি ফেলার ধুম লাগিয়া যায়।

    আমি অশিক্ষিত অথবা নিরক্ষর লোকের কথা বলিতেছি না, কারণ যুক্তির দ্বারা সত্য মিথ্যা বাছিয়া লইবার মতো শিক্ষা বা সামর্থ্য তাহাদের নাই। কিন্তু যে জাতির শিক্ষিত সম্প্রদায় সত্য কী তাহা জানে, অথচ জীবনে তারা বরণ করিয়া লইতে প্রস্তুত নহে, যে মনের গোপনে সত্যের নিকট লজ্জায় মস্তক অবনত করিতেছে, অথচ বাহিরে জনসমাজে এবং সভার মাঝারে তাহাকে স্বীকার করিবার সাহস নাই- সে জাতি কেমন করিয়া জগতের নিকট সগর্বে মাথা তুলিয়া দাঁড়াইবে, তাহা আমার বুদ্ধির অতীত। (সংক্ষেপিত)
  • sm | 2345.110.125612.20 | ২৭ জুলাই ২০১৮ ১৪:০৩721124
  • rotary evaporator তো এখন সহজলভ্য। কোন যুগান্তকারী মেডিসিন বেরিয়েছে কি গত দশ কুড়ি বছরে ওই iacs বা নিদেন পব থেকে?
    রিসার্চ স্কলার নিয়োগ, নেপটিজম কমেছে না বর্তমান সরকার কে গালি দিলেই চলে যাবে?
  • b | 4512.139.6790012.6 | ২৭ জুলাই ২০১৮ ১৪:১৯721125
  • এলসি এম এর উদ্ধৃত লেখাটি আমাদের ক্লাশ ফাইবে পাঠ্য ছেলো। অবশ্য ফুটো বৈজ্ঞানিক যুক্তির অবতারণা করতে বাধা ছিলো না। গ্রহণের সময় ব্যাকটেরিয়া বেড়ে যায়, এরকম দাবী করত লোকজন।
  • pi | 7845.29.783412.109 | ২৮ জুলাই ২০১৮ ০১:৫৮721127
  • একি! এতবড় পোস্ট করেছিলাম সকালে, গেল কই!!!
  • Atoz | 125612.141.5689.8 | ২৮ জুলাই ২০১৮ ০৬:৫০721128
  • ৫০ বছর!!!!
    যা শুনেছি, তাতে ভদ্রলোকের অসাধারণ স্ট্যামিনা ছিল বলে ধারণা হয় । ৫০ বছর ধরে অধ্যাপনা করা চাট্টিখানি কথা নয়। তার উপর আবার ছিল কারখানা, বেঙ্গল কেমিক্যাল। সেই ব্যবসার দায়্দায়িত্ব। তার উপরে নানা গবেষণা, তার জন্য ল্যাবে ঘন্টার পর ঘন্টা। এর মধ্যে সময় বের করে লেখালিখি।
    এইরকম স্পিরিট বৃটিশ আমলে এঁদের মধ্যে ছিল(জগদীশ, প্রফুল্ল, সত্যেন্দ্রনাথ, মেঘনাদ সবাই ই তো পরাধীন ভারতের ),পরবর্তীকালে মানে স্বাধীনতার পর সেই স্পিরিট আর সেভাবে রইল না কেন? সেইরকম একদল মানুষ তো আর উঠলেন না? অথচ তখন বসু বিজ্ঞান মন্দির রীতিমতন প্রতিষ্ঠিত, আরো নানা গবেষণা প্রতিষ্ঠান গড়ে উঠছে, শিক্ষাপ্রতিষ্ঠানও । অথচ বিজ্ঞানের ক্ষেত্রে নাম বলতে গেলে এখনও সেই জগদীশ প্রফুল্ল মেঘনাদ সত্যেন ছাড়া আর পরবর্তী কারুর নাম তো--- সেভাবে ---ওঁদের যেমন বিখ্যাত বিখ্যাত আবিষ্কারের একেবারে রেকর্ড রয়েছে- রেডিও, মারকিউরাস নাইট্রাইট, থার্মাল আয়োনাইজেশন, বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স ---সেরকাম রেকর্ডওয়ালা আর কারুর নাম তো সেভাবে-
  • অর্জুন অভিষেক | 341212.21.5667.220 | ২৯ জুলাই ২০১৮ ০৩:৩৩721129
  • @Paps @PT

    বিভা চৌধুরী ও দেবেন্দ্রমোহন বসু সম্পর্কে মূল্যবান তথ্যগুলো দেবার জন্যে ধন্যবাদ।

    দেবেন্দ্রমোহন শান্তিনিকেতনে 'ব্রহ্মচর্যাশ্রম' র প্রথম কয়েকজন ছাত্রের একজন। তার সম্পর্কে আপনাদের দেওয়া লিঙ্কটা পড়লাম ও আগেই কিছু জানতাম। কিন্তু বিভা চৌধুরীকে নিয়ে কিছুই প্রায় জানা যায়না।

    বিভা চৌধুরীর বিষয়ে ডিটেলসে আরও জানতে চাই। উনি পরবর্তীকালে আমেদাবাদে ছিলেন তাহলে?

    পদার্থবিদ ডঃ লালী চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ আছে। প্রেসিডেন্সি ও যাদবপুরের অত্যন্ত কৃতি ছাত্রী হয়েও যাদবপুরে প্রায় দুদশক ওকে UGC Scientist হয়ে থাকতে হয়েছিল। ১৯৯৪ সাল থেকে তিনি আমেরিকায় অধ্যাপনা ও গবেষণা করছেন। দেশে গবেষণার কাজে তার তিক্ত অভিজ্ঞতার কথা বলেছিলেন।
  • অর্জুন অভিষেক | 341212.21.5667.220 | ২৯ জুলাই ২০১৮ ০৩:৩৯721130
  • @Atoz

    জগদীশচন্দ্র বসু ও প্রফুল্লচন্দ্র রায়ের দুই কৃতি ছাত্র মেঘনাদ সাহা ও সত্যেন বসুর কর্মজীবনের বেশী কেটেছে কলকাতার বাইরে।

    একজনের এলাহাবাদে, অপরজনের ঢাকায়। একটু আশ্চর্যই।

    দুজনের কেউ কি বসু বিজ্ঞান মন্দিরের সঙ্গে যুক্ত ছিলেন ?
  • PT | 671212.193.563412.69 | ২৯ জুলাই ২০১৮ ১২:১৯721131
  • @অর্জুন অভিষেক
    বিভার সম্পর্কে আমি জেনেছি এই বই পড়ে। এর বাইরে কিছু জানিনা।
    (বিস্মৃতপ্রায় বাঙালী বিজ্ঞানীঃ রণতোষ চক্রবর্তী)
  • অর্জুন অভিষেক | 342323.223.894512.140 | ২৯ জুলাই ২০১৮ ২০:৪৯721132
  • ধন্যবাদ PT

    বিভা চৌধুরী ও দেবেন্দ্রমোহন বসুর দার্জিলিঙে ওই বিখ্যাত গবেষণার ব্যাপারে শারদীয়া সংখ্যায় বেরিয়েছিল। কোন সাল মনে পড়ছেনা। আমি তখন স্কুলে। '৯৩? '৯৪? আমার কাছে সংখ্যাটি আছে বলেই জানি।

    খুঁজে দেখতে হবে। মায়াপুরীর বসু বিজ্ঞান মন্দির ও এই দুই গবেষকের এক্সপেরিমেন্টের কথা ছিল ওই সুন্দর লেখাটিতে।
  • Atoz | 125612.141.5689.8 | ৩০ জুলাই ২০১৮ ০১:১২721133
  • @অর্জুন অভিষেক,
    সত্যেন্দ্রনাথ বসু তো কলকাতায় কয়েক বছর কাজ করার পর ঢাকায় চলে যান চাকরি করতে। হয়তো সেখান থেকে ভালো অফার পেয়েছিলেন। আর হয়তো ওখানকার পরিবেশ ঘুরে দেখে ওঁর ভালো লেগেছিল। নতুন একটা ডিপার্টমেন্ট প্রায় নিজের হাতে গড়ে তোলা--সেই কাজের একটা আলাদা মূল্য তো আছেই। তবে কলকাতায় কাজের পরিবেশ পাচ্ছিলেন না, তাও হতে পারে। বাঙালির কাঁকড়াশ্রেণীর মানসিকতা তো অস্বীকারের নয়(নইলে বাগধারা তৈরী হয়ে যাবে কেন?)।
    মেঘনাদ সাহার কেসটা সম্ভবতঃ আরো জটিল। সত্যেন বোস তো তবু সমাজের উঁচুতলার লোকেদের মধ্যেই পড়তেন, তাদের সাপোর্ট পেয়েছেন। মেঘনাদ সাহার তো সেই সাপোর্টও ছিল না, তাঁর ক্ষেত্রে লড়াইটা হয়তো চতুর্গুণ কঠিন ছিল।
  • Atoz | 125612.141.5689.8 | ৩০ জুলাই ২০১৮ ০১:২০721135
  • @অর্জুন অভিষেক,
    বিজ্ঞানী লালী চট্টোপাধ্যায় এর বিষয়ে প্রথম জেনেছিলাম কাগজে পড়ে, সম্ভবতঃ একটা ইন্টার্ভ্যু বেরিয়েছিল রবিবারের কাগজে।
    সেখানেই পড়ি ওঁর মিউঅন নিয়ে কাজের কথা।
    ওঁর সম্পর্কে আরো জানতে চাই।
    (সেই না-দেখা না-চেনা মহিলা সেদিন পাড়াগাঁয়ের একটি বোকাসোকা আলতুফালতু মেয়ের কাছে "আদর্শ" হয়ে যান, নইলে সেই পরিবেশ থেকে পার্টিকল ফিজিক্স নিয়ে পড়ার কথা চিন্তা করারও কি সামর্থ্য ছিল সেই এলিতেলি, ইংরেজী-না-বলতে-পারা, বাংলাস্কুলে পড়া,খারকোল আর কচুরশাক খেয়ে বড় হওয়া মেয়ের? )
    লালী চট্টোপাধ্যায় সম্পর্কে বিস্তারিত লিখুন। আগাম ধন্যবাদ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন