এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ৭৪৪২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | 55.123.162.247 | ০৮ জানুয়ারি ২০১৭ ১৫:৩৫725215
  • যা হোক, কাশ্মীর শান্ত হলেই ভালো।।
    আশা করছি অবিচ্ছিন্ন শান্তি ফিরেস আসবে। নরম্যাল লাইফ ফিরে আসবে। সে ডিমমিটাইজেশনের কারণে হলেও ভালো। শুধু আমার ডেটটা চাই। কাশ্মীর কবে শান্ত হবে? আর কতটা?
    আর কাশ্মীরে কিভাবে পেটিএম ট্রাঞ্জাকশন চলছে, সেটাও জানতে চাই। ইন্টারনেট কি ৮ নভ এর পর থেকে এন্তার দেওয়া হচ্ছে?

    মাওবাদী হামলাও তো কমে গ্যাছে শুনলাম। আশা করি এসব ঘটনা আর ঘটবে না!
    http://indianexpress.com/article/india/chhattisgarh-cops-raped-and-assaulted-16-women-nhrc-4464388/
  • ক্যাম্পা কোলা | 131.241.218.132 | ০৯ জানুয়ারি ২০১৭ ১১:০৩725218
  • উদিকে ব্যাঙ্কগুলো বাঁদরামো করে ডেবিট/ক্রেডিট কার্ডের ওপর লেভি ফিরিয়ে আনছিলো। একে পেট্রোলে ০.৭৫% ক্যাশব্যাক - সেগুলো তেলের কোম্পানি এখনো দেয়নি, তায় এই সারচার্জ - তেলের ডিলারেরা খচে গিয়ে বলেছে কার্ডই নেবে না। কাল প্রোচুর ক্যাওয়ের পর আপাতত ১৩ তারিখ অবধি ডেফার্ড।

    ১৩ তারিখ আবার শুক্কুরবার, আরেকটা ভয়ের সিনিমা আসতে চলেছে।
  • সিকি | ০৯ জানুয়ারি ২০১৭ ১৪:২৭725219
  • পিএসি এখন উর্জিতের পরীক্ষা নিচ্ছে। বলেছে এর পরে মোদীকে কোশ্চেন করা হবে।
  • Rit | 213.110.242.20 | ১০ জানুয়ারি ২০১৭ ১০:০০725220
  • ৩ মাস আগেও যে দোকান গুলোতে ক্রেডিট কার্ডে এক্স্ট্রা ফি লাগতো না। এখন লাগছে। ডিজিটাল ইকোনমি কি গাছে ফলে?
  • ভবানী চাটুজ্যে | 24.139.157.209 | ১২ জানুয়ারি ২০১৭ ১৭:৫০725226
  • “ তবে ইঙ্গিত মেলে, নোট বাতিলে বিধ্বস্ত গরিবের যে ছবি আঁকছেন নেতারা, তা হয়তো ঠিক নয়। ” সরলমতি পাটীগণিত একটু রয়েসয়ে প্রয়োগ করা ভাল।
  • PT | 213.110.242.23 | ১২ জানুয়ারি ২০১৭ ২২:২২725227
  • বিধস্ত গরিবের ছবি যে বিধস্ত গোলাপ বাগানের কারণেই আঁকা চলছে সে বিষয়ে আমার কোন সন্দেহ ছিল না। গোলাপের কাঁটায় কারা বিদ্ধ হতে চলেছে তার নির্ভুল তালিকা তো মহাশিল্পীর কাছেই ছিল!!
  • dd | 59.207.58.31 | ১৩ জানুয়ারি ২০১৭ ০৮:৩৬725228
  • আমি অ্যাকেবারে স্তম্ভিতো হয়ে গ্যালাম। সিংগুল ডি ? সে কিনা এক প্রচন্ডো প্রতিক্রিয়াশীল আবাপী আর্টিকেলের লিং দিয়ে কইল "এটাও একটা ছবি। ভাল লাগল একটু।"

    এই গুচর লাল চরাচরে? ক্ষী সাহোস।

    তবে চিন্তার কোনো কারন নেই। দ্বিমতেরও নয়। সিংগুল ডিকে চাড্ডী ও আবাপকে সিআইএর এজেন্ট বলে দিলেই ন্যাটা চুকে যায়। আর কিছুর দরকার নেই ত্তো।

    এক্ষণে যাও সবে সব নিজ নিজ কাজে।
  • | ১৪ জানুয়ারি ২০১৭ ১২:৩১725229
  • থাক

  • ranjan roy | 24.99.123.20 | ১৪ জানুয়ারি ২০১৭ ১৩:১৬725230
  • বীরভূমের গ্রামের দিকে আদিবাসীদের নিয়ে কাজ করাএক সিপিএম সমর্থক বন্ধুর সঙ্গে কথা হল। সে আমার মতই মোদী ও টাকা হাপিসের প্রবল সমালোচক।
    কিন্তু বলল যে সমস্ত কাজেরই দুটো দিক থাকে। কোন সন্দেহ নেই এই স্টেপে মাল্টি-বিলিয়নারদের একগাছিও ছেঁড়া যায় নি। ওদের বিনিয়োগ রিয়েল এস্টেটে, সিনেমায়, বিদেশী মুদ্রায় ও নানান আইনি লেনদেনের মারপ্যাঁচে।
    কিন্তু বিশাল যে মধ্য ও ক্ষুদ্রমালিকের দল -- যারা বছরের পর বছর অধিকাংশ মজুর/কর্মচারিদের স্থায়ী কর্মচারি হিসেবে না দেখিয়ে তাদের মেডিক্যাল, পিএফ, মিনিমাম ওয়েজ , ইনক্রিমেন্ট সব মেরে দেয় ক্যাশে পেমেন্ট করে-- তাদের পেছন মারা গেছে। কারণ, এবার ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হলে তাদের কতটা , কী রেটে, এবম কী কী হেডে পেমেন্ট করছে তা পারদর্শী হবে। ফায়দা হবে বিশাল খেটে খাওয়া মানুষের। এতদিন শুধু আট/ন'জন স্থায়ী কর্মচারী খাতায় কলমে দেখানো হত।
    এটা একটু ভাবার মত।
  • | ১৪ জানুয়ারি ২০১৭ ১৫:০৩725231
  • এটাও

  • ranjan roy | 24.96.5.131 | ১৬ জানুয়ারি ২০১৭ ০০:১১725232
  • দ,
    স্টেট ব্যাংক তো এই লাইনে বেশ কিছুদিন ধরে খেলছে।আগে লেজারের পার পেজ চার্জ নিচ্ছিল। তার পরে নোট গোনা ও ক্যাশ জমা করার চার্জ লাগিয়েছিল বলেই মনে পড়ছে।
  • d | 144.159.168.72 | ১৭ জানুয়ারি ২০১৭ ১১:৩১725233
  • থাক

  • d | 144.159.168.72 | ১৭ জানুয়ারি ২০১৭ ১১:৪২725234
  • অ্যাঁ কি সব বলছে! হওলা নাকি দিব্বি চলছে বর্ডারে। তাহলে নোটবন্দী করেই বা কী হল। আর সেনারাই বা সারা দিনরাত দাঁড়িয়ে কী করছে?

  • dc | 132.174.114.220 | ১৮ জানুয়ারি ২০১৭ ১০:২২725236
  • এখন এটিএম থেকে উইথড্রয়াল লিমিট বাড়িয়ে দশ হাজার করে দেওয়া হয়েছে।
  • dc | 181.60.222.174 | ২০ জানুয়ারি ২০১৭ ১০:১৯725237
  • আধার বেসড পেমেন্ট সিস্টেম আনার কথা হচ্ছে, এটা ব্যবহার করলে মার্চেন্টরা কমিশন পাবেন (এখন দিতে হয়)। এটা ইমপ্লিমেন্ট করতে পারলে একটা গেম চেঞ্জিং ইভেন্ট হবে।

    https://scroll.in/article/827044/how-the-aadhaar-linked-payment-system-will-change-the-game-for-digital-transactions
  • ক্যাম্পা কোলা | 131.241.218.132 | ২০ জানুয়ারি ২০১৭ ১০:৪৫725239
  • একে তো আধার ইমপ্লিমেন্টেশনে গোলমালের শেষ নাই। এক একটা রাজ্যে এক একটা গ্রুপ করিয়েছে - কোথাও এনএসএসও, কোথাও মিউনিসিপ্যালিটি। কলকাতা ওয়ার্ড ১-১০০ তে করেছে KMC, অ্যাডেড এরিয়ায় NSSO। এঁরা আবার সেন্সাসের ডেটা ব্যবহার করেছেন, এবং সেই সেন্সাসেও সব বাড়িতে যাননি - আমাদের বাড়িতেই আসেননি। হয়তো ওঁদের মর্জির ওপর নির্ভর করে। কাজেই সেই ডেটা দিয়ে আধার শুরু করায় আমাদের ডাকই আসেনি অনেকদিন অবধি। তারপর নিজেরা খোঁজখবর নিয়ে গিয়ে আলাদা করে কাগজ জমা দিয়ে ডাক আনাতে হয়েছে।

    তারপর যেদিন আধারের সব কাজ হয়েছে তখন ফোন নম্বর নেয়নি, এবার সেইটা আপডেট করানোর জন্যে দৌড়োদৌড়ি করতে হবে - কারণ এরপর ওই ফোন নম্বরটা অসম্ভব জরুরী হয়ে যাবে। সেই আপডেট শুনছি সরকারি নিয়মে চলে - লোকজন ডকু পাঠিয়ে ছয় মাস বসে আছে এমনও খবর আছে।

    ফিক্সড অ্যাড্রেসের একটা মাস্টার লিস্ট রেখেছে যেটা ভুলভাল - যেমন আমাদের কলকাতা ৯৩ হয়ে গেছে বহু বছর হল। অ্যাডেড এরিয়া হলেও আমরা KMC-এর মধ্যে। পোস্টাল অ্যাড্রেসও তাই। কিন্তু এরা কোত্থেকে মাস্টার লিস্ট বানিয়েছিলো ভগবান জানে, দচপ করে রেখেছে - সেটাও ঠিক করাতে হবে। কিন্তু তার জন্যে আগে ফোন নং জুড়তে হবে - নইলে অনলাইনে আপডেট করা যাবে না।

    অনেকের কাছে ওসিআর-এর প্রবলেমের কথা শুনেছি। Opposite XYZ - ল্যান্ড মার্ক হিসেবে দেওয়া, তার ওসিআর হয়েছে "এক্সওয়াইজেডের উল্টে"

    এতকিছু teething pain হিসেবে উড়িয়ে দেওয়া যায় না। পুরো জিনিসটাই একটা mess।
  • dc | 132.174.149.61 | ২০ জানুয়ারি ২০১৭ ১০:৫৬725240
  • আমাদেরও কিছু অসুবিধে হয়েছিল, তবে এতোটা বোধায় না।

    বছর দুয়েক আগে প্রথম শুনি আধারের ফর্ম দিচ্ছে। কাছাকাছি একটা সেন্টার থেকে জাব্দা ফর্ম নিয়ে এসেছিলাম, তবে ফর্ম নিতে গিয়ে দেখি খুব ভিড়। তো আমার লাইন দেখলেই মাখা খারাপ হয়ে যায়, তাই মাস কয়েক বাড়িতে ফর্মটা ফেলে রেখেছিলাম। তারপর সেটায় আমাদের পরিবারের তিনজনের সব ডিটেল ফিলাপ করে সেন্টারে গেলাম, দেখি তখনো ভিড়, মিনিমাম ঘন্টা দুয়েক লাগবে। দেখেই বাড়ি ফিরে এলাম। আবার কদিন পর মনকে শক্ত করে গিয়ে লাইনে দাঁড়ালাম। ঘন্টা খানেক পর কাউন্টারে সব ডিটেল লেখালাম, স্লিপ দিয়ে বললো অমুক তারিখ তিনজন মিলে আসুন। তো সেই তারিখে আমি আবার চেন্নাই ছিলাম না, আমার মেয়ে আর স্ত্রী গিয়ে বায়োমেট্রিক ডেটা দিয়ে এসেছিল। তার বোধায় মাস দেড়েকের মধ্যে বাড়িতে ওদের দুজনের কার্ড চলে এসেছিল। তার পরে একদিন আমিও গিয়ে ডেটা দিয়ে এসেছিলাম, ততদিনে ভিড় কিছুটা কমে এসেছিল। মাস দেড়েক পরে বাই পোস্ট আমারও কার্ড চলে এসেছিল। সবার সব ডিটেলই ঠিক ছিল। আরো পরে মায়ের আধারটাও আমার এখান থেকে করিয়ে নিয়েছিলাম, কারন তখন কলকাতায় আধার কার্ডের কাজ নাকি হচ্ছিল না। কারুর অ্যাড্রেসে কোন গন্ডগোল হয়নি।

    আমাদের বাড়িতে যিনি কাজ করতে আসেন তাঁর পরিবারের একজনের অ্যাড্রেস পাল্টাতে হয়েছিল, সেটা অনলাইন অ্যাপ্লাই করে পাল্টে দিয়েছিলাম। শুনেছিলাম ওনারও কার্ড বাড়িতে বাই পোস্ট দিয়ে গেছিল।
  • ক্যাম্পা কোলা | 131.241.218.132 | ২০ জানুয়ারি ২০১৭ ১০:৫৭725241
  • কার্ড তো আমরা আজও পাইনি। ই-আধার দিয়ে চালানো হচ্ছে।
  • dc | 132.174.149.61 | ২০ জানুয়ারি ২০১৭ ১০:৫৯725242
  • সেকি!
  • ক্যাম্পা কোলা | 131.241.218.132 | ২০ জানুয়ারি ২০১৭ ১১:০৩725243
  • সেটাই তো বলছিলাম একদিন। আর্কিটেকচার ফুলপ্রুফ নয়, যতই তাই নিয়ে হইচই হোক। আর ইমপ্লিমেন্টেশন এতই খারাপ হয়েছে বিভিন্ন জায়গায় (এর মধ্যে পঃবঙ্গের নাম ওপরদিকেই আসবে, এই নিয়ে কাগজে প্রচুর লেখ বেরিয়েছে) যে এর ওপর কতটা ভরসা করা যায় কেউ জানে না।
  • dc | 132.174.149.61 | ২০ জানুয়ারি ২০১৭ ১১:০৪725244
  • দেখা যাক, আস্তে আস্তে হয়তো কিছুটা রিকভার করবে। লেটস সি ঃ)
  • Arpan | 96.186.201.5 | ২০ জানুয়ারি ২০১৭ ১৩:৪৫725245
  • আধার আমাদেরও আসেনি। ই আধার প্রিন্ট করিয়ে ল্যামিনেট করিয়ে নিয়েছি।

    বাড়ি চেঞ্জ করার পরে অনলাইনে আপডেট করতে গিয়ে বিশাল গেরো। ওসিআর করে কানাড়ায় যেটা আসছে সেটা আমি পড়তে পারিনি, রিজেক্ট হল। পরেরবার এক স্থানীয় সহকর্মীকে দিয়ে করালাম, সেও রিজেক্ট হল। ধুত্তোর বলে সেশে দাঁতে দাঁত চেপে বিনিএম্পির আপিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে চেঞ্জ করালাম, আবার বায়োমেট্রিক এভিডেন্স দিতে হল, কিন্তু তার সাথে একশো টাকাও নিল, বিনা রসিদে।

    কিন্তু প্রথমবার রেজিস্ট্রেশন করাতে ঝামেলা হয়নি। আমার বা মা এবং ইন লজ সবার আধারই লুরু থেকে করিয়েছি, ভোটার আইডি কার্ড দেখিয়েই দিব্যি হয়ে গেল। খালি কলকাতার অ্যাড্রেস কানাড়ায় ছাপা হল। ঃ)

    পঃবঙ্গে অনেক কিছুর মত এটাও ঠিক করে হয়নি। যার জন্য লোকের ভোগান্তি আরো বেড়েছে।
  • adhar | 125.112.74.130 | ২০ জানুয়ারি ২০১৭ ১৭:২৪725247
  • এটার উৎস UIDAI এবং NPR অথরিটি-র আধার শুরুর সময়কাল (2009 ) থেকে পুরোনো বিরোধ । NPR ( ন্যাশনাল পপুলেশন রেজিস্টার ) দেখতো চিদাম্বরমের হোম মিনিস্ট্রি ,যারা সেন্সাস করে । আর UIDAI ছিল প্ল্যানিং কমিশন এর অংশ রূপে ,নিলেকানিকে মনমোহন ক্যাবিনেট মর্যাদা দিয়েছিলেন । চিদুবাবু নাগরিকত্বের প্রমান হিসেবে NPR এর প্রাইমেসী ছাড়তে চান নি। এবার আধার কার্ড এক নাগরিক পরিচয়পত্র ,সুতরাং ইটা তৈরির সময় কারা করবে এই নিয়ে বিরোধ হয় - শেষে ঠিক হয় কয়েকটা রাজ্যে সেন্সাসের জনতাই করবে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এগুলোকে বলা হয় NPR স্টেটস, আর কয়েকটা রাজ্যে UIDAI আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে লোকে আধার কার্ড করতে পারবে । তখন UIDAI পোর্টালে পঃবঙ্গে কোনো আধার এনরোলমেন্ট কেন্দ্র দেখাতো না , নিয়ারেস্ট কেন্দ্র search করলে ঝাড়খন্ড দেখাতো। যে রাজ্যে এনরোলমেন্ট কেন্দ্র ছিল সেখানে লোকে অনলাইন এপয়েন্টমেন্ট নিয়ে যেত ও বায়োমেট্রিক দিয়ে আস্ত ।কিন্তু পবঙ্গে লোককে বসে থাকতে হতো কখন সেন্সাসের লোক এসে আধার এনরোলমেন্টের স্লিপ দিয়ে যাবে। এই NPR UIDAI টানাপোড়েনে ২০১৫ অবধি পবঙ্গে কোনো আধার এনরোলমেন্ট কেন্দ্র ছিল না। ইদানিং অবশ্য মনে হয় দুই ডিপার্টমেন্টের বিরোধ মিটেছে ,আধার সাইটে সার্চ করলে কলকাতাতেও আধার কেন্দ্র দেখায়,পার্মানেন্ট বা টেম্পোরারি লিংক । সেখানে গিয়ে দেখতে পারেন সেখানে ফোন নম্বর আপডেট এর ব্যবস্থা আছে কিনা । https://appointments.uidai.gov.in/easearch.aspx
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন