এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ৭৬০২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • আধার | 57.11.58.191 | ২০ জানুয়ারি ২০১৭ ১৭:৪১725248
  • কিন্তু আজকাল স্মার্ট্কার্ডের মত ছোট হয়ে গেছে আর ১৫টাকা দিয়ে কার্ভি থেকে বানিয়ে দিচ্ছে।
  • dc | 132.174.149.61 | ২০ জানুয়ারি ২০১৭ ১৮:১২725249
  • স্মার্টকার্ডের মতো ছোট আগেও ছিল। বাড়িতে যে আধার কার্ড পাঠায় তার নীচের দিকে দেখবেন কাঁচির লাইন দেওয়া আছে। ওখান থেকে কেটে নিয়ে ছোট পার্টটা ল্যামিনেট করে রেখে দেওয়া যায়।
  • PT | 213.110.242.21 | ২০ জানুয়ারি ২০১৭ ২২:০৭725250
  • আচ্ছা, ডিমনিটাইজেশনের বিরুদ্ধে যে বিপ্লবটা শুরু হয়েছিল পব থেকে এবং সারা ভারতের কোণে কোণে ছড়িয়ে দেওয়ার যে হুহুঙ্কার শোনা গিয়েছিল, সে সবের বর্তমান স্ট্যাটাস কি?
  • dd | 59.207.56.233 | ২০ জানুয়ারি ২০১৭ ২২:১৪725251
  • "এ কোন আধার, রাতের চেয়েও অন্ধোকার"- এটা তাইলে যথাযথ ছিলো, কি বলেন?

    কিন্তু দেখুন, প্রতিমা ব্যানার্জী সেই কবেই তো গেয়েছিলেন "আধার আমার ভালো লাগে"। কই, তখন তো কেউ আপোত্তি করেন নি ?
  • PT | 213.110.242.21 | ২০ জানুয়ারি ২০১৭ ২২:৩৬725252
  • আমার আধার খুব সহজেই পেয়েছিলাম-তার জন্য আঁধারে অপেক্ষা করতে হয়নি!!
  • | ২০ জানুয়ারি ২০১৭ ২২:৪৫725253
  • আজকাল কেন, ২০১২ তে যখন পেয়েছি তখন থেকেই আধার অমনি ছোট্ট স্মার্টকার্ডের মত। মানে আসলটা। তবে ই-কপি নামিয়ে প্রিন্ট নিলে তো বড় হবেই। আমি পুণেতে অফিসে হল, সকালে নাম লিখিয়ে সময় নিয়ে এলাম। বিকেলে গিয়ে টুক করে করিয়ে এলাম। কোন্নগরের ঠিকানায় হপ্তা পাঁচেকের মধ্যে পৌঁছে গেল।
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৭ ০০:১০725254
  • না, আমার আধার করিয়েছিলাম ২০১১তে, সেটার সাইজ ঐ আগেকার দিনে ইলেকট্রিকের মিটার কার্ড হত, বা কেবলওলাদের হাতে যে রকমের বিলের কার্ড দেখা যায়, সেই রকমের লম্বা। আমাদের সবারই তাই।
  • | ২১ জানুয়ারি ২০১৭ ১০:০০725255
  • তোমার ঐ লম্বা কার্ডেও কাঁচির লাইন আছে নিশ্চয়। সেখান থেকে কেটে নিয়ে ল্যামিনেট করিয়ে নিলেই হয়ে যাবে।
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৭ ১০:১২725256
  • ছ বছরেও আর কাটি নি যখন, বাকিটাও না কেটেই চলে যাবে। পকেটে বা পার্সে নিয়ে ঘোরার তো দরকার হয় না।
  • একক | 53.224.129.57 | ২৭ জানুয়ারি ২০১৭ ১৫:৫৬725261
  • সিকীয়রিটি সম্বন্ধে নিশ্চিত না হয়ে কোনো এপ ই ইউস করা ঠিক না । কোয়ালকম গভট কে ধরেছে , মনে হচ্ছে এবার হার্ডওয়ার লেভেলে চেক আনবে ।
  • mila | 22.5.49.74 | ২৮ জানুয়ারি ২০১৭ ০০:৪০725262
  • আধার কার্ড স্মার্ট কার্ড এর সাইজ এ ছাপানো যায়, ২৫ টাকা করে পরে
  • dc | 181.49.194.58 | ২৮ জানুয়ারি ২০১৭ ০৮:৩৪725263
  • নটি রাজ্যে একটা সার্ভের পর বলা হচ্ছে ডিমনির ফলে কৃষিতে তেমন কোন প্রভাব পড়েনি আর এই বছর নাকি রবি শস্য এরিয়া আগের বছরের থেকে বেড়েছে। তবে এরিয়ার হিসেবটা পুরো বছরের, শুধু ডিসেম্বরের পরে না, তাছাড়া আগের বছর নাকি বৃষ্টি কম হয়েছিল। তবে এই এফেক্টগুলো বাদ দিলেও বোধায় বলা যায় যে মোটামুটিভাবে ডিমনির পর কোন নেগেটিভ ইমপ্যাক্ট হয়নি।

    স্ক্রোল আর ওঅ্যারে অনেকগুলো আর্টিকেল দেখেছিলাম যে ডিমনির ফলে দেশ জুড়ে কৃষি নাকি ভয়ানক ক্ষতিগ্রস্ত হবে, এখন ডেটা বেরনোর পর মনে হচ্ছে এই স্পেকুলেশানগুলো খুব একটা ঠিক ছিল না (অবশ্য ডেটাটা সঠিক কিনা জানিনা)।

    http://timesofindia.indiatimes.com/business/india-business/note-ban-has-had-no-immediate-impact-on-agriculture-finds-survey/articleshow/56744616.cms

    http://timesofindia.indiatimes.com/business/india-business/wheat-acreage-up-7-87-rains-boosting-crop-prospects/articleshow/56813622.cms
  • রোবু | 55.248.37.247 | ২৮ জানুয়ারি ২০১৭ ০৯:২২725264
  • হ্যাঁ, লোকে দাঁতে দাঁত চেপে লড়াই করেছে, নিজেদের তো বাঁচতে হবে।
    তবে উল্টোদিকেও অসংখ্য সার্ভে আছে।
    তবে কোনো প্রভাব পড়েনি যকগন, সে তো খুব ভাল কথা। দুধের নদীও বইবে, এ আশাই রাখি।
  • dc | 167.50.63.15 | ২৮ জানুয়ারি ২০১৭ ০৯:৩৬725265
  • দেখা যাক, আমার মনে হয় আগামী দুয়েক বছরে নানান সার্ভে ডেটা বেরোলে পজিটিভ আর নেগেটিভ ইমপ্যাক্টগুলো আরো ভালো ভাবে বোঝা যাবে। আর চার-পাঁচ বছরে লং টার্ম ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টও ঠিকমতো করা যাবে।
  • dc | 167.50.131.174 | ২৮ জানুয়ারি ২০১৭ ১০:৫২725266
  • ডিমোনি আর ডিজিটাইসেশান নিয়ে স্ক্রোলে একটা তিন ভাগের লেখা শুরু হয়েছেঃ

    https://scroll.in/article/827887/understanding-demonetisation-why-theres-a-war-on-cash-and-you-are-in-the-middle-of-it

    এটা ঠিকই যে ইন্ডিয়া একটা টেস্ট কেস, কারন এই স্কেলে ডিমনি, এমার্জেন্সি সিচুয়েশান ছাড়া, এর আগে কোন দেশে হয়নি। ডিজিটাল ট্রান্সাকশান বাড়ার ফলে ওভারল এফিশিয়েন্সি আর ট্রান্সপারেন্সি বাড়ে কিনা, অন্য নতুন ফিনান্সিয়াল সার্ভিস আসে কিনা, এগুলো চার-পাঁচ বছর পর বেটার অ্যাসেস করা যাবে।
  • dc | 181.49.166.138 | ৩০ জানুয়ারি ২০১৭ ১০:৩৭725267
  • লেখাটার দ্বিতীয় ভাগঃ

    https://scroll.in/article/827940/understanding-demonetisation-who-is-behind-the-war-on-cash-and-why

    তৃতীয় ভাগঃ

    https://scroll.in/article/827988/understanding-demonetisation-the-problem-with-the-war-on-cash

    তথ্যগুলো যদি ঠিক হয় তাহলে দেখা যাচ্ছে ডিমনির প্ল্যানিং স্টেজ, মানে চার-পাঁচ মাস আগে থেকেই, প্রধান উদ্দেশ্য ছিল ডিজিটাইসেশান। আমাদের ঢপবাজ প্রধানমন্ত্রী ডিমনি অ্যানাউন্স করার সময়ে ব্ল্যাক মানি, টেরর ফান্ডিং ইত্যাদি আজেবাজে কারন তুলে ধরেছিল, পরে অবশ্য ডিজিটাইসেশানেরও উল্লেখ করেছে। আমার প্রথম থেকেই মনে হতো এই শকটার আসল উদ্দেশ্য হওয়া উচিত হাই ভ্যালু ট্রান্সাকশান ডিজিটাইজ করা, ওতে বরং লং রানে এফিশিয়েন্সি বাড়বে আর ব্ল্যাক ইনকাম জেনারেশান খানিকটা কমানো যাবে। এই ভদ্রলোকের লেখা পড়েও সেরকমই মনে হলো।

    আরেকটা কথা মনে হলো। ডিমনি শকের ফলে আগামী দশ বছরে ফিনান্সিয়াল সার্ভিসেস থেকে শুরু করে ইকমার্স, ডেটা মনেটাইজেশান ইত্যাদি জায়গাগুলো আরো দ্রুত বাড়বে। দেখা যাক।
  • de | 192.57.68.108 | ৩০ জানুয়ারি ২০১৭ ১০:৪৯725268
  • কি অবস্থা দেখো -

    জেইই মেইন্সের জন্য রেজিস্টার করার সাথে সাথে মোবাইলে ক্ষণে ক্ষণে নমো অ্যাপে রেজিস্টার করার বায়না আসচে- নমো মনকি বাতে ছাত্রছাত্রীদের টিপস দেবেন - সাথে নাকি ই বুকও ফ্রী দেবে - তো মেয়ের বন্ধুরা সবাই ঝটপট করে রেজিস্টার করে ইবুক-টুক নিয়ে নিলো- বলাতো যায়না কখন কি কমন কোচ্চেন থাকবে, পিএমের দেওয়া ইবুক বলে কতা-

    আমি রেজিস্টার করবি কিনা জিগাতে গিয়ে একটা ঠান্ডা লুক পেলাম! ঃ))
  • dc | 181.49.166.138 | ৩০ জানুয়ারি ২০১৭ ১০:৫২725270
  • আমি নমো আর ভীম অ্যাপগুলো ভয়ের চোটেই ট্রাই করিনি, এই ঢপবাজ প্রধানমন্ত্রীর অ্যাপে কি কি ভাইরাস থাকবে কে জানে!
  • dc | 181.49.166.138 | ৩০ জানুয়ারি ২০১৭ ১০:৫৩725271
  • ঢপবাজ আর খুনে। পুরা নাম।
  • sm | 53.251.91.253 | ৩০ জানুয়ারি ২০১৭ ১১:১৫725272
  • ডিমনির মেইন উদ্দেশ্য পড়লাম । প্রথমত মার্কেট এ এখন অদ্ভুত ছায়া বাজি চলছে।প্রায় প্রতিটি দোকানে একটি পেটিএম এর বোর্ড ঝুলছে।দেখানো হচ্ছে পে টি এম সচল কিন্তু অধিকাংশ ক্ষেত্রে টাকা নেওয়া হচ্ছে নগদে।
    অনেক ক্ষেত্রে অনেক বলা হচ্ছে ক্যাশে নিলে ভ্যাট লাগবে না।কি করে সম্ভব হচ্ছে কে জানে? কোনো নজরদারি চোখে পড়লো না।
    দুই, সরকারের উদ্দেশ্য ছিল,কয়েক লক্ষ কোটি টাকা ব্যাংকে জমা পড়বে না।কিন্তু সে গুড়ে বালি।প্রায় পুরোটাই জমা পড়ে গেছে।এখন জন ধন যোজনায় হিসাব বহির্ভুত টাকা নিয়ে জোর ছান-বিন চলছে; কিন্তু তাতেও মোট জমার পরিমান মাত্র ৬০ হাজার কোটির কাছা কাছি।
    তিন, ফ্ল্যাট বাড়ি কেনা, গাড়ি ও সোনার অলংকার বিক্রি ভালো মার্ খেয়েছে। কারণ লোকের মনে ভয় ঢুকেছে এই বাজারে দামি কিছু কিনলে ট্যাক্স ডিপার্টমেন্ট এর নজরে পড়তে পারে।
    চার,একটা হিসাবে বলছে , কার্ড ও ডিজিটাল ট্র্যাঞ্জাকশন কোম্পানি গুলো বিপুল লাভবান হবে।
    ধরা যাক, একটি 2000 টাকার নোট ১০ বছর সময় কালে ১ লক্ষ বার হাত বদল হয়। তার মূল্যমান হলো ২০ কোটি টাকা।যদি ডিজিটাল ট্র্যানসাকশন হয় তাহলে ট্র্যানসাকশন চার্জ বাবদ (২ পার্সেন্ট) কোম্পানি গুলোর ইনকাম হবে ২০ লক্ষ টাকা।অর্থাৎ একটি 2000 টাকা থেকে অনলাইন কোম্পানি গুলো ১০ বছরে ২০ লক্ষ টাকা লাভ!
    হিসাব করেদেখা গেছে,ফুল ডিজিটাইজেশন হলে, ফি বছরে ইন্ডিয়া তে এদের লাভের পরিমান হবে দেড় লক্ষ কোটি টাকা!( বছরে ইন্ডিয়ার ক্যাশ ট্রানজেকশন ৭০ লক্ষ কোটি টাকার কাছে)।
    এই বিপুল পরিমান বোঝা নিশ্চয় সাধারণ মানুষের পকেট থেকেই আসবে?
    যদিও আমি ব্যক্তিগত ভাবে ডিজিটাইজেশনের সমর্থক।
  • dc | 181.49.166.138 | ৩০ জানুয়ারি ২০১৭ ১১:২৭725273
  • "অনেক ক্ষেত্রে অনেক বলা হচ্ছে ক্যাশে নিলে ভ্যাট লাগবে না" - এটা তো আগেও ছিল! অনেক সময়েই দোকানে কিছু কিনেছি, দোকানদার বলেছেন বিল করব না কাঁচা রিসিট? ভ্যাট বিল নিলে দাম বেশী, কাঁচা রিসিট নিলে কম। আবার বহুবার আমি নিজেও জিগ্যেস করেছি, দাদা বিল না বানালে ডিসকাউন্ট পাওয়া যাবে তো? এটা বহুকাল ধরে চলে আসছে। তবে ডিমনির পর নভেম্বার আর ডিসেম্বারে যখন ক্যাশের ভয়ানক শর্টেজ ছিল, তখন দুয়েকজন দোকানদারকে দেখেছি ভয়ানক অনিচ্ছার সাথে সোয়াইপ মেশিন ব্যবহার করতে, কারন সোয়াইপ মানেই ওটা ব্যাংকে যাচ্ছে, ফলে উনি ট্যাক্সের আওতায় চলে আসছেন। এই দুতিন মাস ইচ্ছে করে বলেছি কার্ডে না নিলে কিনবনা :d
  • sm | 57.15.72.246 | ৩০ জানুয়ারি ২০১৭ ১১:৩৮725274
  • কিন্তু অনলাইন ট্র্যাঞ্জাকশনে এই বিপুল মুনাফা করবে পেমেন্ট কোম্পানি গুলো;সেই টাকা তো কারোর না কারোর পকেট থেকেই আসবে। সাধারণ জনগণের পকেট ই বেশি হালকা হবে। এতে ইকোনমির কি উন্নতি হতে পারে বা কি সুফল মিলতে পারে?
  • dc | 181.49.166.138 | ৩০ জানুয়ারি ২০১৭ ১২:১১725275
  • মুনাফা তো কেউ না কেউ করবেই। প্রফিট ম্যাক্সিমাইজেশান ছাড়া ব্যবসা করার অন্য কোন উদ্দেশ্য আছে নাকি?
  • sm | 57.15.31.251 | ৩০ জানুয়ারি ২০১৭ ১২:৩৩725276
  • প্রশ্ন টা ঠিক তা নয়।ক্যাশ হলে ট্র্যাঞ্জাকশন কষ্ট শূন্য আর ডিজিটাইজেশন এ বছরে দেড় লক্ষ কোটি টাকা!তাও অধিকাংশ টাকা যাবে বিদেশী কোম্পানির পকেটে।
    ৫ বছরে ধরেন গিয়ে ৭ লক্ষ কোটি টাকা।
    ইকোনমির সুফল কিভাবে মিলবে?
  • d | 144.159.168.72 | ৩০ জানুয়ারি ২০১৭ ১৭:০৩725277
  • এটাও থাক

  • dc | 181.49.166.138 | ৩০ জানুয়ারি ২০১৭ ১৮:৫০725278
  • sm, যে কেউ প্রফিট করলেই তো ইকোনমির সুফল! যে প্রফিট করবে সে টাকাটা আবার অন্য কিছুতে ইনভেস্ট করবে, তারা আবার ইনভেস্টেড টাকাটা অন্য কোন কাজে লাগাবে। মানি সার্কুলেশান বাড়বে, ইকনমিক অ্যাক্টিভিটি বেশী হবে।
  • PM | 113.52.255.253 | ৩০ জানুয়ারি ২০১৭ ২০:৪৫725281
  • হপ্তায় ২৪ হাজারের লিমিটটা এখোনো আছে---ওটা কি যাবে ? পোস্ত অফিসের সুকন্যা সমৃদ্ধি চেক নিতে চাইছে না ঃ(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন