এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ৭৫৪০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 119.159.50.20 | ৩১ জানুয়ারি ২০১৭ ০২:৪০725282
  • আমি ব্যাঙ্কে খুলেছি বলে বেঁচে গেছি। অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিয়েছি।
  • d | 144.159.168.72 | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৫৮725284
  • ranjan roy | 24.96.190.200 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ০৬:৪৬725285
  • স্মৃতি ইরানী ও মোদীজির শিক্ষাগত যোগ্যতা নিয়ে আর টি আই অ্যাক্টিভিস্টরা একটু ঝাড় খেলেন।
    স্মৃতি একবার বি এ, একবার বি কম, একবার পার্ট ওয়ান বি কম গোছের দাবি করেছিলেন--অবশ্য সবই অনলাইনে।
    মোদীজি অন লাইনে দিল্লি ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে।
    এখন সেটা চ্যালেঞ্জ করায় বিজেপি ওঁর সার্টিফিকেট দেখাল। আগে গুজরাতের স্নাতক, পরে দিল্লির স্নাতকোত্তর।
    সেটা চ্যালেঞ্জ করায় দিল্লি ইউনি ইয়ার নাম ধাম ঘোষণা করল। কিন্তু তাতে দেখা গেল সে অন্য মোদী, যাঁর বাবার নাম দামোদরদাস নয়, এবং উনি রাজস্থানের নিবাসী।
    তখন দিল্লি ইউনি এফিডেভিট দিল কিন্তু মার্ক্শীট দেখাতে পারল না; বলল রেকর্ড হারিয়ে গেছে।
    অ্যাকটিভিস্ট বলল-- বেশ, সে বছর (মোদীজি ও ইরানী ম্যমের ক্ষেত্রে) যতজন সম্পর্কিত বিষয়ে অনলাইনে পাশ করা হয়েছে তাদের লিস্টি দেখানো হোক।
    এবার দিল্লি ইউনি স্ট্যান্ড নিল যে এসব অন্যদের প্রাইভেট ব্যাপার, আর টি আইয়ের এক্তিয়ারে আসে না।
    কমিশনার দিল্লি ইউনির স্ট্যান্ডে সিলমোহর দিল।
    অ্যাপিলে একজন সেন্ট্রাল বডির আধিকারিক বললেন-- না, এটা দেখানো যেতে পারে। আইন অনুযায়ী ভুল নয়।
    ইউনি সর্বোচ্চ স্তরে অ্যাপিল করল। সরকার আগের আধিকারিককে ট্রান্সফার করে দিল। নতুন আধিকারিক আগের স্ট্যান্ড নাকচ করে দিলেন এবং ফরমান দিলেন যে ইউনির এফিডেভিট কে অবিশ্বাসের কোন কারণ নেই।
    এদিকে সুপ্রীম কোর্ট ও হর্ষ মন্দরকে ক্ড়কে দিয়ে বলেছে গুজরাত ফলস এনকাউন্টার নিয়ে অমিত শাহের রেহাইয়ের কেসটি রিভিউ করা হবে না। হর্ষ মন্দরের কোন লোকাস স্ট্যান্ডাই নেই।
    সাহারা ইনকাম ট্যাক্স রেইড কেস এ শান্তিভূষণকে ঝাড় দিয়ে সদ্য সিনিয়রদের টপকে চিফ জাস্টিস হওয়া প্রধান বিচারপতি বলেছেন-- অমন একটা কাগজের টুকরো নিয়ে সর্বোচ্চ জননায়কদের বিরুদ্ধে তদন্ত করতে গেলে ওদের কাজ করাই মুশকিল।
    শান্তিভূষণ বলছেন--আহা, আমি তো খালি তদন্ত করাতে বলছিলাম। তদন্ত না হলে বড় প্রমাণ কোত্থেকে আসবে?
    হরি হে! দিন ফুরাল সন্ধ্যে হল পার কর আমারে!
  • সিকি | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ০৭:০৮725286
  • পলিটিকাল সায়েন্স নয়, মোদীর বিষয় ছিল "এনটায়ার পলিটিকাল সায়েন্স"।
  • বোকা | 57.15.44.7 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৩২725287
  • ওটা বোধ হয় n-tier হবে, উনি techno প্রধানমন্ত্রী কিনা!
  • ranjan roy | 24.96.186.1 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৫৪725288
  • ঃ)))))
  • | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ২০:২২725289
  • কেলোদাদা নিন নিজের ডিটেইলস চেক করে নিন এইবারে

  • সিকি | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২১:২১725292
  • ডিসি আছেন? এই কদিন আগে ডিমনি নিয়ে আপনার পোস্টের উত্তরে বেএশ লম্বা লম্বা কখানা পোস্ট করেছিলাম, সেটা কি এই টইতে? ন অন্য টইতে? কিছুতেই খুঁজে পাচ্ছি না, একটু মনে থাকলে বলবেন?
  • dc | 132.174.96.10 | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২১:২৫725293
  • এই টইতেই লিখেছিলেন।
  • dc | 132.174.96.10 | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২১:২৭725294
  • এই টইএর ৬৮ নং পাতায় ক্লিক করুন, Date:30 Dec 2016 -- 07:40 PM
  • | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২২:০৭725295
  • হ্যাঁ এইটে এখানে লিখে রাখি। আমাদের এখানে এটিএমগুলোতে মোটামুটি টাকা পাওয়া যাচ্ছে। ১০০র নোট একটু কম। ২০০০ আর ৫০০ মোটামুটি দিব্বি।

    তো যেই নোটের চালান বেড়েছে অমনি প্রায় সবগুলো পেটিএম সাইন লাগানো দোকানে পেটিএম সাইন তো আছে কিন্তু স্ক্যান কোড বা ফোন নাম্বারের অংশটা স্রেফ ডটেড লাইন করে দিয়েছে। আর পেটিএম নিচ্ছে না, কারণ নাকি "পেটিএম ফুল হো গিয়া থোড়াসা প্রবলেম চল রহেঁ"
    মোদ্দা কথা, ক্যাশ আসতেই লোকে আবার ক্যাশে ফেরত।
  • dc | 132.174.96.10 | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২২:১৬725296
  • আমি আবার আমার পাড়ার কয়েকজন দোকানদারকে বুঝিয়েছি পেটিএম ব্যবহার করবেন না, ওটা হেব্বি জালি কোম্পানি, টাকা মেরে দিতে পারে। অনেকেই শুনে ঘাবড়ে গেছেন।
  • সিকি | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:২৩725297
  • হেঁইয়ো, পেয়ে গেছি, থ্যাংকু।

    আর, সইত্যের খাতিরে আমিও লিখে রাখি, নতুন মাস পড়েছে,। অনেককে টাকা দেবার থাকে, তো পরশু টাকা তুলতে গিয়ে ছটা এটিএম থেকে ফিরতে হয়েছে। হয় পুরো বন্ধ, নয় ক্যাশ নেই।

    সাত নম্বরে গিয়ে চালু এটিএম পেলাম, ইন্ডাসইন্ড। খুব কনফি ছিল, নিশ্চয়ই ডিনোমিনেশন জানতে চাইবে, যেমন চায় লাস্টে, দিয়েছি ছ হাজার টাকা লিখে। আমাকে বোকা বানিয়ে ঝরঝর করে তিনটে দু হাজার টাকার নোট খসে পড়ল, কিছু জিগ্যেস না করেই।
  • নোটবন্দির আউটকাম | 83.189.180.205 | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:০১725299
  • নোট নাকচের সিদ্ধান্তকে বাজেট বক্তৃতায় আগাগোড়া তুলোধোনা করলেন অমিত মিত্র। মোদ্দা অভিযোগ, কেন্দ্রের ওই হঠকারী পদক্ষেপে জোর ধাক্কা খেয়েছে দেশের অর্থনীতি। আর তার খেসারত গুনতে হচ্ছে রাজ্যকে। কিন্তু রাজ্যের অর্থমন্ত্রীর এই বয়ানে শুক্রবার যেন মুচকি হেসেছে তাঁর হাতে তৈরি বাজেটের সংখ্যাই। পরিসংখ্যান দেখাচ্ছে, নোট বাতিলের জেরে ক্ষতি হওয়া তো দূর অস্ত্‌, বরং কিছুটা লাভই হয়েছে বাংলার!
    শুধু নোট বাতিলের পরের দু’মাসে ৫,৫০০ কোটি টাকা রাজস্ব হারানোর আশঙ্কা প্রকাশ করেছে রাজ্য। অথচ এ দিন অমিতবাবু যে রাজ্য বাজেট পেশ করলেন, তার পরিসংখ্যান বলছে, এই অর্থবর্ষে রাজ্যের নিজের কর আদায় পৌঁছে যাবে লক্ষ্যের কাছাকাছি। আদায় কম হবে মাত্র ১,৮৪৭ কোটি টাকা। যেখানে আগের বার এই ফারাক ছিল ৪,০০০ কোটি। নোট বাতিলের ঝঞ্ঝাট কিন্তু তখন ছিল না।
    চোখে পড়ার মতো বেড়েছে কেন্দ্রীয় করের ভাগও। ২০১৬-’১৭ সালে ওই খাতে ৪১,৮৬১ কোটি টাকা পাওয়ার কথা ছিল। সেখানে মিলছে ৪৪,৬২৫ কোটি।
    কর ও কর বহির্ভূত আয় মিলিয়ে, রাজ্যের মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লক্ষ ২৯ হাজার ৫৩০ কোটি টাকা। সেখানে সংশোধিত হিসাবে রাজ্যের দাবি, তা হবে ১ লক্ষ ২৯ হাজার ৩৪০ কোটি। অর্থাৎ, ফারাক প্রায় নেই বললেই চলে। অর্থকর্তারা মানছেন যে, রাজস্ব আদায়ে এমন সাফল্য অতীতে আসেনি। তাঁদের কথায়, ‘‘একে নোট বাতিলের সুফলই বলতে হবে।’’ অনেকের মতে, নোট বাতিলের ঠেলায় পড়ে এখন কারবার ‘সাদা’ করতে বাধ্য হচ্ছেন অনেক ব্যবসায়ী। রাজ্যের নিজস্ব কর আদায় ভাল হওয়ার সেটাও একটা বড় কারণ।

    http://www.anandabazar.com/state/state-budget-shows-no-impact-of-demonetisation-on-taxation-1.562578
  • dc | 181.49.204.242 | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:১৬725300
  • মোদি সরকার কিন্তু "ব্ল্যাক মানি" বা আনট্যাক্সড ইনকাম নিয়ে দুয়েকটা স্টেপ নিচ্ছে। ডিমনি একটা বড়ো শক ছিল, তার পর এখন শেল কোম্পানির বিরুদ্ধে স্টেপ নিল। পলিটিকাল ডোনেশানও কুড়ি থেকে কমিয়ে দু হাজার করল (একেবারে জিরো করে দেওয়া উচিত, কিন্তু তাও কিছু তো কমিয়েছে), ব্যাংক ডিপোজিট ট্র্যাক করে ইনকাম ট্যাক্সাম এর এসেমেসও পাঠাচ্ছে। সেই এসেমেসে ভুলও আছে, অনেকের নাম এসেছে যাঁরা অতো টাকা জমা করেন নি, কিন্তু যাই হোক, একটা প্রসেস শুরু হয়েছে। এরকম নানান ছোটবড়ো পদক্ষেপ মিলে যদি বিজনেস সেক্টরে ট্যাক্স কমপ্লায়েন্স অল্প কিছুটা বাড়ানো যায় তাহলে ভালোই হবে।
  • d | 24.97.73.227 | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৩৮725301
  • MR | 76.25.30.92 | ২৬ ফেব্রুয়ারি ২০১৭ ০০:২৫725304
  • CNN, NY Times, LA Times and other news org. barred from White House Briefing এটা এখানে যেতে পারে।
  • d | 144.159.168.72 | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৪১725305
  • dc | 132.174.105.227 | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:২৫725306
  • ম্যাক্রো লেভেলে ডিমনির খুব একটা প্রভাব পড়েনিঃ

    http://www.news18.com/news/business/rupee-firms-up-2-paise-to-66-69-1354462.html

    তবে ২০১৭র ফার্স্ট কোয়ার্টারের ডেটা কেমন আসে দেখা যাক।
  • pi | 57.29.134.38 | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:০৯725307
  • উপরে দমদির দেওয়া এই সময়ের কয়েকটা খবর ( লাস্টেরটা নাহয় বাদই দিলাম) নিয়ে ডিসির কী মত ?
  • dc | 132.174.105.227 | ০১ মার্চ ২০১৭ ০০:৩৮725308
  • ওপরের খবরগুলোতে তো ঠিক প্রশ্নই করেছে! ডিমনি একটা স্টেপ, আরো বেশ কিছু স্টেপ ঠিক মতো নিলে তবে ফর্মাল ইকোনমি এক্সপ্যান্ড করবে, ট্যাক্স বেস বাড়বে, ডিজিটাইসেশান আরো দ্রুত হবে। এই সব স্টেপগুলোকে নিতে হবে। দুয়েকদিন আগে পড়লাম চীনের সেন্ট্রাল ব্যাংক ক্রিপ্টোকারেন্সি ব্যবহার শুরু করবে। আমাদেরও রিজার্ভ ব্যাংক ক্রিপ্টোকারেন্সি নিয়ে কোন পলিসি নিচ্ছে কিনা সেটা জানতে চাই। এই সব স্টেপ গুলো পরপর নিলে তবেই ডিমনির থেকে এগনো যাবে।
  • pi | 57.29.134.38 | ০১ মার্চ ২০১৭ ০০:৩৯725309
  • প্রসেনজিত , শুভ্রনীলদের লেখায় তো আরো প্রশন আছে।
  • dc | 132.174.105.227 | ০১ মার্চ ২০১৭ ০০:৪১725310
  • প্রশ্ন করা খুব ভালো। প্রশ্ন করলে পেট আর মন, দুইই পরিষ্কার থাকে।
  • সিকি | ০২ মার্চ ২০১৭ ১২:৩৫725314
  • হবে মানে, আগেও হত, আবার শুরু হচ্ছে।

    নিজের হোম ব্র্যাঞ্চে টাকা জমা দিলে কোনও খচ্চা নাই, অন্যত্র জমা করতে গেলে এই টাকাটা দিতে হবে।

    হোম ব্র্যাঞ্চের মানে আইসিআইসিআই ব্যাঙ্কে বোঝায় একই সিটিতে যে কোনও ব্র্যাঞ্চ, আর এইচডিএফসিতে বোঝায় যে ব্র্যাঞ্চে আপনার অ্যাকাউন্ট আছে, কেবলমাত্র সেই ব্র্যাঞ্চ।
  • dc | 132.174.90.31 | ০২ মার্চ ২০১৭ ১২:৩৫725312
  • হুঁ এটাও দেখছি ঃ( সকাল থেকে গুনছিলাম মাসে কবার করে ক্যাশ ট্রানসাকশান করি। কি ঝামেলা রে বাবা ঃ(

    তবে এখনও অবধি তিনটে ব্যাংকের কথা লিখছে। অ্যাক্সিস, এইচডিএফসি, আর আইআসিআই। এগুলো বোধায় আগেও এই চার্জ নিতো, মাঝে কদিন বন্ধ রেখেছিল (ঠিক জানিনা)।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন