এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ৭৫৪৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.174.90.31 | ০২ মার্চ ২০১৭ ১২:৪১725315
  • এসবিআইতেও তাই, ওদের আবার কোর ব্যাংকিং বলে একটা ব্যপার আছে, সেটার বাইইরের ব্র্যাঞ্চে ডিপোজিট করলে পঞ্চাশ না কত একটা কাটে।
  • Arpan | 116.76.30.102 | ০২ মার্চ ২০১৭ ১৩:০২725316
  • ক্যাশ উইথড্রয়াল মানে এটিএম মেশিন থেকে টাকা তোলাকেও ধরা হবে?
  • dc | 132.174.90.31 | ০২ মার্চ ২০১৭ ১৩:১০725317
  • জানিনা, অ্যাক্সিস ব্যাংকে ফোন করে জানবো।
  • সিকি | ০২ মার্চ ২০১৭ ১৩:১৯725318
  • এটিএম মেশিনের তো নিজের ব্যাঙ্ক হলে প্রথম পাঁচটা, অন্য ব্যাঙ্ক হলে তিনটে ফ্রি। তারপরে পয়সা কাটে।
  • Arpan | 116.76.30.102 | ০২ মার্চ ২০১৭ ১৩:২৯725319
  • আচ্ছা, তো এই নতুন নিয়মটা বলবৎ হবে চেক দিয়ে টাকা তুললে বা টাকা জমা দিলে? তাই তো? এনি আদার ইউজ কেস?
  • Arpan | 116.76.30.102 | ০২ মার্চ ২০১৭ ১৩:৩১725320
  • অথবা ক্যাশ দিয়ে ডিডি বা টিসি বানালে আর টিসি এনক্যাশ করলে।
  • pi | 174.100.177.10 | ০২ মার্চ ২০১৭ ১৩:৪১725322
  • রান্নার গ্যাসের দামও বাড়লো। # আচ্ছে দিন
  • sm | 57.15.6.68 | ০২ মার্চ ২০১৭ ১৯:৫২725325
  • যেকোনো রকম ক্যাশ ট্র্যাঞ্জাকশন হলেই কাটবে।অর্থাৎ চেক দিয়ে ক্যাশ তুললেও কাটবে।এটা খালি আদার দ্যান হোম ব্র্যাঞ্চহলেই প্রযোজ্য কিনা জানি না।
    কালকে এস বি আই এর হোম ব্রাঞ্চে টাকা জমা দিতে গিয়ে বিচিত্র অভিজ্ঞতা হলো।ক্যাশ কাউন্টারে বললো জমা করতে এ টি এম কার্ড লাগবে। ইদিকে ৪ বারের বেশি এটিএম কার্ড ব্যবহার হলেই টাকা কাটবে।
    সবার তো এ টি এম কার্ড নাও থাকতে পারে।
    নিরক্ষর বা ইংরেজি না জানলে তো পিন ও টিপতে পারবে না।ব্যাংকের লোককেই সাহায্যের জন্য বলতে হবে। এতো বেড়াল কে মাছ বাছতে বলা!
    এই অভিজ্ঞতা আর কারো হয়েছে?এরকম নিয়ম শিব ঠাকুরের দেশেই সম্ভব !
  • Arpan | 24.195.225.138 | ০২ মার্চ ২০১৭ ২১:০৫725326
  • চেক দিয়ে ক্যাশ তোলা বা জমা দেবার প্রয়োজন হয়ই না বলতে গেলে। লাস্ট কবে দিয়েছি মনে পড়ছে না।
  • Arpan | 24.195.225.138 | ০২ মার্চ ২০১৭ ২১:২৯725328
  • এবেলার খবরটা ভুলভাল। এটিএমের ট্র্যানজাকশনে আলাদা নিয়ম।

    ৬ঃ৪১ পিএমের পোস্টের প্রথম লিংকে এইটা আছেঃ

    "The good news for customers who primarily use any of the 2.2 lakh ATMs in the country is that the Rs. 150 cash withdrawal charge does not apply to ATM transactions. Banks - private or public - do not have the powers to alter the charges for use of ATMs."
  • dc | 181.49.210.117 | ০২ মার্চ ২০১৭ ২১:৪৫725330
  • b, আমারও মনে হচ্ছে ডেটায় জল মেশানো হয়েছে। তবে এগুলো কি জন্য করছে কেজানে (জানি, ইউপির ভোটের জন্য)। ডিমনি বা ডিজিটাইসেশান, এসবেরই ইমপ্যাক্ট অনেক বেশী লং টার্মে হওয়ার কথা, এই শর্ট টার্ম জালিবাজি করে কিছু লাভ হচ্ছেনা।
  • dc | 181.49.210.117 | ০২ মার্চ ২০১৭ ২১:৫৪725331
  • হিসেব করে দেখলাম গত দুতিন বছরে ব্যাংকে গিয়ে ক্যাশ জমা দিয়েছি বা তুলেছি খুব কম, বছরে তিন চারবারের বেশী না। বেশীর ভাগ কার্ড আর নেট ব্যাংকিং, আর মাঝে মাঝে এটিএমে টাকা তুলি। কাজেই আপাতত ১৫০ টাকা গচ্ছা যাবার ভয় কম।
  • sm | 53.251.90.44 | ০২ মার্চ ২০১৭ ২৩:০৯725332
  • আমার পরিচিত ড্রাইভার মাসে ৮-১০ বার ব্যাংক থেকে টাকা তোলে বা জমা দেয়। এ টি এম কার্ড ও ইউজ করে বেশ কয়েকবার । পথে ঘটে কাজে লাগে। ব্যাংক থেকে বার বার টাকা তোলে কারণ ঘরে থাকলে খরচ হয়ে যাবে।
    মাসের শেষেও গ্যাসের ভর্তুকি টুকু ব্যাংক থেকে তুলতে হয় অথবা লোকের কাছে ধার করে।
    ওই একাউন্ট টুকু ও অনেক কষ্ট করে খুলে ছিল।জিরো ব্যালান্স একাউন্ট।
    এদের কেও দেড়শো টাকা করে চার্জ দিতে হবে?
  • cb | 208.240.130.75 | ০৩ মার্চ ২০১৭ ০০:৫৪725333
  • তাই তো মনে হচ্ছে। কি লেভেলের চোদনা হলে এইসব বেসিক জিনিষ উপেক্ষা করে স্যাট স্যাট এত বড় ডিসিশন নেওয়া যায়?
  • s | 77.59.61.153 | ০৩ মার্চ ২০১৭ ০৩:৫৬725334
  • ক্ষার মেশানো অবান্তর কথা হচ্ছে।
    নিজের ব্যাংকের ATM থেকে টাকা তুললে কোনো চার্জ দিতে হবে না। অন্য ব্যাংকের ATM থেকে তুল্লে দিতে হবে (কিছু ফ্রি ট্রান্সকশান থাকে বোধহয়)।
    এতো অগেও ছিলো।
    ব্যাঙ্কের ক্যাশ কাউন্টার থেকে তুল্লে দিতে হবে।
    এ তো ঠিকই আছে। ব্যাঙ্ক সার্ভিস দিলে সার্ভিস চার্জ তো নেবেই।

    গালাগাল দেবার জন্যেই দেওয়া হচ্ছে নাকি এখন?
  • Arpan | 24.195.225.138 | ০৩ মার্চ ২০১৭ ০৪:১৯725336
  • সেসব তো হল, কিন্তু এসেমদা বলুন কলকাতার ডাক্তারেরা কি এখন ইউপিআই অ্যাপ দিয়ে ফিজ নিচ্ছেন?
  • cb | 208.240.130.75 | ০৩ মার্চ ২০১৭ ০৪:৩৬725337
  • ১৫০ টাকা ফি?!!!!

    আমি বহু লোককে চিনি (বয়স্ক) যাঁরা এটিয়েমের চেয়ে ব্যাংক থেকে টাকা তুলতে স্বচ্ছন্দ।

    এটিএমে ঢুকে বহুবার দেখেছি লোকজন হাঁ করে দাঁড়িয়ে আছেন, বুঝতে পারছেন না কি করতে হবে। টাকা বার করে দিয়েছি। বলেছেন ব্যাংকে গেলে লোকে অন্তত ফর্মটা ভরে দেয়। এই তো দেশের অবস্থা।
  • dc | 167.50.5.156 | ০৩ মার্চ ২০১৭ ০৬:৫৪725338
  • কিন্তু দেড়শো টাকা ফি তো তিনটে ব্যাংক নিচ্ছে, যারা আগেও নিতো! অন্য ব্যাংকরা তো নিচ্ছে না! sm যাঁর কথা বল্লেন তাঁর কি এই তিনটের মধ্যে কোন একটায় অ্যাকাউন্ট আছে? আমি যদ্দুর জানি, অ্যাক্সিস, এইচডিএফসি আর আইসিআইসিআই ব্যাঁকে স্যালারি অ্যাকাউন্ট ছাড়া জিরো ব্যালেন্স দেয় না।
  • dc | 167.50.3.191 | ০৩ মার্চ ২০১৭ ০৭:০৫725339
  • cb, যে তিনটে ব্যাংক দেড়শো টাকা করে নেবে বলছে তদের সার্ভিস মোটামুটি ভালো। অ্যাক্সিস ব্যাংকের যেকোন ব্র্যাঞ্চে কয়েকজন করে সার্ভিস ম্যান্জার বসে থাকেন, যেকোন সাহায্যের জন্য এদেরকে অ্যাপ্রোচ করা যায়। আপনি যাঁদের কথা বল্লেন সেরকম কারুর যদি ধরুন অ্যাক্সিস ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে ব্র্যাঞ্চে গেলে পার্সোনালাইজড সার্ভিস পাবেন। আর এই তিনটে ব্যাংকে অ্যাকাউন্ট না থাকলে তো দেড়শো টাকা ফিও দিতে হবেনা।
  • sm | 53.251.90.44 | ০৩ মার্চ ২০১৭ ০৮:৪৫725340
  • ডিসি , ড্রাইভারের একাউন্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকে।ভাগ্গ্যিস।কিন্তু সিঁদুরে মেঘ দেখলে লোকে ডরায়।এই ব্যাংক গুলো এরকম চড়া চার্জ নেবে কেন? নিলে স্টেট্ ব্যাংক গুলোই বা কয়েকদিন পরে একই দাবি করবেনা কেন?
    দুই স্টেট্ ব্যাংকে ক্যাশ কাউন্টারে টাকা জমা দিতে এ টি এম ব্যবহার করতে হবে কেন?
    যে ব্যক্তি স্বল্প শিক্ষিত- তার পিন এক্সপোজ হবার চান্স খুব বেশি।
    তিন, s ,কি বললেন ভালো পরিষ্কার হলো না। ব্যাংকের মেইন উদ্দেশ্য হলো টাকা জমা নেওয়া ও দেওয়া।এটাই তাদের ব্যবসা।সেই জমা দেওয়া টাকা তারা বাজারে খাটিয়ে লাভ করে।এতে ব্যাংকের কর্মীদের বেতন হয় ও লাভ হয়।
    তো, সাধারণ মানুষ টাকা জমা করতে গেলে খামোকা এক্সট্রা টাকা গুনবে কেন?
    আর নিজ ব্যাংকে ৫ টি ও অন্য ব্যাংকে ৩ টি ট্র্যাঞ্জাকশন এটিএম কার্ডে ফ্রী।তাহলে তারপর কি হবে?
    সরকার বলছে ডিজিটাইজেশন বা ক্যাশ লেস সোসাইটি করতে চাই; উল্টো দিকে কার্ড বেশি বার ইউজ করলে চার্জ করা হবে-এটা তো বিপরীত দিকে গমন করছে না। কিছুতেই মিলছেনা রে, তোপসে।
    --
    অপ্পন, বড়ো ক্লিনিক গুলোতে কার্ডে পেমেন্ট করা যাচ্ছে।বাকি যে কে সেই।
  • dc | 132.174.99.216 | ০৩ মার্চ ২০১৭ ০৮:৫৭725341
  • আমার মনে হয় স্টেট ব্যাংক গুলো দেড়শো টাকা ফি নিতে চাইলে সার্ভিস লেভেলে আগে ইমপ্রুভ করতে হবে। ইন জেনারাল প্রাইভেট ব্যাংকের সার্ভিস ইন জেনারাল স্টেট ব্যাংকের সার্ভিসের থেকে ভালো হয় (অবশ্যই দুদিকেই ব্যতিক্রম আছে)।
  • sm | 53.251.90.44 | ০৩ মার্চ ২০১৭ ০৯:১৯725342
  • স্টেট্ ব্যাংক তো কিছু কম যাচ্ছে না। কার্ড বেশিবার ইউজ করলে; টাকা কাটার কনসেপ্ট তো তাদের ই মস্তিস্ক প্রসূত।
    প্রসঙ্গত ,রূপে ছাড়া সব ব্যাংকই কার্ড এর বাৎসরিক মেইটেনান্স ফি কাটে।
    এক্সট্রা চেক বুক নিলে টাকা কাটে।
    প্রাইভেট ব্যাংক গুলো তো মিনিমাম ব্যালেন্স মেনটেইন না করলে প্রতি মাসে প্রচুর টাকা কাটে।
  • s | 108.209.202.160 | ০৩ মার্চ ২০১৭ ০৯:২৫725343
  • sm, ব্যাপার তো সহজ দাদা। ডিজিটাইজেশন মানে ক্যাশ ট্রান্সাকশন মিনিমাইস করা।আপনার বেশীভাগ কেনাকাটি, পেমেন্ট ইলেক্ট্রোনিকালি করা। সেজন্য ক্যাশ ট্রান্সাকশনকে উৎসাহ না দিতে বিভিন্ন পদক্ষেপ।
    তার সংগে আছে ব্যাংকের কর্মচারীদের যা বেতন দেওয়া হচ্ছে তার রিটার্ন। টাকা জমা নেওয়া আর টাকা দেওয়ার জন্য কতজন কর্মচারী থাকবেন সেটা ব্যাংক ঠিক করবে ট্রানশাক্সন ভল্যুম অনুসারে। এবার যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের মত ব্যংকও চেষ্টা করবে এই ভল্যুমকে কমাতে যাতে কম কর্মচারী লাগে। তাই সার্ভিস ফি চালু করা। এটা ব্যাংকের রোজগার প্লাস ছোট্খাটো অ্যামাউন্টের ট্রান্সক্শন কে উৎসাহ না দেওয়া। আপনি ২০০০ টাকা তুলতে গিয়ে নিশ্চয়ই ১৫০ টাকা চার্জ দেবেন না। ATM থেকেই তুলবেন বা জমা দেবেন। যারা ৫০০০০, ১ লক্ষ টাকা বা বেশী ক্যাশে তুলতে চাইবে বা জমা দেবে তারা দিতে পারে। না চাইলে চেক বা ইলেক্ট্রনিক মোডে চলে যাবে।
    শুধু টাকা জমা দেওয়া বা টাকা তোলার জন্য একগাদা লোক রাখবো, এই মডেলে তো আজকের দুনিয়ায় ব্যাবসা করে খাওয়া যাবে না দাদা।
  • sm | 53.251.90.44 | ০৩ মার্চ ২০১৭ ০৯:৩৮725344
  • অরে বাবা,কার্ডে পেমেন্ট হোক আম্মো চাই। কিন্তু এখানে বেশি বার কার্ড ইউজ করলে তো চার্জ করছে। অর্থাৎ আমি স্টেট্ ব্যাংকের ক্যাশ কাউন্টারে টাকা জমা বা তুলতে গেলে ফ্রি লিমিট তো ফুরিয়ে যাবে।
    আর দেশের অধিকাংশ মানুষ তো ক্যাশে রোজকার করে নাকি!যেমন ড্রাইভার, সবজি ওয়ালা, মজুর,আয়া মাসি। তো, এরা তো তাদের রোজকার বা বেতন দু তিন দিন অন্তর ব্যাংকেই জমা রাখে।
    অধিকাংশ লোক তো খুব কম অংকের টাকা যেমন হাজার -দু হাজার ,তুলতে চেক ও ব্যবহার করে না।উইড্রয়াল স্লিপেই টাকা তোলে।এসব তো ব্যাংকের লোকেরা ভালোই জানে।
  • DKG | 113.193.66.108 | ০৩ মার্চ ২০১৭ ০৯:৪৯725345
  • একটি প্রশ্ন - ৫০০০০ বা তার বেশি নগদে তুলতে বা জমা দিতে সাধারণ লোকের লাগবেই বা কেন ?
  • d | 144.159.168.72 | ০৩ মার্চ ২০১৭ ০৯:৫২725347
  • এইসব পোস্টগুলো পড়লে বোঝা যায় শাইনিঁরা অধিকাংশই বড় শহর ছেড়ে ৫০ - ৬০ কিমি ভেতরের মফস্বলেও যান না।
    ;-)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন