এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ৭৬০৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 53.251.90.44 | ০৩ মার্চ ২০১৭ ১০:০০725348
  • ৫০০০০ স্পেসিফিক কেন? যেকোনো এমাউন্টের ক্যাশই ৪ বারের বেশি জমা বা তুলতে ১৫০ টাকা লাগবে তো!
  • DKG | 113.193.66.108 | ০৩ মার্চ ২০১৭ ১০:৫১725349
  • @sm ১০:০০ - ঠিক কথা - s এই সংখ্যা দুটি উল্লেখ করলেন বলে জিজ্ঞাসা করলাম
  • DKG | 113.193.66.108 | ০৩ মার্চ ২০১৭ ১১:২১725350
  • Name: d
    IP Address : 144.159.168.72 (*) Date:03 Mar 2017 -- 09:52 AM
    এইসব পোস্টগুলো পড়লে বোঝা যায় শাইনিঁরা অধিকাংশই বড় শহর ছেড়ে ৫০ - ৬০ কিমি ভেতরের মফস্বলেও যান না।
    ;-)))

    -- এক্কেবারে ঠিক বললেন যদি আমায় বলে থাকেন - সেই যে হায়দরাবাদ-এ গ্যাঁট হয়ে বসেছি ব্যাস বারো বছর - তার আগে কলকাতা বছর এগারো তারও আগে দিল্লি নয়ডা মিলিয়ে প্রায় বছর দশেক - এক্কেবারে শুধু-ই শহর ময় জীবন ওই চার বছর হিজলির কাছে থাকা বাদ দিলে, শহর থেকে দূরে বিশেষ থাকিনি :)

    আর আমার বাপ্-ঠাকুরদা-ও শহুরে - ওই কলকাতা আর দিল্লি (ঠাকুরদা প্রথম প্রথম চাকরি কালে প্রচুর ঘুরেছেন - শেষে দিল্লি) - তাই "দেশের বাড়ি"-ও নেই বুঝলেন না - স্রেফ শহুরে

    আর আমায় শাইনিং বলেও ঠিক বলেছেন - আর IT তে কাজ করি - তো শাইনিং তো বটেই :-)

    আপনি কি এইটা বললেন যে শহর থেকে ৫০-৬০ কিমি দূর গেলে-ই হরবখত পঞ্চাশ হাজার - এক লক্ষ ক্যাশ লাগে ? ওরে বাপরে - আমি তো নগদে ওতো টাকা জীবনে বোধহয় স্রেফ দুবার বাড়ি কেনার সময় হাতে নিয়েছি / ব্যবহার করেছি - প্রথমবার কলকাতা-য় সব-ই চেক - হ্যাঁ সেলফ-চেক অনেক ব্যবহার করেছি বটে লোকে রাজি হয়েছে বলে

    এমন হলে, আমি শহরেই ভালো আছি যেহেতু নগদ ব্যবহার নেহাত-ই খুব একটা পারিনা :)
  • pi | 57.29.130.59 | ০৩ মার্চ ২০১৭ ১২:১৭725351
  • এটা একটু দেখবেন।

    Nearly 70 years later and hundreds of kilometers away from the India-Pakistan border that was the setting for Manto’s story, psychiatrist Dr Venu Gopal Jhanwar witnessed a Toba Tek Singh-like moment in Prime Minister Narendra Modi’s constituency of Varanasi post-demonetisation.

    Jhanwar’s story revolves around a milkman in Varanasi who had thought of signing up for the state government’s scheme to encourage dairy farming. It allowed those who wanted to expand their dairy farms to avail of government finance if provided proof that they possessed a percentage of the capital required for the project. To that end, the milkman had to collect around Rs 4 lakhs in cash.

    On the evening of November 8, when Modi announced that old currency notes of Rs 500 and Rs 1,000 were suddenly invalid, the milkman went into a tizzy. He disappeared from home for 18 days. “When he surfaced, they [the family] brought the milkman over to me,” said Jhanwar. “He thought under the government’s demonetisation policy all those who possessed cash in excess of Rs 2.5 lakhs were liable to be punished.”

    Varanasi’s milkman epitomises the trauma that demonetisation caused for many Indians. Though Modi admitted that the exercise would cause a few “inconveniences”, the pain was clearly much greater: thousands lost their jobs, the informal sector took a hit and farming operations were hobbled. Almost four months after Modi’s decision, it is perhaps appropriate to put Indians on the couch to examine how their experiences of demonetisation have affected them.

    Scroll.in spoke to 20 psychiatrists, clinical psychologists and psychoanalysts, most of whom are located in North India...

    https://scroll.in/article/830054/psychoanalysing-india-and-its-wounds-in-the-time-of-demonetisation
  • d | 144.159.168.72 | ০৩ মার্চ ২০১৭ ১৬:৪৮725352
  • | ০৩ মার্চ ২০১৭ ২২:১২725353
  • এটাও থাক

  • dc | 167.50.3.191 | ০৩ মার্চ ২০১৭ ২২:২৯725356
  • এটা আগেই জানতাম। যখন পাঁচটা ফ্রি ট্রানসাকশানের গল্প এসেছিল তখনই বলেছিল যেকোন পাঁচটা।
  • Arpan | 24.195.236.95 | ০৪ মার্চ ২০১৭ ০০:৪২725358
  • এটা তো জানি।
  • dc | 181.49.208.71 | ১০ মার্চ ২০১৭ ০৯:০৩725360
  • আজকের টাইমসে এটা পড়ে ভালো লাগলোঃ

    Even farmers begin to pay through digital modes

    http://timesofindia.indiatimes.com/business/india-business/even-farmers-begin-to-pay-through-digital-modes/articleshow/57564663.cms

    ডিমনির ফলে লং টার্মে হয়তো ডিজিটাল মানির ব্যবহার বাড়তে চলেছে। সেটা হলে তিন-চার বছর পরে রিভিউ লিখতে গিয়ে বলা যাবে যে নব্বুইয়ের রিফর্মস এর মতোই ডিমনিও ইন্ডিয়ান ইকোনমিকে দ্রুত পাল্টে দিয়েছিল।
  • sm | 57.15.7.92 | ১০ মার্চ ২০১৭ ০৯:৩২725361
  • ইদিকে পেপারে দেখলুম পেই টি এম কোম্পানি ক্রেডিট কার্ডে একাউন্টে টাকা ভরলে ২ পার্সেন্ট করে ফি কাটবে। কিসব চলছে রে বাবা!
    আর ডিসি পুরো ডিজিট্যাল ট্র্যাঞ্জাকশন হলে জিডিপি বাড়বে বা ইকোনমির উন্নতি হবে এমন প্রেডিক্ট করছেন কেন?এর স্বাপেক্ষে কোনো তথ্য আছে ?যদিও আমি ডিজিটাইজেশনের সমর্থক দুটো অন্য কারণে।
    এক,এতে ট্রানজ্যাকশন ট্র্যাক করা যায় সহজেই।
    দুই, জাল টাকা রুখতে এটা মোক্ষম দাওয়াই।
  • dc | 167.50.0.232 | ১০ মার্চ ২০১৭ ০৯:৩৮725362
  • আমিও ডিজিটাইজেশান সমর্থন করি ঠিক ঐ দুটো কারনে - ট্যাক্স ফাঁকি দেওয়া অল্প একটু কমবে আর ট্রান্সপারেন্সি বাড়বে। ট্রান্সপারেন্সি বাড়লে ক্রেতার লাভ। জিডিপির ওপর এফেক্ট সেকেন্ডারি।
  • dc | 167.50.0.232 | ১০ মার্চ ২০১৭ ০৯:৪২725363
  • আর ডিজিটাইজেশানের ফলে ফর্মাল সেক্টর এক্সপ্যান্ড করার কথা, তাতেও লাভ।
  • pi | 57.29.132.25 | ১০ মার্চ ২০১৭ ০৯:৪৮725364
  • এটা নিয়ে কী মত ?

    Real GDP growth 5%; Modi govt "doctored" data to arrive 7% rate, revising base figure, ignoring demonetization

    Prof Prabhat Patnaik, one of the topmost Indian economists, has revealed that the Government of India’s Central Statistical Organization (CSO), while announcing 7% gross domestic product (GDP) growth for the third quarter of 2016-17 (October-December 2016), did this by “revising downwards the base upon which this growth-rate is calculated”.
    Calling it a clear case of “doctoring of statistics on the part of the CSO at the behest of the government”, Patnaik says, this manipulation automatically led to a surprise “jump in the growth rate from 6.2 to 7 percent”, a point noted by no other than Soumya Ghosh, who is the chief economic advisor of the State Bank of India.
    Pointing towards how this was done, Patnaik says, “The GDP figure for the third quarter of 2016-17 (October-December), when the impact of the demonetization of November 8 is supposed to have been felt, is estimated to be Rs 30,27,893 crore.”
    The base on which this was calculated was revised downwards not once but thrice, Prof Patnaik says, and the whole idea was to arrive at 7% rate of growth. First the base – which is third quarter GDP for 2015-16 – as announced on February 9, 2016, was Rs 28,52,339 crore. Then on May 31, 2016, this figure was slightly revised downwards to Rs 28,51,682 crores.” ..

    http://www.counterview.net/2017/03/real-gdp-growth-5-modi-govt-doctored.html
  • dc | 167.50.4.107 | ১০ মার্চ ২০১৭ ০৯:৫২725365
  • এটা তো হতেই পারে, স্ক্রোলেও এরকম বেশ কিছু লেখা বেরিয়েছে। এমনিতেও মোদির ক্রেডিবিলিটি শূণ্য।
  • S | 60.242.147.97 | ১০ মার্চ ২০১৭ ০৯:৫৬725366
  • কি যে বলেন? হার্ভার্ড, অক্সফোর্ড, এমাইটির ইকনমিক্স প্রফেসাররা যা বোঝেননা উনি সেইসব জানেন। নাগপুরের গদ্দিতে বসে জেটলি মশাইকে চাড্ডীরা জিডিপি নাম্বারের নিদান দেন। সেই নাম্বার দিল্লীতে এনে উনি তিনবার ওম নমো বলে বাজারে ছাড়েন। এর থেকে বেটার মেথডলজি দুনিয়াতে নেই।
  • dc | 167.50.4.107 | ১০ মার্চ ২০১৭ ১১:২৩725367
  • ডিমনির পর ডিজিটাইজেশানের যে স্পাইক হয়েছিল সেটা কমতে শুরু করেছে। তবে ইউপিআই বেসড ট্রান্সফার নাকি বাড়ছে। দেখা যাক।

    https://thewire.in/115541/digital-payments-fall-rbi/
  • dc | 132.174.99.171 | ১৬ মার্চ ২০১৭ ০৮:১৩725371
  • একটা ইন্টারেস্টিং লেখা পড়লামঃ

    https://hbr.org/2017/03/early-lessons-from-indias-demonetization-experiment

    ইন্ডিয়ার ডিমনি এক্সারসাইজ নিয়ে আরো কেস স্টাডি নিশ্চয়ই হবে। দেখা যাক লং টার্ম ইমপ্যাক্ট কি দাঁড়ায়।
  • dc | 132.174.99.171 | ১৬ মার্চ ২০১৭ ০৮:১৮725372
  • পুরোটা না লিখেই পোস্ট হয়ে গেল।

    যেটা বলতে গেছিলাম, এই আর্টিকেলটা ইন্টারেস্টিং লাগলো এই কারনে যে সরকারের ইনোভেশানের কথা বলা হয়েছেঃ Here, the government’s innovative capacity shone through. The government-backed payment app, BHIM, facilitated electronic transfers between bank accounts; users could enter their unique, 12-digit Aadhaar ID number to make payments. The easy-to-use system works on an ordinary flip phone — no internet-enabled smartphone required. In other words, it was an inclusive solution, and, if the service continues to improve, it stands a chance of scaling up to India’s large market.

    মানে সরকারও যে কোন কিছুতে ইনোভেট করতে পারে এটা সত্যি আমার কাছে একটা নতুন দিক। একটা বুরোক্রেটিক স্ট্রাকচার কিভাবে দ্রুত কোন বিষয়ে সিদ্ধান্তে আসতে পারে সেটা নিয়েও হয়তো কিছুটা ভাবনাচিন্তা হবে। কিন্তু আদৌ যে গভর্নমেন্ট এরকম কিছু করতে পারে সেটাও কিছুটা অবাক কান্ড।
  • PM | 69.97.139.222 | ১৬ মার্চ ২০১৭ ১৪:০৫725373
  • একটা অ্যাডভাইসার কম্পানির পারটনারের সাথে কথা হচ্ছিলো। বলল PMO & Finance dept একটা টিম বানিয়েছিলো যাতে ১০ টা কনসাল্টিং কোং এর রিপ্রেসেন্টেটিভ ছিলো। নাম আনডিস্ক্লোস্ড। ওরাই পুরো অন্যালিটিক্স খাড়া করে সরকারকে ডিমোনির সময়কার ব্যান্ক অ্যাকাউন্ট এর এক্স্সেপ্সন রিপোর্ট বনিয়ে দিয়ে্ছে ৩ হপ্তায়। যার বেসিসে শো কস করা হচ্ছে এখন। কমেন্ডেবল জব।

    CFO রা বলল যে সরকারের ট্যাক্স ডিপ ( ইনডাইরেক্ট/ডাইরেক্ট দুটৈ) দিন দিন এতো টেক স্যাভি হয়ে যাচ্ছে যে ছোটো খাটো ডেভিয়েসন ও আইডেন্টিফাই করতে পারছে অনায়াসে--- আগে যা ভাবাই যেতো না।
  • pi | 57.29.129.116 | ১৬ মার্চ ২০১৭ ২০:১৯725374
  • সরকার অনেক কিছুই ইনোভেট করে বা করতে পারে, ডিসিবাবু। সরকারি ইন্স্টিগুলোর আর এন্ড ডি তে কোন ইনোভেশন হয়না, এমন তো না।
  • dc | 132.174.99.171 | ১৬ মার্চ ২০১৭ ২০:৩৮725375
  • তাই দেখছি! মানে শুধু ইনোভেট করা না, সেটাকে ইমপ্লিমেন্ট করা। এই পুরো প্রসেসটা সরকার করতে পারে সেরকম মনে করতাম না। এমনিতে আমি যেকোন ব্যপারে সরকারকে এড়িয়ে চলার চেষ্টা করি, প্রাইভেট সার্ভিস প্রোভাইডার থাকলে তাদের থেকে সার্ভিস নেওয়ার চেষ্টা করি। তবে এরকম এক্সেপশান পাওয়া গেলেও তো ভালোই।
  • সিকি | ১৬ মার্চ ২০১৭ ২২:০৭725376
  • "
    রা বলল যে সরকারের ট্যাক্স ডিপ ( ইনডাইরেক্ট/ডাইরেক্ট দুটৈ) দিন দিন এতো টেক স্যাভি হয়ে যাচ্ছে যে ছোটো খাটো ডেভিয়েসন ও আইডেন্টিফাই করতে পারছে অনায়াসে--- আগে যা ভাবাই যেতো না। "

    ঘেঁচু। আমি ট্যাক্স ডিসক্লোজ করি না কিছু ক্ষেত্রে, আগে কেটে নেওয়া টিডিএস দিব্যি ফেরত পেয়ে যাই। প্রতি বছর।
  • dc | 132.174.99.171 | ১৬ মার্চ ২০১৭ ২২:৪১725377
  • দূষণ নানান কারনে বাড়ছে।
  • abp | 190.179.142.51 | ১৯ মার্চ ২০১৭ ১২:৪৯725378
  • http://www.anandabazar.com/state/low-quality-fake-notes-are-getting-printed-only-to-carry-on-the-fake-currency-smuggling-1.582307?ref=hm-new-stry
    গোয়েন্দাদের দাবি, পুরনো ৫০০ ও ১০০০ টাকার জাল নোট ছাপা হতো করাচির টাঁকশালে। সেটা হয়েছিল বেশ কয়েক বছরের প্রস্তুতির পর। ২০০৫ থেকে পুরোদমে আসত সেখানে ছাপা জাল নোট। কিন্তু নতুন ২০০০ টাকার যে জাল নোট এখন ধরা পড়ছে, তা একেবারেই মোটা কাগজে অফসেটে ছাপা। যে কেউ ধরতে পারবে তা।
    তদন্তকারীরা বলছেন, পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর মালদহের কালিয়াচক ও বৈষ্ণবনগরের বহু গ্রামে হাহাকার শুরু হয়ে যায়। চাঁইপাড়া, চর চাঁইপাড়ার মতো কিছু গ্রামে গত এক যুগ ধরে জাল নোটের কারবার এক রকম কুটিরশিল্পে পরিণত। বহু পরিবারের মূল আয় এখান থেকে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দুইশত বিঘি, মহদিপুর, চরি অনন্তপুরের মতো এলাকায় এমন অনেকেই আছে, যারা জাল নোটের মামলায় দোষী সাব্যস্ত হয়ে কয়েক বছর জেল খেটে বেরোনোর পর ফের একই অভিযোগে গ্রেফতার হয়েছে। জাল নোটের কারবার বন্ধ হওয়া মানে এদের জীবন ও জীবিকার সঙ্কট। পরিবারের হাঁড়ি চড়বে না।
    গোয়েন্দাদের পর্যবেক্ষণ, সেই জন্য যত দিন না টাঁকশালে ছাপা উন্নত মানের জাল নোট আসছে, নিম্ন মানের জাল নোটের চোরাচালানেই আপাতত তাদের ব্যস্ত রাখা হচ্ছে। এতে পুরনো চাঁইরাই সামিল। তাঁদের আশঙ্কা জাল নোটের চালান বন্ধ হলে অন্য কোনও জীবিকায় ভিড়ে যেতে পারে এই সব লোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন