এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ৭৫৯৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 116.67.37.172 | ১৮ আগস্ট ২০১৭ ১১:৩২725416
  • জিয়া উল হক পাকিস্তানের ৭০ বছরের সফরে মাত্র ১০ বছর শাসন করেছিলেন। কিন্তু পাক লেখকদের দৃষ্টিতে ঐ ১০ বছরে উনি পাকিস্তানের DNA পাল্টে দিয়েছেন অপরিবর্তনীয় ভাবে।

    https://www.dawn.com/news/1352139/this-is-very-much-zias-pakistan-the-most-influential-man-after-jinnah

    https://www.dawn.com/news/1342697/40-years-of-zia-how-zia-redefined-pakistan

    যা হাল হাকিকৎ , আমাদের মোদিজি অন্ততঃ ১০ বছর রাজত্ব করবেন। ভারত কি অপরিবর্তনীয় ভাবে পাল্টে যেতে চলেছে? আমাদের সাংবিধানিক ইন্স্টিটুসনগুলো পাকিস্তানের থেকে অনেক শক্ত পোক্ত--তাতে সন্দেহ নেই। কিন্তু সে আর কতোদিনের জন্য থাকবে? "দেশপ্রেমের" জোয়ারে সব কি ভেসে যাবে ?

    ডনের এক বয়স্ক পাঠক নিচে কমেন্ট করেছেন- Jul 02, 2017 07:02am

    "I didn't even have to read this editorial to comment because I lived through that era and watched Pakistan transforming from an open society to a closed one. Pakistan has not been the same since Zia forced himself into power."

    আমরা কি ভারতে এখন এই transformation টাই দেখছি চোখের সামনে ?
  • দেব | 135.22.193.149 | ১৮ আগস্ট ২০১৭ ১১:৫৪725417
  • @PM - বিভিন্ন ফোরামে অনেক পাকিস্তানীদের সাথে কথা বলে দেখেছি তারাও একই মত পোষণ করেন যে মোদি ভারতের জিয়া হতে পারেন।

    অবশ্য এই ভাবে যারা দেখছেন তারা খুবই উচ্চশিক্ষিত মাইনরিটি। তারা এতে খুব খুশিও। খোলাখুলিই একজন বলল দেখ তোমাদের দশাও আমাদের মতন হলে তখন তোমরা বুঝবে।
  • দ্রি | 195.100.87.210 | ১৮ আগস্ট ২০১৭ ১২:১৩725418
  • ভারতে ক্যাশ বাতিল করার প্রোজেক্ট বায় অ্যান্ড লার্জ ব্যর্থ হয়েছে। খুব ভালো হয়েছে।

    তবে এই চেষ্টা জারি থাকবে। বিভিন্ন উপায়ে। সে যে সরকারই আসুক। এগুলো ইন্টারন্যাশানাল প্রোজেক্ট। ক্রিপ্টোকারেন্সি। তিউনিসিয়ায় এসে গেছে ক্রিপ্টোকারেন্সি। পাইলট প্রোজেক্ট।
  • দ্রি | 195.100.87.210 | ১৮ আগস্ট ২০১৭ ১২:২৬725419
  • "যা হাল হাকিকৎ , আমাদের মোদিজি অন্ততঃ ১০ বছর রাজত্ব করবেন।"

    জিএসটিতে অনেকেই বিরক্ত। দেখা যাক। পকেটে টান পড়লে ভোটিং প্যাটার্ন বদলাতেও পারে। এর আগের কংগ্রেস গভর্মেন্ট মার খেয়েছিল রান্যাওয়ে ইনফ্লেশানের কারনে। জিএসটিও পারে না কোন মির‌্যাক্‌ল দেখাতে?

    তবে এর পর অন্য সরকার এলেও জিএসটি রিভার্ট করবে না।
  • sm | 52.110.132.32 | ১৮ আগস্ট ২০১৭ ১৩:৩৮725420
  • জি এস টি তে রাজ্য ও কেন্দ্র সরকার উভয়ের ই লাভ। প্রচুর রেভিনিউ কালেকশন হবে।
    কোম্পানি গুলো ইতিমধ্যেই জিনিস পত্রের দাম ভালো বাড়িয়ে দিয়েছে। আগে কম প্প্রডাকশন দেখিয়ে বেশি বিক্রি করতো।ট্যাক্স ফাঁকি দিতো।
    সেটা দাম বাড়িয়ে উসুল করবে। স্থানীয় দোকানদার কর্মচারী ছাঁটাই করে লোকসান পুষিয়ে নেবে। আগে যে ডিসকাউন্ট মিলতো পাড়ার দোকানে সেটা অলরেডি কমে গেছে, আরো কমে যাবে। সুপার মার্কেট এর সঙ্গে পেরে ওঠা অনেক ক্ষুদ্র ব্যবসায়ীর মুশকিল হবে। আল্টিমেট নেট রেসাল্ট ,সাধারণ মানুষের পকেটে টান ও কর্মচারী ছাঁটাই।
    লাভ কেন্দ্র ও রাজ্য সরকারের তহবিল বৃদ্ধি এবং বড় ব্যবসায়ীদের শ্রীবৃদ্ধি।
    ভোটার আগে কিছু জনকল্যাণ মূলক প্রকল্পে ছড়িয়ে দিলেই কেল্লা ফতে। সরকার ঠিক লাইনেই খেলছে।
  • sm | 52.110.132.32 | ১৮ আগস্ট ২০১৭ ১৩:৪৩725421
  • দৃ,একটু ক্রিপ্টো কারেন্সির ব্যাপার টা খুলে বলুন তো। ইটা কিরকম চিজ।
  • Arpan | 212.172.247.110 | ১৮ আগস্ট ২০১৭ ১৫:০৯725422
  • কিছুদিন আগে এই পোস্টটা পড়লাম একটা সাইটেঃ

    "People, don’t be fooled by the apparent advantages and usages of Blockchain technology or Bitcoin, it’s what you don’t know that is destructive to you personally and to society in general. It is merely another way to control you through information, to hack into your private lives and the only ones that truly benefit from this technology are the global wealthy elite, the greedy, materialistic oligarchs of global chaos and conflict. Bitcoin is virtual money, it doesn’t really exist except on the computer!

    Real money is gold, silver, precious metals and gemstones, natural resources. Paper currency and coins use to be backed by gold or one of these other material commodities and was payable upon demand to any the person who had the dollar bill or coin currency, it was once written right on the Dollar bills and it was legal tender backed by the governments’ gold reserve! But corruption on an unprecedented scale took over and the general public was tricked into accepting a false standard of the economy where people blindly trusted another system which really didn’t benefit them. Just look at all the financial and economic chaos around you that has effective your lives over many decades and the political instability growing every day!

    The poor have become miserably poorer, the middle class (the backbone of all society) is being reduced down to the same misery as the poor and the only ones becoming richer are the wealthy class who have separated themselves from the rest of society and are the one dictating the rules and the future according to their vision.

    in the early years of the 20th Century, the Gold Reserve Banks of America and Europe became the property of these greedy Bankers in American and Europe, no longer owned or controlled by the US or any European country, they became the willing puppets of the Oligarch Regime. These Oligarchs did away with “paying gold to the bearer on demand” because it was now their gold! Paper currency isn’t worth anything, even the paper it is printed on, in fact, paper currency has become plastic currency in many different forms like your credit cards!

    When was the last time you actually had hard currency in coin or paper in your pocket? Everything we transact is now done on the internet with your credit or debit card or with just numbers!
    But these greedy bastards aren’t done with you yet, now they want to introduce Blockchain Technology to TRACK and CONTROL EVERY TRANSACTION YOU MAKE and it’s irreversible!!! While all along they are trying to sell you on the phony “benefits” of this system. They are relying on you to “TRUST” them because they represent officialdom, they are your government, your elected officials, they are educated and have more power and control than you will ever have!

    In their eyes, you are not their equal!!!!!

    That is a reality that everyone needs to wake up to and take action against to correct this imbalance in society that is become an out-of-control “Frankenstein Monster” of materialism on the rampage to eventually enslave or exterminate you!
    Blockchain Technology will track your every spending habit that you make, what you bought, how much you paid or sold, where you made your purchases, when you bought or sold, and how much, etc. It is one more way to know more about you and to control you, but then, you are already being tracked and monitored with the current economic standards.

    With BCT, however, everything from every person will be fed into a central or global computer (think iCloud storage…exponentially!). And the IT puppets will ensure that nothing is missed and that you dutifully follow along like a good well behave minion or pet!

    Just when you think it can’t get any worse, your nightmares will only be just beginning because, on the horizon, another new economic instrument of societal control is coming!

    It is called “FEDCOIN”!!!

    And you bloody well should be scared of it because your government is hell bent on implanting you with a microchip that identifies you and all your transactions and if you disagree with them or anything you don’t like about the life you have in society, your little microchip will inform its controllers and you could end up, God knows where!

    You will not even be able to buy or sell or do anything without your scan able implanted microchip!

    It is coming that is an absolute certainty! It’s money in the bank, just not your bank. and if this sounds suspiciously crazy like the “Latter Days” or the Apocalypse and you are being marked (micro chipped) with the sign of the beast, then, you would be absolutely correct!!!

    This should be a big clue to you of the type of quasi-Christian eschatological mindset of the Oligarchs and the other powers that rule and control you! Never mind the governments to help you in your time of crisis, they haven’t really existed for a long time! Presidents and politician are decided upon before you even vote for them, as to who gets into office to supposedly “represent you”!

    Corporations are the new governments and the wealthy corporate elite are its politicians and you thought you had some control or say in the way life unfolds? Think again!

    I could go on and on, but you get the idea.
    The only way to defeat these corrupt bastards is not to go along with their game! Start buying gold and silver in any amount, have paper and coin currency in your pocket at all times. Get rid of the credit cards, do business with hard currency and nothing else, don’t get into debt over your head, trade and barter good and services, invest in new gold mine discoveries, be honest with each other, surround yourself with like-minded individuals, protest against your government and its corrupt officials.

    Economic Armageddon is coming and so is the Global Revolution against it, so you need to prepare yourselves for all future possible eventualities!"
  • pi | 57.29.221.220 | ২১ আগস্ট ২০১৭ ১২:১৩725423
  • ভক্তের প্রার্থনা

    বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা
    চাকুরি গেলে না যেন করি ভয়।
    দুঃখ তাপে ব্যাংকলাইনে নাই বা দিলে সান্ত্বনা
    তর্কে যেন করিতে পারি জয়।

    অক্সিজেন না যদি জুটে
    অটুট ভক্তি না যেন ছুটে
    নোটবাতিলে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু গোচোনা-
    নিজের মুখে না যেন মানি ক্ষয়।

    আমারে দিবে পনেরো লাখ, এ নহে মোর প্রার্থনা
    ট্রোলিতে পারি, এফ বি যেন রয়।
    জিএসটিতে ট্যাক্স বাড়িয়ে, মন কি বাতের সান্ত্বনা
    সহিতে পারি, এমনই যেন হয়।

    নম্রশিরে আচ্ছে দিনে, পদ্মফুল লইব চিনে,
    চাষীর ব্যাটা গলায় দড়ি, ডোকলামে রয় চীনসেনা,
    ছাতির মাপে না করি সংশয়।

    বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা
    গোরক্ষকের ডান্ডা যেন সয়।

    - অভিজিত মজুমদার
  • PT | 213.110.242.21 | ২৩ আগস্ট ২০১৭ ১২:২৪725426
  • শুধু ছাগল বললেই দোষ?
  • S | 202.156.215.1 | ৩০ আগস্ট ২০১৭ ২৩:৫১725428
  • আরে ধুর। এরা কালো টাকা ধরতে আসেনি। এসেছে কালো টাকা সাদা করানোর পথ তৈরী করতে। প্রথমে জানা গেলো যে বিদেশে কোনো কালো ধন নেই। এখন সব নোট ফিরে এসেছে। অতেব সব কালো ধন সাদা ধবধবে করে দিয়েছে।
  • | 116.210.157.187 | ০১ সেপ্টেম্বর ২০১৭ ১৬:১৬725429
  • Q1 এর জিডিপি গ্রোথ রেট 5.7% যেটা বেশ ২% কম। কিন্তু ইতিমধ্যেই একজন খেয়াল করালেন যে এ ব্যটারা তো বাড়িয়ে দেখানোর জন্য ২০১৫তে জিডিপি ক্যালকুলেশানের পদ্ধতি পালটেছিল, সেই হিসেবে আসলে জিডিপি গ্রোথ রেট দাঁড়ায় 3.5%
    তার অর্থ বেশ ব হাল গভীর ডিপ্রেশান। :-(((
    ডিমনির ফলে অসংগঠিত ক্ষেত্র তো গেছেই চুলোয়।

    ভয়াবহ অবস্থা। আর ইসলামোফোব পাবলিক ইসলামোফোবিয়ার বেড়ালছানার পিঠে হাত বুলিয়ে বুলিয়ে বলছে "না না মোদি বা বিজেপী তো তেমন কিছু ক্ষতি করতে পারবে না"!!!
  • pi | 24.139.221.129 | ০৪ অক্টোবর ২০১৭ ১৩:৪৪725431
  • এই নিন।

    Slamming the Narendra Modi government over sliding economic growth and increasing job losses, Arun Shourie, who was a union minister in the BJP-led government of Atal Bihari Vajpayee, has likened demonetisation with suicide, saying the latter is too “a bold step”.

    Former Disinvestment Minister Arun Shourie told NDTV that note ban was the largest money-laundering scheme ever, conceived and implemented entirely by the government.

    It was an idiotic jolt, he said.

    Here are the highlights:

    1. "Everyone who had black converted it into white. Demonetisation was an idiotic jolt." Arun Shourie..

    http://www.business-standard.com/article/economy-policy/demonetisation-was-an-idiotic-jolt-says-arun-shourie-top-takeaways-117100400368_1.html

    কিন্তু এইটা কী কেস ?

    According to the RBI, almost 9 per cent of the banned currency has been returned to banks, which suggests that black or untaxed money was not destroyed by the giant move.
  • নেতাই | 175.225.106.70 | ০৪ অক্টোবর ২০১৭ ১৪:৫০725432
  • প্রিন্টিং মিসটেক
  • সিকি | 158.168.40.123 | ০৪ অক্টোবর ২০১৭ ১৫:২৫725433
  • ওটা 99 পার্সেন্ট হবে। 98.86 পার্সেন্ট বোধ হয় এক্স্যাক্ট নাম্বারটা।
  • | ০৮ অক্টোবর ২০১৭ ১০:৩৫725434
  • আচ্ছা আজ ৮-অক্টোবর-২০১৭
    আমাদের পাড়ার সমস্ত সব্জির দোকান পেটিএম নেওয়া বন্ধ করে দিয়েছে। এমনকি পেটিএমের সাইনটাও উঠিয়ে দিয়েছে। কার্ড সোয়াইপ একটা দোকান নিত রাস্তার মোড়ের কমার্শিয়াল মার্কেটে। সেখানে দেখলাম সইনগুলো কেমন ঝাপসা হয়ে গেছে। জিগ্যেস করলাম কার্ড নেবে কিনা, স্পষ্ট কোনও উত্তর দিল না, বলল ম্যাডামজি বাঅদমে দে দেনা টেনশান কায়কো লেতেঁ হো।

    মাছওয়ালার পেটিএম সিম্বল এখনও দৃশ্যমান, নেয় কিনা সেটা আগামী সপ্তাহে জিগ্যেস করতে হবে।

    এর মধ্যেই আমরা জেনেছি যে এবার থেকে ৫০ হাজার টাকার বেশী মূল্যের সোনা হীরের গয়না কিনতে হলে আর প্যান কার্ড দেখাতে হবে না। অর্থাৎ এই দেওয়ালীতে কালো টাকাকে সোনাহীরেতে বদলাতে আপাতত কোনও অসুবিধে নেই।

    আর ঠিক এক মাস। তখন একবার ভাল্ল করে খতিয়ান নেওয়া যাবেখনে।
  • রোবু | 55.123.161.125 | ০৯ অক্টোবর ২০১৭ ১২:১৩725436
  • Read the report below and let me know if you think a thorough probe is required or not.
    For ambiguity and my personal safety, I have changed some of the names.
    -------------------
    Journalist who exposed Robert Vadra episode has written a another stinging expose about Robert Vadra, son-in-law of Sonia Gandhi, in Wire leading to many very uncomfortable questions.

    - What is the commodity business that Robert Vadra was into? Is it indeed agri products?
    - The closure of the business immediately after an 80 crore turnover throws up more questions than answers!
    - The loans include an unsecured loan of Rs 15.78 crore from a firm with a Reliance connection.
    - A company incorporated in 2004 has its first turnover in 2014-15. And that too of 80 crores! Isnt it strange?
    - Of the 80 crores turnover, 51 crores is from foreign earnings. With credits, duty draw backs on export earnings, This stinks.
    - Another 25 crore non-fund based loan from a cooperative bank with a Nirma connection. This loan is sanctioned with negligible collateral.
    - Is it proper for Robert Vadra to take a loan from a Reliance/Nirma associated entity?
    - Is it so easy to get a project evaluated by IREDA, a PSU under Kapil Sibbal and a 10.35 crores loan sanctioned and disbursed.
    - Would IREDA sanction a loan to a person who doesn't have any experience in wind energy?
    - Why are cabinet ministers and Congress Spokespersons defending the transactions of a private individual?

    Questions asked by Peri Maheswar are my questions as well. (Courtesy: Arjun Dasgupta)
  • | 144.159.168.72 | ০৯ অক্টোবর ২০১৭ ১২:২০725437
  • আচ্ছা ইন্ডিয়ান এক্সপ্রেসের ফ্রন্ট পেজে RBI এর একটা সার্ভে রিপোর্ট আছে, কেউ একটু লিংগ্কিটা দাও না।
    আমার সব কটা ল্যাজে আগুন লেগে গেছে নাহলে দিয়ে যেতাম
  • সিকি | 158.168.40.123 | ০৯ অক্টোবর ২০১৭ ১২:৪৬725438
  • দুটোই দিলাম। ওপরে ইন্ডিয়ান এক্সপ্রেস, নিচে আজকের হিন্দুস্তান টাইমসে উর্জিত পটেলের সাক্ষাত্কার। দ্যাখো, কতটা ডিসপ্যারিটি।

  • dc | 181.49.210.95 | ১০ অক্টোবর ২০১৭ ২০:৩৬725439
  • এটা খুব ইন্টারেস্টিং একটা লেখাঃ

    The confidence drawn from small-scale controlled experiments to generate large-scale policy solutions erases the very context that constitutes human behaviour. To be able to make claims with certainty about the effectiveness of an intervention, context is controlled for through randomisation.

    The contexts of informal economy, lack of bank accounts, etc are erased. The long lines, loss of economic opportunities, everyday harassments and death toll of demonetisation get written off into context.

    For the celebratory story of demonetisation as a behavioural solution, the pains of demonetisation felt by everyday Indians are strategically obfuscated.

    Had Thaler sought to learn about the context of India, he would have learned that a large proportion of the poor and the middle classes in India thrive on cash. He would have learned that the informal economy based on cash flows forms a major element of Indian economy. He would also have learned that for a large proportion of Indians, having a bank account is a distant dream. Had Thaler sought to learn about the politics of corruption in India, he would have learned that corruption and black money generation are constituted in networks of power, with politicians deeply embedded within these networks.

    One would hope that the story of Indian demonetisation would disrupt the confidence of behaviourist ideology. But it won’t because the Indian demonetisation story can be written off as one marked only by poor execution. And the ideology would continue perpetuating itself, devoid of empiricism.

    পুরোটা এখানেঃ

    https://thewire.in/186135/modinomics-behavioural-economics-two-sides-coin/
  • pi | 24.139.221.129 | ১০ অক্টোবর ২০১৭ ২০:৪৭725440
  • এটা কিন্তু আধখানা স্টোরি ! চাদ্দিকে চাড্ডীরা প্রচার করে বেরিয়েছে, কিছু কাগজেও বেরিয়েছিল , নোবেলজয়ী ইকনমিস্টের প্রশংসার কথা। কিন্তু উনি যে Damn টি বলেছিলেন, ২০০০ এর নোট ইন্ট্রোডাকশনের খবরে, সেটি চেপে গেছে।
    Damn !!

    'Soon after Prime Minister Narendra Modi announced that the high value currency notes in circulation are being banned and will become worthless pieces of papers in a matter of a few hours, Thaler had tweeted in support of the move.

    "This is a policy I have long supported. First step toward cashless and good start on reducing corruption," he said in a tweet.

    Nobel Prize winner Richard Thaler of the University of Chicago Booth School of Business,
    Nobel Prize winner Richard Thaler of the University of Chicago Booth School of Business,
    But, that was only one part of the story. After he was informed that Modi has introduced Rs 2,000 notes as part of the move, his immediate reaction on Twitter was "really? Damn." In short, Thaler was in agreement with the idea of removing cash from the system but not in favour of replacing a set of currency with another. This disappointed the economist.
    http://www.firstpost.com/business/richard-thaler-did-not-endorse-narendra-modis-demonetisation-his-tweet-on-rs-2000-is-still-relevant-4127071.html
  • dc | 181.49.210.95 | ১০ অক্টোবর ২০১৭ ২১:২১725441
  • সে তো ওঅ্যারেও লিখেছে, মানে দ্বিতীয় টুইটটা।

    আর চাড্ডিদের কাজই তো আধা সত্যি আর আধা মিথ্যে কথা বলা। কিন্তু ওঅ্যারের লেখাটা ইন্টারেস্টিং লাগলো কারন পুরো বিহেভিয়রাল ইকোনমিক মডেলটাকেই অথরিটারিয়ান আর নিওলিবারাল মডেল হিসেবে সমালোচনা করা হয়েছে। বিহেভিয়রাল ইকনমিক্স আর মোদিনমিক্সকে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ বলা হয়েছে।
  • pi | 24.139.221.129 | ১০ অক্টোবর ২০১৭ ২১:২৪725442
  • হ্যাঁ, সেটা ইন্টারেস্টিং, আরৈ ইন্টারেস্টিং লাগল, কারণ কাল কিছু আলোচনা তর্কে বিহেভিয়রাল ইকনমিক্সকে বাজারের পরিপন্থী বলা হল। গ্রুপে কাল এনিয়ে প্রচুর আলোচনা হচ্ছিল।
  • dc | 181.49.210.95 | ১০ অক্টোবর ২০১৭ ২১:৪৫725443
  • আচ্ছা। কিন্তু আপনাদের গ্রুপ তো ক্লোজড, তাই কিছু দেখা যায়না ঃ(
  • pi | 24.139.221.129 | ১০ অক্টোবর ২০১৭ ২২:২৩725444
  • ওটা ওপেন করার কোন উপায় ফেবু রাখেনি। এত বড় গ্রুপের সেটিং আর বদলানো যাবেনা বলেছে ঃ(

    Unemployment is inching up. In the week ended October 8, it was 5.8 per cent compared to 5 per cent in the preceding week. In urban India, unemployment was 8.2 per cent. This is the highest unemployment rate in urban India in the past 11 months. Urban labour participation rate has recovered to its level during the last December-January period.

    The rise in labour participation rate and the unemployment rate shows that labour is returning back to the labour markets but, it isn't finding jobs.

    The fall in labour participation rate began soon after demonetisation. We are probably seeing a recovery after about a year.

    The BSE-CMIE effort at measuring unemployment in India has been a witness to this tumultuous period. The effort has completed five Waves of surveys. The first and second Waves were done during the pre-demonetisation period. These were during January-April 2016 and May-August 2016. Demonetisation occurred mid-way through the third Wave of September-December 2016. Two more Waves have been completed after this.

    At the end of each Wave a statistical volume -- "Unemployment in India, A Statistical Profile" is produced. All the five Statistical Profiles produced so far are now available in freely downloadable pdf formats on CMIE's website https://unemploymentinindia.cmie.com and on BSE's website, http://www.bseindia.com/bsecmieindices/unemployment.aspx.

    http://www.business-standard.com/article/opinion/urban-unemployment-rises-to-8-2-hits-11-month-high-117100900316_1.html?code=NDhBRUJYdVFQWGZYenJrMVNsY2JkVXJCbUFiRnB6Rk9FUWZmcHpST3JJdz0%3D
  • dc | 132.174.112.16 | ১৩ অক্টোবর ২০১৭ ০৮:৪১725445
  • এটা আরেকটা ইন্টারেস্টিং লেখা, আগের লেখাটার কাউন্টারপয়েন্টও বলা যায়ঃ

    https://thewire.in/186730/richard-thaler-behavioural-economics/
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন