এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ৭৬০৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.174.111.1 | ০৯ নভেম্বর ২০১৭ ০৮:২৯725482
  • *দেখা যাক যদি গুজরাটে ধাক্কা দেয়।
  • | 144.159.168.72 | ০৯ নভেম্বর ২০১৭ ০৯:৩৫725483
  • শুধু প্লেন কেন ট্রেনেও আইআরসিটিসি কনভিনিয়েন্স ফী নেয়। বুক মাই শো দিয়ে সিনেমার টিকিট বুক করতে গেলে এক্স্ট্রা চার্জ লাগে।
  • S | 184.45.155.75 | ০৯ নভেম্বর ২০১৭ ০৯:৫৪725484
  • "সিয়াচেন এর নাম করে যে এতো কোটি কোটি লোক কে যে ৩ -৪ মাস ধরে ভোগানো হলো"

    মানে? সিয়াচেনে আবার কি হলো?
  • গোমড়াথেরিয়াম | 233.176.96.87 | ০৯ নভেম্বর ২০১৭ ১০:০২725485
  • এদিকে মেয়ের ইস্কুলে অনলাইন মাইনে দিতে গেলে এসবিআই অ্যাকাউন্ট হলে এগারো টাকা, অন্য ব্যাঙ্ক হলে সতেরো টাকা বেশি কাটে। এসবিআই কালেক্ট।

    ক্যাশে এসব নেই।

    তা ডিজিট্যাল পেমেন্টকে এনকারেজ করা তো হচ্ছে অবশ্যই।
  • dc | 132.174.111.1 | ০৯ নভেম্বর ২০১৭ ১০:১২725487
  • মাইরি, এই গাদাগুচ্ছের কনভেনিয়েন্স ফিগুলো কবে ওঠাবে কে জানে ঃ(
  • PT | 213.110.242.15 | ০৯ নভেম্বর ২০১৭ ১০:৫৫725488
  • "অনুব্রত জনতার উদ্দেশে বলেন, ‘‘সিপিএম যাতে মনোনয়ন তুলতে না পারে, সেটা আপনারা দেখবেন। তার পরে আমি দেখে নেব। জয়ঢাক বাজানো হবে।’’

    "আর ২০১৯তে যদি অপোজিশান সবাই মিলে.........."
    পব-তে কে কে "সবাই মিলে"-র সদস্য?
  • | 233.176.112.2 | ০৯ নভেম্বর ২০১৭ ১০:৫৭725489
  • উদিকে এখানেও মনে হয় দেখছিলাম জাল নোট নাকি বন্ধ হবে হ্যান ত্যান, হবে কি হয়েই গেছে লোকে ছেলেমানুষী জেরক্স করা নোট চালানোর চেষ্টা করছে, ওদিকে তখনই বিজেপীর লোকেদের কাছ থেকে গড্ডি গাড্ডি ২০০০ এর জাল নোট বেরোতে শুরু করল ...
    সে ধারা তো দেখি অব্যাহত। অ্যাদ্দিনে তো খবর বেরিয়েও গেছে যে তাড়াহুড়োতে নোট ছাপানোর ফলে জাল ঠ্যাকানোর সব ফিচার দেওয়াও যায় নি।
  • S | 184.45.155.75 | ০৯ নভেম্বর ২০১৭ ১০:৫৯725490
  • দিদি একন পোদান মন্তি হবেন। ওলে বাবা। মোদি হতে পাল্লে, আমাদের জনদরোদি নেত্তি দিদি হতে পালবেন না কেন? ঐ এক উপায়ই চীটফান্ডের টাকা আবার ফিরে অসবে।
  • S | 184.45.155.75 | ০৯ নভেম্বর ২০১৭ ১১:০১725492
  • তেমন খুবেকটা কিছু হয়নি। গান্ধীজির ছবি বাদ গেছে। মোদির ছবি থাকলে ছাপাখানার লোকেরা অনেক বেশি কেয়ারফুলি কাজ করতেন।

    কিন্তু সিয়াচেনে কি হইসে? অমিতবাবু বইলেন না তো।
  • b | 135.20.82.164 | ০৯ নভেম্বর ২০১৭ ১১:০৬725493
  • নানা, সেই এটিমের লাইনে দাঁড়ানো লোকজনকে বলা হচ্চিলোঃ সিয়াচেনে -২৭৪ ডিগ্রিতে ভারতীয় জওয়ানরা দাঁড়াতে পারলে আপনি পারবেন না ক্যানো?
  • amit | 213.0.3.2 | ০৯ নভেম্বর ২০১৭ ১১:১০725494
  • S-কে, সিয়াচেন এ কিছু হয়নি দাদা, যদ্দুর জানি। বেশি জানিনা যদিও, গরীব মুখ্যু লোক।
    তবে কিনা গত বছর ভোগান্তির সময় গ্রুপ চ্যাট এ কিছু বলতে গেলেই কিছু পাবলিক WhatsApp এ সিয়াচেন এর জওয়ান দের জন্য কেঁদে ভাসিয়ে দিতো। সেটাই মনে পরে গেলো লিখতে গিয়ে আর কি।
  • S | 184.45.155.75 | ০৯ নভেম্বর ২০১৭ ১১:১৯725495
  • ও সেই কথা।

    সে ছোটোবেলায় বইতে "সীমান্তে সৈন্যরা অতন্দ্র প্রহরীর মতন দেশের সীমান্ত রক্ষা করছে আর শত্রুর মোকাবেলা করছে" টাইপের লেখা পড়ে এসে লোকেদের মনে এইটাই ধারনা হয়েছে যে সৈন্যরা লিটারেলি দাঁড়িয়ে আছে।
  • dc | 132.174.111.1 | ০৯ নভেম্বর ২০১৭ ১১:২০725496
  • হেঃ সিয়াচেনে দাঁড়ানো দেশ কা জওয়ান :d আর দেশের ভেতর গৌমাতা। এ দেশের অগ্রগতি রুখবে কে? :d

    "পব-তে কে কে "সবাই মিলে"-র সদস্য?"

    তা জানিনা। পবতে থাকিওনা, পবর কনটেক্সটে সেরকম কিছু ভাবিও না।
  • PT | 213.110.242.15 | ০৯ নভেম্বর ২০১৭ ১১:৩৪725498
  • যাক পব-তে "সবাই মিলে" টা বাদ।
    তাহলে বামেরা আর তিনোরা কাটাকুটি করে বিজেপির বেশ কিছু সিট বাড়িয়েও দিতে পারে।
  • S | 184.45.155.75 | ০৯ নভেম্বর ২০১৭ ১৩:১৫725499
  • বিদেশেও বেশ কিছু ক্ষেত্রে অনলাইন পেমেন্ট, ফান্ড ট্রান্সফারে ফিজ নেয় (এবং কিছু কিছু ক্ষেত্রে বেশ ভালো অ্যামাউন্টে)।
  • de | 24.139.119.174 | ০৯ নভেম্বর ২০১৭ ১৩:২০725500
  • আমি দুঘন্টা লাইনে দাঁড়ানোর পরে সিয়াচেন শুনে বলেছিলাম "কোন প্রুফ আছে, যে সিয়াচেনে আদৌ জোয়ান আছে এবং তারা দাঁড়িয়েই আছে?" লোকজন আমাকে সিম্পলি দৃষ্টি দিয়েই ভ্স্ম করে দিচ্চিলো আর কি!
  • de | 24.139.119.174 | ০৯ নভেম্বর ২০১৭ ১৩:২৩725501
  • সর্বত্রই তো অনলাইন ট্রান্জাক্শনে নানা ফি কাটে, ডিজিট্যালি পেমেন্ট করে সুবিধেটা কি? কনভেনিয়েন্স ফি'র কনভেনিয়েন্স টাই বা কনজিউমারের তরফে কি? কনভেনিয়েন্স তো বরং সরকারের, সবাই ডিজিট্যালি পেমেন্ট করলে, সরকারের থেকে কনভেনিয়েন্স ফি কাটা উচিত!
  • S | 184.45.155.75 | ০৯ নভেম্বর ২০১৭ ১৩:২৪725503
  • সিরিয়াসলি। সৈন্যরা নাকি সব দাঁড়িয়ে আছে? কোত্থেকে এইসব আইডিয়া পায় কে জানে?
  • S | 184.45.155.75 | ০৯ নভেম্বর ২০১৭ ১৩:২৬725504
  • কনভেনিয়েন্স যে আপনাকে একটা বিশেষ জায়্গায় গিয়ে লাইন না দিয়েই কাজ হয়ে যাচ্ছে। ঐ জায়্গায় যাওয়ার খরচ, সময়, অপেক্ষা, বিরক্তি ইত্যাদি ধরলে কনভেনিয়েন্স আছে বইকি।
  • dc | 132.174.111.1 | ০৯ নভেম্বর ২০১৭ ১৪:৩৬725505
  • লাইন না দেওয়ার জন্য কনভেনিয়েন্স, এটা মানতে পারলাম না। অনলাইন পেমেন্ট হলো পেমেন্টের একটা মোড, যা কিনা আমি ক্যাশের বদলে ব্যাবহার করতে পারি। তার জন্য কনভেনিয়েন্স ফি কেন দেব? তাছাড়া অনলাইনে যে কালেক্ট করছে তারও তো কতো সুবিধে, সে ব্রিক অ্যান্ড মর্টার ইনফ্রা না বানিয়েই সরাসরি পেয়ে যাচ্ছে। আর ডিজিটালের এক্সটার্নালিটি হলো আরো বেশী এফিসিয়েন্ট সিস্টেম, যাতে দুপক্ষেরই সুবিধে, ট্র্যাকেবিলিটি, যাতে টাকার সোর্স বুঝতে সুবিধে হয়, আর ট্রান্সপারেন্সি, মানে সবাই জানে সঠিক কতো দিতে হবে, ঠকানোর ব্যাপার নেই। তাহলে অনলাইনে পে করলে কনভেনিয়েন্স ফি কেন দিতে যাব?
  • dc | 132.174.111.1 | ০৯ নভেম্বর ২০১৭ ১৪:৪১725506
  • ইন ফ্যাক্ট আমি অনলাইন/কার্ড ট্র্যান্সাকশান এতো বেশী করি যে অনলাইনের জন্য সরকারের তো ডিসকাউন্টই দেওয়া উচিত :p
  • S | 184.45.155.75 | ০৯ নভেম্বর ২০১৭ ১৪:৫৬725507
  • কিন্তু এইসব হওয়ার আগে ভোর ৫টার সময় লাইন দিয়ে ট্রেনের টিকিট কাটার এক্সপিও আছে। কেউ ট্রাই করে দেখতে পারেন। বা কয়েক ঘন্টা ওয়েট করে ইলেকট্রিক বিল জমা দেওয়া। বা ব্যান্কে লাইন দেওয়া। ইত্যাদি।

    যেসব ভেন্ডর অনলাইনে ট্রানজাকশন নেন, তাদেরও খরচ আছে সেসব ইনফ্রা বানাতে, সাইবার সিকিউরিটি ইত্যাদির জন্য। যেটা মুলত বাঁচে সেটা হলো ম্যানপাওয়ার। ইন্ডিয়াতে লেবার রেট কম বলে আর ট্রান্জাক্শন ভলিউম তেমন নয় বলে অনেক ভেন্ডার খুবেকটা সুবিধে করে উঠতে পারছেনা। আর সবাই এই সুযোগে কামিয়েও নিচ্ছে।

    আম্রিগাতে বহু জায়্গাতেই কার্ডে পেমেন্টে কনভেনিয়েন্স ফি আছে। লোকে মুখ বুঝে সেসব মেনে নিয়েছে। আমার এখন সব ট্রানজাকশনই অনলাইন বা কার্ড। একটা চেকে হয়; নইলে গুচ্ছের চার্জ দিতে হবে।
  • S | 184.45.155.75 | ০৯ নভেম্বর ২০১৭ ১৫:০০725508
  • * বুজে
  • দেব | 135.22.193.149 | ০৯ নভেম্বর ২০১৭ ১৫:০৮725509
  • @amit - "ডিজিটাল কারেন্সী ব্যবহার সারা বিশ্বেই স্টাডিলি বেড়েছে গত কয়েক বছরে। এতো অনলাইন শপিং পোর্টাল অপসন আছে বা অন্যান্য পোর্টাল আসছে যে সরকার কিছু না করলেও ওটা এমনি বেড়ে যেত বা যাবে। তার জন্য ৫৬ ইঞ্চি লাগে না।"

    এইটাই। ক্যাশলেসটা একটা বাহানা। যেটুকু আমি বুঝছি ডিমনি কীর্তিটি মোদিদার একার। অন্য কারোর পরামর্শ উনি নেননি। নিলে তার ঘাড়ে দোষটা অবশ্যই চাপানো হত। কারোর নাম করা হয়নি। এখন দেশের প্রধানমন্ত্রীর ন্যূনতম অর্থনৈতিক বোধবুদ্ধি নেই এ তো আর খোলা বাজারে স্বীকার করা যায় না। তো এইসব মাথামুন্ডু দাবী উঠছে ঠেকা দেওয়ার জন্য।

    আমার নিজের মাসিক খরচার প্রায় ৮০-৮৫%ই অনলাইনে হয়। বাড়ীভাড়া, ইলেকট্রিক বিল, হেনাতেনা। ব্যাঙ্কের যাবতীয় কাজকর্মও অনলাইনে। এবং এই অনুপাতটা গত ৬-৭ বছর ধরেই ঐ ৮০%+ রেঞ্জে দাঁড়িয়ে আছে। বাকি ক্যাশ। তা এই সপ্তাদুয়েক আগের কথা। এলাহাবাদ ব্যাঙ্কের ডেবিট কার্ড দিয়ে এইচ ডি এফ সির এটিম থেকে ৪০০০ তুললাম। খচাৎ করে ১৮ টাকা কাটল। এরকম আগে ছিল না। খুঁজে দেখি হ্যাঁ এ ৫৬ ইঞ্চির কীর্তি। এটিএম লেনদেন ফি সম্প্রতি বাড়িয়ে দিয়েছে।

    এর মানেটা কি? ওয়েল কি আবার। ক্যাশকে নিরুৎসাহিত করা। অনলাইনে বেশী করুন! এখন যেটা আপনি লিখলেন, পাবলিককে অনলাইন লেনদেনে উৎসাহিত করার অনেক সহজ একটা উপায় আছে। অনলাইনে ফি সামান্য কম করুন। লোকে আপনি ছুটবে। অন্য একটা উপায় হচ্ছে ক্যাশ তুললে পাবলিককে শাস্তি দেওয়া যেটা এরা করছে।

    ১৮টা টাকা কিছু নয়। কিন্তু অলরেডিই আমি অন্য সর্বত্র ট্যাক্স, ফি, চার্জ ইত্যাদি গুণে চলেছি। ২০০০ টাকার পেট্রোল ভরালাম ২০ টাকা চার্জ। টাকাটা প্রথমে কেটে নিয়ে আবার ১৫ টাকা ফেরত দেবে। এই একহাতে টাকা নিয়ে অন্যহাতে ফেরত দেওয়ার সার্কাস ছেড়ে দিলাম, কিছুদিন বাদে এটাও বন্ধ হবে। তা সোজা জিনিসটাকে সোজাসুজি স্বীকার করে না কেন? তোমার ট্যাক্সো চাই এই তো? তা নাও নাও। পয়সা ছাড়া সরকার চলে না সে আমরা বুঝি। শুধু কোদালকে কোদাল বললে ভাল হয়।

    তবে হ্যাঁ এদেশের লোকের দেশভক্তি মানিব্যাগের চেনের সামনে এসে থেমে যায়। এইরকম যদি চলতে থাকে, আমি পপকর্ন নিয়ে বসে আছি ভক্তদের মধ্যে ইনফাইটিংটা দেখার জন্য।
  • dc | 132.174.111.1 | ০৯ নভেম্বর ২০১৭ ১৫:১৩725510
  • হুঁ লাইনে দাঁড়ানোর যে বিরক্তি তার সাথে আর কিছুর তুলনা মেলা ভার।
  • S | 184.45.155.75 | ০৯ নভেম্বর ২০১৭ ১৫:১৩725511
  • একটা জিনিস কিছুতেই বুঝতে পারছিনা। আপনাদের আলোচোনায় বলছেন যে ক্যাশ ইউজ করলেই চার্জ বাবদ খরচ হচ্ছে। আবার অনলাইন ট্রানজাকশনেও কনভেনিয়েন্স ফি দিতে খরচ হচ্ছে। তাহলে লোকে কোনটা করবে? নাকি খরচ কমিয়ে দিয়ে ইকনমির বারোটা বাজাবে?
  • dc | 132.174.111.1 | ০৯ নভেম্বর ২০১৭ ১৫:২০725512
  • আমি টোটাল কস্ট যেটায় কম হয় সেটা করি।
  • de | 69.185.236.53 | ০৯ নভেম্বর ২০১৭ ১৫:২৩725514
  • আমারো শুধু পেপারের দাম আর বাইয়ের মাইনে আর টুকিটাকি বাজারের খরচ ছাড়া সবই অনলাইনে - সরকারের উচিত আমায় ডিসকাউন্ট দেওয়া ঃ))

    ক্যাশে খরচই অবশ্য ভালো , একসময় টাকা ফুরিয়ে যায় - খরচ কম হয়, অনলাইনে কেমন ভার্চুয়ালি মায়ার মতো রাশি রাশি খচ্চা হয়ে যায়!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন