এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাঙর - আরেকটা নন্দীগ্রাম?

    s
    অন্যান্য | ১৮ জানুয়ারি ২০১৭ | ৪৫৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.242.8 | ২৪ জানুয়ারি ২০১৭ ১৫:৫৩726877
  • কেরালার নকশাল নেতার কলকাতা থেকে অদৃশ্য হওয়ার চাইতে সিপিএম-পিরজাদা মাখামাখি বেশী মুখরোচক। ভেবে দেখুন যে এই নেতাটি বাম আমলে অদৃশ্য হলে এতক্ষণে কত টন মোম বিক্কিরি হত পব-তে!!
  • ranjan roy | 24.99.46.177 | ২৪ জানুয়ারি ২০১৭ ২৩:৫৩726878
  • কম্প্যু ঠিক হয়ে গেছে।ঃ))

    সিপিআই(এম-এল) রেডফ্ল্যাগ ( কী বিশাল নাম রে বাবা! বল্লে হবে?)
    এর সাধারণ সম্পাদক পঁচাত্তর বর্ষীয় কে এন রামচন্দ্রন এর হাওড়া থেকে রাসবিহারী আসার পথে কে বা কাহারা তুলে নিয়ে সোজা দূর্গাপুরে নিয়ে গিয়ে টিকিট কেটে রাজধানী এক্সপ্রেসে চড়িয়ে দিল্লিতে ওদের হেড কোয়ার্টারে পাঠিয়ে দেয় আর বিদায় সংগীত গায়ঃ
    মেরে অঙ্গনে মেঁ তুমহারা ক্যা কাম হ্যায়?
  • dc | 167.50.178.151 | ২৫ জানুয়ারি ২০১৭ ০০:১১726879
  • :d
  • ranjan roy | 24.99.46.177 | ২৫ জানুয়ারি ২০১৭ ০০:১৩726880
  • হনু,
    বিনীত অনুরোধ-- মূল আলোচনায় ফিরিয়া আইস।

    একক,
    ১)সেল্ফ-সাস্টেইন্ড মডেলকে যদি একটি স্ট্যাটিক ক্লোজড মডেল হিসেবে দেখা হয়, তাহলে তোমার কথা ১০০% সত্যি।
    কিন্তু যদি একটি শর্ট টার্ম /ট্রানজিটরি এন্ড ডায়নামিক মডেল হিসেবে দেখা হয়?
    ২) আর সারপ্লাস-জেনারেট করা ( বা রেট অফ গ্রোথ) নিয়ে তোমার বক্তব্যকে বড় হাতের ক।
    কোন মডেলই সাস্টেনেবল হবে না যদি না সে সারপ্লাস জেনারেট করে।
    ৩) এখানেই টেকনলজির এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের গুরুত্ব।
    ৪) মার্ক্সের সমাজতন্ত্র ও স্ট্যাটিক এবং পরমলক্ষ্য নয়। মার্ক্সের আল্টিমেট গোল সমাজতন্ত্র বা প্রলেতারিয়ান ডিক্টেটরশিপ নয়; এসবই অল্পকালীন পরিস্থিতির উপর কন্টিন্জেন্ট স্টেপ।
    মার্ক্সের লং টার্ম ডায়নামিক মডেলের আল্টিমেট লক্ষ্য মানুষ ও মানুষের মুক্তি। মুক্ত মানুষ যে একই সঙ্গে ব্যক্তি ও সমষ্টির সঙ্গে অর্গানিক্যালি লিংকড ও দুটো লেভেলেই প্রোডাক্শন জনিত কমোডিটি ফেটিশের থেকে মুক্ত, এবং নিজের ও নিজেদের আন্তরিক ইচ্ছে ও সম্ভাবনাকে পূর্ণতায় নিয়ে যেতে সক্ষম।

    ৫) অগ্রগামী সংস্থাটি মার্ক্সিস্ট নয়। ওদের লক্ষ্য সর্ববিষয়ে ক্লোজড ইকনমি নয়। কিন্তু খোন্দ উপজাতির সাবসিস্টেন্স লেভেলে বদ্ধ থাকার কারণ ওই বাইরে থেকে আসা সুদখোরদের স্থানীয় কমোডিটি মার্কেটের উপর একচেটিয়া নিয়ন্ত্রণ।
    তাই ওদের চেষ্টা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের (খাদ্য বস্ত্র ওসহযোগী জিনিস) স্থানীয় ও নিয়ন্ত্রিত উৎপাদন। যাতে প্রফিটের গন্ধে বাইরের ক্ষমতাশালী পুঁজি না ঢোকে। সারপ্লাস এখানেও উৎপন্ন হয়, অনেক কম মাত্রায়-- যা ব্যয় হয় ডেপ্রিসিয়েশন, রেইনি ডেইজের জন্যে সঞ্চয়
    সামাজিক ব্যাংকের পুঁজি বৃদ্ধিতে।
    এটা সমাজতন্ত্র নয়, বরং ইকনমিক্সের আদি যুগে মার্কেন্টাইল পুঁজির বিরুদ্ধে ফিজিওক্র্যাট স্কুলের মতাদর্শ বা বর্তমান প্রোটেকশনিস্ট নীতির মত।
    তফাৎ নিয়ন্ত্রণ করছে ব্যক্তি পুঁজির জায়গায় জনগণের নির্বাচিত কমিটি।
  • Biplob | 174.100.41.2 | ২৫ জানুয়ারি ২০১৭ ১২:১১726881
  • আ বা প তো বলছে ভাঙড়ের রাস্তায় সব্যসাচী ঢুকে পড়েছেন দলীয় সমর্থক সহযোগে অবরোধ হটাচ্ছেন। ভাঙড় কে পুলিশ আর কম্ব্যাট ফোর্স ঘিরে রেখেছে যাতে অলীক এন্ড কোম্পানি কেটে পড়তে না পারেন। হা হতোস্মি। এবার আর বঙ্গে আমার আসা হলো না। দেখি অলীক বাবু আবার কোথায় আর কবে ডাকেন আমায়।
  • PT | 213.110.242.5 | ২৫ জানুয়ারি ২০১৭ ১৩:০৩726882
  • আসতে পারেন, কিন্তু এয়ারপোর্ট বা রেলস্টেশন থেকে বান্ডিল করে ফেরৎ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। আগের জমানা হলে এর জন্যে মোম পুড়ত কিন্তু এই জমানায় "মেরে অঙ্গনে মেঁ তুমহারা ক্যা কাম হ্যায়?" গাইতে পারলেই চলবে।

    "নকশাল নেতার বক্তব্য, লখনউ থেকে রওনা হয়ে রবিবার বিকেলে কলকাতা স্টেশনে পৌঁছনোর পর পাঁচ-ছ’জন জোর করে তাঁর চোখ বেঁধে, মুখ চাপা দিয়ে একটি গাড়িতে তোলে। গাড়িতে ঘণ্টা খানেক যাওয়ার পর তাঁকে নিয়ে যাওয়া হয় একটি বাড়িতে, সম্ভবত সেটি শহরের বাইরে। ..... রামচন্দ্রন জানান, সোমবার বিকেলে তাঁর চোখ খুলে হাতে শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেসের টিকিট ধরিয়ে দুর্গাপুর স্টেশন থেকে ওই ট্রেনে তুলে দেওয়া হয়। সঙ্গের সুটকেশটি ফেরত দেওয়া হলেও তা থেকে হাজার তিনেক টাকা বার করে নেওয়া হয়েছে। মোবাইল ফোনটি চেয়েও ফেরত পাননি। ট্রেনের টিকিটটিও অন্য কারও নামে কোনও ট্র্যাভেল এজেন্সি থেকে কাটা হওয়ায় তিনি অসুবিধায় পড়েন। পরে কর্তব্যরত রেলকর্মীদের সহায়তায় তিনি দিল্লি পৌঁছতে পারেন।"
    http://www.anandabazar.com/state/police-kidnapped-me-claims-naxal-leader-1.553959#
  • dc | 132.174.150.35 | ২৫ জানুয়ারি ২০১৭ ১৩:১২726883
  • কিন্তু একটা ডাউট আছে। গেরিলা ক্যাম্পেন যাঁরা করেন তাঁদের নাকি ট্রেনিং দেওয়া হয় কিভাবে নানান মিসইনফরমেশান দিয়ে, গল্প বানিয়ে এনিমি ক্যাম্পে বিভ্রান্তি ছড়ানো যায়। মানে ফরসাইথ আর লে কার এর গল্পে এরকম পড়েছি আর কি। তো কাগজে এখন মাওবাদিরা কিডন্যাপ নিয়ে যা বলছেন সেটাতো ওদের বানানো গল্পও হতে পারে! যেমন সেই হলদি নদীর লাশ!
  • ranjan roy | 24.96.44.246 | ২৫ জানুয়ারি ২০১৭ ১৩:২০726884
  • ডিসি,
    এরা তো মাওবাদী নয়। রেজিস্টার্ড রাজনৈতিক দল। প্রতিবার ভারতের বিভিন্ন রাজ্যে ইলেকশান লড়ে; এই বঙ্গেও।ঃ))
  • dc | 132.174.150.35 | ২৫ জানুয়ারি ২০১৭ ১৩:৫০726885
  • রঞ্জনদা ওটাই তো স্ট্র্যাটেজি! গেরিলা বা পিএলএ বা মাওবাদিদের দুটো পার্ট হতো/হয়। একদল গ্রাউন্ডে গেরিলা লড়াই চালায়, আর একদল মেইনস্ট্রিমে এসে নানান ইনফরমেশন ক্যাম্পেন করে, মিসইনফর্ম করে, মুভমেন্টটার লেজিটিমেসি তৈরি করে ইত্যাদি।
  • | 173.172.67.180 | ২৫ জানুয়ারি ২০১৭ ১৫:৪০726887
  • যে উন্নয়নে জনগণের শ্রেনী চিন্তা-সংগ্রামী চেতনার উন্নতি হয় না, কেবল অবকাঠামো পরিকাঠামোর উন্নতি হয় তাকে উন্নয়ন বলাটা বুর্জোয়া বিভ্রান্তি।
  • Arpan | 195.13.106.217 | ২৫ জানুয়ারি ২০১৭ ১৬:১২726888
  • অবকাঠামো পরিকাঠামো?

    এটার বাংলা হবে একটু?
  • PT | 213.110.242.5 | ২৫ জানুয়ারি ২০১৭ ২২:৩৪726889
  • "His wife Anita Pal alias Jharna Giri hails from Sonachura in Nandigram. She joined the Maoists movement during Nandigram land movement in 2007, when Pal was leading the stir with Trinamool Congress."
    `http://www.theweek.in/news/india/senior-maoist-leader-wife-surrender-in-kolkata.html

    এ বাবা! এসব কি লিখছে?
    নন্দীগ্রামে মাও-তিনো মাখামাখি ছিল তাহলে? সেই কাকবাবু (এবং আরো সব মাও-তিনোব্যথীরা), যিনি (যাঁরা) টিভি চ্যানেলে "ম্যাও, ম্যাও" করে ভ্যাংচাতেন তিনি (তাঁরা) এই খপরটা পড়ছেন আশা করি!!
  • ranjan roy | 24.96.79.79 | ২৬ জানুয়ারি ২০১৭ ০০:২৯726890
  • না ডিসি।
    আজকে নক্শালদের বিভিন্ন উপদলের মধ্যে এদের মত অনেকেই মাওবিরোধী বা সশস্ত্রসংগ্রামের পথে ক্ষমতা দখলের সময় হয় নি মনে করেন। এদের সঙ্গে মাওদের ঝামেলা লেগেই থাকে।
    যেমন সিপিএমএল(লিবারেশন) যাদের ছাত্রফ্রন্ট আইসা AISA তারা বিহারে তিনটে(আগে সাতটা ছিল) এম এল এ জিতিয়ে এনেছে যেখানে সিপিএম শূন্য।
    এরা প্রচন্ডভাবে মাওবাদী বিরোধী।
    রেডফ্ল্যাগ গ্রুপ (রামচন্দ্রন) তেমনি আর একটা।
    এরা গণ আন্দোলনে বিশ্বাস করে, সশস্ত্র সংগ্রামে নয়। অন্ততঃ আজকের দিনে। এরা জানে যে ধরা পড়বে।
    আজকে শর্মিষ্ঠা চৌধুরি ধরা পড়লেন।
    সবটা মিলিয়ে কেমন যেন বালখিল্যপনা। রাষ্ট্রশক্তির সম্বন্ধে সম্যক উপলব্ধি ছাড়াই যেন-- হে কুমির তোর জলকে নেমেছি !
  • কল্লোল | 116.216.128.128 | ২৬ জানুয়ারি ২০১৭ ০৭:২৯726891
  • গণ আন্দোলনে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি থাকেই। গ্রেপ্তার এড়াতে গ ঢাকা দেওয়াতেও বিশ্বাস করেন না বলেই মনে হলো। তাই এক্ষেত্রে আমি অন্ততঃ একে বালখিল্যপনা ভাবতে পারছি না।
    আইনী লড়াই ও গণ আন্দোলনের একটা অংশ।
  • PT | 213.110.242.6 | ২৬ জানুয়ারি ২০১৭ ০৯:১১726892
  • গামছায় মুখ ঢেকে রাজনৈতিক শ্রেণীচরিত্র না দেখে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর নামোচ্চারণ দিয়ে বালখিল্যপনা শুরু হয়েছিল অনেক বছর আগেই।
  • বিপ্লব | 130.56.172.114 | ২৬ জানুয়ারি ২০১৭ ০৯:৫২726893
  • মমব্যান কিন্তু আবার ঘাম না ঝরিয়ে ম্যাচ জিতলেন।
  • ranjan roy | 24.99.206.232 | ২৭ জানুয়ারি ২০১৭ ০০:১৩726894
  • যখন মুখ না ঢেকে মঞ্চে দাঁড়িয়ে রাহুলের সঙ্গে গলায় মালা পরা হয়েছিল বা বাজপেয়ীর হাত ধরে ফটুক তোলা হয়েছিল? সেটা বোধহয় মোজাখিল্য!!!
  • PT | 213.110.242.23 | ২৭ জানুয়ারি ২০১৭ ০৮:০০726895
  • আবার সেই ইতিহাস বিকৃতি!!
    সিপিএমের আয়নায় জগৎ-সংসার না দেখে রাজনীতির আলোচনা করা বোধহ্য অসম্ভব।
    তো কিষেনজীর তিরিশ লাখি চেলার সস্ত্রীক আত্মসমর্পণের সময়কার স্টেটমেন্ট নিয়ে একটু বাণী শুনব না?
  • sm | 53.251.90.204 | ২৭ জানুয়ারি ২০১৭ ০৮:১২726896
  • পশ্চিমবঙ্গে বামপন্থী আন্দোলন তার ওজন হারিয়েছে। তার একটা কারণ, ক্ষমতায় গিয়ে আদর্শ বিচ্যুতি ঘটেছে। অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে সিপিএমের যে চরিত্রগত-নীতিগত ফারাক, তা অনেকটা ক্ষীণ হয়েছে।
    আদর্শ-চ্যুতি কাটিয়ে এখন সিপিএমের পরিশুদ্ধ হওয়ার প্রয়োজন। তাদের সামনে প্রকৃত বিকল্প হয়ে ওঠার সুযোগ এখনও আছে। সেই সুযোগকে কাজ লাগাতে হলে আন্দোলনই একমাত্র রাস্তা। আন্দোলন ছাড়া পৃথিবীর কোথাও কোনওদিন কোনও কমিউনিস্ট পার্টি শক্তিশালী হয়নি। তাই লড়াই-সংগ্রামের মধ্য দিয়েই সিপিএম’কে মানুষের কাছে আবার গ্রহণযোগ্য হতে হবে। সেই সুযোগ এখনও আছে। কিন্তু ভবিষ্যতে সুযোগ থাকবে কি না, তা অবশ্য হলফ করে বলা যাচ্ছে না।
    http://ebela.in/state/cpm-trying-to-get-the-position-1.554763?ref=new-stry
    এই যে আপনার প্রিয় দলের জন্য অবপ র নিজস্ব ফর্মুলা।কি সুন্দর সুললিত লিখন।দ্যাখেন তো কতটা কি করা যায়?
    একটু বিশ্লেষণ ধর্মী আলোচনা করুন তো।রংধনু জোটে কে কে সঙ্গে থাকবে দেখুন তো।
  • PT | 213.110.242.23 | ২৭ জানুয়ারি ২০১৭ ০৮:২১726898
  • ".......‘‘রেড, হোয়াইট স্টার যা-ই হোক, অশান্তি পাকালে চুনকাম করে দেব!’’
    ........... বিধায়কের দলবল শূন্যে সাত রাউন্ড গুলি চালায় এবং ফাঁকা জায়গায় গোটা চারেক বোমা মারে।........
    .....সব্যসাচীবাবুকে মোবাইলে চিৎকার করে বলতে শোনা যায়, ‘‘আরাবুলভাই (ইসলাম) তুমি কোথায়? আমাদের ঘিরে ফেলেছে!’’ কিছুক্ষণের মধ্যে আরাবুল সঙ্গীদের নিয়ে ঘটনাস্থলে আসেন।"
    ইত্যাদি.....
    ইত্যাদি......
    http://www.anandabazar.com/state/sabyasachi-dutta-got-attacked-by-the-villagers-after-the-arrest-of-naxalite-sarmistha-chowdhury-1.554864#

    সিপিএম ছেড়ে আপনি বরং আপাততঃ ভাঙ্গরটা সামলান। দুটি মৃতদেহ কার গুলি বহন করছে শরীরে সে খপরটা এখনো জানতে পারিনি।
  • sm | 53.251.90.204 | ২৭ জানুয়ারি ২০১৭ ০৮:৪৬726899
  • পুলিশ অনুসন্ধান করছে।ওটা ওদের কাজ।
    কিন্তু আপনি তো আপনার প্রিয় দলের কি কি কর্মসূচি আর কি কি করেছে সেই নিয়ে আলোচনা করুন ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন