এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সাত পেরিয়ে সতেরোর বইমেলায় গুরু

    pi
    অন্যান্য | ০৬ জানুয়ারি ২০১৭ | ৫০৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | 132.161.172.236 | ৩০ জানুয়ারি ২০১৭ ০৯:৫৬727218
  • বাঃ মচৎকার সব ছবি।
    অনেককেই চিনিনা,বলতে কি পাই,সৈকতকেই কেবল চেনা গেল।
    শেষ ছবিতে কালো সোয়েটার পরা ভদ্রলোকের হাতের বইটি কী?
  • কল্লোল | 37.63.185.182 | ৩০ জানুয়ারি ২০১৭ ১৫:১৪727220
  • হায়। দীর্ঘশ্বাস ইঃ। কুমু আমারেও চিনিলো না!
  • pi | 57.15.82.62 | ৩১ জানুয়ারি ২০১৭ ১০:১৮727221
  • আজ বিকেল পাঁচটা থেকে অক্ষরের সামনে । চার নং গেট দিয়ে ঢুকলে সোজা, বেনফিশের পাশেই। অক্ষর প্রতিভাসের পিছনে । সবার নেমন্তন্ন।
    আড্ডা, ঠেক, গানবাজনা এবং বইপ্রকাশ।
    এক ব্যাগ ৯০ ও ন্যানোপুরাণ।

  • pi | 57.15.82.62 | ৩১ জানুয়ারি ২০১৭ ১১:২০727222
  • প্রচুর হৈ হুল্লোড়, প্রচুর আড্ডা, প্রচুর মজা, প্রচুর ভিড়, প্রচুর বিক্রি চলছে। এবং প্রচুর ছবি।
    অনেক এখানে আছে, আরো ক্রমে আসিতেছে।
    https://www.facebook.com/rabimba/media_set?set=a.10154921171490407.644410406&type=3

    ক্যাপশন দিয়ে , চিনিয়ে দিলে ভালো হত। প্রতি ছবিরই তো গল্প আছে। কিন্তু সময় নাই ঃ(

    আপাততঃ ছবি দেখুন।

    আজকের প্রোগ্রামের ফেসবুক লাইভ রাখার চেষ্টা থাকবে।
  • pi | 57.15.82.62 | ৩১ জানুয়ারি ২০১৭ ১১:২৬727223
  • আচ্ছা, কেউ কেউ জানাচ্ছেন, কার্ডে দিলে সুবিধে। তাঁদের জন্য, কার্ডে পে করে এখান থেকে প্রিঅর্ডারের সুবিধা আছে। ডেলিভারি গুরুচন্ডা৯ র বইমেলার ১৮২ নং স্টলে , ভগিনী নিবেদিতা হলে।

    http://www.collegestreet.net/index.php?route=product/publisher/info&publisher_id=54
  • pi | 57.15.82.62 | ৩১ জানুয়ারি ২০১৭ ১২:২৮727224
  • আজকের ক্যালকাটা টাইমসে, আজ বিকেলের অনুষ্ঠান নিয়ে।

  • সিংগল k | 212.142.118.183 | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৫৮727225
  • বইমেলা গেছিলুম।
    পাইদিদি বললেন সাইটে সেকথা লিখে দিতে, পাইদিদি চাপে পড়ে নিজে লেখার সময় পাচ্ছেন না। সেটা খুবই ঠিক কথা, পাওয়ার কথাও না।
    গুরুচন্ডালীতে বেশ ভীড় ছিল। গিয়ে দেখি সৈকতদা আর কল্লোলদা বসে ঘোরতর কিছু একটা নিয়ে আলোচনা করছেন -

    আমার সঙ্গে আমার ৩০ বছরের পুরোনো এক সতীর্থ ছিল, যে কিনা সৈকদ্দারও প্রায় ১৫ বছরের পুরোনো বন্ধু এবং সহকর্মী। সে কল্লোলদার কারাগার কল্লোলদাকে দিয়ে সই করিয়ে কিনল, আর সৈকদ্দার বইও কিছু কিছু নিল।
    পাইদিদি ও সৈকতদা কেন্দ্রীয় সরকারের বাজেট সম্পর্কে অনেক কঠিন কঠিন প্রশ্ন করলেন। ভীড়ের ঠ্যালায় গুরুচন্ডা৯ র সামনে দাঁড়ানোর উপায় নেই। ভগিনী নিবেদিতা প্যাভিলিয়নের ভেতরে তেম্নি গরম। ওপরে গ্যাস চেম্বারের মত মোটা মোটা প্লাস্টিকের নল দিয়ে যদিও বাতাস টাতাস কিছু একটা ঢোকানো হচ্ছিল, কিন্তু তাতে ভেতরের অবস্থার খুব একটা পরিবর্তন হচ্ছিল না-





    ফলে গুরুর সামনে বেশীক্ষন দাঁড়াতে পারলাম না, খোলা হাওয়ায় বেরিয়ে এলাম।
    খোলা হাওয়ায় এসে মনে পড়ে গেল বাবা মায়ের হাত ধরে কলকাতার প্রথম বইমেলায় যাওয়ার স্মৃতি। প্রথম বইমেলাটা সেই ভিক্টোরিয়ার কাছে ময়দানে হয়েছিল। সত্তরের সেই খুদে টুনিলাইটের ঝিলিমিলি, গাছের ওপর ছাইরঙ্গের শেডে উল্টো করে লাগানো সবুজ টিউবলাইট আর মাতাল করা সলিল চৌধুরী। খোলামেলা ছড়ানো ছিটোনো স্টল আর তার সামনে কার্ডবোর্ডের ভাঁজ করা চেয়ার পেতে লেখক আর প্রকাশকদের আড্ডা। প্রথম বইমেলায় লেখকরাই মনে হয় ক্রেতার চেয়ে সংখ্যায় বেশী ছিলেন। তাঁদের আকর্ষনই পরের বইমেলাগুলিতে ক্রেতাদের টেনে আনে।
    মনে পড়ে গেল প্রথম বইমেলাশেষে ময়দানের ফুলে ঢাকা ফুটপাথ দিয়ে তিনজনে হাঁটতে হাঁটতে বাড়ি ফেরা। মনে পড়ল বাবার গর্বিত উজ্জ্বল মুখ, এতদিনে তাঁরা কলেজস্ট্রীটের বইয়ের ব্যবসা কে ব্যবসার বাইরে বার করে এনে উত্সব করে তুলতে পেরেছেন। কথাগুলো বন্ধুকে বলতেই ও ম্যারিয়ট হোটেলের চূড়োর দিকে চোখ ফিরিয়ে নিয়ে ধরা গলায় বলল - আমরাই এখন আর স্টলের সামনে দাঁড়াতে পারছি না, কিন্তু আমার মেয়ে যখন বড় হবে, তখন কি হবে রে!!
    নাঃ এই বইমেলা আর সেই বইমেলা নেই।
  • ranjan roy | 24.99.61.77 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ০০:০২727226
  • সিংগল কে,
    নস্টালজিক হলাম! ঃ((
  • সিংগল k | 212.142.118.183 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ০০:১৬727228
  • কল্লোলদাকে জিজ্ঞেস করেছিলুম যে - আপনি তো একজন জেলখাটা নক্সাল। এইরকম সেলুলার বইমেলায় আপনার কারাগারের কথা মনে পড়ে যায় না?
    কল্লোলদা আমার পিঠে একটা বিরাশি শিক্কার থাবড়া মেরে হা হা করে হেসে বললেন - কি যে বলিস! কোথায় আলিপুরের দোতলা সমান উঁচু বৃটিশ আমলের জেলখানা আর কোথায় এই... কি বলে.. বইমেলা। সেখানে কত আড্ডা গান মজা হত জানিস? নেহাত আজিজুল জেল ব্রেক করল, তাই আমাদের কিচেনটা তুলে দিল, নয়তো তার সঙ্গে এই বইমেলার খুপরি স্টলের তুলনা !!
  • সিকি | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ০৭:১৬727229
  • তবে বইমেলা চরিত্র হারাচ্ছে। আগে বইয়ের সাথে সাথে ম্যাগি ও ডিমের্ঝোলের গল্প শুনতে পাওয়া যেত। আজকাল আর যায় না।
  • pi | 57.15.222.35 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:১৫727230
  • ম্যাগি ছিল তো। আমার টিপিনবাক্সে কালই।
    আগেরদিন আলুভাজাও ছিল। এবং কড়াইশুঁটি।
    এখন তো রোজ আসে মণ্টুদার কেক। মণ্টুদা রোজ ওনাদের উইন্কিসের কেক নিয়ে এসে আমাদের খাইয়ে যান, আর রোজ একটি করে বই কিনে নিয়ে যান। বইয়ের দাম দেখে ও পড়ে নাকি উনি অবাক। রোজ একটা করে কিনতে পারবেন বলেছেন।

    তাছাড়াও আছে বকফুলভাজা, পকোড়া, যা দেবলীনা দুই বাক্স ভর্তি করে নিয়ে আসে। কেলোদাও ডিমের্ঝোলের বদলে বকফুল সাঁটিয়ে গেলেন। ক্যালকমের পিকনিকে যেতে পারিনা বলে ছাঁদা বেঁধে পাঁঠা-পাতুরি আসে।
    কিন্তু কথা হল, এইসব অমরত্ব তুচ্ছ ক'রে মামু কেবলি বিস্কুট খায় ও খাওয়ায়।

    আর ১৮০ কিম্বা ৩০০ সেকেণ্ড ভেজানো দার্জিলিং না কিলিমাণ্জারো , কার যেন চা, যা নিয়ে সবার উচ্ছ্বাসের আর শেষ নেই, তা তুচ্ছ করে অন্যদের খাইয়ে দিয়ে আমি জলজিরা আর বিটনুন দেওয়া চা খেয়েছি।

    সবই আছে, প্রচুর গল্প আছে, প্রচুর চেনা অচেনা লোকজনের সাথে। শুধু লেখার সময় নাই ঃ(

    অভি, কেলোদা, দুখেদা, লামাদা, কল্লোলদা, টি, হানুদা, শাক্য, তথাগত, রৌহিন আর অন্যরাও লিখুক না।

    তবে সব্যসাচীদা গুরুর লাইনে এসে গেছেন। এটুকু না লিখে গেলেই নয়। উনি নিজেই এবার স্লোগান বানিয়েছেন।
    গতবার ছিল অ(ন)ন্য মহীন, এবার অ(ন)ন্য রৌহিন !!

    তবে সত্যিই রৌহিন, শেখরদা, পারমিতাদি, অয়ন , শুভদীপ, সৌরভ, রুণা, সরসিজ, তির্যক, শান্তনুদা, টি, সায়ন, অয়ন, গৌতমদা, আরো অনেকে ( নাম বাদ তো গেল অবশ্যই ঃ(), এবং অবশ্যই সব্যসাচীদা যা করছেন, ভাবা যায় না।
    আর দূর থেকেও অনেকেই।
    হুতো সিকি তাতিন রাবিম্বর নাম বাদ দিলে গুরু পাপ দেবেন।
  • pi | 57.15.222.35 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৩৫727231
  • গুচ্ছ ছবি আছে।
    এখানে
    https://www.facebook.com/ipsita.pal.3/media_set?set=a.10154921171490407.688266406&type=3&uploaded=4
    এখনো অনেক অনেকের মোবাইল আর ক্যামেরাতেও বন্দী। সমস্যা হল, ধরে ধরে একটা একটা করে এখানে আপলোড করার সময় ও নেট স্পিড নিয়ে !

    যাহোক, এখানে যে যাদের চেনেন বা নিজেকে দেখতে পেলে একটু ট্যাগিয়ে দিন। আর ক্যাপশনও।
  • pi | 57.15.222.35 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৪১727232
  • ও হ্যাঁ, আলপনাও স্টলে এসে বসে গেছে। আবার বসবে ঃ)

    আজ সন্ধে সাড়ে ছ'টায় ভগিনী নিবেদিতা হল, ১৮২ তে চলে আসবেন। নির্বাচিত গল্পপাঠ নিয়ে প্রকাশ অনুষ্ঠান আছে। রবিশংকর বল, নলিনী বেরা, দীপেন ভট্টাচার্য, মাসুদা ভাট্টি, রেজা ঘটক, পাপর্গি রহমান আর আরো অনেকে থাকছেন।
  • pi | 57.15.222.35 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৫২727233
  • সব বইই খুব ভাল বিক্রি হচ্ছে, খুবই ভিড়ভাট্টা, কিন্তু বস্টনে বংগে কিছু বিক্রি হচ্ছে বটে। লোকজন কিনে নিয়ে যাচ্ছে, বাড়ি গিয়ে পড়ে আরো পাঁচজনকে সাথে এনে কিনিয়ে নিয়ে যাচ্ছে !
  • dd | 116.51.225.182 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:০৪727234
  • বর্ন ফ্রি আমার প্রিয় লেখক। ওনার বইটি জব্বর বিককিরি হচ্ছে শুনে খুব খুসী হলেম।
  • সিংগল k | 212.142.118.183 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৫৫727235
  • নাঃ সিকিদা এই কনসেনট্রেটেড ক্যাম্প কোনমতেই আমার বইমেলা নয়।

    ফুডকোর্টে স্কচ্ এগ নাম দিয়ে একেকটা ডিম বিক্কিরি হচ্ছে ষাঠ টাকায়। লোকে দুহাজার টাকার নোট দিয়ে অবলীলায় গুচ্ছ গুচ্ছ কিনে খাচ্ছে। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখলাম শুধু। আসুক উনিশের ইলেকশন, এর শোধ আমি তুলবই তুলব। বেঁচে থাক দেবলীনাদির বকফুলভাজা।

    বইমেলায় বরাবর কফি হাউস স্টল দিত, কয়েকবছর আগে থেকেই দেওয়া বন্ধ করে দিয়েছে। কফি হাউসে আগে ওয়েটাররা ঝকঝকে পেতলের ট্রে তে বিল বা চেঞ্জ বাড়িয়ে দিতেন। বইমেলাতেও প্রথমদিকে সেই ট্রে গুলো নিয়ে যেতেন, ঠিক কফি হাউসের মতই সার্ভিস দিতেন সেখানেও। মনে পড়ে বইমেলার এককোনে কফি হাউসের স্টলে গিয়ে চেটেপুটে ফিস্ ফ্রাই খাওয়ার পর, বাবার দেওয়া চার আনার টিপস ট্রে থেকে তুলে নিয়ে ট্রে টাকে বগলদাবা করে চাচা টেবিল সমান ঝুঁকে পড়ে, টেবিল-সমান আমাকে, একটা লম্বা সেলাম ঠুকতেন। ওনার বিরাট ঝোলা গোঁফের ফাঁকে হাসিটাই বুঝিয়ে দিত যে আমার বিড়ম্বনা উনি কতটা উপভোগ করছেন।
    চাচার উত্তরসূরী জাভেদ, প্রদীপদারা বইমেলার স্টল বন্ধ হয়ে যাবার পর নানা কারন শুনিয়েছিলেন। কিন্তু বইপাড়ায় কফি হাউস না থাকলে বইপাড়ার থাকে কি বলুন তো! বইমেলার ক্ষেত্রেও তাইই..

    আর পাইদিদি যাও বা দু একটা পোস্ট করেন তার কি সব লিঙ্ক দেন কে জানে! ক্লিক করলে ক্রস মেরে ঘাড় ধরে বের করে দেয়, কোন ছবি টবি দেখতে দেয় না। ডিডিদারও আমার মতই অবস্থা হচ্ছে নিশ্চয়ই, তাই আজকাল আর কেউ পোস্ট করে না, ছবি দেয় না বলে উনি দুঃখ করেছেন। আজও লোকে ছবি পোস্ট সবই দেয়, কিন্তু সেসব দেয় ফেসবুকে, সেখানে এম্নি এম্নি কিছু দেখতে দেয় না। আমার তো ফেসবুকে একাউন্টই নেই। পাব্লিকলি পোস্ট না করলে আর দেখব কি করে!

    গুরু থেকে বেরিয়ে লিটল ম্যাগাজিন কর্নারে গিয়ে কাল বুক ভরে দম নিলাম, সেখানে এখনও গ্যাস চেম্বারের নল এসে পৌঁছতে পারে নি। বাঁশের খুঁটির ওপর ছাদ আর চারিদিক খোলা। গুরুর পুরোনো প্রতিবেশীদের সঙ্গে সেখানে অনেকটা সময় কাটালাম, ঠিক পুরোনো দিনের মত।
  • dd | 116.51.225.182 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১০:০৬727236
  • ফাইদির দেওয়া লিং আমি খুলতে পারি নে।খালি কাঁচকলা দ্যাখায়।

    বাকীরা সবাই বোধয় মজাসে দ্যাখে। যাগ্গে, কতো আর দুঃখ্খু কোরবো। কপাল, মশাই কপাল।
  • সিংগল k | 212.142.118.183 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১০:১৫727237
  • কুমুদিও বোধহয় ঐসব দেখতে পান না, সেদিন জানতে চাইছিলেন ঘরের মধ্যে দোকান হলে আলোবাতাস ঢোকায় কি করে। তাই বোঝার সুবিধের জন্য আমি হাওয়া পাইপের ক্লোজাপ ছবি সেঁটে দিয়েছি।

    পরের বইমেলায় গুরুচন্ডা৯ যদি তার লোগোটি তার নিকটস্থ হাওয়া পাইপে ছাপিয়ে দিতে পারে তো ভাল বিজ্ঞাপন হয়। বিশাল পাইপ বিশাল লম্বা ক্যাচলাইন ছেপে দেওয়া যাবে। গীল্ডেরও দুপয়সা আয় বাড়বে।

    আইডিয়াটি কিন্তু গীল্ডকে বিনি পয়সায় দেবেন না।
  • | 183.24.110.20 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২৩727239
  • আইডিয়ার কপিরাইট নিয়ে রাখবেন। চাদ্দিকে যা চোরের উপদ্রব!
  • d | 144.159.168.72 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২৪727240
  • হ্যাঁ সত্যের খাতিরে বলতেই হবে আমি প্রায় সব ছবিই দেখতে পাচ্ছি মোবাইল থেকে। যদিও কম লোককেই চিনি। তবে কিছু ছবি ট্যাগানো আছে। হঠাৎ একটা ছবিতে হুচি তিমিকে দেখে চমকে ব্যোম হয়ে গেলাম। তারপর বুঝলাম ডানের বদলে বাম অ্যারো মেরে ফেলেছি বেশী বেশী।
  • Pi | 57.15.169.3 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৪২727241
  • কেউ কিছুই ছবি ডাউনলোডিয়ে এখানে দিয়ে দিতে পারবে ?

    আর এই প্যাভিলিয়নে সত্যি দমবন্ধ দশা। ভিড়ে আরো চাপ। গানবাজনার ইচ্ছে থাকলেও উপায় নেই। আশা করি পরেরবার বদলাবে।
  • Pi | 57.15.189.13 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৫১727242
  • keu dey naa ঃ(

    o4s918vpz
  • dc | 132.174.110.60 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৩৪727243
  • "ফুডকোর্টে স্কচ্ এগ নাম দিয়ে একেকটা ডিম বিক্কিরি হচ্ছে ষাঠ টাকায়। লোকে দুহাজার টাকার নোট দিয়ে অবলীলায় গুচ্ছ গুচ্ছ কিনে খাচ্ছে।"

    ঠিক এই কারনেই এবার বইমেলায় আমার যাওয়া জরুরি ছিল। আমি গেলে কার্ড সোয়াইপ করে স্কচ এগ কিনে খেতাম। ডিমনির বাজারে আবার টাকা দিয়ে কেউ ডিম কেনে নাকি?
  • avi | 57.15.236.116 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:১৪727244
  • সন্ধের দিকে তো পশ মেশিনে লিঙ্ক ফেইলিওর হচ্ছিল খুব। আমার পরশু দুটো স্টলে হল, শেষমেশ ক্যাশ দিয়েই মেটালাম।
  • dc | 132.174.110.60 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৪৯727245
  • পাতি মেশিনে ট্রাই করে দেখতে পারতেন।
  • Rit | 213.110.242.5 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:০৮727246
  • আগেই বলেছি যে ডিসি মারাত্মক লোক। ঃ)
  • kumu | 132.161.121.33 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ২০:২৬727247
  • কুমুদি সবি দেখতে পান।তিনি যখন প্রশ্ন করেছিলেন তখনো পাইপের ছবি আসেনি।
    আর কুমুদির কথা হেথা কেইবা বলে?
  • Rabaahuta | 76.87.100.59 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৪৩727248
  • Name: ম

    IP Address : 183.24.110.20 (*)Date:02 Feb 2017 -- 10:23 AM

    ঃ) এক্কেবারে!
  • Atoz | 161.141.85.8 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:২৭727250
  • এ যে নাজি বইমেলা!!!! কন্সেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছে!!!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন