এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সাত পেরিয়ে সতেরোর বইমেলায় গুরু

    pi
    অন্যান্য | ০৬ জানুয়ারি ২০১৭ | ৫০৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | 181.78.228.136 | ১৬ মার্চ ২০১৭ ০৭:৫৯727165
  • দুটৈ গুরুতে আচে।সেখন থেকেই পড়লাম তো।রাজ্যপাট আর মেঘনগরী।
  • pi | 57.29.134.16 | ১৬ মার্চ ২০১৭ ০৮:০০727166
  • এখানে লিখে দাও না একটু। খোঁজা চাপ।
  • i | 147.157.8.253 | ১৬ মার্চ ২০১৭ ১০:০৮727167
  • এই দুখানি? হ্যাঁ কুমুদিদি?

    রাজ্যপাট হে সম্রাট ওঠাও তবে ত্বরা,
    নিষ্কর্মে বিষন্নতায়
    ক্লান্তবেলা বহিয়া যায়,
    পুরাতনী খড়টুকরো আঁকড়ে মিছে ধরা।

    রাজ্যপাট?হে সম্রাট,নির্বাপিত কবি,
    ঝিমদুপুরে,তীব্ররাতে,
    মোহে এবং যন্ত্রণাতে,
    কোন একদাচিত্রপটে যতই আঁকো ছবি।

    হে সম্রাট,চাহিয়া দেখো দীর্ঘতর ছায়া,
    যদিও খোলা সিংহদ্বার
    ভালবাসারা আসে না আর,

    তবুও ছোঁও শিশুর মুখ,গভীর এত মায়া!


    জানলা খুব সুদক্ষিণা,খোলাই ছিল?
    সেই সুযোগে অকালহাওয়া দমকা এল,
    থিরবিজুরি,বিকেলবেলা গৃহপ্রবেশ-
    ওলোটপালোট শুধুমুধু ত্রস্ত আঁচল।

    শুকনো নদীর ঝর্ণাভাসি উঠোন জুড়ে,
    ঝড়বোশেখী থামলো, তবু বন্য বাতাস,
    হলুদসবুজ জলছবিদের বাকসো খোঁজে,
    একটা দুটো নয়নতারা সন্ধ্যাসাজে

    ফুটবে কোথায়?আকাশ তখন শান্তি হয়ে
    বাড়িয়ে দু হাত এলো আমার হৃদকমলে
  • kumu | 69.178.61.56 | ১৬ মার্চ ২০১৭ ১৩:৫৯727168
  • ছোটাই পারে বটে,কবেকার জিনিস ঠিক তুলে এনেচে,
    প্রথমটি হ্যাঁ,আর,
    অন্যতর বৃত্তে যাব তবে?
    দেওয়াল ও পর্দাঘেরা কৃষ্ণঘর ছেড়ে ওড়া?ঠিক?

    প্রথম দিগন্তছোঁয়া বিহান, শেফালীগন্ধ
    জ্বরতপ্ত চুলে দেবে বিলিবিলি কেটে?

    কাঁসার পায়েসবাটি,মুঠোতে রঙ্গনফুল,ঘুলঘুলি খড়কুটো
    দেবে নিরুচ্চারে আশ্বাস?

    আলোকিত চরাচরে পূর্বমেঘনগরীতে
    ক্ষোভক্লান্তি ধুয়ে যাবে? তাই?

    যাত্রা করা যাক তবে,
    চলো।
  • pi | 57.29.130.202 | ১৮ মার্চ ২০১৭ ০৮:৩৮727169
  • বাঃ !

    পাঠের ভিডিওটা চাই।

    কাল সুমনদার কবিতাপাঠ , 'ফোনঘর' থেকে ঃ


    আর কাল তো গুরু ফাটায়ে দিসে শুনলাম, আর স্টলে প্রচুর হইহুল্লোড়ও। সেসব গল্প কই ??
  • Pi | 57.29.130.202 | ১৮ মার্চ ২০১৭ ০৯:০৪727170
  • এই যে। কুমুদি।

  • Pi | 57.29.130.202 | ১৮ মার্চ ২০১৭ ০৯:০৮727171
  • পারমিতা | 57.15.3.242 | ১৮ মার্চ ২০১৭ ০৯:৪৪727172
  • ছবি আর স্টলের ছবি দেখে মনে হচ্ছে চলে যাই... সামনের বার যাবেই.
  • kumu | 181.78.225.187 | ১৯ মার্চ ২০১৭ ০৮:০০727173
  • অমৃতার ঠাকুমা গতকাল অসাধারণ মুগের পুলি বানিয়ে পাঠিয়েছিলেন।উনি মেলায় এসেওছিলেন একদিন।যদিও আমি চিনতে না পেরে ওঁকে বই বিক্রি করতে চেষ্টা করেছিলাম।
    একেকজন প্রাণের মায়া ছেড়ে ৩/৪ টে করে পুলি খেয়েছেন।ক্ষীরের পুরটি স্বর্গীয় ছিল।
    অমৃতা,আম্মা বা ঠাকুমা আমাদের সকলের নমষ্কার জানিও।

    আর পরের বইমেলায় নিমন্ত্রণ।
  • সিকি | ১৯ মার্চ ২০১৭ ১৭:০৭727175
  • গুরুর স্টলে ভয়ঙ্কর সারপ্রাইজ।
  • ? | 193.82.199.156 | ১৯ মার্চ ২০১৭ ১৮:৩১727176
  • ?
  • সিকি | ১৯ মার্চ ২০১৭ ২৩:০৫727177
  • :)
  • ফরিদা | ১৯ মার্চ ২০১৭ ২৩:৫৭727178
  • আমরা যারা পাড়ি দি মহাসমুদ্রের অশালীন ট্রাফিক প্রতিটি কাজের দিনে। যারা পদে পদে বিরক্ত কুণ্ঠিত হয়ে থাকি রাষ্ট্রযন্ত্রের নয়া ফরমানে। মাঝে মাঝে ফুঁসে উঠি ফেসবুকে, ভাবি, আমাদের উষ্মাজাত অভিশম্পাতে এ পৃথিবী ক্রমে আনন্দমুখরিত হবে একদিন। আর কিছু পরে ক্ষতবিক্ষত শরীরে ক্রমশ ঘুমিয়ে পড়ি নিখাদ ক্লান্তিতে - এ বসন্ত তাদেরও। এক গলিপথে জুটে যায় একফালি মুক্তাঞ্চল কয়েক সন্ধ্যার জন্য, যাতে পরিযায়ী পাখিরা ফিরে ফিরে আসে।

    এই আসা ক্ষণিকের। এই আশা চির অসম্ভবের। তাকে প্রত্যক্ষ বর্ণনা করা এ মর কী বোর্ডের আয়ত্তাধীন হয় না কখনও। তবুও তো মানুষ চেষ্টা জারি রাখে আর স্পেনের আলতামিরা গুহায় এঁকে দেয় অপার বাইসন তাঁর রুক্ষ দৈনন্দিনতার ফাঁকে।

    মানুষের মুখোমুখি দাঁড়াই আমরা, কত কথা বলি, গল্পপাঠ নিয়ে গল্প রচনা করতে চেষ্টা করি, নব্বইয়ের কবিতার রঙে মিল দিই হলুদ বসন্তের। প্রবন্ধের ভূমিকাটি রাখি যথেষ্ট গুরুগম্ভীর, আর ন্যানোপুরাণের সঠিক সংজ্ঞা দিতে পারি না, তাই বলে বসি দাঁত মাজার সময়ে বইটি পড়তে গিয়ে আয়না সাফ করার গল্প।

    আমরা আজ আবধি কিছুতে জিতিনি। জানি হেরে যেতেই হয়। তবু খেলা ভালো লাগে। হা হা হো হো হাসি অত্যন্ত প্রাকৃত অসংলগ্নতায়। ভরসা বলতে জানি পাশে থাকা শেখর দা, রেশমী, শমীক, স্বর্ণালী, শ্যামলদা, কুমুদি, সোমরাজ, কাকলি, অমৃতা, সায়ন্তন এবং তথাগতায়। এই ক্ষণ-বৈকুণ্ঠে পারিজাত হতে পাই দিদি এসেছেন বলে হাতে চাঁদ পাই - যা কীনা সীম-পাখি ও ট-বেগুনের রূপ ধরে আসে।

    পারজাত সৌরভে গলিপথে অলি ছুটে আসে কত - তার হিসেব রাখি না। মন্দিরের আরতি শুরু হতে না হতেই মুখোমুখি হয়ে পা আটকে যায় কবিতার ছন্দে, মৃদু হেসে সে যখন মন্দিরের রাস্তাটি শুধোয়। ফুলটস বলে ক্লীন বোল্ড হয়ে উড়ন্ত স্ট্যাম্পের দিকে চেয়ে হাততালি দিয়ে উঠি যেন।

    তবু ফিরে দেখা হয়। আর কখনও দেখা না হলেও ফিরে আসা থাকে, অত্যন্ত কেজো শহরটির অভ্যন্তরে ঘটমান বর্তমান হয়ে জেগে থাকা এই ক’টি অমর সন্ধ্যায়।
  • Kaju | 131.242.160.210 | ২০ মার্চ ২০১৭ ১২:৫৮727179
  • কুমুদি,

    Date:16 Mar 2017 -- 10:08 AM ২ নম্বরটা কি আগে শেষবসন্ত নাম ছিল? লাইঅঙ্গুলো কিছু কিছু বদলেছেন। এটা আপনার নিজের হাতের লেখায় মনে হয় দেখেছি। পাঠান্তর থেকে বুঝছি এইটা সেটাই। দেব সেই ভার্সানটা?
  • Kaju | 131.242.160.210 | ২০ মার্চ ২০১৭ ১৩:০০727180
  • *লাইনগুলো
  • Kumu | 52.111.103.82 | ২০ মার্চ ২০১৭ ১৫:২৬727181
  • কাজু, না।
  • S | 184.45.155.75 | ২১ মার্চ ২০১৭ ১৪:৫৭727183
  • গুরুর বইমেলা এক্সপেডিশনের একটা ক্যালেন্ডার থাকলে ভালো হয়।
  • S | 184.45.155.75 | ২১ মার্চ ২০১৭ ১৫:১৫727184
  • তুল্লাম।
  • pi | 57.8.0.94 | ২১ মার্চ ২০১৭ ১৭:৫৭727186
  • কীরকম ক্যালেন্ডার ?

    এদিকে এই প্রথম বোধহয় টপ টোয়েন্টি লিস্টে ভাট নেই !
  • S | 184.45.155.75 | ২১ মার্চ ২০১৭ ১৮:২২727187
  • মানে কখন কোথায় কবে?
  • kumu | 181.50.133.112 | ২২ মার্চ ২০১৭ ১১:৪০727188
  • কেউ দিল্লিভাট বিশেষত শেষ দিনের গল্প লিখে দিক,নইলে এমন মনোরম সন্ধ্যাটি হারিয়ে যাবে।
  • kumu | 181.50.133.112 | ২২ মার্চ ২০১৭ ১১:৪১727189
  • ওঃ ভাট না ভাট না,দিল্লি বইমেলা।
  • S | 184.45.155.75 | ২২ মার্চ ২০১৭ ১১:৪৬727190
  • সিকিবাবুর পান্জাবীটি খাসা হয়েছে।
  • pi | 57.29.133.169 | ২২ মার্চ ২০১৭ ১৪:৩০727191
  • কুমুদি, তুমিই শুরু করে দাও !!
  • pi | 57.29.133.169 | ২২ মার্চ ২০১৭ ১৪:৩১727192
  • নইলে এদের কারুর দ্বারা কিচ্ছুটি হবেনা ! ঃP
  • গুরুচন্ডালি | ১৫ এপ্রিল ২০১৭ ১৩:৪১727193
  • মঙ্গলযাত্রা হয়ে গেল দক্ষিণে। মিস করে গেলে আসতে পারেন পার্কস্ট্রিট, নন্দন চত্বরে। কীসব আছে যেন। আর বিকেলের ঝোঁকে জুলুসের ঠিকানা, অতি অবশ্যই কলেজ স্ট্রিট। কলেজ স্কোয়্যারে হইহই করে চলছে বইমেলা। আমরা আছি হাত বাড়ানোর দূরত্বে। আলুদ্দমের ঝালে বা কচি পাঁঠার ঝোলে, জুলুসই হোক বা যেকোনোরকম মোচ্ছব, গুরুচন্ডালি আছে বাঙালির নববর্ষে।
    কলেজ স্কোয়ারের বইমেলা, ১১ থেকে ১৮ এপ্রিল, ২ টো - ৮ টা।
  • k | 57.15.6.76 | ১৫ এপ্রিল ২০১৭ ১৫:৪৫727194
  • হ্যাঁ ভাল জমেছে এবারের গিল্ডের কলেজ স্কোয়ার বইম্যালা। পর্শু গিছিলাম আজও যাব। তবে বইয়ের স্টলের চে গানবাজনার মঞ্চটি বেশী আকর্ষনীয় হয়েচে। পর্শু রাতে দেখি নচিকেতা দাড়ি দুলিয়ে গান গাইছেন, হল ভর্তি।
  • pi | 57.15.11.241 | ১৫ এপ্রিল ২০১৭ ১৫:৫১727195
  • কেলোদা, আজ স্টল বা জুলুসে আসছেন ? তাহলে দেখতে পেলে একটা হাঁক দেবেন।আমার আর হাঁকডাক করার হাল নেই।
  • কল্লোল | 233.186.69.246 | ১৬ এপ্রিল ২০১৭ ০৯:৪৯727197
  • জুলুসে হেঁটে এসে বেদম হয়ে চলে এলুম গুরুর স্টলে। কেলোর সাথে দেখা পথে। পাই, সব্যসাচী আর শেখর হাজির।
    কিঞ্চিত গান আড্ডা, চা চলছিলো। এরমধ্যে হাজির জর্জ মীরজাফর গোস্বামী। ইনি সেই ১৯৭৩-৭৪ থেকে গাজীর গান লিখে চলেছেন। ওনার গান প্রথম শুনি ১৯৭৩ সালে স্টুডেন্ট্স হলে। খুব আড্ডা হলো। পাই খ্চাখচ ছবি তুলছিলো আর ফেবুতে আপলোড করছিলো। পাইয়ের গলায় ব্যাং ঢুকেছে। তাই কথা বলা প্রায় বারণ। কিন্তু তারে আটকায় ক্যাডায়। কিন্তু পরে বুঝলুম কেস পুদিচ্চরি, কেননা এক খদ্দেরকে চটি এক্ষপ্লেন কত্তে আমার ডাক পল্লো। কথা বলতে পাইয়ের সত্যিই কষ্ট হচ্ছিলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন