এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পায়ের তলায় সর্ষে - Mt DKD ব্সেক্যাম্প

    Blank
    অন্যান্য | ০৩ জানুয়ারি ২০১৭ | ৭৩৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 213.132.214.83 | ০৩ জানুয়ারি ২০১৭ ১৩:২৮727295
  • খুলে রাখলুম, লিখছি।
  • d | 144.159.168.72 | ০৩ জানুয়ারি ২০১৭ ১৩:২৯727308
  • লিখুন স্যার
  • সিকি | ০৩ জানুয়ারি ২০১৭ ১৪:৩৩727319
  • আমি কি সত্যি দেখছি? ব্ল্যাঙ্কি টই খুলেছে, তাতে ট্র্যাভেলগ লিখছে???
  • টুংকাটাকিলা | 125.112.74.130 | ০৩ জানুয়ারি ২০১৭ ১৪:৪৭727330
  • টই খুলেছে বলেনি কিন্তু।
  • Blank | 213.132.214.88 | ০৩ জানুয়ারি ২০১৭ ১৫:৫৫727341
  • এইটা না লিখলে দম দি ক্যালাতে পারে। বুঝতে পারছিনা পুনে চলে গেছে কিনা।
  • d | 144.159.168.72 | ০৩ জানুয়ারি ২০১৭ ১৫:৫৭727352
  • না যাই নি এখনও
  • Blank | 213.132.214.88 | ০৩ জানুয়ারি ২০১৭ ১৬:১৬727363
  • মোটামুটি বছরে ১২ বার পাহাড়ের শর্ট ট্রিপ আর ১/২ টো লং ট্রিপ না হলে আমার হাল হয়ে যায় ঢিলে। তো এই বছরে নানা কারনে অনেক গুলো শর্ট ট্রিপ আর লং ট্রিপ হলো না। তাই অল্প প্রবাস থেকে যখন দেশে ফেরার ঠিক হলো, তখন থেকেই টার্গেট রেখেছিলাম ডিসেম্বরে অন্তত এক সপ্তাহ ছুটি নিয়ে অল্প একটু হেঁটে আসবো পাহাড়ে।
    উইন্টার ট্রেকের অসুবিধে হলো যে ম্যাক্সিমাম রুট গুলো এই সময়ে বন্ধ হয়ে যায়। খোলা থাকে অল্প কিছু রুট। তার মধ্যে ইন্ডিয়াহাইক টাইপ ট্রাভেল এজেন্সির জন্য এই রুট গুলো মাঝে মাঝেই স্কুল ট্রিপ মার্কা হয়ে পরে।
    প্রথমে প্ল্যান ছিল ব্রহ্মতাল। যেতেও রাজি ও ছিলেন অনেকে, কিন্তু নানা কারনে সেটা হয়ে উঠলো না। আপিসের চাপ, বেড়াতে যেতে পারবো কিনা এই নিয়ে অনিশ্চয়তা এই সব করে বেড়াতে যাওয়ার এক সপ্তাহ আগে দেখলাম পরে আছি একা আমি। গাইড কে যখন এক শনিবার ফোন করে জানালাম যে যাচ্ছি শেষ অব্দি আর একা, তখন সে একটু অবাক। তারপর বল্লো রুট ও নিজেই দেখে নেবে - হর কি দুন, খেরাতাল বা অন্য কোথাও।
    এতগুলো টিকেট ক্যানসেল করতে কেমন গায়ে লাগে, শেষে ভেবে চিন্তে একটা ছানাকে ফোন করলাম যদি সে যেতে রাজি থাকে। সে আবার যাকে বলে বার্ডার। আধ ঘন্টা ধরে তাকে বোঝালাম যে কত রকম পাখী আমরা রাস্তায় দেখতে পাবো - গাছে গাছে উটপাখী আর পায়ের নীচে পেঙ্গুইন। আশ্চর্য হলো যে সে এসব শুনে যেতে রাজিও হয়ে গেলো, কি অসীম ভরসা আমার ওপরে।
    ছেলেটা এমনিতে শক্ত পোক্ত - তাই গাইডের সাথে কথা বলে ঠিক হলো আমরা যাবো খেরা তাল রুটে - ডিডীকে বেস ক্যাম্পের পথে। রুট টা একটু অড, আর এই রুটের সুবিধে হলো যে এই রুটে NIM তাদের কোর্স করায়। বাজে রকম চড়াই থেকে বোল্ডার হপিং, ঝুলা পার সব রকম অপশান আছে এই রাস্তায়। গ্রীষ্ম কালে এলে গ্লেসিয়ার ট্রেক ও হয়। যাকে বলে শিক্ষনীয় রাস্তা।
  • Blank | 213.132.214.88 | ০৩ জানুয়ারি ২০১৭ ১৭:২০727374
  • যাগ্গে, এই করতে করতে এসে গেলো শুক্কুর বার, আমাদের বেড়োনোর দিন। সকাল থেকে ল্যাদ ফ্রম হোম চলছিল। তারপর ভালো সময় দেখে দুগ্গা দুগ্গা করে বেড়িয়ে পরলাম দুপুর বেলা রাজধানী ধরার জন্য। দিল্লী হয়ে পরেরদিন ঢুকবো হরিদ্বার। ছানাটা ডাইরেক্ট এসে যাবে শিয়ালদাতে।
    ঠিক বেড়োনোর আগে একবার টিকিটের এসেমেস টা রিসিভ করতে গিয়ে দেখি আমাদের ট্রেনটা হাওড়া রাজধানী - শিয়ালদা রাজধানী নয়। আগে দেখতাম ট্রেনের সীট পাল্টে যায়, আজকাল দেখছি আস্ত ট্রেন ই পাল্টে যায়। কি চাপ বেড়োনোর আগে !! আবার সেই ছানাকে ফোন করে বোঝানো, তাকে অন্য জায়গায় পৌছতে বলা, হাওড়া স্টেশনে চেকিং হতে পারে তাই বোতল সমলাতে বলা, ইত্যাদি। তখনো সে জানে না যে আমাদের ডেস্টিনেশান টাও হর কি দুন নয় - পাল্টে গিয়ে খেরাতাল হয়ে গেছে।
  • d | 144.159.168.72 | ০৩ জানুয়ারি ২০১৭ ১৭:৩০727385
  • উফফ! মাইরি!
    আরেকটু বেশী করে লেখ না
  • kiki | 125.124.45.210 | ০৩ জানুয়ারি ২০১৭ ১৯:১৮727296
  • নাহ!! ভেবে দেখলুম ঋভুকে গিটার সমেত তোর জিম্মায় ছেড়ে দেওয়াই ঠিক হবে।

    বেচারার পরীক্ষাটা দেওয়া মানা করে পাঠিয়ে দিচ্ছি।ঃ)
  • de | 192.57.38.251 | ০৩ জানুয়ারি ২০১৭ ২০:২৫727299
  • আহা, ক্ষী একখান জেবন!! এমনই থাক -

    চাদ্দিকে ডিপ্রেসিং খবরসবরের মধ্যে একখান ভালো টই - চলুক, চলুক!
  • Rit | 213.110.242.22 | ০৩ জানুয়ারি ২০১৭ ২২:২৬727300
  • ব্ল্যাংকি দা,
    চালাও কোর কদমে। তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। ঃ)
  • Blank | 213.132.214.83 | ০৪ জানুয়ারি ২০১৭ ১৫:৩৪727301
  • এই করে অবশেষে এলাম হাওড়া। ছানাটা দেখলাম ভয় পেয়েছে, ডেস্টিনেশান ও পাল্টে গেছে জেনে। ভরসা করতে পারছে না যে আমরা শেষে দিল্লী যাবো নাকি ওপিয়ামে এক সপ্তাহ কাটিয়ে আসবো। তো তাকে বাবা লোকনাথের বানী স্মরন করিয়ে দিয়ে ট্রেনে উঠে পরলাম আমরা।
    ট্রেন জার্নি টা এমনিতে শান্তি শিষ্টই কাটলো। রাজধানীর ধুরস্য ধুর খাওয়া শেষ করে অনেকক্ষন রাজনৈতিক আলোচনা চললো আমাদের মধ্যে। মুম্বাই আইআইটির একটি ছেলেও জয়েন করেছিল আমাদের এই রাজনৈতিক বিশ্লেষনে। ছেলেটার সাথে আলাপ হয়েছিল ট্রেনে। কার সাথে সীট বদলাবদলি করার পর থেকে ছেলেটা সারাক্ষন কনফিউশানে থেকেছে যে ভেজ খেতে হবে নাকি নন ভেজ। আমাদের রাজনৈতিক আলোচনাটাও তেমন উত্তপ্ত হয় নি, কারন সবাই আমরা একমত ছিলাম যে মোদী একটা অসাধারন কাজ করতে গিয়ে পুরো ছরিয়ে ফেললো সব। নাহ, ভাববেন না যে আমরা বলছি ডিমটের আইডিয়া ভালো আর ইম্প্লিমেন্টেশান টা খারাপ ছিল। আমরা তুলনা করছিলাম গাঁজা লিগালাইজ করার সাথে ডিমটের।
    পরের দিন সকাল বেলা দিল্লী ঢুকেও গেলাম ঠিক ঠাক। ছানাকে বলেছিলাম জানলা দিয়ে তাজমহল দেখলে, আমায় ঘুম থেকে ডেকে দিস - তাতে সে আমাকে বসু মৌলিকের ভুগোল বই পড়ার পরামর্শ দিলো। দিল্লী পৌছে দেখলাম ভয়ানক ঠান্ডা - বরফে সাদা হয়ে গেছে দিল্লী। অটো স্ট্যান্ডে পর পর স্লেজ আর রয়াল স্ট্যাগ দাড়িয়ে।
    (বেথের মুখে শুনে শুনে দিল্লীর শীতকাল নিয়ে আমার এমনই ধারনা হয়েছিল)।
  • d | 144.159.168.72 | ০৪ জানুয়ারি ২০১৭ ১৫:৫০727302
  • হিহি হাহা হোহো
  • Blank | 213.132.214.83 | ০৪ জানুয়ারি ২০১৭ ১৫:৫১727303
  • সেই দিল্লী, সেই বিশ্ব জালি জায়গা - ধোঁয়াটে আকাশ আর বেশ গরম। অটো করে সোজা কাশ্মীরি গেট আই এস বি টি - বাইরের দালাল দের হাত এড়িয়ে ব্যাগ স্ক্যান করানোর জায়গায় একটু ক্যাওস করে বোতল সাইড করা - এইসব করে শেষে পাওয়া গেলো হরিদ্বারের বাস। উত্তরাখন্ডের সরকারী বাস; এখানে এসে কখনো প্রাইভেট বাস ধরতে যাবেন না। তারা তাদের ইচ্ছেমতন সময়ে চলে, থামে আর বাস পিছু যতজন স্টেক হোল্ডার আছে, সবাই কিছুক্ষন অন্তর অন্তর বাসে কজন লোক হলো সেটা গুনে যায় - এই জিনিস টা চোখের সামনে বার বার রিপিট হতে দেখলে কেমন মাথা গুলিয়ে যায়। সহ্য করা যায় না।
    প্রায় ফাঁকা বাসে, মাঝে মাঝেই সীট পাল্টে শুরু হলো লম্বা জার্নি। দিল্লী, ইউপি, চারদিকে আখের ক্ষেত, একটার পর একটা শুদ্ধ বৈষ্নো ধাবা দেখতে দেখতে বাস ঢুকে গেলো উত্তরাখন্ড।
    দাঁড়ান তার আগে আমাদের ইউপির লাঞ্চ টা হয়ে যাক। ইউপির এক প্রান্তে এসে বাস থামলো একটি ছোট বিশুদ্ধ শাকাহারী ধাবার সামনে। নাম শের - ই - পাঞ্জাব। চমকে যাবেন না, পাঞ্জাবের বাঘ ও এখানে ভেজ খায়। রুটি আর রাজমা আর পনীর দিয়ে গেলো প্লেটে। ক্ষিদের মুখে তিনখানি করে রুটি, সামান্য রাজমার জল আর খান দুই পনীর খেয়ে যখন বিল মেটাতে গেলাম, শুনলাম বিল হয়েছে ৫০৪/-। লোকনাথের বানীতে একটা নতুন অ্যামেন্ডমেন্ট চাই - এমনি করে জালি হলে তো দুদিনে সব ক্যাশ উড়ে যাবে।
    চোর নয় এরা- ডাকাত, তিনোমুল, সারদা !!! পরে বাসের একজন বোঝালেন যে এরা সবাই চোর। ডেলি প্যাসেঞ্জাররা তাই এসব জায়গায় খায় না।
  • T | 165.69.191.254 | ০৪ জানুয়ারি ২০১৭ ১৬:০৮727304
  • আরে হেবি হেবি...চলুক চলুক।
  • Blank | 213.132.214.83 | ০৪ জানুয়ারি ২০১৭ ১৬:৫৮727305
  • অবশেষে হরিদ্বার। প্রায় একটা বছর পরে। ঘিঞ্জি, নোংরা, শুদ্ধ শাকাহারী দোকানের পাশাপাশি হরিদ্বার মানেই পাহাড় চড়ার দিন, হরিদ্বার মানেই বিষ্ণু ঘাটে বসে কত আড্ডা আর প্ল্যানিং, সেই প্রথম ট্রেকে আসার দিন গুলো।
    বাসস্ট্যান্ডে নেমে প্রথম কাজ হলো পরের দিন সকালে উত্তরকাশী যাওয়ার গাড়িটা বুক করে নেওয়া। একটা ছোট গাড়িতেই হয়ে যাবে দুজনের। তারপরে হোটেলে ঢুকে আর এক প্রস্থ ব্যাগ গোছানো - এই ফেজ টা খুব দরকারী যেকোনো ট্রিপে। এই সময়ে ব্যাগটা গোছানো হয় ভেবে চিন্তে আর ফাইনাল চেকিং হয়ে যায় যে আর কিছু লাগবে না।
    কেনার জন্য পরে রইলো কয়েক সেট পেনসিল ব্যাটারি (ক্যাম্প লাইটের জন্য) আর ফেভি কুইক - ছানার জুতোর সোলের একদিক কেমন বেগুন ভাজা হাল। উডল্যান্ডের জুতো, এইসব হবেই - এর থেকে এমনকি নীল সাদা হাওয়াই চটি ও ভাল।
    কেনাকাটি, খাওয়া দাওয়া, গঙ্গার হাওয়া, চাটের ব্যবস্থা ইত্যাদির পরে এসে গেলো ল্যাদের সময়। কাল থেকে লম্বা জার্নি আর সে চলবে নেক্সট ৬ দিন।
    হোটেলের টিভিতে ভোজপুরি সিনেমা, চাট এবং জল আর আড্ডা; একসময় ঘুম। এবারে হোটেলে কোনো ভুত ছিলো না।
  • রোবু | 213.132.214.84 | ০৪ জানুয়ারি ২০১৭ ১৭:০০727306
  • দিব্যি চলছে।
  • d | 144.159.168.72 | ০৪ জানুয়ারি ২০১৭ ১৭:০২727307
  • হ্যাঁরে তোরা হরিদ্বারে রাবড়ি খাস না? আমাদের চত্ববেলায় হরিদ্বারের রাবড়ি কি ভাল খেতে ছিল
  • Blank | 213.132.214.83 | ০৪ জানুয়ারি ২০১৭ ১৭:১৪727309
  • চাট বলতে রাবড়ি, মাখা সন্দেশ আর প্যাড়া। ছানার জন্য চিপস আ বাদাম।
  • pi | 233.176.116.112 | ০৪ জানুয়ারি ২০১৭ ২০:১৫727310
  • আরে বাহ ! কদ্দিন বাদে !
  • Blank | 213.132.214.85 | ০৪ জানুয়ারি ২০১৭ ২০:৩২727311
  • পরের দিন দেখি ভোর ৯ টা থেকে ছানাটা চিল্লাচ্ছে রেডি হও, ব্রেকফাস্ট করো, গাড়ি এসে গেছে এই সব বলে। কি জ্বালা - তাও ভাগ্যিস আমি ট্রেনে চড়ার আগে চান করে রেখেছিলাম একবার। তাই রেডি হতে টাইমটা একটু কম লাগে। কোনোমতে নিজেকে তুলে একটু 'শরবত ই কফি' (কফি বর্ন ও গন্ধ যুক্ত চিনির গরম সিরাপ) খাইয়ে নিয়ে গিয়ে বসালাম গাড়িতে। হাতে ছোট বড় নানা প্যাকেট, যার কোনোটায় বাদাম এবং বাদামের খোলা, আধ খাওয়া রাবড়ি,ভাঙা সন্দেশ, খালি বোতল এইসব। গাড়ি চললো উত্তরকাশীর রুটে।
    ঋষিকেশ কে বাইপাস করে উঠতে থাকলাম পাহাড়ের দিকে। নরেন্দ্র নগরের কাছাকাছি এলে ওপর থেকে দেখা যায় বহু দুর অব্দি মহানন্দা রিসার্ভ ফরেস্ট, তার পর ঋষিকেশের কিছু বাড়ি। আমি তখনো জেগে উঠতে পারিনি বলে সেসবের ছবি ও তোলা হয় নি।
    এর পরে গাড়ি চলবে চম্বার পথে - প্যাঁচানো রাস্তা পাহাড় ডিঙিয়ে, দুদিকে পাইন, দেওদারের জঙ্গল আর পাখীর ডাক। ছানা যেহেতু বার্ডার, তাই পাখীর ডাক শুনে পাগল পাগল অবস্থা আর খালি ঘ্যান ঘ্যান। শেষে বাধ্য হয়ে বল্লাম তোর ইচ্ছে হলে গাড়ি থামিয়ে ছবি তোল না বাবা। কেউ তো বারন করেনি। সেই শুরু হলো .....
  • সিকি | ০৪ জানুয়ারি ২০১৭ ২০:৪৮727312
  • সেই রুটে? এবার কাঁচালঙ্কা খাস নি?
  • Rit | 213.110.242.23 | ০৪ জানুয়ারি ২০১৭ ২১:২৪727313
  • 'নরেন্দ্র নগরের কাছাকাছি এলে ওপর থেকে দেখা যায় বহু দুর অব্দি মহানন্দা রিসার্ভ ফরেস্ট'ঃ

    গুগল না করেই জিগাচ্চি। উত্তরাখন্ডে মহানন্দা?
  • blank | 52.110.153.31 | ০৪ জানুয়ারি ২০১৭ ২১:৩৮727314
  • আহা। ধুর। ওটা রাজাজি ন্যাশনাল পার্ক। অম্নি হয় সন্ধে বেলা।
  • blank | 52.110.153.31 | ০৪ জানুয়ারি ২০১৭ ২১:৪৪727316
  • এবারে লম্কা নিয়ে বহুত চাপ হয়েছে
  • blank | 52.110.153.31 | ০৪ জানুয়ারি ২০১৭ ২১:৪৪727315
  • এবারে লম্কা নিয়ে বহুত চাপ হয়েছে
  • রোবু | 55.123.162.247 | ০৪ জানুয়ারি ২০১৭ ২২:১০727317
  • সকাল হলে লিখো বরং। নর্থ বেঙ্গল ভ্রমণ কাহিনী পড়তে চাইনা।
  • blank | 52.110.153.31 | ০৪ জানুয়ারি ২০১৭ ২২:১৪727318
  • এম্নি করলে হয় নাকি। নাম পাল্টালে কি বন পাল্টায় রে ভাই।
  • dd | 116.51.24.225 | ০৪ জানুয়ারি ২০১৭ ২৩:৩০727320
  • " তো এই বছরে নানা কারনে অনেক গুলো শর্ট ট্রিপ আর লং ট্রিপ হলো না।" - এই আপ্তবাক্যটি লিখছেন তেসরা জানুয়ারী।

    ক্ষী বোলবো বলুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন