এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • প্রসঙ্গ নারায়ণ সান্যালঃ আন্ডাররেটেড লেখক?

    Rouhin Banerjee লেখকের গ্রাহক হোন
    বইপত্তর | ১১ ডিসেম্বর ২০১৯ | ৮৩৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Rouhin Banerjee | ১১ ডিসেম্বর ২০১৯ ০০:২০729105
  • এই লেখাটা কদিন আগে ফেসবুকে দিয়েছিলাম। এখানেও আলোচনার জন্য থাক -

    আপনারা ডাঃ জানুস কোরচাকের নাম শুনেছেন? ইনি একজন পোলিশ ডাক্তার, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে পোল্যান্ডের একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের ভারপ্রাপ্ত ডাক্তার ছিলেন। নিজে ইহুদী না হয়েও যখন তার ক্যাম্পের আবাসিকদের আউশভিৎস এর গ্যাস চেম্বারে পাঠানোর আদেশ এলো, তিনিও তাদের সঙ্গে স্বেচ্ছায় গ্যাস চেম্বারে ঢুকে প্রাণ দিয়েছিলেন। আর যাত্রার আগের দিন, তার ঘেটোয় বাচ্চাদের দিয়ে অভিনয় করালেন একটা নাটক – ডাকঘর। আজ্ঞে হ্যাঁ ঠিকই পড়েছেন – রবীন্দ্রনাথের ডাকঘর, পোলিশ ভাষায় যার অনুবাদ করেছিলেন স্বয়ং ডাক্তার কোরচাক।
    আপনারা হান মীগ্রঁ র নাম শুনেছেন? ইনি একজন ডাচ আর্ট কনৌসার – যিনি একা হাতে প্রায় ত্রিশটি আগে না দেখা অরিজিনাল ভারমিয়ের খুঁজে বের করেছিলেন। এবং শেষে ধরা পড়ে যে এই ত্রিশটি “অরিজিনাল”ই আসলে ওঁর নিজেরই আঁকা – গোটা দুনিয়ার তাবড় শিল্প বিশেষজ্ঞরা যেগুলিকে মেনে নিয়েছিলেন আসল ভারমিয়ের বলে। উনি নিজে স্বীকারোক্তি না দিলে কোনদিন ধরা পড়ত না এই সত্য। বিশ্বের বৃহত্তম প্রবঞ্চক হান মীগ্রঁ।
    আপনারা প্রোফেসর কার্লস ফুকসের নাম শুনেছেন? যারা বিজ্ঞানের ছাত্র তারা অবশ্যই শুনেছেন, কিন্তু বাকিরা? কার্লস ফুকস শুধু একজন নোবেল লরিয়েট পদার্থবিদ নন যিনি বিশ্বের প্রথম পরমাণু বোমাটির ক্রিটিকাল প্রোপোর্শন হিসাব করেছিলেন, ফুকস হলেন বিংশ শতাব্দীর ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক, ঠান্ডা যুদ্ধের জনক। ম্যানহাটন প্রোজেক্টের এক্সট্রীমলি কনফিডেনশিয়াল সব ডেটা তিনি একটা মাইক্রোফিলমে ভরে একটা দেশলাই বাক্সের মাধ্যমে পৌঁছে দিয়েছিলেন কেজিবি র হাতে - এই ভয়ঙ্কর মারণাস্ত্র যাতে কেবল একটিমাত্র দেশের হাতে না থাকে।
    শুনেছেন শুনেছেন করছি বটে, কিন্তু অনেকেই হয়তো শুনেছেন সত্যিই। কারণ এখন ইন্টারনেট আর গুগলের দৌলতে কোন তথ্যই আর অলভ্য নয়। আপনার পছন্দের বিষয়টিতে সার্চ দিলেই সম্ভাব্য অসম্ভাব্য যাবতীয় তথ্ আপনার ডেস্কটপে হাজির। কিন্তু আমরা যারা ছয়-সাত-আট-নয়ের দশকে জন্মেছি এবং বড় হয়েছি, আমাদের কাছে এসব অত সহজলভ্য ছিল না। গুগলের নাম আমি প্রথম শুনি সম্ভবতঃ এই সহস্রাব্দের গড়ার দিকে বা তার দুই তিন বছর আগে। তার দশ বছর আগে কোকাকোলা বা পেপসি কেমন দেখতে আমরা জানতাম না, জল কেউ কিনে খায় শুনলে হেসে গড়াগড়ি দিতাম, লে’জ এর নামই শুনিনি। আমেরিকার লোকে নাকি মাল্টিপ্লেক্সে সিনেমা দেখে, সে এক সাঙ্ঘাতিক ব্যপার – আমাদের দেশে দু-চারটে বড় শহরে দু-চারটে সিনেমা হল আছে এসি – বাপরে, বড়লোকেদের হল! বাড়িতে টিভি আর টেলিফোন থাকলে সে অবশ্যই বড়লোক। ফ্রীজ থাকলেও। তো সেই প্রাচীন প্রস্তর যুগে আমাদের এসব খবর যাঁর কাছ থেকে জানা, তাঁর নাম নারায়ণ সান্যাল।
    নারায়ণ সান্যালকে নিয়ে আরেকটা থ্রেড গ্রুপে চলছে – স্বাতীদির খোলা। সেই থ্রেডে লিখতে গিয়েই বুঝলাম অত অল্প কথায় এটা হবে না তাই স্বাতীদির অনুমতি নিয়েই আলাদা থ্রেডের অবতারণা। কারণ নাসা (অতঃপর তিনি এই নামেই অভিহিত হবেন এই লেখায়) হয়তো তেমন “গণ্যমান্য” লেখক নন, কিন্তু তিনি আমার কৈশোরের প্রিয়তম লেখক – এখনো অন্যতম প্রিয়। এবং নাসা তাঁর পাঠকমহলে কিন্তু অতি জনপ্রিয়। আসলে সে যুগে এই “গণ্যমান্য” ট্যাগটা বসার একটা অন্যতম শর্ত উনি পুরণ করেন নি – আবাপ গ্রুপের হয়ে উনি কখনো একটা লাইনও লেখেননি। দেশে না, আনন্দবাজার পত্রিকায় না, আনন্দমেলাতেও না। তাহলে আর উনি কিসের বড় লেখক হলেন – তাই না?
    নাসার প্রতি আরেকটা অভিযোগ, তিনি নাকি “চাড্ডি ঘেঁষা” – এই শব্দবন্ধ দেখে নিশ্চই বুঝেছেন যে অভিযোগটি সাম্প্রতিক। আমি নাসার সব লেখা পড়েছি এমন দাবী একেবারেই নেই – তবে অনেকগুলিই পড়েছি। যা পড়েছি, তার মধ্যে একটি প্রবন্ধ বাদে আর কোথাও এই অভিযোগের সপক্ষে কোন এভিডেন্স আমার নজরে এসেছে বলে মনে পড়ছে না। সেই সংশ্লিষ্ট প্রবন্ধটির কথায় এবারে আসি। প্রবন্ধটি খুব সম্ভবতঃ ওঁর “অবিস্মরণীয়া” গ্রন্থের সূচনাংশে প্রকাশিত হয়েছিল – “কথাসাহিত্যে ঐতিহাসিক রস” শিরোনামে। ঐতিহাসিক উপন্যাস এবং ইতিহাস আশ্রয়ী উপন্যাস – এই দুই জঁরের তুলনামূলক আলোচনাই ছিল সেই প্রবন্ধটির মূল প্রতিপাদ্য – এবং সেখানে এক জায়গায় ইতিহাস আশ্রয়ী ঔপন্যাসিক কী করতে পারেন আaর কী পারেন না এই আলোচনাপ্রসঙ্গে উনি সুনীল গাঙ্গুলির “সেই সময়” উপন্যাসে কালীপ্রসন্নকে জারজ সন্তান হিসাবে দেখানোর তীব্র সমালোচনা করেছিলেন। “সেই সময়” যারা পড়েছেন তারা সকলেই জানেন কালীপ্রসন্নই এই উপন্যাসের প্রধান নায়ক এবং ্তাকে ছোট করার কোন অভিপ্রায় সুনীল দেখান নি – কিন্তু ঐ “জারজ” পরিচয়টুকু নাসা এবং অন্য অনেক ভক্তের আপত্তির কারণ ছিল। এ এক ধরণের চাড্ডিগিরি নিঃসন্দেহে, কিন্তু নাসার সময়ের প্রেক্ষিতে বিচার করলে ততটাও অস্বাভাবিক কি? বিশেষতঃ যে নাসা নিজেই বিভিন্ন লেখায় একের পর এক ট্যাবু ভেণ্ণগে বেরিয়ে আসার নিরন্তর চেষ্টা চালিয়ে গেছেন? কোথাও সেটা পারেন নি – তাতে তার সদিচ্ছাকে সন্দেহ করব? আমি অন্ততঃ করি না। বেনিফিট অফ ডাউট নাসার প্রাপ্য।
    অভাব অভিযোগ ছেড়ে এবার লেখার প্রসঙ্গে ফিরি। নাসা নিজেকে বলতেন “পল্লবগ্রাহী” লেখক – অর্থাৎ লেখক হিসাবে বিষয় থেকে বিষয়ান্তরে বিচরণ করা ছিল তাঁর মজ্জাগত। এই না -মানুষী বিশ্বকোষে তিমি মাছ থেকে র‍্যাকুনদের মত হরেক জানা অজানা প্রাণীদের জানছেন, জানাচ্ছেন তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্করতম বৈজ্ঞানিক আবিষ্কারের খুঁটিনাটি খুঁজে ফিরছেন। এই হটু বিদ্যালঙ্কার, তার বাবা রূপেন্দ্রনাথের সাথে প্রাক বৃটিশ বাংলার পথেঘাটে ঘুরে বেড়াচ্ছেন তো এই মহাকাশে খুঁজে বেড়াচ্ছেন নক্ষত্রলোকের দেবতাত্মাদের। মানবজন্মের প্রাগৈতিহাসিক অন্তর্লীনা ইতিহাসের খোঁজ করতে করতেই তিনি ঢুকে পড়ছেন লেওনার্দোর ডাইরির পাতায়, অগ্যুস্ত রোদাঁর স্টুডিওয়, ল্যুভর এর সালোঁ কেয়ারে লা জ্যাকোন্ডার গুহায় কিম্বা ফ্লোরেন্সের আকাদেমিয়ায় আর্টিমিসিয়া জেন্টিলেসচির ক্যানভাসে। গোয়েন্দা কাহিনীর প্যাঁচ থেকে কুমারভট্টের তিব্বত ভ্রমণে, অজন্তার গুহা থেকে আগ্রার প্রাসাদ স্থাপত্যে। উদবাস্তুদের জীবনযুদ্ধের পাশেই ফুটে উঠছে কনসেন্ট্রেশন ক্যাম্পের ভয়াবহ ট্র্যাজেডি। এই বিপুল বিষয় বৈচিত্র বাংলা তথা ভারতবর্ষের আর কোন লেখক ধরেছেন বলে আমার জানা নেই। হয়তো সুনীল গাঙ্গুলী কিছুটা – কিন্তু এ ব্যপারে নাসা অবিসংবাদী চ্যাম্পিয়ন।
    নাসার লেখা মেলোড্রামাটিক – এই অভিযোগ হয়তো খুব অসঙ্গত নয়। বহু লেখাই, যদিও সব লেখা নয়, অনেক লেখাই নয়। পি কে বসু সিরিজের লেখাগুলি তো অবশ্যই মেলোড্রামাটিক। কিন্তু আমরা যখন নাসা পড়েছি, যে বয়সে, তখন ওগুলো মেলোড্রামা বলে মনে হয়নি – আমার অন্ততঃ হয়নি। এখন হয়, সেজন্য আমি লেখার থেকে আমার মনকে বেশী দোষ দিই। কিন্তু মেলোড্রামা হয়েও তো কুমারভট্ট অথবা আনন্দস্বরূপিনী, সুতনুকা এবং রূপদক্ষ, কৌশিক এবং সুজাতা, আর্টিমিসিয়া, রোনাটা কার্ল বা হান মীগ্রঁ রা এখনো প্রিয় চরিত্রই রয়ে গেছে। এমন কি রাস্কেল নামের সেই র‍্যাকুনটাকেও এখনো বডই ভালবাসি যে! আর প্রাপ্তি? ঐ যে বললাম, তখন আমাদের গুগল ছিল না, অ্যাপ স্টোর ছিল না, স্মার্ট ফোন তো ছাড়ুন, আনস্মার্ট কেবলাতম ফোনও ছিলনা, টিভি ছিলনা, কিন্তু নাসা ছিলেন। হাত ধরে চিনিয়েছেন না-মানুষদের, চিনিয়েছেন হ্যারী ট্রুম্যান, রুজভেল্ট, অপেনহাইমার, আইনস্টাইন, হাইজেনবার্গ, অটো হান, কার্লস ফুকস, মারী কুরির মত অজস্র ব্যক্তিত্বকে, গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়, কেমব্রীজ বিশ্ববিদ্যালয় কিম্বা ফ্লোরেন্স আকাদেমিয়ার মাহাত্ম, নালন্দার গুরুত্ব, শিখিয়েছেন ভারমিয়ের থেকে ভ্যান গখ, ক্যারাভাজ্জিও থেকে মিকেলাঞ্জেলো, লিওনার্দো থেকে রদাঁর মত শিল্পীদের বুঝতে, জানতে। পরিচয় করিয়েছেন অজন্তার গুহাচিত্রের সাথে, পুরীর মন্দিরগাত্রের ভাস্কর্যের সাথে, আগ্রার দুর্গের গঠনশৈলীর সাথে। তাঁর হাত ধরেই প্রথম জেনেছি মানুষের জন্মের ইতিহাস – হোমো স্যাপিয়েন্স হয়ে ওঠার গল্প – আরো কত কী! এমনি এমনি কী আর এই প্রায় হাজার শব্দ লিখে ফেলার পরেও মনে হচ্ছে কিছুই তো বলা হল না?
  • Atoz | 236712.158.678912.161 | ১১ ডিসেম্বর ২০১৯ ০০:২৮729116
  • ক্লাউস। কার্লস না।
  • Atoz | 890112.162.893423.112 | ১১ ডিসেম্বর ২০১৯ ০০:২৯729127
  • দেশলাই বাক্স না, সিগারেটের প্যাকেট।
  • Rouhin Banerjee | ১১ ডিসেম্বর ২০১৯ ০০:৩৪729138
  • হ্যাঁ ক্লাউস - ঐ ভুলটা আগেই দেখেছি কিন্তু যে ফরম্যাটে আছে সংশোধন করতে পারছি না। আর এখানে তো আরোই করা যায় না। ওটা ভুল হিসাবেই থাক। এই ভুলটা আমার প্রথম নয়।

    দেশলাই বাক্সটাও ভুলই বটে। সিগারেটের ব্র্যান্ডের নামটাও ছিল বোধ হয়।
  • syandi | 236712.158.12900.220 | ১১ ডিসেম্বর ২০১৯ ০১:১৪729149
  • গুটেনবার্গ বিশ্ববিদ্যালয় নাকি গটিণগেন বিশ্ববিদ্যালয়?
  • advut chintaa | 347812.245.4556.56 | ১১ ডিসেম্বর ২০১৯ ০১:২১729154
  • মনে আছে এক বন্ধু বলেছিল, তক্কে তক্কে থাক্তে হবে কবে নারান স্যানাল মারা যায়!। অবাক হয়ে বল্লুম, কেন রে? সে বলে, তখন নারান সমগ্র বেরোবে আর অম্নি কিনে ফেলতে হবে!
  • Atoz | 890112.162.783423.87 | ১১ ডিসেম্বর ২০১৯ ০১:২৫729155
  • ক্রিটিকাল প্রোপোর্শন না, ক্রিটিকাল ম্যাস। আর ওই ভদ্রলোক, ক্লাউসফুক্স, যদ্দূর জানা যায়, নোবেল লরিয়েট ছিলেন না।
  • Atoz | 890112.162.783423.87 | ১১ ডিসেম্বর ২০১৯ ০১:৩৩729156
  • চিন্তা করে দেখুন একবার, ব্যাটারা সিগারেট খেত! নিজে খেয়ে রক্ষা নেই, আবার অন্যদের বিলাতো! বিজ্ঞানী হয়েও কোনো স্বাস্থ্যনীতি মানতো না! ছি ছি ছি। আবার সিগারেটের প্যাকেটে করে বোমার ফর্মূলা পাচার করত। ছি ছি ছি। করবি তো কর, কোনো ভালো জিনিসে করে পাচার কর! ঃ-)
  • a | 236712.158.891212.165 | ১১ ডিসেম্বর ২০১৯ ০২:১৫729157
  • পলমল সিগারেট। আমারো প্রিয় লেখক। তবে একদম প্রথম উদা টা কোন লেখার বুঝলাম না।

    ঘটনাচক্রে আমার সৌভাগ্য হয়েছিল ওনার সাথে দেখা হবার যদিও খুবই কম বয়সে। না মানুষী বইটা উপহার দিয়েছিলেন।
  • Atoz | 236712.158.788912.182 | ১১ ডিসেম্বর ২০১৯ ০২:২১729106
  • নারায়ণ সান্যালের লেখা নন-ফিকশন হিসেবে পড়তে ভালো, খেটেখুটে তথ্য সংগ্রহ করে লিখতেন।
  • avi | 236712.158.566712.249 | ১১ ডিসেম্বর ২০১৯ ০৫:১৭729107
  • প্রথমটা মৃত‍্যোর্মা-অমৃতম্ বই থেকে নেওয়া। পোলিশ ভদ্রলোক, কনসেনট্রেশন ক্যাম্পে মারা যান। নাৎসি জার্মানীর ওপর নাসা বেশ কিছু লেখালেখি করেছিলেন। ভালোই সেগুলো।
  • Atoz | 236712.158.678912.155 | ১১ ডিসেম্বর ২০১৯ ০৫:৪৩729108
  • রূপমঞ্জরীর সেই সম্বৎসরের চাল আর একশোটি তংকা। ডাক্তারের ফী। ঃ-)
  • avi | 236712.158.676712.104 | ১১ ডিসেম্বর ২০১৯ ০৬:১১729109
  • রূপমঞ্জরী তেমন পছন্দ হয় নি। বস্তুত যেখানেই তিনি কল্পনার জগতে নির্মাণের প্রয়াস দেখিয়েছেন, অত্যধিক ম্যানারিজম ভারাক্রান্ত লেখা পেয়েছি। অথচ প্লট পরিকল্পনা ভালো ছিল। একই কথা আনন্দ স্বরূপিণী বা মহাকালের মন্দিরের মতো ইতিহাস-আশ্রিত লেখার ক্ষেত্রেও প্রযোজ্য। শেষেরটায় অবিশ্যি দুমার প্লট থাকায় সাহায্য করেছে। আর নাসার অধিক জনপ্রিয় বিষয়ানুগ গ্রন্থগুলোর নির্মেদ ভঙ্গিটি সামাজিক উপন্যাসে প্রায়ই অনুপস্থিত। সেগুলোর বেশিরভাগ অতিকথন আক্রান্ত হওয়ার পড়তে ক্লান্ত লাগে। মনামী বা অলকনন্দা যেমন।
    ভালো কথা, নারায়ণ সান্যাল কিশোর এবং কিশোরীদের জন্য আলাদা গল্পসমগ্র লিখেছিলেন। তার মুখবন্ধে দাবী ছিল, বাল্য বা যৌবনে মানুষের রুচি লিঙ্গনিরপেক্ষ হলেও কিশোরকালে নাকি তা পুরো ভিন্ন হয়।
  • Atoz | 236712.158.678912.221 | ১১ ডিসেম্বর ২০১৯ ০৬:২২729110
  • বাপ রে, কিশোর ও কিশোরীদের জন্য আলাদা গল্পসমগ্র? ঃ-)
    রূপমঞ্জরী আমারও পোষায় নি। ওঁর মৌলিক আখ্যান কোনোটাই পোষায় নি। মনে রাখার মতন কোনো কিছু পাই নি ওসবে। তথ্যনির্ভর প্রবন্ধধরণের নন-ফিকশনগুলো ভালো লাগতো তথ্যগুলোর জন্যই (তখনকার দিনে সরাসরি ওসব তথ্য সহজে পাবার উপায় ছিল না বলেও হতে পারে সেটা)।
  • avi | 236712.158.676712.108 | ১১ ডিসেম্বর ২০১৯ ০৭:১৯729111
  • হুম। এই পুংশিশু আর স্ত্রীশিশু আলাদা ভাববে, আলাদা বিহেভ করবে - এইগুলো নিয়ে ফ্রয়েড ও তাঁর পরের লোকজন এত হ্যাজ দিয়েছেন যে ষাট সত্তর বছর ধরে গুচ্ছ লেখক শিল্পী চলচ্চিত্রকার তাই সত্যি ধরে রচনা করেছেন। আবার সেসব দেখেপড়ে আমরাও সেটাই সত্যি ধরেছি। বিচিত্র এই সংসার।
  • Atoz | 236712.158.678912.107 | ১১ ডিসেম্বর ২০১৯ ০৭:২৩729112
  • আরে সেই কথামালা না কীসে ছিল, "আরে বাবাঠাকুর? একটা কুকুর কাঁধে নিয়ে যাচ্ছেন?" পর পর তিনজন জিগ্গেস করল, ভদ্রলোক কাঁধ থেকে পাঁঠা ফেলে স্নান করে বাড়ি গেলেন।
    প্রচারের চোটে সবরকম প্রতিষ্ঠা করা যায়। আর বাজারের মদত থাকলে তো কথাই নেই।
  • :( | 236712.158.34900.248 | ১১ ডিসেম্বর ২০১৯ ০৮:২৪729113
  • বুগুর চে বাজে কেউ থাকলে সে এই নাস্যা!
  • Apu | 237812.69.563412.213 | ১১ ডিসেম্বর ২০১৯ ০৯:০২729114
  • এ ব্যাপার টা কমন পড়েছে। ওনার প্রচুর বই পড়ার জন্যে

    লিখবো
  • ন্যাড়া | 237812.69.453412.116 | ১১ ডিসেম্বর ২০১৯ ০৯:০৩729115
  • আমার বুগুও ভাল লাগে, নাসাও ভাল লাগে। আবার আমার অবন ঠাকুর ভাল লাগে না। আমি গুরুর ০.১%, কিন্ত জনগণের ৯৯%?
  • সিএস | 236712.158.566712.249 | ১১ ডিসেম্বর ২০১৯ ০৯:০৭729117
  • আমার তিনজনের কারোকেই ভাল লাগে না। তিনজনকেই ওভাররেটেড মনে হয়। প্রথম দুজনকে কোন রেটিং-এ রাখারই দরকার ছিল না।

    আমি ০.০০১%। কোনদিকে জানি না।
  • Atoz | 890112.162.783423.45 | ১১ ডিসেম্বর ২০১৯ ০৯:১০729118
  • সেদিন দশকর্মা ভান্ডারের তুলনাটা ভালো লেগেছিল। ঃ-)
  • সিএস | 236712.158.566712.249 | ১১ ডিসেম্বর ২০১৯ ০৯:২২729119
  • ঃ-)।
  • সে ত বলতে গেলে | 236712.158.566712.213 | ১১ ডিসেম্বর ২০১৯ ১০:১০729120
  • অমন হাজাপাজা লেখক পচুর আছে। এখনের এই স্মরঞ্জিত দেবারতি মুখোপাধ্যায় মল্লিকা ধর সৌরভ কিএক্টা সায়ন্তনী পুততুন্ডু এদের বইফই কিনে পুরো ঠকে গেছি। ন্যাকাচো টাইপ্স বালিরবস্তা। এরাও দিব্বি করে খাচ্ছে। আগের দিনেও সেমন এই চিত্তরঞ্জন মাইতি নারায়ন সান্যাল বুদধ গুহ প্রতিভা বসুরা করেকম্মে গেছে।
  • sm | 890112.162.9002323.87 | ১১ ডিসেম্বর ২০১৯ ১০:৫৩729121
  • তা,দাদা,কার বই কিনে ঠকেন নি?
    শরৎ,বঙ্কিম,অখণ্ড একশ টাকায় মেলে।ঠকার চান্স কম । ওনাদের বাদ দিয়ে বলেন দিকি।
  • সিএস | 236712.158.786712.115 | ১১ ডিসেম্বর ২০১৯ ১১:১৬729122
  • আরো একটু সুচিন্তিত মত হল এই যে, নারায়ণ সান্যাল বাজার পেলেন কারন সেই পুরোন বাংলা বিশ্বকোষের খুব একটা প্রসার হল না, ছাপা বিশেষ হত না বলেই মনে হয়, নতুন খণ্ডও, ফলে পড়ে থাকছে ইংরেজীতে এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা যার দাম মধ্যবিত্তর পকেটের বাইরে। মোটামুটি একই সময়ে আবাপ গ্রুপের ছোটদের পড়ার বাজার ধরা, পুরোন প্রচলিত পত্রিকা (কিশোর ভারতী ইত্যাদি), এগুলোর সাথেই নারায়ন সান্যালের বইগুলোর, একটা যোগ আছে বলেই মনে হয়। পড়াশোনার প্রসার বাড়ছে, বাংলা মিডিয়াম স্কুলগুলো তখনও টিকে আছে, ইংলিশ মিডিয়ামের স্কুল তৈরী হচ্ছে, বাম আমলের শান্তিকল্যান, অভিভাবকদের আকাঙ্খা, তো এসবের সাথেই 'জ্ঞানার্জন', বিশেষ করে তথ্য কন্ঠষ্থ করার প্রবণতা, এগুলোর সাথে নারায়ণ সান্যালের লেখাগুলো মোটামুটি একই সময়ে ঘটল। কলেজ স্ট্রীটের প্রকাশকরা এই পরিস্থিতিটা মনে হয় বুঝতে পেরেছিলেন, তারা যে ব্যবসা বোঝেন আর চাহিদা বোঝেন সেটা প্রমাণ হয় আর সেই জন্যই নারায়ণ সান্যালের ডাইনে-বাঁয়ে লেখা এত এত বই !!
  • সিএস | 236712.158.786712.115 | ১১ ডিসেম্বর ২০১৯ ১১:৪৩729123
  • জানার ইচ্ছে এটাও যে নারায়ণ সান্যালও গুগল ছিল না, তাহলে এত এত তথ্য পেতেন কি করে ? হ্যাঁ, কোন একটি বিষয় নিয়ে উৎসাহ কারো, বুঝতে পারি যে সেই বিষয়ে তিনি বই সংগ্রহ করলেন, বাইরে থেকেও আনালেন ইত্যাদি। কিন্তু এ তো পুরো, মানুষের যাবতীয় জ্ঞান আর কাজের তালিকা, যা নারায়ণবাবুর বইগুলোতে। তো এত সব বিষয়ে বই যোগাড় করতেন, সে সব বইগুলো গেল কোথায়, নারায়ণবাবুর লাইব্রেরীটা ? নাকি, 'এবার একটু ভারতীয় ভাস্কর্য নিয়ে লিখুন' কিংবা 'নাসার রকেটচর্চা নিয়ে একটা বই করা যাক' এই বলে প্রকাশকরাই বইপত্তর যোগাড় করে দিতেন ?
  • avi | 237812.69.453412.74 | ১১ ডিসেম্বর ২০১৯ ১১:৫৩729124
  • জাতীয় গ্রন্থাগার, এশিয়াটিক সোসাইটি জাতীয় প্রতিষ্ঠানগুলি এককালে গুগলের অভাব কিছুটা মিটিয়ে দিত বই কি। তার সাথে রিডার্স ডাইজেস্ট, ন্যাট জিও ইত্যাদি। প্লাস নাসার বাড়ি মনে হয় চৌরঙ্গী রোডেই, গুটিগুটি সর্বত্র যেতে সমস্যা কম। রকমারি বই পড়া ও তথ্য জমানো অনেকেরই হবি ছিল, সিধুজ্যাঠা ধরণের চরিত্রের আদলে, তাঁরাও অনেক সুলুক সন্ধান দিতেন।
  • Apu | 237812.69.453412.134 | ১১ ডিসেম্বর ২০১৯ ১৫:৩৯729125
  • শার্লক হেবো দিয়ে শুরু করি। হেবো ছোটদের মন-পছ্ন্দ গোয়েনা। তার নানান কান্ড
    নারায়ণ ববু র র দ্ক্ষ লেখনী তে সহজপাচ্য
    আর উপাদেয়
  • প্রেমেন্দ্র মিত্র | 237812.68.9008912.198 | ১১ ডিসেম্বর ২০১৯ ১৭:৪৪729126
  • প্রচুর তথ্য নিয়ে ঘনাদার গল্পগুলোও লেখা হয়েছে। কিন্তু সেগুলো নারায়ণ সান্যালের মত বাজে লাগেনি। সোজা কথায় নারায়ণবাবুর লেখার কোনো স্টাইল নেই।
  • For প্রেমেন্দ্র মিত্র | 236712.158.90078.172 | ১১ ডিসেম্বর ২০১৯ ১৯:৫১729128
  • আমার মনে হয় এটা মেনে নেওয়া ভালো যে প্রেমেন্দ্র মিত্র লেখক।
    আর বুগু চা অ্যা, না স্যা ইন্জি।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন