এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • dc | 237812.68.454512.192 (*) | ০৭ আগস্ট ২০১৯ ০৭:৪৬49252
  • অমিত, মুশকিল হলো এই ডিসিশানটা নেওয়া হয়েছে ধুধুমাত্র দুটো মাত্র অবজেক্টিভ মাথায় রেখেঃ শর্ট টার্ম অবজেক্টিভ হলো বিজেপির ভোটে সুবিধে হবে, আর লং টার্ম অবজেক্টিভ হলো আরেসেসের হিন্দু রাষ্ট্র পোজেক্ট আরেক ধাপ এগলো।

    আর আমাদের সবার প্রিয় প্রধানসেবক ডিসিশানটা নিয়েছেন খুব অপটিমাল সময়ে। দেশের মধ্যে অপোজিশান বলে আর কেউ নেই, ফলে ইন্টারনালি কোন বাধার সম্মুখীন হওয়ার প্রশ্নই নেই। আর ইন্টারন্যাশানালি গ্লোবাল পুলিশ আর কেউ হতে চাইছে না। অ্যামেরিকা অস্তাচলে আর চীন সেই জায়গায় এখনো পৌঁছয়নি। যার জন্য দেখুন অ্যামেরিকা একটা নিস্পৃহ মন্তব্য করে দায় সেরে ফেলেছে আর চীন একটু ফোঁস করেছে বটে, কিন্তু তার বেশী কিছু না।
  • S | 236712.158.566712.165 (*) | ০৭ আগস্ট ২০১৯ ০৭:৪৭49254
  • কাশ্মীরের তিনটে মুল পার্টি হলোঃ ভারত, পাক, চীন। এর মধ্যে পাক ও চীন ভারতের প্রতি মারাত্মক হোস্টাইল। এবং এই হোস্টিলিটিই পাক ও চীনের বন্ধুত্বের কারণ। চীনের সঙ্গে সুসম্পর্ক তৈরী করা ভারতের খুবই প্রয়োজন। কারণ চীনকে হ্যান্ডেল করা ভারতের পক্ষে আর কোনওদিনও সম্ভব হবেনা।
  • dc | 237812.68.454512.192 (*) | ০৭ আগস্ট ২০১৯ ০৭:৪৭49253
  • শুধুমাত্র
  • S | 236712.158.566712.165 (*) | ০৭ আগস্ট ২০১৯ ০৭:৫৮49255
  • কাশ্মীরকে ছেড়ে দেওয়ার কোনও মানেই হয়্না। কাশ্মীর কোনওদিনই স্বাধীন রাষ্ট্র হবেনা। নাম কে ওয়াস্তে হলেও পাকিস্তানের ছায়া হয়েই থেকে যাবে। পাক ও চীনা সেনাদের অবাধ বিচরণ ভুমি হবে।

    কিন্তু কাশ্মীরকে ইন্টিগ্রেট করার এটা সঠিক পদ্ধতি নয়। ডিসিদার দুটো পয়েন্টই ভ্যালিড। ঐ দুটই মুল উদ্দেশ্য। এখানে কাশ্মীরের লোকজনদের কোনও পার্টিশিপেশন ছাড়াই মেইন ল্যান্ডের লোকেরা ঠিক করে ফেললো একটা রাজ্যের ভবিষ্যত। কলোনিয়াল স্টাইলে। স্টেড হুড কেড়ে নিয়ে এবং ৩৭০ বাতিল করে কাশ্মীরকে আরো বেশি অনিশ্চয়তা এবং হিংসার দিকে ঠেলে দিলো। এখন দুটই পথ খোলা থাকলো। এক, ভবিষ্যতে কাশ্মীরকে (জম্মু নয়) ছেড়ে দেওয়া। দুই, জম্মু ও কাশ্মীরকে হিন্দু প্রধান বানিয়ে (৩৫এ) প্লেবিসাইট করা। বোঝাই যাচ্ছে বিজেপি কোনদিকে হাঁটছে।
  • dc | 236712.158.786712.67 (*) | ০৭ আগস্ট ২০১৯ ০৭:৫৯49256
  • কিন্তু চীন কি ভারতের সাথে খুব বেশী সুসম্পর্ক চাইবে? বরং কাশ্মীর নিয়ে ভারত ব্যস্ত থাকলে চীনের লাভ। চীন চাইবে কড়াইটা যেন ফুটতে থাকে কিন্তু জল উপচে না পড়ে।
  • S | 236712.158.566712.165 (*) | ০৭ আগস্ট ২০১৯ ০৮:০৪49257
  • হ্যাঁ পাকিস্তানকে প্রচুর আর্মস বিক্রিবাটা করছে বটে চীন। বিশেষতঃ আম্রিগা বন্ধ করে দেওয়ার পর থেকে। সেক্ষেত্রে চীনের ইন্টারেস্ট আছে ভারত-পাক সমস্যা জিইয়ে রাখার। কিন্তু অন্য সীমান্তগুলোতে চীন চাইবে ভারতের সঙ্গে মিটমাট করে বানিজ্যিক সুসম্পর্ক তৈরী করার। আম্রিগা ট্যারিফ বসানোর পর এবং গ্রোথ কমতে শুরু করতে চীন নতুন মার্কেট খুঁজছে। ভারত একদম পাশেই আছে, গ্রোয়িং ইকনমি, যে কারণে বেল্ট/সিল্ক রোডে ইন্ডিয়াকে ইনভাইট করেছিলো।
  • dc | 236712.158.786712.67 (*) | ০৭ আগস্ট ২০১৯ ০৮:০৮49258
  • হ্যাঁ। আমার তো মনে হয় বেল্ট অ্যান্ড রোডে ইন্ডিয়া গেলে আমাদের লাভই হবে। বেফালতু অ্যামেরিকার চাপে যাচ্ছে না।
  • Amit | 237812.68.345623.76 (*) | ০৭ আগস্ট ২০১৯ ০৮:৩৫49259
  • ডিসি, পলিটিকাল লাভ তো আছেই , নাহলে মোদী কি আর চ্যারিটি করতে নেমেছে ? কিন্তু গত ৬০-৭০ বছরে কংগ এতো জল ঘোলা করেছে কাশ্মীর এ, ওই বা ছাড়বে কেন ? বরং ওদের কোনো হিপ্পোক্রেসি নেই, হিন্দু পলিটিক্স করবে, সোজা বুক চিতিয়ে করছে । কংগ বা তিনুদের মতো লুকিয়ে চুরিয়ে নয় ।

    কাশ্মীর এর লোক দের মন জয় করতে গিয়ে জম্মু বা লাদাখের লোকের মন বিগড়ে যাচ্ছিলো এদিকে, তো এরা টার্গেট অডিয়েন্স চেঞ্জ করে দিলো আর কি। সোজা কথা, কাশ্মীর কে পাকিস্তান এর হাতে ছেড়ে দেওয়া বা স্বাধীন হতে দেওয়া দুটোই ইন্ডিয়ার পক্ষে বিপজ্জনক , পাকিস্তান বা চীন তো আর গান্ধী গিরি করে না। আর আলোচনার যেখানে বেসিস টাই গড়বড়ে, সেখানে অনন্তকাল ধরে আলোচনা করে কার লাভ ?

    একটা মেজর গ্যাম্বলে খেলে দিলো মোদী, এবার দেখা যাক, বাকিরা কি করে। তবে কংগ্রেস র গঙ্গাযাত্রা হয়ে গেছে নিশ্চিত ।
  • Amit | 236712.158.23.203 (*) | ০৭ আগস্ট ২০১৯ ১১:২৪49263
  • বাবা রে । দেবু বাবু তো একেবারে অমিত শাহ এর মতো আঙ্গুল তুলে ধমকালেন।
  • Amit | 236712.158.23.203 (*) | ০৭ আগস্ট ২০১৯ ১২:১৩49247
  • আমার নিজের ধারণা ওপাশে ট্রাম্প আফগান তালিবান দের সাথে কোনো রকম এক্সিট চুক্তি ফাইনাল করার আগেই মোদী চেয়েছিলো কাশ্মীরে নিজের মতো করে ঘর গোছাতে। একবার US আর্মি আফগানিস্তান থেকে বেরিয়ে গেলে পাকিস্তানী তালিবান দের পুরো চাপ যে কাশ্মীরে এসে পড়তো না , তার কোনো গ্যারান্টি নেই। ও রকম ব্যাটল হার্ডেনেড মিলিশিয়া গ্রূপ এর সাথে লড়াই করা, সেখানে অলরেডি লোকাল পপুলেশন হোস্টাইলে হয়ে আছে, খুবই ডিফিকাল্ট।

    কদিন ধরেই ট্রাম্প নেচে যাচ্ছে কাশ্মীরে মধ্যস্থতা করার জন্যে, আসল খবর নিশ্চয় কিছু ইন্ডিয়া পেয়েছে ভেতরে , কে জানে।
  • Ekak | 124512.101.89900.123 (*) | ০৮ আগস্ট ২০১৯ ০১:৩৪49265
  • অমিত জে কর্পোরেট্প্রতিম মডেল টি পেশ করেচেন উটির গোড়ায় এট্টু গোল আচে ঃ)

    বাস্তবে তদ্রুপ খেত্রে এই অপশন ওপেন যেখানে, বেশি মাইনে পাওআ কর্মীকে বলা জায়, যে বাপু তুমি সেম গ্রেডে সেম মাইনে না নিলে , রেজিগনেশন দিয়ে অন্যত্র কাজ খুন্জে নাও। একই কথা বাকী কর্মীদের খেত্রেও প্রজজ্য।

    এই লিবার্টি টাই কর্পোরেট মডেল কে ইউনিকনেস দেয়, স্লেভ হিসেবে কাওকে ধরে রেখে তার্পর পুরো খেলার নিওম লিখলে সেটা আর জাই হোক কর্পোরেট থাকে না ।

    স্টেট অকুপেশন কে যস্টিফাই কত অতো সহজ নয় , ন্যান , আবার চেষ্টা করেন
  • Amit | 236712.158.23.215 (*) | ০৮ আগস্ট ২০১৯ ০১:৪৮49266
  • একক কে,

    হ্যা, ওই মডেল এ একটু গোল তো আছেই। ওতো ডিটেল এ লিখিনি, হাফিয়ে যাই বাপু। জাস্ট অপশন গুলো শর্ট লিস্টি করতে চাইছি এক জায়গায়। আমরা তো আর কাশ্মীর প্রোবলেম এই মায়াপাতায় সল্ভ করবো না, জাস্ট মতামত নেওয়া। টাইম পাস আর কি আমার কাছে।

    বেশি মাইনে পাওয়া এমপ্লয়ী কে বলা যেতেই পারে অন্যত্র কাজ খুঁজে নিতে, তবে গোল টা বাধে সেখানে যদি সেই এমপ্লয়ী বলে বসে সে যেখানে চাকরি করছিলো, সেই বাড়ি শুদ্ধ অন্য কোম্পানিতে চলে যাবে বা ওই বাড়ি তেই নিজের অন্য কোম্পানি খুলবে।

    আরো গোল বাধবে যদি এবার সেই বাড়িতেই অতীতে সেই এমপ্লয়ী অন্য কাজ করছিলেন নতুন কোম্পানি ফর্ম হওয়ার আগেই।

    যেমন ধরেন ইন্ডিয়া পোস্ট এ নিজের বাড়ি পোস্ট অফিস হিসেবে লিজে দেওয়াও যায় আবার একই সাথে সেখানে পোস্ট মাস্টার এর চাকরি ও করাও যায় ইন্ডিয়া পোস্ট এর কাছে মাস মাইতে তে।

    এবার হটাৎ কোনো এক সকালে তিনি চাকরি ছাড়তে চাইলে সেই বাড়ির মালিকানা র হিসেবে কি দাঁড়ায় -?
  • dc | 237812.69.563412.99 (*) | ০৮ আগস্ট ২০১৯ ০২:০২49267
  • "এটা ঠিক যে কাশ্মীর এর লোকেদের সাথে কোনো আলোচনা ছাড়াই ৩৭০ তুলে দেওয়া হয়েছে। উল্টোদিকে এটাও ঠিক যে গত ৭০ বছরে কোনো নির্দিষ্ট প্ল্যান পাওয়া যায়নি। জাস্ট মোদী ভজনা বা মোদী ব্যাশিং এ না গিয়ে একটু টো টি পয়েন্ট আলোচনা এগোলে কেমন হয় ?"

    অমিত যদি কিছু না মনে করেন তো বলি এই আলোচনার প্রেমাইসে ভুল আছে, বা ভুল অ্যাসাম্পসান নিয়ে আলোচনা শুরু করেছেন। ৩৭০ ভুল না ঠিক সেটা কিন্তু গতো কয়েকদিনের ঘটনার বেসিস না। বেসিস হচ্ছে বিজেপির ম্যানিফেস্টোতে ৩৭০ তুলে দেওয়ার কথা ছিল, বিজেপি তুলে দিয়েছে। অন্য পার্টিরা ৩৭০ তোলার কথা বলেনি, তাই তারা তোলার চেষ্টাও করেনি। এটা যদি মেনে নেন তাহলে দেখবেন যে ৩৭০ তোলা হয়েছে আরেসেস/বিজেপির স্বার্থে, অন্যরা এটা চায়নি (কাশ্মীরীরাও না, অন্যরাও না)। এই যে দেবু বাবু বললেন ন্যাশনাল ইন্টারেস্ট, তো এটুকু বলা যায় যে বিজেপির ইন্টারেস্ট আর ন্যাশনাল ইন্টারেস্ট এক না। এই টই না অন্য কোথায় একটা লিখেছিলাম, এই ডিসিশানের ফলে বিজেপির ভোটে লাভ হবে, আর আরেসেসের হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার প্রোজেক্ট আরেক ধাপ এগোবে।

    অন্য একটা ব্যপার হলো, ৩৭০ তুলে দেওয়ার প্রসেসটা। এটা করা হলো কনস্টিটিউশান রিইন্টারপ্রেট করে - বলা হলো কাশ্মীরের কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি আর স্টেট অ্যাসেম্বলি এক। একটা স্টেবল ডেমোক্রেসি কি এভাবে কনস্টিটিউশান রিইন্টারপ্রেট করতে পারে? মানে এই যে প্রেসিডেন্স তৈরি হলো, এর পর তো যে কোন কিছুই নিজের মতো করে ইন্টারপ্রেট করা যাবে! এছাড়া একটা রাজ্যকে ইউনিয়ন টেরিটোরি বানিয়ে দেওয়া হলো, এটাও একটা অসাধারন প্রেসিডেন্স তৈরি করা হলো। ধরুন তামিল নাড়ুতে জল্লিকাট্টু নিয়ে খুব প্রতিবাদ হৈচৈ চলছে, তো সেখানে প্রেসিডেন্টস রুল ডিক্লেয়ার করে বলা হলো তামিল নাড়ুকে দুটো ইউনিয়ন টেরিটোরিতে ভাগ করে দেওয়া হবে। আমার মনে হয় এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত।
  • Amit | 236712.158.23.211 (*) | ০৮ আগস্ট ২০১৯ ০২:৫৮49268
  • উহু ডিসি, হলো না। আর একবার পড়েন।

    আমি কাশ্মীর কে লেখাতে আদৌ তুলিনি, ওটা আমার প্রশ্নই নয়। সবাই জানে মোদী শাহ এটা একটা মেজর পলিটিকাল চাল চেলেছে। ওদের ইলেকশন এজেন্ডা তে এটা ছিল, সেটা ইমপ্লিমেন্ট করে ব্রাউনি পয়েন্ট স্কোর করেছে। আর এটা এমন সাবজেক্ট , অপসিশন পুরো ছত্রখান হয়ে গেছে।

    আর এটাও স্বীকার করা যাক , পুরো দুনিয়াতে যারাই জোর করে কোনো জায়গা দখল করে , তারা করার কাছে কোনো রকম জাস্টিফিকেশন দেয়না,বা পিছিয়ে আসে না যতক্ষণ একটা বড়ো সড়ো ইন্টারন্যাশনাল চাপের মুখে পড়ছে।

    চীন তিব্বত দখল করে রেখেছে , কাউকে জুস্টটিফিকেশন দিয়েছে বা দিচ্ছে ? পাকিস্তান বেলুচিস্তান দখল করে রেখেছে, কাউকে দিচ্ছে ? রাশিয়া চেচনিয়া দখলে রেখেছে , কাওকে দিচ্ছে ? US জাপানে ওকিনাওয়া আইল্যান্ড এ বসে আছে , কাওকে দিচ্ছে ? UK ফকল্যান্ড এ বসে আছে, কাওকে দিচ্ছে ? স্পেন ক্যাটালোনিয়া কে দখলে রেখেছে , কাওকে দিচ্ছে ? চীনের পুলিশ হংকং প্রোটেস্টটার দের রোজ পেটাচ্ছে , রোজ মিডিয়াতে আসছে, চীনের কিছু কেশাগ্র উৎপাটন হয়েছে তাতে ?

    এই যে ইন্ডিয়া নিজের মিলিটারি ইন্টারেস্ট না থাকলে কি আদৌ ১৯৭১ এ বাংলাদেশ এ নাক গলাত- ? কাশ্মীর আর বাংলাদেশ এর কেস স্টাডি র মধ্যে কতটা ডিফারেন্স বার্ডস eye ভিউ থেকে ?

    US আফগানিস্তান এ বসে আছে , কার বাবার ক্ষমতা ওদের থেকে কৈফিয়ত চাইবে ? কুয়েত এ তেলের বদলে আপেল বা কলা বাগান থাকলে এখনো ইরাক ওখানে দিব্যি আরামসে বসে থাকতো, নেহাত তেলের জন্যে কেস গড়বড় হয়ে গেলো। ওসব জাস্টিফিকেশন টোন নিয়ে আমি আদৌ প্রশ্নই তুলিনি।

    আমি জাস্ট কয়েকটা বেসিক প্রশ্ন তুলেছি, একটা ইডিয়াল ডেমোক্রাটিক মডেল এ রকম ডিভার্সিফায়েড কেস র পাথ ফরওয়ার্ড কি কি ভাবে হওয়া উচিত ?

    বাস্তব দুনিয়াতে কি কি হচ্ছে, সেটা সবাই জানে , সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই।
  • dc | 236712.158.676712.214 (*) | ০৮ আগস্ট ২০১৯ ০৩:১৬49269
  • কি হওয়া উচিত সে নিয়ে আমারও কোন উত্তর নেই, বা দিতে পারবো না। বেসিকালি কাশ্মীরে তিনটে পার্টি স্টেলমেট নিয়ে বসে আছে। চীন, ভারত, পাকিস্তান কেউই এগোতেও পারবে না, পেছোতেও পারবে না। আইডিয়ালি স্ট্যাটাস কুও বজায় রাখা উচিত ছিলো বলেই মনে হয়, আর ইন্ডিয়া যেটা করতে পারতো সেটা হলো চীনের সাথে লং টার্ম ট্রেড রিলেশান তৈরি করা যাতে সেটা দিয়ে কাশ্মীরে কিছুটা বার্গেন করা যেতো। এখ্ন তো সেই অপশানটাও গেলো।
  • Amit | 236712.158.23.215 (*) | ০৮ আগস্ট ২০১৯ ০৩:২৭49270
  • অরে ডিসি , আপনি দাদা সেই কাশ্মীরেই ফিরে এলেন।

    আপনি তো ভালোই জানেন ইন্টারন্যাশনাল পলিটিক্স বড়ো বিচিত্র জিনিস, কালকে কি হবে নস্ট্রাদামুস এর বাবা ও বলতে পারবে না। চীন ভারত এর রিলেসন কালকে কি দাঁড়াবে, চীন পাকিস্তান এর রিলেসন কি দাঁড়াবে , আমেরিকা রাশিয়া কোথায় কাঠি করবে, কে বলতে পারে ?

    রাজনীতি যেমন চেঞ্জ হতে থাকবে, কাশ্মীর নিয়ে ওদের প্রায়োরিটি ও চেঞ্জ হতে থাকবে সময়ের সাথে সাথে। আপনি যা যা বলছেন, সবই তো প্রেডিকশন , হতেও পারে , নাও পারে। সবই ৫০ % ৫০-% প্রোবাবিলিটি।

    আমার বেসিক প্রশ্নটা সেই রয়েই গেলো । কি করা উচিত এসব কেস এ ?

    :( :(
  • dc | 237812.69.453412.170 (*) | ০৮ আগস্ট ২০১৯ ০৩:৩১49271
  • ওহো, এক্কেবারে আইডিয়ালি কি করা উচিত? এ তো সিম্পুল ব্যপার ঃ-) চীন আর পাকিস্তানের উচিত কাশ্মীরে নাক গলানো বন্ধ করা। আর তারপর তিনটে দেশ মিলে পুরো কাশ্মীরে একসাথে গণভোট করা উচিত। মানে ইন্ডিয়ার পোর্শানে, পাকিস্তানের পোর্শানে, আর চীনের পোর্শানে তিনটে জায়গাতেই একসাথে গণভোট। আর সেই ভোটের রায় যা হবে সেইমতো এগনো উচিত।
  • Amit | 236712.158.23.211 (*) | ০৮ আগস্ট ২০১৯ ০৩:৩৭49272
  • ও হ্যা, লাস্ট এ যে বললেন স্টেটাস কুও রাখাই উচিত ছিল, তাহলে সেটা কত বছরের জন্যে- ?
  • dc | 236712.158.676712.114 (*) | ০৮ আগস্ট ২০১৯ ০৩:৪০49273
  • অন্তত আগামী বছর দশ কুড়ি। যদ্দিন না গ্লোবাল পলিটিক্সে বড়ো রকম কোন পরিবর্তন হয়।
  • Amit | 236712.158.23.211 (*) | ০৮ আগস্ট ২০১৯ ০৩:৪২49274
  • কি কান্ড দ্যাখেন, এতো সোজা , সিম্পুল সলুশন হাতের কাছেই, আর আমরা এদিকে ছড়িয়ে লাট করছি। শেম। :) :)

    আমি কোনোদিন প্রধান মন্ত্রী হলে আপনাকে বিদেশমন্ত্রী করবোই , প্রমিস। :) :) (গুরুদেব বলে গ্যাছেন স্বপ্নে হালুয়া খেলে ঘি বেশি করে দিতে )

    যাক গে, আজকের মতো প্রশ্ন ঢের হয়েছে। আবার সুযোগ পেলে প্রশ্ন তোলা যাবে খন। মায়াপাতা বড় ভালো জিনিস। ভারী ভারী সাবজেক্ট নিয়ে প্রশ্ন করা যায়, উত্তর না পেলেও খেতি নেই। ইন ফ্যাক্ট উত্তর পেলেও বা আমার কি আসবে যাবে আর ?

    :) :)
  • dc | 236712.158.676712.114 (*) | ০৮ আগস্ট ২০১৯ ০৩:৪৭49275
  • বিদেশমন্ত্রী করলে তো আর কথাই নেই, গোটা পাঁচেক বড়ো দেখে আইল্যান্ড আর গোটা দুয়েক ছোট দেখে দেশ কিনে ফেলবো।
  • Amit | 236712.158.23.211 (*) | ০৮ আগস্ট ২০১৯ ০৫:২৩49276
  • ভেবেছিলুম dc কে আর কাঠি করবো না, কিন্তু আমার ছ্যাঁচোড় স্বভাব যাবে কোথায় ? না করলে একটু পরে কেমন মনটা খাঁ খাঁ করে। তবে ওনার সাথে অন্য কেও সেচ্ছায় কাঠি খেতে চাইলে আমার কোন আপত্তি নাই। :) :)

    তো ডিসি যে ইডিয়াল সলুশন দিলেন, কালকে গোর্খাল্যান্ড আন্দোলন আবার চেগে উঠলে সেখানেও গণভোট নেওয়া উচিত তো- ? নাকি জোর করে ওদের পব র সাথে ধরে রাখা উচিত -? নাকি "আমার সোনার বাংলা ভেঙে গেলো" বলে নাকি সুরে কান্না জোড়া হবে এখানে -? নাকি আবার সব কিছুর আলাদা আলাদা প্রেক্ষিত দেখানো হবে ?

    আমাকে দুষবেন না আবার, সেই পার্ক সার্কাস এর ঘটনার পর থেকে দিদির আমলে কিন্তু প্রেক্ষিত একটা খুব দরকারি জিনিস।

    নাকি ওখানেও স্টেটাস কুও চলুক। যদ্দিন না আশে পাশে রেজিম চেঞ্জ হচ্ছে বা ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি অনুকূল পরিস্থিতি হচ্ছে - ?

    (এই অনুকূল কিন্তু সেই ছবিতে লুঙ্গি পড়া খালি গায়ে থাকা মাল টা নয় )।
  • dc | 237812.69.453412.170 (*) | ০৮ আগস্ট ২০১৯ ০৫:৩২49277
  • এখানে দুইটা কথা আছে। একটা আইডিয়াল সলিউশান, আরেকটা প্র্যাক্টিকালি কি হচ্ছে। যদি প্র্যাক্টিকাল জানতে চান, তাহলে কোন কথা নাই। আর যদি আইডিয়াল জানতে চান তো আমি সবসময়েই গণভোটের পক্ষে। একটা জায়গায় যারা থাকে তাদের মতামত তো জানতে চাওয়াই যায়, তার জন্য গণভোট কেন নেওয়া হবে না? আর নানান ইস্যুতে অনেক সময়ে গণভোট তো নেওয়া হয়ও, যেমন ধরুন ব্রেক্সিট, বা তার কদিন আগে স্কটল্যান্ড (নাকি অন্য কোন ল্যান্ড) ব্রিটেনে থাকবে কিনা সেই ইস্যুতে গণভোট হয়ে গেল।
  • S | 237812.69.453412.26 (*) | ০৮ আগস্ট ২০১৯ ০৭:৪০49278
  • বিজেপি যেভাবে বিহেভ করছে তাতে মনে হচ্ছে যে এটাই শেষ ইলেকশন বা বিজেপি ছাড়া আর কেউ কখনই ক্ষমতায় আসবেনা। কালকে কং ক্ষমতায় এসে উত্তর প্রদেশ ভাগ করে কতগুলো ইউটি বানালে বিজেপির কি প্রতিক্রিয়া হবে দেখবো। উত্তর প্রদেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সবসময়ই খারাপ, তাছাড়া গোবাহিনীরা রয়েইছে। ওখানে কং কোনওদিনই ভালো ফল করবেনা, উল্টে ইউটি বানালে বিজেপির অনেকগুলো সীট কমে যাবে। কিন্তু বিজেপি জানে যে বদমায়েশিটা ওরা করতে পারছে, সেটা কঙ করবেনা।

    প্ল্যানটা খুবই স্পষ্ট।
    ১) ৩৭০(৩) অনুযায়ী প্রেসিডেন্টের অর্ডারে ৩৭০ রদ করা হলো। নইলে ৩৫(এ) সড়ানো যেতো না।
    ২) লাদাখকে আলাদা করে সেখানে প্রচুর হিন্দুদের ঢোকানো হবে।
    ৩) জম্মুতে অলরেডি ৬৩% হিন্দু। সেখানে আরো হিন্দু বাড়বে।
    ৪) কাশ্মীরের মুসলিমদের কোনঠাসা করে হয় বর্ডারের ওপাশে চলে যেতে বলা হবে নইলে স্বাধীন কাশ্মীরের স্বপ্ন ভুলে জোড় করে অ্যাসিমিলেট করানো হবে। এর ফলে হিংসা আরো বাড়বে বই কমবে না।
    ৫) পুরো আইওকে হিন্দু প্রধান হয়ে গেলেই আবার পুরো রাজ্য এক করা হবে (অমিত শাহ অলরেডি হিন্ট দিয়েই রেখেছে)।
    ৬) প্লেবিসাইট করা হবে। সেখানে অবশ্যই ভারতের দিকেই ভোট পরবে।
    ৭) কাশ্মীরের ভারতভুক্তির কাজ সম্পন্ন হবে। মোদি-শাহ ক্রেডিট পাবে। বিজেপির ভোট বাড়বে বহুগুন।
    ৮) ভারতের আর কোনও রাজ্যই মুসলিম প্রধান থাকলো না। এইবারে সংবিধান থেকে ঐ সেকুলার কথাটা তুলে দিলেই চলে। অলরেডি বিজেপি নেতারা বলেই দিয়েছে যে কোনও দেশই নাকি সেকুলার থাকতেই পারেনা কখনও।
    ৯) এই প্রক্রিয়ার মাধ্যমে দেশের মাইনরিটিদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেনে পরিণত করা হবে। অনেকেই ভয়ে এবং হতাশ হয়ে পাকিস্তানে/বাংলাদেশে/অন্য দেশে মুভ করে যাবে। বিজেপির কার্য সম্পন্ন হবে। এর পরের আরেসেসের প্রেসিডেন্টকে আমরা দেশের প্রেসিডেন্ট হিসাবে জানবো।

    ন্যাশনাল ইন্টারেস্টের নাম নিয়ে আরেসেস-বিজেপির ইন্টারেস্ট সার্ভড হচ্ছে।
  • Amit | 236712.158.9007812.99 (*) | ০৮ আগস্ট ২০১৯ ০৮:৪০49279
  • S যেটা লিখলেন, প্রতিটা পয়েন্ট এ সহমত। সমস্যা হলো ধরেন, এই প্রতিটা ইস্যু নিয়ে আজকে যদি গণভোট হয়, প্রতিটাতে বিজেপি থামপিং মেজরিটি তে জিতবে। ডেমোক্রেটিক মডেল এ আটকানো যাবে কি করে? যেখানে অপসিশন কে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না।
  • S | 237812.69.453412.44 (*) | ০৮ আগস্ট ২০১৯ ১০:০৭49280
  • একদম। হিটলারের আমলেও জার্মানীতে নিস্চই আমাদের মতন কিছু লোকজন ছিলো যাঁরা জানতেন যে দেশের সব্বনাশ হচ্ছে, কিন্তু কিছুটি করতে পারেননি কারণ মেজরিটি তখন বিশ্বজয়ের স্বপ্নে বিভোর।
  • Amit | 237812.68.565623.109 (*) | ০৮ আগস্ট ২০১৯ ১০:১২49281
  • সেটাই।
  • Amit | 237812.68.565623.109 (*) | ০৮ আগস্ট ২০১৯ ১০:১৫49282
  • আজকাল স্কুল কলেজের গ্রুপ এ যখন কথা হয়, রোজ ফ্রুস্ট্রেশন এসে যায় পুরো।

    দেশটা পাল্টে গেছে ।
  • S | 237812.69.453412.44 (*) | ০৮ আগস্ট ২০১৯ ১০:১৯49283
  • গুচ ছাড়া আমার কোনও সোশাল মিডিয়া কেন সোশাল লাইফও নেই। অতেব।
  • Amit | 236712.158.23.209 (*) | ০৮ আগস্ট ২০১৯ ১২:৩৪49264
  • আলোচনা টা চালানো যাক, যদিও দেবু বাবুর ধমকের পর একটু ঘাবড়ে আছি। :) :) মাইরি বলছি আমি সকালে উঠে গণশক্তি পড়িনি।

    আমি ঠিক বুঝে উঠতে পারি না একটা ইডিয়াল ডেমোক্রেটিক দেশের জেনারেল মডেল বা আইন ঠিক কি কি রকম হওয়া উচিত ? এটা ঠিক যে কাশ্মীর এর লোকেদের সাথে কোনো আলোচনা ছাড়াই ৩৭০ তুলে দেওয়া হয়েছে। উল্টোদিকে এটাও ঠিক যে গত ৭০ বছরে কোনো নির্দিষ্ট প্ল্যান পাওয়া যায়নি। জাস্ট মোদী ভজনা বা মোদী ব্যাশিং এ না গিয়ে একটু টো টি পয়েন্ট আলোচনা এগোলে কেমন হয় ?

    গণতন্ত্রে আলোচনা সব সময়েই ওয়েলকাম। কিন্তু এরকম একটা বিষয়ে আলোচনা টা ঠিক কোন পথে চালানো যেত বা এগোতে পারতো -?

    একটা এনালজি দি বরং - ? আমার কনফুসিওন টা বোঝাতে। গুরুজনেরা হেল্প করলে বড়ো উপকার হয়। আমি তো আর রাস্তায় নেমে বিপ্লব করার লোক নয়, নিতান্ত স্বার্থপর লোক, নেট দুনিয়াতে এসব হাবি জাবি লিখে জাস্ট টাইম পাস করছি। আর বেশ লোভী, নিজের ভালো টা সবার আগে দেখি। তাই আপনারা গালাগাল দিলে নিশ্চয় দিতে পারেন। :) :)

    ১। একেক রাজ্যের জন্য কি এক এক আইন থাকবে বেসরকারি কোম্পানি র বা কন্ট্রাক্ট যাবার এর মতো ? যে যেমন স্যালারি নেগোটিয়াতে করলো জয়েনও করার সময় ? অন্য কারোর সেটা জানার বা দোড়াদোড়ির দরকার ই নেই ? জাস্ট কয়েকটা বেসিক জিনিস, যেমন হেলথ ইন্সুরেন্স, ডেথ ইন্সুরেন্স এগুলো জেনেরিক করা হলো সবার জন্যে , বাকি সব যে যেমন তার মতো বুঝে নাও। অন্য কেও সেটা নিয়ে কোনো কথা বলবে না। ব্যাস।

    এর সাথে ৩৭০ বা ৩৭১ ধারা এর মিল পাচ্ছি। এই রাজ্য গুলো ইন্ডিয়া তে জয়েনও করার সময় যেমন নেগোটিয়াতে করেছে, সেটা ই থাকবে। কারোর কিচ্ছু বলার নেই। আড়ালে হিংসে করে যাও, কিন্তু সামনে সামনি কিছু বলা যাবে না। এটা টিপিকাল ক্যাপিটালিস্ট মডেল বা বাজার অর্থনীতি।

    ২। নাকি হওয়া উচিত সরকারি কোম্পানি র মতো ? এক গ্রেড এ যারাই জয়েনও করছে সবার এক মাইনে- ? সব বেনিফিট থেকে শুরু করে সব কিছু এক। কেও যদি স্পেশাল কোনো এক্ট এ জয়েনও করে , তাকে একটা দুটো প্রমোশন এর সময় বাকি দের সাথে একুয়াল করে দেওয়া হবে। আলাদা বেনিফিট চিরকালের জন্যে রাখা হবে না। এই নয় যে দু একটা ছোট খাটো পারফরমেন্স বোনাস দেওয়া যাবে না দু একজন কে , কিন্তু সেটা বাকিদের থেকে আকাশপাতাল কিছু তফাৎ হবে না। হলেও সেটা চিরস্থায়ী বন্দোবস্ত নয়।

    এইটা টিপিকাল সমাজতান্ত্রিক মডেল। যেটা হয়তো ইন্ডিয়া এডপ্ট করেছে। মানে মুখে বলে করেছে।

    এবার প্রশ্ন হলো দুটো মডেল এর কনফ্লিক্ট। ধরেন প্রথম মডেল এ যারা কম মাইনে পাচ্ছে, তারা খেপে গিয়ে আন্দোলন এ নামলো। এর মধ্যে আলোচনা কি ভাবে, কোন রাস্তায় করা সম্ভব ? যারা বেশি মাইনে পাচ্ছেন , তারা নিশ্চয় চাইবেন না তাদেরকে কম দেওয়া হোক । অন্য দিকে যারা কম পাচ্ছেন , তারা কখনোই চাইবেন না যারা বেশি পাচ্ছেন , তারা চিরকাল বেশি পান। তাহলে দু পক্ষই নিজের গো ধরে বসে রইলেন রাস্তা অবরোধ করে। ধরে নেয়া যাক কেও কারোর কথা শুনতে রাজি নন।

    এদিকে যারা বেশি মাইনে পাচ্ছেন , তারা অন্য রিভাল কোম্পানি থেকে কিছু গুন্ডা এনে মারামারি করতে শুরু করে দিলেন। এখানে চাকরি গেলে ও ওখানে নিশ্চিত অফার আসবেই হাতে। সেটা ঠেকাতে এই কোম্পানি থেকে কিছু পুলিশ এনে তাদের ঠেকানো হলো, সেই ঠেকাতে গিয়ে দু একজন নিরীহ লোক ও মার্ খেলেন। হবেই , কল্যাটারাল ড্যামেজ আটকানোর কোনো রাস্তা আছে বলে জানা নেই।

    উল্টোদিকে যারা কম মাইনে পাচ্ছেন, তারা ও পোস্টার নিয়ে ছয়লাপ করে দিলেন, তার মধ্যে অশ্লীল ইঙ্গিত ও আছে। এটাও কি ভাবে ১০০ % ঠেকানো যাবে জানা নেই, কিছু ছোটোলোক চিরকালই ছিল , থাকবে।

    এবার আমার বোকা প্রশ্ন গুলো হলো : এ রকম হলে কি করা উচিত ? সেই অবরোধ কোন পথে তোলা হবে , বা তোলা কি আদৌ দরকার -? রাস্তা বন্ধ থাকলে কি ক্ষতি ?

    আমার স্বল্প বুদ্ধিতে দু একটা রাস্তা যা খুঁজে পাচ্ছি সেগুলো হলো :

    ১। আস্তে আস্তে মাইনে এডজাস্ট করা হবে ? কিন্তু তার একটা নির্দিষ্ট পাথ ফরওয়ার্ড থাকবে বা থাকা দরকার - ? এটাও কি আলোচনায় থাকা দরকার যে যারা বেশি মাইনে পাচ্ছেন , তাদেরকে জানানো যে তারা এই কোম্পানি তেই আছেন, ইচ্ছে করলেই চাকরি ছেড়ে চেয়ারগুলো তুলে অন্য কোম্পানি তে যেতে পারেন না ?

    ২। জোর করে অবরোধ তোলা হবে ? পুলিশ দিয়ে খেদিয়ে ? যদি তাই হয়, কোন দলকে আগে সরানো উচিত - ?

    ৩। নাকি আলোচনা চালানো হবে অনন্তকাল ? কোনো ফ্রেমওয়ার্ক ছাড়াই ? টাইম পাস চলুক , মিটিং চলুক। ওদিকে গুন্ডারা সামান্য কয়েকটা লাস ফেললে ফেলুক ? পুলিশ ও দু একটা গুঙ্গা কে মারলে মারুক - ? এটা চলবে নেক্সট ১০০-২০০-৫০০ বছর ?

    টাইম লাইন টা এমনি জাস্ট বলা। আমরা তো ৩০-৫০ বছরেই ফোট হয়ে যাবো। :) :)

    ৪। নাকি অবরোধ চলছে , চলুক? গুন্ডাবাজি চলছে চলুক। কোনো আলোচনার দরকারি নেই। কারণ আলোচনার কোনো ফ্রেমওয়ার্ক নেই। চালিয়ে কোনো লাভ নেই টাইমপাস ছাড়া।

    এবার গুরুজনেরা বলুন কোন পথে এগুনো ভালো, আরো ভালো হয় যদি তারা বলেন এটা তাদের নিজের কোম্পানি তে হলে তারা নিজেরা কোনটা প্রেফার করবেন ? বা কিভাবে হ্যান্ডেল করবেন ?

    ওয়ান সাইজে ফিটস অল নিশ্চয় নয়, কিন্তু আরো রাস্তা থাকলে সেগুলো কি ? বা এগুলোর মধ্যে কোন রাস্তা কাশ্মীরে র মডেল এ ফিট করা যেত - ?

    অন্য দেশের উদা থাকলে সেগুলো ও দেয়া হোক। অন্য কোথায় এসব এর শান্তিপূর্ণ সমাধান হয়েছে। ছিট্ মহল হয়ে গেছে কিন্তু। PM -দা লিখে দিয়েছেন।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন