এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 2345.110.783412.180 (*) | ২২ জানুয়ারি ২০১৯ ০৩:১২50400
  • আপনার দেওয়া উদাহরণ একটি ব্যতিক্রমী উদাহরণ হতে পারে। যদি একজন হয় তাহলে ছেড়ে দিন।যদি দলে দলে,আই আই টির স্টুডেন্টরা বিদেশে গিয়ে টুকলি করতে গিয়ে ধরা পড়ে,তবে সেটি অস্বাভাবিক বৈকি।
    তার চেয়েও আশ্চর্য্য হলো,আপনি কি করে বুঝলেন তারা সবাই কোচিং নিয়েছে?বা, কোচিং নেওয়া হেতুই এই অধঃ পতন?
  • PT | 340123.110.234523.17 (*) | ২২ জানুয়ারি ২০১৯ ০৩:২২50402
  • "Contrary to popular perception, more students who studied by themselves qualify for JEE Advanced than those who crack it through coaching."
    দাঁড়ান, ঝাঁপাবেন না। self study কথাটা খুব dodgy। এক একটা সাবজেক্টে কতগুলো করে গৃহশিক্ষক ছিল সেটা বোঝা যায় না।
    আর এই আলোচনাটা top 25% ছাত্রকে বাদ রেখে করা উচিৎ।
  • dc | 127812.49.238912.56 (*) | ২২ জানুয়ারি ২০১৯ ০৩:২২50401
  • "কিন্তু ওই কোচিং নিতে পারার মতো বিদ্যে তো পেটে থাকতে হবে নাকি!পাড়ার নবু কে কোচিং ক্লাসের ট্যাবলেট খাইয়ে তো আই এস আই তে চান্স পাওয়ানো সম্ভব নয়।"

    কোচিং নিতে পারার জন্য বিদ্যা দরকার নেই, দরকার অল্প একটু অধ্যাবসায় (ছাত্রীর তরফে), আর তার থেকে অনেক বেশী করে মাবাবার তরফে নিদারুন ঠেলা, মারাত্মক পিয়ার প্রেশার, কানের কাছে আঠেরো ঘন্টা ঘ্যানঘ্যান ইত্যাদি। এসব করতে পারলে বিদ্যা আপনি আসবে। কারন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় যদি কিছু মাপা হয় তো সেটা হলো কে কতোটা পদ্ধতি ফলো করতে পারে। এই পদ্ধতিটাই হলো কোচিং।
  • sm | 2345.110.783412.180 (*) | ২২ জানুয়ারি ২০১৯ ০৩:৩৬50403
  • পিটি,আই আই টি থেকে কে কি আবিষ্কার করেছে বলতে পারবো না।আই এস আই বা আই আই এম থেকেও না।চন্ডীগর বা এইমস থেকেও না।
    খালি কয়েকজন বিখ্যাত এক্স আই আই টি পারসোনালিটির নাম বলতে পারি
    সুন্দর পিচাই,নারায়ণ মূর্তি,শচীন বনসল, বিনোদ খোসলা, চেতন ভগৎ, রঘুরাম রাজন ,মনি ভৌমিক ইত্যাদি।আরো একজন আছেন।
  • sm | 2345.110.783412.180 (*) | ২২ জানুয়ারি ২০১৯ ০৩:৪০50404
  • এই তো পিটি বলেই দিয়েছেন আই আই টি পেতে কোচিং অতো ইম্পরট্যান্ট নয়।সহমত।
  • PT | 340123.110.234523.17 (*) | ২২ জানুয়ারি ২০১৯ ০৩:৫৪50405
  • সমস্যা সেটাই।
    ভারতের ইন্জিনিয়াররা কোন ব্যবহারিক বস্তুর "উদ্ভাবনের" সঙ্গে যুক্ত নন। ভেবে দেখুন যে IIT-তে না পড়া বাঙালী বোস বাবুর সাউন্ড সিস্টেম ভারতে দাপিয়ে ব্যবসা করছে!!
  • sm | 2345.110.783412.180 (*) | ২২ জানুয়ারি ২০১৯ ০৪:০১50406
  • এতো মহানাস্তিকের পাল্লায় পড়া গেলো।আবিষ্কার ই বা করতে হবে কেন?এতো গুলো নাম দিলাম,এরা তো স্ব স্ব ক্ষেত্রে নাম করেছেন বা সাকসেস পেয়েছেন নাকি!গুগলের কর্ণধার হওয়া তো সোজা কথা নয়।
    মনি ভৌমিক এর নাম ও তো দিলাম। ইচ্ছে করেই দিলাম।ওনার কাজ সম্পর্কে আপনার মত প্রাজ্ঞ ব্যক্তির কাছে কি বলবো।
  • PT | 340123.110.234523.18 (*) | ২২ জানুয়ারি ২০১৯ ০৪:৩৯50407
  • original discovery-র অর্থ বোঝেন? একটা মাত্র নাম চেয়েছি তো!!
    আপনার একটু ঘেঁটে গিয়েছে। মণি ভৌমিক received a Bachelor of Science degree from Scottish Church College and an M. Sc. from the University of Calcutta।উনি IITK-তে PhD করেছেন। তিনি আমার মাথায় থাকুন আমরা যা নিয়ে আলোচনা করছি সেই তালিকায় উনি আসেন না।
  • sm | 2345.110.783412.180 (*) | ২২ জানুয়ারি ২০১৯ ০৪:৪৯50408
  • আপনি ভালো করে অর্থ বোঝান।আমি দেখলাম মনি ভৌমিকের এক্সাইমার লেসার এর ওপর কাজ আছে,যেটি নাকি চোখের ল্যাসিক সার্জারীতে বহুল ব্যবহৃত হয়।ওনার পেটেন্ট আছে।উনি এর থেকে প্রচুর অর্থ কামিয়েছেন।মেধাবী ও দুঃস্থ স্টুডেন্ট দের জন্য প্রচুর ব্যয় করে থাকেন।
    অমর বোসের সঙ্গে কতটুকু পার্থক্য আপনি ই বলুন ,শুনি বরং।
  • sm | 2345.110.785612.227 (*) | ২২ জানুয়ারি ২০১৯ ০৫:১৪50409
  • অশোক সেন,ফিজিসিস্ট চলবে? না ,ভালো না বলুন।আর দুএকটি দেবো।
  • sm | 2345.110.785612.227 (*) | ২২ জানুয়ারি ২০১৯ ০৫:১৭50410
  • কে রাধাকৃষ্ণন,প্রণব মিস্ত্রি। ঊম।ইমপ্রেসিভ নয়,বলুন।
    দেখছি কি করা যায়।
  • PT | 340123.110.234523.7 (*) | ২২ জানুয়ারি ২০১৯ ০৫:২৮50411
  • আপনার পছন্দ হবেনা এমন নিম্নমানের "original discovery"-র একটা উদাহরণ দিইঃ
    The modern zipper was eventually designed in 1913 by Gideon Sundback, who worked at the Universal Fastener Company in Hoboken, New Jersey. He received a patent for his “Separable Fastener" in 1917
    এটি ছাড়া বর্তমান সভ্যতার অস্তিত্ব কল্পনা করতে পারেন?

    অশোক সেনও আমাদের তালিকায় আসেন না।তিনি কি JEE পাশ করেছিলেন? প্রনব মিস্ত্রি Nirma Institute of Technology থেকে পাশ করেছেন। কে রাধাকৃষ্ণনের original discovery কি?
  • রিভু | 780112.0.892323.218 (*) | ২২ জানুয়ারি ২০১৯ ০৫:৩৭50425
  • কনটেম্পোরারি রিসার্চে নয়, কনটেম্পোরারি বেসিক এবং সোশ্যাল সায়েন্স রিসার্চে বলছে। প্রথম লাইনটা দেখুন।

    সাইন্স এ বেশী লোকের নাম জানি না। কিন্তু অশোক সেন নেই দেখে অবাক হলাম। উনি হাইলি সাইটেড যতদূর মনে পড়ে। সুতরাং এই স্টাডির বিশ্বাসযোগ্যতা সম্পর্কে সন্দেহ রইলো। ইঞ্জিনিয়ারিং হিসেবে থাকলে নিশ্চিত ভাবে বলতে পারি এতটা এবিসমাল দেখাতো না ব্যাপারটা।

    এসএম কে, স্যার আমি শুরুর থেকেই যেটা বলতে চাইছি, ইংরেজি মিডিয়ামের ছেলেরা কম ফেল করে বলেই বলা যায়না তারা "ইংরেজি" পড়ার সুবিধে পাচ্ছে। যদি দেখা যায় এন্ট্রান্স এ উপরের দিকের র্যাঙ্কের ৮০% ইংরেজি মিডিয়াম থেকে আসছে, তাহলে বলতে হয় যে রিলেটিভলি বেটার ট্রেন্ড ছেলে পুলেরা ১১-১২ ক্লাসে পড়ছে মূলতঃ ইংরেজি মিডিয়ামে, এবং সেই জন্যেই ফার্স্ট ইয়ারের পরীক্ষায় অকৃতকার্য হওয়ার সংখ্যা তাদের রিলেটিভলি কম। সেই জন্যেই ল্যাঙ্গুয়েজ বেরিয়ার যে ফেলের কারণ সেটা প্রমাণ করতে হলে এই ব্যাপারটা কন্ট্রোল করতে হবে। যাগ্গে, এই তর্কে এখানেই ক্ষান্ত দিলাম।
  • sm | 2345.110.9003412.221 (*) | ২২ জানুয়ারি ২০১৯ ০৫:৫৫50412
  • আবার হাসলেন।আই আই টি থেকে পড়লে হবেনা,একবারে jee দিয়ে ঢুকতে হবে।
    তো জী দিয়ে ঢুকে ইঞ্জিনিয়ারিং পড়ে তো জনতা বড় বড় কোম্পানির সি ই ও বা প্রেসিডেন্ট /ভাইস প্রেসিডেন্ট হবে।
    সে রকমই ট্রেন্ড থাকে।
    ঠিক ধরেছেন।প্রণব মিস্ত্রী নির্মা ইন্সটি থেকে ব্যাচেলর করে বোম্বে আই আই টি থেকে মাস্টার্স করেছেন।বর্তমানে স্যামসাং এর ভাইস প্রেসিডেন্ট।
    উনি চলবেন না।ঠিক আছে।
  • গুরুবিনাকৈসে | 238912.66.1290012.155 (*) | ২২ জানুয়ারি ২০১৯ ০৬:০১50426
  • রিভু, social science টা পেলাম কিন্তু তার আগে science পাওয়ার আগে basic শব্দ টা নিজের মত গুঁজে দিয়ে নিজের পছন্দসই উপসংহার টেনে দিলেন। কোত্থাও basic নেই।

    পুরো রিপোর্ট টাও দেখুন, basic science এ citation কেন কম সেই নিয়ে বিস্তারিত লেখা হয়েছে।
    এই তালিকায় 4 এর মধ্যে যিনি আছেন তিনি applied science (engg) এ কাজ করেন এবং তার পক্ষে সওয়াল করেন। ভাল করে দেখুন।

    CNR Rao এর h index ভারতে সবচেয়ে বেশি। তিনি তো তালিকায় আছেন।

    ওই আপনাদের বদভ্যাস পুরোটা পড়বেন না। নিজের এজেন্ডা টানার জন্য পছন্দসই শব্দ প্রথম লাইনেই গুঁজে দেবেন যা আসলে নেই।

    তবে অশোক সেন বড় গবেষক এই নিয়ে সন্দেহ আমিও রাখি না।
  • sm | 2345.110.9003412.221 (*) | ২২ জানুয়ারি ২০১৯ ০৬:১৬50413
  • কে রাধাকৃষ্ণন জানেন না?ইসরোর হেড ছিলেন।চন্দ্র অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন।
  • সিকি | 894512.168.0145.123 (*) | ২২ জানুয়ারি ২০১৯ ০৬:২৮50414
  • উলিবাবালি। কিলিকিলিকিলিকিলিকিলি ... ;)
  • sm | 2345.110.9005612.11 (*) | ২২ জানুয়ারি ২০১৯ ০৬:৪১50415
  • এইরে কোথাও কেউ একটা কুকুর ছানা কে ক্যাতা কুতু দিচ্ছে নাকি!
  • রিভু | 450112.191.564523.191 (*) | ২২ জানুয়ারি ২০১৯ ০৬:৪২50416
  • টই কমপ্লিটলি বেপথু, যেরকম হয় আর কি।

    এসএম কে যেটা বলতে চেয়েছিলাম, দুটো জিনিসের কোরিলেশন দেখতে গেলে কমন কজের জন্যে কন্ট্রোল করতে হয়। ইকোনোমিক্স, ক্লিনিক্যাল স্টাডি ইত্যাদিতে যা হামেশাই হয়ে থাকে। সুতরাং এন্ট্রান্স র্যাঙ্কের জন্যে কন্ট্রোল না করে যদি মিডিয়াম এর সাথে রেজাল্টের কোরিলেশন দেখতে যান মডেলে সমস্যা আছে। আমার কাছে র্যাঙ্ক আর রেজাল্টের ডেটা নেই, কিন্তু তাতে কিছু এসে যাচ্ছেনা। কারণ খুব অবভিয়াস্লি এদের কোরিলেশন আছে।
  • না | 670112.193.677812.136 (*) | ২২ জানুয়ারি ২০১৯ ০৬:৪৬50417
  • বুড়ো রামছাগলকে দিছছে
  • PT | 340123.110.234523.7 (*) | ২২ জানুয়ারি ২০১৯ ০৬:৫৩50418
  • "original discovery" না বুঝলে আর কি করা!!
    (রাধাকৃষ্ণণ কি করেন জানি। তিনি যে দারুণ কথাকলি নাচেন সেটাও জানি)
  • | 2345.108.124523.92 (*) | ২২ জানুয়ারি ২০১৯ ০৭:০১50419
  • ন্যাড়া | 1278.202.5634.85 (*) | ২২ জানুয়ারি ২০১৯ ০৭:০২50420
  • আইআইটির পেছনে যে পরিমাণ ট্যাক্স পেয়ারের পয়সা যায় আর তার তুলনায় যা রিটার্ন, সেটা সম্পূর্ণ গর্ভশ্রাব। আইআইটির প্রফেসরদের চাকরি যাওয়া উচিত।
  • sm | 2345.110.9005612.11 (*) | ২২ জানুয়ারি ২০১৯ ০৭:০৬50421
  • না না,কিছু প্রফ, অরিজিনাল ডিসকভারি তে মত্ত বৈকি।
  • রিভু | 780112.0.892323.218 (*) | ২২ জানুয়ারি ২০১৯ ০৭:৪৫50427
  • আপনি তো দাদা খুব রাগী দেখছি। বেসিক কথাটা নেই, কিন্তু সেটা এই জন্যেই এড করেছিলাম যে ইঞ্জিনিয়ারিং এর বিশেষ লোক দেখিনি। মানে যাঁরা ছিলেন তাঁদের এপ্লাইড ফিজিক্স বা কেমিস্ট্রির বলেও বলা যায়।

    কেন বলেছি দেখিনি? ভারতে ইঞ্জিনিয়ারিং এর রিসার্চারদের একটা তালিকা হবে সাইটেশন এর বেসিসে তাতে কল্যাণময় দেব এর নাম থাকবেনা এটা জাস্ট কল্পনার বাইরে। ভদ্রলোকের ১ লাখের উপরে সাইটেশন। ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সাইন্সের এই মুহূর্তে চার জনের নাম মনে করতে পারছি যাদের সাইটেশন দশ হাজারের উপরে। দশ হাজার সংখ্যাটা কেন ইম্পরট্যান্ট? কারণ লিস্টের প্রথম নাম অশোক মিত্তালের, যাঁর সাইটেশন ১১,০০০। সাইটেশন দিয়ে সব বিচার হয় বলছিনা, কিন্তু কিছু একটার বেসিসে তো এইসব লিস্ট ফিস্ট বেরোয় নাকি? সুতরাং বুঝেছেন, পুরো আর্টিকলটা শুধু পড়িই নি, অত্যন্ত মনোযোগ দিয়ে পড়েছি। বিবলিওমেট্রিক্স আমার কিছু কাজে লাগে।

    ফাইনালি এজেন্ডা ফেজেন্ডা নেই। শুধু আমার কেন, এখানে কারোর কি এজেন্ডা থাকা সম্ভব সেটাও বুঝছিনা। অত উত্তেজিত হবেন না।
  • রিভু | 780112.0.892323.218 (*) | ২২ জানুয়ারি ২০১৯ ০৭:৪৬50428
  • "ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সাইন্সের" পড়তে হবে "ইঞ্জিনিয়ারিং এ শুধু কম্পিউটার সাইন্সের"
  • sm | 2345.110.234512.128 (*) | ২২ জানুয়ারি ২০১৯ ০৭:৫৮50422
  • রিভু ,কো রিলেশন থাকতেই পারে।এটা তো মানবেন,যারা আই আই টি পাচ্ছে, তাঁরা এবাভ এভারেজ।তো তাঁদের এই সমস্যা হবে কেন?
    ইমি স্টুডেন্টরা কতোসংখ্যায় এক্সপেল্ড হয় লেখেনি ।কোন কম্পারেটিভ স্টাডির উল্লেখ করে নি,এটাও সত্যি। কিন্তু ইমির স্টুডেন্ট প্রচুর পরিমানে অকৃতকার্য হলে,এরকম রিপোর্টিং হতোই না বা দরকার পড়তো না।
  • | 453412.159.896712.72 (*) | ২২ জানুয়ারি ২০১৯ ০৮:০৮50423
  • 'গর্ভশ্রাব' শব্দে অত্যন্ত আপত্তি জানালাম। ওটা কোন গালির বিষয় হতে পারে না।
  • sm | 2345.110.234512.184 (*) | ২৩ জানুয়ারি ২০১৯ ০৪:৫৩50429
  • রিভু,তাহলে কি দাঁড়ালো। আপনার অনুমান,র্যাঙ্কিংকে ইনক্লুড করে যদি স্টাডি হয়,দেখা যেতে পারে ইং মিডিয়াম থেকে আসা স্টুডেন্টরা র্যাঙ্কিং এ অপেক্ষাকৃত উঁচু স্থানে আছে;তাই তাঁদের মধ্যে অকৃতকার্য হবার চান্স কম,তাই তো।
    তো সেই নিয়েই তো তর্ক। বাবা মা যদি ভাবে, ইমি তে পড়লে ছেলে মেয়ে বেটার র্যাঙ্ক করতে পারে তো তাঁরা সেদিকেই ঝুঁকতে পারেন।এতে করে তো কোন দোষ দেখি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন