এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • *** | 236712.158.895612.210 (*) | ০৮ জুলাই ২০১৯ ০১:২৩50829
  • আধুনিক, পোমো, পুনরাধুনিক -- এর পার্থক্য লেখার কাজ কি কাজু কে দেওয়া হবে? আই মীন, কাজু নেবে?
  • Kaju | 124512.101.89900.213 (*) | ০৮ জুলাই ২০১৯ ০১:২৮50830
  • না না আমি আর পরীক্ষায় বসব না, ওসব পার্থক্য টার্থক্য মাধ্যমিক উমা-তেই খতম।
  • Kaju | 124512.101.89900.213 (*) | ০৮ জুলাই ২০১৯ ০১:৩৫50831
  • তবে উদাহরণ জোগাড় করে দিতে পারি। পাঠক হিসেবে আমার মনে হয়েছে এইটা সম্ভাব্য আধুনিক -



    আর এইটা সম্ভাব্য পোমো বা পুনরাধুনিক -

  • Kaju | 124512.101.89900.213 (*) | ০৮ জুলাই ২০১৯ ০১:৩৬50832
  • ধুর পোমো-র ছবিটাও ভুল এল। এইটা হবে

    সম্ভাব্য পোমো বা পুনরাধুনিক -

    https://postimg.cc/7fTvN2WH
  • Atoz | 237812.69.4545.147 (*) | ০৮ জুলাই ২০১৯ ০৩:০২50833
  • "মাথায় কচুপাতা, ছিপ বসে আছে পুকুরে"
    খুব ভালো লাগলো, ছবিটা ভেসে উঠল। ঃ-)
  • prosno | 236712.158.90078.208 (*) | ০৮ জুলাই ২০১৯ ০৩:৪৮50834
  • সেকেন কবিতাটার কবির নাম জানা যায়?
    ডিম প্রসঙ্গে কবিতা তো বেশি পাওয়া যায় না
  • dd | 237812.68.674512.145 (*) | ০৮ জুলাই ২০১৯ ০৩:৫৯50835
  • ডিম প্রসংগে - খুব নামকরা গীতিকবিতাটি উল্লেখযোগ্য। "সেই যে আমার নানা রঙের ডিমগুলি"।

    বা একটু আধুনিক "ডিমগুলি মোর সোনার খাঁচায় রইলো না"।
  • *** | 236712.158.565612.163 (*) | ০৮ জুলাই ২০১৯ ০৪:২১50836
  • অ্যাঁ! সম্ভাব্য পোমো তথা উত্তরাধুনিক আর পুনরাধুনিক এর উদা একই?
    আর ওটা আধুনিকই কেন, বা অন্যটা উত্তরাধুনিকই বা কেন, সেটুকু যদি বলে, কাজু ...

    আর ডিমের কবিতার লেখক তো ব্লগলেখক নিজেই। পোমো কবিতায় যাওয়ার আগে পোমো ব্যপারটা ডিফাইন করার চেষ্টা করলেই কত প্যাডি মেকস কত রাইস বুঝে যেত। হুঁঃ।
  • Kaju | 236712.158.565612.163 (*) | ০৮ জুলাই ২০১৯ ০৪:২৯50837
  • আধুনিক বলে যেটা দিল্লম সুদীপ চট্টোপাধ্যায়ের লেখা আর পোমো/পুনরাধুনিক কবিতাটি পলাশ দে র লেখা।

    কেন টেন জানি না, এনাদের লেখার সার্বিক ধরন দেখে আমার নিজের মনে হয়েছে এগুলি ঐ ঐ ক্যাটেগরি ভুক্ত। ভুল হতেও পারে, তাই সম্ভাব্য বলেছি।

    আর কিছু জানি না, বলারও নেই। অধিকারী কেউ আলোকপাত করুন।
  • Rouhin Banerjee | 237812.68.121223.141 (*) | ০৮ জুলাই ২০১৯ ০৫:৪৩50810
  • আলোচনাকে এড়িয়ে গেলে পাছে আবার বুদ্ধিজীবিদের তকমা এঁটে দেয়!! তাই কমেন্টাতেই হইল
  • Atoz | 237812.69.4545.137 (*) | ০৮ জুলাই ২০১৯ ০৫:৪৫50838
  • ডিম্ভাজা বলেছে তো! প্রেমের ডিম্ভাজা খাবে বলেছে। শুধু ডিম বল্লে হবে?
    (প্রেমের ঘোড়াড্ডিম্ভাজা কিন্তু আরও ভালো হয় ঃ-) )
  • Rouhin Banerjee | 237812.68.121223.141 (*) | ০৮ জুলাই ২০১৯ ০৫:৪৬50811
  • আচ্চা কইতে চিলুম যে - ওই উপরে মন্তব্য বাস্ক তে আমি লিকে চিলুম। তবু সে দেকাচ্চে - 'commentfrom Rouhin Banerjee'.
    তা আমি আমার নামটা আবার কয়ে দিতে এলুম।
    ইয়ে মানে আমি মারিয়া/কোয়েল
  • সৈকত | 236712.158.782323.31 (*) | ০৮ জুলাই ২০১৯ ০৫:৪৮50812
  • ফস্কে যাওয়ার প্রবণতা যেকোন কবিতারই প্রাণ, ইভেন যে কোন শিল্পেরই হয়ত। শুধু 'পোমো' কবিতার বিষয় নয়।

    এই লেখাটি কেন লেখা হয়েছে জানিনা কিন্তু আমার খুবই বোকা বোকা লাগল। এ মানে আশি-নব্বই বছর আগে 'মো' কবিতা দিয়ে লেখা হত, সজনীকান্ত এট অ্যাল।
  • Kaju | 236712.158.895612.132 (*) | ০৮ জুলাই ২০১৯ ০৯:১৪50813
  • আপনার কবিতা মানে কী চাই আজকের দিনে? জলবৎ তরালং করে গিলিয়ে দিতে হবে? সব একবার পড়েই বুঝে ফেলবেন? কথার বহুস্তরীয় ইশারা থাকলেই সেটা ন অবুঝলেই পোমো পোমো করে লাফাতে হবে? কবিতা বোঝার সাধ্য না থাকলে পড়বেন না। নিজের মত করে কবিতাকে চিনতে হয়। আজকাল আবার সেই মান্ধাতার আমলের রোগটা ফিরে এসেছে, কয়েক বছর আগে এই সান্ধ্যভাষা না থাকলে কবিতা বলেই ধরা হত না। "বড্ড প্রেডিকটেবল", "ক্লিশে" "এসব অনেক আগেই তো হয়ে গেছে নতুন কী দিলেন?" শুনতে হত। সব কবিতায় লাস্টে চমক দিয়ে সব বুঝিয়ে দেয়া থাকে না, লাইনের ভাঁজে ভাঁজে অনেক কিছু লুকিয়ে রাখা থাকে।

    পরিশেষে বলি খিল্লি মারতে যে ৩ খানা লিখেছেন প্রথমটা কিছুটা সত্যি কবিতাই হচ্ছিল, ৩ নম্বরটাও হয়েই গেছিল প্রায়, কিন্তু শিল্পী হতে গেলে ওরম ভুলভাল ঢোকালেই তো হল না। খিল্লি ওড়াতে যেগুলো ঢোকানো সেগুলো মোস্ট ফলতু হয়ে গেছে, ওরম কেউ লেখে না, সবাই অন্তর থেকেই লেখে, নামী হলেই তার পেশংসায় পা ধুইয়ে দেব, আর অনামী হলেই ফেল ফেল চেঁচানো এতো বাঙালীর স্বভাব। কয়েকজন নামীর একঘেয়ে সোজা কবিতা পড়ে এই রোগটা ফেরত আসছে আবার।
  • | 236712.158.565612.163 (*) | ০৮ জুলাই ২০১৯ ০৯:৩২50814
  • কাজু হ্যাজ আ ফেয়ার পয়েন্ট। রৌহিন কে আবেদন হলো, এই লেখা গুলো প্রচন্ড মজার হলেও, চারিদিকে যে ভাবে চিন্তাহীনতার পূজা চলছে, অ্যান্টি ইনটেলেকচুয়াল পজিশন নতুন করে তুলে ধরে লাভ আছে কি? এবং সবচেয়ে মজা হল এই অ্যাটাক যাঁরা করছেন , তাঁরা বুদ্ধিবৃত্তির চর্চা করেই সংসার চালাচ্ছেন, শুধু তাকে ইংরেজি তে মেরিট বলে নিচ্ছেন। এবং আরো চাপ হল, টেকনোক্রাসি টাকে অ্যান্টি ইনটেলেকচুয়াল বলে বেচে দু পয়সা কামানো ছাড়া আর বৃহদর্থে 'বিরোধীহীন' ক্ষমতার রাজনীতি গড়ে তোলা ছাড়া, এই সংস্কৃতির কোন সৎ উদ্দেশ্য কিসু নাই।

  • dc | 236712.158.565612.163 (*) | ০৮ জুলাই ২০১৯ ০৯:৩৪50815
  • বেশ তবে একটা কবিতা আমিও লিখলাম

    ঘন গভীর নিকষ কালো দিনের মধ্যে সরু ফিতের মতো তুমি লুকিয়ে ছিলে
    মরুভূমির বালির মধ্যে কচ্ছপের খোলের মধ্যে শামুকের মতো
    তিরতির করে কাঁপছিলে তুমি
    আমার প্রেম স্বর্গের শিশিরের বিন্দু বিন্দু মতো,
    আনন্দে ডন বৈঠক দিয়েছিল সেদিন।

    হে মহাসাগর! তোমার সদয় হাসির মধ্যে বুদবুদ আঘাত।
    হায়!
    একটি ভিজা গুহা কি জানে কেন তোমার পদচিহ্ন পড়ে না?
    কেন রাতের তারারা তোমার তরঙ্গের অপেক্ষায় ছিল অনন্ত এক মহূর্ত?
    ওহ, কিভাবে একটি লাল গোলাপ অধ্যয়নরত আক্রান্ত!
    আমি আর পারছি না, আমি এবার মরে যাবো। যাই?
  • Kaju | 124512.101.89900.159 (*) | ০৮ জুলাই ২০১৯ ০৯:৫৪50816
  • পোমো-র ধরন আলাদা, সেটা আমাকেও টানে না, শুরু করেও আধ লাইন এগোতে পারি না। কিন্তু আধুনিকের একটা বৈশিষ্ট্য আছে, সেটা পড়তে পড়তে মনে হবার কথাই নয় যে এটা অন্তঃসারশূন্য বা rhetorics। তার স্পন্দন ঠিকই পাওয়া যায়, অর্থ অত গোটা গোটা করে বুঝিয়ে দেয়া নয়, তবু আক্ষরিক অর্থ আর প্রতীকের মাঝে কোথাও গিয়ে বেজে ওঠে। কেউ নিজের মত অর্থ পেতেই পারে। সেটাকে কেন পুনরাধুনিকের সঙ্গে গুলোনো হচ্ছে? পুনরাধুনিক পুরো অন্য মাথা খাওয়া জিনিস, ও আমারও ভাল লাগে না।
  • সৈকত | 236712.158.782323.31 (*) | ০৮ জুলাই ২০১৯ ১০:১৭50817
  • ডাডাইস্টরা, ডিসির কবিতাটি পড়লে পছন্দ করলেও করতে পারত। ঃ-)
  • Kaju | 124512.101.89900.123 (*) | ০৮ জুলাই ২০১৯ ১০:৪৬50818
  • নিছক খিল্লির ভঙ্গির দিকে intention না রাখলে ওভার-অল ওই ডাডা-গিরি টিরি হতে হতেও যেসব জায়গায় আলগা হয়ে যাচ্ছে সেটা হতেই পারত। তবে সবশেষে কবিতা হতে তো হবে, দরজা খুলে দিতে হবে আস্তে করে, যে সেই দরজা খোলার হালকা শব্দেও ফিরে তাকাতে জানে, সে ঠিক বুঝবে কবিতার অন্তরে কী আছে। যাদের কানের কাছে হাতুড়ি মারলেও নির্বিকার থাকে, তারা কিছুতেই কিছু বোঝে না অব্শ্য।

    শেষকালে কবিতা নিয়ে এতটা লিখে সময় নষ্ট করলেন দাদা? এর চেয়ে অন্য কত গুরুত্বপূর্ণ কাজ তো ছিল বিশ্বসংসারে। কোন পাগল তার অলস সময়ে কী ছাইভস্ম লিখল, তাতে কী যায় আসে? কবি তো সেই তাঁরা যাঁরা মঞ্চে উঠেই বসে থাকেন আর বক্তিমে দেন, পুরস্কারের ভারে বাড়ি ফিরতে পারেন না আর কালেভদ্রে দু চারটে সোজা সোজা কবিতা লিখে আমজনতার আহাআআঅ উহ্হুউউউউউউ র বন্যায় ভেসে যান।
  • dc | 236712.158.455612.174 (*) | ০৮ জুলাই ২০১৯ ১১:০০50819
  • কবিতাটার নামটা কিন্তু আমার দেওয়া, দাদা ইঞ্জিনের না।
  • আহা | 236712.158.566712.45 (*) | ০৮ জুলাই ২০১৯ ১১:১৮50820
  • কপিতা হল ছুইমুই নুঙ্কুপুটু ধড়লেই শিউরে উঠবে
  • কল্লোল | 236712.158.895612.80 (*) | ০৮ জুলাই ২০১৯ ১১:২৪50821
  • এই যে পোমো (পোম কেন নয়?) কবিতাগুলো লেখা হলো এগুলো তো সবকটাই ম-কবিতা একটাও পোম নয়কো।

    আহা ইঞ্জিন বাবা ইঞ্জিন তোর কি বড় কষ্ট
    আহা ইঞ্জিন বাবা ইঞ্জিন দৌড়ে টেইম লষ্ট
    আহা ইঞ্জিন বাবা ইঞ্জিন কেন এত দৌড়াস
    আহা ইঞ্জিন বাবা ইঞ্জিন হ ল্যাদখোর বিন্দাস

    এরকম হতে পাত্তো। আধুনিক নয় আবার প্রাগাধুনিকও নয়।
  • Kaju | 236712.158.895612.192 (*) | ০৮ জুলাই ২০১৯ ১১:২৮50822
  • এই যে পেয়েছি, এইটা দিয়ে দিলেই ল্যাঠা চুকে যেত। তা নয়, এই এত্ত এত্ত লেখা, খিল্লি কবিতা, আপনারা বড় বেকার খাটেন।

  • সৈকত | 236712.158.782323.31 (*) | ০৮ জুলাই ২০১৯ ১১:৩০50823
  • সুনীল গাঙ্গুলী খুব স্মার্ট লিখতেন, অন্তত কবিতা। তাঁর একটই কবিতা ছিল 'একটি কবিতা লেখা' নামে। দেড় পাতা খানেকের একটি রচনা, কীভাবে একটি কবিতা লেখা হচ্ছে, শব্দ আর বাক্যগুলো কিভাবে আসছে তার বর্ণনা আর তার পরে বাক্য আর স্তবকগুলো লিখে ফেলা। তো সেই লেখাটির নামটি, ডিসির কবিতার নামেও হতে পারত, বড়জোড় 'বেশ' শব্দটি বাদ যেত।
  • Kaju | 236712.158.895612.192 (*) | ০৮ জুলাই ২০১৯ ১১:৪৩50824
  • খুব নাম হয়ে গেলে ওরকম সবাই লিখতে পারে বিশ্বাস করুন। তখন সাদা পাতা জমা দিয়ে দিলেও সেটাই ছাপা হয়ে যাবে। ওরকম আমরা লিখলে ছিঁড়ে কুচিকুচি করে ফেলে দেবে।
  • সৈকত | 236712.158.782323.5 (*) | ০৮ জুলাই ২০১৯ ১১:৪৭50825
  • খুব নাম আর কোথায় হয়েছিল তখন। সে তো প্রথম দিকের কবিতাই, ৬২-৬৩ হবে বলেই মনে হয়।

    রোয়াব থাকতে হয়, কবিদেরও। ঃ-)
  • Kaju | 236712.158.565612.19 (*) | ০৮ জুলাই ২০১৯ ১১:৫৮50826
  • অর্ধশতাব্দী পার করে দিনকাল পাল্টেছে, লেখার সিনট্যাক্স বদলেছে, কিন্তু সাধারণ পাঠক এখনো নাবালক অনেকাংশেই। যারা এসবের মধ্যে আছে বা নিজেরা মোটামুটি লেভেলের লেখা লেখে তারাই বোঝে এসব প্রয়োগ। তবে তাদেরও আবার পপিচু দলাদলি। আমার ভালো বলো তবে না তোমাকে আধ লাইন প্রোডাকটিভ কিছু বলব? শুধু ভালো বলতে বলছি না, সব মিলিয়ে, গ্রাহ্য করার মত। এই জন্যেই না বাঙালি !
  • r2h | 124512.101.89900.123 (*) | ০৮ জুলাই ২০১৯ ১২:১৬50827
  • সবকিছুতে বাঙালীকে গাল দেওয়া কেন বাপু। এসব কোন ভাষায় নেই?
    ছদ্মনামে বড়লেখকের লেখা বা বড় শিল্পীর অজানা পিস কল্কে না পাওয়ার কী সব গল্প তো ইংরেজী বা অন্য ভাষাতেও আছে।
  • Kaju | 236712.158.565612.163 (*) | ০৮ জুলাই ২০১৯ ১২:৩৮50828
  • সে অন্য ভাষায় থাকবে না কেন, কিন্তু বাঙালি ক্র্যাবপুলিঙে বলে বলে বিশ্বকাপ জিততে পারে যদি তেমন কিছু থাকত। "বাঙালি তো শুধু খচ্চর নয় তদুপরি অসহায়" ;-)

    তবে এসব না ভেবে নিজের মত উৎকর্ষের সন্ধান করতে করতে খাতা ভর্তি করে চলা অনেক ভালো। ধরেই নিতে হবে কেউ পড়বে না। তুমি কী ভেবে লিখেছ কেন কেউ বুঝতে যাবে? সেতো ঠিকই। কবিতা তো কখনো Catharsis, কখনো হঠাৎ নিজের অতি ব্যক্তিগত কিছু পর্যবেক্ষণকে শব্দের বুনটে অক্ষয় করে রাখতে চাওয়া, হয়ত অতি অতি ক্ষুদ্র সেসব, তবু একান্ত মুহূর্তের কিছু ভাবনার বা এক থেকে অন্য ভাবনায় মসৃণভাবে চলে যাওয়াটুকু কেমন লাগে সেটাই পরীক্ষা করে দেখা। খেলা ছাড়া আর তো কিছু নয়। দেশ কাল নিয়ে লেখেন শঙ্খ ঘোষ, আর এখন শ্রীজাতবাবু, ফেবুতে দিলেই একেবারে দাবানল। ওসব পাতি লেখকের কম্মো নয়, কিছু বদলাতেও পারবে না সে অকিঞ্চিৎকর লেখা, ঝুলের ভেতর পড়ে থাকে। সেই নিয়ে আর টই বাড়িয়ে কী লাভ?
  • এলেবেলে | 236712.158.782323.31 (*) | ০৯ জুলাই ২০১৯ ০৬:১৮50839
  • রৌহিন বাঁড়ুজ্জের মস্ত সুবিধে এই যে তাঁর আস্ত একখানা ব্লগ আছে। এবং মস্ত ভাব এই যে তিনি বেজায় স্মার্ট এবং খিল্লিমাস্টের। এই ভাব সম্প্রসারণ করতে গিয়ে যেটা নামিয়েছেন তা অখাদ্য বললে কম বলা হয়। পোস্ট মডার্নের নামে তিনি প্রথম ধেড়িয়েছেন সান্ধ্যভাষাকে 'সন্ধ্যাভাষা' বলে। দ্বিতীয় ধ্যাড়ানো ভাস্কর চক্রবর্তীর বহু ব্যবহৃত পঙ্‌ক্তিকে পোমো হিসেবে ধরে। তৃতীয় ধ্যাড়ানো কবিতা সম্পর্কে যাঁরা নিয়মিত চর্চা করেন তাঁদের প্রচণ্ড হতচ্ছেদ্দা করে। এতে করে যেটা হবে সেটা হল বাংলা কবিতা নিয়ে পাতি চায়ের ঠেকে যেসব হাস্যকর আলোচনা চলে তাকে প্রশ্রয় দেওয়া। সন্দীপন বলেছিলেন কবিতার দু'টো পঙ্‌ক্তির মাঝখানের যে স্পেস সেটাও কবিতার অংশ। জয় গোস্বামী কবিতার যতিচিহ্ন নিয়ে এত খুঁতখুঁতে ছিলেন (এখন আছেন কিনা জানি না) যে দেশ-এ সে কবিতা ছাপার সময় হাজির থাকতেন। এসব কিছুই না জেনে খিল্লি করতে গেলে বিল্লির আওয়াজ ছাড়া আর কিছুই বেরোয় না, সে তিনি নিজেকে যতই সিংহ ভাবুন না কেন।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন