এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • গুরুচন্ডা৯ -- কিছু কথা, কিছু আলোচনা

    ঈশান লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ১৬ মে ২০১৬ | ১৫১৩৩ বার পঠিত
  • গুরু, শুরুর দিন থেকে ধরলে বছর বারো বছর মত হল। অনেক রাস্তা টাস্তা হাঁটা হয়েছে, আমরা একই সঙ্গে নেটে এবং প্রকাশনা জগতে পা ফেলেছি। এখন আর শুরুর দিকের টলমল নেই, নেট এবং প্রকাশনায় গুরুর মোটামুটি একটা ব্র‌্যান্ড ভ্যালু হয়েছে। খুব বড়ো কিছু না, আবার খুব ছোটোও কিছু না। গুরুর পক্ষ থেকে ভবিষ্যতের কিছু পরিকল্পনা আছে, সেটা জানানোর, এবং আলোচনায় ফেলার জন্যই এই পোস্ট। অনেক গুলো কথা একসঙ্গে বলা হয়েছে, একটু ধৈর্য্য ধরে জনতা যদি পড়েন তো বাধিত হব। এছাড়াও খুব তাড়াতাড়ি করে লিখছি, কিছু ভুলভ্রান্তি অনবধানে হয়ে যেতে পারে, সে জন্য আগাম মার্জনা।
    প্রথমে গুরু কিভাবে বই ছাপে, এবং কেন ছাপে, সে নিয়ে দুই লাইন। প্রথম থেকেই আমাদের বই করার উদ্দেশ্যটা ছিল, সস্তা এবং পুষ্টিকর, যে কারণে চটি বই নামক ধারণাটির জন্ম। চটি নামটা একদম ইচ্ছাকৃতভাবেই দেওয়া হয়েছিল। চটি মানে স্রেফ সরু না, ‘চটি’ বলতেই বাঙালির অবচেতনে একটা বটতলার অনুষঙ্গ চলে আসে। ছাপা ও বাঁধাই সহ সেই অনুষঙ্গটা খুঁচিয়ে তোলার জন্যই বইয়ের নাম চটি। সচেতনভাবেই। বস্তুত মলয় রায়চৌধুরির একটা বইয়ের ভূমিকায় এরকম লেখাও হয়েছিল, ‘লেখক চেয়েছিলেন একটি বটতলার বই, আমরা ছেপেছি চটি’। বলাবাহুল্য উদ্ধৃতিটা হুবহু না, এখন আর খুঁজে বার করে দেখতে ইচ্ছে করছেনা, কিন্তু বিষয়টা এটাই। পুষ্টিকর জিনিস ছাপব, পাঠক লুফে নেবে, কিন্তু দামেও বেশি হবেনা, এই ছিল লক্ষ্য। লক্ষ্যটা এক অর্থে খানিকটা রাজনৈতিকও। একদিকে বাংলা ভাষার কোনো পাঠক নেই, কেউ পড়েনা, এই অভিযোগ দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি। অন্যদিকে বইয়ের দাম অসম্ভব রকম বেড়ে চলেছে। দুটো একসঙ্গে হওয়া মুশকিল। বই লোকে না পড়লে বেশি দামী বই আরোই পড়বেনা। কিন্তু আশ্চর্যজনকভাবে এটা ঘটে চলেছে। কারণ, প্রকাশকের দিকের লক্ষ্যটা থাকছে, যেহেতু পাঠকসংখ্যা কম, তাই কোনোক্রমে তিরিশ (বা চল্লিশ বা একশ)টা বই বেচেই যেন প্রফিট করে নেওয়া যায়। অতএব দাম হু হু বাড়ছে। এবং বালবাহুল্য পাঠক সংখ্যাও কমে আসছে। বলাবাহুল্য এটা একটা স্বল্পমেয়াদি লাভের আত্মঘাতী ধারণা। শর্টকাটের ধারণা। সেটার বিশদে পরে আসছি। কিন্তু এই জায়গা থেকে আমাদের একটা স্টেটমেন্ট দেবার ছিল। যার মূল পয়েন্ট দুটোঃ ১)বইয়ের পাঠক এখনও আছে। ২)কম দামে বই করা যায়। লোকে কেনে। পাঠক সংখ্যা তাতে কমে না, বাড়ে। কারণ লোকে কাগজের কোয়ালিটি পড়েনা, বই পড়ে। বাঁধাই ধুয়ে জল খায়না, ছাপা অক্ষর পড়ে।
    তা, এই স্টেটমেন্টটা আমরা রেখেছি। তাতে নানারকম সমস্যা হয়েছে। অন্তত একটি বড়ো পুস্তক চেন, আমদের বই রাখেননি। কারণ, একটা বইয়ের দাম যদি মিনিমাম তিনশো (বা চারশো ব পাঁচশো) টাকা না হয়, তাহলে তাঁদের প্রফিট মার্জিন বিশেষ থাকেনা। লার্জ স্কেলে অল্প প্রফিটে জিনিসপত্র বেচলে কেন শেষপর্যন্ত বেশি প্রফিট হবেনা, এই যুক্তিজাল তাঁদের মাথায় নেই। তো, এটা জেনেই খেলতে নামা হয়েছিল। কিছু বিকল্প আউটলেট ভাবা হয়েছে এবং হচ্ছে। তার মধ্যে বইমেলাটা সবাই জানেন, কিন্তু আরও বেশ কিছু আউটলেট, তালিকায় জমা হচ্ছে। সেসব যথাসময়ে ও স্থানে প্রকাশ্য।
    তা, এই সমস্যাটা আমাদের জানা ছিল। কিন্তু খুব সাম্প্রতিককালে আরও কিছু সমস্যা দেখা গেল, যেগুলো আগে থেকে ভাবা যায়নি। সমস্যাটার ফোকাল পয়েন্ট একটাই। যে, গুরুর জনপ্রিয়তাকে অনেকেই তাঁদের নিজেদের মার্কেটিং প্লাটফর্ম হিসেবে ব্যবহার করতে চাইছেন। এর গোটা দুই তিন উদাহরণ আছে। শেষ থেকে শুরু করা যাক। আমাদের বইপত্রের জনপ্রিয়তা, যেকোনো কারণেই হোক, ভালো। কারণ বলতে লেখক আছেন, লেখার মান আছে, আমাদের প্রচার আছে, এবং অবশ্যই পাঠকের বিশ্বাস আছে, যে আমরা যা করি বেছেই করি। বই গছিয়ে দেবার জন্য করিনা। ফলে অনেকেই এসে বাঞ্চে বই নিয়ে যান। এবং বইপত্র শেষ হয়ে যায়, পাবলিসিটিও হয়। তা, সাম্প্রতিককালে দেখা গেল, এক লেখকের এরকম কিছু বই আমাদের বিপণনে জনপ্রিয় হবার পর, একটি তুলনামূলক ভাবে বৃহৎ প্রতিষ্ঠান, তাঁর সঙ্গে চুক্তি করে ফেলল, যে, তারা তাঁর রচনাবলী ছাপবে। সে খুবই আনন্দের কথা। কিন্তু সঙ্গে সাবক্লজ এই, যে, তাঁর আর কোনো লেখা, এমনকি যেগুলো আমরা ইতিমধ্যেই প্রকাশ করে ফেলেছি, সেগুলোও আমরা আর ছাপতে পারবনা। ফলে, বস্তুত জিনিসটা দাঁড়াবে এই, যে, বিপণনটি আমরা করলাম, কিন্তু এরপরে আগ্রহী পাঠককে পাঁচগুণ দাম দিয়ে সেই বই কিনতে হবে অন্য প্রকাশনা থেকে। পাঠকসংখ্যা নিশ্চয়ই বিপণনের কারণে কিছু বাড়বে। কিন্তু আমরা যে উদ্দেশ্যে বইটি ছাপছিলাম, উদ্দেশ্যটাই ব্যাহত হবে। এটা আমরা আটকাতে পারিনি, কারণ আমরা কোনো লেখকের কোনোরকম স্বাধীনতা ক্ষুণ্ণ হোক, এই চুক্তি করিনা। কিন্তু বই প্রিন্টের ক্ষেত্রে এবার থেকে ন্যূনতম শর্তাবলী আরোপ করার কথাই ভাবা হচ্ছে।
    দ্বিতীয় ঘটনাটি (কালানুক্রমিকভাবে সেটা অবশ্য আরও আগে ঘটেছে) আরও বিস্ময়কর। আমাদের কাছে একটি পত্রিকা ‘অন্য যৌনতা’র একটি লেখা ছাপবে বলে অনুমতি চেয়েছিল, আমরা বলেছিলাম কৃতজ্ঞতা স্বীকার করলে ছাপতে পারেন। কার্যত দেখা গেল এক গাদা লেখা ছেপে বসে আছেন, এবং কোনো কৃতজ্ঞতা স্বীকার নেই। এটা ছিল একটা পত্রিকা, এবং তারপর, আরও বিস্ময়কর, যে, একজন নামী প্রকাশক, সেটাকে বই বানিয়ে ফেলার উদ্যোগ নিলেন। তাঁরা অনুমতি চাননি, আমাদের জানানও নি। হয়তো ইনফর্মেশন ছিলনা, তাও হতে পারে, জানা নেই। তা, আমরা জানার পর আপত্তি জানিয়ে এসেছি। বইটা ছাপা হয়েছে বলেও শুনিনি। হয়তো অসদুদ্যেশ্য কিছু ছিলনা, শুধুই যোগাযোগের অভাব ছিল। সেটা আমাদের জানা নেই। কিন্তু আমাদের দিক থেকে ঘটনাটা হল, যে, আমরা একটি উদ্যোগ নেব, দীর্ঘদিন পরিশ্রম করব, কম দামে পাঠকের হাতে তুলে দেব, আর সেটাকে বিনা আয়াসে মলাটে বেঁধে কেউ তিনগুণ দামে বিক্রি করার উদ্যোগ নিচ্ছেন, বিন্দুমাত্র স্বীকৃতি ছাড়া, এতে করে ‘সস্তায় চটি বই’ কনসেপ্টটি চূড়ান্ত ভাবে ব্যাহত হচ্ছে। এবং ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি।
    এইগুলো আমার দিক থেকে মনে হছে, অন্য কিছু না, শর্টকাটের প্রসেস। ‘বইয়ের বিক্রি হয়না’, অভিযোগটা যে জায়গা থেকে আসে। বইয়ের দাম প্রচুর বাড়িয়ে চট করে লাভ করে নেবার ধারণাটা যে জায়গা থেকে আসে। এবং অন্য উদ্যোগের ফল থেকে ঝট করে লাভ করে নেবার ইচ্ছেটা(কখনও অনৈতিকভাবেই) যেখান থেকে আসে। প্রচুর পাবলিকেশন হলে সমস্যা নেই। যত বই ছাপা হয়, তত ভালো। কিন্তু ছাপার এবং স্বল্পমেয়াদি লাভ করার বাসনায় পাঠকসংখ্যা কমিয়ে বাংলা বইয়ের অন্তর্জলী যাত্রার ব্যবস্থা সম্পন্ন করা হচ্ছে। কেউ বৃহত্তর পাঠকের কাছে পৌঁছনোর কষ্টসাধ্য কাজটা করছেননা। গুরু এত বছর ধরে যে নেট ওয়ার্কটার পিছনে সময় দিয়ে যাচ্ছে। উল্টোদিকে তৈরি নেটওয়ার্কটা ব্যবহার করে পুশ সেল টেল করে ঝটিতি কর্ম সমাধা করছেন। যেটুকু পাঠকবেস তৈরি হয়েছে, সেটা নিয়ে, অত্ঃপর কামড়াকামড়ি হবে। এর বাইরে যে বিরাট আন এক্সপ্লোরড এলাকা পড়ে আছে, সেদিকে কোনো নজরই নেই কারো।
    আমরা এই শর্টকাটের পদ্ধতিটা কখনও নিইনি। এই বারো বছর ধরে আমরা লড়ে গেছি। শূন্য থেকে শুরু করে। আজ পর্যন্ত অন্য জায়গা থেকে যেকটি লেখা আমরা নিয়েছি, প্রতিটি, অনুমতিসাপেক্ষে। এবং কৃতজ্ঞতা স্বীকার সমেত। একটিও ব্যতিক্রম নেই। জয়া মিত্রের একটি অনুবাদ লেখা আমরা প্রকাশ করেছিলাম। আমেরিকান প্রকাশকের কাছ থেকে অনুমতি নিতে (আসলে ডলারে কিনতে হয়েছিল), দেরি হওয়ায় জয়াদিকে দুঃখ দিয়ে আমরা বই প্রকাশ গোটা একবছর পিছিয়ে দিই। ফলে আমাদের দিক থেকে এই শর্টকাটটা একেবারেই গ্রহণযোগ্য না। লেখার অনুমতি নেওয়া, সৌজন্য স্বীকার, নেটে হোক বা বইয়ে, আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যেদুটো উদাহরণ দিলাম, তার বাইরেও কিছু কিছু ক্ষেত্রে এসব ঘটেছে। সেটা কাম্য না। আমরা নিজেরা এগুলো মেনে চলি, অন্যরাও মেনে চলবেন, প্রত্যাশা করি। যেকোনো জায়গায়, এর অন্যথা হলে, আমরা যথাসাধ্য ব্যবস্থা নেব।
    তো, এইগুলো হল বাহ্যিক সমস্যা। আভ্যন্তরীন কিছু গপ্পোও আছে। কিছু সমস্যা, কিন্তু পরিকল্পনা। মূলত যেগুলোর জন্য এই লম্বা এবং বোরিং লেখার অবতারণা। প্রথমে সমস্যাটা বলি। সেটা গুরুর মডেল সংক্রান্ত। মডেল বলতে চটি বই, ইত্যাদি, যেটা আগেই ব্যাখ্যা করলাম। আমরা বইয়ের দাম কম, খুবই কম রাখি। নীতিগতভাবেই। ফলে বইয়ের বিক্রি খুবই ভালো হলেও, আমাদের মেরেকেটে টাকাটা উঠে আসে। কখনও সামান্য কিছু লসও হয়, কিন্তু সেটা অ্যাবসর্ব করে নেওয়া যায়। এগুলোর কোনোটাই কোনো সমস্যা না, কারণ আমরা প্রফিটের জন্য এই খেলায় নামিনি। সমস্যা এই, যে, এইভাবে চললে আমাদের টাইটেলের সংখ্যা প্রত্যাশিতভাবে বাড়ছেনা। প্রাথমিক বিনিয়োগ কম থাকায়, যেটুকু রোল করছে, সেটা থেকেই পরের বই ছাপতে হচ্ছে, এবং আমরা বছরে চার-পাঁচ-ছয় এর বেশি বই ছেপে উঠতে পারছিনা। শুরুর দিকে, এটা কোনো সমস্যা ছিলনা। ছাপার জন্য অত বই ছিলনা। কিন্তু এখন তো ঠিক শুরুর ফেজ না। প্রকাশযোগ্য বইয়ের সংখ্যা দেখি ভালই। কিন্তু অত বই ছেপে উঠতে পারিনা। ফলে ক্ষতিটা পাঠকেরই হয়। এই হচ্ছে সমস্যা।
    সমস্যা সমাধানের একটা উপায় হতে পারে, ঝট করে বইয়ের দাম বাড়ানো। সেটা করতে চাইনা একেবারেই। নীতিগতভাবে চটি বই শুরু করার লক্ষ্য একটাই ছিল, কম দামে সস্তা বই পাঠকের কাছে পৌঁছনো। সেটা থেকে সরে ‘দামী’ প্রকাশক হবার কোনো মানে নেই। সেটা ভাবাও হচ্ছেনা। পরিবর্তে আরেকটা উপায় ভাবা হচ্ছে। যদি বইয়ের স্পনসরশিপ নেওয়া যায়। ব্যক্তি করুন বা প্রতিষ্ঠান( যদিও কেন কোনো প্রতিষ্ঠান এটা করবেন, জানা নেই, কিন্তু তবুও, বলা তো যায়না)। অফিশিয়ালি সেটার নাম দেওয়া যায় "বই দত্তক নেওয়া"। মডেলটা এরকমঃ যাঁরা প্রোজেক্টটায় আগ্রহী, হাত তুললেন। আমরা সম্ভাব্য বইয়ের নাম বা তালিকা তাঁদের কাছে উপস্থিত করলাম। এবার সেখান থেকে বেছে নিয়ে (যদি পছন্দ হয়)একটি বইয়ের আংশিক বা সম্পূর্ণ খরচ আগ্রহীদের মধ্যে থেকে কেউ বা কোনো প্রতিষ্ঠান বহন করলেন। বইতে তাঁদের নাম দেওয়া হল। লেখকও কিছু টাকা পেলেন, বইয়ের দামও সস্তা রাখা হল। বলাবাহুল্য টাকাটা দত্তকদাতা ফেরত পাবেননা। ওটা বইয়ের পরবর্তী সংস্করণে রোল করবে। এক্সক্লুসিভলি।
    দ্বিতীয় আরেকটি ব্যাপারেও সাহায্য চাইব। সেটি আর্থিক নয়। একটা গুরুচন্ডালি লেখক-পাঠক সমবায় তৈরির কথা ভাবা হচ্ছে। তেমন কিছু না, একটি মেলিং লিস্ট। সেখানে যাঁরা আগ্রহী, তাঁরা বইগুলি নিয়ে নানা প্রোমোশানে একটু সাহায্য করবেন। টুকটাক আর কি। এটাও বেশ জরুরি কাজ, কিন্তু খুব বেশি পরিশ্রম নেই। কেউ আগ্রহী থাকলে জানাবেন।
    আমার/আমাদের দিক থেকে মডেল এটাই। চটি পাঠকের কাছে পৌঁছনোর একটা পন্থা। পাঠকসংখ্যা বাড়ানো, পাঠকের কাছে বই নিয়ে যাওয়া, এই আমাদের ঘোষিত অবস্থান। চটি একটা উপায়। চটি ছাপব, দরকার হলে অন্য পন্থাও নেব। কিন্তু পাঠকের বেস বাড়ানোর অবস্থান থেকে এই মুহূর্তে সরছিনা। বিষয়টায় আগ্রহী হলে জানান। অন্য কোনো মতামত থাকলেও অবশ্যই জানান। সেই জন্যই এই লেখা জনারণ্যে প্রকাশ করা। কীভাবে কী করা হয়, ভাবা হয়, ভাবা হচ্ছে, এই নিয়ে নানা স্পেকুলেশন, প্রচার, অপপ্রচার নানাদিকে হচ্ছে। আমাদের দিক থেকে পরিষ্কার ভাবে জানানো হল। কোনো প্রশ্ন করার থাকলে এখানেই করে ফেলুন। অন্য কোনো স্পেকুলেশনে কান দেবেননা। নানা জায়গায় নানা কথাবার্তা হয়, সেসব আমাদের কানেও আসে। কিন্তু ওতে গুরুত্ব দেবেননা। আমরাও দিইনা। যাকে বলে ইঞ্চিতে ইঞ্চিতে মাপ করে দিই। :-)

    পুঃ যাঁরা যোগাযোগ করতে আগ্রহী, [email protected] এ একটা মেইল ঠুকে রাখতে পারেন। এখানে জানালে বা মেসেজ করলেও হবে।

    পুঃ পুঃ ভবিষ্যতে গুরুর একটি নোটিসবোর্ড ব্লগ হবে। এখনও নেই, লেখাটাতেও প্রচুর 'আমি', আমি ' আছে, ঠিক নৈর্ব্যক্তিক নোটিস না। তাই ব্যক্তিগত ব্লগেই থাক। কিন্তু আহ্বানটা গুরুর দিক থেকেই।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ১৬ মে ২০১৬ | ১৫১৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | 144.159.168.72 (*) | ১৮ জানুয়ারি ২০১৭ ১২:৫৯53312
  • হ্যাঁ আইনগত ব্যপারটা সেভাবেই ডীল কর। কিছু জিনিষ কড়া হাতেই হ্যান্ডল করতে হয়।
  • dd | 116.51.29.231 (*) | ১৯ জানুয়ারি ২০১৭ ০৫:২৩53318
  • নাঃ, এই ফেক প্রোফাইল করে হুমকি টুমকি দেওয়া এইসব রাগ, দ্বেষ, হিংসে থেকে নয়। সেসব থেকে অ্যাতো উৎসাহো হয় না। এটা একেবারে পাগোলের লক্ষণ। অহৈতুকী বাঁদরামী।

    এরকম ঘটনা আগেও হয়েছে। গুচতেই।

    ল্লামা না পেশাদার গোইন্দা ছিলে? তো দ্যাখো না, নানান কম্প্যুটারোয়লাদের হেল্প নিয়ে এইবাঁদরটাকে চেনা যায় কি না?
  • Lama | 213.132.214.85 (*) | ১৯ জানুয়ারি ২০১৭ ০৫:৩৫53315
  • অর্ধশতাব্দী নিয়ে লোকজন বেজায় আওয়াজ দিচ্ছে। "প্রায় অর্ধশতাব্দী" লেখা উচিত ছিল। অর্ধশতাব্দী হতে এখনো পাঁচ বছর বাকি :)
  • pi | 192.66.16.191 (*) | ১৯ জানুয়ারি ২০১৭ ০৫:৪০53319
  • আমি তো আবার ভাবছি , কিছু নাম ধাম দেওয়া লোকজনের দেওয়ালে ফোরামে নাম না দিয়ে স্ল্যাণ্ডারিং নিয়ে কী করা উচিত ? যেগুলোর পিছনে আরো অন্য লোকজন থাকে, তাদের নিয়ে ? এটা তো এখন এক নতুন খেউড় কালচারের ট্রেন্ড !
  • সিকি | 132.177.73.249 (*) | ১৯ জানুয়ারি ২০১৭ ০৫:৪৮53316
  • আমিও কাল থেকে "প্রায় অর্ধশতাব্দী" লিখব। আর মাত্র দশ বছর বাকি।
  • de | 192.57.40.160 (*) | ১৯ জানুয়ারি ২০১৭ ০৬:০১53320
  • একটি নিষ্পাপ প্রশ্ন -
    লামার বই কোথা থেকে বেরোচ্ছে? বইমেলায় যাওয়া হবে না এবার - পরে কলেজস্ট্রীটে খোঁজ নিতাম!
  • de | 192.57.40.160 (*) | ১৯ জানুয়ারি ২০১৭ ০৬:০৪53321
  • কুড়ি বছর বাকিতে - প্রায়োর্দ্ধর্দ্ধশতাব্দী -

    তাতে কষ্ট হলে শিশু শতাব্দী বল্লেও হবে -
  • avi | 57.15.229.5 (*) | ১৯ জানুয়ারি ২০১৭ ০৯:৩৪53317
  • কুড়ি বছর বাকি থাকলে কী লেখা যায়? প্রা প্রায়?
  • তাতিন | 213.110.242.21 (*) | ২০ জানুয়ারি ২০১৭ ০২:৪৭53322
  • লামাদার নামে মামলা তো ৯ঋকাল বা গুরু থেকে হচ্ছে না। ভাষাবন্ধন থেকে হচ্ছে শুনেছি।
  • Rit | 57.11.22.213 (*) | ২০ জানুয়ারি ২০১৭ ০৮:৪৮53323
  • তাতিন দা হলো ডেভিল'স অ্যাডভোকেট।
  • রৌহিন | 113.42.124.65 (*) | ২১ জানুয়ারি ২০১৭ ০৭:১৩53324
  • ভাষাবন্ধন কি লামার অর্ধশতাব্দী উপলক্ষে কোন বই বের করবে ২০২২ বইমেলায়?
  • ঈশান | 24.96.47.47 (*) | ২৪ জানুয়ারি ২০১৭ ০৪:২২53328
  • লামার সঙ্গে যার বাওয়াল হয়েছে, সে তো বাউ বলেই জানি। আর সেটা একেবারেই লেখালিখি সংক্রান্ত না। এগুলো লামা জড়াচ্ছে একসঙ্গে কেন? আর লিখছেই যখন, তখন কেনই বা স্পষ্ট করে লিখছে না? এসব বাওয়ালের সঙ্গে প্রকাশনা ইত্যাদির তো কোনোই সম্পর্ক নেই।
  • pi | 192.66.162.202 (*) | ২৪ জানুয়ারি ২০১৭ ০৪:৩১53329
  • এবং গুরুর সাথে ঐ ক্যালকমীয় বাওয়ালের দূরদূরান্তের কোন সম্পর্ক নেই। এদিকে এখানে এসব কথা আসায় লোকে ঘেঁটে প্রশ্ন করছে। ওদিকে শুনলাম ঐ বাওয়ালকে গুরুর ঘাড়ে ফেলে, মানে অন্য প্রকাশনা থেকে বই বেরোচ্ছে বলে গুরু থেকে হুমকি দেওয়া হয়েছে বলে ভালৈ গল্প চালানো হয়েছে।
    আরো সব গালগুল্প আর কদ্দিন চালানো হবে কেজানে। আরো কিছু জিনিস বোধ্হয় স্পষ্ট করা দরকার।
  • ঈশান | 24.96.47.47 (*) | ২৪ জানুয়ারি ২০১৭ ০৪:৩৫53330
  • আর এই পুরো ব্যাপারটায়(মানে লামা নয়, ৯ সংক্রান্ত) আমার স্ট্যান্ড অত্যন্ত সোজা। আমাদের ছোটোবেলায় সিঙ্গুরে একটা লোকাল মেড 'কোল্ড ড্রিংক' বিক্রি হত। তার নাম ছিল Papsi। এই সর্বত্র ৯ ব্যবহার করে চলাটাও ওইরকমই। ক্রিয়েটিটিভিটি নিয়ে কিছু বলার নেই, কিন্তু বিষয়টা চূড়ান্ত আন এথিকাল। এবং বিষয়টা এতই দিবালোকের মতো স্পষ্ট, যে, না দেখতে পাবার মতোও কিছু না।
  • সিকি | 192.69.242.125 (*) | ২৪ জানুয়ারি ২০১৭ ০৪:৫৯53331
  • এই বেলা আমার স্ট্যান্ডটাও জানিয়ে রাখি। মানে, গুরুর সঙ্গে থেকে, গুরুর পাতায় লিখে, গুরুর সমসাময়িক হিসেবে একাধিক লোক পাবলিকেশন শুরু করেছে, চালিয়েছে এবং চালিয়ে চলেছে। বাংলা ভাষায় হাজারটা প্রকাশনা সংস্থা আছে, রোজই হাজার এক, হাজার দুই হচ্ছে। তাদের অনেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে গুরুর সঙ্গে যুক্ত ছিলেন বা আছেন।

    কিন্তু এ বারে যেটা হয়েছে, সেটা শুধু আনএথিকাল বললে প্রায় কিছুই বলা হয় না। অন্য এমন অনেক কিছু ঘটানো হয়েছে, ঘটিয়ে চলা হয়েছে, মাঝে মাঝে মনে হয়েছে অন্য তরফ সম্ভবত আমার, পাইয়ের, সৈকতের, অথবা সামগ্রিকভাবে গুরুচণ্ডা৯র ধৈর্যের পরীক্ষা নিয়ে গেছে। অপ্রয়োজনীয়ভাবে বিশেষ বিশেষ পোস্টে, কমেন্টে লাইক, আনতাবড়ি কমেন্ট, লাভ সাইন, আপাতদৃষ্টিতে খুবই তুচ্ছ হলেও একটা সময়ের পর আর সেগুলোকে তুচ্ছ মনে করা যায় নি। সেই ব্যক্তিকে আমি ব্যক্তিগতভাবে ব্লক করতে বাধ্য হয়েছি।

    যা হয়েছে, যতটা হয়েছে, তার পরে কিছু বেসিক ডিসেন্সি আশা করেছিলাম। সেটা তো পাইই নি, বরং সমানে উসকে দেবার প্রবণতাই লক্ষ্য করে গেছি। আমি বা পাই বা সৈকত বা গুরু - কেউই গায়ে পড়ে অন্যতরফের উদ্যোগে কাঠি করতে যাই নি। বরং যাদের বই বেরোচ্ছে, আমি ব্যক্তিগতভাবে তাদের উৎসাহ জানিয়ে বলেছি, বই হয়ে বেরোনোটাই আসল কথা, কোথা থেকে বেরোচ্ছে, কে ছাপাচ্ছে, সে সব গৌণ।

    তার পরেও এই।

    লেখক, বন্ধু, গুরুভাই লামার সাথে আমার যেমন গলায় গলায় ভাব ছিল, তেমনই থাকবে। অন্য যা হয়েছে, যা হচ্ছে, সেসব ব্যাকড্রপের আড়ালেই হোক। যে লামাকে, যতটুকু লামাকে গুরুর পাতা চেনে, সেই লামাকে আমি ব্যক্তিগতভাবে রোজ গুরুর পাতায় দেখতে চাই। বাকি সবাইকেই।
  • dc | 167.50.178.151 (*) | ২৪ জানুয়ারি ২০১৭ ০৬:১৫53332
  • আপনারা উইনঅ্যাম্পের মটো জানেন নিশ্চয়ই?
  • তাতিন | 213.110.242.24 (*) | ২৪ জানুয়ারি ২০১৭ ০৭:৩৩53333
  • কিন্তু, সুমেরুদা বা লিরিকালের কেউ কি এই পেজ ফলো করছে? নিশ্চয়ই করছে, কিন্তু লিখছেনা কেন? ক্যালকমে কীসব টাকা পয়সার গল্প ঘুরছে, ক্লাব মাহিন্দ্রার একটা গল্পও ছিল। সেগুলো নিয়ে পয়েন্টার দিলে ভালো হত না?
  • Lama | 213.132.214.85 (*) | ২৪ জানুয়ারি ২০১৭ ১০:৩১53325
  • de, আমার বই লিরিকাল থেকে। তবে এখনো ছাপা বা বাঁধাই হয়ে আসেনি। বইমেলার প্রথম দিন থেকেই পাওয়া যাবে না বলেই মনে হয়
  • Lama | 213.132.214.85 (*) | ২৪ জানুয়ারি ২০১৭ ১০:৩২53326
  • তাতিন, ভাষাবন্ধন থেকেও মামলা হচ্ছে নাকি? এত মামলা কোথায় রাখি
  • Lama | 213.132.214.85 (*) | ২৪ জানুয়ারি ২০১৭ ১০:৩৪53327
  • ডিডিদা, গোয়েন্দাগিরি মাত্র তিনদিন করেছিলাম, তাও মাইনে দেয়নি
  • Bhola | 229.65.39.8 (*) | ২৫ জানুয়ারি ২০১৭ ০১:৫৬53334
  • এখানে আগে কখনো লিখিনি। একজন এই লিংকটা ইনবক্স করলেন, তাই চোখে পড়লো। লামাবাবুকে একটা প্রশ্ন আছে। আপনার চরিত্রহনন হয়েছে নাকি আপনি অন্য কারুর চরিত্রহনন করেছিলেন সেটা বেরিয়ে পড়েছে?
  • Lama | 37.63.169.146 (*) | ২৬ জানুয়ারি ২০১৭ ০৩:৩২53335
  • ভোলা, যিনি চরিত্রহনন করেছেন তিনি আদালতে যাচ্ছেন, আদালতেই তাঁর সঙ্গে কথা হবে
  • Lama | 37.63.169.146 (*) | ২৬ জানুয়ারি ২০১৭ ০৩:৩৬53337
  • সৈকত, সেদিন তো ফোনে বললি তোর আর কোনো ধোঁয়াশা নেই
    আর আমিও পাইকে ফোনে বললাম এবং এখানেও লিখলাম - বাওয়ালের সঙ্গে গুরুর কোন সম্পর্ক নেই
    আমার লেখকজীবনের শুরু এবং শেষ গুরুর সঙ্গে, সেইজন্য গুরুর ভূমিকা আমার জীবনে গুরুত্বপূর্ণ- এইটুকুই সম্পর্ক- নিছকই ব্যক্তিগত সেন্টিমেন্ট
  • Lama | 37.63.169.146 (*) | ২৬ জানুয়ারি ২০১৭ ০৩:৩৬53336
  • সৈকত, সেদিন তো ফোনে বললি তোর আর কোনো ধোঁয়াশা নেই
    আর আমিও পাইকে ফোনে বললাম এবং এখানেও লিখলাম - বাওয়ালের সঙ্গে গুরুর কোন সম্পর্ক নেই
    আমার লেখকজীবনের শুরু এবং শেষ গুরুর সঙ্গে, সেইজন্য গুরুর ভূমিকা আমার জীবনে গুরুত্বপূর্ণ- এইটুকুই সম্পর্ক- নিছকই ব্যক্তিগত সেন্টিমেন্ট
  • Lama | 37.63.169.146 (*) | ২৬ জানুয়ারি ২০১৭ ০৩:৩৯53338
  • এর থেকে স্পষ্ট করে আর লেখা সম্ভব নয়, আইন আদালতের ব্যাপারটার সঙ্গে গুরুর সম্পর্ক নেই এবং সেহেতু এখানে অপ্রাসঙ্গিক
    আর যেহেতু আইনি ইস্যু, এখানে আলোচনা করা উচিতও নয়
  • Lama | 37.63.169.146 (*) | ২৬ জানুয়ারি ২০১৭ ০৩:৫২53339
  • ভোলাকে একটা অনুরোধ- আপনার পোস্ট দেখে মনে হল (আমার ভুলও হতে পারে) - আপনার কাছে এমন কোনো তথ্য আছে যেটা আমার অজানা, সেক্ষেত্রে আসন্ন মামলায় আমার অথবা আমার বিপক্ষের হয়ে যদি সাক্ষী দেন তাহলে উপকৃত হই, আপনার ওপর ভরসা রাখছি যে আপনি সত্য উদঘাটন করতে সাহায্য করবেন
  • Lama | 37.63.169.146 (*) | ২৬ জানুয়ারি ২০১৭ ০৪:১৫53340
  • আরেকটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার মনে করছি - সৈকতের সঙ্গে আমার কুড়ি বছরের কিছু বেশি সময়ের সম্পর্ক যা ছিল তাই থাকবে, অন্তত আমার দিক থেকে- এটা একটা বিশেষ জায়গা আর বিশেষ সময়ের প্রভাব, বুঝিয়ে বলতে পারব না, সেটা আমার ভাষার অক্ষমতা
  • | 183.24.110.20 (*) | ২৬ জানুয়ারি ২০১৭ ০৪:২২53341
  • ল্যামি, আমি এই বিষয়ের মধ্যে ঢুকবো না ভেবেছিলাম,কিন্তু আলোচনা গড়িয়েই চলেছে দেখে মনে হলো লিখি, মামলা বা মানহানি ইত্যাদির সঙ্গে এই টইয়ের কী সম্পর্ক আমি বুঝতে পারছি না বা আরো অনেকেই পারছে/ন না। লোকের কাছে এইরকম একটা বার্তা যাচ্ছে যে গুরু বোধহয় এই ব্যাপারটার সঙ্গে কোনওভাবে জড়িত।যাদের সঙ্গে তোর কথা হয়েছে, কি কথা হয়েছে ,তার মধ্যে না গিয়ে বলি,সেটা তো অন্যরা জানে/ন না। লোকের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে। একটু ভেবে দেখিস।
  • সিকি | 132.177.131.79 (*) | ২৬ জানুয়ারি ২০১৭ ০৪:৩৬53342
  • বিভিন্ন অচেনা নামের আড়ালে কিছু এনটিটি কাদা খুঁচিয়েই চলবে। সেগুলো ইগনোর করাই ভালো নয় কি? সব পোস্টের তো জবাব দেওয়ার দরকার পড়ে না!
  • cb | 83.197.188.200 (*) | ২৬ জানুয়ারি ২০১৭ ০৪:৪৫53343
  • গোটা ব্যপারটা যাই হয়েছে সেটা একটু পোস্কার করে বরুণ সেনগুপ্ত স্টাইলে লিখুন না, রিপোর্টারের ন্যায়। বড্ড কনফিউস হয়ে গেলাম যে কি নিয়ে এই আলোচনাটা চলছে, প্রথমের পোস্টগুলি ভুলে গেছি ইতোমধ্যে।

    লেখা, অন্য প্রকাশন, লেখা ত্যাগ, লিবেল সুট, আদালত ইত্যাদি বড্ড কমপ্লেক্স হয়ে গেছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন