এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | 132.160.114.140 (*) | ০৫ মে ২০১৬ ০৬:৩৯54347
  • মানে বলতে চাইছেন নিদেন তোপসের মা বা বাবা থাকলে বা ললমোহন বাবুর একটা বউ থাকলে বেশী রিলেট করা যেত?
  • boyaal.r | 215.174.22.20 (*) | ০৫ মে ২০১৬ ০৬:৩৯54453
  • দমদি, না না অবজারভেশনও, আমার কাছে স্বাগতই। দোষ দেওয়ার ব্যাপারটা, পাছে কেউ দোষ দিয়ে ফেলে তাই বললাম- উপেনবাবু আর সুকুমার আমার অতি প্রিয় লোক কিনা তাই। জিনিসগুলো ভুল ছিল, তো সেই হিসেবে সময় সভ্যতা মানবজাতি সমগ্রভাবেই ভুল ছিল, সময় থেকে বিচ্ছিন্ন করে পাছে কেউ ওঁদের গাল দেয় তাই একটু রক্ষণাত্মক হচ্ছি!ঃ)

    ইতিহাস বদলে দেওয়ামূলক অস্বস্তিটা আমারো আছে, কিন্তু আবার মনে হয় এখনো তো ছোটরা অনেকে ঐ বইগুলো পড়ে, তাদের কাছে সংশোধিত জিনিসটা যাক।
  • san | 113.245.14.101 (*) | ০৫ মে ২০১৬ ০৬:৩৯54452
  • টিম আমাদের কি না কি প্রিভিলেজড বানিয়ে দিলো :-D
    অ্যাকচুয়ালি আমি এই ইং মিডিয়ামকে স্বপ্নরাজ্য ভাবার ফেনোমেনা , হীনমন্যতা এইসব দেখিনি , এইমাত্র। ওরাও ছিল , আমরাও ছিলাম , মিলেমিশেই। প্পন দেখেছে কিনা কেজানে। কোলকাতার বাকিরাও কি এরকমই দেখেছেন ? ( টইতে আর কত ডাইগ্রেস করব হে ভগবান )
  • de | 24.139.119.172 (*) | ০৫ মে ২০১৬ ০৬:৪৫54349
  • চারপাশের ক্যারেকটারগুলোতেও তো মহিলা নেই - আমার ছোটবেলাতেও এটা ভেবে খুবই অবাক লাগতো যে কোন মহিলারা কোন প্রবলেম সলভ করাতে আসেন না কেন? তেমনি আবার যেসব বাড়িতে বা জায়গায় ওনারা যেতেন সেসব স্থানেও তেমন কোন মহিলা ক্যারেকটার নেই। ওনার কোন গল্পেই মহিলারা কোন সিগনিফিক্যান্ট রোলেই নেই। এটা আমাকে ছোটবেলাতেও অবাক করেছে। তবে হতে পারে, আমি ছেলে হলে হয়তো এসব ভাবনা আসতো না!

    সেই তুলনায় এইরকম সিরিজ ক্যারেকটার হিসেবে আমার কাকাবাবু পড়তে বেশী ভালো লাগতো। তবে শেষের দিকে সেগুলোও একঘেয়ে হয়ে এসেছিলো।
  • Tim | 108.228.61.183 (*) | ০৫ মে ২০১৬ ০৬:৪৫54348
  • রিলেট করতে পারা না পারা দুয়েরই সমস্যা আছে। কেউ কেউ গল্পের মধ্যে চারপাশের অস্তিত্ব পেলে খুশি হয়, কেউ কেউ আবার সেটা পেলেই অখুশি হয়। সবাই মোটেই রিলেট করার জন্য বই পড়েনা, কেউ কেউ তাদের বাস্তবতা এসকেপ করতেও পড়ে। আমার এই রিলেট করা নিয়ে কোনদিন কোন সমস্যা হয়নি, কারণ আমি বই পড়তে শুরুই করেছি পারিপার্শ্বিক থেকে সাময়িকভাবে পালানোর জন্য। বাস্তবতা যাদের কাছে বোঝা তাদের বিনোদনে বাস্তবতার বালাই কম থাকে, অনেক সময়।
  • Ekak | 53.224.129.54 (*) | ০৫ মে ২০১৬ ০৬:৪৫54454
  • ইয়ে মানে , আপনার একচুয়াল সমস্যা কি নিয়ে ? :) অপরিণত শরীরে বাচ্চা ক্যারি করা নিয়ে আমার ও সমস্যা আছে । সে হলে এক কথা । নির্দিষ্ট বয়েসের আগে মা হওয়া বেবি ও মা উভয়েরই প্রাণ শয়্ন্শয় । কাজেই সেক্ষেত্রে যা হত , বা যা হয় খুবই খারাপ ।

    কিন্তু মনে হচ্ছে আপনার জেনেরাল সমস্যা হলো "একগাদা বাচ্চা কাচ্চা" নিয়ে । এটা তো ফ্যামিলি প্ল্যানিং এর পার্ট :) সময় -সুযোগ-দেশের অবস্থা -চিকিত্সা ব্যবস্থা অনেক কিছুর ওপর ডিপেন্ড করে এই প্ল্যানিং যুগে যুগে বদলায় । যে সময়ে দাঁড়িয়ে ওলাওঠা হয়ে গ্রাম কে গ্রাম উজার হয়ে যেত সেখানে রিসার্ভ হিসেবে একগাদা বাচ্চা পয়দা করে রাখতে হবেনা ? এদেশে এখনো এমন গ্রাম আছে জেকাহেন বাচ্চার পাঁচ বছর বয়েস হলে ঘটা করে মন্দিরে গিয়ে পুজো দেওয়া হয় কারণ বেশিরভাগ বাচ্চা পাঁচের আগে খতম । এই পরিস্থিতি হলো চিকিত্সা ব্যবস্থার এত উন্নতির পরেও । তা সেই যুগে , যখন সামান্য কালাজ্বরের টীকাও আবিস্কার হয়নি , কথায় কথায় শিশুমৃত্যু সেখানে মানুষে একপাল রিসার্ভ বাচ্চা পয়দা করে রাখবে এতো স্বাভাবিক । এই দিয়ে কি আদৌ কোনো ভালোমন্দ সিদ্ধান্তে পৌছনো যায় নাকি ? পঞ্চাশ বছর পরে হঠাত হয়ত দেখলেন ইন্ডিয়া গভ ঘোষণা করলো হে আমার জনগণ অনেক হয়েছে আবার বেবি বুম করো ।ভাতা পাবে । লোকে উত্সাহে বাচ্চা পয়দা করতে থাকবে । এটা তে অসুবিধে কি , যখন যেমন অর্থনীতি -সুযোগ -সুবিধে তেমন ভাবে ফ্যামিলি প্ল্যানিং পাল্টাচ্ছে , পাল্টাবে ।
  • Tim | 108.228.61.183 (*) | ০৫ মে ২০১৬ ০৬:৪৯54351
  • দে দি, একটু ভেবে দেখো তো, যে সময়ের কথা হচ্ছে, তখন কটা পরিবারে মহিলারা সিগনিফিক্যান্ট রোল প্লে করতেন? সেই সময়ের সাথে দশ বছর যোগ করো। রেশিও পাল্টালো? বিশ বছর? খুব অস্বাভাবিক ঠেকছে কি কোন মহিলা ক্লায়েন্ট না আসা?
  • d | 24.97.50.13 (*) | ০৫ মে ২০১৬ ০৬:৪৯54350
  • টিম,
    12.15 হুঁ আমিও তাই। বাস্তবের বাইরে পালানোর জন্যই বইয়ের পাতায় ডুব দেওয়া। তাই আমার ওটা নিয়ে অসুবিধে হয় না।

    কিন্তু অনেকের হয়। সেটাই বলছিলাম। ঐ যে পাঠের ব্যক্তিগত ধরণ।
  • সে | 198.155.168.109 (*) | ০৫ মে ২০১৬ ০৬:৪৯54455
  • যদি কিছু মনে না করেন বাল্যবিবাহ/ ফ্যামিলি প্ল্যানিং এর জন্য আরেকটা টই খুলে দিই?
    এখানে ফেলুদা/ ব্যোমকেশ থাকুক? প্লীজ?
  • de | 24.139.119.172 (*) | ০৫ মে ২০১৬ ০৬:৫০54352
  • রিলেট করতে না পারা জিনিসও অনেকসময় ভালো লাগে, যেমন ফ্যান্টাসি বা রূপকথা। বাস্তব থেকে পালানোর জন্য সেসবের আশ্রয়ও নেয় অনেকে। এবার আমি বাস্তবতা ভালোবাসি কিনা- পালাতে চাই কিনা - সেগুলো অবশ্য পাঠক টু পাঠক ভ্যারি করে। কিন্তু অবাক লাগাটা তো থেকেই যায় - সিরিজের পর সিরিজ - কোথাও কোন মেয়ে বাচ্চা/কিশোরী অবস্থাতেও আসছে না - অবাক লাগবে না? এটা কোন দুনিয়া?
  • Atoz | 161.141.85.8 (*) | ০৫ মে ২০১৬ ০৬:৫০54456
  • উল্টোটাও হতে পারে, হয়তো মেরা ভারত মহান এ প্রায় ৭০% মহিলা কইলেন তেনারা সন্তানধারণ ও পালন করবেন না। খেল খতম পয়সা হজম। জনসংখ্যা দুম করে নেমে গিয়ে অর্ধেক প্রবলেম সাফ। পরিবেশ ফরিবেশ ইত্যাদি সমস্যা , চুরি ফুরি, মারামারি ফারামারি সব কমতির দিকে।
    ঃ-)
  • Tim | 108.228.61.183 (*) | ০৫ মে ২০১৬ ০৬:৫১54353
  • বাংলা বয়েজ স্কুল
  • Ekak | 53.224.129.54 (*) | ০৫ মে ২০১৬ ০৬:৫২54458
  • না না , আমি থামছি :) এখানে ফেলুদা , ব্যোমকেশ চলুক ।
  • Ekak | 53.224.129.54 (*) | ০৫ মে ২০১৬ ০৬:৫২54457
  • আর আমার ব্যক্তিগত ধারণা ছেলে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর নিজেদের আর এক সেট বাচ্চা পয়দা করে ফ্যালা উচিত । তখন একটা বাত্সল্যের সেকেন্ড ইনিংস চলে , কাজেই নিজেরাও সুখে শান্তি তে থাকো নতুন সেট অফ বাচ্চা নিয়ে , ওদিকে বৌমা বা ছেলে কে ফোন করে , কবে নাতি -নাতনির মুখ দেখব বলে জ্বালিও না । নতুন বিবাহিত দের নিজেদের মত করে প্ল্যানিং করতে দাও ।
  • de | 24.139.119.172 (*) | ০৫ মে ২০১৬ ০৬:৫৩54354
  • টিম - ব্যোমকেশের সময়কালের পরে তো ফেলুদা - সেখানে এতোজন মহিলা ক্যারেকটার - আর ফেলুদায় একেবারে নিল?
  • Atoz | 161.141.85.8 (*) | ০৫ মে ২০১৬ ০৬:৫৪54459
  • আমিও থামলাম। ঃ-)
    ফেলু ব্যোমকেশ চলুক।
  • d | 24.97.50.13 (*) | ০৫ মে ২০১৬ ০৬:৫৬54355
  • দে,
    ওটা ওভারঅল বাংলা সাহিত্যের সমস্যা। তুমি দুষ্টু মেয়েদের, বলিষ্ঠ মেয়েশিশুর খোঁজ প্রায় পাবেই না। অথচ বলিষ্ঠ ?যুবতী চরিত্র কিন্তু দিব্বি আছে।

    আমার ধারণা এর কারণ হল অপরিচয়। বাচ্চা মেয়েদের ভাবনাচিন্তা, খেলাধুলো স্বপ্ন ইত্যাদির খবর কোনও লেখকের কাছেই নেই। ফলে অপরিচিত রিজিয়নে তাঁরা পা ফ্যালেন না। কিন্তু একটু বড় হয়ে যুবতী স্টেজে পৌঁছে গেলে তখন চিন পরিচয় হয়ে যায়, সেই থেকে লেখাও আসে।
  • Tim | 140.126.225.237 (*) | ০৫ মে ২০১৬ ০৬:৫৬54460
  • এককের সভ্যতায় পাখী তো দূরস্থান ইঁদুরও জনবিস্ফোরনে লোপ পেয়ে যাবে ঃ-))
  • সে | 198.155.168.109 (*) | ০৫ মে ২০১৬ ০৬:৫৬54461
  • আমার মাথায় হাই ভোল্টেজ স্পার্ক। একটা অন্য বিষয়ে টই খুলছি।
  • Atoz | 161.141.85.8 (*) | ০৫ মে ২০১৬ ০৬:৫৯54462
  • আমার তো মনে হয় এককের সভ্যতায় নতুন একটা ব্যাপার অ্যাড করা উচিত। মান্ধাতার বাপের মতন ছেলেরাও ছানাপোনা পয়দা করুক, এই ব্যব্স্থা হোক। টেক্নলজি হেল্প করবে। "ছেলেপিলে চাও তো বাপু নিজেরা পেড়ে নাও, আমাদের জ্বালিও না।" মহিলারা বলবেন। ঃ-)
  • d | 24.97.50.13 (*) | ০৫ মে ২০১৬ ০৭:০০54357
  • হার্মিয়োনি গ্র্যাঞ্জার এর মত চরিত্র যিনি সৃষ্টি করেছেন, সেই রাউলিঙকে আমি অবশ্যই অনেক সাহিত্যিকের থেকে এগিয়ে রাখবো।
  • d | 24.97.50.13 (*) | ০৫ মে ২০১৬ ০৭:০০54356
  • হার্মিয়োনি গ্র্যাঞ্জার এর মত চরিত্র যিনি সৃষ্টি করেছেন, সেই রাউলিঙকে আমি অবশ্যই অনেক সাহিত্যিকের থেকে এগিয়ে রাখবো।
  • Tim | 108.228.61.183 (*) | ০৫ মে ২০১৬ ০৭:০১54358
  • বাংলা বয়েজ স্কুলের ছবি এরকমই ছিলো। বছরের পর বছর ধরে যে আমরা নারীবর্জিত ক্যাবলামিতে গ্র্যাজুয়েট করলাম, সে কি এ দুনিয়ায় নয়? আমার তো কলেজও বয়েজ ছিলো। বাস্তবতার হদ্দমুদ্দ।
  • lcm | 83.162.22.190 (*) | ০৫ মে ২০১৬ ০৭:০৪54359
  • হ্যাঁ, সত্যজিৎ-এর শেষের দিকে ফেলুদা রহস্য গল্প গুলো - সুবিধের নয়, ঐ লন্ডনে ফেলুদা - ঐরকম কি সব ছিল না।
  • cb | 192.70.20.106 (*) | ০৫ মে ২০১৬ ০৭:০৬54463
  • আপনারা টই যখন অলমোস্ট বেলাইন করে ফেলেছিলেন তখন একটা দাবি করে যাই। এই রন্জন বন্দ্যোকে দেখলেই মনে হয় মাকড়সার রসের ভদ্রলোকটিকে। সবুজ বা নীল সাদা কালির পেনের নিব চুষে ঐসব সাহিত্য রচনা করে চলেছিলেন। কয়েকদিন আগে একজনের কাছে শুনলাম শয্যাশায়ীও বটে

    ব্যাস, এই শেষ
  • ? | 119.163.234.4 (*) | ০৫ মে ২০১৬ ০৭:০৮54360
  • আচ্ছা গোয়েন্দা ঝিনুক কার লেখা? ওইটা মিতিন মাসির চেয়ে ঢের স্মার্ট লাগে।
  • b | 135.20.82.164 (*) | ০৫ মে ২০১৬ ০৭:১০54362
  • গোলাপী মুক্তা রহস্য। অবশ্য কুলোকে বলে কেউ একজন পিতৃকৃত্য করত।
  • de | 24.139.119.172 (*) | ০৫ মে ২০১৬ ০৭:১০54361
  • ঠিকই বলেছো - দমদি - আমি অবিশ্যি ছোটবেলা থেকেই একটু ত্যাঁদোড় প্রকৃতির - তাই আমার গুপী - বাঘার শেষ দুটো গপ্পে (হী রা দে, গু বা ফি এ) শুধুই ছেলের দল দেখে ভাবতাম, এদের গ্রামে কোন মেয়ে বাচ্চা নেই! মেয়েরা পাঠশালাতেও নেই!

    টিম, আমি তো বয়েজ স্কুলে ছিলাম না! ছিলাম গার্লস স্কুলে - সুতরাং বুঝতেই পারছো ফেলুদা কেন আমার আছে অবাস্তবতার হদ্দমুদ্দ ছিলো।
  • সে | 198.155.168.109 (*) | ০৫ মে ২০১৬ ০৭:১১54464
  • মাকড়সার রস নিয়ে হোক না। ওরকম ক্যারেকটার জাস্ট অসাধারণ।
  • de | 24.139.119.172 (*) | ০৫ মে ২০১৬ ০৭:১২54363
  • ঝিনুক বোধহয় সুকান্ত গঙ্গোপাধ্যায় - তাই না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন