এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • ব্যোমকেশ, ফেলুদা ও মগজাস্ত্র

    শারদ্বত লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ০৩ মে ২০১৬ | ১৬২২৪ বার পঠিত
  • সত্যজিৎকে নিয়ে আমরা কথা বলতে ভালোবাসি। আমরা খুবই সামান্য মানুষ। উচ্চাকাঙ্ক্ষা-স্বপ্ন-পরিশ্রম-লক্ষ্য সবই ছোটমাপের করে গড়ে নিই আমরা, তাই চারপাশে কেউ একটা অসাধ্য-সাধন করে বসলে আমরা তাঁর মতো হওয়ার পরিশ্রম না করে পুজো করতে শুরু করে দিই তাঁকে। শর্টকাট। কিন্তু এই পোস্ট সেজন্য নয়, সেই পুজো-সমালোচনার বাইরে কয়েকটা কথা বলতে ইচ্ছে হল। যাদবপুরে শেষ সেমেস্টারে স্পেশাল পেপার ছিল 'গোয়েন্দা-সাহিত্য'। সেই ক্লাসগুলোয় আমরা কিছু আলোচনা করতাম শম্পাদি-কাফিদার সঙ্গে। সেই সময়ের আলোচনা আর নিজস্ব চিন্তা থেকে তুলে আনা কিছু কথা আজকে প্রাসঙ্গিক হতে পারে।

    আমরা সবাই রাজনৈতিক। আমাদের প্রতিটি আচরণের, প্রতিটি কথার, প্রতিটি চুপ করে থাকার একটা করে রাজনৈতিক অবস্থান আছে। আমাদের সাহিত্যও, রাজনৈতিক উপন্যাস থেকে ননসেন্স ভার্স, সবকিছুরই একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে, সাহিত্যের পাঠকরা সেটা জানি। বাংলা সাহিত্যের সেরা দুই গোয়েন্দা চরিত্রের মধ্যে আমরা যদি রাজনীতি খুঁজতে থাকি, অনেক মণিমুক্তোই বেরোবে, অস্বস্তিও।

    আমার ব্যোমকেশকে ফেলুদার চেয়ে ঢের বেশি ভালো লাগে, তাকে মনে হয় অনেক বেশি পরিণত, শাণিত, মার্জিত। অন্যদিকে ফেলুদা টিন আইডল। টিন-এজ পেরনোর পর তাই বোধহয় ফেলুদা আর পাতে ওঠে না পাঠকের। ব্যোমকেশের কিন্তু এই বয়েসের বাধাটা নেই। সত্যজিৎ যখন ফেলুদা লিখতে শুরু করছেন, তখন বাজার ছেয়ে আছে দেব-সাহিত্য-কুটীর-সিরিজে-স্বপনকুমারে। এই ধরণের বইগুলোয় গোয়েন্দার বুদ্ধিবৃত্তির চেয়ে টিন এজারদের মনোরঞ্জনের উপাদান রাখার গুরুত্বটাই বেশি ছিল। ফলে আজগুবি কাহিনি আর সস্তা চমকে বোঝাই ছিল। সেকালের বাবা-মায়েরা 'ডিটেকটিভ বই' পড়তে দেখলে সেজন্যই চটে যেতেন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কেও ব্যোমকেশ লেখার সময় এরকম প্রতিকূল পরিস্থিতি সামলাতে হয়েছিল। ডিটেকটিভ সাহিত্য সম্পর্কে পাঠকদের নাক সিঁটকানো দেখে তিনি লিখেছিলেন, '... আমাদের দেশে উহার প্রতি সাধারণের এত অশ্রদ্ধা কেন? প্রথম কারণ, যাঁহারা এদেশে সর্বাগ্রে গোয়েন্দা গল্প লিখিতে আরম্ভ করিয়াছিলেন তাঁহাদের অক্ষমতা। তাঁহারা গোড়াতেই জিনিসটাকে খেলো করিয়া দিয়া গিয়াছেন। ... ডিটেকটিভ গল্প যেন অন্ত্যজের ঘরেই জন্মগ্রহণ করিয়াছে, তাই বর্ণশ্রেষ্ঠদের কাছে হেয় ও অবজ্ঞাত হইয়া রহিল। ইহা ডিটেকটিভ গল্পের দোষ নহে- দোষ তাহার জন্মদাতাদের। দ্বিতীয় কারণ, বিদেশ হইতে তৃতীয় শ্রেণির ডিটেকটিভ গল্পের আমদানী...'

    সত্যজিতের সময়ে এই শ্রেণির সাহিত্য বাজার ছেয়ে ফেলেছে। সেসময় ফেলুদার কৌলীন্য বজায় রাখা হয়েছিল 'দেশ' পত্রিকায় প্রকাশ করে। আজকের দিনে প্রকাশিত হলে আমরা ব্যোমকেশকে 'দেশ'এর পাতায় দেখতে পেতাম, ফেলুদাকে কিন্তু 'আনন্দমেলা'র বাইরে ভাবাই যেত না। এসব কথা থাক, দু'একটা ঘটনা বা পরিস্থিতি উল্লেখ করলে এই লেখকদ্বয়ের জিনিয়াস আন্দাজ করতে পারি আমরা...

    ব্যোমকেশ বল্লভভাই প্যাটেলের অনুরোধে একটি কেস সলভ করতে যায় দিল্লিতে। এই উল্লেখ থেকে শরদিন্দুর রাজনৈতিক অবস্থানটা স্পষ্ট ধরা যায় বটে, কিন্তু আরো মজা আছে 'আদিম রিপু'তে। গল্পটা আমরা পড়েছি, বা না পড়ে থাকলেও অঞ্জন দত্তর ফিল্মটা দেখেছি। যদিও ফিল্মের সময়টা এগিয়ে যাওয়ায় এই সূক্ষ্ম দিকটা মাঠে মারা গেছে।

    'আদিম রিপু'র শেষ দিকটা মনে করা যাক। অনাদি হালদারকে খুন করা সত্ত্বেও ব্যোমকেশ প্রভাত হালদারকে পিতৃপরিচয় জানার শাস্তি দিয়েই ছেড়ে দ্যায়। ছেড়ে দেওয়ার আরেকটা কারণ, সেদিন ভারতের স্বাধীনতা পাওয়ার দিনটা। এই ঘটনা-কাল-রাজনৈতিক পরিস্থিতির পেছনে আরেকটা সূক্ষ্ম দিক আছে। অনাদি হালদার একজন ডাকাত-পিতৃহন্তার পাশাপাশি একজন কালোবাজারিও ছিল। যুদ্ধ ও দুর্ভিক্ষের সময় কালোবাজারির মাধ্যমেই সে বিপুল সম্পত্তির অধিকারী হয়েছিল, তাকে মারার জন্য প্রভাতের কোনো শাস্তিই হল না... পাঠকের মনে আছে, নেহরুর সেই বিখ্যাত লাইন, 'স্বাধীনতার পর প্রত্যেক কালোবাজারিকে ল্যাম্পপোস্টে ফাঁসি দেওয়া হবে!' সেই লাইনটা মনে রেখে আরেকবার 'আদিম রিপু' পড়ে ফেলুন।

    সত্যজিতের প্রথমদিকের উপন্যাসে লালমোহনবাবুর অস্তিত্ব নেই। সোনার কেল্লায় তাঁকে প্রথম দেখি আমরা। তার আগে ফেলুদার কাহিনিগুলো উপভোগ্য হলেও মজার হয়ে ওঠেনি সেরকম। লালমোহনবাবু আসার পর ফেলুদা সিরিজ সব বয়েসের সমস্ত পাঠকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ফিল্ম হওয়ার পর থেকে বাকিটা ইতিহাস। এবার লালমোহনবাবু চরিত্রটাকে যদি আমরা একটু খুঁটিয়ে দেখি, দেখতে পাব, আদ্যন্ত সাধাসিধে, বোকাবোকা প্রশ্ন করেন, ভাবেন কম, অথবা, যেটুকু ভাবেন তা ভুল ভাবেন। অথচ এই চরিত্রটা একজন বেস্টসেলার কিশোর উপন্যাস রচয়িতা, যাঁর নায়ক প্রখর রুদ্র, উপন্যাসগুলোর নাম যতটা না সত্যিকারের, তার চেয়ে ঢের বেশি প্যারডি, যাঁর কাহিনিতে উটেরা পাকস্থলীতে জল নিয়ে মরুভূমি পাড়ি দ্যায়। বুদ্ধিমান ফেলু মিত্তির তাঁকে কথায় কথায় অপদস্থ করেন, তিনি এতটাই সরল (পড়ুন বোকা) যে সেটাও ধরতে পারেন না।

    খুব সূক্ষ্মভাবে এখানে সত্যজিৎ অন্যান্য বেস্টসেলার কিশোর রচয়িতাদের কী ভাবতেন, তার ছায়া পড়ে। ফেলুদা তো সত্যজিতেরই প্রতিভূ। ভাবুন দেখি, যাকে পরাজিত (মগজাস্ত্র ও বাজার, দু'জায়গাতেই) করতে চাইছেন, তাকে নিজেরই সিরিজে একটা কমিক চরিত্র বানিয়ে তাকে ক্ষণে ক্ষণে অপদস্থ করা, পাঠকের কাছে একইসঙ্গে হাস্যাস্পদ আর জনপ্রিয় করে তোলা, পাঠকের মনে এই লেখকদের সম্পর্কে একটা স্থায়ী তাচ্ছিল্যের বীজ পুঁতে দেওয়া- এই সবকটা পাখি একঢিলে মারতে হলে, কীরকম জিনিয়াস হতে হয়। এঁকে বাকিরা প্রণাম করুন গে, আমি বরং বলি, 'আয় তোর মুন্ডুটা দেখি, আয় দেখি “ফুটোস্কোপ” দিয়ে'।

    মগজাস্ত্রকে সেলাম।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ০৩ মে ২০১৬ | ১৬২২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 108.127.180.11 (*) | ০৬ মে ২০১৬ ০৯:০৫54530
  • সত্যব্তী।
  • Tim | 140.126.225.237 (*) | ০৬ মে ২০১৬ ০৯:০৯54531
  • গোরস্থানে সাবধানে তো অজস্র মহিলা চরিত্র ছিলো, সবই কফিনবন্দী যদিও, তবু ফেলুদাতে সেগুলোও অনেক ;-)
  • avi | 125.187.34.40 (*) | ০৬ মে ২০১৬ ০৯:১৫54532
  • ছিন্নমস্তায় নাতনী বিবির বড়ো ভূমিকা ছিল, এবং প্রীতিনবাবুর স্ত্রীর, যিনি ফেলুদাকে টেপরেকর্ডার দেন। গোঁসাইপুরে জীবনলালের ঠাকুমা, একটা মোক্ষম ক্লু দিয়েছিলেন, তপেশ তখন বোঝে নি। নয়ন রহস্যে তাজের নিচে বইয়ের দোকানে মিসেস স্বামীনাথন, যার কথায় ফাইনাল রহস্য মেটে। শেষদিকে মেয়েরা এসেছিল টুকটাক ওনার লেখায়। তবে গোড়ায় প্রায় নেই। তপেশ ক্রমে বড়ো হয়েছে আর কি।
  • T | 190.255.241.122 (*) | ০৬ মে ২০১৬ ০৯:১৬54533
  • কিন্তু আমি যেটা আবিষ্কার করলাম সেটা হচ্ছে সত্যজিত ও পাখি। সত্যজিত শুধু পাখির ওড়ার অধিকারই কেড়ে নেননি, মুখের ভাষাও হরণ করেছিলেন। পাখি বলছে ত্রিনয়ন একটু জিরিয়ে নে, সত্যজিত সেটাকে নাম্বার দিয়ে রিপ্লেস করে দিলেন। দেকেচেন!
  • de | 24.139.119.172 (*) | ০৬ মে ২০১৬ ০৯:১৬54502
  • ঝিনুক আহামরি কিছু না -

    শ্রাবণীর সেই গোয়েন্দা ক্যারেকটারের নাম কি যেন ছিলো? রাই কি? তাকে অবিশ্যি বেশ পছন্দ হচ্চিলো -
  • একক | 53.224.129.40 (*) | ০৬ মে ২০১৬ ০৯:১৭54535
  • সেকি ? সত্যজিতের নায়ক বলেছেন : ম্যানস হায়েস্ট এচিভমেন্ট ইস টু বি লাইক দ্য বার্ড | আমার সবচে প্রিয় সত্যজিত কাহিনী |
  • Atoz | 161.141.85.8 (*) | ০৬ মে ২০১৬ ০৯:১৭54534
  • মেয়েরা বোম টোম বেঁধে রীতিমতন সুইসাইড স্কোয়াডে এসে পড়ছে (সেটা টেররিসম বা ফ্রীডম ফাইট যাই হোক না কেন), আর রাত্রিবেলা গোলাগুলি চলে বলে মহিলা গোয়েন্দা হতে পারবে না? তাহলে কি পুলিশে মিলিটারিতে একেবারে মহিলা নট অ্যালাউড করে নোটিস দিয়ে দেবার কথা!!!!
  • Atoz | 161.141.85.8 (*) | ০৬ মে ২০১৬ ০৯:১৯54536
  • ক্যাবলা তোপসের বন্ধু ও হতে পারতো দুতিনটি ঝকমকে স্মার্ট কিশোরী। আরে বাবা স্কুলে বা প্রাইভেট টুইশনের গ্রুপেও তো বন্ধু হয়।
  • Tim | 140.126.225.237 (*) | ০৬ মে ২০১৬ ০৯:২০54537
  • আর কাঞ্চনজঙ্ঘার বার্ড এন্থুসিয়াস্ট পাহাড়ি স্যান্যালকে মনে করুন। সত্যজিত পাখির পক্ষে আর সভ্যতার বিপক্ষে ছিলেন।
  • Tim | 140.126.225.237 (*) | ০৬ মে ২০১৬ ০৯:২১54538
  • এতজকে

    অ সোজা নয় বাপু, হয় না হয় না হয় না। কঠোর সাধনা চাই
  • d | 144.159.168.104 (*) | ০৬ মে ২০১৬ ০৯:২২54503
  • হ্যাঁ রাই।
  • Atoz | 161.141.85.8 (*) | ০৬ মে ২০১৬ ০৯:২২54541
  • ক্যাবলা বলতেই মনে পড়ল ক্যাবলা টেনি হাবুল প্যালা---এদের গপ্পেও মেয়েরা কম, তবে একেবারে নেই তা বোধহয় না।
    তবে নারাণ গাঙ্গুলি মশায় ঘোষণা দিয়েই একজায়্গায় বলেছিলেন, এই টেনিদা কাহিনিগুলো ওঁকে দুষ্টু টাইপের ছেলেদের গপ্পো হিসাবেই লিখতে বলা হয়েছিল সম্পাদকের তরফ থেকে।
  • একক | 53.224.129.40 (*) | ০৬ মে ২০১৬ ০৯:২২54540
  • সত্যজিত ইনসেস্ট ম্যারেজ করেছিলেন না ? আর কোনো মহিলার সঙ্গে রোমানস এর গপ্ল ও তো শোনা যায়না | বাইরের জগতের মেয়েরা ওনার বড় হয়ে ওঠার সময় সেরকম এভেইলেবল ছিলো কি |
  • T | 190.255.241.122 (*) | ০৬ মে ২০১৬ ০৯:২২54539
  • তাই, 'ঝকমকে স্মার্ট কিশোরী' চাই? বোকা হাবাগোবা নন ঝকমকে পছন্দ নয় বুঝি!
  • Tim | 140.126.225.237 (*) | ০৬ মে ২০১৬ ০৯:২৪54542
  • একিরে একক চারুলতা ভুলে গেল?
  • T | 190.255.241.122 (*) | ০৬ মে ২০১৬ ০৯:২৪54543
  • আরে টেনিদা পরে হবে, আগে বলুন ঝকমকে কিশোরী ক্যানো চাই।
  • Atoz | 161.141.85.8 (*) | ০৬ মে ২০১৬ ০৯:২৪54544
  • রায়মশায় সায়েবদের "বয়েজ ওন ম্যাগাজিন" না কী একটা পড়তেন কী যেন কইলো।
    ঃ-)
  • Tim | 140.126.225.237 (*) | ০৬ মে ২০১৬ ০৯:২৫54546
  • গুপ্তধন বোধয়
  • Atoz | 161.141.85.8 (*) | ০৬ মে ২০১৬ ০৯:২৫54545
  • ঝকমকে কেন হবে?
    এ তো সোজা কথা।
    ইন্স্পিরেশন দেবার জন্য।
  • T | 190.255.241.122 (*) | ০৬ মে ২০১৬ ০৯:২৬54547
  • আহা হচ্ছে ফেলুদা সাহিত্যের কথা, সেখানে সিনেমা থেকে উদা টানলে হবে না।
  • Tim | 140.126.225.237 (*) | ০৬ মে ২০১৬ ০৯:২৬54548
  • কাদের ইনস্পিরেশন? ঝকমকেদের? আর ক্যাবলাদের কি হবে?
  • i | 131.44.104.131 (*) | ০৬ মে ২০১৬ ০৯:২৬54504
  • ঝিনুক নিজে তো গোয়েন্দা নয়। দীপঙ্করকাকু তো গোয়েন্দা
  • i | 131.44.104.131 (*) | ০৬ মে ২০১৬ ০৯:২৭54505
  • রাই এর গল্প ভালো লেগেছিল।
  • Arpan | 233.227.30.133 (*) | ০৬ মে ২০১৬ ০৯:২৭54506
  • ঝিনুক পড়া খুব ক্লান্তিকর। মিতিনমাসির মতই।
  • S | 217.96.187.205 (*) | ০৬ মে ২০১৬ ০৯:২৭54549
  • টিম কি বলতে চাইল্ছে? তোপসের কুলচক্রে ঠেলা দেবার দরকার ছিলো? ঃ))
  • T | 190.255.241.122 (*) | ০৬ মে ২০১৬ ০৯:২৮54551
  • হ্যা হ্যা হ্যা হ্যা...ইন্সপিরিশন। হু হু হু হু...মাইরি।
  • Tim | 140.126.225.237 (*) | ০৬ মে ২০১৬ ০৯:২৮54550
  • দ্যাখেন এর অনেক লেয়ার আছে, থিসিস হয়ে যায় ঃ-))
  • Arpan | 233.227.30.133 (*) | ০৬ মে ২০১৬ ০৯:২৯54507
  • হোমসের সুভদ্র কুমার সেনের অনুবাদ ভালো। যেটা আনন্দমেলায় বেরোত।
  • Tim | 140.126.225.237 (*) | ০৬ মে ২০১৬ ০৯:২৯54552
  • পুরো লাস্টসিনে মুকুলের মত হাসছে
  • sch | 132.160.114.140 (*) | ০৬ মে ২০১৬ ০৯:২৯54508
  • ঝিনুক, মিতিনমাসি, এবং আরো কয়েক গণ্ডা গোয়েন্দা গল্প লাস্ট ক'বছর নানা পূজোসংখ্যায় পড়ার পর ফেলুদা মাহাত্ম্য য়ারো ভালো বুঝতে পেরেছি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন