এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • আনন্দের বাজারে হাম্পটি ডাম্পটি

    Swarnendu Sil লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ০৭ এপ্রিল ২০১৮ | ৬৪৩৫ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • পথিকের প্রদর্শিত পথ সুজয়যুক্ত করতে আনন্দের বাজারে এখন হাম্পটি ডাম্পটি।

    গতকাল ( ৬ই এপ্রিল, ২০১৮) যে দৈনিক দৈনিক না পড়লে আপনি পিছিয়ে পড়বেন তাঁরা আপনাকে এগিয়ে রাখতে জেনেভা থেকে নিয়ে এলেন হাম্পটি ডাম্পটি কে ( এখানে দেখুনঃঃ http://www.anandabazar.com/others/science/cern-discovers-humpty-dumpty-particle-at-lhcb-experiment-dgtl-1.782195?ref=hm-editorschoice )। লিংক খুললেই দেখবেন, প্রতিবেদনে সুজয় চক্রবর্তী লিখছেন: "ক্ষুদ্রাতিক্ষুদ্র কণাদের সাম্রাজ্যেও এ বার সেই ‘হাম্পটি ডাম্পটি কণা’র দেখা মিলল। এই প্রথম। জেনিভার অদূরে, ‘সার্ন’-এর ভূগর্ভস্থ লার্জ হ্যাড্রন কোলাইডারের এলএইচসি-বি পয়েন্টে। ‘সার্ন’-এর তরফে জানানো হয়েছে, ২০১২ সালে ‘ঈশ্বর কণা’ বা ‘হিগস্‌ বোসন’ আবিষ্কারের পর কণা-পদার্থবিজ্ঞানের ইতিহাসে এই আবিষ্কার যথেষ্টই তাৎপর্যপূর্ণ।চোখের পলক পড়তে না পড়তেই ওই ‘হাম্পটি ডাম্পটি কণা’ও কোথায় যেন উধাও হয়ে গেল! টুকরো টুকরো হয়ে ভেঙে গেল দু’টি আলোর কণা- ‘ফোটন’-এ। এক সেকেন্ডের ১০ লক্ষ ভাগের এক ভাগ সময়ের মধ্যেই।"

    বিষয়টা কি? জেনেভার কাছে সার্ণ গবেষণাগার (CERN) পয়লা এপ্রিল তারিখে একটা পোস্ট দেন নিজেদের ওয়েবসাইটে। তাতে বলা হয় যে 'হাম্পটি-ডাম্পটি' কণা আবিষ্কার হয়েছে। (এখানে দেখুনঃ https://home.cern/about/updates/2018/04/humpty-dumpty-particle-discovered )।

    খ্যাতনামা বিজ্ঞান সাংবাদিক এই খবরটিই বাংলায় আমাদের পরিবেশন করেছেন। ওনারা স্বভাব-সাহিত্যিক, তাই হাম্পটি-ডাম্পটি কে ও কারা সে বিষয়ে সচিত্র প্রাঞ্জল বর্ণনাও আছে পরিবেশনায়। "অবিকল ডিমের মতো দেখতে হাম্পটি ডাম্পটি পাঁচিল থেকে আচমকা পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল! তার খেল খতম হয়েছিল বরাবরের মতো। রাজার ঘোড়ারা বিস্তর চেষ্টা করেছিল। হাম্পটি ডাম্পটিকে জোড়া লাগাতে খুব কসরৎ করেছিল রাজার সেনারা। তবু টুকরো টুকরো হয়ে যাওয়া হাম্পটি ডাম্পটিকে আর জোড়া লাগানো যায়নি।"

    তা, এতে সমস্যাটা কী? যাঁরা এখনো সার্ণের মূল লেখাটা পড়েননি বা তারিখটা খেয়াল করেননি, তাঁদের জন্যে জানাই, সার্নের মূল লেখাটি আদৌ কোনো বিজ্ঞানিক আবিষ্কারের ঘোষণা নয়, ওটি ছিল পয়লা এপ্রিলের ফাজলামি মাত্র। সেটা থেকেই বাংলা সংবাদপত্রের প্রতিবেদক একটি সিরিয়াস লেখা নামিয়ে দিয়েচেন।

    সার্নের সেই ইয়ার্কিমূলক মূল লেখার কিছু সংক্ষিপ্তসার দেওয়া যাক।

    "The LHCb experiment at CERN’s Large Hadron Collider (LHC) has announced the discovery of Eggeron ηgg (eta-gg), familiarly known as the “Humpty Dumpty” particle, the smallest lump of nuclear glue."

    বলা বাহুল্য, ইটা হচ্ছে গ্রীক বর্ণমালার e, ফলত \eta gg হচ্ছে egg, ডিম। চক্রবর্ত্তীদের জন্যে তোড়ায় বাঁধা, যদিও ঘোড়ার কিনা সে নিয়ে এখনো সম্ভবত সার্নে গবেষণা চলছে।

    পরমাণুর নিউক্লিয়াসেও আঠা বা glue নেইকো, ফলত বাক্যটি যে নিছক অর্থহীন ছ্যাবলামো তা বুঝতে আইনস্টাইন হতে হয় না, শুধু বাংলার বিজ্ঞান সাংবাদিক না হলেই চলে সম্ভবত।

    ওই পোস্টে ডিম সংক্রান্ত ফাজলামির আর কিছু নমুনা --

    "Hard-boiled scientists"
    " which allowed ηgg to coagulate." ( ডিমের সাদা অংশের বা ওভালবুমিন-এর জমে যাওয়াকে coagulation বলা হয়, শব্দটির মূল ব্যবহার এই অর্থে, যদিও একই রকম প্রক্রিয়ার ক্ষেত্রে অন্যত্র ব্যয়ভার হয়)
    " “It is an eggstraordinary result,” explains Giovanni Passalova, chef of the LHCb collaboration and INFN researcher."
    এখানে eggstraordinary ছাড়াও অন্য সূত্র আছে। chef মানে রাধুনী, যা অবধারিতভাবেই কবিকল্পনায় chief হয়ে বাংলায় 'প্রধান' হয়েছেন, এমনকি প্রতিবেদক নাকি এই পাসালোভা ভদ্রলোকের থেকে ইমেইলও পেয়েছেন, অথচ পাসালোভা নামে সার্ণে কেউ নেই। LHCB র spokesperson এর নাম Giovanni Passaleva, পাসালেভা, লোভা নন। কিন্তু টুকতে বাঙালি বিজ্ঞান সাংবাদিকদের ভুল ব্রিটিশ আমল থেকে কেউ কখনো দেখাতে পারেনিকো।

    " “It took us some time to unscramble the data but sunny-side up we cracked it."

    " At one point, we were treading on eggshells to prevent other collaborations from poaching the data."

    " But, at the end of the day, you can’t make an omelette without breaking some eggs."

    মন্তব্য নিষ্প্রয়োজন। কিন্তু বস্তুত এর পরেও সার্ণের মূল পোস্ট শেষ হচ্ছে এইভাবে

    " Today, with the discovery of the ηgg, we have finally opened up the path to the great unification between subatomic physics and molecular gastronomy”.

    এর সাথেও শেষ লাইনে আর একটি লিঙ্ক ছিল যাতে ছিল আরও বেশি অর্থহীন একটা পোস্ট। কিন্তু বিজ্ঞানসাধকের জ্ঞানলিপ্সা ঠেকায় সার্ণ কেন, তার বাবারও অসাধ্য। বাংলায় এসব 'সরল' করে লেখা হচ্ছে এইভাবেঃ "এই ‘হাম্পটি ডাম্পটি কণা’- ‘এগেরনস্‌’-ও খুবই ক্ষণস্থায়ী। তা চোখের পলক পড়তে না পড়তেই দু’টি ফোটন কণায় ভেঙে যায়। আর তাত্ত্বিক ভাবে সম্ভাবনা থাকলেও সেই ভেঙে যাওয়া দু’টি ফোটন কণা থেকে এই ‘এগেরনস্‌’দের আর ফিরিয়ে আনা যায় না। তার মানে, যে ভাবে এক বার ডিম ভাঙলে তার টুকরোটাকরাগুলিকে জুড়ে বাস্তবে আর কিছুতেই গোটা ডিম বানিয়ে ফেলা যায় না, তেমনই ‘এগেরনস্‌’ ভেঙে যে দু’টি ফোটন কণার জন্ম হয়, তাদের জুড়ে আবার ‘এগেরনস্’ কণা বানানো অন্তত বাস্তবে অসম্ভবই।" অত্যন্ত গুরুগম্ভীর ব্যাপার, সন্দেহ নেই।

    সবশেষে, বাংলায় সংবাদটি পরিবেশিত হয়েছে ৬ই এপ্রিল। সাংবাদিক মহাশয় একটু কষ্ট করে ২ তারিখ সার্ণের ওই পোস্টটা আবার মিলিয়ে দেখে নিতে গেলেই দেখতে পেতেন ২রা এপ্রিল সার্ণ ওই পোস্টে আপডেট দিয়ে পাঠক-পাঠিকাবর্গকে জিগ্যেস করেছে যে পয়লা এপ্রিলের ঠাট্টা কেমন লেগেছে। বিজ্ঞানভিক্ষু তখন সম্ভবত প্রতিবেদনটি লিখছিলেন তাই সেটুকু কষ্ট আর করে ওঠা হয়নি, বদলে উনি সেই সময় pure force এর বঙ্গানুবাদ করে 'পবিত্র বল' লেখায় ব্যস্ত ছিলেন।

    হাম্পটির যেমন ডাম্পটি ছিল, আমাদের বিজ্ঞানভিক্ষুও তেমনি জানিয়েছেন সল্টলেকের ‘ভেরিয়েব্‌ল এনার্জি সাইক্লোট্রন সেন্টার (ভিইসিসি)’-এর প্রাক্তন অধিকর্তা, বিশিষ্ট কণাপদার্থবিজ্ঞানী বিকাশ সিংহও তাঁকে এ তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত করেছেন। একজন কণাপদার্থবিদ কাঁচা ঘুম থেকে উঠেও শুধুই দুটো গ্লুওন দিয়ে গঠিত কণার 'সত্যতা' নিশ্চিত করবেন এটা মেনে নিতে মন চায় না, তাই তিনিও ঠাট্টা করেছিলেন কিনা, নাকি বাকি সবটার মত এইটাও সাংবাদিক মহাশয়ের উর্বর মস্তিষ্কপ্রসূত সেইটা অবশ্য এ অধমের জানা নেই।

    ----------------------------------------------------------------------------------------------------------------

    কৃতজ্ঞতাঃঃ লেখাটি সম্পাদনায় সহায়তা করেছেন সৈকত বন্দ্যোপাধ্যায়।

    সংশোধনঃঃ উপরে একটা বিশ্রী ভুল করেছি। ইটা গ্রীক বর্ণমালার e লেখাটা নিছক ভুল, গ্রীকের e অবশ্যই এপসাইলন। সার্নের মূল পোস্টে ইটা লেখা অবশ্যই eta র সাথে e এর মিল করেই এবং \eta gg দিয়ে egg বোঝাতে চেয়েই।
    বানান সংশোধনীঃঃ coagulation প্রসঙ্গে ' ব্যয়ভার' শব্দটি 'ব্যবহার' হবে এবং সার্ন-এর বাংলা বানান সর্বত্রই এইটা, অর্থাৎ দন্ত ন হবে, কিছু কিছু জায়গায় মূর্ধণ্য ণ হয়ে গেছে।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ০৭ এপ্রিল ২০১৮ | ৬৪৩৫ বার পঠিত
  • আরও পড়ুন
    বয়স - Swarnendu Sil
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • S | 194.167.2.96 (*) | ১১ এপ্রিল ২০১৮ ০১:৩৪62422
  • "‘সার্ন’-এর গবেষণার সঙ্গে আমি দীর্ঘ দিন ধরে জড়িত। পরিচিত। কোনও দিন কোনও আবিষ্কারের খবর নিয়ে ‘সার্ন’কে ই-মেল করে এই ধরনের ঠাট্টা-মস্করা করতে আমি অন্তত দেখিনি। ‘সার্ন’ অতীতে এমন মজা-টজা করেছে বলেও শুনিনি কোনও দিন।"

    প্রথমতঃ "জড়িত"। "পরিচিত"। এই দুটোর মানে আলাদা।

    আর সার্ন প্রচিবছর এপ্রিল ফুল পোস্ট করে। বোঝাই যাচ্ছে ইনি সার্নের সাথে পরিচিতও নন।

    https://home.cern/about/updates/2017/04/ancient-particle-accelerator-discovered-mars

    https://home.cern/about/updates/2016/04/sonified-higgs-data-show-surprising-result
  • S | 194.167.2.96 (*) | ১১ এপ্রিল ২০১৮ ০১:৩৪62423
  • প্রতিবছর।
  • Ishan | 202.189.128.15 (*) | ১১ এপ্রিল ২০১৮ ০১:৩৯62424
  • এটা নিয়ে আরেকটা লেখা লেখা উচিত। আমারই হাত নিশপিশ করছে। :-) খালি একটা কথা বলো। হাম্পটি ডাম্পটি কণার পূর্বাভাষ সত্যিই ৪০ বছর আগে করা হয়েছিল? আমি বিজ্ঞানে কাঁচা। তাই জানতে চাই।
  • sswarnendu | 41.164.147.89 (*) | ১১ এপ্রিল ২০১৮ ০২:৩৯62425
  • ধুর মাথা খারাপ নাকি? এরকম কিসস্যু করা হয়নিকো। দুটো গ্লুয়ন দিয়ে তৈরী কণা!!! গাঁজাখোরে হবে না, পাতাখোর লাগবে।
  • cb | 213.23.21.170 (*) | ১১ এপ্রিল ২০১৮ ০৪:৫৪62408
  • "এ বার ই-মেলে ‘সার্ন’ সেই কণা আবিষ্কারের ‘ঘোষণা’ করায় স্বাভাবিক ভাবেই রোমাঞ্চিত হয়েছিলাম। কিন্তু পরে জানলাম, বাস্তবে তা হয়নি। এটা একটা বড় মাপের ‘এপ্রিল ফুল’। মজা! সবটাই একটা ঠাট্টা! কিন্তু সেটা এমন ভাবে সাজিয়ে ‘খবর’ হিসাবে ‘সার্ন’ পরিবেশন করেছে যে, তা চট করে বোঝার উপায় নেই।

    ‘সার্ন’-এর গবেষণার সঙ্গে আমি দীর্ঘ দিন ধরে জড়িত। পরিচিত। কোনও দিন কোনও আবিষ্কারের খবর নিয়ে ‘সার্ন’কে ই-মেল করে এই ধরনের ঠাট্টা-মস্করা করতে আমি অন্তত দেখিনি। ‘সার্ন’ অতীতে এমন মজা-টজা করেছে বলেও শুনিনি কোনও দিন।"

    ই মেলে কী ঘোষণা করেছে বাঁ* ?? বিকাশ বাবুর দাবিটা কি?

    ওভারল, আমি বিকাশ সিনহার লেখাটা পড়ে খুবই স্যাড হলেম। অসম্ভব লুজার টাইপের লেখা। ওনার সম্বন্ধে একটা অন্য ধারণা ছিল।
  • dc | 132.174.105.226 (*) | ১১ এপ্রিল ২০১৮ ০৪:৫৭62409
  • বোঝ অবস্থা! এপ্রিল ফুল হয়ে স্বীকার করে নিলেই তো হয়, তা না আরও বেশী করে ছড়িয়ে চলেছেন।
  • lcm | 179.229.10.174 (*) | ১১ এপ্রিল ২০১৮ ০৪:৫৭62426
  • যথেষ্ট স্বর্ণপদক পাচ্ছে না বলে বিকাশবাবু সার্ন-কে খুব হ্যাঠা করেছেন। সোনা দিয়ে বৈজ্ঞানিক সাফল্য পরিমাপ করছেন। অবশ্য সোনার দাম যেভাবে বেড়েছে।
  • dc | 132.174.105.226 (*) | ১১ এপ্রিল ২০১৮ ০৫:০২62410
  • তাছাড়া অনেক সময়েই অনেক বড়ো সংস্থা অপ্রিল ফুল করে, বহু লোক তাতে বোকাও বনে, তাতে রেগে যাওয়ার কি আছে? জীবনে একটু হাসি ঠাট্টা লেগ পুলিং না থাকলে আর কি রইল? মুখ গোমড়া করে সারাক্ষন গবেষণা করে যাওয়ার কথা মনে হয়না বিজ্ঞানীরাও ভাবেন বলে।
  • শঙ্খ | 126.206.220.202 (*) | ১১ এপ্রিল ২০১৮ ০৫:০৪62427
  • লজ্জাজনক!
  • S | 194.167.2.96 (*) | ১১ এপ্রিল ২০১৮ ০৬:২০62429
  • লসাগুদা ঃ))
  • anirban | 96.20.145.210 (*) | ১১ এপ্রিল ২০১৮ ০৭:০১62411
  • ‘সার্ন’ অতীতে এমন মজা-টজা করেছে বলেও শুনিনি কোনও দিন।" এটা বিকাশবাবু কী বল্লেন!!

    CERN তো প্রতি বছরই এপ্রিল ফুলের পোস্ট দেয়।
  • paps | 113.218.236.38 (*) | ১১ এপ্রিল ২০১৮ ০৭:০৫62412
  • বিকাশ সিনহা আর আনন্দবাজারের এই অ্যাটিটিউড্টাকে গোদা বাঙ্গলায় বলে 'ভাঙব তবু মচকাবনা মানসিকতা'।
  • de | 69.185.236.53 (*) | ১১ এপ্রিল ২০১৮ ০৭:০৭62413
  • আবেগের কি বেগ! হাম্পটি-ডাম্পটি নিয়ে ইয়ার্কি? অ্যাঁ!

    ওনার কাছ থেকে অবিশ্যি এর থেকে বেশী কিছু প্রত্যাশাও নেই!
  • lcm | 109.0.80.158 (*) | ১১ এপ্রিল ২০১৮ ০৭:১৫62415
  • নাসা-ও তো এপ্রিল ফুল পোস্ট করত, Moon is made of cheese - এমন কি একটা অনেক দিন আগে একটা চাঁদের ছবি দিয়ে পোস্ট করেছিল নাসা।
  • lcm | 109.0.80.158 (*) | ১১ এপ্রিল ২০১৮ ০৭:৩৪62416
  • বিকাশ সিন্‌হা কে? ইনি কি খুব নামকরা পদার্থবিজ্ঞানী?
    খবরের নীচে রয়েছে ইনি একটি বৈজ্ঞানিক সংস্থার প্রাক্তন অধিকর্তা এবং পদ্মভূষণ জয়ী বিজ্ঞানী।
  • b | 135.20.82.164 (*) | ১১ এপ্রিল ২০১৮ ০৭:৪৬62417
  • হাবেগ।
  • সবকা সাথ, সবকা বিকাশ | 90.254.154.67 (*) | ১১ এপ্রিল ২০১৮ ০৮:১৬62418
  • বিকাশবাবুর লেখা পড়ে জাস্ট হুব্বা হয়ে গেলাম। আচ্ছা ইনিই সেই বিকাশ সিনহা নন, যিনি পরমাণু বিদ্যুতের পক্ষে সরকারের হয়ে ক্যাম্পেন করেন আর তার বিরোধীদের গাল পাড়েন? বিজ্ঞানচর্চা করার সময় আছে ওনার?
  • sswarnendu | 41.164.147.89 (*) | ১১ এপ্রিল ২০১৮ ০৮:২৭62430
  • cm,
    অনেক অনেক ধন্যবাদ।

    তাহলে অন্তত makes a bit of sense. আবারো thank you. I stand corrected.
  • sswarnendu | 41.164.147.89 (*) | ১১ এপ্রিল ২০১৮ ০৮:২৮62419
  • আমি জাস্ট হাঁ হয়ে গেলাম আজকের বিকাশ সিনহার লেখাটা পড়ে!! আর কিছু বলার নেই। ছি ছি ছি।
  • sswarnendu | 41.164.147.89 (*) | ১১ এপ্রিল ২০১৮ ০৮:৪৪62431
  • ishan,
    cm লিন্ক দিয়েছেন৷ 40 পাল্টে 20 করে নিলে ওইটুকুটা অন্তত ঠিক৷ আমার ভুলের জন্য ক্ষমাপ্রার্থী৷
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন