এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • নেট নিউট্রালিটি, এক্কেবারে নিউট্রালি

    Soumit Deb লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ২৭ ডিসেম্বর ২০১৫ | ৯৬৯২ বার পঠিত
  • গত শনিবার একজনের সাথে বেজায় তর্ক হয়েছে। বিষয় নেট নিউট্রালিটি। তর্ক বলা ভুল কারন আমি কোনো কথা বলবার সুযোগ পাইনি। প্রথমেই আমায় জিজ্ঞেস করা হলো বল ব্যান্ডউইথ কি? আমি তার উত্তরে একটা চা চাইলাম। কারন আমার কাছে ইন্টারনেট মানে ফ্যালো কড়ি মাখো থ্রিজি। নেটওয়ার্ক স্লো থাকলে খিস্তি, কল ড্রপ হলে আরও খিস্তি। সালা ইয়ের নেটওয়ার্ক বলা ছাড়া এগুলো ক্যানো হচ্ছে তার কোনো কারন আমার জানা নেই। কখনও রুচিও হয়নি জানার। তো যা বলছিলাম, সেই তর্ক থেকে এই সিদ্ধান্তে আসি যে এতদিন শুধু পড়েছি, জেনেছি, বোঝার চেষ্টা করেছি বিপক্ষের মানে বেশিরভাগ আমাদের কথা, যুক্তি ইত্যাদি। একবার বাঁদি পক্ষের কথাও পড়া যাক। কারন যার কথা বলছি তার যুক্তির মোরাল করলে দাঁড়াবে তিনি কোনো কম্পারেটিভ লিটারেচার স্কলারের সাথে অবশ্যই জয়েস নিয়ে তর্কে যাবেননা, কিন্তু সেই লোকই যদি লুপ কোয়ান্টাম গ্র‍্যাভিটি নিয়ে বোকাবোকা মতামত রাখতে যায় তাহলে গালাগাল দিয়ে শুরু করবেন। এখন আমি গ্র‍্যাজুয়েট ফেল, নিতান্তই নিম্নমেধার এক ছাপোষা। তাই ইজ্জত রাখতে অপর পক্ষেরটাও পড়ে ফেললাম। সেটাই একরকম ভাবানুবাদ করেই দিচ্ছি। তবে রূপকে, কারন এটাই দেখলাম চলছে।

    ধরে নেওয়া যাক একটা রাস্তা আগে বেশ ফাঁকাটাকা ছিলো। মানুষজন গাড়ি ঘোড়া মিলেমিশে সুখে শান্তিতে যাতায়াত করতো। টোল দিতে কারোর গায়ে লাগতোনা। এবার সমস্ত কিছু বেজায় বাড়তে লাগলো। গিজগিজ করছে লোকজন, হাজার হাজার সাইকেল, ০ হইতে সাড়ে এক মিনিটে ১২০ কি.মি ওঠা গাড়ি, কিচ্ছু বাদ নেই। ফলে যা হওয়ার তাই হলো, জ্যাম, ঝঞ্জাট, এ দাঁড়িয়েই আছে তো ও বেরিয়ে গ্যালো, ও নড়ছে না তো এ নড়তে পারছেনা, হাঁটছে বলে গাড়ি দাঁড়িয়ে, গাড়ির জন্য হাঁটা বন্ধ, সাইকেলগুলো তথৈবচ, একেবারে ম্যাসাকার অবস্থা যাকে বলে। এমন সময় রাস্তাটা কয়েকটা লেনে ভাগ করে দেওয়া হবে দেওয়া ভাবা হলো। যারা হেঁটে যাবে তাদের টোল দিতে হবেনা, যারা সাইকেলে তাদের একরকম টোল, যারা গাড়িতে তাদের আরেকরম। ফলে জ্যামট্যাম থাকবেনা। যে যার নিজের নিজের মত চলবে। যদি সাইকেল কেনার ক্ষমতা থাকে তাহলে সাইকেলের লেন দিয়ে যাবে যদি গাড়ি কেনার ক্ষমতা থাকে তাহলে গাড়ির লেন দিয়ে। নাহলে ওই দুই রাস্তার শোভা দ্যাখা থেকে তুমি বঞ্চিত হবে। কিন্তু কিছু করারও নেই কারন যদি এটা না হয় তাহলে কোনোদিনও এই জ্যাম ঝামেলা ঝঞ্জাট শেষ হবেনা। এইবার গোটাটা আবার পড়তে হবে, খালি এইবার পড়বার সময় খেয়াল রাখবেন, হাঁটা হলো সার্ফিং, সাইকেল হলো ছোটোখাটো ডাউনলোড, আর গাড়ি হলো ভিডিও স্ট্রিমিং বা অনলাইন গেমিং, ঝামেলা ঝঞ্জাট হলো কল ড্রপ, স্লো নেটওয়ার্ক আর বলাই বাহুল্য রাস্তাটা হলো ইন্টারনেট।

    এইবার একটা মজা আছে। রাস্তাটায় একটা বিশেষ কোম্পানীর ট্রাকও ও চলে। তারা চায় রাস্তা আরও বাড়ুক, বেড়েই চলুক, কারন রাস্তা যত বাড়বে তাদের তত লাভ। তাদের ট্রাক তত বেশি চলবে। তারা হয়ত চলতও সবচাইতে বেশি। তারা বলে বসলো রাস্তাটা আমরা বানিয়ে দেবো। আর শুধু এটাই না, এই রাস্তা থেকে যে টোল পাওয়া যাবে তাই দিয়ে আরও আরও রাস্তা বানাবো যাতে যাদের গাড়ি সাইকেলের ক্ষমতা নেই তারা ফ্রীতেই যাতায়াত করতে পারবে। এমনকি সেই রাস্তায় আমরা ফ্রী আলুকাবলিও দেবো। আর মুখে একবারও না বললেও এটা তো আর আলাদা করে বোঝানোর কিছু নেই যে রাস্তা যে বাড়াবে তার দাপট আর অধিকার সবচাইতে বেশি। সমস্তটাই থাকবে তার কন্ট্রোলে। অতএব তাদের কোম্পানী এবার থেকে শুধু নিজের গাড়ি চালালে বা অন্য কোম্পানীর গাড়ি সাইকেল না ঢুকতে দিলে কারোর কিছু করার থাকবে না। তাই তারা উঠে পড়ে লাগলো জনমত যোগাড় করতে। নানা ভাবে নানা প্রোমোশন করতে লাগলো। কখনও তার নাম ইন্টারনেট ডট ওআরজি কখনও ফ্রী বেসিক।

    কিন্তু বেশকিছু মানুষ সেটা বুঝে ফেলে বিরোধিতা শুরু করলো। তারা দাবী তুললো এই ভাগাভাগি করে দেওয়াটা নিয়ে। তারা বললো, রাস্তায় আমি কিভাবে চলবো সেটা ঠিক করে দেওয়ার তুমি কে? আমার তো এদিক দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হতেই পারে আমি ওদিকে গিয়ে ওপার দিয়ে হাঁটবো। ক্যানো আমি শুধুমাত্র তোমার ঠিক করে দেওয়া ব্র‍্যান্ডের গাড়িই চড়বো? আমার আলুকাবলী খাওয়ার ইচ্ছে নেই আমি গাড়িগুলোর যেখানে থাকে তার পাশের দোকানটা থেকে সোডা খাবো। চাইনা আমার ফ্রীর হাঁটা। আর আমি গাড়ির জন্যে বাড়তি টোল ক্যানো দেবো? যে হাঁটছে সেও তো একই রাস্তা ব্যাবহার করছে। কি? করছেনা? তবে এই ইকোনমিকাল ভাগাভাগিটা কিসের? তুমি লেন বানাও প্রত্যেকের আলাদা কোনো আপত্তি নেই। কিন্তু টোল সব্বার এক রাখো। বাড়ালে বাড়াও, সেই টাকায় প্রত্যন্ত গ্রামে এরকম রাস্তা বানাও, আমরা পাশে দাঁড়াবো। কারন আমার হাঁটা রাস্তায় ফ্রী আলুকাবলি আর গাড়ি রাস্তায় ফ্রী পিৎযা, দুটোরই দরকার নেই ধন্যবাদ।

    এইবার হলো কি ওই রাস্তার আশেপাশের চায়ের দোকানে আমার মত বেশ কিছু লোক কাজ নেই বলে রেগুলার বাতেলা করতে আসে। তারা কিছু না বুঝে শুনেই একদল কোম্পানীর রাস্তা বানাতে দেওয়ার জনমত কালেকশনের ফর্ম ফিলাপ করে জমা দিয়ে দিয়ে দিয়েছে, আর আরেকদল চলছেনা চলবেনা করে চলেছে। আর আমার মতই অপদার্থ, যাদের সেটুকুও বোঝার ক্ষমতা নেই তারা একহাতে টাকা অন্য হাতে স্ক্রীন নিয়ে কখনও এই ভেবে অবাক হচ্ছি যে কিভাবে একটা দরকার আর মাস সেণ্টিমেন্ট কে ফেসবুক জাস্ট ট্যাঁকশাল বানিয়ে ফেলবার পথে এগোচ্ছে, আবার কখনও আবার মনে পড়ে যাচ্ছে এয়াইবির স্পনসর স্ন্যাপডিল না?? কে জানে..

    পুনঃ এটা আমার যা মনে হয়েছে বা বুঝেছি বলে মনে হয়েছে তারই প্রতিচ্ছবি। সম্পূর্ণ ভুল হতে পারে। জানিও যে সেটারই চান্সই বেশি।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ২৭ ডিসেম্বর ২০১৫ | ৯৬৯২ বার পঠিত
  • আরও পড়ুন
    Lookআচুপি - Soumit Deb
    আরও পড়ুন
    বকবকস  - Falguni Ghosh
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তান সেন | 11.39.137.91 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০২:৩৩69667
  • আশাকরি আপনারা https://mobile.freebasics.com/welcome?next=https%3A%2F%2Fmobile.freebasics.com%2F আপনারা কেউ সাহস করে দেখেছেন। আপাতত দেখাই যাচ্ছে রিলায়েন্সের সিম নিতে উৎসাহ দিচ্ছে।
  • dd | 116.51.25.27 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০২:৪৯69624
  • ভালো লাগলো পড়ে।
    কীসের অ্যাতো হৈ চৈ অ্যাদ্দিন কিছুই বুঝতে পারতেম না। এই লেখাটা পড়ে বুঝতে পারলেম।
  • | 24.97.160.39 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৪:০৭69627
  • আমার মতে লিঙ্কের চেয়ে সরোল গোলগাল বাংলায় ফ্রী বেসিকস-এর ঢপের বেলুনটা ফাটানো দরকার। কেউ একটু উদ্যোগ নিয়ে লেখো না প্লীজ।
  • | 24.97.160.39 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৪:০৯69628
  • হ্যাঁ সৌমিত দেব-এর এই লেখাটা এমনি ঠিক আছে।
  • OshKosh B'gosh | 117.167.108.72 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৪:১৯69629
  • দেখছি দ্য ওয়্যারের লেখাটাই গোদা বাংলায় অনুবাদ করা যায় কিনা।
  • T | 165.69.188.74 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৪:২১69630
  • সিরিয়াসলি! জুকারবাউ অ্যামন 'রিসার্চ শোস...' এইসব হাবিজাবি লিখেছেন!

    দ দির কথায় সমর্থন দিয়ে গেলুম। অরিজিতদা এট অল. দের অবশ্যই লেখা উচিত বাংলায়। ছড়িয়েও দেওয়া উচিত।
  • হরি দাস | 212.142.73.42 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৪:৩৩69631
  • "We know that for every 10 people connected to the internet, roughly one is lifted out of poverty. We know that for India to make progress, more than 1 billion people need to be connected to the internet.
    That’s not theory. That’s fact."

    পড়ে ভারি আমোদ পেলাম। তবে হ্যাঁ এদানীং ভারি ভারি ব্যাপারে সস্তায় মত দিতে পেরে বেশ এমপাওয়ারড ফীল করি।
  • pi | 192.66.100.54 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৪:৪৪69632
  • এইটা সার্কুলেটেড হচ্ছে, রইলোঃ
    'বেশি প্যাচাল না পেড়ে সোজাসুজি টপিকে ঢোকা ভালো।

    যারা এখনও ধাপ্পাটা ধরতে পারেননি তাদের জন্য বলছি। ইদানিং ফেসবুক একটা নতুন মশকরা শুরু করেছে Free Basics নামে। পাবলিকে internet.org এর চুক্কিটা ধরে ফেলেছিল, তাই সেই পুরনো বস্তাপচা মালকে নতুন বোতলে ভরে আবার বেচার চেষ্টা।

    এখেনেও সেই একই গল্পঃ 'ফ্রি বেসিকস' এ ফেসবুক এবং তার ভাই-বেরাদর কয়েকটা ওয়েবসাইট শুধুমাত্র বিনিপয়সায় অ্যাকসেস করতে দেবে; বাকিদের জন্য ভালমতই গ্যাঁটের কড়ি খসবে। অনেকটা কঞ্জুষ বুড়োর বাড়ির বুফে সিস্টেমের মতন - পনীর বাটার মসালা আর অন্যান্য নিরামিষ্যি বিস্তর রয়েছে, কিন্তু আপনি এক্সট্রা মাংস চাইলেই বলবে, “হেঁহেঁ বাপধন, পয়সা তো আর গাছে ফলে না, তোমায় গুষ্টিসুদ্ধু (নিরামিষই সই) দেদার গেলাচ্ছি, তবুও মাংস চাই? কী আস্পদ্দা!! যাও, নিজে কিনে যত ইচ্ছে খাওগে। আজকালকার ছেলেপুলে, সত্যিই বড় বেয়াদপ..” ইত্যাদি ইত্যাদি।

    বিশ্বাস করুন, ওসব ডিজিটাল ইন্ডিয়া, গরিবোঁ কি রবিনহুড পনা, নেহাত গালগল্পই, পাবলিসিটি স্টান্ট। সত্যিই দানছত্তর খোলবার ইচ্ছে থাকলে নেট-নিউট্রালিটি কেই সাপোর্ট করত জাকারবার্গ দাদা; যেখানে ইন্টারনেটের যাবতীয় কনটেন্ট ও মালপত্তর, সব্বার জন্য অ্যাকসেসিবল, আসলি ডেমোক্রেসি! তার বদলে গোটা নেটের একটা ছোট্ট সাবসেট (বেসিক অ্যালজেব্রার সেট চ্যাপ্টার দ্রষ্টব্য) এভাবে থালায় সাজিয়ে কী চতুর্বর্গ লাভ হবে মা গঙ্গাই জানেন। যত্তসব কুচুটেপনা!

    আর এই যে মাঝে মাঝে সব্বার টাইমলাইনে নোটিফিকেশন আসছে, অমুক এবং এতজন আদার্স ভোটেড ফর ফ্রি বেসিকস, খবদ্দার ওতে ক্লিক করবেননা। ওই পিটিশনে একবার হ্যাঁ কল্লে, TRAI (Telecom Regulatory Authority of India) কাছে মেল চলে যাবে, আপনি ফ্রি বেসিকস কে সাপোর্ট করছেন এই মর্মে। আর পর্যাপ্ত পরিমাণে মেল পেলেই ফ্রি বেসিকস চালু হয়ে যাবে ভারতে।(আনঅফিসিয়াল রিপোর্ট বলছে, এর মধ্যেই প্রায় ৪ মিলিয়ন মেল জমা পড়ে গেছে)

    সুতরাং আপাতত হাতে সময় খুব কম। এক্ষুনি এ লগইন করুন। ওখানে "আমি ফ্রি বেসিক সাপোর্ট করিনে, আবারও মুরগি হতে চাই নে” এই বয়ানে মেল ড্রাফট করা আছে, পড়ে নিয়ে স্রেফ পাঠিয়ে দিন। ৩০শে ডিসেম্বর ফ্রি বেসিকের বিরুদ্ধে TRAI কে যাবতীয় মেল এবং পিটিশন জমা দেবার শেষ দিন।

    আরও জানতে AIB র Save the Internet শীর্ষক ভিডিওগুলো দেখে ফেলুন।

    আরও খবর পাবেন এই লিঙ্কেঃ

    http://gadgets.ndtv.com/…/free-basics-vs-free-internet-your…

    http://www.anandabazar.com/…/free-basic-just-another-name-o…

    ৩০শে ডিসেম্বর ডেডলাইন কিন্তু।
    আমাদের বাকি আবালপনা যেরকম উদ্বাহু হয়ে শেয়ার করেন, ঝটপট এটাও করে ফেলুন দিকি।'
  • নিরুপম | 186.126.237.214 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৫:২৫69633
  • এই তর্কটা একে তো কিছু বুঝিনা, তাতে সৌমিত দেবের লেখাটা পড়ে আরো গুলিয়ে গেল। 'তারা বলে বসলো রাস্তাটা আমরা বানিয়ে দেবো', 'আর বলাই বাহুল্য রাস্তাটা হলো ইন্টারনেট', এদুটো পড়ে যা বুঝলাম ফেবু আরেকটা ইন্টারনেট বানাতে চাইছে। তাহলে এখন আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি সেটার কি হবে? এখনকার ইন্টারনেট আর ফেবুর ইন্টারনেট দুটোই চলবে? এরকম হলেও কিন্তু খারাপ না, যার যে ইন্টারনেটটা ইচ্ছে সেটায় ঢুকবে।
  • potke | 190.215.52.12 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৫:২৭69668
  • পুপে, ফেবুর ইনফ্রা বানানো তে মদত দেয়া অনেকটা এরকম--আপ্নি পূজোর ভোগ মানে খিচুড়ি,লাবড়া, চাটনি,মিষ্টি এগুলো ব্যবস্থা করুন, নকুলদানার সাপ্লাই আমি দেব। সেই আগে শুনতাম, সরকার আমাদের হ্যান দিক,ত্যান দিক, ইন্ফ্রা আমরা বানিয়ে নেব! সেই ইনফ্রা হল গিয়ে ১০০ মিঃ অ্যাপ্রোচ রোড ঃ)

    আমার ধারণা, ফেবু ফ্রি বেসিকের আওতায় নিজের অ্যাফিলিয়েটেড সাইট গুলোতে ফেবু সার্চ ইন্জিন আনাতে চলেছে, উদ্দেশ্য গুগলের সার্চ ইন্জিন ইউস করতে ডিসকারেজ করা ইউসার দের বাই চার্জিং দেম। ফ্রি বেসিক ইস পার্ট অফ এ লার্জার গেম প্ল্যান, এমনিতেই আর এন্ড ডি তে গুগলের থেকে ফেবু বেশ পিছনে।

    এটা অবশ্য কন্স্পিরেসি টই তেই যেতে পারত ঃ)
  • OshKosh B'gosh | 117.167.108.171 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৫:৩১69669
  • আমার থিওরিটাও প্রায় এই লাইনেই।
  • lcm | 83.162.22.190 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৫:৪২69670
  • না না, কন্সপিরেসি নয়, পোটকে ঠিক কইসে।
    দেখছিলাম, ফেসবুক চায় টা কি।
    ডেভলপারদের আমন্ত্রণ জানাচ্ছে, বলছে ফ্রি-বেসিক্‌স ইউজারদের জন্যে ফেসবুক অ্যাপ বানাও। তারপরে , ওয়েবসাইট যাদের আছে তাদেরকে বলছে ফেসবুকে ফ্রি-বেসিক্‌স এ রেজিস্টার করাতে যাতে ইউজাররা ঐ সাইট অ্যাকসেস করতে পারে।

    এখন এটা ইন্টারেস্টিং। মানে অলরেডি ধরো লক্ষ লক্ষ অ্যাপ বানানো হয়েছে অ্যান্ড্রয়েড, আইওএস - এইসব প্লাটফর্মের জন্য। কোটি কোটি ওয়েবসাইট রয়েছে। এর ওপরে আবার ফেসবুক নিজেদের প্লাটফর্ম বানাতে চাইছে -- কি কনফিউশন।
  • T | 190.255.250.159 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৫:৪৯69671
  • পোটকেদা, আমারও এরকমই মনে হচ্ছে। ফেবু সার্চ ইঞ্জিন এবং ফ্রি বেসিক থেকে উঠে আসা ইউজারের ব্রাউজিং প্যাটার্ণ, ডেটা ইত্যাদি তারপর বেচবে বিভিন্ন ওয়েবসাইটকে।
  • Soumit Deb | 111.221.131.15 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৫:৫২69634
  • হ্যাঁ গুলিয়ে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমি তাই বলতে চাইনি। আসলে যেটা হচ্ছে সেটা থেকে ফেসবুকের ওয়াকআউট করাটাই উচিৎ ছিলো। কিন্তু তারা দেখলো একদিন না একদিন এটা হবেই। তো বেটার প্রথম থেকেই বিসনেসটা ধরে ফেলা যাতে পরে জিনিসটা কন্ট্রোলে থাকে। ফ্রি বেসিক কে একটা টুল বলা যেতে পারে যেটা এই মনোপলিকে বাস্তবায়িত করার পথে সবচাইতে বেশি সাহায্য করবে। আলাদা ইন্টারনেট নয়, যদি ফ্রিবেসিক কার্যকর হয় তবে এভ্রিথিং উইল বি অন ফেসবুকস কন্ট্রোল। আমি লেখাতেও বলে আমি যা বলছি সেটা ভুলও হতে পারে। তাই feel free to share your views, I also want to what the heck is going on.
  • potke | 190.215.52.12 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৫:৫২69672
  • আজকাল অবাক হওয়া ভুলে যাচ্ছি, নইলে আমার ছাত্রদের মধ্যে নেট নিউট্রালিটি নিয়ে হেলদোল দেখিনা। হোয়াট জুকের্বার্গ ইস ট্রাইং টু অ্যাকম্প্লিশ ইস নট অনলি রং, ইট'স অফেনসিভ!
  • T | 190.255.250.159 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৫:৫৫69673
  • এ প্রসঙ্গে স্বাস্থ্যচাড্ডির মতামত শোনো, "যতক্ষণ আমার কাছে পয়সা আছে, ওসব নেট নিউট্রালিটি ফিটি নিয়ে মাথা ঘামাতে বয়ে গ্যাছে"।
  • পুপে | 131.241.184.237 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৫:৫৬69635
  • ফেবু আরেকটা ইন্টারনেট বানাতে চাইছে না। ইন্টারনেট ব্যবহার করার জন্য যে পরিকাঠামোর দরকার, তা তারা যোগান দেবে। ভারতের কোণায় কোণায় তারা নেট পৌঁছে দিয়ে ভারতকে ডিজিটাল করে তুলতে চাইছে, তবে তা সিলেক্টিভ। তাদের পরিকাঠামো ব্যবহার করে বিনামূল্যে আমরা তাদের লিস্টি অনুযায়ী সাইটগুলোয় ঘুরে বেড়াতে পারবো। কিন্তু লিস্টির বাইরে গেলে পরেই মোটা টাকা খরচা করতে হবে। টিভি তে যেরকম স্টারের চ্যানেল দেখতে গেলে বা স্পোর্টস চ্যানেলের জন্য আলাদা করে বেশী টাকা দিতে হয় তেমন খানিকটা। এইখানেই হল আপত্তি। এখন যেমন একটা নির্দিষ্ট টাকা দিয়ে নেট কানেকশন নিলেই আমরা ইচ্ছেমত নেট দুনিয়ায় ঘুরে বেড়াতে পারি, সেই ব্যাপারটা আর থাকবে না। ফ্রিতে আমরা ফেবু হয়তো করতেই পারবো, কিন্তু ইচ্ছে হলেই টুক করে গুরুর ভাটের পাতায় বা টইতে এসে লিখতে পারবোনা। তখন বেশীরভাগ লোক ফ্রিয়ের ফেবুই হয়তো করবে, গুরুতে আসবে না। এমনটা যাতে না হয় সেই জন্যেই আমরা আপত্তি করবো। এতদিন যেমন ইচ্ছেমতন ঘুরে বেড়াতুম, সেই অধিকারটুকু যাতে ক্ষুণ্ন না হয়।
  • Arpan | 125.118.35.216 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৫:৫৮69674
  • স্বাস্থ্যচাড্ডিটা কে আবার?
  • T | 190.255.250.159 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৬:০০69675
  • আমার ফ্ল্যাটমেট। ভাটে বলেছিলুম এর কথা। অমানুষিক রকম স্বাস্থ্যসচেতন।
  • Arpan | 125.118.35.216 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৬:০৩69676
  • ও আচ্ছা, ভাট আজকাল বেশি পড়া হয় না।

    সরি চাইছি।
  • T | 190.255.250.159 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৬:০৪69677
  • :)
  • TB | 118.171.130.188 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৬:০৫69678
  • এবং এই ভয়েসটা একেবারে খাঁটি ও ফান্ডামেন্টাল। সর্বত্রই সত্য।
  • নিরুপম | 186.126.237.214 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৬:০৯69636
  • আচ্ছা ফেবু আরেকটা ইন্টারনেট বানাতে চাইছে না, বুঝলাম। পুপে যেটা লিখলেন, টিভিতে নানান কোম্পানির চ্যানেল দেখতে গেলে আলাদা আলাদা টাকা দিতে হয়, যেমন ধরুন স্টার, ন্যাট জিও ইত্যাদি, তেমনি ইন্টারনেটেও ফেবু আলাদা আলাদা চ্যানেল আনতে চাইছে কি? তাহলে তো ফেবুর চ্যানেলে সাবস্ক্রাইব না করলেই হয়। কিন্তু এটা বুঝলাম না - "যদি ফ্রিবেসিক কার্যকর হয় তবে এভ্রিথিং উইল বি অন ফেসবুকস কন্ট্রোল"। ধরুন আমি বিএসএনএল ইউজ করি, তাহলেও কি ফ্রি বেসিকের আওতায় ঢুকে পড়ব? নাকি শুধু রিলায়েন্স যারা ইউজ করে শুধু তারা ফ্রি বেসিকস পাবে? এই পুরো ইন্টারনেটকে ফেবু কিকরে কন্ট্রোল করে ফেলবে বুঝছিনা।
  • d | 24.96.225.186 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৬:১৬69637
  • নিরুপম, আপনি কি এই লিঙ্কটায় একটু দেখবেন? এখানে মোটামুটি বেশ ভালোভাবে বলা আছে

    http://thewire.in/2015/12/26/facebook-is-misleading-indians-with-its-f
    ull-page-ads-about-free-basics-17971
  • OshKosh B'gosh | 125.112.74.130 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৬:১৮69639
  • না, আলাদা ইনফ্রাও নয়। একেবারে সরকারী ইনফ্রা, যা কিনা আদতে ট্যাক্সপেয়ারের টাকায় তৈরী, সেই ইনফ্রার ওপরেই ফেবু-র সাথে যুক্ত টেলকোগুলো ফেবু-র লিস্টিতে থাকা সাইটে "ফ্রী" অ্যাকসেস দেবে।

    আপাতত রিলায়েন্সের সাথে টাই-আপ আছে, কাজেই আপনি রিলায়েন্সের সাব্সক্রাইবার হলে ফেবু এবং ফেবু-র সাথে রিলেটেড কিছু সাইট পাবেন। কিন্তু সেও সেই সরকারী ইনফ্রাতেই। এয়ারটেল এবং ভোডাফোন শুরুতে যাবো যাবো করেও ঝাড় খেয়ে প্ল্যান তখনকার মত বাতিল করেছিলো, কিন্তু তারা তক্কে তক্কেই আছে।

    আপাতত আপনি বিএসএনএল, এয়ারটেল যেখানেই থাকুন, গোটা ইন্টারনেটে অ্যাকসেস পান। ফেবু চাইছে প্রেফারড সার্ভিস জাতীয় জিনিস সরকারি ইনফ্রার ওপর চালু করতে।
  • d | 24.96.225.186 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৬:২১69640
  • ফেবুর সবচেয়ে বড় কম্পিটিটার হল গুগল। কাজেই ফেবু নিজের যে চ্যানেল বানাতে চাইছে তাতে গুগল সার্চ বা গুগলের আরো দশরকম সার্ভিস ব্লক করবেই কোনও না কোনও ছুতোয়। আর সেটা অ্যাকসেস করতে গেলে অতিরিক্ত পয়সা লাগবে।
  • নিরুপম | 186.126.237.214 (*) | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৬:২২69642
  • d ওটা পড়ে তো ভয়ানক ভাবুক টাইপের লেখা মনে হলো। আমার মনে একটা বেসিক প্রশ্ন এলো, যেটার ওপর আমার নিজের ইউসেজ ডিপেন্ড করবে। এটা বলুন তো, ফ্রি বেসিক চালু হলে কি সবার জন্য কম্পালসারি হয়ে যাবে? আমি বিএসএনএলের আনলিমিটেড প্ল্যানে ঘরের কম্পুতে নেট করি আর ভোদাফোনের সিম কার্ডে ফোনে নেট করি। ফ্রি বেসিক হয়ে গেলে কি এই দুটো কানেকশানেও আমাকে প্রথমে ফেবুর সাইটে ঢুকতে হবে আর তার্পর অন্য সাইট? এর উত্তর হ্যাঁ হলে সত্যি প্রব্লেম হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন