এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 183.17.193.253 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:০৪71561
  • আচ্ছা যে কোনো বোতল নিয়েই ঢোকা মানা ছিলো তো- নাকি আমি ভুল ভাবছি?
  • Ishan | 183.17.193.253 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:০৪71560
  • মূল প্রশ্ন তো দুটো।

    ১। ব্যাগ চেক করা এবং তাতে রাজি না হলে ঢুকতে না দেওয়া ইল্লিগাল কিনা। মলে হোক বা অন্য কোথাও। জবাব পাওয়া যায়নি।

    ২। সার্ভিলিয়েন্সের প্রতিবাদ করতে গিয়ে "কেস খাওয়ানো" অসততা কিনা। নীতিগতভাবে সার্ভিলিয়েন্সের তীব্র বিরোধীদের এই ব্যাপারেও কোনো উচ্চবাচ্য দেখছি না।

    স্মার্ট ওয়ান লাইনার দিয়ে আর কী হইবে। আশা রাখছি কোনো একদিন এসব অ্যাড্রেস করা হবে।
  • Mamba Bullpens Spec | 125.112.74.130 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:০৫71562
  • আচ্ছা, শুভবুদ্ধির কথা জিগ্গেস করি। ৯৬-৯৭ - মানে যখন এইটা শুরু হয়, তখন কিনলে টিনলে এত ছিলো বলে মনে নেই। তখন এখান ওখান থেকে সুদৃশ্য বোতল (অনেক সময়েই মদের বোতলই হত) জোগাড় করে জল নিয়ে যাওয়া হত। সেগুলো দেখে মদের বোতল হিসেবে বাতিল করা হত, নাকি গুড ফেইথে জল বললে শুনত, নাকি চেখে দেখতো?

    আদতে প্রোগ্রামার তো, সুইচ-কেসগুলো মেলানোর চেষ্টা করছি :-p
  • Mamba Bullpens Spec | 125.112.74.130 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:০৬71563
  • যে কোনো বোতল নিয়ে ঢোকা বারণ হলে উল্টো চাপ। জলের কী হবে?
  • একক | 24.99.33.66 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:০৭71594
  • দুটো শোনপাপড়ি খেয়ে এলুম ।একটা ভুল বলেছি । ব্যাগ খুলে দেখাতে বলাও ইন্ভেসিভ শর্ত ,ইনফরমেশন ইনভেদ হচ্ছে ।আমার ব্যাগের ভেতরে কী আছে সেটা আণঅথরায়সড লোককে জানাতে বাধ্য হচ্ছি ।

    তোমার বাড়ি এখানে আসে কোদ্দিয়ে ? :) তোমার বাড়ি তোমার প্রাইভেট প্রপার্টি । সেখানে যারা যাচ্ছে তারা জানে এন্ট্রান্স ইস সাবজেক্ট টু ইওর ডিসকৃষন । একশবার ঢোকা আটকাতে পারো । এখানে ইউনিভ ক্যাম্পাস ফেত্সুর প্রাইভেট প্রপার্টি নাকী । পুরোটাই স্টেট এর আন্ডারে । লোকে তাই জেনে পড়তে ঢুকেছে । ফেটসু প্রোগ্রাম অর্গানায়সার ।সেটা করুক । ছাত্রছাত্রীরা ফেত্সুর অধীন নয় । তাদের শর্ত দেবার ফেটসু কে ?

    এবার দেখো তোমার বাড়িতেও বেসুরো গান গেয়ে ঢুকছি । একপাশে ডেকে নিয়ে কার্ড দেখিয়ে বল্লুম আমি ইন্টিলিজেন্সের লোক । এই দেখুন অর্ডার আছে । আমি সুরে গান গাইবনা ।ঢুকবো । ঢুকতে দিতে হবে । কারণ প্রাইভেট প্রপার্টি হলেও তুমি রাষ্ট্রের অধীন ।

    সেখানে ইউনিভ ক্যাম্পাস ছাত্রছাত্রীদের সবার ক্যাম্পাস যার অথরিটি দেশের সরকার এবং ইউনিভ কতৃপক্ষ । কোনরকম ল্য এনফোর্স করতে গেলে /শর্ত দিতে হলে তাদের অনুমতি চাই ।নচেত সেটা গা জোয়ারি ।
  • | 183.17.193.253 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:০৮71564
  • আমাদের ছাত্রাবস্থায় প্রচুর ছেলেমেয়ে জলের বোতল বয়ে চলতো বলে দেখিনি।তখনো কলের জল দিব্যি হজম হোতো। আর জলের মত দেখতে মদ তো হয়ঃ)
  • shatadal | 79.162.139.9 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:০৮71565
  • দুটো কথা। এক হল যাদবপুর বেসরকারী কোন জায়গা না, সরকারী ইউনিভার্সিটি। কাজেই সেখানে সার্চ, ঢুকতে না দেওয়া ইত্যাদি ঠিক "মালিকের" হুইমস দিয়ে ঠিক হয় না। কে ঢুকবে, কে ঢুকবে না সেটা ঠিক করার অধিকার ছাত্রদের না। সেটা সরকার বা সরকারের বিশ্ববিদ্যালয় আইন মেনে নিযুক্ত প্রতিনিধিদের হাতে।

    পরের কথা, সমস্ত রাজনৈতিক সংগঠনই অন্যের বেলায় আদর্শ দেখায় - নিজেদের বেলায় বাস্তববোধের কথা বলে। সিপিএমও বলে, মমতাও বলে আর কুচো বামেরাও বলে দেখছি।
  • byaang | 132.167.108.68 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:১১71566
  • "লিগাল্টির দুই প্রবক্তা একক এবং ব্যাং, বাজে না বকে রেফারেন্সটা দিয়ো বাপু। কাল সকালে যেন দেখতে পাই। ঃ-)"

    এটা কেমন ঐ খাপ ফতোয়ার মতই শোনাল। অমুকতমুক এটাসেটা, সমাজের গুড ফেথের ধারা মানছে না, তো ওরাই প্রমাণ করুক হ্যানাত্যানা, না পারলে কাল সকালে এইঐ রেডি রাখিস। ঃ)))

    আর ঈশানের প্রশ্নের উত্তর কাল রাতেই এসেম দিয়েছেন, আইনের ধারার নম্বর বাদে বাকি সব বলেছেন।
  • Mamba Bullpens Spec | 125.112.74.130 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:১২71567
  • উঁহু, সেটা তো ইউনিভার্সাল ট্রুথ বলে কনস্ট্যান্ট ডিফাইন করা যাবে না। সুইচ-কেস এ যাবতীয় কেস ডীল করতে হবে না? নইলে এক্ষেপশন খেলে কী হবে?

    মানে থিওরেটিক্যাল প্রশ্ন আর কি, হলে কী হত?
  • byaang | 132.167.108.68 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:১৭71568
  • "১। ব্যাগ চেক করা এবং তাতে রাজি না হলে ঢুকতে না দেওয়া ইল্লিগাল কিনা। মলে হোক বা অন্য কোথাও। জবাব পাওয়া যায়নি।"

    উত্তর দিয়েছি তো, চাইলে মলে আমার এন্ট্রি নিষিদ্ধ করতে পারেন মলমালিক। কিন্তু কোনো এক অজানা গুড ফেথে ওনারা সেটা করে উঠতে পারেন নি এখনও অব্দি। শুধু মলমালিক কেন, পিনাকীর বাড়ি গেলে পিনাকী আমার ব্যাগ দেখতে চাইলে, আমি আপত্তি করলে পিনাকী আমাকে বার করে দিতেই পারে।

    " ২। সার্ভিলিয়েন্সের প্রতিবাদ করতে গিয়ে "কেস খাওয়ানো" অসততা কিনা। নীতিগতভাবে সার্ভিলিয়েন্সের তীব্র বিরোধীদের এই ব্যাপারেও কোনো উচ্চবাচ্য দেখছি না।"

    আর এতবার সিসিটিভি বসানো, এক্সরে মেশিন বসানো ইত্যাদি লেখার পরেও যদি আমাকে "নীতিগতভাবে সার্ভিলিয়েন্সের তীব্র বিরোধীদের" একজন মনে হয়, তো কী আর করতে পারি বলুন?
  • Ishan | 183.17.193.253 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:১৭71569
  • খাপ কথাটা এখন ফ্যাশন হয়েছে। ইগনোর করলাম। ইল্লিগাল বলতে গেলে আইনটাই বলতে হয়, হাবি জাবি না। সেটার অপেক্ষায় রইলাম। :-)

    আর শতদলকে বলি। একটা পার্ট মনে হয় ঠিক বললেন না। শিবিল ডিপার্টেমেন্টের প্রোগ্রামে অ-শিবিল কাউকে ঢুকতে দেওয়া হবে কিনা সেটা শিবিলের অর্গানাইজাররা ঠিক করে। ফেস্টে কার্ড দেখিয়ে ঢোকা যাবে নাকি ফ্রি ফর অল সেটাও ফেস্টের অর্গানাইজাররা ঠিক করে। সেসব ঠিক করার জন্য কিছু প্রসিডিওর আছে (বিক্কলেজে যেমন নির্বাচিত কমিটি থাকত)। হুইমসের প্রশ্নই আসেনা।

    দ্বিতীয় পার্টটা খানিক ঠিক। প্রশ্নটা লিগালিটির না। মানে লিগালি কোথায় আটকাচ্ছে এখনও শুনি নাই। তবে প্রশ্নটা রাজনৈতিক তো বটেই। সেই গ্রাউন্ডে নিশ্চয়ই বলতে পারেন। আমি তার সঙ্গে খানিক একমত হতেও পারি।
  • lcm | 118.91.116.131 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:১৯71570
  • যাদবপুর সরকারি জায়গা না। যাদবপুর হইল ওয়াসিপুরের ন্যায়, ওখানকার শেষ কথা কয় ইউনিয়ন। অনুরাগ কশ্যপের পোলা বড় হওয়া সিনিমা বানাইবে - স্টুডেন্ট্‌স অফ ইয়াদবপুর।
  • একক | 24.99.33.66 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:২১71595
  • কোন একটিভিটি সংক্রান্ত আইন জানতে চাইছ পার্টিকুলারলি বললে আমিও খুঁজে দিতে পারি ।সমস্ত আইপিসি তো মুখস্ত রাখা সম্ভব না কিন্তু ফ্রিস্কিং বা ইন্ভেসিভ সার্চ রাইট স্টেট বা পোলিস রিলেটেড কোনো অথরিটি ছাড়া কেও দিতে পারেনা এইটুকুই জানি । নন ইন্ভেসিভ চেকিং করতে পারে ।

    শপিং ব্যাপারটা আর কতবার বললে পরিস্কার হবে ? এদেশে প্রাইভেট পোলিস হয়না ।সিকুঅরিতি এজেন্সি গুলোর নন ইন্ভেসিভ সার্চ রাইট থাকে । কাজেই তাকে ইন্ভেসিভ সার্চ করতে দি না । নেহাতই ব্যাগ খোলাতে হলে লোকাল থানায় খবর করা নিয়ম । সেরকম কেস হয় শপ লিফটিং এর ক্ষেত্রে । এগুলো তো রেগুলেটরি মেথড । আইন টা চাও ? যেকোনো রেগুলেটরি মেথড ব্রেক করাই বেয়ায়নি ।
  • এক মিনিট | 127.194.192.189 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:২২71596
  • এক মিনিট এক মিনিট। ফেটসুর অর্গানাইজ করা অনুষ্ঠান। খরচ ফেটসুর। ফেটসু যদি বলে টিকিট কেটে ঢুকতে হবে, বা, ইঞ্জি স্টুডেন্ট ছাড়া বাকিদের টিকিট লাগবে, ইউনি ক্যাম্পাসে অনুষ্ঠান করার পারমিশন অথরিটি দিয়েছে। কিন্তু স্টুডেন্ট হলেই বিনা টিকিটে ঢুকতে পারবে এমন কোনো ভার্ডিক্ট দেয় নি। সেক্ষেত্রে কি টিকিট না কেটেই ঢুকবো বলে আর্ট্তসের জনতা বাওয়াল দিতে পারে? সেক্ষেত্রেও ফেটসু আটকাতে গেলে ধাক্কাধাক্কি ইত্যাদি হতে পারে তো।
  • Ishan | 183.17.193.253 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:২২71571
  • ব্যাং এর কথায় বুঝলাম, মেয়েটাকে ঢুকতে না দিয়ে তাহলে লিগালি কিছু ভুল হয়নি। এবার এককের উত্তরের অপেক্ষায়।

    আর অসততার উত্তরটা "আমি সার্ভিলিয়েন্সের পক্ষে" বলে এড়িয়ে যাওয়া হল। ঠিক আছে।

    ডিঃ আরও একবার বলে দিই, লিগালিটি কোনো কিছু করার একমাত্র ছাড়পত্র না।

    এবার সত্যি সত্যি কাল। :-)
  • Ishan | 202.43.65.245 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:২৩71597
  • বেসিক অ্যাসাম্পশানেই ভুল। "আমার ব্যাগের ভেতরে কী আছে সেটা আণঅথরায়সড লোককে জানাতে বাধ্য হচ্ছি ।" -- এটা সিচুয়েশন নয়।

    আইডিয়াল সিচুয়েশনটা এরকমঃ

    গার্ডঃ আপনার ব্যাগটা দেখতে পারি?
    দর্শকঃ না একেবারেই পারেন না। আপনার কোনো রাইট নেই।
    গার্ডঃ না, আমার কোনো রাইট নেই। আমি আপনাকে বাধ্যও করতে পারিনা। কিন্তু আমি আপনাকে ঢুকতে দিতেও পারিনা।

    এখানে কোনো বাধ্যতা নেই। আমি নেতাজি ইন্ডোর ভাড়া নিয়েও এইটা করতে পারি, তাই প্রাইভেট প্রপার্টির কথাটা অবান্তর।

    অবশ্যই এই সব ক্ষেত্রেই আমি দেশের আইন মেনে চলতে বাধ্য। পুলিশ সার্চ ওয়ারেন্ট দেখিয়ে এর পরেও ঢুকে পড়তে পারে। সেই জন্যই স্পেসিফিক প্রশ্ন হল, দেশের কোন আইনে উপরে বর্ণিত সিচুয়েশনটা বে-আইনী? এখানে কিচ্ছু ল এনফোর্স করা হচ্ছেনা। শুধু নিজের রাইট এক্সারসাইজ করা হচ্ছে, যে রাইটে "রাইট টু অ্যাডমিশন রেস্ট্রিক্টেড" লেখা যায়। সেটা বে-আইনী হতেই পারে। কিন্তু আইনটা কি?

    আইনটা না বলে শুধু বিবৃতি দিয়ে যাওয়াটা কি অন্যের রাইটকে অস্বীকার করা হচ্ছে না?
  • lcm | 118.91.116.131 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:২৩71572
  • না, স্টুডেন্ট্‌স না -- ইউনিয়ন অফ ইয়াদব্পুর (UOU) - ১০০কে টিভিতে সুপার হাই ডেফে দেখা যাবে সে সিনিমা
  • byaang | 132.167.108.68 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:২৫71574
  • এলসিএম ঃ))))))
  • lcm | 118.91.116.131 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:২৫71573
  • হু্‌হ্‌ - বেয়াদবপুরে - লিগাল ইলিগাল সব ঠিক করে ইউনিয়ন
  • একক | 24.99.33.66 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:২৮71598
  • "খরচ ফেত্সুর" ব্যাপারটা ডিটেইল করুন । এই ব্যাপারটা জানিনা ।না জেনে বলা সম্ভব না । ফেটসু কী প্রাইভেট ফান্ড রেইস করে ক্যাম্পাস ভাড়া নেয় অথরিটির কাছ থেকে ? যেরকম ঝুন্ঝুনয়ালা ছেলের বিয়েতে যুবভারতী ভাড়া নেয় ? সেরকম হলে ফেটসুর দায়বদ্ধতা শুধু যারা চাঁদা দিচ্ছে তাদের কাছে । স্থাবর সম্পত্তি নষ্ট না করলেই হলো ।কারোর কিছু বলার নেই ।

    আর যদি তা না হয় তাহলে এটা একটা ইউনিভ উদ্যোগ যার অর্গানাইসর এবং অফশিয়াল ফান্ড রেইসার ফেটসু ।যার অডিট তারা অথরিটি কে দেখাতে বাধ্য ।এবং একইভাবে যে কোনো ল্য এনফোর্স করার ক্ষেত্রেও অথরিটির পারমিশন নিতে বাধ্য ।

    কোনটা ?
  • shatadal | 104.242.246.24 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:২৮71575
  • শিবিলের অনুষ্ঠানে কাকে ঢুকতে দেওয়া হবে সেটা একটা কমিটি ঠিক করে। কিন্তু সেই কমিটিকে লেজিটিমেসি দেয় ইউনিভার্সিটির প্রশাসনের শীলমোহর। যেমন ধরুন কমিটি যদি ঠিক করে বিকিনি পরে না এলে কাউকে ঢুকতে দেওয়া হবে না, তাহলে ইউনির কর্তৃপক্ষের আপত্তি থাকলে সেটা বেআইনি।

    অথবা ধরুন পিএইচডি ডিফেন্স বিদেশের প্রায় সব ইউনিতেই পাবলিকের কাছে ওপেন। খুব রেয়ার কেস ছাড়া ডিপার্টমেন্ট বা কলেজ তার অন্যথা করতে পারে না। সেই সব রেয়ার কেসেও কর্তৃপক্ষের আগাম অনুমোদন লাগে।
  • byaang | 132.167.108.68 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:৩৩71576
  • ওঃ এই জন্য এত আইনের নম্বর চাওয়া! মেয়েটাকে ঢুকতে দেওয়া হয়েছে না হয় নি। দুষ্টবুদ্ধি কিনা আগে বুঝি নাই। কেন ফেটসু, মলমালিক ও সিআইএসএফ সবার অধিকারের রাইট মেলানোর এত চেষ্টা। এইবারে বুঝলাম।

    এখন কথা হল। মলমালিকের সম্পত্তি তার মল, অথবা পিনাকীর বাড়ি পিনাকীর সম্পত্তি। দুটোর কোনোটিই আমার বাপের বাড়ি নয় যে সেখানকার যে কোনো বদনিয়মকেই গুড ফেথে নিতে হবে। যেমতি আমার বাবামা আমাকে সায়েন্স পড়াতে চেয়েছিল আমার ভালোর জন্য এটাকে গুড ফেথে নিয়েছি। আর ফলে বাপের বড়ির মত ফ্রীঅ্যাক্সেসও আমি আশা করি না মলমালিক বা পিনাকীর থেকে।

    কিন্তু যাদবপুর কলেজের ওএটিটা ফেটসুর সম্পত্তিও নয়, যে সেখানে মেয়েটির অ্যাকসেস আটকানোর অধিকার ফেটসুর আছে।

    এই ঠিক উপরের বাক্যিটি মেয়েটি অন্য কলেজের ধরে নিয়ে। কিন্তু গোলটা আরো বেশি আমার এই কারণে লাগছে যে মেয়েটি ঐ কলেজেরই ছাত্রী, শুধু ডিপার্টমেন্ট আলাদা। তাই তার অ্যাকসেস কোন আইনের বলে আটকানো সম্ভব, এটা আমারও জানার ইচ্ছে রইল।
  • byaang | 132.167.108.68 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:৩৫71577
  • "ওঃ এই জন্য এত আইনের নম্বর চাওয়া! মেয়েটাকে ঢুকতে দেওয়া হয়েছে না হয় নি। দুষ্টবুদ্ধি কিনা আগে বুঝি নাই। "

    এই "দুষ্টবুদ্ধি কিনা"র আগে "আমি"টা সাইলেন্ট আছে। আর "দুষ্টবুদ্ধি কিনা" পরে "তাই"টাও সাইলেন্ট আছে।
  • sm | 233.223.153.107 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:৩৬71579
  • আগের দিন তো বলেই ছিলাম,কতৃপক্ষ স্টুডেন্ট দের লিখিত পারমিশন দিয়েছিল কিনা। যদি লিখিত পারমিশন দিয়ে থাকে, তাহলে যথেষ্ট অনৈতিক কাজ করেছে; কারণ সার্চিন্গের কাজ টা কতৃপক্ষ পুলিশ বা নিজস্ব নিরাপত্তা রক্ষীকে দিয়েই করাতে পারে।স্টুডেন্ট দের দিয়ে করলে তারা বিপদে পড়তে পারে( ইনক্লুডিং ফলস কেস) আর কাজটা অনৈতিক ও বটে।
    যদি লিখিত পারমিশন না দিয়ে থাকে; তাহলে বলব স্টুডেন্টরা মুরগী হয়েছে কতৃপক্ষের কাছে। কারণ আইনের চোখে ভার্বাল পারমিশন গ্রহনযোগ্য হবে না।
    আর সিবিলের জিবি তে অ সিবিল কাউকে এলাও নাও করতে পারে। কিন্তু সিবিল যদি জদুপুরের খোলা মাঠে, তিন দিন ব্যাপী কোনো প্রোগ্রাম করতে চায় তাহলে, অন্যান্য ডিপ আপত্তি জানাতেই পারে। এখানেও কতৃপক্ষের পারমিশন চাই, কারণ খেলার মাঠ টা সিবিলের পৈত্রিক সম্পত্তি নয়। ঐদিন মেক্যানিকাল বলতে পারে আমরা টি ২০ ম্যাচের আয়োজন করেছি।

    আর কে কোন অবস্থায় কাকে সার্চ করতে পারে এটা লিগ্যাল এক্সপার্ট রা ভালো বলতে পারবে।গুরুর লিগ্যাল এক্সপার্ট রঞ্জন বাবু/অন্যান্যরা কি বলেন?
  • Reshmi | 129.226.173.2 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:৩৬71578
  • এ তাবৎ আলোচনায় তাহলে কী দাঁড়াল? ফেটসুর কী করা উচিত ছিল তা নিয়ে ঐকমত্য হল কিছু? নেতাজী ইন্ডোরে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা না যাদবপুরেই পুলিশ/সরকারী/ব্যাগ চেক করার অধিকারওয়ালা বেসরকারী নিরাপত্তারক্ষী মোতায়েন করা নাকি সংস্কৃতি আদতে অপসংস্কৃতির ঠেক হয়ে উঠছে যেখানে নানাকারণেই ঝামেলা বাধতে পারে এই যুক্তিতে পুরো ব্যাপরটাই বন্ধ করে দেওয়া?

    হ্যাঁ, যাদবপুর প্রাক্তনী হিসেবেই জানতে চাইলাম। কারণ অন্য কলেজে কী হয় না হয়, সেখানে ব্যগ চেক করার দরকার পড়ার মত কোন পরিস্থিতি কখন হয়েছিল কি না জানা নেই, কিন্তু যাদবপুরের সংস্কৃতির সময়ে ঝামেলার ঘটনা অপ্রতুল নয়। এটা বন্ধ করার সুস্থ উপায়, যা সবার কাছে গ্রহণযোগ্য,সেরকম কিছু কেউ বলে দিলে তো ভালোই হয়।

    আরেকটা কথা, যে মেয়েটির প্রতিবাদ নিয়ে এত কথা, সে কী ওই পুলিশ/সরকারী/ব্যাগ চেক করার অধিকারওয়ালা বেসরকারী নিরাপত্তারক্ষী ব্যাগ দেখলে কোন আপত্তি জানাতো না এরকম কোন স্টেটমেন্ট দিয়েছে? জাস্ট কৌতূহল।
  • একক | 24.99.33.66 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:৩৭71600
  • আরে বাবা রাইট এরই অথরায়সেষণ দেখতে চাইছি । সিকীয়রিটি গার্ড রা নিজের কার্ড নিয়ে ঘোরেন এবং সিকীয়রিটি গার্ড এর রুমে সিকীয়রিটি এজেন্সির অথরায়স করা ক্লস লেখা একটা কাগজ চিপ্কানো থাকে । ঘুরে ঘুরে এসব কাল্পনিক যুক্তি দিয়ে কী লাভ হচ্ছে :) তোমার রাইট আছে তুমি বলছ । ইউনিভ ক্যাম্পাসে তোমার যা অধিকার ,আমারও তাই । আমি বলছি রাইট যে আছে সেটা দেখাও ।এস সিম্পল এস দ্যাট । ওরকম ডায়ালগ যেটা লিখলে ওটা বললে তার চাকরি যাবে হ্যান্ডল করতে না পারার জন্যে । রাইট অস্বীকার করার প্রশ্নই নেই ,এক্সারসাইস ইওর রাইট ।জাস্ট প্রমান দাও ।

    আমি যদি তোমার পাশে দাঁড়িয়ে বলি তুমি না আমার রাইট আছে ব্যাগ চেক করার ,করতে দেবে ? নিশ্চই তোমার কাছে এমন কিছু ওয়ার্ক অর্ডার থাকতে হবে যা তোমাকে আমার থেকে আলাদা করেছে । এক্সট্রা পাওয়ার দিয়েছে ।জাস্ট শো ইট ।মিটে গেল । শো করতে না পারলে বিশ্বাস করব কেন ? আকাশ থেকে ?
  • Ishan | 214.54.36.245 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:৩৮71601
  • একক এবার ভুলভাল কথা কইছে। সমস্ত ফেস্টের অডিট হয়। পারমিশনও থাকে। ওসব টেকনিকাল জিনিস ছাড়া ফেস্ট হয়না। :-)
  • একক | 24.99.33.66 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:৪০71602
  • তুমি এবং আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি । তুমি দাবি করছ তোমার একটা রাইট আছে অথচ তার কোনো প্রমান নাই :) লীগাল প্রুফ কার দেখানোর কথা ,তোমার না আমার ? আমি তো বলিনি আমার আলাদা করে কোনো রাইট আছে :)
  • sswarnendu | 138.178.69.138 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:৪১71603
  • একক,
    "এটা একটা ইউনিভ উদ্যোগ যার অর্গানাইসর এবং অফশিয়াল ফান্ড রেইসার ফেটসু ।যার অডিট তারা অথরিটি কে দেখাতে বাধ্য ।"
    এরকম নয়...
    oat জন্য ভাড়া দিতে হয় না বটে... কিন্তু বুক করতে হয়... ভাড়া দিতে হয় না মানে নিজেদের প্রোগ্রাম করার জন্যে তিনটে ইউনিয়ন ই কয়েকটা দিন ( উর্ধসীমা আছে ) অথরিটির কাছে ওএটি বুক করার অ্যাপ্লিকেশন করতে হয়...ডিপোসিট মানি টাও জমাই রাখতে হয় যতদূর মনে পড়ছে... সংস্কৃতির জন্যে ইউনিভারসিটি কোন টাকা দেয় না... এমনি জেনেরাল কালচারাল আয়াক্টিভিটির জন্য সারা বছরের একটা বরাদ্দ থাকে... সেইটার হিসেব দিতে হয়... ( সে টাকায় ইঞ্জিনিয়ারিং এর সংস্কৃতির দুটো বাঁশ ও পোঁতা হয় না ) ... সংস্কৃতির খরচা ফেতসুর দায়িত্ব...এর জন্যে কাউকে হিসেব দিতে হয় না...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন