এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 24.99.33.66 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:৪২71604
  • আমি কী একবারও বলেছি অডিট হয়না ? এত উত্তেজিত কেন :) ভালো করে পরও দুটো কেস দিয়ে জিগিয়েছি ফেটসু কোন সেটে বিলং করে।
  • একক | 24.99.33.66 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:৪৪71606
  • স্বর্নেন্দু

    তারমানে ফেটসু একটি উইদিন ক্যাম্পাস ইভেন্ট অর্গানায়সার কমিটি এবং তাদের ফান্ড রেইসিং করার পারমিশন আছে । কুল।

    এই স্কোপের মধ্যে ক্যাম্পাসে ল্য এনফোর্স করার রাইট কোথায় আসে ? সেটার জন্যে আলাদা করে পারমিশন নিতে হয় ।সেটা তো পিনাকি আগেই বলেছেন নেওয়া নেই ।নইলে এত কথাই আসতনা ।
  • sswarnendu | 138.178.69.138 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:৪৪71605
  • ভাড়া দিতে হয় না মানে নিজেদের প্রোগ্রাম করার জন্যে তিনটে ইউনিয়ন ই কয়েকটা দিন ( উর্ধসীমা আছে ) bina bharay pete pare authority r seidin gulo oat available thakle
  • সঠিক জানিনা | 127.194.192.189 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:৪৯71607
  • এসব পিনাকি বলতে পারবে। আমার মনে হয় ফান্ড রেইজিং টা ইঞ্জি ডিপ এর। প্রোগ্রামটাও তাদের উদ্যোগ। ইউনি শুধু ওএটি ইউজের পারমিশন দেয়। সেটা ভাড়া নিয়েও দিতে পারতো, এক্ষেত্রে হয়তো ভাড়া টা নেয় না। কিন্তু না নেওয়ার দরুণ এমন কোনো শর্ত নেই যে অন্য ডিপ কে বিনাশর্তে ঢুকতে দিতে হবে। অন্য ডিপ কে ঢুকতে দেওয়াটা ফেটসুর গুড জেশচার বা আতিথেয়তা। আর্টসের জনতা বা অন্য কলেজের ছাত্ররা কানাকড়িও ব্যয় না করে জাস্ট অতিথি হিসেবেই প্রোগ্রাম দেখে। জে ইউ তে অ্যাডমিশন নিলে ফর্মে বোধয় অন্য ডিপের অ্যারেঞ্জড অনুষ্ঠান, সে ইউনি ক্যাম্পাসে হলেও, অ্যাটেন্ড করার অবাধ অধিকার দেওয়া নাই। অবশ্যি সঠিক জানিনা ফান্ড রেইজিংটা। এই কেস ধরেই বলুন। টিকিট করা জায়েজ কিনা।
  • sswarnendu | 138.178.69.138 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:৫০71608
  • sanskritir jonyo fund o raise kora hoyna, mane student ra ( engg faculty r student rao noy ) chanda dey na.... sponsorship er taka sobtai..... university te law keno enforce korbe? kintu oat ta sedin fetsu r nam e book kora setay entry se onyo faculty r kauke deny korte parbe na kijonye seitai to jante chaichhe etokhon etogulo lok....

    english er jonye sorry.......ovro crash korechhe....office theke ar dekhte parchhi na ki hoyechhe...bari giye banglay likhchhi
  • sswarnendu | 138.178.69.138 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:৫৩71609
  • ami netaji indoor bhara nile ( taka diye ba na diye )... dhora jak hall kotripokhyo amar yaar..... kintu ami khatay-kolome bhara i niyechhi......ami kauke entry debo na bolte parbo na? jehetu property ta state er? na parle ki ain e parbo na?
  • pi | 24.139.221.129 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:৫৬71610
  • ইউনিভার্সিটি থেকে অনুমতি দেওয়া হয়েছিল। সেই চিঠি ছাত্রদের কাছেই আছে বলে শুনেছি।
  • pi | 24.139.221.129 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:৫৮71612
  • মানে, সার্চের অনুমতি।
  • pi | 24.139.221.129 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:৫৮71611
  • *হয়েছিল বলে শুনেছি।
  • একক | 24.99.63.146 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৫:০১71613
  • আইনত পারো ।তুমি নিজের টাকায় ভাড়া নিয়েছ ।আর কাওকে দেখিয়ে নাওনি কাজেই কাওকে ঢুকতে দিতে না পারো ।

    কিন্তু ইউনিভার্সিটি ক্যাম্পাস যদি তুমি ইন্ডিভিজুয়াল প্রাইভেট পার্টি হিসেবে পুরো ভাড়া না নাও তাহলে তো সেটা খাত্ছেনা । তোমাদের কথায় এখন অবধি যা বুঝলুম ফেটসু একটি ইভেন্ট অর্গানায়সার কমিটি কিন্তু ইউনিভার্সিটির অধীন । ভুল বলছি ? সেক্ষেত্রে নেতাজি ইনডোর ভাড়া নেওয়ার যুক্তি চলেনা । যে স্পন্সর রা টাকা দেন তাঁরা যেইউ এর নামে চেক কাটেন না ফেটসু ফান্ড ? একবার এক কাজ করুক ,অন্য সব ডিপের ছাত্রদের "গুড জেস্চার" না দেখিয়ে ঢোকা বন্ধ করে দিক । টের পাবে কিসের এক্তিয়ার আছে আর কিসের নেই ।
  • Ishan | 214.54.36.245 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৫:০৩71615
  • ও মা রাইট থাকবেন কেন। রাইট টু ডিফেন্স অফ বডি অ্যান্ড প্রপার্টি তো এমনিই আছে। প্রপার্টি মানে অবভিয়াসলি নিজের প্রপার্টি হবার প্রয়োজন নেই। নইলে আর লোকে "রাইট টু অ্যাডমিশন রেস্ট্রিক্টেড" লেখে কোন ভরসায়? :-)

    আমরা মোটেও এক জায়গায় নেই একক। কেন আইনী সেটা আমি জানি। তুমি দাবী করছ "রাইট টু অ্যাডমিশন রেস্ট্রিক্টেড" ব্যাপারটাই বে-আইনী। কোনো স্পেসিফিক কেসে সেটা হতেও পারে। সেটা তো তোমাকে দেখাতে হবে। নচেৎ কথাগুলো হাওয়ায় বলা হয়ে যাচ্ছে।
  • একক | 24.99.63.146 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৫:০৩71614
  • ইউনিভার্সিটি রিটেন ফ্রিস্কিং অথরিটি দিয়েছে ? তাহলে তো বললেই মিটে যায় ফেটসুর ল্য এনফোর্সমেন্ট অথরায়সেষণ আছে । পিনাকি তো বললেন নেই ।
  • Ishan | 214.54.36.245 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৫:০৪71616
  • এবং এটা অ্যাবসলিউটলি ল এনফোর্সমেন্ট না। রাইট এক্সারসাইজ।
  • কিন্তু | 127.194.192.189 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৫:০৬71618
  • কিন্তু তাইলে ফেস্ট জমবে কীভাবে? বেশি লোক না হলে শুধু ইঞ্জির জনতা নিয়ে ওএটি টিমটিম করবে তো। পারফর্মাররাও লো হয়ে যাবে। টিকিট করতে পারে কিনা সেটা বলো। অবশ্যই প্র্যাকটিকালি করবে না। তাতে জনপ্রিয়তায় চিড় ধরবে।
  • একক | 24.99.63.146 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৫:০৬71617
  • তাহলে এত ক্যাচাল ই হলো কেন । চ্যালেঞ্জ করলেই কাগজ বের করে দেখালে তো মিটে যেত । যে দেখো ভাই আমাদের অথরিটি আছে ।লোকে এসব দরকারী কাগজ জেরক্স করিয়ে আলাদা আলাদা ভলান্টিয়ার ইউনিট এ দিয়ে দেয় তো ।
  • pi | 24.139.221.129 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৫:০৭71619
  • ব্যাগ সার্চ করতে চাওয়া কে ফ্রিস্কিং বলা হল কেন সেটা আগে বল।
  • Ishan | 214.54.36.245 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৫:১০71620
  • একক কোথায় বাস করে? যারা সার্ভিলিলিয়েন্স নিয়ে বিপ্লব করবে, তারা কাগজ দেখালেই বলবে, ও আচ্ছা ভাই ঠিক আছে? এ কি মাতুলালয়? অ্যাবসার্ডিটির একটা লিমিট আছে মাইরি। :-)
  • pi | 24.139.221.129 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৫:১৩71621
  • এই তো, এখানেও পেলাম।

    ' ..বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ফেস্ট চলাকালীন অবাঞ্ছিত ঘটনা এড়াতে নজরদারি চালানোর জন্য ইঞ্জিনিয়ারিং শাখার ছাত্র সংসদ ‘ফেটসু’-কে নির্দেশ দিয়েছিলেন তাঁরা। সেই কারণে গেটে দাঁড়িয়ে আগত ছাত্রছাত্রীদের ব্যাগ তল্লাশি করা হচ্ছিল বলে ফেটসু-র দাবি। ...'

    আর মেয়েটি ব্যাগ সার্চ করতে দেবেনা শুনে তার ব্যাগ জোর করে সার্চও করতে চাওয়া হয়্নি। ঢুকতে দেওয়া হবেনা বলা হয়েছে।

    'ছাত্রীরা ব্যাগ দেখতে চাইলে আমি অস্বীকার করি। তখন আমাকে বলা হয়, ব্যাগ না দেখালে ঢুকতে দেওয়া হবে না। আমাকে বেরিয়ে যেতে বলা হয়'

    http://www.anandabazar.com/calcutta/student-molested-again-in-jadavpur-university-1.126267
  • একক | 24.99.63.146 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৫:১৭71622
  • " "রাইট টু অ্যাডমিশন রেস্ট্রিক্টেড" কথাটা তখনি আসে যখন তোমার প্রপার্টি তে আমি ঢুকি । যেমন জেনেরাল ক্যাম্পাস এরিয়া তে ছাত্রদের এডমিশন রেস্ত্রিক্ষণ হয়না ।কোনো ল্যাবে হতে পারে । কোনো পার্টিকুলার রুমে হতে পারে ।সেগুলোউ কোনো না কোনো অথরিটি রেস্ট্রিক্ট করে ।

    এখানে দুজন পার্টি কোথায় ? একটাই তো মাস ।স্টুডেন্টস অফ যেইউ । সেখানে রাইট টু এডমিশন রেস্ত্রিক্তেদ কে কাকে দেখাচ্ছে ? :)
    ল্য এনফোর্সমেন্ট অবস্যই কারণ আমি একটাই সিঙ্গল মাস এর মধ্যে দিফারেন্শিএট করছি ,শর্ত দিচ্ছি যেটা অথরিটি দেয় ,রাষ্ট্র দেয় । এখানে কোনভাবেই "রাইট টু এডমিশন" আসে না বিকস দ্য প্রেমিসেস বিলংস টু বোথ অফ আস । বরং এন্ক্রচমেন্ট অফ মাই ফ্রি মুভমেন্ট আসে । সেটা তুমি আইদার বেয়াইনি ভাবে করছ অথবা থ্রু অথরিটি ।কোনটা ?

    যেকোনো রাইট এ একটা হ্যান্ডওভার বলে ব্যাপার আছে ।একটা অম্নিপ্রেসেন্ট রাইট ধরে যুক্তি দিচ্ছ তুমি । আমি যখন কলেজে ঢুকি তখন প্রকারান্তরে আমি কলেজ কতৃপক্ষ কে রাইট টু ল্য এনফোর্স হ্যান্ডওভার করি । সে তাই ক্যাম্পাসের মধ্যে আমার ওপর তার রাইট ফলায় । সেটা যদি সে ছাড়া অন্য কেও ফলায় আমি জানতেই চাইব রাইট হ্যান্ডওভার হলো কীকরে কারণ আমার সঙ্গে তার কন্ট্রাক্ট এ এটা ছিলনা । হুট করে তুমি আমাদের যৌথ ঘরের মধ্যে খানিকটা জায়গা ঘিরে নিয়ে "এডমিশন রেস্ত্রিক্তেদ" লিখছ যখন নিশ্চই আমাদের যৌথ কন্ট্রাক্ট পার্টি তোমাকে কিছু রাইট হ্যান্ডওভার করেছে ।
  • Reshmi | 192.68.49.253 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৫:১৯71623
  • এই রিপোর্টটা আগে পড়িনি। আমার আগের অকট প্রশ্নর উত্তর পেয়ে গেলাম। মেয়েটি স্পষ্ট করেই বলেছে যে সে কোন নজরদারিরই বিরুদ্ধে। সুতরাং এখানে যারা যারা দাবি করছিলেন পুলিশ/নিরাপত্তা কর্মী দিয়ে চেকিং হলে ভালো হত, সেটাও ধোপে টেঁকে না।
  • Ishan | 214.54.36.245 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৫:২০71624
  • এ তো সিম্পল। অথরিটি রাইট হ্যান্ড ওভার করেছে। ভাড়া দিলে যা হয়। নাথিং ইল্লিগাল।
  • একক | 24.99.63.146 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৫:২০71625
  • একক বাস্তবের মাটিতেই বাস করে ।তারা "ঠিকাছে" বলবেনা কিন্তু ইউ ক্যান সেভ ইউৰ এস এন্ড কল পোলিস এন্ড হ্যান্ড ওভার হার অন দ্য চার্জ অফ ট্রেসপাসিং এটেম্প্ট ।বুঝেছ ? উল্টে নিজেরা কেস খেতনা ।

    আসল কথা এই যে তখন কাগজ বের করলে আবার সার্ভায়ল্যানস বিরোধী বিপ্লবী বুলিতে চোনা পরে যেত ।
  • একক | 24.99.63.146 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৫:২২71626
  • আমি তো প্রথম থেকেই জিগ্যেস করছি অথরিটি কোনো রিটেন রাইট হ্যান্ডওভার করেছে কিনা । সেটা পাই এখন বলল করেছে । ওটাই তো এনফোর্সমেন্ট রাইট ।
  • Ishan | 214.54.36.245 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৫:২৪71627
  • এটাও অবাস্তব। পুলিশকে এমনিই বলা যেত, একটা মেয়ে আমাদের লাইনে এসে বাওয়াল দিচ্ছে। হাতাহাতি করছে। পুলিশ কমপ্লেন নিয়ে নিত। এই পরিস্থিতিতেও।

    কেস খাওয়ানোর মোটিভ থাকলেই অনেকেই এরকম করে থাকে। সেটা অন্তত এক পক্ষের ছিলনা দেখাই যাচ্ছে।
  • একক | 24.99.63.146 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৫:২৭71628
  • মেয়েটি কী বিপ্লব করার জন্যে ঝন্ঝাট করেছে আমার মাথাব্যথা নয় । আমার প্রশ্নই ছিল ফেত্সুর ফ্রিস্কিং করার এনফোর্সমেন্ট রাইট আছে কিনা । যদি না থাকে তাহলে ফেত্সুর হয়ে যারা ভলান্তিযার তারা ফান্সবে ।যদি থাকে আইন তাদের পক্ষে যাবে ।
  • sswarnendu | 198.154.74.31 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৫:২৮71629
  • ফ্রিস্কিং তো করা হয়না...
    আর টাকা আসে জেনেরাল সেক্রেটারি ফেটসুর একটা অ্যাকাউন্ট আছে... কলরব এর সময় ও যারা দেখেছেন মনে থাকবে যে টাকা পাঠাবার আবেদন করা হচ্ছিল যখন ওই অ্যাকাউন্ট টাও দেওয়া হয়েছিল... প্রতি বছর নতুন নির্বাচিত জি এস ওইটার সিগনেটরই চেঞ্জ করে আসে...
    আর কাগজ বলতে... ওই দিন ওএটি যে ভাড়া নেওয়া হয়েছে ( আবারো ভাড়া দেওয়া হয়েছে জি এস ফেটসুর নামেই ইউনিভার্সিটি রসিদ দেয়)... মানে একটা চোতা আর কি... যাতে ডেট আর জি এস ফেটসু সই করে ওই তারিখে ওএটি বুক করেছে এইটা লেখা থাকে ... আর ডিপসিট আসলে ইউনিয়ন এর ফান্ড থেকেই যেতও ও ফেরত আসত... ইউনিভার্সিটি কিকরে হ্যান্ডল করত মনে নেই ঠিক সত্যিই...
  • sswarnendu | 198.154.74.31 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৫:২৯71631
  • একক,
    আমি সত্যিই বুঝছিনা নেতাজি ইনডোর ভাড়া নেওয়ার সাথে এর তফাত কোথায় ও কেন? সেইটা একটু বলবে পরিষ্কার করে? আর ফ্রিস্কিং , জোর করে ব্যাগ খুলে দেখা কোনটাই করা হয়না...
  • Ishan | 214.54.36.245 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৫:২৯71630
  • অথরিটির পারমিশন আছে সেটা প্রথম দিন কাগজে বেরিয়েছে। পিনাকিও লিখেছে, নেগোশিয়েশন ইত্যাদি। লোকে যে সেটুকু না পড়ে অ্যারোগ্যান্ট দাদাগিরি ইত্যাদি নানাবিধ জিনিসে ভূষিত করে চলেছে, সেটা আমি কিকরে বুঝব। :-)
  • একক | 24.99.63.146 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৫:৩৩71633
  • এবার বেকার তর্ক হচ্ছে ।আমি বলব এটা বাস্তব তুমি বলবে ওটা ঃ) পুলিশ এলে মেয়েটি বলতেই পারে এদের ব্যাগ দেখার কোনো অধিকার নেই ,আপনি দেখুন ঠিকাছে । আসলে যা বোঝা যাচ্ছে এরা ঠ্যাঁটা পাবলিকের পাল্লায় পড়েনি । এতদিন সবকিছু আমরা-আমাদের মডে আমসত্ত্ব পাকিয়ে চলছিল এখন ইন্টারেস্ট কনফ্লিক্ট তৈরী হওয়াতে আর সামাল দেবার ক্ষমতা নেই কারণ নিজেদেরই খাড়া করা আইডিয়া নিজেদের ব্যুমেরাং হতে পারে এটা ভাবা ছিলনা ।
  • sswarnendu | 198.154.74.31 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৫:৩৩71632
  • ঈশান,
    পরিষ্কার করে দি, পারমিশন এর কিছু নেই ওএটি র ক্ষেত্রে... বাংলা ভাড়া নেওয়া... যাতে ভাড়াটা অথরিটি নেয় না, পিনাকিদা যে ৯৬ এর ওএটি মুভমেন্টের কথা বলল, সেইটা এই নিয়েই যে অথরিটি আর বিনা ভারায় এই ভাড়াটা আর দেবে না বলেছিল...

    বরং পারমিশন এর প্রশ্ন অনেক বেশী ইঞ্জিনিয়ারিং এর মাঠে যে প্রোগ্রামগুলো হয় সংস্কৃতির... সেখানে তাই প্রবেশ অবাধ ও
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন