এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 24.99.95.35 (*) | ২৯ মার্চ ২০১৫ ০৭:৪৭71688
  • এই পেজ টা ঘাঁটতে চাইনা ইনস্টাগ্রামের ব্যাপারটা নিয়ে লিখে ,নইলে ওটা আদৌ ট্যাবু কাটানোর সঙ্গে সম্পর্কিত মনে হয়নি । আদ্যিকালের ইকোফেমিনিস্ট রা ওরকম মাদার নেচার টাইপের যুক্তি দিতেন হুইচ ইস নাথিং বাট শো অফ ফিমেল রিপ্রডাকটিভ ফিটনেস এন্ড ডেসটাইনড টু মার্জ উইথ ভিরিলিটি কমপ্লেক্স অফ প্যাত্রিয়ার্কি ইন দি লং রান । কমপ্লিটলি তেল-সিঁদুর মাখানো একটা স্কুল অফ থট কে একটু ফ্যাশন মুড়ে দেখানো । অন দি আদর হ্যান্ড যদি ওটা শক থেরাপিও হয় তাহলেও ওই রামকৃষ্ণ সুলভ "মেয়ে মানে গু-মুত....." ইত্যাদির স্কুল । কোনো দিক থেকেই আধুনিক কোনো ভার্সন মনে হয়নি ।উনি যা ফুটনোট দিয়েছেন এবং দেননি দুদিক বিচার করেই ।
  • pi | 192.66.9.198 (*) | ০৫ এপ্রিল ২০১৫ ০৬:৩২71689
  • এনার কথাই উপরে লিখেছিলাম। ভালো লাগলো এই লেখাটা।

    ''ফোনটা থেকে যেন ছঁ্যাকা লাগছিল৷ ওপারের কন্ঠস্বর থেকে ঠিকরে বেরোচ্ছিল গ্রীষ্মের উষ্ণতা , ‘শহুরে আধুনিক বিশ্ববিদ্যালয়ের ক’টা গাছে বা অধ্যাপকদের দরজায় স্যানিটারি ন্যাপকিন আটকে প্রতিবাদের মানেটা কি বুঝি না৷ যাঁদের জীবনে সমস্যা আছে , তাঁদের কাছে কোনও সচেতনতার বার্তা পৌঁছচ্ছে কি ? এগুলো তো অসাধু নেতাদের ঠুনকো পাবলিসিটি স্টান্টের মতো হয়ে যাচ্ছে৷ ’বলে কি লোকটা ? জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই ‘যুগান্তকারী ’ আন্দোলন ‘পাবলিসিটি স্টান্ট ’? আর এই যে আমাদের শহরের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের কলরব খ্যাত ছাত্ররা যে প্রতিবাদ করছে , সেটাও ‘স্টান্ট ’বাজি ? ইচ্ছে হল বলতে , ‘কে হে আপনি ? এত মেধাবী ছাত্রদের আন্দেলনকে অন্য নাম দেওয়ার ? জানেন , এখন টেলিভিশন চ্যানেল আর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শুধুই এঁদের নাম ?’কিন্ত্ত , বলা হল না৷ মনে পড়ে গেল নামজাদা এক ম্যাগাজিনে পড়া বছর পনেরো আগের একটা ঘটনা৷ কোয়াম্বাটুরের এক অনামি গ্রামের কথা৷ ‘ম্যাড ’ ম্যান অরুণাচলম মুরুগন্থমের বিশ্বজয়ের কথা৷....ঠিক আছে৷ নিজে আন্দোলন করেছেন৷ তাই বলে , অন্যদের আন্দোলনকে ‘পাবলিসিটি স্টান্ট ’ বলবেন ? এতটা ঔদ্ধত্য ? খানিক দমে যান স্কুল ড্রপআউট মুরুগন্থম৷ নিজের সতেরো বছরের আন্দোলন , প্রান্তি , অপ্রান্তির হিসেব কষতে থাকেন নিঃশব্দে৷ খানিক চুপচাপ থাকার পর ধীরে বলে ওঠেন , ‘ওদের আন্দোলনের শুরুটা নিয়ে আমার কিছু বলার নেই৷ একটা প্রতিবাদের জন্ম দিয়েছে ওরা৷ সেটা খুব ভালো৷ কিন্ত্ত , উচ্চবিত্তদের ঘরে প্রতিবাদের জানান দিয়ে লাভটা কী ? কী ভবিষ্যত্ তার ? সমস্যা তো গ্রামে , নিম্নবিত্তদের ঘরে৷ সেখানে যাক৷ গ্রামের মহিলাদের শিক্ষিত করুক৷ মেনস্ট্রুয়েশন নিয়ে ছেলেদের শিক্ষিত করার থেকেও বেশি প্রয়োজন মহিলাদের নিজেদের শিক্ষিত করা৷ ’ আওড়াতে থাকেন গ্রামীণ ভারতের মহিলাদের স্যানিটেশনের স্ট্যাটিসটিক্স৷ ....আপনার আন্দোলনের উত্তরসূরিদের জন্য কোনও পরামর্শ দেবেন ? ‘আমি পরামর্শ দেবার কে ? তবে আমি হলে , কলেজে টিচারদের দরজায় প্রতিবাদসূচক ন্যাপকিন আটকাতাম না৷ পরিবর্তন কিছু আনতে চাইলে , পার্লামেন্টের বাইরে গিয়ে বিক্ষোভ দেখাতাম৷ সোচ্চার হতাম , সস্তায় চাল দেওয়ার মতোই মেয়েদের রেশন দোকানে সস্তায় স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয় ’, নিজের স্বপ্নের কথাই যেন মুখ ফুটে বেরিয়ে আসে ...'ফোনটা থেকে যেন ছঁ্যাকা লাগছিল৷ ওপারের কন্ঠস্বর থেকে ঠিকরে বেরোচ্ছিল গ্রীষ্মের উষ্ণতা , ‘শহুরে আধুনিক বিশ্ববিদ্যালয়ের ক’টা গাছে বা অধ্যাপকদের দরজায় স্যানিটারি ন্যাপকিন আটকে প্রতিবাদের মানেটা কি বুঝি না৷ যাঁদের জীবনে সমস্যা আছে , তাঁদের কাছে কোনও সচেতনতার বার্তা পৌঁছচ্ছে কি ? এগুলো তো অসাধু নেতাদের ঠুনকো পাবলিসিটি স্টান্টের মতো হয়ে যাচ্ছে৷ ’বলে কি লোকটা ? জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই ‘যুগান্তকারী ’ আন্দোলন ‘পাবলিসিটি স্টান্ট ’? আর এই যে আমাদের শহরের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের কলরব খ্যাত ছাত্ররা যে প্রতিবাদ করছে , সেটাও ‘স্টান্ট ’বাজি ? ইচ্ছে হল বলতে , ‘কে হে আপনি ? এত মেধাবী ছাত্রদের আন্দেলনকে অন্য নাম দেওয়ার ? জানেন , এখন টেলিভিশন চ্যানেল আর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শুধুই এঁদের নাম ?’কিন্ত্ত , বলা হল না৷ মনে পড়ে গেল নামজাদা এক ম্যাগাজিনে পড়া বছর পনেরো আগের একটা ঘটনা৷ কোয়াম্বাটুরের এক অনামি গ্রামের কথা৷ ‘ম্যাড ’ ম্যান অরুণাচলম মুরুগন্থমের বিশ্বজয়ের কথা৷....ঠিক আছে৷ নিজে আন্দোলন করেছেন৷ তাই বলে , অন্যদের আন্দোলনকে ‘পাবলিসিটি স্টান্ট ’ বলবেন ? এতটা ঔদ্ধত্য ? খানিক দমে যান স্কুল ড্রপআউট মুরুগন্থম৷ নিজের সতেরো বছরের আন্দোলন , প্রান্তি , অপ্রান্তির হিসেব কষতে থাকেন নিঃশব্দে৷ খানিক চুপচাপ থাকার পর ধীরে বলে ওঠেন , ‘ওদের আন্দোলনের শুরুটা নিয়ে আমার কিছু বলার নেই৷ একটা প্রতিবাদের জন্ম দিয়েছে ওরা৷ সেটা খুব ভালো৷ কিন্ত্ত , উচ্চবিত্তদের ঘরে প্রতিবাদের জানান দিয়ে লাভটা কী ? কী ভবিষ্যত্ তার ? সমস্যা তো গ্রামে , নিম্নবিত্তদের ঘরে৷ সেখানে যাক৷ গ্রামের মহিলাদের শিক্ষিত করুক৷ মেনস্ট্রুয়েশন নিয়ে ছেলেদের শিক্ষিত করার থেকেও বেশি প্রয়োজন মহিলাদের নিজেদের শিক্ষিত করা৷ ’ আওড়াতে থাকেন গ্রামীণ ভারতের মহিলাদের স্যানিটেশনের স্ট্যাটিসটিক্স৷ ....আপনার আন্দোলনের উত্তরসূরিদের জন্য কোনও পরামর্শ দেবেন ? ‘আমি পরামর্শ দেবার কে ? তবে আমি হলে , কলেজে টিচারদের দরজায় প্রতিবাদসূচক ন্যাপকিন আটকাতাম না৷ পরিবর্তন কিছু আনতে চাইলে , পার্লামেন্টের বাইরে গিয়ে বিক্ষোভ দেখাতাম৷ সোচ্চার হতাম , সস্তায় চাল দেওয়ার মতোই মেয়েদের রেশন দোকানে সস্তায় স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয় ’, নিজের স্বপ্নের কথাই যেন মুখ ফুটে বেরিয়ে আসে ...'ফোনটা থেকে যেন ছঁ্যাকা লাগছিল৷ ওপারের কন্ঠস্বর থেকে ঠিকরে বেরোচ্ছিল গ্রীষ্মের উষ্ণতা , ‘শহুরে আধুনিক বিশ্ববিদ্যালয়ের ক’টা গাছে বা অধ্যাপকদের দরজায় স্যানিটারি ন্যাপকিন আটকে প্রতিবাদের মানেটা কি বুঝি না৷ যাঁদের জীবনে সমস্যা আছে , তাঁদের কাছে কোনও সচেতনতার বার্তা পৌঁছচ্ছে কি ? এগুলো তো অসাধু নেতাদের ঠুনকো পাবলিসিটি স্টান্টের মতো হয়ে যাচ্ছে৷ ’বলে কি লোকটা ? জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই ‘যুগান্তকারী ’ আন্দোলন ‘পাবলিসিটি স্টান্ট ’? আর এই যে আমাদের শহরের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের কলরব খ্যাত ছাত্ররা যে প্রতিবাদ করছে , সেটাও ‘স্টান্ট ’বাজি ? ইচ্ছে হল বলতে , ‘কে হে আপনি ? এত মেধাবী ছাত্রদের আন্দেলনকে অন্য নাম দেওয়ার ? জানেন , এখন টেলিভিশন চ্যানেল আর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শুধুই এঁদের নাম ?’কিন্ত্ত , বলা হল না৷ মনে পড়ে গেল নামজাদা এক ম্যাগাজিনে পড়া বছর পনেরো আগের একটা ঘটনা৷ কোয়াম্বাটুরের এক অনামি গ্রামের কথা৷ ‘ম্যাড ’ ম্যান অরুণাচলম মুরুগন্থমের বিশ্বজয়ের কথা৷....ঠিক আছে৷ নিজে আন্দোলন করেছেন৷ তাই বলে , অন্যদের আন্দোলনকে ‘পাবলিসিটি স্টান্ট ’ বলবেন ? এতটা ঔদ্ধত্য ? খানিক দমে যান স্কুল ড্রপআউট মুরুগন্থম৷ নিজের সতেরো বছরের আন্দোলন , প্রান্তি , অপ্রান্তির হিসেব কষতে থাকেন নিঃশব্দে৷ খানিক চুপচাপ থাকার পর ধীরে বলে ওঠেন , ‘ওদের আন্দোলনের শুরুটা নিয়ে আমার কিছু বলার নেই৷ একটা প্রতিবাদের জন্ম দিয়েছে ওরা৷ সেটা খুব ভালো৷ কিন্ত্ত , উচ্চবিত্তদের ঘরে প্রতিবাদের জানান দিয়ে লাভটা কী ? কী ভবিষ্যত্ তার ? সমস্যা তো গ্রামে , নিম্নবিত্তদের ঘরে৷ সেখানে যাক৷ গ্রামের মহিলাদের শিক্ষিত করুক৷ মেনস্ট্রুয়েশন নিয়ে ছেলেদের শিক্ষিত করার থেকেও বেশি প্রয়োজন মহিলাদের নিজেদের শিক্ষিত করা৷ ’ আওড়াতে থাকেন গ্রামীণ ভারতের মহিলাদের স্যানিটেশনের স্ট্যাটিসটিক্স৷ ....আপনার আন্দোলনের উত্তরসূরিদের জন্য কোনও পরামর্শ দেবেন ? ‘আমি পরামর্শ দেবার কে ? তবে আমি হলে , কলেজে টিচারদের দরজায় প্রতিবাদসূচক ন্যাপকিন আটকাতাম না৷ পরিবর্তন কিছু আনতে চাইলে , পার্লামেন্টের বাইরে গিয়ে বিক্ষোভ দেখাতাম৷ সোচ্চার হতাম , সস্তায় চাল দেওয়ার মতোই মেয়েদের রেশন দোকানে সস্তায় স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয় ’, নিজের স্বপ্নের কথাই যেন মুখ ফুটে বেরিয়ে আসে ..
  • a x | 138.249.1.202 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০১:৩৫71700
  • হেলথ, হাইজিন, একটা জিনিস আর পিরিয়ডের সাথে অ্যাসোসিয়েটেড বিভিন্ন সংস্কার ও ট্যাবু আরেকটা জিনিস। রিলেটেড। কিন্তু একেবারে এক জিনিস না। আর অমুক অপ্রেশনের জন্য বলতে হলে, আগে তসুক অপ্রেশনের জন্য বলা প্রয়োজন, এ এক অদ্ভুত সুবিধেবাদী যুক্তি ছাড়া আর কিছু না।
    হ্যাঁ, ঐ ভার্মা যখন পুরো অনুষ্ঠানে একবারের জন্যও পিরিয়ড শব্দটা উচ্চারণ পর্যন্ত করতে পারেনা, "it" বলে রেফার করতে হয়, তখন পরিষ্কার কেন এই আলোচনা জরুরী। কারো কারো বিরক্ত তো লাগারই কথা।

    দ, না না ঐ তো এক কথায় বলে দিলাম, আর পড়তে হবেনা!
  • AP | 69.93.99.166 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৩:০৫71702
  • না, অমুক অপ্রেশনের আগে তমুক অপ্রেশন নয়, অমুকপ্রেশনের পরিবর্তে তমুক অপ্রেশনের কথা বলেছি। নিজের মতের সঙ্গে না মিললেই তাকে সুবিধেবাদী ইত্যাদি বলার আগে জানা উচিত অন্য পক্ষ কি বলতে চাইছে। যাই হোক পিরিয়ড একটা শারীরিক বিষয়, একমাত্র স্বাস্থ্যবিধি ছাড়া এটা নিয়ে সর্বদা আলোচনার কি আছে আর কেনই বা সেটা শ্লীলতাহানির সঙ্গে সম্পর্কিত, তা বোঝা এইক্ষেত্রে মুস্কিল হয়ে পড়েছে। পিরিয়োড ট্যাবু কেটে গেলে শ্লীলতাহানি নিয়ন্ত্রণে আসবে এমনটা কোনোভাবেই মেলাতে পারলাম না কারণ যারা সেই ধরনের কাজ করে তারা পিরিয়ড হয় বলেই করে তাও নয় আর পিরিয়ড বিষয়ে জানে না তাও নয় ! 'ইট' এর পরিবর্তে পরিস্কারভাবে 'পিরিয়ড' বললে ঠিক কি সুবিধে হত কিছুতেই বোঝা গেল না। এমনকি লিঙ্গবৈষম্যও এখানে সরাসরি ততটা জড়িয়ে নেই, যতটা আছে শাঁখা-সিঁদুরের সঙ্গে কারণ সেটা গোটাটাই সা নি।
    শুধু পিরিয়ডের কারণে একটি মেয়েকে পিছিয়ে যেতে হলে বা অপদস্থ হতে হলে (যেমন হয়েছিল কেরালায়) সেটা (স্যা ন্যা) প্রতিবাদের হাতিয়ার হতে পারে। না হলে এটা নিয়ে খোলাখুলি কথা হলেই (যা বিশ্ববিদ্যালয়ের তরুণ-তরুণীদের মধ্যে হয়েই থাকে) ঠিক কি ভাবে সাহায্য করবে বোঝা যাচ্ছে না। উপরন্তু এটা একটা বিষয়কে ঘেঁটে দিচ্ছে। কিন্তু সত্যি সত্যি যেখানে এই ট্যাবু ভাঙ্গা দরকার জে ইউ এর দলের সেখানে যাওয়ার কোনো পরিকল্পনা আমার চোখে পড়ে নি।
    একটি মেয়েকে ব্রা-প্যান্টি-স্যা ন্যা কিছু দিয়েই চিহ্নিত করাই (বা একটি ছেলেকে জাঙ্গিয়া দিয়ে) আমার মতে আপত্তিকর। এই আন্দোলন যেন ঠিক সেই কাজই করছে।
  • Ishan | 214.54.36.245 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৩:১০71704
  • অনেকেই অনেক কিছু বলতে চায়না। আপনারা পিরিয়ড না বলে "মেয়েছেলেদের মাসিক" বলতে পারবেন?
  • PT | 213.110.243.21 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৩:১০71703
  • "শুনলাম এস এফ আই ছত্রদের উপর পুলিশী লাঠি চলনোর নিন্দায় কুন্ঠিত হোককলরব।"

    অপ্রত্যাশিত?
    আর আলু চাষীর মৃত্যু নিয়ে কলরব করাটাও খুব কঠিন কাজ সেটাও বোঝাই যাচ্ছে!!
  • pi | 24.139.221.129 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৩:১৫71705
  • ekaTu dekhaben, egulo pratyaashit naa apratyaashit !

    We must protest immediately against today's police brutality imposed on protesting students at Dharmotola. And we must unite in student solidarity regardless of parties, political colors etc.
    The state cannot unleash such violence on protesters and especially students.
    It is not just about SFI, it is not about CPI(M). It is about you and me, our question of freedom and political stance in this time of crisis.
    People who want to protest, organize, plan, and move - let's do something. Let's ACT.
    ‪#‎hokkolorob‬ abar.

    --
  • Ishan | 214.54.36.245 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৩:২৩71706
  • বস্তুত ন্যাশানাল টিভি চ্যানেলে ডেকে ভদ্রলোককে র‌্যাগ করা হচ্ছে ছাড়া আর কিচ্ছু মনে হয়নি। "আপনি কেন পিরিয়ড বলবেন না?" মামার বাড়ি নাকি। কে সর্বনামে ভাব প্রকাশ করবে সেও বরখা দত্ত ঠিক করে দেবে?

    আমি নিজেই কস্মিনকালে কর্মস্থলে পিরিয়ড নামক শব্দটাই উচ্চারণ করবনা। সহকর্মিনীদের সঙ্গে আলোচনার তো প্রশ্নই নেই। কে কোথায় "সেক্সুয়ালি কালারড" বলে অভিযোগ ঠুকে দেবে, তখন বরখা দত্ত বাঁচাতে আসবে নাকি?
  • . | 134.123.205.226 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৩:৩৪71707
  • শুধু স্যানিটারী ন্যাপকিন কেন, মদের বোতল, কাটা চিকেন অনেক কিছুই তো কাল প্ল্যাস্টিকে দেয়। আসলে এটা একটা হাইপ ক্রিয়েট করে সস্তা পাব্লিসিটি নেওয়া র পথ। মহিলাদের আরও অনেক জরুরী প্রবলেম আছে এর চেয়ে।
  • ranjan roy | 24.99.162.251 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৩:৪২71708
  • The state cannot unleash such violence on protesters and especially students.
    It is not just about SFI, it is not about CPI(M). It is about you and me, our question of freedom and political stance in this time of crisis.
    ---- সম্পূর্ণ সহমত।
  • PT | 213.110.243.21 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৩:৪৩71709
  • "We must protest immediately..." মানে প্রতিবাদ "করা উচিৎ" গোছের কিছু একটা মানে হয়।
    নাঃ, আজকাল বিপ্লবের ভাষা-তাও আবার ইন্জিরিতে- বোঝা কঠিন ব্যাপার!!
  • ranjan roy | 24.99.162.251 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৩:৫১71710
  • ফুটকি বলছেনঃ
    শুধু স্যানিটারী ন্যাপকিন কেন, মদের বোতল, কাটা চিকেন অনেক কিছুই তো কাল প্ল্যাস্টিকে দেয়। আসলে এটা একটা হাইপ ক্রিয়েট করে সস্তা পাব্লিসিটি নেওয়া র পথ। মহিলাদের আরও অনেক জরুরী প্রবলেম আছে এর চেয়ে।

    --- এই পুরুষবাদী দৃষ্টিকোণই সিদ্ধ করে যে মেয়েদের পিরিয়ড আন্দোলন কত সঠিক।
    মদের বোতল, রক্তমাখা চিকেন নিয়ে আমাদেব্র সামাজিক অস্বস্তি, তাই কালো ন্যাপকিনে ঢেকে দেওয়া। একই ভাবে ফুটকি স্যানিটারি ন্যাপকিনকে সামাজিক ভাবে কী চোখে দেখা হয় সেটাই ফুটকির মদের বোতল ইত্যাদির সঙ্গে স্যানিটারি ন্যাপকিনের মত স্বাস্থ্যসম্বন্ধিত জিনিসটিকে একই ব্র্যাকেটে রেখে ব্যাপারটা যে আমাদের চোখে লজ্জার বিষয় তা বলে দিয়েছেন।
    অথচ টম্যাটো বা অ্যান্টাসিডের জন্যে কালো প্লাস্টিকের মোড়ক জরুরি নয়।
    হ্যাঁ, মেয়েদের আরো অনেক সমস্যা আছে। এটাও জরুরি কী না বা কোন অর্ডারে সেটাও আমরাই ওদের হয়ে ঠিক করে দেব? বেশ!!!
  • ranjan roy | 24.99.162.251 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৩:৫৬71712
  • ক্ষী কান্ড! পিটি ইতিমধ্যে প্রতিবাদ করে ফেলেছেন!!
    প্রতিবাদ অর্গানাইজও করে ফেলেছেন!
    আর অন্যেরা এখনও বিধির্লিঙ এ আটকে আছেন?
    শেম! শেম!
  • pi | 24.139.221.129 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৩:৫৬71711
  • কিন্তু রঞ্জনদা কীকরে জানলেন, ফুটকি মহিলা নন ? ঃ)
  • Ishan | 214.54.36.245 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৩:৫৮71714
  • কন্ডোমও কালো প্লাস্টিকে মুড়ে দেয়। দেখলেই গা পিত্তি জ্বলে। ন্যাপকিন দিলেও নির্ঘাত জ্বলে। কিন্তু কন্ডোম মেয়েরা সাধারণভাবে কেনেননা বলে জানেন না। অতএব আশুকর্তব্য হলঃ ১। ট্যাবু ভেঙে মেউএদের কন্ডোম কিনতে যাওয়া উচিত। ২। চাদ্দিকে কন্ডোম ঝুলিয়ে শ্লীলতাহানির প্রতিবাদ করা উচিত। ন্যাপকিনের সঙ্গে শ্লীলতাহানির সম্পর্ক যা, কন্ডোমের সঙ্গে তার চেয়ে কম হবেনা। :-)
  • PT | 213.110.243.21 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৩:৫৮71713
  • শুরু হল দল পাকানো!!
  • pi | 24.139.221.129 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৪:০২71715
  • আর একটা কথা বলে রাখি। হোক চুম্বন সমর্থন করেছিলাম। কিন্তু সেখানে ঐ চুমু খাওয়ার সময়ে গালে বা হাতে বা চুমু খাওয়ার ছবি দিয়ে ধর্ষণ, শ্লীলতাহানি নিয়ে এই মেসেজগুলো দেখলে একইরকম ঘাঁটা বলতাম।
  • কল্লোল | 111.63.75.187 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৪:২১71716
  • আমি ভুল স্বীকার করতে কুন্ঠিত নই। কিন্তু রাস্তায় নেমেছে কি কেউ?
    বিবৃতি দিয়েই কাজ সারা?
  • কল্লোল | 111.63.75.187 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৪:২৭71717
  • ও হ্যাঁ। পিটি কি আজকাল এস এফ আইয়ের এসব "র‌্যাবেল রউজিং" সমর্থন কচ্ছে নাকি?
    বেশ বেশ তা বেশ।
  • pi | 24.139.221.129 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৪:২৮71718
  • আজই তো মিছিল ছিল।
    https://www.facebook.com/events/598274723608811/598277686941848/

    'This is a call for a ( any political party's) bannerless march to protest against the recent event of police brutality unleashed on students who were rallying non-violently (organized by SFI and allied student unions) in demand of a judicial probe for the case of the death of student activist and SFI member Sudipto Gupta who died in police custody, beaten up by the police, 2 years back on the same day as the rally - 2nd April.
    (For details read this: http://www.aneyezine.com/police-attacks-student-rally-kolkata/)
    This is not the first time the state sponsored police force has attacked protesting students or civilians. It is not the time to stay quiet. This police attack was not just on those students who got injured and the ones still fighting in hospital; this is a violent attack on democracy, on our freedom and right to protest.
    So we are calling all students, academicians, activists, artists, and anyone who feels for the cause to join us in our protest march regardless of your political allegiance.
    Raise your voices and let the people in power know - that we stand in solidarity, we condemn this act of violence, and we will fight for our freedom till the end.

    Because we are all victims of this repression, this violence - someone suffers more, someone less, some die, some are left to rise against it from the bloody pit.
    #amiosudipto
    spread the word, and the tag.

    Feel free to ask any question or give suggestion/ideas.

    Without you, the protest cannot happen.'

    কীরকম কী হয়েছে এখনো খবর পাইনি।
  • একক | 24.99.185.16 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৪:৩৩71719
  • হ্যা কনডম মুড়ে দেয় ।কালো প্লাস্টিক না থাকলে ব্রাউন খোপে । আরেকটা অভিজ্ঞতা বলি ।নিজের ব্যবহারের জন্যে স্যানিটারি ন্যাপকিন কিনতে হয়েছিল কিছুকাল । প্রথমবার যখন জয়্গাঁও এর পরিচিত ওষুধের দোকানে কিনতে যাই দোকানদার বেশ গদগদ হয়ে বলেছিলো :দাদা বিয়ে করলেন ? :)
    সমাজে ট্যাবু কতটা আছে পরের কথা,যেটা হাড়েমজ্জায় আছে তা হলো অন্যের প্রাইভেট লাইফ (রীড সেক্সুয়াল) ,রিপ্রডাকটিভ ফিটনেস নিয়ে অদম্য কৌতূহল । মোটের উপর প্রিভেসী সেন্স অত্যন্ত পুওর । এটা বাদী-প্রতিবাদী সব পক্ষেই ।

    মুশকিল হলো দুরকম মেন্টাল সেটাপ আছে(নট অনলি) । একধরনের মহিলা আশা করবেন পুরুষটি স্যানিটারি ন্যাপকিন কেনার সময় কালো প্যাকেট রিফিউস করুক কিন্তু তাঁকে কনডম কিনে আনতে বললে মাথায় আকাশ ভেঙ্গে পর্বে বা কালো প্যাকেট প্রেফার করবেন।আরেকরকম যাঁরা পুরুষ-মহিলা যেই হোন মাসকাবারি কেনার মত পরিচিত ব্র্যান্ডের ন্যাপকিন থেকে কয়েক প্যাক কনডম সব ঠেলাগাড়ি তে তুলে নেবেন ।তার বেশি মাথা ঘামাবার সময় নেই । "ট্যাবু" টা দ্বিতীয় দলে নেই ।প্রথম দলে দুপক্ষেই আছে ।তারপরেও সেই ট্যাবু টাকে প্রপারলি হ্যান্ডল করার দরকার কারণ কোনো সোশাল/সিকীয়রিটি থ্রেট ক্রিয়েট না করলে প্রিভেসির অধিকার সকলের আছে । খুব বেসিক অধিকার ।সমস্ত জ্ঞানচব্যের পরেও এটা তার চয়েস । কোন শব্দ এড়িয়ে যাবে এটা চয়েস ।আমি রোস্তিং কল করে ট্যাবু ওয়ার্ডের বন্যা বওয়াতে পারি ,নো বিগ ডীল । নরমাল ডিসকাশন এ বরখা যেভাবে প্রেস করছিলেন ওটা উল্টোদিকের ভদ্রলোক অত্যন্ত লজিকালি দুর্বল তাই বেঁচে গ্যাছেন ।

    এনিওয়ে ....এ লগন বাদাম ভাজার :)
  • a x | 138.249.1.202 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৪:৪২71720
  • মাসিক না বলতে পারার কী আছে!!!

    আর মহিলা হলে পুরুষবাদী দৃষ্টিকোণ হয়না এ শুনে আমি বেশ খানিক অবাকই হলাম! খোরাক পাইনি অবশ্য।
  • a x | 138.249.1.202 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৪:৪৩71721
  • আর পিরিয়ডের কারণে ঘরের কোনায় বসিয়ে রাখে মেয়েদের, এ আমার নিজের চোখেই দেখা, এর সাথে স্বাস্থ্যবিধির কোনো রকম সম্পর্ক নাই।
  • একক | 24.99.185.16 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৪:৪৪71722
  • এদেশে আসলে জর্জ কার্লিন এর মত লোক দরকার যে উঠতে বসতে প্যান্গোলীনের মত চাটবে :p যাহোক কিছুকে ফেমিনিসম বলে প্রচার ,সেক্সিস্ট বলে দাগানো ;মানুষের মাথার ভেতরে ঢুকে নিয়ন্ত্রনের চেষ্টা বেড়িয়ে যেত । এমনিতে এসব আন্দোলন টান্দোলন ঠিকই আছে ........শুধু সেই রেজর শার্প হিউমারের অভাব জাতীয় জীবনে । সেইটাই বড় শুন্যতা :|
  • dc | 132.164.144.63 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৪:৫২71723
  • ইয়ে আজকাল ডিপার্টমেন্ট স্টোর টাইপের দোকানগুলোয় স্যানিটারি প্যাকেট কিনতে কাউকেই খুব একটা লজ্জা পেতে দেখিনা। অনেকেই ট্রলিতে আরো অনেক জিনিসের সাথে প্যাকেট নিয়ে আসে, কাউন্টারের মেয়েরাও নির্বিকারে স্ক্যান করে বিল করে দেয়। আমি নিজেও অনেক সময়ে কিনেছি। তবে এটা শুধুমাত্র আমার অবজার্ভেশন। ছোট শহরে বা ছোট দোকানগুলোয় কিভাবে বিক্রি করে জানিনা।

    এমনিতে পিরিয়ডস নিয়ে নানারকম সোশ্যাল ট্যাবু আমাদের চারপাশে আর আমাদের মধ্যে প্রায় সবার আছে। এগুলো ভাঙ্গা উচিত বলে মনে করি, তবে তার জন্য আন্দোলনের সাথে সাথে জনচেতনা বাড়ানোর চেষ্টাও করা উচিত। পাবলিক হেল্থ অফিসিয়ালরা, ডাক্তাররা এটা নিয়ে রেগুলার টিভিতে শো করতে পারেন বা কাগজে লিখতে পারেন। আমাদের দেশের খুব বেশী সংখ্যক মানুষ, ছেলে আর মেয়ে দুতরফেই, পিরিয়ডস নিয়ে নানারকম আতংক, লজ্জা, গ্লানিতে ভোগে। এই মনোভাব পাল্টানো উচিত।
  • Ishan | 214.54.36.245 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৪:৫৫71725
  • শুধু "মাসিক" বলি নাই। সঙ্গে "মেয়েছেলে" ও ছিল। "মেয়েছেলে না বলার কি আছে", টাও শুনতে চাই। :-)
  • pi | 24.139.221.129 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৪:৫৫71724
  • মহিলা হলে পুরুষবাদী দৃষ্টিকোণ হয়না একথা কেউ বলেনি। পুরুষবাদী দৃষ্টিকোণ লেখার জন্যেই মহিলা কি পুরুষ লিখলাম, এটা লিখে দেওয়া হল দেখেও অবাক হলাম ঃ)। বিশেষ করে মহিলাদের পুরুষবাদী দৃষ্টিকোণ নিয়ে যেখানে আমার একাধিক পোস্ট আছে।

    যাইহোক। ঐ পোস্টের শেষে শেষে একটা লাইন ছিল।
    ' মেয়েদের আরো অনেক সমস্যা আছে। এটাও জরুরি কী না বা কোন অর্ডারে সেটাও আমরাই ওদের হয়ে ঠিক করে দেব? বেশ!!!'

    প্রশ্নটা এই 'ওদের' দেখে করা।
  • dc | 132.164.144.63 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৪:৫৫71726
  • পিরিয়ডসের সময়ে মেয়েরা পুজো দেয়না, কিসব ছোঁয়াছুঁয়ি মেনে চলে, এসবও আমার নিজের চোখে দেখা। এগুলোর বিরুদ্ধে টক শো বা অ্যাওয়ারনেস ক্যাম্পেন করা উচিত।
  • pi | 24.139.221.129 (*) | ০৬ এপ্রিল ২০১৫ ০৪:৫৯71727
  • এসব কিছু নিয়েই কথা বলা যায়, দরকারও , কিন্তু এর সাথে ধর্ষণ , শ্লীলতাহানি জুড়ে দেওয়ার মানে দেখিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন