এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 24.139.221.129 (*) | ০৭ মে ২০১৫ ০৩:৫৭71899
  • তাই বলেছি কি ?
  • pi | 24.139.221.129 (*) | ০৭ মে ২০১৫ ০৩:৫৯71900
  • কথাগুলো তো আসছে যাদবপুরের লোকজনের কীর্তিকলাপ নিয়ে। পড়াশুনা বাদে তারা আর যা যা করে তাই নিয়ে।

    আর কলরবের ব্যানার টাই বা কী জিনিস ?
  • শ্রী সদা | 24.96.11.110 (*) | ০৭ মে ২০১৫ ০৪:০৯71901
  • কী আশ্চর্য, যাদবপুরের কয়েকটা ছেলে পাহাড়ে ত্রাণকার্যে গেছে সেই দিয়ে এই কলরবের নামে যে মোগলাই ঘাপলাগুলো হয়েছে/হচ্ছে সেগুলো কম্পেনসেট হয়ে যায় নাকি ?

    কলরবের ব্যানারে মানে, ঐ আজকে অমুক জায়গায় কলরব তমুক জায়গায় কলরব এইসব চলছিল সেই ধরণের মহতী প্রকল্প বোঝাতে চেয়েছি আরকি। আমি তো যা বুঝলাম যাদবপুরের মাউন্টেনিয়ারিং ট্রেনিং প্রাপ্ত কয়েকজন প্রাক্তন ও বর্তমান ছাত্র নেপালে ত্রাণকার্যে গেছে। খুব ভালো উদ্যোগ। কিন্তু তার জন্য যে কারণে এখানে লোকজন যাদবপুরের স্টুডেন্টদের নিয়ে খিল্লি করছে সেগুলো ইনভ্যালিড হয়ে যায়না।
    এবং এগুলো তখনো অব্দি বলে যাব যতক্ষণ না হোককলরবের কমপ্লিট রেজাল্ট সামনে আসে, মেয়েটি বিচার পায়, দোষী ছাত্রগুলো আইডেন্টিফায়েড হয়, ফেস্টের সময় মলেস্টেশনের ঘটনার তদন্ত হয়, খাপ পঞ্চায়েত বসিয়ে শ্লীলতাহানির সালিশির ঘটনায় জড়িতরা শাস্তি পায় ....
  • cm | 116.208.52.32 (*) | ০৭ মে ২০১৫ ০৪:১৭71902
  • এসব হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
  • pi | 24.139.221.129 (*) | ০৭ মে ২০১৫ ০৪:৪২71903
  • সদা, আগে ঠিক করে নে, কী বলতে চাস। মোগলাই ঘাপলা কোনগুলো ?
    অমুক জায়গায় তমুক জায়গায় কলরব চলা কলরব গুলো ? ধরে নিচ্ছি, সেগুলোকেও বলছিস, কারণ 'মহতী প্রকল্প' বলে টন্ট করলি যখন । তো, কী কারণে সেগুলো ঘাপলা বা টন্ট যোগ্য ? প্রাইভেট কলেজের বেনিয়ম নিয়ে আপত্তি তোলা ঘাপলা, বর্ধমান ইউনি র খামখেয়ালি ভুলে ভরা রেজাল্ট নিয়ে প্রতিবাদ জানানো ঘাপলা, জোখা বা এস এস সি র দাবি নিয়ে প্রতিবাদ জানানো ঘাপলা নাকি এগুলোর পাশে দাঁড়ানো ঘাপলা বা অন্য কোন কারণে এগুলো মহতী প্রকল্প বলে খিল্লিত হবার জন্য কোয়ালিফায়েড হয় ? প্রাইভেট ইঃ কলেজ নিয়ে কলরবের সময় তুই তাকে সাধুবাদও জানিয়েছিল, জাস্ট মনে পড়লো। এই নানা জায়গায় কলরব হওয়া বা তাতে যাওয়া এত রাগটা কী কারণে জানতে চাই। কারণ যাদবপুরের নিজের বাইরে অন্য কোথাও না যাওয়া নিয়ে এর আগে লোকজনের অন্য রাগ দেখেছি। এ মোটামুটি দেখছি শাঁখের করাত।

    কলরবের অনেক কিছু নিয়েই অনেকের আপত্তি থাকতে পারে, থাকুক না। সেগুলো ইন্ভ্যালিড না ভ্যালিড তাই নিয়েও তর্ক হতেই পারে। হয়ও। কোন একটি ইস্যুতে একসাথে কলরব করা লোক্জন ই অন্য ইস্যুতে তর্ক করেছে, দ্বিধা ত্রিধা বিভক্ত হয়েছে, এও দেখা গেছে।
    এটা হওয়াটা অস্বাভাবিক ও নয়, কারণ কলরব বা যাদবপুর কোনোটাই কোনো সমসত্ব এনটিটি নয়। তারপরেও তাকে সেভাবেই দেখা চলে।যেখানে যাদবপুরের লোকজনই যাদবপুরের লোকজনের কোন কাজ নিয়ে প্রচুর আপত্তি তুলছে, সেখানেও দেখা যাবে, যে যার নিজের অপছন্দের কাজটাকে , এতো যাদবপুরের লোকজনের অভ্যেস, কলরবীদের কালচার বলে ট্যাগিয়ে যাবে। উত্তাল জেনেরালাইজেশন চালিয়ে যাবে। তা সেটা আপত্তিকর মনে হলে, বলবো বই কী !

    যাদবপুরের লোক্জন পড়াশুনা না করে কী কী করে চলেছে বলা হলে ( যা যা করে চলেছে, তার সবকিছু আমার পছন্দ এমনটিও বলছিনা কিন্তু), কোন কাজ ভাল মনে হলে বলবো না কেন ? সেটা দিয়ে অন্য অপছন্দের কাজ ইন্ভ্যালিড হয়ে যায় বা আমি সেগুলোকে ইনভ্যালিড বলতে চেয়েছি , কম্পেন্সেট হয়ে যায়, এগুলো বা বলা কেন ? এটা সম্পূর্ণভাবে তোর ধারণা, আমার বক্তব্য নয়।

    তবে, এতো বালির বস্তা বানিয়ে যুদ্ধু কেন করছিস কেন জানে।
  • Bhagidaar | 216.208.217.6 (*) | ০৭ মে ২০১৫ ০৭:৩৩71904
  • কলরবের সঙ্গে যাদবপুরের ছাত্র-ছাত্রীদের নেপালে ত্রান কার্যে ভূমিকার কি সম্পর্ক? আছে কিছু সম্পর্ক? না থাকলে সেই সংক্রান্ত খবর এই টই তে দেবার কি কারণ?
  • pi | 24.139.221.129 (*) | ০৭ মে ২০১৫ ০৮:০৭71905
  • কারণটা তো লিখেছি ওপরে।
    পুরো যদুপুরের কীর্তিকলাপই বাঁধিয়ে রাখার মত।অখন্ড বিনোদন" - এই মন্তব্য এখানে এসেছিল বলে জানানোর দরকার মনে হয়েছিল, যাদবপুর মানে এটাও।

    আর পড়াশুনা না করে যাদবপুরের , প্রেসেডেন্সির কী কী খারাপ কাজ করল তা যখন এখানে আসতে পারে, তখন পড়াশুনা না করে এই কাজগুলো তারা করলে সেটা আসবে না কেন ? কলরব করা লোকজন পড়াশুনা করে না, বিশ্ববিদ্যালয় লাটে ওঠাচ্ছে এগুলো নিয়ে তো পাতার পর পাতা লেখা হয়েছে, তখন এই খবর আসাতে আপত্তি কীসের ? বিশেষ করে কলরবে সক্রিয় ছেলেপুলেরাই যখন এই ড্রাইভ নিয়েছিল !
    আর এই টইটা তো যাদবপুরের লোকজনের কীর্তিকলাপের টইও ছিলনা, সেটা যখন হয়ে গেছে, ফেস্টের সময় মলেস্টেশনের অভিযোগ এলে, সেটাও কলরবের দোষ হয়ে যায়, কারণ তারা কলরবে সক্রিয় ছেলেপুলে , তো তাদের এই সক্রিয় উদ্যোগের কথা থাকবেনা কেন ?

    আর হ্যাঁ, এই উদ্যোগে নানা জায়গা থেকে যারা একসাথে হয়েছে, তাদের অনেকের মধ্যেই যোগাযোগ এই কলরবের সূত্রেই। ঐ নানা জায়গায় কলরবের 'মহতী প্রকল্প ' সূত্রে। নানা জায়গায় একসাথে নানা কিছু করা , যার নাম সব জায়গায় কলরব নয়ও , কিন্তু কলরবের থেকেই সেই একসাথে কাজের সূত্রপাত, সেখানে এটাও সেই কিছু করা ও অনেকে মিলে একসাথে করার ধারাবাহিকতা থেকেই এসেছে বলে মনে করি।
  • শ্রী সদা | 113.19.212.22 (*) | ০৭ মে ২০১৫ ১২:২৫71892
  • এই থ্রেডটা অনেকদিন খোলা হয়নি। ইশরাত স্বর্ণলতা র লেখাটা পুরো বাঁধিয়ে রাখার মতো খোরাক ঃ)
    কিন্তু যাকে নিয়ে এত কলরব, সেই মেয়েটি কি বিচার পেল ? হ্যায় কোই আপডেট ?
  • sm | 233.223.159.237 (*) | ০৮ মে ২০১৫ ০২:৫২71906
  • না, না, সদার প্রশ্ন গুলো তো ভ্যালিড। দ্রুত বিচার পাচ্ছেনা বলেই তো ভিসি ঘেরাও এবং পরবর্তীকালে এত নাটক ও ভিসির রেসিগনেশনের সঙ্গে যবনিকা পতন নাকি? তা, সেই কেসের ফলো আপ সম্মন্ধে জনগণ জানতে চাইবে না?
    নেপালের ত্রান কার্যের জন্য কোনো ধন্যবাদই যথেষ্ঠ নয়। কিন্তু।।।।
  • pi | 233.176.3.216 (*) | ০৮ মে ২০১৫ ০৩:০৯71912
  • ওটা তো মামুর লেখা। বেশ আবার পোস্ট করে দিলাম। আবার পড়ে দেখুন ঃ)

    'পৃথিবী গোলাকার, তাই কলরবের কোনো কিনারা নেই। সমুদ্রগর্জনের মতো কলরবেরও কোনো কপিরাইট নেই। যাদবপুরে পুলিশি হামলার কয়েক মুহূর্তের মধ্যে কলরব ছড়িয়ে যায় ইন্টারনেটে। কয়েক ঘন্টার মধ্যে শুরু হয় কাউন্টার অ্যাটাক যাদবপুর। কয়েক দিনের মধ্যে রাজাবাজার থেকে বর্ধমান হয়ে উত্তরবঙ্গ বিশ্বভারতী, মেদিনীপুর, বাঁকুড়ায় শোনা যায় ঢেউএর শব্দ। এক সপ্তাহের মধ্যে হয়ে যায় আন্তর্জাতিক প্রতিবাদ সপ্তাহ। বিশ্বব্যাপী শোনা যায় কলরবের ক্যাকোফনি।

    পৃথিবী গোল, তাই কলরবের কোনো পরিসীমা নেই। বৃষ্টির শব্দের মতো কলরবেরও কোনো কপিরাইট নেই। দিল্লীর কলরবে চলে আসেন মারুতির শ্রমিক, লাবণিতে প্রেসিডেন্সির ছেলেমেরা। উত্তরপাড়ায় বন্ধ হওয়া হিন্দমোটরের শ্রইকরা গলা মেলান। আইওয়া সিটিতে এলজিবিটি অ্যাকটিভিস্টরা নামছেন কলরবে। কলকাতার মহামিছিলে যাঁরা এসেছিলেন, তত ছাত্র যাদপুরে পড়েন না। দিল্লী ব্যাঙ্গালোর মুম্বাই আর বিশ্বজুড়ে যাঁরা রাস্তায় নেমেছেন, তাঁদের অনেকেই কস্মিনকালেই যাদবপুরে পড়েননি।

    কেন এত লোক রাস্তায়? কেন এত মানুষ দুনিয়া জুড়ে পোস্টার লিখছেন? কেন বিশ্বভারতীর ছাত্রী লিখেছেন "হোক কলরব"এর পর এই আন্দোলনের সবচেয়ে জনপ্রিয় স্লোগানটি? কেন এলজিবিটি, পরিবেশ, শ্রমিক আন্দোলনের মানুষরা, কেন ঘোষিত অরাজনৈতিক মানুষরা কোনো সংগঠন ছাড়াই নিজেদের উদ্যোগে বলে যাচ্ছেন "হোক কলরব"? শুধু যাদবপুরের সঙ্গে সহমর্মিতায়? শুধু সেটুকুই কারণ নয়। প্রতিটি মানুষ, নিজের অভিজ্ঞতায় যাদবপুরের সঙ্গে নিজেকে রিলেট করছেন, একাত্মবোধ করছেন। শ্লীলতাহানির অভিযোগ এবং তার বিচারে গড়িমসির ঘটনা শুধু যাদবপুরের না, কামদুনিরও, যার জেরে মার খেয়েছেন আমাদের বন্ধুরা। দলদাস প্রশানের মাথা শুধু যাদবপুরের সমস্যা নয়, মহামিছিল যখন কলকাতা কাঁপাচ্ছে, শিক্ষক থেকে সর্বস্তরের মানুষ একযোগে নিন্দায় মুখর, সাতজন উপাচার্য তখন যাদবপুরের প্রশাসনিক কর্তার পক্ষে দাঁড়িয়ে বিবৃতি দিচ্ছেন, দলতন্ত্রের শিকড় কতদূরে চারিয়েছে বোধগম্য না হবার কিছু নেই। রাতের অন্ধকারে পুলিশি হিংস্রতা শুধু যাদবপুরে না, সন্ত্রাসের বলি হচ্ছেন রাজাবাজারের ছাত্রছাত্রীরা, সন্ত্রাসের শিকার বর্ধমান। যাদবপুরের পক্ষে বলতে গিয়ে মার খাচ্ছেন, মাথা ফাটাচ্ছেন, পায়ের উপর দিয়ে মোটর সাইকেল চালিয়ে দেওয়া হচ্ছে স্কটিশের ছাত্রদের। উঠে আসছে আরও কত টুকতো-টাকরা। পুলিশ ক্যাম্পাসে এই প্রথম ঢুকলো তা নয়, শিবপুর বেসুর ছাত্রদের একটি ক্লাসরুমে আটকে রেখে বাইরে অপেক্ষায় ছিল পুলিশ, ক্লাসরুমে নাকি বিপজ্জনক মাওবাদীরা বসে আছে। আমরা আজ সেকথা জেনে শিহরিত হচ্ছি, কিন্তু এসব চলছিল, চলছে, নতুন কিছু নয়। কলরব শুধু একটি বিন্দু, যেখানে এগুলোর বিরুদ্ধে পুঞ্জিভূত ক্ষোভ বেরিয়ে এসেছে। সেই নবারুণের উপন্যাসে যেমন, তোশকের নিচে জমিয়ে রাখা গ্রেনেড ফেটে যায় চিতার আগুনে।

    পৃথিবীর আকার গোল, তাই কলরবের কোনো সীমারেখা নেই, কলরবে কোনো বহিরাগত নেই। লাবণিতে পুলিশের সামনে দাঁড়ান শুধু যাদবপুর না, প্রেসেডিন্সির ছেলেমেয়েরা, প্রাক্তনীরা। বিশ্বভারতী-বর্ধমান-স্কটিশ-হিন্দমোটর, মুম্বাই-দিল্লী-বেঙ্গালুরু, লড়ে যায় শুধু যাদবপুরের জন্য না। "ইউরোপ ও আমেরিকার গহন অঞ্চল থেকে বুকে পোস্টার বেঁধে সংহতির ছবি ইন্টারনেটে তুলে দিচ্ছেন মুষ্টিমেয় মানুষরা, সেও শুধুই যাদবপুরের জন্য নয়।এঁরা হাত বাড়াচ্ছেন অগণতান্ত্রিকতার বিরুদ্ধে একটি জেহাদের অংশীদার হবার জন্য। অজস্র কণ্ঠের গুঞ্জন এভাবেই হয়ে উঠছে কলরব। কলরব তো কোনো স্লোগান নয়, অনেক গলা, হয়তো অনবধানেই, যখন নীরবতা ভেঙে কথা বলে ওঠে, তাকেই তো কলরব বলে। এই কলরবের কোনো সীমারেখা হয়না। কলরবেও তাই কোনো বহিরাগত নেই।

    এটা আমাদের অনুভব। আমরা যারা বাইরে দাঁড়িয়ে দেখেছি, সাধ্যমতো গলা তুলেছি। ছাত্রদের অনুভূতি ঠিক কী তার তোয়াক্কা না করেই আমরা হোক কলরবকে নিজেদের মতো ভালোবেসেছি। এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে দিয়েছি গলার আওয়াজ। আমাদের আওয়াজ দাদাগিরির বিরুদ্ধে। আমাদের আওয়াজ বিশ্ববিদ্যালয়কে পুলিশি খাঁচা বানানোর বিরুদ্ধে। আমাদের আওয়াজ নেতা ও দাদাদের লুটে-পুটে খাবার বিরুদ্ধে, আমাদের আওয়াজ "আচ্ছে দিন" এর খোয়াবের বিরুদ্ধে। সে আওয়াজ একরকম করে তোলা হয়েছে। এই আওয়াজ স্বতঃস্ফূর্ত। কেন্দ্রহীন। কলরবে কোনো বহিরাগত নেই, হয়না।'
    ----

    যখন লেখা হয়েছিল, তখন যাদবপুরের সমর্থনে রাজাবাজার থেকে বর্ধমান হয়ে উত্তরবঙ্গ বিশ্বভারতী, মেদিনীপুর, বাঁকুড়ায় কলরব ছড়িয়েছিল।
    এখন রাজাবাজার থেকে বর্ধমান হয়ে উত্তরবঙ্গ বিশ্বভারতী, মেদিনীপুর, বাঁকুড়ার সমর্থনে যাদবপুর ও অন্যরা দাঁড়িয়েছে।
    কলরবের কোন কিনারা নেই। মামু তখন লিখেছিল। এটা তো এখন অনেক বেশি ক'রে সত্যিই হয়েছে।

    এবার এগুলো হলেই বিপ্লব হয়ে যাবে বলে মনে হলে তার দায় আপনার, তবে এগুলো তো হয়েছে, হচ্ছে, সে হিসেবে আপনাদের কথা অনুযায়ী বিপ্লব এসে গেছে ঃ)

    যদিও এই অন্যান্য জায়গার আন্দোলন ও তার পাশে পাশে দাঁড়ানোকে কেন 'মহতী প্রকল্প' বলে খিল্লি করা হয়েছে সেটা এখনো বুঝি নাই ঃ), আর অন্যদিকে আবার কলরবের এই নানা জায়গায় ছড়িয়ে পড়া নিয়ে আশা আকাঙ্খার কথাকে বিপ্লব আনার দাবি বলে ট্যাগিয়ে সেটা কেন পূর্ণ করা হল তাই নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে ! এবার সত্যি তারামাকে কোশ্চেন করতে ইচ্ছে করছে !

    ও হ্যাঁ, আর বুঝি নাই আপনাদের এত আপত্তি কীসে, কারুর কথায় মনে হচ্ছে কলরব অন্যদের ইস্যু নিয়ে কলরব না করায়, যেন যে কোন ইস্যুতে প্রতিবাদের দায় একমাত্র কলরবের আছে, আবার কারুর কথায় মনে হচ্ছে আপত্তি হল কেন এত সব ইস্যু নিয়ে কলরব হবে, কারুর মতে তার শিক্ষার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো কারুর মতে তা সারা রাজ্যের মানুষের, আপামর বাঙালী জাতির সাড়ে সর্বনাশ করে দিচ্ছে ! শুধু এটুকু বুঝেছি, বিরোধিতা শাঁখের করাত বিশেষ ঃ)

    তবে ধন্যবাদ, লেখাটার কথা মনে করানোর জন্য। এখন ফিরে পড়তে গিয়ে আরো ভাল লাগল ঃ)'
  • DKG | 76.249.93.233 (*) | ০৮ মে ২০১৫ ০৩:৩৪71913
  • আমি কিন্তু স্পষ্ট লিখেছিলাম যে ওটা আপনার উল্লেখিত, লিখিত নয়

    আর আপনার আবার পড়ে আবার ভালো লেগেছে এটাও ভালো লাগলো - constancy of thought & purpose বোঝা যায় - যা বোধ হয় আমি আগেও বলেছিলাম - শুধু এইটা বুঝতে অসুবিধা হচ্ছে - যে আন্দোলন এত বিশ্বব্যাপী স্বতঃস্ফূর্ত ছিল কত কি যে লিস্টি করে করার জন্য, সেই আন্দোলন শুধু VC পাল্টানোতেই থেমে গেল কেন ?

    নাকি, 'হোক কলরব' আন্দোলন এখনো চলছে - প্রবাসে আমরা খবর পাইনা ?
  • DKG | 76.249.93.233 (*) | ০৮ মে ২০১৫ ০৩:৩৫71915
  • Oops আপনার constancy
  • DKG | 76.249.93.233 (*) | ০৮ মে ২০১৫ ০৩:৩৫71914
  • Oops আপনার constancy
  • dc | 132.164.70.14 (*) | ০৮ মে ২০১৫ ০৩:৫০71916
  • আমার কলরব নিয়ে তেমন কোন বক্তব্য নেই, যদিও যাদবপুরের ভিসিকে সরানোটা ঠিক সিদ্ধান্ত মনে হয়েছিল। যেদিন মমতা গিয়ে ভিসিকে বরখাস্ত করেন সেদিনই এখানে পোস্ট করেছিলাম যে সিএম প্রেশার কুকার থেকে স্টিম বের করে দিলেন, আবারো একটা বিচক্ষন রাজনৈতিক পদক্ষেপ নিলেন। তবে আন্দোলনটা আমি সেরকম ফলো করিনি, আমি নিজে যেহেতু যাদবপুরে পড়িনি তাই অতোটা ইন্টারেস্ট ছিলনা। তবে এটা ঠিক যে এখানে দুয়েক সময়ে বিপ্লব টিপ্লব লেখা পোস্ট দেখেছি। সেগুলো পড়ে মজা লেগেছে, তবে এটাও বুঝেছি যে বাচ্চা ছেলেমেয়ে গুলো এই বয়েসেই একটু বিপ্লব টিপ্লব খেলা খেলে। সেটা নিয়ে খুব একটা বলারও কিছু নেই। আর তা ছাড়া বাঙ্গালির সবকিছুতেই একটু বিপ্লব বা বামপন্থার ছিটে না দিলে হয়না, সেটাও মাথায় রাখা উচিত। এই টইয়ের একদম প্রথমদিকে একটা পোস্টার দেখলাম, তা বাঙ্গালি যখন এরকম পোস্টার তো দুয়েকটা বানাবেই। পোস্টার টা নীচে আবার কপি করে দিলাম, রিভোলিউশনারি পোস্টার একেবারে ঃ-)

  • pi | 192.66.0.250 (*) | ০৮ মে ২০১৫ ০৩:৫৯71917
  • DKG, আপনি বোধহয় পরের পোস্টগুলো দেখেননি। এখানে সব আপডেট পড়ে থাকলে ( যদিও সব আপডেট সবসময় দেওয়া হয়েছে বা গেছে তা নয়) আপনার পোস্টের মানে বুঝলাম না। শুধু ভিসি তাড়ানো নয় তো। অন্য নানা জায়গার নানা ইস্যু নিয়েই হয়েছে, হচ্ছে। এবং সেইগুলোকেই নানা মহতী প্রকল্পের পাশে দাঁড়ানো বলে খিল্লি করা হচ্ছে তো।
  • a | 132.177.75.124 (*) | ০৮ মে ২০১৫ ০৪:১৪71918
  • Eto kichu hobar par o JU te chelera meyeder molest kore bile news hoi. Eto kolorob koreo nongra kaz gulo bondho korar manosikota tairi holo na.
  • a | 132.177.75.124 (*) | ০৮ মে ২০১৫ ০৪:১৪71919
  • Eto kichu hobar par o JU te chelera meyeder molest kore bile news hoi. Eto kolorob koreo nongra kaz gulo bondho korar manosikota tairi holo na.
  • সে | 188.83.87.102 (*) | ০৮ মে ২০১৫ ০৫:০৩71907
  • ;-)
  • শ্রী সদা | 113.19.212.22 (*) | ০৮ মে ২০১৫ ০৮:১২71908
  • নাঃ, কলরবের সময় যেমন চলছিল, কালই বিপ্লব হয়ে যাবে টাইপের হাবভাব নিচ্ছিল লোকজন, কলরবের প্রোবাবল আউটকাম প্রসঙ্গে বিন্দুমাত্র সন্দেহ প্রকাশ করলে খিল্লিত হতে হচ্ছিল, ভিসিকে নামানোর পরে গণ-সেলিব্রেশন এবং অকলরবীদের প্যাঁক - এসব তো ভুলি নাই। তো সেই মহতী গণ-আন্দোলনের থেকে এরকম অশ্বডিম্ব প্রসূত হলে এবং আন্দোলনকারীদের একাংশের সুবিধেবাদী লুম্পেন চরিত্র বেরিয়ে পড়লে তো একটু খিল্লি তো হবেই ঃ)
  • pi | 24.139.221.129 (*) | ০৮ মে ২০১৫ ০৮:১৮71909
  • কালই বিপ্লব হয়ে যাব টাইপের হাবভাবের একটু নমুনা পাওয়া যাবে ?
    আর সুবিধেবাদী লুম্পেন চরিত্রটা বোধহয় আগে একবার এক্সপ্লেইন করেছিলি না ? এস এফ আই র কথা বলেছিলি ? নাহলে আরেকবার সেটাও বুঝিয়ে দিস।

    বাকি নানা জায়গায় কলরব বা কলরবরের লোকজনের যাওয়া কেন মহতী প্রকল্প বলে খিল্লিত হল, কোন ইস্যুটা খিল্লিযোগ্য ছিল, সে উত্তরটাও এখনো পেলাম না।
  • a | 213.219.201.58 (*) | ০৮ মে ২০১৫ ০৮:৩৮71910
  • এত কথা হবে, তবু আপডেট জানা যাবেনা। যদ্দুর মনে পড়ে ইশানের লেখা ছিল বিচার সম্পূর্ণ, যাও সবে নিজ নিজ কাজে।
  • DKG | 135.16.17.145 (*) | ০৮ মে ২০১৫ ০৯:১৯71911
  • @pi "কালই বিপ্লব হয়ে যাব টাইপের হাবভাবের একটু নমুনা পাওয়া যাবে ?" - এটা ঠিক বুঝলাম না

    আপনার নিজের লেখা - Comment from pi on 22 October 2014 19:29:36 IST - একটু পড়ে দেখুন - আপনার উল্লিখিত লেখাটিতে (যার সাথে আপনার সহমত হওয়া নিয়ে আপনি লিখেছেন) বোধ হয় শুধুমাত্র যাদবপুরের VC তাড়ানোর কথা বলা হয় নি - অনেক কিছু আছে, এমন কি আচ্ছে দিন ইত্যাদিও টেনে টুনে আনা হয়েছে - এগুলো কি একেবারেই গণ বিপ্লব জাতীয় কিছুর প্রতি অন্তত পরোক্ষ উল্লেখ ছিল না - এগুলো কি শুধুই যাদবপুরের VC তাড়ানোর কথা হচ্ছিল ?

    যদি তাই হয় তাহলে নিতান্তই ভুল বুঝেছিলাম - দুঃখিত
  • a x | 60.171.26.111 (*) | ০৯ মে ২০১৫ ০২:৪৭71926
  • ওমনাথ প্রথম উদ্ধৃত পোস্ট পার্থসারথি রায়ের। এইটাও তার বক্তব্য? আর কোথায় পেলে এটা একটু জানাও।
  • /\ | 69.160.210.2 (*) | ০৯ মে ২০১৫ ০৭:৩০71920
  • ৭৮ পাতায় ৭৮ x ২০ = ১৫৬০ ~ দেড় হাজারের বেশি কমেন্ট পড়ার পরে, এই ব্লগ পোস্ট প্রথম যার লেখা কপি করে শুরু হয়েছিল, তার বক্তব্য জানানো যাক।

    "হোক কলরব" কে সমর্থন করেছিলাম একটা মাত্র ইস্যুতেঃ স্টুডেন্টদের পুলিশপেটা করান যে ভিসি, তিনি পদাধিকারে থাকার যোগ্যতা হারিয়েছেন। ভিসি অপসারণের সঙ্গে সঙ্গেই "হোক কলরব"-এর সাথে থাকা বা সলিডারিটি জানানোর প্রয়োজন ফুরিয়েছে, অন্তত আমার কাছে।

    বাদবাকি দাবিদাওয়া, মেয়েটির কীর্তিকলাপ, ছেলেগুলির কীর্তিকলাপ - কোনোটাই এতখানি গুরুত্বপূর্ণ মনে করিনি, যতখানি প্রয়োজন মনে করেছিলাম ইউনিভার্সিটি ক্যাম্পাসে পুলিশ ডেকে ছাত্র-ছাত্রীদের পেটানোর মানসিকতা সম্পন্ন ভিসিকে পদচ্যুত করাকে। মনে হয় অনেকেই আমার মতনই ভেবে থাকবেন।

    মূলতঃ ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি একটি অরাজনৈতিক (রাজনীতি-নিরপেক্ষ) ফোরাম ও ব্যানারের মাধ্যমে নানা স্যোসিওপলিটিকাল অ্যাক্টিভিজিমে খানিকটা বেটার ওয়েতে ইনভলভ হওয়া সম্ভব বলে হয়তো কেউ কেউ মনে করেছিলেন, যাঁরা এখনো হাল ছাড়েননি। যাঁরা মনে করেননি তারা প্যাঁক দিচ্ছেন ও দিয়ে যাবেন। কিন্তু আমি ও আমার মতো কিছু মানুষ অন্তত মনে করেছিলাম/লেন সেই মুহূর্তে অভিজিৎ বাবুকে অপসারণই একান্ত প্রয়োজনীয় ছিল। ছাত্র-ছাত্রীদের চূড়ান্ত প্রতিবাদের মাধ্যমে সেটা যে হয়েছে সেটাই সুখের, আমার/আমাদের কাছে।
  • dc | 132.164.207.170 (*) | ০৯ মে ২০১৫ ০৮:০৭71921
  • ওপরের বক্তব্য ভাল্লাগলো।
  • cm | 116.208.128.8 (*) | ০৯ মে ২০১৫ ০৮:১৭71922
  • গুরুত্বহীন ইস্যুতে ভিসি ঘেরাও সমর্থন করেছিলেন? তা না করলে সেই ঘেরাও ওঠানোতে আপত্তির কারণ কি? পদ্ধতি পছন্দ হয় নি। কি ভাবে তোলা ঠিক হত?
  • ... | 193.90.36.148 (*) | ০৯ মে ২০১৫ ০৮:৪৭71923
  • যদুপুরের ছেলেপুলের (যার একটা বড় অংশ মলেস্টার, র্যগার, গাঞ্জাখোর ও আরো হাজারটা আইন ভঙ্গকারী) প্রতিবাদ আর তার সমর্থনে বুজিদের চিত্কার। শালা কত আর দেখব।
  • শ্রী সদা | 113.19.212.22 (*) | ০৯ মে ২০১৫ ০৮:৫৪71924
  • সিএম কে ক।
    মূল ইস্যু ভুলে গিয়ে শুধু ভিসিকে নামিয়ে আন্দোলন সফল হয়েছে ধরে নেওয়াটা মানা যায় না।
  • ayan | 213.219.201.58 (*) | ০৯ মে ২০১৫ ১১:৪০71925
  • (আগের অ আমি নই)
    "বাদবাকি দাবিদাওয়া, মেয়েটির কীর্তিকলাপ, ছেলেগুলির কীর্তিকলাপ - কোনোটাই এতখানি গুরুত্বপূর্ণ মনে করিনি, যতখানি প্রয়োজন মনে করেছিলাম ইউনিভার্সিটি ক্যাম্পাসে পুলিশ ডেকে ছাত্র-ছাত্রীদের পেটানোর মানসিকতা সম্পন্ন ভিসিকে পদচ্যুত করাকে। মনে হয় অনেকেই আমার মতনই ভেবে থাকবেন।"

    এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে গেলাম, যে মলেস্টেশনের গুরুত্ব ভিসিকে পদচ্যুত করানোর থেকে বেশি। খুব খুব বাজে মানসিকতা।
  • a | 132.177.126.143 (*) | ১০ মে ২০১৫ ০৪:০৮71927
  • Byapar ta daralo molestation hok khoti nei.. chanara vc tariyei khusi.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন