এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • potke | 126.202.166.217 (*) | ১৫ মে ২০১৫ ০৩:৫৯71958
  • কটা প্রশ্ন

    ১) কোন কোন ভাল অধ্যাপক চাকরি ছেড়ে গেছেন? জানতে আগ্রহী।

    ২) অমরদিপের বক্তব্য থেকে-- ২০০৯ পর্যন্ত প্রেসিতে পড়ানোর মান খুব উঁচু মানের ছিল( আমি জানি অন্কে ছিল না, মাপা স্যার কে বাদ দিলে)! তাহলে যে এদ্দিন শুনে এলাম সিপিম প্রেসির সর্বনাশ করে দিয়েছে, সেকি আমার কানের সমস্যা?

    ৩) আবার অমরদিপ-Attending these same classes seem to be quite a big deal today, however even if a student chose to not attend most of the classes, the teachers would still be available for visiting and more than once they would spend hours teaching a single student in their common rooms.

    তাহলে এটা আশা করা হচ্ছে যে আমি ক্লাস করব্না কিন্তু ক্লাস আওয়ারের বাইরে টিচার আমাকে "আবার" পড়াবেন একি মেটিরিয়াল যা ক্লাসে কভার করা হয়ে গেছে??

    ৪) ফিডব্যাক ফর্ম নিয়ে কি সমস্যা?

    সর্বপরি, এরকম হতেই পারে যে নিউ রিক্রুট দের মান খারাপ।
  • cm | 116.208.230.69 (*) | ১৫ মে ২০১৫ ০৪:২৫71959
  • আর আমি জানতে চাই ভাল অধ্যাপক শংসাপত্র কোথা হতে কিরূপে মিলিবে? সবাইকে ১০০য় ১০০ দিলেই হবেতো?
  • cm | 116.208.230.69 (*) | ১৫ মে ২০১৫ ০৪:২৭71960
  • "It surprises me to think today that once upon a time names such as Acharya Prafulla Chandra Roy, Satyajit Ray, Aparna Sen, Gayathri Spivak, had passéd out of the gates of this institution, needless to say without 75% attendance. "

    ঠিক কি ভাবে জানা গেল? এরা সবাই আত্মজীবনীতে একথা লিখে গেছেন বুঝি? নাকি চুপি চুপি প্ল্যানচেটে অমরদীপবাবুকে জানিয়েছেন!
  • sm | 233.223.154.3 (*) | ১৫ মে ২০১৫ ০৪:৪০71961
  • গত ১০০ বছরের রেজিস্টার চেক করে তবে এমন টি লিখেছে। দেখলে হবে, খরচা আছে!
    কিন্তু ক্লাস যদি এতই খারাপ হয়, তাহলে ফ্রিকোএনট এবসেনটিরা দুরশিক্ষার কোর্সে ভর্তি হচ্ছে না কেন?
  • a | 30.139.67.50 (*) | ১৫ মে ২০১৫ ০৫:৫৭71962
  • "It surprises me to think today that once upon a time names such as Acharya Prafulla Chandra Roy, Satyajit Ray, Aparna Sen, Gayathri Spivak, had passéd out of the gates of this institution, needless to say without 75% attendance."

    Idiotic বক্তব্য । তাহলে তো রবীন্দ্রনাথ ও স্কুল যান নি। এ প্রেসি তে পড়তে এসেছে কেন। রবীন্দ্রনাথ তো আরো বড় উদাহরণ।
  • Div0 | 132.167.100.79 (*) | ১৫ মে ২০১৫ ০৭:২৪71965
  • "It surprises me to think today that once upon a time names such as Acharya Prafulla Chandra Roy, Satyajit Ray, Aparna Sen, Gayathri Spivak, had passéd out of the gates of this institution..."

    "pass out" মানে পাস করে বেরিয়েছে - এটা প্রেসির স্টুডন্টদের ডিকশনারিতেও ঢুকে গেল! ট্রু, "Let us never question the excellence of ‘Presidency College.’" :)
  • শ্রী সদা | 113.19.212.22 (*) | ১৫ মে ২০১৫ ০৮:১১71963
  • নির্মল, নির্মল ঃ)
  • b | 24.139.196.8 (*) | ১৫ মে ২০১৫ ০৮:৪৭71964
  • ঠিক আছে, প্রেসি একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। টিচিং কলেজ থেকে বিশ্ববিদ্যালয়। টিচিং কলেজে ভালো করে পড়াতে পারলেই হয়, আর বিশ্ববিদ্যালয়ে তার ওপরে গুরুত্ব আসে গবেষণার। ঐ সুদীর্ঘ ১৭৫ বছরের গ্লোরি-র ব্যাগেজটা না রাখলেই হবে।
  • ayan | 213.219.201.58 (*) | ২৭ মে ২০১৫ ০৩:০৬71966
  • <Re: হোক আপডেট-কোলকাতা থেকে
    Comment from pi on 11 May 2015 23:45:02 IST 233.176.56.126 (*) #
    সব পোস্ট পড়ার ও লেখার মত সময় সুযোগ এখন নেই। যে আপডেট জেনেছি,জানিয়ে দিয়ে যাই। আঠাশে অগস্টের মোলেস্টেশন অভিযোগ নিয়ে বর্তমান আই সি সি তাদের তদন্ত সম্পূর্ণ করেছে বলে জানিয়েছে। অভিযুক্ত যত জনেত নাম আছে,অভিযোগকারিণী, সাক্ষী -সবার সাক্ষ্য নেওয়া শেষ, বয়ানের রেকর্ডিঙ্গ হয়েছে। এক হপ্তার মধ্যে এর ভিত্তিতে রিপোর্ট দেবার কথ্হ। আর অন্য যে দাবিগুলো ছিল, আই সি সি পুনর্গঠন ও জিএসক্যাশ নিয়ে ,সে নিয়ে আন্দোলন চলছে,হবেও, এখন সেমিস্টার চলছে।।

    প্রায় ২০ দিন হয়ে গেলা, কিছু শুনলাম না যে?
  • Ishan | 214.54.36.245 (*) | ২৭ মে ২০১৫ ০৩:৫৬71967
  • পাসাউট আর ড্রপাউট তো হরবখত শুনি। সেটা ভুল নাকি?
  • Arpan | 116.197.132.152 (*) | ২৭ মে ২০১৫ ০৪:০৯71968
  • পাস আউট মানে অজ্ঞান হয়ে যাওয়া।

    তবে ঐ, ইন্ডিয়াতে সব চলে। ; )
  • Arpan | 116.197.132.152 (*) | ২৭ মে ২০১৫ ০৪:১৩71969
  • তবে এও ভেবে দেখলাম এত হুদো হুদো লোক গেট পেরিয়েই জ্ঞান হারিয়েছেন এটা মনে হয় প্রকৃত প্রস্তাবে ইনস্টিটিউটের উৎকর্ষেরই অভিধা বহন করে। ঃ |
  • Ishan | 214.54.36.245 (*) | ২৭ মে ২০১৫ ০৪:২৪71970
  • পাসাউট মানে বাংলায় আউট হওয়া জানবনা কেন। কিন্তু নেটে সার্চ মেরে অন্যটাও দেখলাম ভুল না।

    http://dictionary.cambridge.org/dictionary/british/pass-out

    প্রেসিডেন্সির ছাত্ররা এবার আপনাদের ইংরাজি নিয়ে খিল্লি করবে। :-)
  • Arpan | 116.197.132.152 (*) | ২৭ মে ২০১৫ ০৪:৩৬71971
  • ওহ, ব্রিটিশ ইংলিশ। কলোনিয়াজমের হদ্দমুদ্দ।

    যাগ্গে, অক্সফোর্ড আর কেমব্রিজ দুই ডিকশনারিই বলছে মিলিটারি ট্রেনিঙের ক্ষেত্রে স্পেসিফিক ইউজ হয়। অবশ্য নেটিভরা প্রসাদগুণে তার অর্থ এক্সপ্যান্ড করে নিতেই পারেন। আটকাচ্ছে কেডা?
  • সে | 188.83.87.102 (*) | ২৭ মে ২০১৫ ০৪:৩৮71972
  • পাসাউট শব্দটা আগে খুব চলত। কিন্তু, সাধারণ কলেজের ক্ষেত্রে এটা ভুল। আজকাল প্রায় চলেই না।
  • Ishan | 202.43.65.245 (*) | ২৭ মে ২০১৫ ০৪:৪০71973
  • ইংরিজিতে ভুল ধরে "এ বাবা ইংরিজিও জানেনা" ভাব করাই তো কলোনিয়ালিজমের হদমুদ্দ। সে যতই স্মার্টলি করা হোক না কেন।
  • Arpan | 233.227.231.1 (*) | ২৭ মে ২০১৫ ০৫:০৭71974
  • "এ বাবা ইংরেজিও জানে না" এরম মনে হলে তার দায় তো আমার না। ঃ)

    সে যাক ছাত্রাবস্থায় আমিও এই ভুল করতাম। এখন সেটা ঠিক করেছি, কিন্তু অন্য অনেক ভুল নিশ্চয় করি।

    কিন্তু সেটা নিয়ে চাট্টি খিল্লি হলে অত ডিফেন্সিভ হওয়ারও কিসুই নাই। সত্যরে নিন সহজে। ঃ)
  • Ishan | 214.54.36.245 (*) | ২৭ মে ২০১৫ ০৫:১৮71975
  • ভুল দেখতে পেলে নিশ্চয়ই মেনে নিতাম। ডিকশনারি খুঁজে দেখলাম ভুল নাই কিছু। এবার বোধহয় আপনার ভুল মেনে নেবার সময়। অকারণে ডিফেন্সিভ না হয়ে। :-)
  • riddhi | 226.249.140.123 (*) | ২৭ মে ২০১৫ ০৫:২৯71976
  • ব্রিটিশ ইংরেজীতেও armed forces, police training থেকেই পাশ করা বোঝায় হাইলি। passed out from Oxford মনে হয় ব্যবহার করা হয় না।
  • সিকি | 192.69.199.13 (*) | ২৭ মে ২০১৫ ০৫:৩৩71977
  • পাস আউট নিয়ে পিএম লিখেছিলেন - বোধ হয় লাদাখের টইতে।
  • Arpan | 233.227.231.1 (*) | ২৭ মে ২০১৫ ০৫:৩৬71978
  • আই রেস্ট মাই কেস।

    নিজেকেই নিজে বিজয়ীর মুকুট পরিয়ে দিন। চিয়ার্স!!
  • Div0 | 132.172.230.197 (*) | ২৭ মে ২০১৫ ০৫:৪২71979
  • ইংরিজিতে লেখা চিঠির ইংরিজির কোয়ালিটি নিয়ে খিল্লি করা যাবে না - এটা ইটসেলফ একটা খিল্লি হতে পারে :p

    আর একটু খেয়াল করে দেখলাম ইনি 'passéd' লিখেছেন। 'e'-এর ওপর স্ট্রোকটা খেয়াল করবেন কিন্তু। passé মানে অন্য। সেখানে মিলিটারি কলেজেরও গল্প নেই। ইনফ্যাক্ট ওটার সঙ্গে 'পাস করে বেরোনো'র কোনও ম্যাপিং গুগলের খুড়শ্বশুরও করতে পারবে না।
  • Abhyu | 179.237.46.178 (*) | ২৭ মে ২০১৫ ০৫:৪৬71980
  • http://www.merriam-webster.com/dictionary/pass%C3%A9
    বলছে no longer fashionable or popular
    সেটা বলতে চাইলে বেশ ইন্টারেস্টিং ব্যাপার হবে।
  • riddhi | 226.249.140.123 (*) | ২৭ মে ২০১৫ ০৫:৫৪71981
  • পোলাপান। একটু ছড়িয়েছে, আমরা ঐ বয়সে ছড়িয়ে লাট করতাম। আর হ্যাঁ, প্রাচীনপ্ন্থী বলে এইসব পোলাপান টাইপ 'patronizing' শব্দ বলে ফেলি। কিন্তু এইসব বাদ দিয়ে ছেলেটার এটেন্ডেন্স নিয়ে যুক্তির সাথে সহমত।
  • potke | 126.202.177.55 (*) | ২৭ মে ২০১৫ ০৬:০১71982
  • "passed out"/"expired" এই শব্দ গুলোর কারেক্টনেস আর কনটেক্স্টুয়াল ইউসেজ আলাদা। ব্রিটিশ ইংরেজিতে হরবখত ব্যবহার হয় " অমুক expired"।কারেক্ট কিন্তু ব্যবহার কমে গেছে, এখন লেখে passed away

    passed out না বলে তেমনি graduated বেশী ব্যবহার হয়, পপুলার ও।

    অব্শ্য যেখানে থাকি, passed out শুনে কান ঝালাপালা হয়ে গেল, I'm going to second floor only এর মত।

    Its a question of elegant expression, that's all!

    I'll go and come , ভুল নয়, শুনতে কি ভাল লাগে?
  • Ishan | 214.54.36.245 (*) | ২৭ মে ২০১৫ ০৬:১০71983
  • ওহো এবার e এর উপর ভুল করে কেন টিকি পড়ে গেছে ভুল ধরছেন। একেই বাংলায় শিখান্বেষণ বলে (অনেক ইংলিস হল, এবার একটু বাংলা হোক)। :-)
  • Div0 | 132.172.230.197 (*) | ২৭ মে ২০১৫ ০৬:১৬71984
  • হ্যাঁ, সেই! ভুল লিখেছে সেটা বেশ বুঝতে পেরেও তক্কো ( !! ) চালিয়ে যাওয়া। তাচ্চাইতে শিরস্ত্রাণ খুলে বিজয়ীর মুকুটই পরে নাও না কেন? You won :)
  • Ishan | 202.43.65.245 (*) | ২৭ মে ২০১৫ ০৬:১৮71985
  • অনেক ক্ষণ থেকেই তো পড়ছি, আমি জিতে গেছি। তা বাপু তোমরা থামিয়ে দাও না। ফালতু হ্যাজাচ্ছ কেন?
  • Div0 | 132.178.250.211 (*) | ২৭ মে ২০১৫ ০৬:৩৬71986
  • Ishanদা', যেহেতু যেই চিঠিটা নিয়ে এত কথা সেটা তোমার লেখা নয়, এবং তুমি নিজের থেকেই তোমার মতামত দেওয়া শুরু করেছ, তাই থামানোর দায়ও আমার নয়।

    অবশ্য আমি কেনই বা অবাক হচ্ছি! গুড নাইট।
  • Ishan | 202.43.65.245 (*) | ২৭ মে ২০১৫ ০৬:৫৮71987
  • আরে বাবা আমার লেখা তো নয়ই। তা বলে ঠিক ভুল বলতে পারবনা নাকি? আগেরবার কেমব্রিজ দিয়েছিলাম, এখন এই নাও আরও প্রামাণ্য অক্সফোর্ডের ইংরিজি অভিধান থেকে তুলে দিলাম।

    b. intr. To complete a course of instruction successfully; to graduate, esp. from a military academy. Also trans.: to complete successfully (a course of instruction); to allow or enable (a person) to do this.

    1916 Daily Colonist (Victoria, Brit. Columbia) 28 July 4/7 Midshipman Robert W. Wood..passed out first in 1914 both in the college and in ships.
    1920 Discovery Mar. 77/2 Airship pilots..are required to pass-out a course in free ballooning.
    1967 S. Faessler in Atlantic Monthly Apr. 102/2 My plan, after being passed out of Grade VIII, was to go..to Harbord Collegiate.
    1979 P. Nihalani et al. Indian & Brit. Eng. 137 This batch of students is due to pass out next month.
    2000 Times 7 Aug. i. 18/3 A list of Officers who passed out and this term's prize winners follows.

    http://www.oed.com/view/Entry/138429?rskey=QNRNPP&result=1#eid1149117573

    এতো সেন্টিমেন্টাল হবার তো কিছু হয়নি। আমারও ভুল হতেই পারত, সেই জন্যই ডিকশনারি দেখলাম। তুমি ভুলভাল খিল্লিই করেছিলে, সেইটাই বলার ছিল।

    আর মাথার উপর টিকি লাগানোটা বানান ভুলই। সেটা নিয়ে আমার ওই চিঠির লেখককে সমর্থন করার কিছু নেই। কিন্তু pass out শব্দটা যাঁরা ভুল বলছেন, তাঁদের সমর্থনেও কিছু বলার নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন