এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Div0 | 132.172.237.109 (*) | ২৭ মে ২০১৫ ০৭:৪৫71988
  • তোমার লিঙ্ক দেখছি কাজ করছে না। এই যে, তোমারই প্রামাণ্য অক্সফোর্ড ডিক্সনারি -


    আর তার ওয়ার্কিং লিঙ্ক -
    http://www.oxforddictionaries.com/definition/english/pass-out

    আর পিলিজ, বক্তব্যকে কাউন্টার করছ করো, আমার সম্পর্কে জাজমেন্টাল হওয়াটা বাদ রেখেই করতে পারো। তুমি যেমন তর্কের ক্রোধে বাহ্যজ্ঞান হারিয়ে ভাট বকছো না, তেমনি আমিও সেন্টিমেন্টাল হইনি। একটা ওয়েল-নোন ফ্রেজ'এর মিসইউজ যেটা এখানে অনেকেই বললেন, কিছু ফার-ফেচ্‌ড এক্সপ্ল্যানেশন দিয়ে সেটাকে সঠিক বানাতে চাওয়া - নট মাই গেম :)
  • Ishan | 202.43.65.245 (*) | ২৭ মে ২০১৫ ০৮:০৬71989
  • দেখো বাবা আমি অক্সফোর্ডের আন-অ্যাব্রিজড ভার্সানে যা আছে, পেস্ট করে দিয়েছি। এরপর আর কিছু বলার নেই। অনেকে বললেও আমি অক্সফোর্ডকেই প্রামাণ্য মানব। ব্যক্তিগত চয়েস। তোমার ইচ্ছে হলে অক্সফোর্ডের সঙ্গে তর্ক করো গিয়ে।

    আর, সত্যেরে লও সহজে, এবং ভালো করে ঘুমোও।
  • Ishan | 214.54.36.245 (*) | ২৭ মে ২০১৫ ০৮:২২71990
  • ওহো, আর আপিসে বলল আমাদের আপিসের কোনো বিশেষ সাবস্ক্রিপশন থাকতে পারে, সেজন্য অসংক্ষেপিত ভার্সানটা বাইরে থেকে খুলছেনা এমনও হতে পারে। যে বলল সে অবশ্য নিশ্চিত না, আমি তো না ই। কিন্তু হলেও হতে পারে বলে আপলোডিয়ে দিলাম। ভবিষ্যতে তোমার রেফারেন্স হিসেবে কাজে লাগতে পারে।

  • শ্রী সদা | 113.19.212.22 (*) | ২৮ মে ২০১৫ ০১:০৭72003
  • বেশ তো। আরেক ঢ্যামনাও জানতে চাইছে কলরবের কী হল। আন্দোলনের সময় স্টেটাস জানতে যখন যাদবপুর অব্দি যাওয়ার দরকার পড়েনি, আপডেট উপচে উপচে পড়ছিল, তখন আন্দোলনের রেজাল্ট কী হল সেই আপডেটও এখানেই আসুক।
  • sm | 233.223.157.41 (*) | ২৮ মে ২০১৫ ০১:৩১72004
  • ধুর বালের পোস্ট টা বেশ আপত্তিজনক।লেখা শুরুর সময় এত আপডেট দেওয়া যখন হচ্ছিল, তখন জনতা আরো আপডেট চাইতেই পারে।
    আমি চাইছি মূলত দুটি কারণে, মেয়েটির দ্রুত বিচারের সঙ্গে কলরবীদের আন্দোলন ও ভিসির পদত্যাগ ওতপ্রোত ভাবে জড়িত। তখন সবাই এক কথা বলেছিল, ভিসি টা ফালতু,অপদার্থ; ওর যাওয়াই উচিত। কিন্তু ওর যাওয়ার পর বিচারতরান্বিত হয়েছে কি?যদি না হয়, তাহলে এত শোরগোল কিসের জন্য ছিল?
    আর যদুপুর, প্রেসি এরা কি ঘেরাওএর সংস্কৃতি কোনদিন থেকে মুক্ত হবে?
  • pi | 127.194.3.169 (*) | ২৮ মে ২০১৫ ০২:৩১71991
  • পড়তে পড়তে বেশ মজা লেগে গেল, বেশ কিছুদিন আগের নিটপিকিং সংক্রান্ত লোকজনের কিছু বক্তব্য মনে পড়ে গিয়ে ঃ)
    ওদিকে প্রচুর ইংরিজি খবরের কাগজ, এমনকি ভারত সরকারের উচ্চশিক্ষা দপ্তরের নোটিসেও দেখি পাস আউট লেখা।

    আর অয়নবাবু, আপনার মত আমিও আপডেট জানতে চাই। পেলেই জানিয়ে দেব। আমাকে যেখানে যখন দেখবেন, সেখানেই আপডেট না চাইলেও জানিয়ে দেব ঃ)
    অন্য কেউ জানতে পারলেও জানাবেন।
  • ... | 193.90.37.126 (*) | ২৮ মে ২০১৫ ০৩:৫০72005
  • ধুরবাল কি মলেস্ট করা সেই জদুবংশীয় ছাত্র টি নাকি? আপডেট চাওয়ায় এত গাঁড়ে ব্যথা কেন?
  • ধুর বাল | 118.171.129.189 (*) | ২৮ মে ২০১৫ ০৩:৫৯72006
  • আপত্তি নোট করা হল। আর আবারও বলা হল এত কৌতূহল থাকলে নিজে খুঁটে খেতে। ঃ-)

    যারা হোক কলরবের আপডেট দিয়েছে তারা তাদের কাছে দেওয়ার মত খবর থকলে এবং তার সাথে নিজেদের সময় বা ইচ্ছে হলে আপডেট দিতে থাকবে। তাতে গোঁসা হলে কিছু করার নেই। এই অসীম কৌতূহলী, যারা ভিক্টিমের দুঃখে প্রাণ কেঁদে যাচ্ছে বলে প্রিটেন্ড করছে, অথচ মাসে একবার করে গুরুচন্ডালি থেকে আপডেট নেওয়ার বেশী কিছু করার উদ্যোগ নেই, তাদের নিজেদের জায়গাটা বোঝা উচিৎ। তাদের ওপর ভরসা করে হোককলরব আন্দোলন হয় নি, কাজেই হোককলরবের সমর্থকরা তাদের জবাবদিহি করে চলার প্রয়োজন মনে করে না। আপনারা হোক কলরবকে বাল মনে করেন, হোক কলরবও আপনাদের আরও বড় বাল মনে করে। এই বাস্তবটা মেনে নিলে বোধহয় এই রিপিটেড অভিমানমূলক (কেউ আপডেট দিল না, ইত্যাদি) নওটংকির হাত থেকে আমরা বাঁচতে পারি। এত বাইট খচ্চা হয় না, ইত্যাদি ইত্যাদি।
  • Ishan | 202.43.65.245 (*) | ২৮ মে ২০১৫ ০৩:৫৯72007
  • খিস্তিখাস্তা বন্ধ হলে ভালো হয়।

    আর অপশনাল লিংকে ক্লিক করে না দেখতে পেলে, এবং পুরো স্ক্রিনশট দেখতে খুব আগ্রহী হলে জানাবেন, একটু কষ্ট করে দিয়ে দেব। ১১ বছর ধরেই এই ইচ্ছাকৃত ইয়ে দেখে আসছি, একটু কষ্ট করতে কোনো চাপ নেই।

    টই হাইজ্যাক করার জন্য দুঃখিত। লিংক, শব্দার্থ সম্পূর্ণ ইগনোর করে কাজের কথা চালিয়ে যেতে পারেন, চাপ নেই। তবে ওই, খিস্তিখাস্তা বন্ধ হলে ভালো হয়, ওটা ইগনোর করবেন না।
  • Div0 | 170.83.96.83 (*) | ২৮ মে ২০১৫ ০৫:২৭71992
  • লাইক আই সেইড, নট মাই গেম :)
    গা-জোয়ারি ছায়াযুদ্ধ চালিয়ে যাও।
  • Optional | 69.160.210.2 (*) | ২৮ মে ২০১৫ ০৫:৩৬71993
  • ঈশানের দেওয়া ছবি থেকে দেখা যাচ্ছে সেটা "pass" verb এর এর মানে। "pass out" phrase টা ঈশানের ছবিতে নেই, কোটেশনেও নেই। একে কি বলা উচিত? ইচ্ছাকৃত ইয়ে ?
  • sswarnendu | 198.154.74.31 (*) | ২৮ মে ২০১৫ ০৭:২৮71994
  • সব্বোনাশ করেছে, আমি যে আবার ওই ছবিতেই নিচে সাল দিয়ে দিয়ে ইউসেজ রেফারেন্সগুলোর সবকটাতেই ওই ফ্রেজ টা দেখতে পেলাম...
    নাহ, চশমার পাওয়ারটা বাড়ল মনে হয়... :(
  • pi | 127.194.19.208 (*) | ২৮ মে ২০১৫ ০৮:৩০72008
  • স্বর্ণেন্দু লিখে দিয়েছে। ঐ অপশনালের পোস্ট পড়ে আমিও ঘাবড়ে গেছিলাম, ঐ স্ক্রিনশটের সব উদাহরণেই পাস নয় , পাস আউট দেখার পরে। মানে এই পাস আউট শব্দবন্ধগুলো দেখতে না পাওয়াটা ইচ্ছাকৃত ইয়ে কিনা বুঝিনি।
  • ধুর বাল | 90.254.154.105 (*) | ২৮ মে ২০১৫ ০৮:৪১71995
  • এখানে যারা হোককলরবের সাপোর্টে লিখেছে তারা কী অয়নের বাবার চাকর নাকি, যে কদিন অন্তর এসে এসে আপডেট চেয়ে যাবে আর ডেডলাইনের মধ্যে তার উত্তর দিয়ে যেতে হবে? এত কৌতূহল থাকলে নিজে খুঁটে খাক। যাদবপুর তো সিয়াচেনে নয় যে সেখানে যাওয়া যায় না, খবর নেওয়া যায়না। ডিসক্রেডিট করা যার এজেন্ডা সে আপডেট পেলেও করবে না পেলেও করবে। এইসব জালি মালকে এন্টারটেন করার কোনো কারণ দেখি না।
  • a | 213.219.201.58 (*) | ২৮ মে ২০১৫ ১০:০৯71996
  • ডেড লাইনটা আমি দিই নাই। এইজন্যেই পুরনো পোস্টখান কপি করে দিসিলাম ঃ)

    । ডিস্ক্রেডিট আর আমি কি করব, নিজেরাই করে ফেলেছে।

    তা আমি তো আর করো নাম ধরে জবাব চাইনি, ধুর বাল আর পাইএর গায়ে লাগল কেন? তবে অদ্ভুত ব্যাপার যেটা সেটা হল যখন বাওয়াল চলছিল তখন মিনিটে দশটা করে আপডেত আসত, এখন আর এসব তুচ্ছ বিষয়ে দেবার মত সময় নেই নেতাদের।
    আর জ্বলছে তো বুঝতেই পারছি। তা কি করা যাবে।
  • a | 213.219.201.58 (*) | ২৮ মে ২০১৫ ১০:১০71997
  • তবে জালি মালটা সঠিক দিলেন, কলেজে আমার ডিপও জালি বলেই পরিচিত ছিল।
  • ধুর বাল | 90.254.154.105 (*) | ২৮ মে ২০১৫ ১০:৩১71998
  • জ্বলার বা গায়ে লাগার আলাদা করে তো কিছু নেই। এগুলো চেনা খেলা। কখনো একটা ভিক্টিম মেয়েকে ঢাল করে, কখনো বা 'যাদবপুরের কুচক্রী নেতাদের প্ররোচনায় ভবিষ্যত জলাঞ্জলি দেওয়া হতভাগ্য সরলমতি ছাত্রদের' জন্য উদ্বেগকে ঢাল করে অনেক দিন ধরে করে চলা ঢ্যামনামোগুলোকে এক্সপোজ করা হয়েছে শুধু। কখনো কখনো কাউকে তার জায়গাটা চিনিয়ে দেওয়ার দরকার হয়। এখানে বহু লোকই ভিক্টিমের সুবিচার পাওয়া নিয়ে চিন্তিত। সেইসব জেনুইনদের মধ্যে থেকে ঢ্যামনাদের আলাদা করার জন্য এতগুলো শব্দ খরচ করা হল। এরকম মাঝে মাঝে করা হবে।
  • a | 213.219.201.58 (*) | ২৮ মে ২০১৫ ১০:৪৩71999
  • চেনা খেলা খেলে আমার লাভটাও যদি বুঝিয়ে দিতেন বড় ভাল হত। আর হ্যান নিজের নাম না নিয়ে খিস্তি খামারি করলে কি সযত্নে লালিত আঁতেল ইমেজে দাগ লাগা আটকানো যাবে?
  • ধুর বাল | 90.254.154.105 (*) | ২৮ মে ২০১৫ ১১:২৬72000
  • দাগ লাগাটা এই মুহুর্তে প্রায়োরিটি নয়। ঢ্যামনাদের পেছনে কাঠি করাটা প্রায়োরিটি। এখনও ক্লীয়ার হয় নি সেটা!! হায় হায়!
  • a | 213.219.201.58 (*) | ২৮ মে ২০১৫ ১১:৪৩72001
  • তা করুন, এর বেশি কিছু করার ক্ষমতাও তো নেই।

    তবে আপডেট পেলে জানাবেন ঃ)
  • se | 204.230.155.137 (*) | ২৮ মে ২০১৫ ১১:৪৯72002
  • ঃ-))))
  • শ্রী সদা | 113.19.212.22 (*) | ২৯ মে ২০১৫ ০১:২২72012
  • কলরবীদের অবস্থা দেখে আমার সেইসব জনতার কথা মনে পড়ে যাচ্ছে যারা কালো টাকা ফেরত আসবে আর পনেরো লাখ করে পাবে সেই লোভে বিজেপিকে ভোট দিয়েছিল - এখন কাকে খিস্তোবে বুঝতে পারছে না :)
  • a | 213.219.201.58 (*) | ২৯ মে ২০১৫ ০১:৩১72013
  • ইন্টারেস্টিং, নেতারা কি এখন এইসব কুত্তা লেলিয়ে দিয়ে সময় কেনার তাল করছেন? এই খেলাটাও চেনাই ঃ)
  • a | 127.120.16.134 (*) | ২৯ মে ২০১৫ ০২:৪৮72009
  • বেশ তো হোক্কলরবের সমর্থকরা মেনে নিন আদতে ভিসি তাড়ানো বাওয়ালই মূল লক্ষ্য ছিল, দ্রুত বিচার শেষ করা নয়। তা যদি না হয়, তাহলে দফা দফা দাবির দায় তো নিতেই হবে ভাই। আর আপডেট চাইলে যদি এত জ্বলে তাহলে এইবেলা বার্নল কিনে রাখুন, লাগবে ঃ)

    হোক্কলরব যেমন আমার উপর নির্ভর করে না, তেমনি আমি আশা করব যে মেয়েটির সাথে ঘটনাটি ঘটেছে সেও হোক্কলরবের উপর নির্ভর করবে না ন্যায় পাবার জন্যে।
  • sswarnendu | 198.154.74.31 (*) | ২৯ মে ২০১৫ ০৬:৫৫72014
  • এই মালগুলো কারা ? পাগল না তৃণমূল?
  • sswarnendu | 198.154.74.31 (*) | ২৯ মে ২০১৫ ০৬:৫৯72015
  • এই a টা নির্ঘাত অভিজিৎ, ভিসি তাড়ানো নিয়ে তাই গাঁড়ে এত ব্যথা।
  • sswarnendu | 198.154.74.31 (*) | ২৯ মে ২০১৫ ০৭:০৮72016
  • "এখানে বহু লোকই ভিক্টিমের সুবিচার পাওয়া নিয়ে চিন্তিত। সেইসব জেনুইনদের মধ্যে থেকে ঢ্যামনাদের আলাদা করার জন্য এতগুলো শব্দ খরচ করা হল। এরকম মাঝে মাঝে করা হবে।"---- একদম।
  • শ্রী সদা | 116.51.235.136 (*) | ২৯ মে ২০১৫ ০৭:৪০72017
  • এই দুর্বাল এর উৎকট অ্যারোগেন্স দেখে আমার ঐ মেয়রের ভাগ্নীর কথা মনে পড়লো। কী খোরাক মাইরি।
  • sswarnendu | 198.154.74.31 (*) | ২৯ মে ২০১৫ ০৯:২০72010
  • ন্যায় পাবার জন্যে হোক্কলরবের উপর নির্ভর করবে কেন? নির্ভর করছে আপনার ওপর :)
    আপনি ন্যায় এনে না দিয়ে এখনো আপডেট চাইছেন?? :):)

    আবাল যতোসব, aবাল ও বলা যায়।
  • ... | 193.90.36.39 (*) | ২৯ মে ২০১৫ ১২:৪৬72011
  • হোক কলরব কে আর কোনভাবেই কি ডিফেন্ড করা যাচ্ছে না? কলরবীদের এইরকম ফাটা বাঁশে বীচি আটকানোর মত অবস্থা হলো কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন